এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার সকল ভালোবাসায় ...

    siki
    অন্যান্য | ২৮ জুন ২০১৩ | ১৫১৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ladnohc | 116.218.119.94 | ১৯ জুলাই ২০১৩ ০৭:৩৬612626
  • লুডো খেলাইতো অল্টাআনেটিভ অপশন! বুলাদি কয়েচেন। ঃ)
  • siki | 132.177.148.100 | ১৯ জুলাই ২০১৩ ০৮:০২612627
  • অ্যাকদম!
  • nina | 22.149.39.84 | ১৯ জুলাই ২০১৩ ১৭:৫১612628
  • বাপরে--এ তো সেই বারো হাত কাকুঁড়ের তেরোহাত বীচি--কিম্বা ছেলের চেয়ে ছেলের গু ভারী --
    গপ্প কই?? মিনিময় তো এক্কেরে ম্যাক্সিময়--উফ!

    তবে ডিডি উবাচ--জাস্ট টু উ উ উ গুডঃ-)))))সবকটা---
    বাকিরাও ভাল ঐ গোলমরিচ এট্টুস কম --
    রাগ কোরোনি বাবুবিবিরা ----
  • byaang | 132.172.144.79 | ০৮ জুলাই ২০১৫ ১০:৫৪612629
  • হেঁইয়ো।

    দাঁড়ান, আগে আজকের ভাট থেকে কপিপেস্ট করব, তারপর রণের পরকীয়ার দিকটা দেখছি।
  • byaang | 132.171.185.110 | ০৮ জুলাই ২০১৫ ১১:১৯612630
  • name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 09:19 AM

    একটি কথা ছিল। আমার অনেকদিনের বাসনা, একটি পরকীয়াকাহিনী রচিব।
    কিন্তু চরিত্রসৃষ্টি এবং তদুপরি পরকীয়ার প্রেক্ষিতসৃষ্টি করিবার মত সময়ের একান্তই অভাব। আপনাদের সবার সম্মতি লইয়া আমি কি সিকির সেই পরকীয়াটইটিতে পরকীয়ার নতুন দিগন্ত উন্মোচন করিতে পারি? অর্থাৎ রন আর গীতালির অসমাপ্ত পরকীয়াটিকে কি একটি বাস্তবসম্মত রূপ দিতে পারি?

    name: সিকি mail: country:

    IP Address : 132.177.93.181 (*) Date:08 Jul 2015 -- 09:31 AM

    ক্যানো? নতুন পরকীয়ার টই খুলতে কি পয়সা লাগে?

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 09:34 AM

    কেন, ঐ টইটা কি তোর ব্যক্তিগত সম্পত্তি? ঈশানের সংসারে সব্বার সমানাধিকার। জানিস না?
    আমি পরকীয়া লিখতে হলে ওখানেই লিখব, রন আর তার প্রেমিকা আর বউকে নিয়েই লিখব। ভদ্রলোকের এক্কথা।

    name: ম mail: country:

    IP Address : 183.17.193.253 (*) Date:08 Jul 2015 -- 09:35 AM

    অ্যাঁ!!

    name: সিকি mail: country:

    IP Address : 132.177.93.181 (*) Date:08 Jul 2015 -- 09:37 AM

    রণকে নিয়ে একটি লাইন লিখেছো তো তোমারই একদিন কি আমারই একদিন। সমানাধিকারের বলে আমি টই খুলেছি, নিজের প্রতিভায় সে টই কালের গভভে ডুবেছে, আবার তাকে টেনে তোলা কেন বাপু?

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 09:37 AM

    মিঠু চোখ গোলগোল করে অত বড় হাঁ করে আছে কেন?

    name: kumu mail: country:

    IP Address : 132.161.5.244 (*) Date:08 Jul 2015 -- 09:37 AM

    ব্যাং, লেখো লেখো।আমি খুব ভালবাসি তোমার লেখা,সেই যে ছাগলের গল্প।

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 09:39 AM

    না, আমি ভেবে দেখলাম পাঠকদের মনে বড়ই আক্ষেপ, রণের কী হল তা আর জানা হল না ভেবে। ঐ পরকীয়াকে একটা পরিণত পরিণতি দিতেই হবে।

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 09:41 AM

    কুমুদি, তোমারও কি মনে হয় না, রণের চরিত্রায়ণে অনেক ফাঁক থেকে গেছে? চলো, নতুন করে রণের গপ্পো লিখি। তুমিও কি আমার সাথে হাত লাগাবে, প্লিজ?

    name: kumu mail: country:

    IP Address : 132.161.5.244 (*) Date:08 Jul 2015 -- 09:42 AM

    আচ্ছা।ব্যাঙ।
    সিকি কাইমাইকরবে তা আর কী করা--

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 09:42 AM

    এমনকি একক আর ঝিকিও বলেছিল আমাকে পরকীয়া লিখতে দিতে। তবুও সিকি আমাকে লিখতে দিচ্ছে না। ঃ((

    name: ম mail: country:

    IP Address : 183.17.193.253 (*) Date:08 Jul 2015 -- 09:43 AM

    অন্যের পরকীয়ার পরিণতি দিতে এত আগ্রহ দেখে হাঁ করে ফেল্লামঃ(

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 09:44 AM

    থ্যাংকিউ কুমুদি। তোমাকে একটা বাটিকের বটুয়া প্রেজেন করলুম।
    ঈশান আর হনুও পরকীয়ায় হাত লাগালে ভালো হয়। মনে পরকীয়াটইটা এগিয়ে নিয়ে যেতে।

    name: ম mail: country:

    IP Address : 183.17.193.253 (*) Date:08 Jul 2015 -- 09:44 AM

    কুমুও সিকিসৃষ্ট পরকীয়ায় গঠনমূলক সাহায্যের হাত বাড়াতে রাজি!!!

    name: সিকি mail: country:

    IP Address : 132.177.93.181 (*) Date:08 Jul 2015 -- 09:47 AM

    বেশ বুঝছি রণের সামূহিক ইসে হতে যাচ্ছে। ব্যাঙকে আমি লুরু গিয়ে যদি কেলিয়ে না এসেছি ।।।

    name: ম mail: country:

    IP Address : 183.17.193.253 (*) Date:08 Jul 2015 -- 09:48 AM

    ইঃ,হনুকে বলে নিজের বৌ কত ভালোবাসে,তারচেও বড় কথা অন্যকাউকে ভালোবাসে না- এ নিবেদন টইয়ে পষ্ট লেখা আছে। হনু শুধু নিজকীয়া গল্প লিখবে। বলে দিলাম।

    name: Bratin mail: country:

    IP Address : 122.79.37.138 (*) Date:08 Jul 2015 -- 09:57 AM

    লেখ লেখ ,মন খারাপ করা বৃষ্টি র দিনে প্রেম/পরকীয়া ইত্যাদি জমবে ভালো ঃ))

    name: দ mail: country:

    IP Address : 11.39.97.77 (*) Date:08 Jul 2015 -- 10:00 AM

    আমি এই ব্যাংএর প্রস্তাবে হাঙর পরিমাণ ভেটো দিলাম।
    মাইরি কোনো ইসে নাই। একে পরকীয়া তায় অন্যের গপ্পের সুতো টেনে!!!!

    name: সিকি mail: country:

    IP Address : 132.177.93.181 (*) Date:08 Jul 2015 -- 10:04 AM

    ব্যাং আসলে নিজের নামে টই খুলতে লজ্জা পাচ্ছে। যদি বিভীষণ এসে পড়ে ফ্যালে!!

    অ ব্যাং, আমি টই খুলে দেব?

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 10:05 AM

    শোনো বাপু, যে রাঁধুনির হাতে যে মশলার সোয়াদ।
    আমাকে লিখতে দাও, দেখো আমি রণের জীবনকে কেমন সমস্যাসঙ্কুল করে তুলি। আর কে না জানে পরকীয়ার মজাই বহুবিধ সমস্যা ট্যাকল করায়। সিকির মত ডেলিকেটডাল্লিংয়ের কম্মো নাকি ওসব সামলানো? হুঁঃ

    name: ব mail: country:

    IP Address : 77.98.72.126 (*) Date:08 Jul 2015 -- 10:06 AM

    হ্যাঁ, তোর প্রতিভা নিয়ে আমার একটুও সন্দেহ নেই ঃ))

    নমেঃ দ মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১১।৩৯।৯৭।৭৭ (*) ডতেঃ০৮ যুল ২০১৫ -- ১০ঃ০৭ আ

    রক্ষে করো মা। ক্ষ্যামা দাও। আর পরকীয়া দেখতে পারি না। আর নিজের ধকে মশলার যাদু দেখাও না বাছা।

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 10:09 AM

    নিজেরই তো ধক, শুধু যাদের দরকার, তাদেরকেই দেব। মানে রণ আর তার প্রেমিকাকে। ঐ খড়গপুরের পরে কী যে হল, সেটা তো জানতে হবে নাকি?

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 10:11 AM

    ঠিকাছে, আপনাদের এতই যখন আপত্তি তখন নতুন টইই খুলতে হবে। শুধু শুধু অকারণ বাজে খরচা। তবে নাম-ধাম একই থাকবে, প্রেক্ষিতও।

    name: - mail: country:

    IP Address : 109.133.152.163 (*) Date:08 Jul 2015 -- 10:11 AM

    পরকীয়ার টই নেহাত খুলবেনই যদি, বিপের নামে খুলুন। উপকার হবে।

    আজকাল ভালো উপদেশের কদর নেই জেনেও দিয়ে গেলুম। এক পিস।

    name: দ mail: country:

    IP Address : 11.39.97.77 (*) Date:08 Jul 2015 -- 10:15 AM

    ১ কেন জানতে হবে?
    ২ নিজে একট নতুন গল্প বানাবে না কেন?

    name: kumu mail: country:

    IP Address : 132.161.5.244 (*) Date:08 Jul 2015 -- 10:28 AM

    ডি; ব্যাঙ যা করে তাতেই আমি সাথে আছি,গল্প লেখা তো সামান্য কাজ।(বিভীষণের ওপর কোন হিংসামূলক স্টেপ নেয়া এই কর্মসূচী হইতে বাদ)।

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 10:41 AM

    উত্তর ঃ
    ১) জানতে হবে কারণ টইয়ের নাম পরকীয়া হলে টইতে নিদেনপক্ষে একটা অন্তত পরকীয়ার উল্লেখ থাকা উচিত। এখনও অব্দি ঐ টইয়ে সেরকম কিছু জানানো হয় নি। ফলে পাঠকের প্রত্যাশা পূর্ণ হয় নাই।
    ২) আর নিজে নতুন গল্প বানানোর অনুমতিই তো চাইছি। নতুন গল্প বানানোর জন্যই তো কুমুদিকে ডাকছি। কুমুদিও রাজি, সিকিকাজিও রাজি - আমাকে আর কুমুদিকে লিখতে দিতে।

    কিন্তু দ এত চটে কেন, রণকে নিয়ে টানাটানি করলে? মানে কোনো গূঢ় কারণটারণ নাই তো?

    name: Syrio Forel mail: country:

    IP Address : 117.167.108.173 (*) Date:08 Jul 2015 -- 10:44 AM

    আরে অত অ্যানালিসিসের দক্কার কী? লিখে ফেল্লেই তো হয়, প্রত্যক্ষ।।।থুড়ি মশলা দিয়ে।

    name: byaang mail: country:

    IP Address : 132.167.243.94 (*) Date:08 Jul 2015 -- 10:44 AM

    ড্যাশ , ঃ))) সুপরামর্শর জন্য অনেক ধন্যবাদ। বিপ ও ব্যাঙের পরকীয়া নামে টই খুললে সার্ভার ক্র্যাশ করে যাওয়ার প্রভূত সম্ভাবনা। ঃ)) একটু ভাবি তবে, কেমন হবে ব্যাপারটা।

    name: সিকি mail: country:

    IP Address : 132.177.93.181 (*) Date:08 Jul 2015 -- 10:44 AM

    এইটা ব্যাং একটা নতুন অ্যাঙ্গল খুলে দিল কিন্তু। নাঃ, অন আ সেকেন্ড থট আমিও ব্যাংকে পারমিশন দিয়ে দিলাম - গূঢ় কারণ টারণ জানবার জন্য আমার সবসময়েই পেট ফাটে। ব্যাং গো অ্যাহেড ;)

    নমেঃ ব্যাঙ্গ মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৭২।১৪৪।৭৯ (*) ডতেঃ০৮ যুল ২০১৫ -- ১০ঃ৪৯ আ

    সিকি থ্যাংকিউ, আমি তবে টই তুল্লুম।
    দেখে নিন সবাই, টইমালিক নিজেই অনুমতি দিয়ে দিয়েছেন।

    name: Syrio Forel mail: country:

    IP Address : 117.167.108.184 (*) Date:08 Jul 2015 -- 10:52 AM

    হ্যাঁ হ্যাঁ, নির্দ্বিধায়। জাগতিক নামধাম দিয়ে অ্যানোটেট করে দিলে আরো ভালো। আর নেহাত নজ্জা করলে আউটসোর্স করে দিলেই হবে।
  • byaang | 132.167.83.85 | ০৮ জুলাই ২০১৫ ১১:২৯612631
  • যারা যারা ঠিক উপরের পোস্টটা পড়লেন, মনে ভাটিয়ালি থেকে কপি-পেস্ট করা পোস্টটা, তারা নিশ্চয়ই বুঝেছেন, কী হতে যাচ্ছে, আর কেন হতে যাচ্ছে। মানে যা হতে যাচ্ছে, তা হওয়ানোর জন্য কিভাবে এই রণের স্রষ্টার থেকে অনুমতি নেওয়া হয়েছে, তার সাক্ষীও রইলেন সবাই।

    পাঠকদের দাবিদাওয়ার নমুনাও দেখলেন নিশ্চয়ই, যে প্রত্যক্ষ জীবনের অভিজ্ঞতা মেশাতে হবে ইত্যাদি। তা আমি যথাসাধ্য চেষ্টা করব প্রত্যক্ষ, প্রাত্যহিক জীবনের ঘটনাবলীর উল্লেখ করে রণ আর তার প্রেমিকা, তাদের নিজ নিজ বৌ, বর ইত্যাদিদের সবাইকে বায়বীয় পদার্থ থেকে এই ধরাধামের মাটির মানুষ বানিয়ে দিতে। আর কুমুদি যে এই কাজকে শিল্পের পর্যায়ে টেনে নিয়ে যেতে পারে সে বিশ্বাসও আমার এবং আপনাদের সব্বার আছে।

    তবুও এখনও খুঁতখুঁতে টাইপের যারা, ব্যাপারটা মেনে নিতে পারছেন না, তাদের বলি, মা কসম, ইতিহাস সাক্ষী আছে, বহু সাহিত্যিকেরই অসমাপ্ত রচনার হাল ধরেছেন অন্যান্যরা, একবার নয়, একাধিকবার। এরকম হয়েই থাকে। আর অতই যদি আপনাদের নাকসিঁটকানি, তবে এই পোস্টের পর থেকে আর পড়বেন না।
  • byaang | 132.167.83.85 | ০৮ জুলাই ২০১৫ ১১:৩৪612632
  • একটু অপেক্ষা করুন। আমি পুরো টইটা আরেকবার পড়ে নিই। আসলে কেলো করেছি, রণের প্রেমিকার নাম ভুলে গেছি। রণের বৌয়ের নাম দীপালির সাথে মিল দিয়ে গীতালি করে দিয়েছি। আসল নামটা ঠিক করে পড়ে আসি আগে।
  • de | 69.185.236.55 | ০৮ জুলাই ২০১৫ ১২:৪৮612633
  • টই পড়তে এতো সময় লাগে নাকি?

    এবারের গপ্প্পে স্ট্রীপটিজ থাকবে তো? - সোসেনের সেই ছেলেবেলার সাধ!
  • | 77.98.72.126 | ০৮ জুলাই ২০১৫ ১৫:০৮612636
  • কিন্তু তাহলে তো বড় দের গল্প হয়ে যাবে দে? ঃ)
  • | 77.98.72.126 | ০৮ জুলাই ২০১৫ ১৫:০৮612634
  • যাঃ ঝুলিয়ে দিয়ে তিনি হাওয়া!!
  • সিকি | ০৮ জুলাই ২০১৫ ১৫:১৩612637
  • ও হ্যাঁ, ন্যুডিস্ট বীচও থাকতে হবে কিন্তু এইবারে।
  • Bratin | 122.79.36.166 | ০৮ জুলাই ২০১৫ ১৬:১৮612638
  • পুরো চাপ তো!!
  • Abhyu | 118.85.88.75 | ০৯ জুলাই ২০১৫ ০৪:২২612639
  • পপিচু থেকে বরিয়ে এসে আমি বলব, আগের লেখাটা ভালো হয়নি, কারণ কিছুটা এগোনোর পর থেকেই আমি আর পড়ি নি। মানে লেখাটা আমায় টানে নি, ইন ফ্যাক্ট টইঅটার কথা ভুলেই গিয়েছিলাম। দেখছি মাত্র দু বছর আগের টই।
    এখন আশা ব্যাঙদি যদি উদ্ধার করতে পারে। ন্যুডিস্ট বীচে হয়তো এক অটোওয়ালা উদুম ঝাড় খেয়ে গেল। কি স্ট্রীপটিজ করার পরে মেয়েটা দেখল তার জামাকাপড়গুলো কেউ রি সাইক্লল করে দিয়েছে। তখন আলখাল্লা পরে বাড়ি গেলো। এই সব।
  • TB | 118.171.131.161 | ০৯ জুলাই ২০১৫ ২১:২৩612640
  • কিংবা, মেয়েটা ছেলেটাকে ২০০সিসি বাইকে চাপিয়ে পশ্চিমঘাট ট্রিপে গেলো যেখানে খাদের কিনারায় ঝুলতে থাকা আর হাওয়ায় বিপজ্জনকভাবে দুলতে থাকা টুপির দিকে তাকিয়ে ছেলেটার গা শিরশির করে উঠল। আর বুঝতে পারল মেয়েটার প্রচন্ড মেয়েলি শরীরের মধ্যে লুকিয়ে আছে এক প্রচন্ড পুরুষালি সত্ত্বা।
    (নোটঃ এইখানে স্ট্রিপটীজ ও নুড বীচ sublime আ্ছে)
  • TB | 118.171.131.161 | ০৯ জুলাই ২০১৫ ২২:২৪612641
  • অথবা ...

    মেয়েটি প্যান্টি পরে ছিল। ছেলেটা জানত না।
    মেয়েটা বলল - হাওয়ায় উড়ে গেল প্যান্টিটা, গাছের মাথায়। পেড়ে দে।
    ছেলেটা বলল - উঠব কি করে? পড়ে যাব তো।
    মেয়েটা বলল - তা হলে কিন্তু আমি সারাদিন প্যান্টি না পরে থাকব।
    ছেলেটা বলল - না, না! সে বড্ড মুশকিল হবে।
    মেয়েটা বলল - তবে ওঠ।
    ছেলেটা বলল - মইটা আনি।

    ছেলেটা গাছে উঠে বলল - কইরে প্যান্টিটা?

    কিন্তু কোন উত্তর এল না। গাছের সাথে লাগান মইটাও আর সেখানে ছিল না।

    হালকা হাওয়ায় গাছের পাতাগুলো কাঁপল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন