এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলরবকথা

    হোককলরব লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ২২৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৬651410
  • শহর, তোমার সঙ্গে প্রেমের
    অন্ত ছিলো বিচ্ছেদে ।
    শহর, তোমার পাল্টে যাওয়ার
    দুঃখ আমায় কম বেঁধে?

    শহর, তুমি পাল্টালে ফের,
    শহর, তুমি রুক্ষ নেই,
    ওই মুঠো হাত জড়িয়ে নেব -
    এ পাল্টানোয় দুঃখ নেই ।

    - অভীক কুমার মৈত্র
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৯651411
  • প্রকাশ্যেই জয়েন্ট ধরাবো, কাচ্চা পরে ঘুরে ফিরব ক্লান্তিহীন সমস্ত শহর
    কানে স্তাড, এভিয়েটর, দেহ জুড়ে অসংখ্য ট্যাটু
    মাথায় ওড়াবো বান্দানা রাস্টাফিয়ান, মোরাল পুলিশ দেখলেই
    খিস্তি করবো নবারুনীয়, মিছিলের আগে ও পরে
    রাজপথ দখল করে চুমু খাবো ফাক-বাডিকে
    বন্দুকের নলে নিরোধ লাগাবো
    লালবাজারে ওরজি হবে, নবান্নের উঠোনে স্ট্রিপ টিজ
    সারা দেশ চেয়ে দেখবে ফ্রান্সের আটষট্টি কাকে বলে
    সোরবোনের মায়াবী আগুন জ্বালিয়ে দেবে দিল্লি সাতের গলি
    দুচোখ ভরে দেখ শালা, ফ্রাস্ট্রেটেড হোক ক্যালানোর দল
    শরীরে আঘাত নামলে শরীরটাও বিপ্লব হতে পারে
    আমাদের উন্মোচন তো তোদেরকেই ন্যাংটো করে দেয়!

    - দেবায়ূধ চ্যাটার্জি
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৫৩651412
  • প্রতিবাদ
    ----------
    লুকোচ্ছি, নখের কোনে রক্তছাপ
    মুছছি , সদ্য ভিজে সৃক্কনি
    ওরে, যে যার সুযোগ বৃক্ষ নিক
    ফরেন না হোক নরক তো চা

    পুজোর মুখে দিচ্ছি রানী দক্ষিণা
    ল্যাজের ওপর পড়ছে প্রসাদ পূর্ণিমা
    ভয়েই হিসি, চটির ধারে ঘূর্ণিপাক
    মারিয়ে দিলেন ছোট্ট করে রক্ষী ডাক

    অন্ধকারে, জ্বালছি দাঁতে ফসফরাস
    হাতড়িয়ে বুক , হচ্ছে কেমন গর্ব না?
    তাগড়া বুটে দাবিয়ে রেখে সর্বনাশ
    ভাবছি দেখ ব্যাটন জোরে বশকরা

    অবাক মেনে গুনছি ,তবুও মাথা অগুন্তি
    বন্দুক নয়, গাইছে যে গান শিকল হীন
    ফুঁসছে ক্ষোভে- রাষ্ট্র গরাদ, রুদ্রবীণ
    শানিয়ে স্লোগান, জ্বালছে পথে আগুন ঠিক

    - ধুরন্ধর ঝাঁট
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০০651413
  • প্রতিবাদ
    September 20, 2014 at 11:26am
    লুকোচ্ছি, নখের কোনে রক্তছাপ
    মুছছি , সদ্য ভিজে সৃক্কনি
    ওরে, যে যার সুযোগ বৃক্ষ নিক
    ফরেন না হোক নরক তো চা

    পুজোর মুখে দিচ্ছি রানী দক্ষিণা
    ল্যাজের ওপর পড়ছে প্রসাদ পূর্ণিমা
    ভয়েই হিসি, চটির ধারে ঘূর্ণিপাক
    মারিয়ে দিলেন ছোট্ট করে রক্ষী ডাক

    অন্ধকারে, জ্বালছি দাঁতে ফসফরাস
    হাতড়িয়ে বুক , হচ্ছে কেমন গর্ব না?
    তাগড়া বুটে দাবিয়ে রেখে সর্বনাশ
    ভাবছি দেখ ব্যাটন জোরে বশকরা

    অবাক মেনে গুনছি ,তবুও মাথা অগুন্তি
    বন্দুক নয়, গাইছে যে গান শিকল হীন
    ফুঁসছে ক্ষোভে- রাষ্ট্র গরাদ, রুদ্রবীণ
    শানিয়ে স্লোগান, জ্বালছে পথে আগুন ঠিক

    আমরা যারা টেবিলের এই পারটা
    ঘাড়টি গুঁজে নিচ্ছি তাই যা দিচ্ছে
    ফলন কমে, দাম বেড়ে যায় সারটার-
    হোক কলরব, তাই আমাদের ইচ্ছে

    শিউরে উঠে ভোরের কাগজ পড়ছি
    আমরা যারা খবর দেখে অন্ধ
    শহর জুড়ে সবাই আছে পড়শি
    হোক কলরব সামনে যখন বন্ধ

    আমরা যারা সিঁটিয়ে ছিলাম পাশটায়
    মানুষটাকে সামনে এনে রাখছি-
    বন্ধুরা সব আসবে নেমে রাস্তায়
    এবার যদি হোক কলরব ডাক দি

    - সোমনাথ রায়
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০২651414
  • আগের পোস্ট গুলিয়েছে । সরি । লেখক - পাঠক উভয় পক্ষের কাছে ক্ষমাপ্রার্থী । ফের পোস্ট k
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৪651415
  • আমরা যারা রাত্রে বাড়ি ফিরছি
    আমরা যারা কুন্ঠাভয়ে থাকছি
    বুঝতে পারি এ পথ কিছু পিচ্ছিল
    এবার যদি হোক কলরব ডাক দি?

    আমরা যারা পাসপোর্টের ঘুষ দি
    ফোনের লাইন খারাপ থাকে দশদিন
    নিজের মধ্যে মানুষ যাকে পুষছি
    রোজ দুবেলা তার জ্বালাতে অস্থির

    আমরা যারা বাস পাইনা রাস্তায়
    রোজ যে দেখি বাড়ছে বাজারমূল্য
    আমরা যারা আচ্ছে দিনের আস্থায়
    ভাবছি কি আজ কারখানাটা খুললো?

    আমরা যারা কলেজ ফি এর ধাক্কা
    লোনের আকর টানতে গিয়ে ধুঁকছি
    রাস্তা ভাঙা, নল সারানোর পাকখাই
    এবং শুনি মন্ত্রী-নেতার উক্তি

    আমরা যারা টেবিলের এই পারটা
    ঘাড়টি গুঁজে নিচ্ছি তাই যা দিচ্ছে
    ফলন কমে, দাম বেড়ে যায় সারটার-
    হোক কলরব, তাই আমাদের ইচ্ছে

    শিউরে উঠে ভোরের কাগজ পড়ছি
    আমরা যারা খবর দেখে অন্ধ
    শহর জুড়ে সবাই আছে পড়শি
    হোক কলরব সামনে যখন বন্ধ

    আমরা যারা সিঁটিয়ে ছিলাম পাশটায়
    মানুষটাকে সামনে এনে রাখছি-
    বন্ধুরা সব আসবে নেমে রাস্তায়
    এবার যদি হোক কলরব ডাক দি

    - সোমনাথ রায়
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৩৩651416
  • সঙ্গে পুলিশ সঙ্গে ডান্ডা
    সবার সঙ্গে শংকু পান্ডা
    স্থির চাহনি বিষম ঠান্ডা
    সামনে আছেন শংকু পান্ডা
    উন্নয়নের আসল ফান্ডা
    মঞ্চে উজল শংকু পান্ডা
    চুপ হয় সব বাক্‌বিতণ্ডা
    এসে দাঁড়ালেই শংকু পান্ডা
    বিরোধীপক্ষ ভাজে ভ্যারান্ডা
    এগিয়ে চলেন শংকু পান্ডা
    রাজ্যজুড়ে মিঠাইমণ্ডা
    বিলোচ্ছেন ঐ শংকু পান্ডা
    চেতনা এবং জ্ঞানের গন্ডা
    জ্বালান আলো শংকু পান্ডা
    জেইউ থেকে সেই উগান্ডা
    একটাই নাম- শংকু পান্ডা

    - সোমনাথ রায়
  • হোককলরব | ২৩ সেপ্টেম্বর ২০১৪ ২২:৫৫651417

  • রাত্রি গভীর, নিভল আলো
    তখন আবার স্পষ্ট হল
    গেঞ্জিপুলিশ জগাই মাধাই
    অন্ধ রাণীর ভণ্ড সেপাই


    উপাচার্য, আহা বাছা রে
    ওরা বকেছে? এমন করে?
    কে হায় তোমায় শুধুই কথায়
    চায় বোঝাতে – কি যন্ত্রণা –
    স্পর্ধা তাদের দরজা জুড়ে
    বসেই থাকে হত্যে দিয়ে
    যেন তোমার কাজ নেই স্রেফ
    ফালতো লোকের বাক্যি শোনা?
    লক্ষী সোনা, যাও বাড়ি যাও
    ডাল ভাত খেয়ে অল্প ঘুমাও
    আসলে দিদি সন্ধেবেলায়
    আনবে পুতুল, যেমনটি চাও।


    এখন বন্ধু গভীরতম অমারাত্রি পার করেছি
    পাশেই তুমি পাচ্ছ আমায় শপথ নিয়ে হাত ধরেছি
    আর কিছুতেই থামব না আর – নিচ্ছি শিখে হিসেব নেওয়ার
    চললে মিছিল সূর্য ওঠে – আজও ধর্মতলার দিকে।


    এখন বন্ধু চুপ থেকো না, এই আকালে বৃষ্টি নামাও
    গান ছুঁড়ে দাও রঙের মতো এই বাঙলা সুরেই ভরাও
    যাদবপুরের অকালবোধন সুরের ধারায় অসুর তাড়াও।

    --0--

    আজকে যারা হাঁটছে ওরা ছাত্র না শিক্ষক?

    বৃষ্টি আরো ঝরতে পারো – শিখতে পারো এদের থেকে -
    ওই যে মিছিল রাজপথে আজ জনসমুদ্র আকাশ ঢাকে
    দেখতে থাকো শক্ত চোয়াল –উঠছে মুঠো গানের সুরে
    সবাই এসে জুড়ছে যখন বাড়ছে মিছিল হাঁটছে জোরে
    হাঁটছে ওরা বৃষ্টি মাথায় – হাঁটছে পাশের হাতটি ধরেই
    স্পর্ধা ওদের দেখছে মানুষ মিশছে যখন কন্ঠ ওদের
    মিলছে স্লোগান প্রতিবাদের তা সত্ত্বেও গাল পারেনি
    এতেই চলা শিখতে থাকুক এই দুনিয়ার সভ্য প্রাণী।

    বৃষ্টি ঝরো ঝরতে পারো এখন আরো তোমায় চাই
    যাদবপুর আজ রাস্তা হাঁটে – জবাব নেবেই ছাড়ান নাই।
    --0--

    হোক কলরব

    লড়াই আরো কঠিন হলে
    জুড়বে আরো বন্ধু সব
    হোক হোক হোক কলরব
    হোক হোক হোক কলরব
    কলকাতা কাল বৃষ্টি দিল
    ফুলগুলো আজ ফুটছে সব
    হোক হোক হোক কলরব
    হোক হোক হোক কলরব
    এই সমাজের এঁদো ডোবায়
    ঢেউ তুলেছে যাদবপুর
    চলার ছন্দে কাঁপন বুকে
    শব্দ পেল গানের সুর
    এই চলনে যাক ভেসে যাক
    ভেজাল রঙের ভন্ড সব
    হোক হোক হোক কলরব
    হোক হোক হোক কলরব

    -ফরিদা
  • নকল ছাত্র (বহিরাগত) | 69.160.212.37 | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১৫:০৭651418
  • যাদবপুরের ছাত্র আন্দোলন দমনে সরকার, প্রশাসন ও শাসক রাজনৈতিক দলের নির্লজ্জ প্রয়াস –

    ১৭ই সেপ্টেম্বর। রাত্রি।
    শান্তিপূর্ণ ঘেরাও অবস্থান চলাকালীন উপাচার্য লিখিতভাবে পুলিশকে জানান তাঁর প্রাণসংশয় হতে পারে।

    ১৮ই সেপ্টেম্বর। রাত্রি ১২ -৩০।
    ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশি অনুপ্রবেশ, আলো নিভিয়ে ছাত্র-ছাত্রীদের অবস্থান আন্দোলনের উপর কম্যান্ডো ও শাসক দলের ক্যাডারদের হামলা।

    সকালে।
    পুলিশ কমিশনারের জবাবদিহি- “সশস্ত্র বহিরাগতরা ছিল... পুলিশ নিরস্ত্র ছিল।”
    শিক্ষামন্ত্রীর জবাবদিহি- “ঘেরাও অবস্থানের নামে বহিরাগতদের এনে বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা ও শৃঙ্খলা নষ্ট করা হয়েছে... যাদবপুরে কিছু লোক বাইরে থেকে রাজনৈতিক উদ্দেশ্যে গোলমাল পাকাতে চাইছে... ছাত্ররা ছাত্র-সুলভ আচরন করছে না...পুলিশ পুলিশের কাজ করেছে”।

    ১৯শে সেপ্টেম্বর
    শিক্ষামন্ত্রীর জবাবদিহি- "ঘেরাও রাজনীতি কাম্য নয়। ছাত্রীর যৌন নিগ্রহের বিষয়টি পিছনে চলে যাচ্ছে।”
    যাদবপুরের 'অচলাবস্থা' কাটিয়ে 'স্বাভাবিক' অবস্থা ফেরানোর জন্য হাইকোর্টে 'জনস্বার্থ' মামলা দায়ের করেন আইনজীবী বিমলশঙ্কর নন্দ।

    ২০ই সেপ্টেম্বর
    (যাদবপুরের ছাত্রদের মহামিছিল প্রসঙ্গে) তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পান্ডার পাল্টা মিছিলের হুমকি।

    ২১শে সেপ্টেম্বর
    শিক্ষামন্ত্রী, তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পান্ডাকে নিয়ে নির্যাতিতা ছাত্রীর বাড়ি গেলেন।
    তৃনমূল যুবা-র সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য – “মদ, গাঁজা, চরস বন্ধ, তাই যাদবপুরে প্রতিবাদের গন্ধ?”

    ২২শে সেপ্টেম্বর
    “শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধের দাবীতে” তৃনমূলের মিছিল। মিছিলে স্লোগান উঠল- "হোক ক্যালানো", "হোক গর্জন"।
    নির্যাতিতা ছাত্রীর বাবা নবান্নে বললেন-"যে কারণে তোমরা আন্দোলন করছো, মুখ্যমন্ত্রী সে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন। তাই এবার তোমরা যাদবপুরে শিক্ষাব্যবস্থা চালু ।”
    শিক্ষামন্ত্রী বললেন- "প্রকৃত ছাত্ররা নিঃসন্দেহে স্নেহের পাত্র... প্রকৃত ছাত্রদের প্রতি রাজ্য সরকার সহমর্মী।"

    ২৩শে সেপ্টেম্বর
    রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা প্রেস বিবৃতি দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিতে ছাত্রদের আন্দোলনকেই দায়ী করেন।

    ২৪শে সেপ্টেম্বর
    হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় – যাদবপুর ইউনিভার্সিটির গেটে পুলিশ পিকেট বসানোর নির্দেশ। ক্যাম্পাসের ভিতরে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে হবে।

    ছাত্র আন্দোলন ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই সমস্ত নির্লজ্জ প্রয়াসকে জানাই বুকভরা ধিক্কার ।

    যত হামলা কর, সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন