এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ২১ মে ২০২২ ০১:৪৫502371
  • সেটা ভূতের গল্প। সাত-আটটা টেমপ্লেট।
  • Amit | 121.200.237.26 | ২১ মে ২০২২ ০১:৪০502370
  • গোয়েন্দা দের টিপ্ অব্যর্থ। সে জেমস বন্ড হোক কি ফেলুদা  কি গোয়েন্দা দীপক। পারলে ওয়ান শটর দিয়ে ভিলেনের টেলিস্কোপিক রাইফেল ছ্যাদা করে দেয় পাঁচ মাইল দূর থেকে। :) :) 
     
    সত্যজিৎ রায়ই কোথায় একটা লিখেছিলেন না যে যত গোয়েন্দা গল্প আসলে সাত না আট রকমের বেস প্লট র ওপর মডিফাই করে করে বানানো ? নাকি অন্য কেউ ?
  • &/ | 151.141.85.8 | ২১ মে ২০২২ ০১:৩৩502369
  • গিরীষিরা বানান দেখে গড়াগড়ি খেয়ে উঠলাম।
  • S | 2405:8100:8000:5ca1::1b:773 | ২১ মে ২০২২ ০১:০৮502368
  • আজকালকেই ভাবছিলাম যে ফেলুদা কেমন সেই আমলেও বহু দূর থেকে কোল্ট .৪৫ পিস্তল দিয়ে টিপ করে গুলি করতো।
  • 4z | 199.167.35.20 | ২১ মে ২০২২ ০১:০৮502367
  • ব্রতীনদা, bingolaugh
  • &/ | 151.141.85.8 | ২১ মে ২০২২ ০০:৫৪502366
  • অনেকদিন আগে সত্যজিতের লেখাপত্রে মহিলাচরিত্রবিরলতা---এইসব নিয়ে একটা আলোচনা হচ্ছিল না? সেই থ্রেডটা কি কেউ তুলে দিতে পারেন টইতে? আগাম ধন্যবাদ।
  • Bratin Das | ২১ মে ২০২২ ০০:০৯502365
  • সেই  "কয়লাখনি" রচনা মুখস্ত করে গেছে।কিন্তু এসেছে "রবীন্দ্রনাথ"। কী করে?
     
    লিখলো রবীন্দ্রনাথ  একবার  কয়লাখনি দেখতে গিয়েছিল। তারপরে........
  • 4z | 2606:40:490:2831::1060:2b9c | ২১ মে ২০২২ ০০:০৫502364
  • গরুর রচনা কমন পড়ে গেছে।
  • দীপ | 42.110.139.15 | ২০ মে ২০২২ ২৩:৪৯502363
  • আহা, এতো সর্বত্র‌ই দেখা যায়। ভিন্ন ভিন্ন রূপে। পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীরা পৃথিবীর বিভিন্ন দেশের সমস্যা নিয়ে গর্জন করেন, খালি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের কথা আসলেই সেটা অন্য দেশের ব্যাপার হয়ে যায়! 
    বড়ো বড়ো ফেমিবিপ্লবীরা নারীর অধিকার, স্বাধীনতা নিয়ে বড়ো বড়ো বুলি কপচান, কিন্তু তসলিমার ব্যাপারে মৌনব্রত অবলম্বন করেন! তখন গর্জন তো দূরস্থান, একটা ম্যাঁও ও শোনা যায়না! তখন বোধহয় নারীর অমর্যাদা হয়না!
  • r2h | 2405:201:8005:9947:4d33:8c0d:1ffb:4b72 | ২০ মে ২০২২ ২৩:৪০502362
  • এটা পেলাম :)
     
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২০ মে ২০২২ ২৩:২৭502361
  • তারা অপরাধী হলেও পুলিশের খুন করা কোনভাবেই পুলিশের অধিকারে পড়ে না সেটা বলাই বাহুল‍্য।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২০ মে ২০২২ ২৩:২৩502360
  • @অমিত
    পুলিশ যে ঠিক লোককেই ধরেছিল সেটা কি নিশ্চিত? তা যদি না হয়, নিরপরাধ লোক খুন হল, আর অপরাধী দিব‍্যি ঘুরে বেড়াচ্ছে তাই ত? 
  • সিএস | 49.37.34.106 | ২০ মে ২০২২ ২৩:১২502359
  • পুলিশের জুতোপেটা খাওয়ার অবস্থা হয়েছিল, খেয়েওছিল হয়ত। লোকের প্রচুর ক্ষোভ ছিল, সেটা সামলানোর জন্য, সমাধান দেখাবার জন্য, নিজেদের বাঁচানোর জন্য পুলিশ ঐ খুনগুলো করেছিল।

    লোকে আর কবে বুঝবে যে যারা ব্যবস্থার দায়িত্বে তাদের অক্ষমতা আর বদমাইশি ঢাকার জন্য তারাই মানুষ খুন করতে পারে না। অবশ্য চলছে তো সেসব, ইউপিতে চলেছে, অসমে চলছে, মানুষও খুশী, নেতারাও করিৎকর্মা বলে নাম করছেন, ভোট পাচ্ছেন, নিজেরাই সমস্যা পাকিয়ে তুলে তার সমাধান হিসেবে গুলি চালাচ্ছে।
  • রৌহিন | ২০ মে ২০২২ ২২:৫০502358
  • ওই এনকাউন্টার স্পেশালিস্ট যে কটা আছে, প্রত্যেকের যাবজ্জীবন হওয়া উচিৎ (কারণ আমি ফাঁসিতে বিশ্বাস করিনা)
  • রৌহিন | ২০ মে ২০২২ ২২:৪৯502357
  • @Amit- "কিন্তু হায়দরাবাদ পুলিশ ঠিক কাজই করেছিল। ওপেন এন্ড শট কেস। কিন্তু আইনের ফাঁক গলে ঠিক বেরিয়ে যেত" - সিরিয়াসলি? ওই ছেলেগুলোর সাথে এই কেসের দূর-দূরান্তরের যোগাযোগ থাকলে পুলিশ এনকাউন্টার করত না। ছিলনা বলেই এনকাউন্টার - যাতে আর কোর্ট অবধি না গড়ায়। তাহলে আসল কালপ্রিটদের নিয়ে টানাটানি হত।
     
    পুলিশে আপনার এই অগাধ বিশ্বাস দেখে মজাও পেলাম বটে।
  • যোষিতা | ২০ মে ২০২২ ১৭:৩০502356
  • এইটে হোয়াটস্যাপে ঘুরছে
     
     
    *সৎ নেত্রী*

    (ভারতীয় সাহিত্যে "ননসেন্স ছড়া"র প্রবর্তক কবি সুকুমার রায়ের 'সৎ পাত্র' অবলম্বনে।) 

    শুনতে পেলুম  বাঙলা গিয়ে—
    উন্নয়ন যায় রাস্তা দিয়ে ?
    অগ্নিকণ্যা - লক্ষীমতী?
    জানতে চাও কি পরিস্থিতি?
    মন্দ নয়, সে নেত্রী দারুণ—
    ঋণ কতটা? ওসব ছাড়ুন। 
    সবার পেছন জুড়ছে সাথি, 
    প্রকল্পতেই কাবার রাতি। 
    তার উপরে নানান স্কিমে, 
    প্রেরণা দেন জোর জুলুমে! 
    চিটফান্ড বা তোলাবাজী? 
    বিরোধীরা দুষ্টু, পাজি। 
    চাল, ত্রিপলের হিসেবটা চাই? 
    এই বসুন তো, বসুন না ভাই! 
    কয়লা কিম্বা গরু পাচার? 
    এস এস কে এম, রাস্তা বাঁচার!! 

    বিদ্যে বুদ্ধি? বলছি মশাই—
    নমস্য তাঁর অধ্যাবসায়!
    ডি. লিট, ফিলিট অনেক আছে,
    লুকিয়ে রাখেন নিজের কাছে। 
    ইংরেজিতে ভাষন দিয়ে, 
    ভূগোল বোঝান সামিট এ গিয়ে। 
    হরেক ভাষা ঠোঁটস্থ তাঁর, 
    সময় আছে সেসব শোনার? 
    গভীর গভীর তত্ত্ব ঘষে, 
    পদ্য লেখেন ছন্দ রসে। 
    একাডেমির পুরস্কারে, 
    সবাই মিথ্যে ঈর্ষা করে। 
    গান ও বাঁধেন, গলাও সাধেন,
    হয়তো ভালো মাংস রাঁধেন। 
    হয়তো ভালো ছক্কা মারেন, 
    ফরমুলা ওয়ান জিততে পারেন। 
    গুণের বোঝা সগৌরবে
    ক্রমশ সব প্রকাশ পাবে! 

    বিষয় আশয়? গরিব বেজায়—
    টালির ছাদে দিন চলে যায়।
    হরিশ বাবুর পথের ধারে, 
    তিরিশটি প্লট থাকতে পারে। 
    মানুষ তো নয় ভাইগুলো তার—
    হয় খাটালের নয় তো খোয়ার! 
    ভাগ্নে মদন তৈরি ছেলে,
    কয়েকটি বার গেছেন জেলে।
    কেষ্টা ঢাকের বাদ্যি বাজায়, 
    চরাম চরাম, গুড় বাতাসায়। 
    কনিষ্ঠটি স্লোগান লেখে,
    দরজায় বুক চিতিয়ে রেখে। 
    বুক ডিঙিয়ে ফিরছে ঘরে, 
    বদলুরা সব চুপটি করে! 
    সিবিআই তো কেবল ডাকে, 
    বুকের ব্যামো বাঁচিয়ে রাখে। 
    কিন্তু তারা উচ্চ ঘর,
    শাসক দলের বংশধর!
    টেট্, এস এস সি, পোয়া বারো, 
    কি যেন কেস আছে আরও। 
    যাহোক, এমন নেত্রী পেলে,
    কতদিন আর থাকবে Bail - এ?

    অর্ঘ্য। 
    ১৫ মে, ২০২২। 

    *বিঃ দঃ* এই কবিতাটির সাথে বাস্তব জীবনে কারও  সঙ্গে মিল পেলে তা নিতান্তই কাকতালীয়।
  • সুদীপ্ত | 115.187.35.84 | ২০ মে ২০২২ ১৭:১৪502355
  • একটা টাইপো, প্রণবকে লেখা অপূর্ব-র চিঠি
  • সুদীপ্ত | 115.187.35.84 | ২০ মে ২০২২ ১৭:১২502354
  •  r2h আর অরণ্যদার লেখা পড়ে মনে পড়ল, প্রথম যখন আম্রিগা যাই বছর এগারো আগে, তখন কিন্ডল, ট্যাব কিছুই ছিল না, স্মার্টফোন দূর অস্ত, এদিকে ও'দেশে বাংলা বই পাওয়ার উপায় নেই! হায়দ্রাবাদে থাকতে মাঝে মধ্যে এসে বই নিয়ে যেতাম, আর সদ্য কলকাতায় ফিরে আসার সময় সে ২৫-৩০ কেজি বই-এর বোঝার ব্যথা তখনও অমলিন! তো হাতে গোনা ৩/৪ টে বই নেওয়ার ব্যবস্থা করা গেল, আরণ্যক, পথের পাঁচালী, অপরাজিত, শঙ্খ ঘোষের কবিতা সংগ্রহ প্রথম খন্ড। প্রথম ৬ মাস কিন্ডল কেনার আগে পর্যন্ত কতবার যে ঘুরিয়ে পড়েছি, বিভিন্ন জায়গা খুলে পড়েছি বিভিন্ন সময়ে, বিভিন্ন মানসিক অবস্থায়! ওখানে এক বন্ধু পথের পাঁচালী আর আপরাজিত পড়তে নিয়েছিল, দুঃখের কথা অপরাজিত আর ফেরৎ আসেনি। ঠিক আছে, আরও একজনের যদি ভালো লেগে গিয়ে থাকে (আশা করি)। পরে পুরো রচনাবলী কিনে বীতশোক হয়েছি। অপরাজিত-এ শেষদিকে অপূর্বকে লেখা প্রণবের চিঠি - প্রতিটা শব্দ যেন এখনো চোখের সামনে ভাসে! 
  • যোষিতা | ২০ মে ২০২২ ১৭:০৮502353
  • এই উন্নয়নের জন্য মিছিল হচ্ছে বেহালায়।
  • যোষিতা | ২০ মে ২০২২ ১৭:০৭502352
  • অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেছে।
  • Bratin Das | ২০ মে ২০২২ ১৬:৫৭502351
  • যা বাবা!!আমার খেরোর খাতায় দু:খবিলাস পুরোনো লেখা থেকে কপি পেস্ট মেরেছিলাম। অর্ধেক টা আসে নি। আবার  এডিট করে দিলাম
  • Amit | 203.219.55.201 | ২০ মে ২০২২ ১৬:৩২502350
  • এই ঘটনাটা মনে আছে। এনকাউন্টার ঠিকই , কিন্তু হায়দরাবাদ পুলিশ ঠিক কাজই করেছিল। ওপেন এন্ড শট কেস। কিন্তু আইনের ফাঁক গলে ঠিক বেরিয়ে যেত। যেমন দিল্লি কেসের নাবালক চম্পট দিয়েছে। 
     
  • | ২০ মে ২০২২ ১২:০৭502349
  • ঐ লেখাটা লেখা হিসেবে অতি বাজে। কিন্তু পানু তো নয়। 
  • Bratin Das | ২০ মে ২০২২ ১১:৪৯502348
  •  অতি বিচিত্র মেনু এল সিএম দা। দুটো পাউরুটি, একটি হাফ বয়েল ( জিমে যাচ্ছি বলে)
     
    আর একটি টুসটুসে পাকা আম ( গরম কাল বলে)
  • Amit | 121.200.237.26 | ২০ মে ২০২২ ১১:১১502346
  • আজ্ঞে ওটার কথাই বলছিলুম বটে। তবে বাকিদের যদি ঠিকঠাকই লাগে তবে ছাড়ান দ্যান। 
  • পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:311e:eb6:8e2a:b8f3 | ২০ মে ২০২২ ১০:৫২502344
  • তাই তো বলি, ওটা কি করে পানু হয়? 
     
    কিন্তু অমিত কোন চটির কথা বলল? লোভ দেখিয়ে কেটে গেলে হবে?
  • r2h | 134.238.14.27 | ২০ মে ২০২২ ১০:৩৬502343
  • যাহ, ওটা চটি (পানু অর্থে, গুরুর [বা অন্য কারো] চটি না) গল্প কেন হবে। ঠিক কী আমি বুঝতে পারিনি, কিন্তু চটি কোনভাবেই না। কামিনী নামের মেয়ের বাবা হিসেবে সত্যব্রত নামটা বেশি আধুনিক হয়ে গেল কিনা, কাঞ্চনের পুলিশ পরিচয়ের পেছনে কোন গূঢ় সংকেত আছে কিনা এইসব ভাবার চেষ্টা করলাম কিন্তু পেলাম না।
    কিন্তু এটাকে পানু বললে আসমুদ্রহিমাচল ছড়িয়ে থাকা পরিচয় বা রসময় গুপ্তদের জন্যে ঘোর মর্মবেদনার কারন হবে।
    তাছাড়া এই লেখক আগেও সমাজসচেতনতামূলক লেখা লিখেছেন দেখতে পাচ্ছি, এটাও সেরকমই কিছু হবে, সাঁটটা বেশি হয়ে গেছে বলে ধরতে পারছি না আরকি।
  • পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:311e:eb6:8e2a:b8f3 | ২০ মে ২০২২ ০৯:১২502342
  • ওই কামিনী কাঞ্চন টইটা চটি নাকি? 
     
    হায় ভগবান, শেষে চটিতেও ভেজাল!!
  • lcm | ২০ মে ২০২২ ০৮:৪৫502341
  • বোতিন,
    আরে ব্রেকফাস্টের মেনুতে আজকে কি ছিল সেটা বলো। মেনু ছাড়া গ্রিটিং অ্যাকনলেজড হবে না। :-)
  • Bratin Das | ২০ মে ২০২২ ০৮:১৬502340
  • সুপ্রভাত গুরু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত