এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাইশে শ্রাবণ

    Ishani
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৪ | ১১৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishani | 24.99.223.79 | ০৭ আগস্ট ২০১৪ ০৭:৪৬644575
  • বাইশে শ্রাবণ
    .........................

    এই একজন ! আমার সঙ্গে সেই কোন ছোটবেলা থেকেই যেমন ভাব , তেমন আড়ি |

    ভাব কেন ? কারণ এই মানুষটির হাত ধরেই যে আমার সমস্ত চৈতন্যে জল পড়া ও পাতা নড়া | এ যে থাকে স্বপ্নে জাগরণে | তাই একলা ঘরেও আমার "একা" লাগে না | আমার মনের ঘরের জানালাগুলোর বন্ধ খড়খড়ির ভেতর দিয়ে চুঁইয়ে আসে আলো | বেলা বাড়ে | বয়স বাড়ে | সেই আলোও বাড়ে | সেই বোধের আলো বাড়তে বাড়তে সারা ঘর ভেসে যায় আলোয় | আমার দু'টি চোখ ধাঁধিয়ে যায় | আমি আলোর অস্তিত্ব , আলোর সুখ জেনে যাই | আমার আর অন্ধকার ভালো লাগে না ! বুঝে যাই ...আলো ছাড়া আমার গতি নেই | আমি নি:শর্তে আত্মসমর্পণ করি | আলোর কাছে | মানুষটির কাছে |

    আড়ি কেন ? আমার খুব রাগ হয় | খুব | কেন এই মানুষটা সব জানবে ? সব লিখবে ? কেন আমাদের জন্য কিচ্ছুই বাকি রাখবে না ? যাই ভাবি , বলি , লিখি...সব ধার করা ! একটা দাড়িওয়ালা জোব্বাপরা লোক সারা জীবন , এমনকি জীবন ফুরনোর পরেও "উত্তমর্ণ" রয়ে গেল ; আর আমাদের চিন্তাপট থেকে আর অধমর্ণের সীলমোহরের ছাপ ঘুচল না ! আমরা ঘুরি , ফিরি ..লিখি ....সেই একই কথা....শুধু আলাদা আলাদা মোড়কে | লোকটা নির্ঘাত মুচকি হাসে ! মানুষটা কী অবলীলায় সকলের মন পড়ে ফেলল !

    আমাদের একটা কাজ ভালোভাবে করতে কালঘাম ছুটে যায় আর এই লোকটা দশ হাতে কাজ করে গেছে | আর কে কী ভাবে জানি না ; তবে আমি তো এখনও এই মানুষটা যা যা লিখেছে ,এঁকেছে ...সব দেখেই উঠতে পারিনি | অনুধাবন তো দূরের কথা ! উঠতে পারিনি বলব না ; ইচ্ছে করে করিনি | কারণ তাহলে আর সব কিছু, সব কাজ শিকেয় তুলে রাখতে হয় ! মানুষটা বড় সর্বনেশে আর কর্মনাশা ! খালি ইশারায় বলে , "সব পড়ে থাক ! তুমি আমায় নিয়েই থাকো | আর কিছুতে দরকারটাই বা কী ? "

    মানুষটা কত্ত যে লিখেছে ! আচ্ছা ...এত লিখত কখন ? আর এত লিখত যদি...তাহলে ভাবত কখন ? নাকি লেখনী আর ভাবনা কাগজে আর মানসপথে দৌড়ত সমান্তরালে ? কে বলে , দু'টি সমান্তরাল রেখা বাস্তবে পরস্পর মিলিত হয় না | তারা অসীমে মিলিত হয় ? সব বাজে কথা | কেউ কিচ্ছু জানে না | তারা সসীমে মিলিত হতে পারে | হয়েওছে | একবার নয় , দু'বার নয় .... সীমাহীনবার |

    এই মুগ্ধতাই আমাকে অনন্ত প্রেমে অন্ধ করে রাখল | সারা জীবনে আর একটিও মানুষ পেলাম না... এক মুহূর্তের জন্যও ... যে আমার জীবনে এই মানুষটির বিকল্প হতে পারে |

    দিগন্তকে
    চেনার আগে
    দিগন্তে যে পৌঁছে যাও...
    তোমার হাতে
    পেগ্যাসাসের
    লাগাম বুঝি ? ঘোড়সওয়ার !
    রাস্তা থেকে
    শুকনো পাতা
    শেষ বিকেলে মুঠি ভরাও
    দিগন্তকে
    চেনার আগে
    দিগন্তে যে পৌঁছে যাও
    মনের ঘরে
    গোপন আলো
    অজান্তে যে স্বপ্ন ...তাও ...
    চিনতে তুমি ?
    তাই আলোতে
    ভাসিয়ে দিলে অন্ধকার !
    দিগন্তকে
    চেনার আগে
    দিগন্তে যে পৌঁছে যাও
    তোমার হাতে
    পেগ্যাসাসের
    লাগাম বুঝি ? ঘোড়সওয়ার !
  • Suhasini | 213.99.205.106 | ০৭ আগস্ট ২০১৪ ০৮:৫৯644576
  • রাস্তা থেকে
    শুকনো পাতা
    শেষ বিকেলে মুঠি ভরাও...

    মনে থাকবে অনেক দিন। আরও পড়তে চাই।
  • kiki | 127.194.64.28 | ০৭ আগস্ট ২০১৪ ০৯:৪৯644577
  • প্রভু আমার, প্রিয় আমার পরম ............ হে।
    চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে।।
  • kiki | 127.194.64.28 | ০৭ আগস্ট ২০১৪ ০৯:৫১644578
  • ঐ ডট ডট এর শব্দটা সদানীর গপ্পটা পড়ার পর থেকে একেবারেই অস্বস্তির চুড়ান্ত দিচ্ছে, তারপর কবে ইন্দো দাদার কি পোষ্টে হেসে দিয়ে এসেছিলুম, চান্স পেলেই আমাকে কিরম অসুব্য হাসি হাসে বলে দিচ্ছে, তাই আর লিখলুম না। ঃ(
  • Kaju | 131.242.160.210 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:০৬644579
  • আ-আ-হা গো, কিকিদির কীচ্চাপ ! 'ধন' লিখবে তাই কত ভাবনাচিন্তা, অসুব্বো, ডট ডট...
  • সে | 203.108.233.65 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:১৬644580
  • ধন অসভ্য শব্দ কেন? ধনধান্যপুষ্পে ভরা, জানিনে তো ধনরতন আছে কিনা রাণীর মতন, এসব অসভ্য কথা? ধন মানে কী?
  • b | 135.20.82.164 | ০৭ আগস্ট ২০১৪ ১৬:৪৮644581
  • তবে ঈশানীর লেখাটা দিব্য হয়েছে। কবিতাটাও।
  • kiki | 122.79.39.95 | ০৮ আগস্ট ২০১৪ ০৮:০৮644582
  • আরে না! কি মুস্কিল!! শব্দটা ঠিক আছে, পাব্লিক ওটাকে অন্যভাবে ব্যবহার করছে। আর অস্বস্তি আমি পাচ্ছি। আর কিচ্ছু না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন