এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 172.69.135.129 | ২৬ মার্চ ২০২০ ২২:৫১439447
  • দেখুন আমার মত হলো, এয়ার পোর্ট গুলোয় কড়া চেকিং।প্রথমে ফর্ম ফিলাপ করানো।জ্বর,কাশি আছে কিনা বা লাস্ট এক সপ্তাহের মধ্যে হয়েছিল কিনা।কোন প্যারাসিটামল খেয়েছে কি না।অর্থাৎ মুচলেকা নেওয়া।তারপর থার্মাল স্ক্রিনিং।সেই অনুযায়ী টেস্ট।
    কম্যুনিটি তে কোথাও পজিটিভ এসেছে শুনলে কন্ট্যাক্ট ট্রেস করে টেস্ট।
    ভলান্টারি বা ইচ্ছকু দের, বিনি পয়সায় টেস্ট।অর্থাৎ যে কেউ সন্দেহ হলে নিজেই হেল্প নাম্বারে ফোন করুন।তাঁকে নিকটবর্তি সেন্টার এ টেস্ট করানো হোক।
    রান্ডম টেস্টিং করানোর মতো রিসোর্স ভারতের নেই।যদি না দেশী কোম্পানি সস্তায় কোটি খানেক কিট সাপ্লাই দিতে পারে।
    আর একটি হলো,পিনাকী বর্ণিত এন্টিবডি টেস্ট।
    এটিও ব্যয় সাপেক্ষ জিনিষ।কাজের জিনিষ।কিন্তু এখন থেকে প্রস্তুত থাকতে হবে।
    কম্যুনিটি স্প্রেড যখন বেশি হবে,তখন এটা বিরাট কাজে দেবে।
    যাঁদের এন্টিবডি ডেভেলপ করে যাবে তাঁরা নিকট আত্মীয়,কম্যুনিটি তে নির্ভয়ে শ্রম দিতে পারবে।
    হেলথ কর্মীদের আগে প্রয়োরিটি দিতে হবে।কারণ তাঁরাই এই মহামারী রুখবার সম্মুখ সমরের সৈনিক।
  • π | ২৬ মার্চ ২০২০ ২২:৫১439446
  • এতটা লিখে হ্যাং হয়ে গেল।

    টেস্ট রেট সেম না হলে তুলনা করতে হলে
    পজিটিভিটি রেট দেখা বেটার। সেটা দিয়েও ট্রান্স্মিশন বোঝা যায়। টেস্ট বেশি হলে সেটা ডিনোমিনেটরেও বেড়ে গিয়ে কিছুটা আডজাস্ট করে দেবে কিন্তু। সিম্পটোমাটিক আসিম্প্টোমাটিক মিলে করলে তো আরৈ।

    এবার পজিটিভিটি রেটের তুলনা করা যাক
    ভারত - ৬৫০ / ২৫০০০ ~ ২. ৬ %

    সুইডেন - ২৫০০ /২৪০০০ ~ ১১%

    ইউ এস এ - ৭৫০০০ / ৪ লাখ ~ ১৮ %

    ভারত আর ইউ এস এ ট্রান্সমিশনের এক স্টেজেই আছে, মানতে সত্যি অসুবিধে হচ্ছে, এই মুহূর্র্তে।

    ভারতের টেস্টিং ক্রাইটেরিয়া ঠিকই আছে ( যখন নেই, আরো রিলাক্স করার দরকার, আসিম্প্টোমেটিক টেস্টের দরকার, এনিয়ে ক'দিন ধরে লিখে লিখে, এমনকি আজ সকালেও , ডাঃ জেকব জনের লেখাটাও দিয়েও) বলার পরেও ভারতের টেস্টিং ক্রাইটেরিয়া কেন একদম ঠিকঐ আছে, সেটা বোঝানোর দয় আমার অন্তত পড়েনা।
  • aka | 162.158.63.125 | ২৬ মার্চ ২০২০ ২২:৪৯439445
  • এই আবারও লোককে আবাজ দেবার আগে পাই নিজে পড়ুক, আমি পব বলি নি কলকাতা বলেছি। পাই সিস্টেমটাকে নিজের বলে ভাবছে, তাই বোধহয় এত ডিফেন্সিভ। ওকে এসব নিয়ে তক্কো করার কিছু নেই। ভারতে যে টেস্ট হচ্ছে না এই নিয়ে তক্কেরও কিছু নেই, সে পাইয়ের গলাবাজিতে ২৪,০০০ বদলে যাবে না।

    নৈহাটিতে কেউ টেস্ট করাতে চাইলে কোথায় করাবে?
  • π | ২৬ মার্চ ২০২০ ২২:৩৯439443
  • আকাদা, তুমি সত্যিই সিস্টেমটা ভাল করে জান না। অনেকবার বলার পরেও পড় না।

    এই গুরুতেই স্যাম্পল কাল্কশন সেন্টারের লিস্ট আছে। একটু দেখ তো ? পবতে দুটো দেখাচ্ছে ? তুমি মনে হয় স্যাম্পল কালেকশন আর টেস্টিং সেন্টার গুলিয়েছ।
    স্যাম্পল কালেকশন সেন্তার অবশ্যই টেস্টিং সেন্টারের চেয়ে বেশি।
    পবতে ১৫ দিন আগেই ছ'সাতটা ছিল। তার সঙ্গে প্রাইভেট ল্যাবগুলো জুড়্ল, যারা বাড়ি গিয়েই স্যাম্প্ল কালেক্ট করতে পারবে।
    এছাড়াও, এটা।

    Hospitals admitting suspect cases of COVID19 should collect nasal and throat swab samples in one VTM tube and transport them to the nearest testing laboratory in cold chain. The list of Government and Private laboratories with COVID19 testing facility can be accessed by clicking the link

    ICMR এর সইটে গেলে, কত টেস্ট হয়েছে দেখতে, এটা নজরে এল না ? লিন্কটা দিলাম না, খুঁজে নিও।

    আর
    টেস্টিং সেন্টারও দুটো নয়। চারটে। পাঁচ নংও ফাংশানাল হয়ে গিয়ে থাকতে পারে।
    এছাড়াও কিছু প্রাইভেট ল্যাবকে আলাও করেছে। তাদের বাড়ি গিয়ে স্যাম্পল নিয়ে আসার কথা।
    আমরা চেষ্টা করছি, যত স্যাম্পল কালেকশন বাড়ি থেকেই করানো যায়, সেই নিয়ে বলার ,কারণ সিম্প্টম এসে গেলে স্যাম্পল দিতে যাওয়া মনে প্রউর লোকাকে এক্স্পোজ করে দেওয়া।
  • দ্রি | 172.69.68.140 | ২৬ মার্চ ২০২০ ২২:৩৯439442
  • পাইদিদি, ১০০০+ এসেছিল, একটাও কোভিড নয়। সোয়াইন ফ্লু কটা বেরোল?
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২২:৩৫439441
  • মানে, এইটা আন্ডারটেস্টিং এর উদাহরণ হলে, ভারতের পদ্ধতিটা ঠিকই আছে, মানতে অসুবিধে আছে। ভারতে হাই-রিস্ক ক্লোজ কনট্যাক্ট ছাড়া অ্যাসিমটোমেটিকদের টেস্ট করবেই না বলেছে, গাইডলাইনে। উল্টোদিকে আমেরিকায় জায়গা এবং রিসোর্স অনুযায়ী এসিমটোমেটিকদেরও টেস্ট করতে বলেছে।
  • দ্রি | 172.69.69.75 | ২৬ মার্চ ২০২০ ২২:৩৩439440
  • হিমালয়। হিমালয়।্হিমালয়।

    কৈলাস কিকরে হবে? ধ্যাৎ।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২২:৩০439439
  • আর এইটা ইউ এস টেস্ট গাইডলাইন।
    https://www.cdc.gov/coronavirus/2019-ncov/downloads/priority-testing-patients.pdf

    এসিমটোমেটিকদেরও টেস্ট করছে (প্রায়োরিটি ৩), যেখানে প্রয়োজন মনে করছে, এবং রিসোর্স আছে। সেইজন্য টেস্টিং এর সংখ্যা এত বেশি। ধরাও পড়ছে বেশি।

    বলাবাহুল্য, আমি এই পদ্ধতিটাকেও ঢপেচ্চপই মনে করছি। কিন্তু ইউএস কী করছে, দেখানোর জন্য দিলাম।
  • সে | 162.158.150.21 | ২৬ মার্চ ২০২০ ২২:২৮439438
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২২:২২439437
  • https://covidtracking.com/us-daily/

    ইউ এস ডাটা এখানে আছে। এখনো পর্যন্ত ৪ লক্ষ এর বেশি পরীক্সা হয়েছে বলছে।
  • π | ২৬ মার্চ ২০২০ ২২:২০439436
  • হানুদা, পুরো নর্থ ইস্টে ০ কেসে , চারটের মধ্যে একটা সেন্টারে ১০০০+ এসেছিল।
  • o | 162.158.63.251 | ২৬ মার্চ ২০২০ ২২:২০439435
  • চল্লিশটা কিট মানে চল্লিশটা টেস্ট নয়, এই পয়েন্টটা তো ঠিকই। মাইল্যাবের কিটটায় ১০০ টা টেস্ট করা যাবে। তো দিদি এইখানে একটু ব্লেম গেম খেলছেন অ্যাজ ইউজুয়াল।
  • Pinaki | 172.69.138.45 | ২৬ মার্চ ২০২০ ২২:১৮439434
  • সুইডেনে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ রেঞ্জে ঢুকে পড়লাম আজ থেকে - এমনটাই মনে করা হচ্ছে। এটাকে ওরা বলছে ডে জিরো। তবে আরও দু-তিনদিন দেখলে সিওরলি বলা যাবে।
  • hkg | 162.158.155.55 | ২৬ মার্চ ২০২০ ২২:১৬439433
  • এই কিটের ডিস্ট্রিবিউশন তা আমি ও বুঝিনি, হতে পারে দুটো তিনটে জিনিস, না বোঝাটা আমরা রেকর্ড করেছি কিট এর টি তে।

    - প্রথমে পব তে কেস কম ছিল, তাই হয়তো সব মাহা, কেরালা তে আর কাশ্মীরে গেছে। কারণ ওখানে ই প্রথম ইন্সিডেন্স ছিল।
    -- দুই , সাপ্লায়ার ঝুলিয়েছে
    -- তিন ইম্পোর্ট ঝুলে গেছে।
    -- লাইসেন্স নিয়ে বা নিজের ম্যানু শুরু করতে সময় লেগেছে।

    টেস্ট দু টাইপের আছে।
  • π | ২৬ মার্চ ২০২০ ২২:১৪439432
  • ইউ এস এ তে কত টেস্ট হয়েছে বললে না তো ? পজিটিভিটি রেট কত ? সেটা দিয়েও ট্রান্স্মিশনের তুলনা করা যায়।
    কত ?
  • π | ২৬ মার্চ ২০২০ ২২:১৩439431
  • ইন্ডিয়াতে ট্রাভেল ( কিছুদিন আগে অব্দি বিশেষ কিছু দেশ থেকে ট্রাভেল) + স্ক্রিনিং এ জ্বর থাকলেই টেস্ট হচ্ছিল, নইলে বলে দেওয়া হচ্ছিল, ১৪ দিন অবশ্যই কোয়ারান্টাইনে থাকতে আর তাতে কোন সিম্প্টম, মৃদু এলেও জানাতে, টেস্ট হবে। কিন্তু সেসব বহু লোকেই মানেননি। কেউ মানছেন কিনা দেখা হয়নি। অনেকেই ফ্লাইট নামার আগে প্যারাসিটামল খেয়েছেন, যাতে থার্মাল স্ক্যানারে ধরা না পড়ে। থার্মাল স্ক্যানার পুরো এফিশিয়েন্ট নয়, ইঃ।

    ত্রিপুরাতে তো দেখি যা ট্রেন আসে, তার সব যাত্রীর থার্মাল স্ক্রিনিং হয়, সে রাত বিরেত ভোর, যখনি ট্রেন থামে, এম পি ডাব্লুর দল ঘুমচোখে স্ক্রিনিং করতে বেরচ্ছে, আর হোআপে সেসব রিপোর্ট আপলোড করছে। সেদিন মাঝরাতে ঘুম ভেঙ্গে যেতে দেখি মেসেজ, লোকজন বেরচ্ছে, ছবি দিয়ে।
    এরকম অনেক স্টেশনেই দিবারাত্র হয়েছে।

    হাওড়ায় মনে হয় হয়নি। দমদির ঐ পুনের খবর দেখে, ডিসির চেনাই বাস স্ট্যান্দের ছবিগুলো দেখে সত্যি ভয় লাগে। এগুলোর পরে আমার মনে হয় কেসের বিশাল এক্সপ্লোশন হতে পারে।

    কাতারে কাতারে ফ্লাইটে এত লোক এসেছেন যাঁদের কোন বাধ্যতামূঅলল কোয়ারান্টাইন হয়নি, গ্রামে গন্জে চলে গেছেন, কোন কিছুর আওতায় নেই, তাঁদের নিয়ে। এঁদের কারুর কেস না থাকলে বা না ছড়ালে সত্যি বলতে মা সইলসুতা আর সবিতাবাবার কৃপা।
  • aka | 108.162.219.155 | ২৬ মার্চ ২০২০ ২২:১২439430
  • ভারতে তাহলে স্ক্রিন করার পরে আর টেস্ট করা হচ্ছে না। কারণ তো খুব সত্যি, কলকাতায় দুই জায়গায় টেস্ট হয়। কে উজিয়ে নৈহাটি বা সিঙ্গুর থেকে কলকাতায় টেস্ট করাতে যাবে।

    পাইকেও প্রচণ্ড স্পুনফিড করতে হচ্ছে, এমনকি নাম্বার দিয়ে বোঝাতে হচ্ছে যে টোটাল টেস্ট যেখানে ২৪,০০০ আর দিনে যেখানে ১০,০০০+ কেস ধরা পড়ছে তাদের যাস্ট স্কেলের তফাৎ আছে। টোটাল পপুলেশনের কথা ছেড়েই দিলাম।

    যেখানে সবাই বলছে টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট, ভারতের স্ট্র‌্যাটেজী হল স্ক্রিন, স্ক্রিন অ্যান্ড স্ক্রিন, নো টেস্ট, নো টেস্ট, নো টেস্ট।

    ভারত পরীক্ষায় ফেলই করে না, কারণ পরীক্ষাই দেয় না। ভালো স্ট্র‌্যাটেজী। একে পরিষেবা বলে না, অপটিকস বা পলিটিক্স বলে।
  • Pinaki | 172.69.138.45 | ২৬ মার্চ ২০২০ ২২:০৮439429
  • সুইডেনের টেস্টিং স্ট্রাটেজি অন্য দেশের তুলনায় একটু আলাদা এখন। ওরা যখনই কমিউনিটি ট্রান্সমিশনের ইন্ডিকেশন পেয়েছে তখনই কন্ট্যাক্ট ট্রেসিং করে টেস্ট করা বন্ধ করে দিয়েছে। এখন শুধু যাদের হসপিটাল সাপোর্ট লাগছে, হেল্থ কেয়ারের সাথে যুক্ত লোকজন আর রিস্কগ্রুপের বয়স্ক লোকজনের টেস্টিং হচ্ছে। নিজেদের টেস্টিং ক্যাপাসিটি যা আছে সেটাকে কমানো হয়নি, বরং বাড়ানোরই চেষ্টা হচ্ছে, কিন্তু ফোকাস শিফট করা হয়েছে। ফলে এখানে যতজনকে টেস্ট করা হচ্চে তার মধ্যে ইনফেক্টেড হওয়ার সংখ্যা বেশি বেরোবে, যতজন ইনফেক্টেড হয়েছে বলে দেখাবে তার মধ্যে ক্রিটিকালি ইল এবং মৃত্যুর হারও বেশি বেরোবে। এগুলো পুরোটাই কাদের মধ্যে টেস্টিং এর ফোকাস তার ওপর ডিপেন্ড করবে। ওরা কোরিয়ার মত টেস্টিং এ না গিয়ে একটা অ্যান্টিবডি টেস্টিং স্কীম ডেভেলপ করার চেষ্টা করছে, যেটা কিছুদিন পর থেকে র‌্যাণ্ডমলি বিভিন্ন সেকশনের লোকের মধ্যে করা হবে, তুলনামূলক ইজি টেস্ট, যা দিয়ে বোঝা যাবে জনগণের কত অংশের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরী হয়েছে।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২২:০৬439428
  • i. All asymptomatic individuals who have undertaken international travel in the last 14 days: - They should stay in home quarantine for 14 days. - They should be tested only if they become symptomatic (fever, cough, difficulty in breathing) - All family members living with a confirmed case should be home quarantined
    ii. All symptomatic contacts of laboratory confirmed cases.
    iii. All symptomatic health care workers.
    iv. All hospitalized patients with Severe Acute Respiratory Illness (fever AND cough and/or
    shortness of breath).
    v. Asymptomatic direct and high-risk contacts of a confirmed case should be tested once
    between day 5 and day 14 of coming in his/her contact. - Direct and high-risk contact include those who live in the same household with a confirmed case and
    healthcare workers who examined a confirmed case without adequate protection as per WHO
    recommendations.

    এইটা তো? দেখেছি তো। আমেরিকাতেও কাছাকাছিই। কোথাও সিম্পটম্প ছাড়া পরীক্ষা হচ্ছে না। বিদেশাগতদের ও না। তাদের উপসর্গ দেখা গেলে তবে পরীক্ষা। একমাত্র ব্যতিক্রম হয় রিস্ক কন্টাক্ট, অর্থাৎ বাড়ির লোক ইত্যাদি। আমার গল্পগুলো ও এই কথাই বলে।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২২:০২439427
  • এয়ারপোর্ট স্ক্রিনিং এরও দুটো অ্যানেকডোট আমি জানি। ভারত এবং আমেরিকায়। একটা করে টেম্পারেচর সেন্সর আছে। জ্বর না থাকলে নো টেস্টিং। জ্বর থাকলে বলছে, কাশি আছে? ইত্যাদি প্রভৃতি। সেগুলো না থাকলে নো টেস্টিং।

    জ্বর কাশি সব থাকলে, সম্ভবত টেস্ট ফেস্ট হচ্ছে। কিন্তু আমার শোনা গল্পে সেসব ছিলনা। অতএব, ওই অ্যানেকডোটটা জানা নেই।

    আমেরিকায় এই পদ্ধতিতে চলছে। দেশে দুদিন পরে এয়ারপোর্ট খুলে যাবে। এই পদ্ধতি আবার শুরু হবে। কিন্তু লকডাউনও চলবে।
  • π | ২৬ মার্চ ২০২০ ২২:০০439426
  • রুলগুলো দেওয়া আছে। ইন্ডিয়াতে এখন আসিম্পটোমেটিকদেরও টেস্ট হচ্ছে। কাদের, লেখা আছে।

    আর আসিম্প্টোমেটিক কথাটা খুব গোলমেলে । আজকে যে আসিম্পটোমেটিক , সিম্পটোমেটিক হতে পারে কাল সে।
  • π | ২৬ মার্চ ২০২০ ২১:৫৮439425
  • আর হ্যাঁ, মমতার এই দাবিটা কিন্তু আমি সত্যি বুঝিনি। কোন সেন্টারে কত কিট গেছে মোটামুটি তো দেখছি। পবতে এত কম যেতেই পারেনা।

    https://theprint.in/india/health-minister-rebuts-mamata-claim-bengal-has-conducted-under-10-of-2500-tests-available/389059/

    আর প্রয় প্রত্যেকদিন রাত দশটায় আসিএমাঅর হেডকোয়ার্টারের সঙ্গে সব সেন্টার মিলে ভিডিও কন্ফারেন্স হচ্ছে, দুপুর তিনটেয় এন আই ভি পুনের সঙ্গে, কিটের এরকম আকাল হলে তো নাইসেড জানাতই। এখানেই এত কিট এখনো ব্যবহৃত হয়নি, টেস্টের ক্রাইটেরিয়া মেলেনি বলে।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২১:৫৪439424
  • কেবল সিমটম দেখা গেলেই টেস্ট হবে, নইলে নয় -- এটা পদ্ধতি হিসেবে ঠিকই আছে?

    আমেরিকাও মোটামুটি তাইই করছে। পদ্ধতিটা ঠিকই থাকলে আর আন্ডারটেস্টিং কী।

    আবার উল্টোটাও হতেই পারে। এও হতে পারে, যে, ভারতে ভাইরাস ছড়িয়েছে অনেক বেশি। হয়তো আমেরিকাতেও। বেশিরভাগই এসিমটোমেটিক। বা ডাক্তারের কাছে যায়নি। আন্ডার টেস্টিং বলে ধরা পড়ছেনা। আমেরিকায় তুলনামূলক ভাবে টেস্টিং বেশি বলে বেশি ধরা পড়ছে।

    এর কোনটা ঠিক, সে তো র‌্যান্ডাম টেস্ট না করে বোঝার উপায় নেই।
  • π | ২৬ মার্চ ২০২০ ২১:৫৩439422
  • আকাদা সত্যিই কিছু খোঁজ রাখ না।

    স্ক্রিনিং মনে কী , একটু পড়ে নাও। এত স্পুন ফিড করা যায় না। এখানেও এনিয়ে বিস্তরবার অনেকেই লিখেছে, স্ক্রিনিং মনে কী। অরিনদা যখন ডিপার্চরেই স্ক্রিনিং করলে বেটার হত বলছিলেন, সেটা কি খালি জিজ্ঞাসাবাদ নাকি ?
    আর একটু অমন সেন্স লাগালেই এটা বোঝা যায়, যে টেস্টিং ২৫০০০ আর স্ক্রিনিং ২৫ লাখ বলছে, সে টেস্টিং = স্ক্রিনিং বোঝায় না।

    আচ্ছা, সারফেস দিয়ে ট্রান্স্মিশন হয়না বলে কাল যে ফান্ডাটা দিয়েছিলে, সেটা নিয়ে আর বললে না তো ? কীসের ভিত্তিতে বলেছিলে ?

    আমি জানি না তুমি কীভাবে কী দেখ।

    এই যেমন প্রিন্তের রিপোর্টটা একন দিলে , ইকনম্ক প্রভাব নিয়ে, যার বেশ কিছুক্ষণ আগেই বহু ইকনমিক প্যাকেজের ঘোষণা হয়ে গেছে, এই পাতাতেই লেখাও আচে, ঐ রিপোর্টটা অন্তত বেশিরভাগই আর ভ্যালিড না।
  • π | ২৬ মার্চ ২০২০ ২১:৪৬439420
  • এ আবার কি, আকাদা তো বুঝতে গোড়ায় গলদ করেছ ! এ আবার কেমন তুলনা হল ! এর মানে তো এটাও হতে পারে যে দিনে ১০-১৫০০০ পজিটিভ আসার মত অবস্থাই এখনো আসেনি ইন্ডিয়ায় ( এখনকার দিনে ১০০-১২০ র থেকে রিয়েলিটি বেশি হলেও)। এত লোকের এরকম অবস্থা হলে তো টেস্ট হবে। এখন তো ট্রাভেল বা ক্লোজ কন্ট্যাক্ট আছে, এমন লোকের সিম্পটম ই এতজনের পাওয়া যাচ্ছেনা।

    অবশ্যই আন্ডার টেস্টিং আছে, কিন্তু ইন্ডিয়ার অবস্থা দিনে ১০০০০ কেসের মত, দু'হপ্তা আগে কম্যুনিটি ট্রান্স্মিশন হলে তাই হয়, তাহলে দিনে অন্তত ১০০০-২০০০ সিভিয়ার কন্ডিশনের পেশেন্ট, এগুলো কী দেখে বলছ কেজানে।

    আমেরিকায় এখন ট্রান্স্মিশন এত ছড়িয়েছে, আরো টেস্ট হলে হয়ত

    ইউ এস এ তে ইন্ডিয়ার অনেক আগেই ( প্রায় এক মাস) ট্রান্স্মিশন শুরু হয়েছে,কম্যুনিটি ট্রান্সমিশনও অনেকদিন হল। আগে হয়েছে প্লাস আগে অনেক রিলাক্স্ড ছিল, টেস্টে গণ্ডগোল ছিল, রেজাল্ট আসতে এত দেরি, এগুলোও এত বাড়ার কারণ হতে পারে। ইউ এস এ এমনিতেই কেসে এগিয়ে থাকবে। ইন্ডিয়া এখানে ক'দিন বাদেই যেতে পারে।

    কিন্তু এই দিয়েই কী করে বোঝা যাবে ইন
    যদি কেস সত্যিই বেশি হয়, তাহলে টেস্টিং ক্রাইটেরিয়া অনুযায়ীই অনেক বেশি কেস টেস্টের জন্য এলিজিবল হবে কিন্তু।

    ইন্ডিয়ার টেস্ট ২৫০০০ এর মধ্যে ৬৫০ পজিটিভ।
    সুইডেনে ২৫০০০ এর মধ্যে ২৫০০ পজিটিভ। ইন্ডিয়ায় রেট হিসেবে দেখলেও কমই এখনো।

    আচ্ছা, ইউ এস এ তে কত টেস্ট হয়েছে ? সিডিসি ২৪ মার্চ দেখাচ্ছে, ণুম্বের ওফ স্পেইমেন্স তেস্তেদ ফোর আ ও-২ ব্য ড লব্স (ণ=৪,৬৫১) অন্দ ঊ।। পুব্লি হেঅল্থ লবোরতোরিএস* (ণ=৮৯,৮৬৩)

    এত কম তো নিশ্চয় হবেনা।

    কত টেস্ট আর তাতে কত পজিটিভ এটা দিয়েও কিন্তু বোঝা যায়। এক্সামিনেশন রেট উইনিফর্ম না হলে এই পজিটিভটেস্টেড দিয়ে তুলনা করা হয়, ইন্সিডেন্সের বদলে পজিটিভিটি রেট তখন তুলনার জন্য বেটার ইন্ডিকেটর হয়।
  • sm | 172.69.134.188 | ২৬ মার্চ ২০২০ ২১:৪৪439419
  • লক ডাউন এর ডোজ টা একটু কড়া হয়ে গেছে ।খুব গরীব লোকজন এরাজ্য থেকে ও রাজ্যে পালিয়ে বেড়াচ্ছে।সেখানেও দু দণ্ড শান্তি পাওয়া মুশকিল।
    আশি কোটি লোক কে রেশন দেওয়া হবে।কিন্তু কিভাবে পাবে?অনেক গ্রাম থেকে তো ডি স্ট্রিবিউশন সেন্টার কয়েক কিমি দূরে।
    এক সপ্তাহ পরে 24 ঘণ্টা ছাড় দিলে ভালো হয়।কিন্তু ওই যে মিডিয়া। পরিষদ কন শতগুণ হয়ে যাবে।
  • sm | 162.158.165.173 | ২৬ মার্চ ২০২০ ২১:৩৬439418
  • #পারে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত