এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 2409:4061:2e8a:5ca8:26aa:efe6:cc14:db0 | ১৯ জুলাই ২০২০ ২১:২১450758
  • আমি একবার একটা অদ্ভুত বিয়েবাড়িতে গিয়ে দিন তিনেক কাটাতে বাধ্য হই। বিশেষ কাউকে চিনতাম না, কোনো কাজ নেই, প্রাক-মোবাইল জমানা। একটি চলন্তিকা আবিষ্কার করে টপ টু বটম পড়েছিলাম। একেও ডিকশনারি পড়া বলা যেতে পারে। অবিশ্যি আমি গীতা পড়ার ক্ষেত্রেও থালায় ভাগ বসাব।

  • aka | 2600:1005:b115:3337:8417:ef41:7c17:3296 | ১৯ জুলাই ২০২০ ২০:২১450757
  • ভয়ে ভয়ে আছি কবে ন্যাড়াদা জিগ্যেস করবে কে কে ডিকশনারী টপ টু বটম পড়েছো, হাত তোলো।
  • Apu | 2401:4900:314b:c66b:39dd:a5e5:359d:c3bc | ১৯ জুলাই ২০২০ ২০:১৬450756
  • b ঃ))))
  • b | 14.139.196.11 | ১৯ জুলাই ২০২০ ১৭:৩৭450755
  • গীতার টপ টু বটম? ন্যাড়াদা যত বুড়ো হচ্ছেন তত...
  • de | 182.57.83.168 | ১৯ জুলাই ২০২০ ১৫:৪২450754
  • কেশী কে কত্তোদিন পরে দেখলাম - ভালো তো সব? মাঝে-সাঝে এলেও তো পারেন ভাটে!
  • Apu | 2401:4900:3147:ee5c:11cf:8e0b:e91f:c44f | ১৯ জুলাই ২০২০ ১৪:৫৯450752
  • ইয়ে মানে এক থালায় আর কটা করেই বা পাবো?? ঃ)))
  • b | 14.139.196.11 | ১৯ জুলাই ২০২০ ১২:৫৭450751
  • আর শঙ্খ ঘোষের সত্যকাম।
  • b | 14.139.196.11 | ১৯ জুলাই ২০২০ ১২:৫৩450750
  • এটা নিয়ে দেশে একটা গল্প পড়েছিলাম। এটা বেরিয়েছিলো ১৯৯৭ সালের জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে। নাম বা লেখক মনে নেই।

    এরকম গল্পটা। একজন মধ্যবিত্ত লোকের সামনে ই একজন অ্যাকসিডেন্টে মারা যায়। সাথে সাথে পকেট থেকে আরেকজন মানিব্যাগ বার করে উধাও হয়ে যায়। উইটনেস হিসেবে মধ্যবিত্ত (ক বাবু) থানায় যায়। বড়বাবু বলেন যে, তদন্ত চলছে, তবে কোনো পরিচয় পাওয়ার সম্ভাবনা নেই। খুব সম্ভব বেওয়ারিশ লাশ হিসেবেই মর্গে চালান যাবে, যতদিন না কেউ এসে ক্লেম করছে, লোকটার পরিচয় পাবার কোনো উপায় নেই। এবার ক বাবু সবাইকে, অফিসের কোলিগ, বউ, ছোটো বাচ্চা মেয়ে, সবাইকে জিগ্গেস করে, আচ্ছা, তুমি আমাকে কি দেখে চিনবে?বাহ্যিক মার্কার কি? এবং আস্তে আস্তে বুঝতে পারে, নাথিং। তার কোনো পরিচয় নেই।

    খুব বাজে ভাবে বললাম। কিন্তু গল্পটা দারুণ লেগেছিলো।
  • সম্বিৎ | ১৯ জুলাই ২০২০ ১২:৫১450749
  • ভাবছিলাম কেসি এলে কিছু ফার্স্ট হ্যান্ড ফান্ডা পাওয়া যেতে পারে। যা বুঝলাম কেসি আর b-বাবু গীতা পড়েছেন। রঞ্জনদা পড়ছেন। ভাষ্য বা ইতিহাস নয়, গীতা - সে যাঁরই অনুবাদ হোক - আর কে কে পড়েছেন টপ টু বটম? সবার জন্যে এক থালা ডাম্পুলি।

  • রৌহিন | ১৯ জুলাই ২০২০ ১২:৩৬450748
  • অরিন ১১ঃ৪১ - ক। এইভাবেই মায়াপ্রপঞ্চ নির্মাণ হয়ে চলে আমাদের চারিপাশে নিরন্তর। এই পাশপোর্ট-ভোটার আইডি - আধার - প্যান কার্ড - এসবই আসলে "আপনি" - আপনার মধ্যে যে আসল আপনিটা ছিল সে নিজেও এখন বিশ্বাস করে সে ই নকল, এগুলোই আসল। 

    যেমন ধরো বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে

    অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে

    এই হল গে জীবন কালি দা

  • kc | 188.236.163.198 | ১৯ জুলাই ২০২০ ১১:৫৭450747
  • আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 'গীতাপাঠ'।

  • kc | 188.236.163.198 | ১৯ জুলাই ২০২০ ১১:৫৪450746
  • b বাউ, স্বামী রঙ্গনাথানন্দ'র টার পাতা উল্টোবেন একবার, তিন খণ্ডে। পছন্দ হবে, গ্যারান্টি।

  • অরিন | ১৯ জুলাই ২০২০ ১১:৪১450745
  • "হোমলোন দেওয়া ব্যাংক, ডেলিভারি চাওয়া ম্যানেজার, ব্যবসার উন্নতি চাওয়া ক্লায়েন্ট, ট্যাক্সো চাওয়া সরকার, ভিজিট চাওয়া হাসপাতাল - ওরা এসব মানতে চায় না, অবিশ্বাসীর দল।"

    হা হা, পুরো ব্যাপারটাই মায়া মশাই। 

    ধরুণ হোমলোন।

    "ব্যাংক কাকে লোন দিয়েছে? ওরা জানছে কি করে "যা"কে দিয়েছে "সে"ই আপনি। "

    "সে কি মশাই, বললাম তো চার কপি পাসপোরট ফটো, আই ডি প্রুফ জমা দিলাম ম্যানেজার কে, তার পরেও বলছেন "যাকে দিয়েছে", আজব ব্যাপার!"

    "ঠিক আছে, তাহলে বলুন, কি ধরণের আই ডি প্রুফ জমা দিয়েছেন? নিজে গিয়ে বললেন, আমিই অমুক, মেনে নিল?"

    "তা আবার হয় নাকি? পাসপোর্টের কপি জমা দিয়েছি, আরো অনেক হ্যাপা, এবার বলুন"

    "আপনার পাসপোর্টে কার সিগনেচার আছে?"

    "জানি না, ভারত সরকারের জনৈক প্রতিনিধির, তাতে কি?"

    "তাতে আর কিছু না, তার মানে আপনার কোন অস্তিত্ব নেই, কে আপনি "নিজে" বললে, নিজে নিজেকে চেনালে কেউ মানবে না, অথচ দেখুন এমন একজন যাঁকে "আপনি" চেনেন না, যে আপনাকে কোনদিন দেখেনি, সে "আপনাকে" সার্টিফাই করছে আপনি সত্যিকারের আপনি বলে, বাকীরা মেনে নিচ্ছে, ঠিক কি না?"

  • r2h | 2405:201:8805:37c0:f454:ed81:92fd:7586 | ১৯ জুলাই ২০২০ ১১:২৬450744
  • পুরোটাই যে মায়া এ নিয়ে আমার তো কোন সন্দেহই নেই, একেবারে ঠিক কথা। কিন্তু হোমলোন দেওয়া ব্যাংক, ডেলিভারি চাওয়া ম্যানেজার, ব্যবসার উন্নতি চাওয়া ক্লায়েন্ট, ট্যাক্সো চাওয়া সরকার, ভিজিট চাওয়া হাসপাতাল - ওরা এসব মানতে চায় না, অবিশ্বাসীর দল।
  • Apu | 2401:4900:3147:ee5c:c8cb:cc7a:9b62:1385 | ১৯ জুলাই ২০২০ ১১:১৪450743
  • দীপু, কেমন আছিস?
  • অরিন | ১৯ জুলাই ২০২০ ১০:৪৮450742
  • @aka: "পৃথিবীতে একমাত্র জিনিষ যা আমি বদলাতে পারি তাহল নিজেকে এবঙ্গ শুধু নিজেকেই, কোনটা নিজের নিয়্ন্ত্রণে

    সেই লক্ষণরেখা খুবই সূক্ষ্ম, সারাজীবন ধরে সেই রেখার ওপরে ট্রাপিজের খেলা খেলতে শেখাই হল জীবন যুদ্ধ।"

    হবেই তো, আসলে পুরোটাই ছায়ার সঙ্গে যুদ্ধ কিনা।

    "নিজ"/"আমি বলে আলাদা করে কিছু নেই, কোনদিন ছিল না। স্বতন্ত্র অস্তিত্ব একটা অসম্ভব অবাস্তব ব্যাপার, পুরোটাই একটা মায়া, illusion, জাপানী kaniza shape র মতন। ত্রিকোণ গুলোকে, চতুষ্কোণগুলোকে মর্মচক্ষে দেখতে পাচ্ছেন, অথচ সেগুলো আসলে অস্তিত্বহীন।

  • b | 14.139.196.11 | ১৯ জুলাই ২০২০ ১০:৩৭450741
  • গীতা নিয়ে সবাই হেজে যাচ্ছে। যাই হোক, লাস্ট পোস্ট।

    বিভিন্ন ধর্মীয় সংস্থার গীতা নিয়ে প্রব্লেম হল, বাংলা অনুবাদব্যাখ্যা করতে গিয়ে নিজ নিজ মতবাদ চাপায়। হয়ত কেউ শাঙ্কর ভাষ্য অনুযায়ী, কেউ বৈষ্ণব মত অনুযায়ী ব্যাখ্যা বা অনুবাদ করে।
    এর থেকে একেবারেই মুক্ত রাজশেখর বসুর অনুবাদ।
    উদ্বোধন জানি না অবিশ্যি, পড়ি নি।
  • প্রখর রুদ্র | 192.42.116.16 | ১৯ জুলাই ২০২০ ১০:৩২450740
  • ওকে। হাইস্টেক পোকার, অপশন ট্রেডিং, লক্ষ্ণনরেখার ওপর ট্রাপিজ খেলা। তারপরেই গীতা বোঝা যাবে বলছেন, না আরও কিছু আছে?

  • :|: | 174.254.195.218 | ১৯ জুলাই ২০২০ ১০:৩১450739
  • বাংলা গীতা মানে বাংলা হরফে সংস্কৃত লেখা আর পাশে বাংলা মানে দেওয়া তো? উদ্বোধনেরটা কিনুন। ঠিকঠাক মানে করেছে। একটা ছোটো ভার্শনও আছে, রেগুলারটা কিনলে প্রথমেই সুন্দর করে গীতার ইতিহাসটাও পেয়ে যাবেন। আকাবাবুকে বলা।

    যেজন্য এয়েছিলুমঃ পাল্স অক্সিমিটার কেনার কথা বললেন এসেম্বাবু। সাজেশন্টা মনে ধরেছে। ইন্ডিয়াতে কোন প্রোডান্ক্ট কিনলে ভালো হয় কোনও সাজেস্ট করবেন কেউ?
  • aka | 2600:1005:b115:3337:8417:ef41:7c17:3296 | ১৯ জুলাই ২০২০ ১০:২১450738
  • আচ্ছা বাঙ্গলা গীতা কেমন পড়তে হয়?

    এবারে গিয়ে একটা বাঙ্গলা গীতা কিনব।
  • dc | 103.195.203.231 | ১৯ জুলাই ২০২০ ১০:০৫450737
  • আমিও ফলের আশা না করেই কাজ করে চলি। শুধু টাকা পেলেই হলো, ফল টল দরকার নেই, ফ্রুট জুস কিনে নেবো নাহয়। সামান্যই চাহিদা।
  • aka | 2600:1005:b115:3337:8417:ef41:7c17:3296 | ১৯ জুলাই ২০২০ ০৯:৫৪450736
  • চাই বা না চাই, যা আমার নিয়ন্ত্রণে নেই তার ফলাফল আমাকে মেনে নিতেই হবে, পৃথিবীতে একমাত্র জিনিষ যা আমি বদলাতে পারি তাহল নিজেকে এবঙ্গ শুধু নিজেকেই, কোনটা নিজের নিয়্ন্ত্রণে আর কোনটা নয় সেই লক্ষণরেখা খুবই সূক্ষ্ম, সারাজীবন ধরে সেই রেখার ওপরে ট্রাপিজের খেলা খেলতে শেখাই হল জীবন যুদ্ধ। রোজকার প্র‌্যাকটিস লাগে।
  • দীপাঞ্জন | 2601:647:5600:1820:9149:60b7:4922:d5a6 | ১৯ জুলাই ২০২০ ০৬:২৯450735
  • কর্মকে কর্মফল থেকে আলাদা করতে শেখার সবচেয়ে দ্রুত উপায় ট্রেডিং বা পোকার, এমন সিস্টেমে যাতে আপনার edge (positive expected value) আছে লং টার্ম, কিন্তু শর্ট টার্ম ফলাফল আপনার নিয়ন্ত্রণের বাইরে, ভ্যারিয়েন্স খুব বেশী | দীর্ঘপথ পেরোতে হবে, যখন দিনের পর দিন আপনি ঠিক সিদ্ধান্ত নেবেন, কিন্তু হারবেন, আর আপনার প্রতিপক্ষ ভুল সিদ্ধান্ত নেবেন, কিন্তু জিতবেন | কৃষি, ব্যবসা, যুদ্ধ এগুলোও হাই ভেরিয়েন্স গেম, বিশেষ করে কৃষ্ণার্জুনের সময়ে | তাই এমন ধর্মের দরকার ছিল যা পসিটিভ EV কর্মকে সচেষ্ট রাখবে, সাময়িক সেটব্যাকে বিচ্যূত হতে দেবে না | এ ধর্মের শিক্ষা সহজ শিক্ষা না | দীর্ঘদিন হাই স্টেকস পোকার না খেললে বা অপশন ট্রেডিং না করলে ব্যক্তিগতভাবে আমি শিখতে পারতাম না | কঠিন কারণ বিবর্তন আমাদের নিউরাল নেটে যে শর্ট-টার্ম নেগেটিভ আর পসিটিভ ফিডব্যাক লুপগুলো তৈরী করেছে -- আগুনে হাত রাখলে হাত পুড়ে যায়, যুবককে চুম্বন দিলে সন্তান এবংথবা অর্গাজম পাওয়া যায় -- লং গেমের শিক্ষা তার বিপরীতে যায় | আর সেই ধর্ম ক্র্যাফট করতে গিয়ে মানিকবাবুর মতোই কারুর মনে হয়েছিল, জীবন এতো ছোট ক্যানে, কিকরে আমি এদের লং গেম শেখাবো? তাই অবিনশ্বর আত্মা, তাই জন্মান্তরে কর্মফলের একুমুলেটর চিপ রিসেট হয় na |
  • aka | 2600:1005:b11a:e6ac:b175:503c:8bf9:cf7a | ১৯ জুলাই ২০২০ ০৪:৩১450734
  • আমার এটা বুঝতে অনেক সময় লেগেছে।

    আমি শুধু সেইটুকুই করতে যা আমার নিয়ন্ত্রণে। শুধু কর্মই আমার নিয়ন্ত্রণে কিন্তু তার ফল নয়। বস গা**, বা আমার মনে আমার কাজ সম্বন্ধে যা ধারণা তা হয়ত বসের জায়গা থেকে একেবারে অন্য। তাই যা আমার নিয়ন্ত্রণে নেই তাকে সঠিক ভাবে মেনে নিতে গেলে কর্মকে কর্মফলের থেকে আলাদা করা। মানসিক শান্তি লাভের জন্য জরুরী।
  • অরিন | ১৯ জুলাই ২০২০ ০৪:১৩450733
  • @Apu: " ফলের আশা না করে কাজ করে যাও " - পাতি বার খাওয়ানো!!

    মানে তুমি আপিসে প্রানপাণ এফোর্ট দাও বস, কিন্তু ইনক্রিমেন্ট ভুলে যাও।"

    আমি যেভাবে দেখি, একে তুমি প্রসেস ়ফোকাসড হয়ে কাজ করার কথা বলা হচ্ছে এভাবেও ভাবা যেতে পারে ।  

    শ্লোকটাতে কিন্তু কোথাও আশা/নিরাশার কথা বলা হয়নি, বলা হয়েছে অধিকারের কথা। তোমার কাজে কম্মে কোন ব্যাপারটা তোমার অধিকার বা কোন জায়গাটা তোমার নিয়ন্ত্রণ করার । আসলে বেশীর ভাগ ক্ষেত্রেই ছোট বড় "ফলাফল"/আউটকাম stochastic তো, এত ফ্যাকটরের ওপর নির্ভর করে যে শুধু তোমার "এফোর্ট" তার মধ্যে  একটা মাত্র, একটা "node" | মনে কর একটা প্রকাণ্ড DAG (Directed Acyclic Graph), তার বহু node,  বহু শাখাপ্রশাখা, তাদের মধ্যে শুধু একটা তোমার effort | 

  • অরিন | ১৯ জুলাই ২০২০ ০৩:৫৪450732
  • "বলা যায় কৈবল্যদশা প্রাপ্ত হবে"

    আর কৈবল্যদশা!

    ওই কৈবল্যদশা প্রাপ্তির সন্ধানেই তো এক জীবন কেটে গেল Atoz!  

  • অরিন | 161.65.237.26 | ১৯ জুলাই ২০২০ ০৩:২৩450731
  • "মানুষে মানুষে নানারকম ভাবগত, আদর্শগত, বস্তুগত সংঘাত যদি না হয়, তাহলে পুরো সিস্টেমটাই তো অচল, নির্জীব হয়ে যাবে। বলা যায় কৈবল্যদশা প্রাপ্ত হবে। "

    ভাবগত সংঘাত ভাবের সংঘাত, মানুষে মানুষে পারস্পরিক দ্বন্দ্বের জায়গাটা কোথায়? আপনার থিওরি আমার ভাল না লাগতেই পারে, ভাল না লাগাটা _আমার_ সমস্যা, আপনার তো নয়।

    আর ধরুন  আমার যদি আলাদা অস্তিত্ব না থাকে, ল্যাঠা চুকে গেল। 

    ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে যেখানে গেলে আর পরিবর্তন নেই সময়ের সঙ্গে সঙ্গে। এগোতে গেলে, বিবর্তিত হতে গেলে কনফ্লিক্ট অবশ্য প্রয়োজন। প্রেরণা ও তাড়না না থাকলে অগ্রসর হবার কোনো কারণই তো থাকে না।"

    বাকীটা লিখছি। :-)

  • Du | 47.184.21.53 | ১৯ জুলাই ২০২০ ০৩:০৫450730
  • ব্রতীন আমার কিছু হয় নি তো।
  • aranya | 2601:84:4600:9ea0:3038:2932:7fa7:390 | ১৯ জুলাই ২০২০ ০২:৪৮450729
  • আদর্শের জন্য কাজ করা - এটা বুঝতে পারি। ফললাভ হবে না জেনেও।
    স্বদেশী আমলের বিপ্লবীরা যেমন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত