এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০০:৫৫515866
  • //কোনো দল বলছে যে তারা ভোটে জিতেছে, তার মানে তারা নিশ্চয়ই সেই ডেটা এবং কনফার্মেশন পেয়েছে//
     
    সিপিএম এ কথা দল হিসেবে বলেছে? কিংবা তাদের দলীয় মুখপত্রে এ খবরটা প্রকাশিত হয়েছে? আপনি এত নিশ্চিত হচ্ছেন কীভাবে?  
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০০:৫১515865
  • না, আপনাদের দুজনের নামই নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। সেলিমের খবরটা খবর, আর বাকি দুটো খবর উবে যায় কেন। আপনি তবু নিউটাউনের উল্লেখ এর আগে করেছেন, কিন্তু এলসিএম তো সেটা করেননি। তবুও সেলিমের খবরের লিঙ্ক আপনি দেওয়ার পরেও উনি সেই লিঙ্ক ফের চিপকান কেন?
     
    মানে এই মিথ্যা খবরটার দৌলতে সিপিএমকে খিল্লি করা ছাড়া আর কী উদ্দেশ্য আছে সেটা আমি অন্তত বুঝতে পারিনি।
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০০:৪৮515864
  • এলেবেলে,
    না, আমার কোশ্চেনটা দুর্নীতি নিয়ে নয়।
    কোনো দল বলছে যে তারা ভোটে জিতেছে, তার মানে তারা নিশ্চয়ই সেই ডেটা এবং কনফার্মেশন পেয়েছে কোথা থেকে, আবার পরে জানতে পারছে যে না জেতে নি, এই ধরনের গোলমাল হল কি করে, সেটাই।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুলাই ২০২৩ ০০:৪৫515863
  • আমাকে বলেননি, তবু বলি। আমার পরিবার আছে নিউটাউনে। মিঠুই ভোটের সময় ছিল।  আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিতে পারি, ওখানে এই পন্থায়ই "ভোট" হয়েছে। মানে, নিউটাউনের লোকেদের ভোট দিতে দেওয়া হয়নি। 
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০০:৪৩515862
  • দ্বিতীয় খবরটায় আনন্দবাজারের হেডলাইন ছিল - বুথে মোট ভোটার ৭৪০, তৃণমূল প্রার্থী ১০৮৪ ভোট পেয়ে জয়ী।
  • aranya | 2601:84:4600:5410:846c:7ec4:c559:74d7 | ১৯ জুলাই ২০২৩ ০০:৩৭515860
  • শৈবাল মিত্র সংসদীয় রাজনীতিতে থাকলে বাংলা খুবই বুদ্ধিমান একজন মুখ্যমন্ত্রী পেত - আজিজুল হক বলেছিলেন। 
    সৈকত সম্পর্কে আমার একই অভিমত :-)
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০০:২৭515859
  • এদিকে আনন্দবাজার লিখেছে আলকারাজ এর উইম্বলডনে বিশ্বজয় ইত্যাদি। তাতে একজন দেখলাম - এ তো ভারতীয় নাম... বোধহয় অলকারাজ টাইপের ভেবেছেন... কার্লোস আলকেরাজ কে ভারতীয় বংশোদ্ভূত বানিয়ে দিয়েছেন...
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০০:১৩515858
  • কিন্তু এমন হল কি করে? ইনফরমেশন এজ এ - 
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৮ জুলাই ২০২৩ ২৩:৫৩515857
  • ইয়েচুরি-মমতার ছবিতে প্লাবিত দুনিয়া। দ্যাখেন আইটিসেল আজ যা ভাবে, আমি তিনদিন আগেই ভেবে রাখি। :-)
    মমতা হেবি ফুর্তিতে। রাজ্য সিপিএম যথারীতি এটা নিয়ে ভাবে-টাবেনি। কী বলবেও জানেনা। তারা আমার মতো লোকজনকে গাল দিতে ব্যস্ত ছিল।  
    এছাড়াও মহম্মদ সেলিম টের পেয়েছেন, ভ্রান্ত তথ্য ব্যুমেরাং হয়েছে। 
  • অসামশালা | 2405:8100:8000:5ca1::161:6d0a | ১৮ জুলাই ২০২৩ ২২:২৯515856
  • এলবেল টোকেনি। রেজাল্ট বেরোনোর পর ভুল রেজাল্ট প্রেডিক্ট করেছে। সেটা বিকাশবাবু টুকে দিয়েছে।
  • এলেবেলে | ১৮ জুলাই ২০২৩ ১৮:০১515855
  • কবি কি আর সাধে লিখেছিলেন বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ!
     
    সৈকত খুব সঙ্গতভাবেই লিখেছেন 'সম্ভবত ওখান থেকে শুনেই'। কিন্তু ভাইপোর অত কমে পোষায়? সে তাই একেবারে নিশ্চিত যে এলেবেলে ওই বিকাশবাবুর টুপিটাই খেয়েছে। একেবারে সার্থকনামা! এদিকে আমি টিভিই দেখি না প্রায় বছর ছয়েক।
     
    এখন কে তাকে বোঝায় যে সৈকতবাবু যেমন 'চব্বিশ পঃ এর কিছু পকেটে, মুর্শিদাবাদ, মালদা, এবং নদীয়ার কিছু এলাকা' ছাড়া বাংলার সর্বত্র 'অবাধ ও শান্তিপূর্ণ' নির্বাচনের খবর পেয়েছেন, ঠিক তেমনই এলেবেলেও কিছু খবর পেতে-টেতে পারে? 
     
    এঃ, ট্রোলগুলোর স্ট্যান্ডার্ডও দেখছি এক্কেবারে পড়তির দিকে।
  • একক | ১৮ জুলাই ২০২৩ ১৫:৩৬515854
  • সামাজিক আন্দোলন ত এঞ্জিও ও করে। সিপিএম তাহলে এক্সট্রা কি করবে যে ভোট দেওয়া হবে?  পলিটিকাল পার্টি ক্ষমতা দখল করে পরিস্থিতি বদলায়। এমনিতে সিপিএমের সামাজিক আন্দোলনে,  ইয়ারকি করছিনা,  অধিকাংশ মানুষের সমর্থন থাকবে,  আছেও :) ভোট এ না দাঁড়ালেই হলো।  কে কাকে ভোট দিচ্ছে তা নিয়ে চিন্তা হতাশা কিছুই থাকবে না আর :)
  • গঙ্গারাম | 115.187.40.82 | ১৮ জুলাই ২০২৩ ১৪:২০515853
  • রমিতবাবুর বক্তব্যের সাথে মোটের ওপর সহমত।
  • গঙ্গারাম | 115.187.40.82 | ১৮ জুলাই ২০২৩ ১৪:১৬515852
  • অত যে দুরবল এবং সংগঠনবিহীন তাকে তাহলে আদৌ ভোট দেব কেন?! 
     
    এককবাবুর কথা শুনে চমৎকৃত হলাম! আমিও তাই বলি ,দিতে হবে না। মন প্রাণ ঢেলে তিনু আর বিজেপিকে ভোট দিন। তদের সবলতার শরিক যদি হতে চান তো হন! কী আর বলি 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৮ জুলাই ২০২৩ ১৩:৩২515851
  • ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো লোকরা আর বেশিরভাগ কেউ বঙ্গের রাজনীতি তে নেই। যারা আছে, নিজেদের ক্ষমতা বা স্বার্থের জন্যই আছে। সিপিএম এ টাকার মধু নেই। তাই সিপিএম এ লোক নেই। লোক নেই তাই ভোট কুশলী নেই। ভোট কুশলী নেই তাই ভোট নেই।
     
    "ভোট কুশলী" : বুঝে নিন।
     
    এর বিকল্প হতে পারে সামাজিক আন্দোলন যেটা করার জন্য প্রচুর প্রচুর ইস্যু আছে , শিক্ষা পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো, বেকারত্ব, দুর্নীতি এবং আরো অনেক।
  • একক | ১৮ জুলাই ২০২৩ ১৩:২৮515850
  • সিপিএমের দাবি কী :)  তোমাকে ভোট ও দেব আবার তোমার হয়ে ব্যালট বাক্সো ও রক্ষা করে দেব?? তাই হয়?  অত যে দুরবল এবং সংগঠনবিহীন তাকে তাহলে আদৌ ভোট দেব কেন?! 
     
     সত্যিই যদি ভোট বেড়ে থাকে, তাহলে অন্তত "মানুষ " কে দোষারোপ বন্ধ করে নিজেদের শক্তিবৃদ্ধি তে মন দিক। 
     
    এই হিংসার পরিসর নতুন না। বাক্সো বাঁচানোর অভ্যেস চলে গেছিল। তইরি করুন। আর কী। 
     
    এটা বলার মানে হত্যাকে সমর্থন করা নয়। রাজনৈতিক দল জনতাকে প্রোটেক্ট করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চায়। এটা যে কোন দলের  প্রাথমিক এজেন্ডা। হত্যা হচ্ছে জানি বলেই ত তাকে ভোট দিতে চাইছি । এদিকে তার যদি নিজেরই নিজেকে প্রোটেক্ট করার দম না থাকে,  তাকে ভোট দিলেও  রাস্তায় হারিয়ে ফেলবে :(( 
     
    মাঝখান থেকে কিছু নিউ জয়েনি,  আমার আপনার ঘরের ছেলে মেয়ে এদের দল করতে গিয়ে বিপদে পড়বে কারন এদের প্রোটেকশন দেওয়ার দম নেই। 
     
    এক্সট্রা জুডিশিয়াল প্রেসার তইরি করতে না পারলে গণতন্ত্রে র মডেলে বড় পরিবর্তন আশা করা যায় না। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৮ জুলাই ২০২৩ ১৩:২৬515849
  • সিপিএম বিরোধী হিসেবে সম্পূর্ণ ফেলিওর। সিপিএম যা যা হাতে গরম ইস্যু পেয়েছে, তার হাফ পেলে তৃণমূল সরকার ফেলে দিত। টেনাসিটি টাই নেই। মানুষকে তো বোঝাতে হবে যে আমিই এর সঠিক পরিবর্ত। তবে তো মানুষ ভোট দেবে। এটাও ঠিক সীমাহীন সন্ত্রাসে সিপিএম কিছুটা ভয় পেয়ে গেছে। আর সিপিএমের শেষদিকে যারা পার্টি থেকে মোটা টাকা কামানো শুরু করেছিইল, মেইনলি নিচু তলার গুন্ডারা, তারাই এখন তিনোতে ঢুকে পদ বাগিয়ে ফেলেছে। আর নিজেদের মুরুব্বি বজায় রাখতে আরো সন্ত্রাস সৃষ্টি করছে। এরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী নয়। বিজেপি যদি আসে, এরাই বিজেপিতে ঢুকবে। পুরো ডমিনো এফেক্টে তখন তৃনমূল সংগঠন হারিয়ে ফেলবে। 
  • গঙ্গারাম | 115.187.40.82 | ১৮ জুলাই ২০২৩ ১২:৩২515848
  • @রমিতবাবু
    ১)বিজেপি আসার ভয়াবহতাটা আপনি বুঝছেন ,আমি বুঝছি ,কিন্তু সবাই ,এমনকি বেশিরভাগও কি বুঝছে? অধিকাংশ তো বিজেপিকেই তৃণমূল বিরোধী মসীহা ভাবছে।
    ২)সিপিএম একদম পথে নেমে কিছু করছে না তা নয়।শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখে সিপিএমের কর্মকাণ্ড বুঝলে  ভুল হবে। সমস্যাটা অন্যত্র। ভোট স্যুইং করাতে গেলে জা লাগে , তা হল ইস্যু। নিয়োগ দুর্নীতির বাইরে তৃণমূল বিরোধী হাজ্র একটা ইস্যু আছে , কিন্তু সিপিএম যে কেন সেগুল না তুলে এই একটা মাত্র ইস্যুতেই আটকে আছে জানি না।
    ৩) এই থ্রেডে অনেককেই দেখলাম তৃণমূলের দুর্নীতি সন্ত্রাস কে লঘু করে দেখাতে। তাঁরা এটা কেন করছেন তাঁরাই জানেন। এটা বুঝছেন না ,২০১৮ তে পঞ্চায়েতে ব্যাপক সন্ত্রাসের ক্ষোভ কাজে লাগিয়েই কিন্তু ২০১৯ এ বিজেপি বিপুল ভোট পেয়েছিল ,প্রায় কোন সংগঠন ছাড়াই। া যারা গ্রামাঞ্চলে তৃণমূলের হাতে সরাসরি মার খাচ্ছে , তাঁদের কাছে "তৃণমূল কে কিছু বল না ,বললে বিজেপি চলে আসবে" এইসব বললে তাঁরা আরও ক্ষেপে গিয়ে বিজেপিকেই ভোট দেবে। তৃণমূল বিরোধী স্বরকে জোরালো করতে হলে এখন সিপিএম না বাড়লে মুশকিল আছে। এটা সিপিএম বিরোধীরা যত তাড়াতাড়ি বুঝবেন ,ততই বাঙ্গালির মঙ্গল।
  • গঙ্গারাম | 115.187.40.82 | ১৮ জুলাই ২০২৩ ১২:২১515847
  • ভগবান নেই
  • রমিত চট্টোপাধ্যায় | ১৮ জুলাই ২০২৩ ১২:২০515846
  • বিজেপি রাজ্যে আসা মোটেই ভাল হবে না। সাম্প্রদায়িক বিভেদ আরো বাড়বে বই কমবে না। পোলারাইজেশন, গোঁড়ামি এসব বাড়বে। 
     
    কিন্তু সিপিএম সমর্থকরা এইটুকু বুঝছে না যে ফেসবুকে গাল পাড়াটা বিপ্লব নয়। রাস্তায় নেমে দাঁত চিপে আন্দোলন করতে হয়। নেতৃত্বও কি ভাবছে ভগবান জানে।
  • গঙ্গারাম | 115.187.40.82 | ১৮ জুলাই ২০২৩ ১১:১৪515845
  • কুতে  --->করতে
  • গঙ্গারাম | 115.187.40.82 | ১৮ জুলাই ২০২৩ ১১:১২515844
  • বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে যদি না সিপিএম শক্তিবৃদ্ধি কুতে পারে,তবে সমগ্র বাঙ্গালির কপালে দুঃখ আছে।অথচ এখানে আলোচনারত কেউই দেখছি বিজেপির শক্তিবৃদ্ধি বা সিপিএমের শক্তিক্ষয় নিয়ে উৎকণ্ঠিত নন। এটাই অবাক লাগছে। 
  • aranya | 2601:84:4600:5410:6404:e087:e71d:7941 | ১৮ জুলাই ২০২৩ ১০:২৭515843
  • সোমনাথ গুহ-র বুবুভাটা পড়েছি। ন্যাবা সংক্রান্ত সমস্যা থাকলেও আমি গুরুতে প্রকাশিত রাজনৈতিক লেখাপত্তর প্রায় সবই পড়ি :-)
  • aranya | 2601:84:4600:5410:6404:e087:e71d:7941 | ১৮ জুলাই ২০২৩ ১০:২৫515842
  • পাই, ঠিক আছে। আমি যা বলেছি, শুভাকাঙ্খী হিসাবেই বলেছি। সম্পাদকের কাজ খুবই কঠিন, এ  কথা মানি। 
    কিপ আপ দ্য গুড ওয়ার্ক 
  • Π | 14.139.221.129 | ১৮ জুলাই ২০২৩ ০৯:১৭515841
  • কিছু পড়া করে এলুম।
    কবিবত হুতেন্দ্রর উপর মর্মপীড়ের আশির্বাদ এভাবেই বর্ষিত হোক! 
     
    আর অরণ্যদাকে বলার ছিল, অনেকরকম বুবুভাই বের হয়, ব্লগও,  জানিনা সব দেখেছেন কিনা। কাল পরশুও প্রকাশিত হয়েছে। আর হ্যাঁ, এই দুর্নীতি নিয়ে বহু, বহু লোকজনকেই লিখতে বলার পরেও লেখা আসেনি, বেশিরভাগই জানিয়েছেন, মিডিয়ার ওই খবরের বাইরে প্রবন্ধ লেখার মত তথ্য তত্র্ব নেই, আলাদা করে লিখতে অপারগ,  ওই বড়জোর ফেবুপোস্ট খেরোর খাতা হতে পারে ই:। 
    লোকজনকে তো বলাই আছে, তাঁরা লিখতেই পারেন,  পাঠাতেও।  যাঁরা এখানে নানানিকে এসে এত চিমটি কেটে যান, তাঁরা সেসব নিকেও টই খুলেও তো লিখতে পারেন,  প্রবন্ধ পাঠাতেও পারেন। সেসব না করে এই কেবলি দোষারোপ কেমন জানি করার জন্যই করা মনে হয়!  মানে প্রচুর ঝাল, সে ঝাড়তেই  হবে আর সেটাই একমাত্র উদ্দেশু মনে হয় এসকল নিননিছাদের ( আর অনেকেই তো পুরানো পাপী :)), সেও দিব্বি বোঝা যায়!  কীসের যে এত ঝাল! )  
  • hihi | 199.195.251.78 | ১৮ জুলাই ২০২৩ ০৮:৩৬515839
  • সোমবার এক মামলার শুনানিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম না নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না।’’ এর পরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন বিচারপতি। মমতার নাম না নিয়ে বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের উদ্দেশে তিনি বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’
  • ভাইপো | 2405:8100:8000:5ca1::b2:a308 | ১৮ জুলাই ২০২৩ ০৮:২১515838
  • সরোল গোলগাল এলেবেলে বিকাশবাবুর টুপিও খেয়ে গেছে। স্যাড লাগে। সিপিএম কি বড়ো হবে নে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত