এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • শ্রীশ্রী আর্ট অফ লিভিং

    সিকি লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৮ মার্চ ২০১৬ | ৩২৪৫ বার পঠিত
  • অনুষ্ঠানের পরের দিনই লেখা শুরু করেছিলাম, তার পরে আর শেষ করি নি। আজ শ্রীশ্রী রবিশংকর পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন, তাঁর সম্মানে আজ লেখাটা শেষ করেই ফেললাম। জয় গুরুদেব :)

    অরূপ, বয়সে একটু বড় হলেও, স্কুলে আমার সহপাঠী ছিল। ব্যান্ডেল সেন্ট জনস। ভালো গান করত, হারমোনিয়াম বাজাত, ফলে স্কুলের প্রেয়ারে ও সামনের রো-তে দাঁড়াত। আমিও দাঁড়াতাম, কারণ আমি তবলাটা বাজাতাম। আমাদের মিশনারি স্কুলে প্রতিদিন হারমোনিয়াম তবলা সহযোগে দুটি করে গান হত। জনগণমন আর হে প্রভু, হে দয়াময়। দ্বিতীয় গানটা বুকের কাছে হাত জোড় করে গাইতে হত, আর যিশু সমেত যে কোনও প্রভুকে জোড়হাতে নমস্কার জানানো আমার বিদ্রোহী সত্ত্বার সাথে খাপ খেত না - তাই ঐ জোড়হাতে প্রার্থনাসঙ্গীত গাইবার থেকে বাঁচাত আমার তবলাবাদন। ধীরে ধীরে হারমোনিয়ামেও আমি গানদুটো তুলে ফেলেছিলাম, ফলে অরূপ না এলে সেদিন হারমোনিয়ামটা আমিই বাজাতাম।

    প্রথাগত পড়াশুনো অরূপের খুব ভালোভাবে হয় নি, কিন্তু দারুণ উদাত্ত গানের গলা আর গানের সম্বন্ধে বেশ ক্লিয়ার কনসেপ্ট থাকায়, কোনওরকমে উচ্চমাধ্যমিক পাশ দিয়ে অরূপ ভর্তি হল রবীন্দ্রভারতীতে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্পেশালাইজ করল। এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে ডাক পায় গান গাইবার, ওর নিজের গানের দলও আছে, এর বাইরে প্রচুর প্রচুর লোককে ও গান শেখায়। মানে, রবীন্দ্রসঙ্গীত।
    আমার মা-ও অরূপের একজন ছাত্রী। সত্তরের কাছাকাছি বয়েসেও ছেলের বয়েসী অরূপের কাছে নিষ্ঠা সহকারে আজও রবীন্দ্রসঙ্গীত শেখে।

    তো, এই অরূপ এসেছিল শ্রীশ্রী রবিশংকরের বিশ্ব সংস্কৃতি উৎসবে অংশ নিতে। পশ্চিমবঙ্গ থেকে নাকি দু হাজার শিল্পীকে ট্রেনে চাপিয়ে নিয়ে আনা হয়েছে, রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য। অরূপ তাদের একজন। দু হাজার শিল্পীকে সিঙ্ক্রোনাইজ করা তো চাট্টিখানি কথা নয়, তাই যোগাযোগ, রিহার্সাল ইত্যাদি শুরু হয়েছে অনেকদিন আগে থেকে। আর অরূপ যখন শুনল যে আমার বাবামাও এই সময়ে দিল্লি আসছে, তখন কি আর অনুষ্ঠান অ্যাটেন্ড না করে থাকা যায়? মা-কেও পাঁচখানা কার্ড ধরিয়ে দিল।

    শনিবার নিউ দিল্লি স্টেশনের ষোল নম্বর লাটফরমে যখন বাবা-মাকে রিসিভ করতে পৌঁছলাম, অর্ধেক লাটফরম তখন আর্ট অফ লিভিং-এর ভলান্টিয়ারে ভর্তি, প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড - তাতে হিন্দিতে লেখা - রবীন্দ্রসঙ্গীত। সাথে এওএলের লোগো। শিল্পীরা খেপে খেপে আসছেন, পূর্বায়, শিয়ালদা রাজধানী, হাওড়া রাজধানীতে - তাঁদের নিয়ে যাওয়া হবে রাজধানীর বিভিন্ন হোটেলে, রবিবার সন্ধ্যেয় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। অরূপ আগেই চলে এসেছে পূর্বা এক্সপ্রেসে - মা-কে ফোন করেছিল একটু আগে।

    ইতিমধ্যে শ্রীশ্রী কদিন ধরেই দিল্লির কাগজগুলোর খবরের শিরোনামে, ইন ফ্যাক্ট, গত দুদিন ধরে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে - বিজয়মাল্য নাকি শ্রীশ্রী, ফ্রন্ট পেজের প্রথম কলামগুলো কে দখল করবেন। প্রথমে মামলা, এনজিটি - মানে, ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনালের হুঙ্কার, ওদিকে সুপ্রিম কোর্টের চেঁচামিচি - এইসব করে টরে দশ তারিখ দিনের শেষে শ্রীশ্রীর জন্য জরিমানা ধার্য হয়েছে পাঁচ কোটি টাকা, তাও শ্রীশ্রী বলেছেন দেবো না, দরকার হলে জেলে যাবো, তাতে শ্রীশ্রী-র ভক্তরা আরও চেগে উঠেছেন, মিডিয়ার সামনে শ্রীশ্রী ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, যাঁরা যাঁরা এেই অনুষ্ঠানের বিরোধিতা করছেন তাঁরা আসলে হিন্দুত্ববিরোধী, হাল্কা করে অ্যান্টিন্যাশনালও বুঝিয়ে দিয়েছেন ঘুরিয়ে - কারণ বিরোধিতার মাধ্যমে বিরোধীরা আসলে দুনিয়ার কাছে ভারতের "ছবি" খারাপ করছেন কিনা।

    সত্যি কথা। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই হিন্দুত্ববিরোধিতা বড় বেশি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। আমাদের দেশের কৃষ্টি, দর্শন, অনুভব যে কোনও মূল্যে হেয় করতে রেডি এই বিরোধীরা।
    যমুনার এই অববাহিকা, খুব কম এলাকা নয়। বরফগলা জলে সৃষ্ট নদী হলেও আজকের যমুনায় খুব বেশি জল থাকে না, তার মূল কারণ দূষণ। দূষণ মূলত মথুরা থেকে দিল্লিতে। নদীর ধার বরাবর বিভিন্ন কলকারখানা, তার থেকে গ্যালন গ্যালন দূষিত কেমিক্যাল দশকের পর দশক ধরে মিশেছে যমুনার জলে। ফলে যমুনার জল এখন ভয়ানক বিষাক্ত, টক্সিক। কুচকুচে কালো জল, তার ওপরে ফেনা ভেসে থাকে। জলজ কোনও প্রাণীই এতে বাস করে না। দিল্লির মসনদে সরকার এসেছে, সরকার গেছে, যমুনাকে স্বচ্ছ বানাবার জন্য, দূষণমুক্ত করার জন্য, প্যানেল বসেছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয়েছে, যমুনা বাঁচাও আন্দোলন তৈরি হয়েছে, বক্তৃতা হয়েছে, মিছিল হয়েছে - আর এসবের মধ্যে দিয়ে লাখ লাখ, কোটি কোটি টাকা বয়ে গেছে যমুনার জল দিয়ে, যমুনা ধীরে ধীরে আরও আরও দূষিত হয়ে চলেছে।

    এখন নতুন সরকারের নতুন স্লোগান, স্বচ্ছ ভারত। তাই টাকা খরচ করার নতুন স্কিম হয়েছে, পরিকল্পনা হয়েছে, কিন্তু যমুনার দূষণ, আগের মতই এতটুকুও কমে নি, বরং বেড়েছে। যমুনার দুদিকের অববাহিকা খুব কম চওড়া নয়, এখানে মূলত অস্থায়ী ভাবে বাস করে ছোটখাটো চাষীর দল, দিল্লি শহরের বুকে, এইটুকু অঞ্চলেই যা শাকসব্জীর চাষ হয়। তুমুল দূষিত জল আর দুপাড়ের মাটি এখানে ফলায় ডাঁশা ডাঁশা মূলো, কপি, বীট, আলু, সরষে, ইত্যাদি। তবে রাজধানীর বুকে এই বিপুলা জমি কি খালি বেশিদিন পড়ে থাকা সম্ভব? তাই একটু একটু করে জমি চলে যায় কনস্ট্রাকশনের কবলে, কখনও ধর্মের নামে, কখনও রাষ্ট্রের নামে। দু হাজার পাঁচ নাগাদ, শীলা দীক্ষিতের শাসনকালে এই যমুনার অববাহিকা, বা ফ্লাডপ্লেনে তৈরি হয় অক্ষরধাম মন্দির। অপরূপ সুন্দর সে মন্দির - কিন্তু পরিবেশের সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তৈরি। তখন ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল হয় তো এত শক্তিশালী ছিল না, সামান্য কিছু প্রতিবাদীর কণ্ঠস্বর সেদিন ভক্তজনের জয়ধ্বনির নিচে চাপা পড়ে গেছিল, কেউ গা করে নি।

    এর পরে দু হাজার দশ, মন্দিরের গা ঘেঁষে আরও কয়েকশো একর জায়গা নিয়ে তৈরি হল কমনওয়েলথ গেমস ভিলেজ। যমুনার ফ্লাডপ্লেন আরও অনেকটা কমে গেল, কিন্তু তাতে কী? গেমস ভিলেজ নিয়ে কোটি কোটি টাকার ট্রানজাকশন হল, কিছু খেলেন কালমাডি, কিছু খেলেন দীক্ষিত ম্যাডাম, কিছু এদিক ওদিক খাওয়ানো হল। পিঠোপিঠি তৈরি হল ডিটিসির মিলেনিয়াম বাস ডিপো, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট এবং এনজিটির সম্মিলিত তর্জনগর্জন উপেক্ষা করেই সে তৈরি হল এবং টিকেও গেল। নয়ডা মোড় থেকে নিজামুদ্দিন ক্রশিং পর্যন্ত লম্বা এন এইচ চব্বিশের একটা দিকের ফ্লাডপ্লেন ধ্বংসের কাজ সুচারু ভাবে সম্পন্ন হল গত একটা দশকে।

    এই দশকে লোভী চোখেরা তাকিয়েছে ন্যাশনাল হাইওয়ের অন্যদিকটায়, যার একদিকে ময়ূর বিহার, অন্যদিকে সরাই কালে খাঁ পর্যন্ত বিস্তৃত যমুনার ফ্লাডপ্লেন। এই অংশেই তৈরি হয়েছে সুবিশাল টেম্পোরারি নগরী, শ্রী শ্রী রবিশংকরবাবুর প্রতিষ্ঠান আর্ট অফ লিভিং-এর পঁয়ত্রিশ বছরের ভরসাফূর্তি উপলক্ষ্যে তিনদিনব্যাপী ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভালের। দেশবিদেশ থেকে গণ্যমান্য ব্যক্তিদের নেমন্তন্ন করা হয়েছে, অনেকে এসেছেন, অনেকেই আসেন নি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও আসবেন বলে মহাবিতর্কের মাঝে পড়ে শেষমেশ আসা ক্যানসেল করেছেন। কিন্তু ক্যানসেল করতে পারেন নি নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অন্যান্য মন্ত্রীরা, এবং সর্বোপরি, অরবিন্দ কেজরিওয়াল। শ্রীশ্রী রবিশংকরের সঙ্গে যে তাঁদের আত্মিক যোগাযোগ!

    এসব সবাই জানে, খবরের কাগজে, নিউজ চ্যানেলে এই নিয়ে অনেক চর্চা হয়ে গেছে। এন এইচ চব্বিশ দিয়ে যতবার গেছি এসেছি এই কদিনে, দেখার চেষ্টা করেছি কী রকম আয়োজন হয়েছে যমুনার চরে, কত বড় অ্যারেঞ্জমেন্ট। নাঃ, কিছুই দেখা যায় নি, রাস্তার মিডিয়ানে সারি সারি গেট নম্বরের ঠিকানা লাগানো অ্যারো মার্ক আর ইতিউতি শ্রীশ্রীর শ্রীমুখ সমেত ঢাউস বিজ্ঞাপনের ব্যানার ছাড়া আসল কীর্তিকাহিনি কিছুই চোখে পড়ে নি তেমন।

    রবিবারটা কেটেছে বেশ ব্যস্ততার মধ্যে। ছিয়াত্তর বছর বয়স্ক বাবা আর উনসত্তর বছর বয়স্কা মা-কে নিয়ে সকালের প্রথম গন্তব্য ছিল রাষ্ট্রপতি ভবন। ভবন ভিজিটের অ্যাপয়েন্টমেন্ট করে রাখাই ছিল, তাই ঘুরতে কোনও অসুবিধে হয় নি। ভবনটি বিশাল, হাঁটাহাঁটি করতে করতে বেশ পরিশ্রান্তই হয়ে গেছিল তারা। এর পরে কাছেই কনট প্লেসে দুপুরের লাঞ্চ সেরে বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম বিশ্ব সংস্কৃতি উৎসবের দরজায়।

    নয়ডা লিঙ্ক রোডের দিকে চারটি গেট, দশ, এগারো, বারো এবং তেরো। হাতের কাছেই পেলাম বারো নম্বর গেট, অতএব সেখানেই ঢুকিয়ে দিলাম গাড়ি। ঢোকার মুখেই বুঝতে পারছিলাম প্রকৃতির ধ্বংস কীভাবে করা হয়েছে। মাটি, ঘেঁষ আর ডেব্রিস ফেলে উঁচু করে তৈরি করা হয়েছে গাড়ি যাবার রাস্তা, দুদিকে চাষের জমি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই রাস্তা তৈরি হয়েছে চাষের জমিতে ঘেঁষ ফেলে। সেই রাস্তা গত দুদিনের বৃষ্টির জল খেয়ে কাদায় মাখামাখি। উঁচুনিচু কাঁচা রাস্তার ওপর দিয়ে দুলকি চালে বেশ খানিকটা যাবার পরে পার্কিং পেলাম। গেটের মুখ থেকে ভেতরে - সর্বত্র থিকথিক করছে দিল্লি পুলিশের অফিসার, কনস্টেবল এবং প্যারামিলিটারি বাহিনি।

    গাড়ি রেখে এবার হাঁটা। আবছা কোথাও একটা শুনেছিলাম, পারকিং থেকে নাকি এক কিলোমিটার দূরে অনুষ্ঠানের জায়গা। সেইরকম মাইন্ডসেট নিয়ে এগোটে থাকলাম। কিন্তু পথ ফুরোয় না। যমুনার পলি ফেলে তৈরি করা রাস্তা, দুপাশে ক্ষেতে ফুলকিপি, সরষে, গম, তার মাঝে তারস্বরে বক্স বাজিয়ে ডিজেলের ধোঁয়ার সাথে বিক্রি হচ্ছে আখের রস, ক্যান্ডিফ্লস, পপকর্নের প্যাকেট, জায়গায় জায়গায়।
    যত দূর চোখ যাচ্ছে, দেখতে পাচ্ছি মানুষের মিছিল চলেছে, অনুষ্ঠানের প্যান্ডেলের কোনও দর্শন নেই। তা হলে কি এক কিলোমিটারেরও বেশি?

    প্রায় এক কিলোমিটার যাবার পরে চোখে পড়ল পুলিশের ব্যারিকেড। মেটাল ডিটেক্টর, গেট, চ্যাঁ-চুঁ আওয়াজ, এবং সেটা পেরিয়ে আবার, আরও হাঁটা। বাবা-মা দুজনেই ক্রমশ আরও পিছিয়ে পড়ছে, এতটা হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এতক্ষণে প্রায় দেড় কিলোমিটার চলে এসেছি, এখন ফিরতে হলেও অতটাই হাঁটতে হবে, গাড়ি নিয়ে আসার কোনও উপায় নেই। এত আশা নিয়ে এসেছে মা, অরূপের অনুষ্ঠান দেখবে বলে - ফিরতে বলাটাও উচিত হবে না। দেখছি, খুব কষ্ট করেই হাঁটছে দুজনে।

    খানিক বাদে আবার একটি ব্যারিকেড, মেটাল ডিটেক্টর এবং চ্যাঁ-চুঁ। তার পরে দেখি সামনেই যমুনা এবং তার বহুচর্চিত "পন্টুন ব্রিজ"। আমাদের ঘাটালের সেই ভাসা-পুলের মত। পর পর অনেকগুলো বয়ার ওপরে কাঠের আর লোহার পাটাতন ফেলে যমুনা পার হবার ব্যবস্থা করা হয়েছে। আমাদের আগে পিছে তখন পালে পালে লোক। অলরেডি বোধ হয় দু কিলোমিটার হেঁটে ফেলেছি, এখন সামনে দেখা যাচ্ছে দূরের স্টেজ। খবরের কাগজে ছবি দেখেছিলাম, তাই চিনতে পারলাম। মাঝখানে সোনালি রঙের গম্বুজ টাইপের কিছু উঠে গেছে সারি সারি। সামনে যেদিকে তাকাই খালি সাদা তাঁবু, জলাজমি আর পুলিশ।

    আর গন্ধের কথা বলি নি বুঝি? কুচকুচে কালো যমুনার জল, দুর্গন্ধে ম-ম করছে চারিদিক। পুলের আগেপিছের জমিও নিকষ কালো রঙের। সেই কাকচক্ষু জলে একটি রাবারের ডিঙি চড়ে ঘুরে বেড়াচ্ছে এনডিআরএফের লোকজন, কীসের আশায়, কে জানে! যাই হোক, পুলের শেষে আবার একটি করে মেটাল ডিটেক্টর গেট, এবং তার পরে আরও খানিক হন্টন। পায়ের নিচে মাটি কেমন দেবে দেবে যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে নিচে আসলে জল রয়েছে। কী রকম মনে হচ্ছে, বেশ শক্ত স্পঞ্জের ওপর দিয়ে হাঁটছি। আমার তো তেমন কোনও সমস্যা নেই, সমস্যা হচ্ছে বাবা-মা-র। এমনিতেই দু কিলোমিটার হেঁটে তারা কাবু, তার ওপর এই নরম জমিতে তাদের চলতেও কষ্ট হচ্ছে। পায়ে ঠিকমত গ্রিপ পাচ্ছে না।

    তাঁবুর সামনে আবার মেটাল ডিটেক্টর গেট, চ্যাঁ-চুঁ, পুলিশ কর্তৃক পকেট-পাছা ইত্যাদি থাবড়ানো এবং তার পরে মূল অনুষ্ঠানের এলাকায় প্রবেশ। মাটির ওপরে এখন জল উঠে এসেছে, জায়গায় জায়গায় পাঁক, কাদা, দুর্গন্ধ তো রয়েইছে, সেই কাদা পাঁকের ওপর দিয়ে বিছিয়ে দিয়েছে লাল আর সবুজ রঙের কার্পেট পাইকিরি হারে। সেগুলো জল পড়ে আরও ফুলে উঠেছে, আর হাজার লোকের পায়ের চাপে সে একেবারে কার্পেটের তরকারি হয়ে গেছে।

    অনুষ্ঠানমঞ্চ দূ-রে দেখা যাচ্ছে, ঐ উঁচু একটা জায়গা। সেখান থেকে ধাপে ধাপে সিঁড়ি নেমে এসেছে, তাতে লেজারের আলো খেলছে টেলছে। আর জায়গায় জায়গায় বড় বড় এলইডি ডিসপ্লে বোর্ড বসানো। অনুষ্ঠানের মূল দৃশ্য সেখানেই দেখা যাবে। সামনে বিভিন্ন ভাবে লাখে লাখে চেয়ার বসানো, তার মধ্যেই জায়গা দেখে পাঁচখানা খালি চেয়ার খুঁজে নিয়ে বসে পড়লাম আমরা তাড়াতাড়ি। স্টেজে আসল কলাকুশলীদের দেখতে পাবার কোনও উপায়ই নেই, মূল স্টেজ এখনও আমাদের থেকে প্রায় এক কিলোমিটার দূরে, দেখতে হবে এলইডি স্ক্রিনের মাধ্যমেই। ... সেইটা দেখার জন্য যে কেন এতদূরে আসা, কে জানে, ঘরে টিভিতে বসে দেখলেই তো হত।

    মানে, বোঝা গেল এইটুকু যে, আমরা ময়ূর বিহারের কাছে গাড়ি রেখে হেঁটে এসে গেছি সরাই কালে খানের দিকে। প্রায় তিন কিলোমিটার দূরত্বে। বিকেল সাড়ে চারটে বাজে, শেষবেলার রোদ্দুর চোখ ধাঁধিয়ে দিচ্ছে। পাঁচটায় অনুষ্ঠান আরম্ভ হল।

    প্রথমে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের থিম সং। সঙ্ঘছদ্ধম। না, যে সুরে আমরা শুনেছি, সেই সুরে নয়, ইহা পাশ্চাত্য ফিউশন, প্রথম দিকের দুটো লাইন এক রেখে তার পরে ইংরেজিতে বাকি গানটা। গান শেষ হওয়া মাত্র সুন্দরী ঘোষিকা বললেন, আপনারা সবাই বলুন, জয় গুরুদেব। অমনি আমাদের চারপাশে এক মহা কলরোল উঠল, যমুনার এপ্রান্ত থেকে ওপ্রান্ত কল্লোলিত হয়ে উঠে বলল, জ-য়-গু-রু-দে-এ-ব। সে ক্ষীই গর্জন! এর পর সমবেত মন্ত্রোচ্চারণ। ইংরেজ ভারতীয় জাপানি আফ্রিকান পাকিস্তানি চীনা সব্বাই একসঙ্গে ওওওওওওওওম্‌ম্‌ম্‌ম্‌ কিঁকুঁচিঁচুঁপিঁপিঁপুঁপুঁ করে এক মহাচ্যান্টিং শুরু করলেন স্টেজে দাঁড়িয়ে, আমরা বসে বসে বিগ স্ক্রিনে তাই দেখলাম, এবং মাইকে সেই মন্ত্রোচ্চারণ শুনে শিহরিত হলাম। মাঝে মাঝে স্ক্রিনে শ্রীশ্রী-কে দেখাচ্ছে, তাঁর চ্যান্টিং শুনে প্রায় ভাবসমাধিস্থ অবস্থা। পাশে চেয়ার আলো করে বসে আছেন - নান আদার দ্যান শ্রীশ্রী ভেঙ্কাইয়া নাইডু, তাঁর পাশে শ্রীশ্রী রবিশঙ্কর প্রসাদ (মন্ত্রী), অন্য পাশে শ্রীশ্রী অরুণ জেটলি।

    চ্যান্টিং শেষ হতে "দো শব্দ্‌" বলবার জন্য মাইক ধরলেন বেঙ্কাইয়াবাবু। শ্রীশ্রীর খুব খুব প্রশংসা করলেন, তিনি যে এক মঞ্চে সারা পৃথিবীকে নিয়ে আসতে পেরেছেন "বিরোধী"দের এত বিরোধিতা সত্ত্বেও, তার জন্য তিনি শ্রীশ্রী রবিশংকরবাবুর খুব কীর্তন করলেন, এবং বললেন, জয় গুরুদেব। তিনি আরও বললেন, লোকে ভুল তথ্য প্রচার করছে, বলছে, যমুনা দূষিত হচ্ছে, যমুনার ফ্লাডপ্লেন নষ্ট হচ্ছে। কোথাও কিছু নেই, যমুনার পানি এখন অনেক বেশি স্বচ্ছ, নির্মল, কোথাও কোনও প্রদূষণ নেই (বলতে বলতেই আবার দুর্গন্ধ এসে ঝাপটা মারল আমাদের নাকে), কিছু মিডিয়া খালি এই বিশাল কর্মযজ্ঞের নিন্দা করার কাজে লেগে রয়েছে। আমরা এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। জয় গুরুদেব।
    এর পর অরুণ জেটলি। একই কথা। তিনি আরও বিগলিত হয়ে বললেন, আমি শ্রীশ্রী-কে অনুরোধ করব, এই আর্ট অফ লিভিং অনুষ্ঠান প্রতি বছর দিল্লিতেই করা হোক, এখানেই করা হোক। জয় গুরুদেব।

    এর পর কিছু অনুষ্ঠান হল। অনুষ্ঠান তো সবই মনে হল গিনেস বুকে নাম তোলবার উদ্দেশ্যে তৈরি - যেমন এইবারে আপনাদের সামনে খোল বাজাবেন একসাথে একশো ছেচল্লিশজন শিল্পী। এইবারে আপনাদের নাচ দেখাবেন দুশ তিপ্পান্ন জন আর্টিস্ট। এইবারে আফ্রিকান হুলা-হুলা ডান্স হবে, তাতে অংশ নিয়েছেন সাড়ে ছশো উপজাতি - এই রকমের সব ঘোষণা। আসল নাচ, আসল গানবাজনা কিছুই দেখা যাচ্ছে না, সবই দেখছি স্ক্রিনে। দু তিনটে আইটেম হবার পরে আবার বক্তৃতা শুরু। এইবারে সুরেশ প্রভু। তার পরে সুমিত্রা মহাজন। সুরেশ প্রভু বললেন, যেমতি আমাদের দিওয়ালি হচ্ছে "লাইট অফ ফেস্টিভাল", তেমনি এই আর্ট অফ লিভিং ভারতীয় সংস্কৃতির ফেস্টিভালের লিস্টে একটা পাকাপাকি জায়গা করে নেবে এবার থেকে। স্পীকার মহোদয়া অত্যন্ত "আভারী" হয়ে রইলেন শ্রীশ্রী-র চরণে, তাই বেশি কথা বললেন না, কেবল বললেন, আপনারা অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন, আর যমুনাকে নির্মল স্বচ্ছ রাখুন, যাতে কেউ কোনও অভিযোগ না করতে পারে। হুঁ, যেন আমাদের দোষেই যমুনায় দূষণ হচ্ছে, ওঁয়াদের কোনও দোষ নেই।

    সূয্যি গেল পাটে। সন্ধ্যে হল। এইবারে প্রদীপ জ্বালানো হবে। আমি সবিস্ময়ে হাঁ করে দেখলাম, পাশাপাশি দাঁড়িয়ে হাসতে হাসতে প্রদীপ ধরালেন শ্রীশ্রী অরুণ জেটলি এবং শ্রীশ্রী অরবিন্দো কেজরিওয়াল। ... কোর্টে কেস করেছে একে অপরের নামে, তবু এই লেভেলের বনহোমি বোধ হয় একমাত্র দিল্লিতেই হয়। ঘোষিকা স্বয়ং উদ্বেলিত, সেই আবেগ তিনি ছড়িয়ে দিলেন উপস্থিত কয়েক লাখ ভক্ত-দর্শকের মধ্যে। আপনারা সবাই নিজের নিজের মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে হাত উঁচু করে দোলান। প্রদীপের আলো শুধু যেন স্টেজেই সীমাবদ্ধ না থাকে, সে আলো ছড়িয়ে পড়ুক সবখানে, সবখানে।

    আলোড়িত হল আমার আশেপাশের অগণিত ভক্তকূল। তার পরে দেখা গেল সেই অভূতপূর্ব দিশ্যো - লাখে লাখে মোবাইল শূন্যে দুলছে, গোধূলির ছায়া ঘনাইছে যমুনার চরে, সেখানে বিন্দু বিন্দু জোনাকির মত আলো ছড়াচ্ছে লাখ লাখ মোবাইল থেকে নিঃসৃত ফ্ল্যাশলাইটের আলো। কোথা থেকে কে জানে ক্যামেরা সেই ছবি তুলে দেখাচ্ছে চারপাশের জায়ান্ট এলইডি স্ক্রিনে।

    অতঃপর আবার অনুষ্ঠান শুরু। জ্যায় গুড়ুডেভ - বলে একজন ইংরেজ শুরু করলেন তাঁর বক্তৃতা। তিনি সেখানকার হাউস অফ কমনসের সদস্য, রাণীমার শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছেন। পড়ে শোনালেন। আবার খানিক অনুষ্ঠান, দেড়শো শিল্পী আর পাঁচশো বাদকের স্ট্যাটিসটিক্স সমেত। আবার বক্তৃতা, কে আসে নি রে ভাই - পুরো বিজেপির মন্ত্রীসভাটা উঠে এসেছে, নেহাত নরেন মুদী সেদিন বিহার গেছিলেন, নইলে তিনিও হয় তো আসতেন। সবারই এক বক্তব্য, কিছু নিন্দুক মিডিয়া আর ইন্টেলেকচুয়াল মিথ্যে নিন্দে করছে শ্রীশ্রী-র এই মেগা ইভেন্টের। ওরা কারুর ভালো দেখতে পারে না। মাঝে একবার বেঙ্কাইয়াবাবু মাইক কেড়ে নিয়ে আপ্লুত স্বরে বললেন, শ্রীশ্রীর আর্ট অফ লিভিং-এর প্রোগ্রামের এই যে অনুশাসন, এই যে শৃঙ্খলা, এত বিরুদ্ধমতের মধ্যেও এই সুচারু সম্পাদনা - এ একমাত্র তুলনীয় আরএসএসের শৃঙ্খলা-অনুশাসন-ঐক্যের সাথে। আমরাও এই শৃঙ্খলা-অনুশাসন নিয়েই বড় হয়েছি, আমি চাই সারা ভারত এই আদর্শে বড় হোক।

    উফফ, সে কী হর্ষধ্বনি রে ভাই, কানে তালা লেগে যাবে মনে হচ্ছিল। একেবারে রোরিং জনতা।
    আটটার সময়ে অনেক কষ্টে মা-কে বোঝালাম - এবার ওঠা উচিত। কারণ আবার তিন কিলোমিটার হেঁটে ফিরতে হবে, আর তোমার পায়ে ব্যথা। উঠলাম সবাই। মঞ্চে তখনও পালা করে অনুষ্ঠান আর বক্তৃতা চলছে। অরূপের অনুষ্ঠানের কোনও নামগন্ধও নেই, কখন হবে, আদৌ হবে কিনা, তা-ও বোঝা যাচ্ছে না।

    ফিরতে গিয়ে বুঝলাম, আমরা একাই উঠে আসার কথা ভাবি নি, ভেবেছে আমাদের সাথে আরও দশ পনেরো হাজার লোক। যে পন্টুন ব্রিজ দিয়ে এসেছিলাম, সেখানে প্যারামিলিটারি পাহারা দিচ্ছে, সেটি ওয়ান ওয়ে, আসা যায়, যাওয়া যায় না। যাবার জন্য পরের পরের ব্রিজ। একটু এগোতে গিয়ে আটকে গেলাম ভিড়ে, তুমুল ভিড়, এবং চাপাচাপি ভিড়। স্ট্যাম্পিড হয়ে যাবার আশংকা। কারণ? সামনে অনেকখানি মাটি জুড়ে জল, চওড়া পথটা হঠাৎ করে সরু হয়ে গেছে। বটলনেক। পাঁচজন একসাথে হাঁটা যাচ্ছে না এমন ভিড়, এর ওপরে বাবার আর মায়ের শারীরিক অবস্থাও অনুকূল নয়। মেয়েও ছোট - সে এই ভিড় কখনও দ্যাখে নি আগে। শক্ত করে একে অপরের হাত ধরে রইলাম।

    আশ্চর্য ব্যাপার, এই সাঙ্ঘাতিক ক্যাওসের মধ্যেও কিন্তু লোকজনের মধ্যে বিরক্তি নেই। সবাই অপরূপ প্রশান্তিতে ভরপুর। গুরুদেব কা নাম লে কর চলতে রহো - পার হো জাওগে, জয় যম্‌না মাতা কী জয় - এই জাতীয় মন্তব্য উড়ে আসছে চারদিক থেকে। সবাই যে দিল্লির লোক তা-ও নয় - কেউ এসেছে হায়দ্রাবাদ থেকে, কেউ চেন্নাই থেকে তো কেউ নাসিক থেকে, কেউ কাশ্মীর থেকে। এবং সকলে এসেছে ভক্তির টানে। ভক্তি। অপরিসীম ভক্তি।

    ঝাড়া এক ঘন্টার চেষ্টায় আমরা পুল পার হলাম, তার পরে আবার হাঁটা। রাস্তাও চিনতে পারছি না, কেবল লোকজনকে ফলো করছি। মা সমানে পিছিয়ে পড়ছে, হাঁটতে আর পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এই চরে বসানোর মতও জায়গা নেই। অনেকখানি হেঁটে একটা চেয়ার দেখলাম, পাশে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস না করেই মা-কে সেখানে বসালাম খানিক। একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটা শুরু।

    হাঁটতে হাঁটতে, কতক্ষণ হেঁটেছি জানি না, এক সময়ে এসে পড়লাম একেবারে বড় রাস্তায়, দশ নম্বর গেটের মুখে। আমার গাড়ি রাখা ছিল বারো নম্বর গেটের ভেতরে। রাস্তার পেভমেন্টে বাবা-মা-বউ-মেয়েকে দাঁড় করিয়ে আমি দৌড়লাম এবারে। এখান থেকে বারো নম্বর গেট আরও এক কিলোমিটার। আর গেটের ভেতরে আরও এক কিলোমিটার দূরে পার্কিং। দু কিলোমিটার আরও প্রায় ছুটে প্রায় হেঁটে গাড়ি উদ্ধার করলাম, তার পরে নয়ডা মোড়ে গিয়ে ইউ টার্ন নিয়ে আবার দশ নম্বর গেটের দিকে ফিরে এসে সবাইকে উদ্ধার করে গাড়িতে বসিয়ে বাড়ি পৌঁছলাম পৌনে এগারোটার সময়ে - প্রসঙ্গত, আমার বাড়ি থেকে এই অনুষ্ঠানের জায়গার দূরত্ব ছিল সাত কিলোমিটার।

    বাড়ি ফিরে জানলাম, শ্রীশ্রী কেজরিওয়াল বলেছেন, কোথায় লোকজনের অসুবিধে হয়েছে এখানে আসতে? এই তো আমি এলাম, বাকি মন্ত্রীরা এলেন, আমাদের তো আসতে কোনও অসুবিধে হয় নি!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৮ মার্চ ২০১৬ | ৩২৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সিকি | 132.177.67.198 (*) | ২৮ মার্চ ২০১৬ ০১:০৩56123
  • ~
  • 4z | 209.167.35.20 (*) | ২৮ মার্চ ২০১৬ ০১:২৩56124
  • পড়ে যে কথাগুলো মুখে আসছে সেগুলো খোলা পাতায় লেখা যাবে না।
  • dc | 132.178.23.15 (*) | ২৮ মার্চ ২০১৬ ০১:২৫56125
  • জয় শ্রী শ্রী বাবা! ভারত মাতা কি জয়! মুদী বাবার জয়!
  • d | 24.97.229.41 (*) | ২৮ মার্চ ২০১৬ ০১:৩০56126
  • এঃ কাকচক্ষু জল মনে খুব পরিস্কার জল। যমুনার জল যদি দুষণে কুচকুচে কালো হয়ে থাকে তাহলে তকে কাকচক্ষু জল বলা যাবে না একেবারেই। মানেটা উল্টে যাচ্ছে।
  • জানি | 132.177.67.198 (*) | ২৮ মার্চ ২০১৬ ০১:৪৬56127
  • ওটা সার্কাস্টিক্যালি লেখা "কাকচক্ষু"।
  • রৌহিন | 37.63.135.52 (*) | ২৮ মার্চ ২০১৬ ০২:০৪56128
  • ধন্যবাদ সিকি। আজই ভাবছিলাম একতু খোঁচা মারবো - রবিঠগের কথা সবাই ভুলে গেল কি না। প্রসঙ্গতঃ, ওই পাঁচ কোটির ফাইনটার আসল মূল্য, গ্রীন বেঞ্চ ধার্য করেছিল ১২০ কোটি - এবং সেটা খরচ করা হলেও যমুনার বাস্তুতন্ত্রের একটা বড় অংশের ক্ষতি ইররিভার্সিবলই থেকে যাবে।
  • hu | 78.63.145.192 (*) | ২৮ মার্চ ২০১৬ ০২:২৫56129
  • এত ভক্তি কোথা থেকে আসে!!
  • Robu | 11.39.38.131 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৩:৪৩56130
  • নরেন "মুদি" টা না লিখলে হয়না? মানে এতে যেন মুদিদের হ্যাটা করা হচ্ছে।
    লেখাটা ভাল হয়েছে। ঘেন্নার উদ্রেক করতে পারছে। সফল লেখা।
  • dd | 116.51.29.85 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৩:৪৭56131
  • ভালো লাগলো। সিকি ক্রমশঃই জার্নালিস্ট হয়ে যাচ্ছে - দেখতেই পাচ্ছি।

    আর ঐ "মুদি" নিয়ে - আমারো এক মত। অসাড়েই শ্রেণীচেতনা বেরিয়ে আসে।
  • dc | 132.178.23.15 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৩:৫১56132
  • নানা আমি কিন্তু একেবারেই মুদিদের হ্যাটা করার জন্য লিখিনা। ওটা স্রেফ মজা করে বলি। ভুল বোঝাবুঝি হয়ে থাকলে দুঃখিত।
  • Abhyu | 138.192.7.51 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৩:৫৩56133
  • ফাইন তো শ্রীশ্রী বোধ হয় দেন নি, তার জন্যে কোনো অসুবিধে হয়েছে কি?
  • Robu | 11.39.38.131 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৩:৫৪56134
  • মুদিদের হ্যাটা করবেন কেন? আপনি তো ভাবছেন আপনি মোদিকে হ্যাটা করছেন। সমস্যাটা সেখানেই। ভেবে দেখুন।
    বলাই বাহুল্য, এখানে "আপনি" প্লেসহোল্ডার।
  • রৌহিন | 233.223.135.252 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৪:৩৬56135
  • অসুবিধা কিসের? দিব্যি পদ্মবিভীষণ বাগিয়ে বসে আছেন।
  • কী ঝাম | 132.177.67.198 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৪:৪৭56136
  • হ্যাটা তো করি নি! মোদী তো আসলে বাংলার মুদীই। মানে শব্দের উৎপত্তি হিসেব করলে, মোদী বানিয়া সম্প্রদায়ের পদবি। বানিয়া বাংলায় হয় বেনে, মোদী বাংলায় হয় মুদী। নরেন্দ্র মোদীর নাম নিয়ে খিল্লি করা হয়েছে, মুদীদের তো সম্প্রদায়গতভাবে কোনও হ্যাটা করা হয় নি!

    ময়রা মুদী
    চক্ষু মুদি
    পাটায় বসে
    ঢুলছে কষে

    - এখানে কি কোনও রকমের হ্যাটা প্রকাশ পাচ্ছে?
  • Robu | 11.39.38.131 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৪:৫৬56137
  • হ্যাটার্থে না বল্লে বা মজা করার জন্য না বল্লে আই টেক ব্যাক মাই ওয়ার্ড।
  • sosen | 177.96.63.243 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৫:৫৯56138
  • আধুনিক কুম্ভ বা সাগরমেলা। সিকি রাগে ক্যান?
  • Tim | 140.126.225.237 (*) | ২৮ মার্চ ২০১৬ ০৬:০৯56139
  • লেখাটা ভালো হয়েছে।

    সিকি সপরিবারে না গেলেই পারতিস। বয়স্ক মানুষদের বা বাচ্চাদের জন্য খুবই রিস্কি।
  • kihobejene | 34.7.98.232 (*) | ২৮ মার্চ ২০১৬ ১০:৫১56140
  • siki ma baba ke ki bhebe niye gelen bujte parchi na; ei scale er anusthane etai howar katha; cynical hoye jacchi - tobe ei shob bhire ma baba bacchacha bou der na niye jawai bhalo - gele chot belar bondhu kimba guru-r bondhuder niye jaben - bhalo bawal kore phire ashben :-)
  • Tim | 140.126.225.237 (*) | ২৮ মার্চ ২০১৬ ১১:০৪56141
  • না না বাওয়াল করতে গেলে উত্তাল ক্যাল খেয়ে ফিরবে। মহান ভারত এখন জাগ্রত, সাবধানে চলাফেরা করা উচিত।
  • kihobejene | 77.180.29.67 (*) | ২৯ মার্চ ২০১৬ ০১:২৬56142
  • na na bawal mane negative orthe boli ni; nijeder moddhe positive bawal :-) tobe Tim -er advice r jonno dhyonobad .. lok jon kaal dite sodajagroto aajkaal
  • সিকি | 132.177.67.198 (*) | ২৯ মার্চ ২০১৬ ০২:০৩56143
  • আমার নিজের যাবার তো কোনও দরকারই ছিল না! মা-ই তো কার্ড নিয়ে এল, অরূপের প্রোগ্রাম দেখবে বলে বাবা-মা-ই প্ল্যান বানিয়েছিল। আমি তো শুধু নিয়ে গেছিলাম।

    তা সে অরূপের প্রোগ্রাম দেখতেও পায় নি। ওদের অনুষ্ঠান হয়েছে রাত নটার পর, যখন আমরা কাদা ভেঙে হেঁটে ফিরছিলাম। এচ্চেয়ে ঘরে বসে টিভিতে দেখলেই হত।
  • pi | 24.139.209.3 (*) | ২৯ মার্চ ২০১৬ ০২:২৬56144
  • ওখানে প্রোগ্রাম করা শিল্পীরা, বিশেষ করে বাচ্চারা কী সাঙ্ঘাতিক অবস্থায় ছিল, ইনহিউম্যানই বলা চলে, একেবারে জলে ভেজা ড্রেসে, জলে ভেজা কার্পেটে ঘণ্তার পর ঘণ্টা বসে থাকা, খাওয়াদাওয়ার অসুবিধে , আরো নানা কিছু পড়েছিলাম একটা রিপোর্টে। অনেক শিশুশিল্পী নাকি বেশ অসুস্থ হয়ে পড়ে।
    এমনিতেও এই ধরণের গ্রুপ রিআর্সালে খুব চাপ পড়ে। কোলকাতারই এক নামি ইংরাজী শিক্ষা প্রতিষ্ঠানের কথা শুনছিলাম। তাদের আনুয়াল ফাংশন হয় চার বছর পর পর, কিন্তু সে বিরাট স্কেলে, ইন্ডোর ভাড়া টাড়া করে, ছয় থেকে আট মাস রিহার্সাল হয়ে , সেও নাকি দিনে প্রায় ছয় সাত ঘণ্টা মাঠে দাঁড়িয়ে, রোদের মধ্যে ( উঁচু ক্লাসেরা ছাড় পায়)। আরো নানাবিধ চাপে। প্রচুর বাচ্চা নাকি খুবই অসুস্থ হয়ে পড়ে। এক্সট্রিম কেসও শুনেছি। তবে প্রোগ্রাম হয় জবরদস্ত, দেখার মত। পার্ফেক্ট। এইধরণের প্রোগ্রাম বা এশিয়াড , অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মত। অবশ্য বলতে গিয়ে মনে পড়লো, আমাদের স্কুলের আনুয়াল ফাংশনেই বা কী কম হত ? কিছু কোরাস গানের জন্যেও পুরো গরমের ছুটি ধরে গরমের মধ্যে রোজ দুপুরে রিহার্সাল করতে যেতে হত, ঘণ্টার পর ঘণ্টা ধরে। দিদিমণি ছিলেন পার্ফেক্শনিস্ট। অত জনের মধ্যে কারুর সুর একটু এদিক থেকে ওদিক হওয়া চলতো না।
  • S | 108.127.180.11 (*) | ২৯ মার্চ ২০১৬ ০২:৩৮56148
  • ঐরকম কিলো কিলো মিটার হেঁটে বক্তিতা শুনতে গেছে লোকে? লোকেদের তো যবরদস্ত সমর্থনও আছে বলছেন। দেশপ্রেম বলে কতা।
  • সিকি | 132.177.67.198 (*) | ২৯ মার্চ ২০১৬ ০২:৩৯56145
  • অরূপদেরও ট্রিটমেন্ট সেই রকমই হয়েছিল। পরে ফোন করে শুনলাম।
  • সিকি | 132.177.67.198 (*) | ২৯ মার্চ ২০১৬ ০২:৫২56149
  • আরে ধুর, বক্তৃতা শুনতে গেছে নাকি লোকে? ওটা তো ফাউ! গেছে তো ভক্তির টানে, এখানে কিলো কিলো লোক এই আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের সদস্য। আমাদের সোসাইটিতেই মাঝে মাঝে ওদের ওয়ার্কশপের পোস্টার পড়ে। প্রচুর লোক সন্ধ্যের পরে ঘরে বসে কালেক্টিভলি চ্যান্টিং করে। মানে বন্ধু-সহেলি-প্রতিবেশি সব একসাথে বসে চ্যান্টিং করে। লিফটে আলোচনা শুনতে পাই, আজ আমি গীতার এত নম্বর অধ্যায়টা শোনাবো সবাইকে, মিস্টার মাথুর, আপনি কিন্তু পরশু তত নম্বর সর্গটা তৈরি করে রাখবেন, আপনার থেকে শুনব।
  • শান্তনু | 74.233.173.58 (*) | ২৯ মার্চ ২০১৬ ০৩:২৭56151
  • ওই জেয় গুড়ুডেভ টা বড় সড় প্রাপ্তি ।
  • ranjan roy | 24.96.90.239 (*) | ২৯ মার্চ ২০১৬ ০৬:৩৪56152
  • নিঃ সন্দেহে।
  • PM | 116.79.8.103 (*) | ২৯ মার্চ ২০১৬ ১১:০৮56146
  • সিকি আর জনতা কি বেন্কাইয়ার বক্তিমে শুনতে গেছিলো? গেলো, এলো বেন্কাইয়া/জেটলির প্রবচন শুনলো----কিন্তুক "আর্ট অফ লিভিং" এর গল্পো কৈ? ঃ(

    শ্রী শ্রী নিজে কি নেত্য করলেন ? নাকি যাওয়া আসার ব্যায়ামটাই "আর্ট অফ লিভিং" ??
  • সিকি | 132.177.67.198 (*) | ২৯ মার্চ ২০১৬ ১১:২১56147
  • আমি তো আগে শ্রীশ্রী-কে ছবি ছাড়া কখনও চলতে ফিরতে দেখি নি। এই প্রথম দেখলাম এবং বুঝলাম "ওহ মাই গড" সিনেমায় মিঠুন চক্রবর্তীর রোলটা আসলে এই শ্রীশ্রী-কে দেখেই বানানো। হাত ঘোরানোর স্টাইল, কথা বলার ভঙ্গিমা মিঠুন পুরোপুরি এনাকে দেখেই নকল করেছেন।

    অনুষ্ঠানটা ছিল ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভাল। বিশ্ব সংস্কৃতি উৎসব। তিনদিনের অনুষ্ঠানের শেষদিনে আমরা গেছিলাম তাই এত রাজাগজার দর্শন পেয়েছিলাম, যদিও এলইডি স্ক্রিনের মাধ্যমে। অনুষ্ঠান তো ছিল, ঐ কতশো লোকের খোল বাদন (বাবা বলল জি বাংলার কোন রিয়েলিটি শো তে নাকি উনি খোল বাজিয়ে গেছেন, বাকি সব ওনারই ছাত্রছাত্রী), কতশো লোকের ব্যালে (বিদেশের কোনও দল), চাইনিজ নৃত্য (চীন থেকে সত্যি সত্যি লোক এসেছিল), আফ্রিকান হুলাহুলা নৃত্য (আফ্রিকার কোন দেশের লোকনাচ), সমবেত ইয়াওমিয়াওচিয়াও গান - সে-ও কত শত গায়ক আর কত হাজার বাদক সমেত, কোন দেশের কে জানে, ফিউশন গান, ফিউশন নাচ - এই সবও দেখলাম তো। এর ফাঁকে ফাঁকে বাণী আর ভাষণ চলছিল। কিংবা বাণী আর ভাষণের ফাঁকে ফাঁকে সংস্কৃতি উৎসব চলছিল। বিজেপি এই স্টেজটাকে খুব সুন্দরভাবে নিজেদের প্রোপাগান্ডা করার জন্য ব্যবহার করেছে। বাকি দুদিন কী করেছে জানি না, আমি খালি তৃতীয় দিনটাই দেখেছি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন