এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 24.99.83.252 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৩৮72166
  • ধুর , ধরে রাখে কোর্টে পেশ করবে শুনে একটু আশার আলো দেখেছিলুম । তানয় সেই ধরা-ছাড়া খেলা । ধুর্ধুর
  • sch | 233.223.145.64 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৪০72167
  • ভি সি র বিচিতে কসিয়ে দুটো লাথি মারলেই মায়ের নাম মব্যা বলে সব্বাইকে ছেড়ে দেবে
  • sch | 126.203.168.202 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩৫72206
  • ঠিক কি কি কথা এখানে মিথ্যে বলা হয়েছে একটা লিস্ট দেওয়া হোক। "." আর "he he" কি করে জানলেন এখানে কে তিনো, কে নক্সাল আর কে বাম। বিজে পি ও তো থাকতে পারে কিংবা সমাজবাদী। এখানে তো রাজনৈতিক সমর্থন লেখার কোনো জায়গা নেই/

    ১৫০ ঘন্টা অবস্থান চলল কেন - তার আগেই তো ভি সি র উচিত ছিল ডেকে কথা বলে মিটিয়ে নেওয়া। আর যে ভিসি চলেন ছাত্রদের সাথে কথা বলা ওনার কাজ নয় তিনি কি মনে করেন মুকুলের বিচি চুলকানো ওনার কাজ?

    পুলিশ কুকুর বেড়ালের মতো ছাত্র ছাত্রীদের টেনে না গিয়ে কাঁদানে গ্যাস দিয়ে ডিস্পার্সও তো করার চেষ্টা করতে পারত। করল না কেন?
  • s | 182.0.249.87 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৪০72168
  • এখানেও থাক।

    এই সময়ের রিপোর্ট।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13820&boxid=1638515

    ঘটনার ইতিহাসঃ
    http://tinyurl.com/n4u69c6ঃ ২৮ শে অগস্ট ঘটনা ঘটে, ২ সেপ্টেম্বর ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেন।
    প্রসঙ্গত ছাত্রীটি তৃনমূল ছাত্র পারিষদের প্রার্থী হয়েছিলেন।

    http://tinyurl.com/m7bgf5e ঃ- ৩ সেপ্টেম্বর
    হস্টেলের ঘরে বন্ধ করে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি-কে দিলেন যাদবপুর-কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ বুধবার এ কথা জানান। যত দ্রুত সম্ভব অভিযোগ খতিয়ে দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিতে হবে ওই কমিটিকে।

    http://tinyurl.com/mozc4ll ঃ ৪ সেপ্টেম্বর মহিলা কমিশনের সুনন্দা মুখোপাধ্যায়ের আগমন ও তদন্ত।

    http://tinyurl.com/mfgqy73 ঃ ৮ সেপ্টেম্বর যাদবপুরের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা আইসিসি)-র সদস্যদের ঘেরাও এবং হেনস্থার ঘটনা। ওই ঘটনায় অভিযুক্তেরা মূলত এসএফআই এবং আইসা-র সমর্থক। অভিযুক্তেরা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, সদস্যদের মোটেই ঘেরাও করা হয়নি। তাঁরা শুধু নিজেদের বক্তব্য জানাতে গিয়েছিলেন। শঙ্কুদেবের আগমন। আবাপর শঙ্কুদেবের পিন্ডিচর্চা।

    http://tinyurl.com/ozqmzdy ঃ ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে ফেটসুর ঘেরাও। পুলিশ এসে ভিসিকে উদ্ধার। বহিরাগত তিনোমূল গুন্ডা আসার অভিযোগ।

    এখন প্রশ্ন হচ্ছে তিনোমূলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের ঠিকমতো তদন্ত হচ্ছে না বলে তদন্ত কমিটি থেকে তিনোমূলের সদস্যকে হঠাতে হবে এই দাবীতে ছাত্রদের বিক্ষোভ ঘেরাও হচ্ছে? আর সেই ঘেরাও থেকে উদ্ধার করতে তিনোমূলের পুলিশ ও গুন্ডা ছাত্রদের ক্যালাচ্ছে? অংক একটু গোলমেলে লাগছে না? ফেটসু এসেফাই কি এতই সরল সুবোধ? তদন্ত হলে ঐ দশজন ছাত্র ফেঁসে যাচ্ছে দেখে তাদের বাঁচাবার প্রচেষ্টা নয় তো?
  • pi | 24.139.221.129 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫১72169
  • আজ চারটেয় যাদবপুরের অরবিন্দ ভবন থেকে গোলপার্ক অব্দি মহামিছিল।
  • h | 127.194.254.68 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫২72207
  • ২-১৫ থেকে ২-৩০ এর মধ্যে যা বুঝলাম এলাকা অন্ধকার করে ঘিরে ধরে মেরেছে। এর আগে পরেও কি মেরেছে? ফ্যাক্টস জানতে চেয়ে বলছি, টাইম লাইন টার গ্যাপ আরেকটু কম হলে ভালো হয়। স্লা কি জালি ইউনি মাইরি।
  • Somnath Roy | 132.252.251.246 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫৯72170
  • 2005 থেকে কিছু পোস্টার-



  • s | 182.0.249.87 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩০72208
  • পুলিশের রাজীব মিশ্রর বক্তব্য শুনলাম। পুলিশকে দুপুরবেলা খবর দেওয়া হয়েছিল। দুপুর দুটো নাগাদ পুলিশ আসে এবং তখন থেকেই ছাত্রদের সাথে আলোচনা করে এবং ঘেরাও তুলে নেবার অনুরোধ করে। এই ব্যপার চলতে থাকে রাত দুটো অবধি। তারপর আবার আটকে থাকা শিক্ষকেরা বিশেষত মহিলা অধ্যাপিকারা তাদের উদ্বেগের কথা পুলিশকে জানান। তখন পুলিশ তাদের এসকর্ট করে বাইরে বার করার চেষ্টা করে। তখন ছাত্ররা / বহিরাগতরা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ে, যাতে ১১ জন পুলিশ আহত হয়েছেন।
  • s | 182.0.249.87 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৯72209
  • They went for indefinite peaceful sit-in-demonstration to ensure that an unbiased investigation is conducted and justice is meted out. They are steely determined to protest against any form of gender violence in the campus.
    আহারে চোখে জল এসে গেল।

    এর আগে গতকাল যাদবপুরের আন্দোলন চেহারা নিল সংঘর্ষের৷ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনকে পাত্তা না-দিয়ে 'কোড অফ কনডাক্ট' তৈরিতে উদ্যোগী হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এর প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক সংস্থা এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠক শেষে সদস্যদের রাত পর্যন্ত আটকে রাখেন পড়ুয়ারা৷ তাঁদের মোকাবিলায় আবার আসরে নামেন তৃণমূল প্রভাবিত শিক্ষাবন্ধু সমিতির সদস্যদের একাংশ৷ ইসি-র দীর্ঘ বৈঠক শেষে সন্ধ্যায় কয়েক জন সদস্য বেরোতে গেলে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সমিতি-সদস্যদের বচসা এবং মারামারি শুরু হয়৷ পড়ুয়ারা ঠিক করেছিলেন, ইসি বৈঠকে তাঁদের দাবি না-মানা হলে কাউকে বেরোতে বা ঢুকতে দেওয়া হবে না৷ অভিযোগ, সেই সময় ইসি বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে আসা কিছু কর্মী আপত্তি জানান৷ পড়ুয়ারা সংশ্লিষ্ট কর্মীদের পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢোকা ও বেরোনোর কথা বলেন৷ তখন ওই কর্মীরা বাইরে থেকে বেশ কয়েক জনকে ডেকে আনেন৷ সংশ্লিষ্ট কর্মী ও বহিরাগতেরা এর পর আন্দোলনরত পড়ুয়াদের উপর চড়াও হন বলে অভিযোগ৷ দু'পক্ষের মধ্যে ফের হাতাহাতি শুরু হয়৷
    এই সময় অনেক বহিরাগত ক্যাম্পাসে ঢুকে পড়ায় উত্তেজনা ছড়ায়৷ ডিসি ইএসডি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে৷ পুলিশ অফিসাররা দফায় দফায় পড়ুয়াদের সঙ্গে কথা বলেন৷ পড়ুয়াদের মূল আপত্তি হল, ক্যাম্পাসে পুলিশ ঢুকবে কেন৷ উপাচার্য অভিজিত্ চক্রবর্তী রাত দশটা নাগাদ বলেন, 'সবাইকে ঘেরাওমুক্ত করার জন্যই পুলিশ ডাকা হয়েছে৷ স্বাধীন দেশে কাউকে ঘেরাও করে রাখার কোনও অধিকার কারও নেই৷' কার্যত তিনি পুলিশ আসার পক্ষে সাফাই-ই গেয়েছেন৷ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার রাজীব মিশ্রও জানান, উপাচার্য চেয়েছেন বলেই পুলিশ পাঠানো হয়েছে৷ বেশি রাতে ছাত্ররা দাবি করেন, উপাচার্যকে বাইরে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে৷ সেই প্রস্তাব নিয়ে দুই পুলিশ অফিসার উপাচার্যের ঘরে যান৷ এর পরেও গভীর রাত পর্যন্ত ঘেরাও চলে৷
    গত ২৮ অগস্ট ফেস্ট চলাকালীন এক ছাত্রীর শ্লীলতাহানি হয় বলে কয়েক দিন পর ওই ছাত্রী পুলিশে অভিযোগ জানান৷ তার পরেই আন্দোলনের সূত্রপাত৷ বেশ কয়েক দিন ধরেই যাদবপুরের কলা বিভাগের পড়ুয়ারা একটানা আন্দোলন চালাচ্ছেন৷ সোমবার থেকে ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ সেই আন্দোলনে যোগ দেওয়ায় তা আরও জোরালো হয়৷ কিন্ত্ত বিশ্ববিদ্যালয়ের ইসি এ দিন লিখিত ভাবে সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই আদর্শ আচরণবিধি তৈরি করা হবে৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ও হস্টেলে 'অবাঞ্ছিত ঘটনা' (নেশা ও রাতভর আড্ডা) ঠেকাতে ফ্লাইং স্কোয়াড তৈরি করা হবে৷ তাতে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী-আধিকারিকরাও থাকবেন৷ ইসি-র তরফে আন্দোলনরত পড়ুয়াদের সন্ধে সাড়ে ছ'টা-সাতটা নাগাদ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কোনও ভাবেই শ্লীলতাহানি-কাণ্ডে গঠিত তদন্ত কমিটির সদস্যদের রদবদল করা সম্ভব নয়৷ উল্লেখ্য, এই দাবিতেই কলা বিভাগের পড়ুয়ারা আন্দোলন শুরু করেছিলেন৷ তার পর থেকে নিরপেক্ষ তদন্ত ও অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে (আইআইসি) থাকা দুই অধ্যাপিকার অপসারণের দাবিতে আন্দোলন চলছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের বার্তা দেওয়া হয়, আন্দোলন প্রত্যাহার করলে সব রকম আলোচনায় তাঁরা রাজি আছেন৷ দেড় সপ্তাহ ধরে বিক্ষোভ আন্দোলন চললেও পড়ুয়ারা আন্দোলনে নজর কাড়তে বার বার কৌশল পাল্টেছেন৷
    এ দিন দুপুরে ইসি বৈঠক শুরু হতেই আন্দোলনরত পড়ুয়ারা প্রশাসনিক অফিসের (অরবিন্দ ভবন) সবক'টি গেটের সামনে ছড়িয়ে বসে পড়েন৷ তাঁরা স্লোগান দিতে থাকেন, 'উপাচার্য-রেজিস্ট্রার দূর হটো৷' আন্দোলনরত পড়ুয়া নরোত্তমা পাল বলেন, 'আমরা সাত দিন ধরে অবস্থান করছি৷ উপাচার্য আমাদের সঙ্গে কথা বলতে নারাজ৷ বিশ্ববিদ্যালয়ের আইআইসি-তে বহিরাগত একজন মহিলা সমাজকর্মী অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের দাবি জানাচ্ছি৷ কিন্ত্ত ইসি বৈঠকে বলা হয়েছে, আইআইসি-র সদস্য ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগকারী ছাত্রী নাকি কোনও অভিযোগই করেননি৷ বাস্তবে ওই ছাত্রী কিন্ত্ত তাঁকে অসঙ্গত প্রশ্ন করায় ওই দুই অধ্যাপিকার বিরুদ্ধে থানায় মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন৷
  • biplab mukherjee | 126.193.131.97 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪৩72172
  • er modhye arekti ullekhjoggo tothyo ja chattro ra diyechen seta holo ICC ba internal complain committee r dui sadoshyo abhijogkarini r bari giye taNke katukti koren, porobortite sei bishoy jadabpur police station e akti abhijog o koren, chattro ra sei dui ICC sadoshyo ke investigation ba committee theke bad deoar dabi koren
  • a | 113.15.250.10 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৩72173
  • সিরিয়াসলি?
    - হোস্টেলের কিছু ছেলে মলেস্টেশন করেছে
    - অভিযোগকারিনী তাদের মধ্য অন্তত একজনকে চিন্তে পেরেছে
    - পুরো কলেজ তাদের বিরুদ্ধে গেছে গত ১৫ দিন ধরে অথচ তাদের এখনো কিছু হয়নি?
    - অদ্ভুত ব্যপার - বাথরুম নিয়ে কোন "সুনির্দিষ্ট" প্রস্তাব ছিল না!!!
  • pi | 24.139.221.129 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১১72174
  • 'চটি পুলিশ' দের এই পিটুনি গুলোও থাক।

  • pinaki | 90.254.154.105 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:১১72175
  • ওঁয়ারা শিক্ষাবন্ধু। মতান্তরে দিদির্ভাই।
  • Kaushik Ghosh | 126.203.250.57 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৪72176
  • এই মাত্র ভিসির বক্তব্য শুনলাম। অবাক লাগছে। ভীষণ ভিন্ডিকটিভ attitude।

    এর আগেও যাদবপুরে ঘেরাও হয়েছে। ২৪ ঘন্টার ওপর ঘেরাও। পুলিশ কখনো ঢোকেনি ক্যাম্পাসে।

    পিনাকিদা, দিদির্ভাই ই বটে! যাদবপুরের এই শিক্ষা "বন্ধু"দের একটু ভালো করে ধোলাই দেওয়া দরকার। এত খারাপ ব্যবহার, যে বলার নয়। আগে সব ছিপিএম ছিলো, এখন সব্বাই তিনো।
  • . | 59.207.248.195 (*) | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৩72177
  • এই ধোলাইটাই ফেট্সু পারে। ছাত্র সব ধোয়া তুলসীপাতা আর শিক্ষাবন্ধুরা সবাই খারাপ -ঘুরায় হাসতাসে।
  • s | 182.0.249.87 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৭72211
  • http://tinyurl.com/paqd9sb ভিসির বক্তব্য।
  • pi | 24.139.221.129 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৩72265
  • গান্ধী, শুনলাম খড়গপুরের মিছিল আটকে দিয়েছে !
  • He he | 132.177.188.21 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩২72266
  • আহা রে।
  • pi | 24.139.221.129 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৮72267
  • কাল সেক্টর ফাইভে র‌্যালি হচ্ছে।

    A Silent Rally from SDF Sector V Saltlake to Technopolis Salt Lake Sector 5, on Friday(19th September) 7 p.m., to protest against the brutality of police in JU campus on 16th September midnight.. We will have a central banner and black badges.. any suggestion is welcome..
    Anyone from IT sector or not from IT sector, from JU or not from JU can join our rally..
    Come to protest against the violence on our brothers and sisters in our campus..
    Come one, come all..

    any suggestion is welcome..

    Contact No: 8420832371
    8981352375
  • ঈশান | 183.17.193.253 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৩72212
  • তৃণমূলের পোস্টার। আপিশিয়াল কিনা জানিনা।

  • . | 59.207.248.195 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৪72213
  • এইখানেও সেই এক নাটক মেয়েরা ব্যারিকেড করে ঢুকতে দেবে না, সরতে বললে বলবে আমাদের উপর দিয়ে যান, তারপর তাদের ওপর বলপ্রয়োগ হবে না তো কি হবে? তাদের তো জোর করেই সরাতে হবে। ১৫০ ঘন্টা অবস্থান হল কিন্তু ১০ দোষীকে ধরার কথা কেঊ বলে না - এই সব নকশালই নাটক।
  • pi | 24.139.221.129 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৮72268
  • কারা যেন বাহান্ন না একশ দশ ঘণ্টার ঘেরাও নিয়ে অনেক কথা বলেছিলেন। সন্ধে সাতটা থেকে রাত দেড়টা বোধহয় তাই হয়, না ? ঃ)

    আর আরো যেন কারা বলেছিলেন, দোষী ছাত্রদের শাস্তি নিয়ে কোন দাবি তো০লা হচ্ছে না। এখানে ৫ঃ০২ মিনিটের মাথায় একটু দেখবেন ? বক্তব্য বদলাবে কি ?

  • sch | 126.203.168.202 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৯72214
  • তৃণমুলের পোস্টারটা ঠিকই আছে - কারণ যারা এই দলের রাজনীতিতে বিশ্বাস করে তাদের আভারেজ IQ তে যাদবপুরের মতো জায়গায় ঢোকা যায় না। একদম ঠিক লিখেছে
  • aranya | 78.38.243.218 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১২72215
  • যা বুঝলাম, ভিসি বেরিয়ে এসে ছাত্রদের সাথে কথা বললে বা বিবৃতি দিলেই ঘেরাও উঠে যেত। কিন্তু উনি তা করলেন না। বরং বারবার পুলিশের কাছে সাহায্য চেয়ে পাঠান। ইসি-র সদস্যরা কেউ কেউ আপত্তি করেন, তাও উনি পুলিশ ডাকেন।
    পুলিশ না এলে হয়্ত খুন হয়ে যেতেন - এই ধরণের অবাস্তব কথা বলছেন। ভিডিও ক্লিপে পরিস্কার দেখা যাচ্ছে সুইচ অফ করে লাইট নিভিয়ে দেওয়া হল, তাও মুখ মুছে মিথ্যা বলছেন যে ছাত্ররা ঢিল ছুড়ে লাইট ভেঙেছে।
    নিজের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পুলিশ ডেকে মার খাওয়ান, মেয়েদের পুলিশ/গুন্ডাদের হাতে মলেস্টেড হওয়ার রাস্তা খুলে দেন - দলদাস, এই ঘৃণ্য ব্যক্তিটি উপাচার্য পদ থেকে সরে গেলে মঙ্গল।
  • anirban | 172.238.29.100 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৯72216
  • এই ভিসির আর পদে থাকার কোন অধিকার নেই। কোনো অ্যাকাডেমিক পদে থাকারই অধিকার নেই। অন্যায় করেও নির্লজ্জভাবে মিথ্যে বলছে - ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারে নি, স্রেফ তৃণমূলের পেটোয়া চুড়ান্ত অযোগ্য একটা লোক। সার্চ কমিটিতে নিজের লোক ঢুকিয়েও একে সিলেক্ট করাতে পারেনি। যাদবপুরের লজ্জা এই লোকটির এক্ষুনি সরে যাওয়া উচিত।
  • s | 182.0.249.87 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৬72217
  • "তৃণমুলের পোস্টারটা ঠিকই আছে - কারণ যারা এই দলের রাজনীতিতে বিশ্বাস করে তাদের আভারেজ IQ তে যাদবপুরের মতো জায়গায় ঢোকা যায় না। "

    এরকম ধরনের মন্তব্য এর আগে বোধহয় ছাত্রদের রাজনীতি নিয়ে কোন টই-তে কেউ করেছিলেন। তখন প্রচুর গুরুজন প্রতিবাদ করেছিলেন। অবশ্য আজকে হি নী দেখব স্বাভাবিকভাবেই।
    তবু আমার প্রতিবাদটা করে গেলাম।
  • - | 109.133.152.163 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪১72218
  • কে কত পারসেন্ট নম্বর পেয়েছে ইন্টারভিউ করছিল বলে কারা জানি গতকালই ভাটের পাতায় চ্যাঁচামিচি করছিল। দেখলেন তো, আবাপ কেমন জনতার পাল্স বোঝে!! HHB
  • a | 135.20.82.164 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪২72219
  • ভিসি একটা মিথাবাদী। ওর কথা শুনে মনে হলো, ও অন্যের হয়ে কথা বলছে।
  • সিকি | 132.177.231.48 (*) | ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৫72269
  • বাহান্ন ঘন্টার হিসেবটা আগের বারের ঘেরাওয়ের। আজকের আনন্দবাজারেই তার উল্লেখ আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন