এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • ভোট ২০২৪

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ১৪ এপ্রিল ২০২৪ | ৯৭০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • পশ্চিমবঙ্গের যা ​​​​​​​অবস্থা ​​​​​​​বুঝছি, ​​​​​​​তাতে ​​​​​​​গত ​​​​​​​বিধানসভার ​​​​​​​ফলাফলই ​​​​​​​মোটামুটি অক্ষত থাকবে। ​​​​​​​অনুপাত ​​​​​​​হিসেব ​​​​​​​করলে ​​​​​​​ভাজপা ​​​​​​​মোটামুটি ​​​​​​​গোটা ​​​​​​​দশ। এবার ​​​​​​​আইএসএফ ​​​​​​​কোনো ​​​​​​​ভোট ​​​​​​​কাটবেনা, ​​​​​​​ফলে ​​​​​​​আরেকটু ​​​​​​​কম ​​​​​​​হওয়া উচিত। ধরুন আট। ইনডিয়ার জোট হলে নিশ্চয়ই সংখ্যাটা পাঁচে নেমে আসত।  সে তো হয়নি। ভাজপার ​​​​​​​ভিতরেও প্রচুর ​​​​​​​দ্বন্দ্ব। ​​​​​​​নিজের ​​​​​​​দলের ​​​​​​​প্রার্থীর ​​​​​​​বিরুদ্ধে দলের ​​​​​​​লোকই ​​​​​​​কমিশনে ​​​​​​​যাচ্ছে। ​​​​​​​কিন্তু ​​​​​​​তার ​​​​​​​বিশেষ ​​​​​​​প্রভাব ​​​​​​​পড়বে ​​​​​​​মনে ​​​​​​​হয়না। ​​​​​​​কারণ ​​​​​​​ওদের ​​​​​​​তো ​​​​​​​একটাই ​​​​​​​ইস্যু, ​​​​​​​বাংলাদেশ। ​​​​​​​"বাংলাদেশ ​​​​​​​থেকে ​​​​​​​হিন্দুদের ​​​​​​​তাড়িয়ে ​​​​​​​দিয়েছে, ​​​​​​​এবার ​​​​​​​পশ্চিমবঙ্গেও ​​​​​​​এই ​​​​​​​হাল ​​​​​​​হবে"। যেন ভোটটা হচ্ছে বাংলাদেশে। শিক্ষিত ​​​​​​​বাঙালি ​​​​​​​প্রচুর ​​​​​​​খাচ্ছে ​​​​​​​এই ​​​​​​​প্রচার। ​​​​​​​তাদের ​​​​​​​হাতে ​​​​​​​ছেড়ে ​​​​​​​দিলে ​​​​​​​ভাজপাই ​​​​​​​হয়তো ​​​​​​​জিতে ​​​​​​​যেত। ​​​​​​​এই "শিক্ষিত ​​​​​​​= ​​​​​​​সচেতন" সমীকরণটা ​​​​​​​নিয়ে ​​​​​​​চিন্তাভাবনা ​​​​​​​করার ​​​​​​​সময় ​​​​​​​হয়েছে। 

    ফল ​​​​​​​নিয়ে ​​​​​​​আপনাদের কী ​​​​​​​মনে ​​​​​​​হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 2402:e280:2141:1e8:5480:6ba4:4491:a67e | ১৪ এপ্রিল ২০২৪ ০৮:২৮742810
  • আমার মনে হয়, যে আসে আসুক, বিজেপি যেন না আসে। শুধু পব কেন, যেকোন রাজ্যেই বিজেপির সিট যতো কমে ততো ভালো। আর পবতে যদি এবার সিপিএম এর সিট বাড়ে তো আরও ভালো। 
  • guru | 115.187.51.147 | ১৬ এপ্রিল ২০২৪ ১৪:৩৫742827
  • @ডিসি 
     
    কিন্তু দাদা আপনি তো চান শেয়ার মার্কেট বাড়ুক এবং বিজেপি শাসনে গত দশ বছরে যে শেয়ার মার্কেট বেড়েছে  সেটা তো মানবেন। কাজেই বিজেপি হারলে তো আপনার লোকসান দাদা wink বিজেপি না থাকলে কে করবে আপনার infrasturcure? আমি অলরেডি IRFC আর জিওফিনান্স এর উপর টাকা লাগিয়ে দিয়ে বসে আছি ২০২৯ সালেও উনিজি থাকবেন এই ভরসাতে। উনিজি হারলে আমার আপনার কি হবে ??sad
     
    তবে বিজেপির খারাপ দিকগুলোর ব্যাপারে যেগুলো সৈকত বাবু ধরিয়ে দিচ্ছেন সেইব্যাপারেও পুরোপুরি একমত। কিন্তু আমি যে আপনার মতোই মানুষ হতে চাই ডিসি। আগে মোদী জিতুক আমার পোর্টফোলিও বাড়ুক ব্যাস আর কিছু ভাবব্বার আমার কি দরকার ??cheeky
  • &/ | 151.141.85.8 | ১৭ এপ্রিল ২০২৪ ০১:৪৬742828
  • এখানেও ডিসিকে স্টকিং করছেন গুরু। অ্যাডমিন বা কোর গ্রুপ বা গুরুপুলিশ যেই হোন, আপনারা স্টেপ নিন।
  • স্টকিং | 2405:201:8005:9947:6db4:a5f4:867a:368b | ১৭ এপ্রিল ২০২৪ ০৫:১৬742829
  • স্টকিং কাহারে কয়? জানার জন্য গুরুতে সার্চ কিওয়ার্ড ইস্তেমাল করুন 'নৈরাজ্যদা'।
  • &/ | 151.141.85.8 | ১৭ এপ্রিল ২০২৪ ০৫:৫৯742830
  • উপরের  ট্রোলটিকে দেখুন। কী প্রচন্ড অধ্যবসায়ের সঙ্গে দশকের বেশি সময় ধরে নিষ্ঠাভরে ট্রোলিং করে চলেছেন। কতবার ডিলিট পেলেন, ভ্রূক্ষেপ নেই।
  • এঃ | 2409:40e7:66:3445:641d:ffff:fe5e:62f4 | ১৭ এপ্রিল ২০২৪ ০৮:৩০742831
  • এ কি রে ভাই, এই &/  ই তো ডিসিকে মার্কেট নিয়ে খুশি হওয়ার কথা তুলেছিলেন, এখন নানা জায়গায় ঝাঁপিয়ে পড়ে ডিসির জন্য কাঁদুনি গাইছেন কেন? 
  • সত্যেন্দু সান্যাল | 2401:4900:1c1b:bfab:e4b3:fc50:bcfd:add9 | ১৭ এপ্রিল ২০২৪ ০৮:৩৯742832
  • সৈকত বাবুর ফোরকাস্ট সঠিক।
    মোদির সভায় জন সমাগম ভোটের দ্যোতক নয়।
    অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনী প্রক্রিয়ার "খেলা" আমরা ঝাড়গ্বিরামে জেপি প্রাথীর উপর আক্রমনে দেখেছি।
    এই পদ্ধতিতে ভোট হ'লে সচেতন মানুষ নিশ্চিন্ত হ'বেন। যেমনটি '১৯ এর পঞ্চায়েত ভোটে হয়েছিলো।
    "আমার মনে হয়, যে আসে আসুক, বিজেপি যেন না আসে" ইচ্ছা পূর্ন হ'বে।
  • সুদীপ্ত | ১৭ এপ্রিল ২০২৪ ১৪:৩২742837
  • তৃণমূল নি:সন্দেহে বেশী আসন পাবে, বিজেপি আশা করি আগের থেকে কমবে; বামেরা কিছু আসন পেলে খুশী হবো।
     
    বেসিক্যালি তৃণমূল আর বিজেপির ভোটের প্রচারের  অ্যাজেন্ডা বা তর্কবিতর্কের ভিত্তি তিনটি, 
    ১. তুই চোর না মুই চোর - কে কত বড় চোর
    ২. আমরা হিন্দু-তোষণকারী না ওরা মুসলিম-তোষণকারী
    ৩. আমরা ফ্রি-তে অমুক দেবো, না ওরা ফ্রি-তে তমুক দেবে।
    ৪. বিজেপির একটা এক্সট্রা আছে, চূড়ান্ত লেভেলের জুমলাবাজি।
     
    (ধোঁয়া-শিল্প, গরুর ফ্রেশ দুধের দই এসব বললে নিজেরই লজ্জা লাগে)
     
    এর বাইরে এই দু-দলের কোনো নেতা-নেত্রীকে বলতে শুনলাম না, রাজ্যের কর্মসংস্থান বাড়াতে কি স্ট্র‍্যাটেজি নিচ্ছেন, শিল্প বাড়াতে জমি অধিগ্রহণের কি প্ল্যান করছেন, চাষীদের সঠিক মূল্যে ফসল বেচা নিশ্চিত করতে কি পদক্ষেপ নিচ্ছেন। সরকারী স্কুল ও তার শিক্ষাব্যবস্থাকে লাটে তোলা আটকাতে কি করবেন, টেট-এস এস সি-র যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যবস্থা কি হবে,  স্বাস্থ্যের খরচ ভয়ানকভাবে বেড়ে যাওয়াকে মোকাবিলা করবেন কিভাবে, সর্বোপরি, রাজ্য এবং দেশ জুড়ে গণপরিবহনের সর্বনাশা অবস্থাকে কিভাবে সামাল দেবেন। যাঁরা বন্দে ভারত বলে উল্লসিত, তাঁরা এককালের সাবেক ভালো ট্রেনগুলিতে নিয়মিত চড়ে দেখবেন বা কলকাতার বুকে রাত আটটার পর সরকারি  বাসের সংখ্যা গুনে দেখবেন। যদি কেউ বলেও ফেলেন এসব, কিভাবে হবে সে ব্যাপারে স্পিকটি নট।
     
    তৃণমূল বেশী আসন পেলে পাতে মাছ-মাংস টিকিয়ে রাখার বাইরে এই মুহূর্তে আর কিছু আশা করি না, লোকসভায় একের পর এক গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটাভুটি বয়কট করে বিজেপির সুবিধে করে দেওয়ার পরও এদের বিজেপি থেকে আলাদা করে দেখার প্রশ্ন নেই। 
     
    বামেদের এবারও বিধি বাম কিনা জানি না, তবু সৃজন, দীপসিতা-দের মতো কেউ কেউ জিতে গেলে খুশী হবো, অন্তত: লোকসভায় হাজিরা দেওয়া, সঠিক আওয়াজ তোলার লোক থাকবে, রাজনীতি মন দিয়ে করে এমন লোক থাকবে, ভোটাভুটি হলে সঠিক পক্ষ নেবে। অন্তত: আশা করি এই অবধি, ডিগবাজি হলেও কিছু বলার নেই, দেখা যাক। 
  • সৃষ্টিছাড়া | 59.91.40.200 | ২১ এপ্রিল ২০২৪ ১১:৪৭742843
  • কি আনন্দ বামেরা শূণ্য ,লেখকের প্রিয় ঘাস্ফুল আর তেনার নীচের অঙ্গ মুখে আনা নেত্রী আর পাকা চ্যাংড়া ভাইপো ছড়ি ঘোরাবে গুরুর ঘ্র ফুলে ফলে ভরবে।
  • আ খোঁ | 2402:3a80:1cd1:8996:278:5634:1232:5476 | ২১ এপ্রিল ২০২৪ ২০:৩০742850
  • মাসখানেক দিল্লি ও উত্তর ভারতর বেশ ভালো সংখ্যক মানুষের সাথে কথা হচ্ছিলো। দেখলাম খেটে খাওয়া মানুষ বিশেষ করে ছোট ব্যবসায়ীদের মধ্যে মোদী সরকারকে নিয়ে অসন্তোষ ব্যাপক। ইভিএম কারসাজি একটা বড় ফ্যাক্টর হতে পারে। উত্তর প্রদেশে ইন্ডিয়া জোট ভালো করতে পারে। 
     
    &/ এর ডিসি আর গুরুকে নিয়ে কথাটা বুঝলাম না। যে কোনো ভার্চুয়াল সোশ্যাল প্লাটফর্মের কনসেপ্টটাই তো দাঁড়িয়ে আছে ভয়ারিজম আর স্টকিংএর ওপর। আমি তো অন্ততঃ তাই জানি।গুরুর মন্তব্য আমার লেগপুলিং এর বেশি কিছু মনে হয়নি। ডিসি তো লাদাখের পাহাড় উড়িয়ে আদানির ডেভেলপমেন্টও চান আবার ওদিকে মোদি সরকারকেও চান না। এরকম সোনার পাথর বাটির ঠ্যাং ধরে তো লোকে টান দেবেই। যাই হোক। সবাই ভালো থাকুন। সৈকতবাবুর প্রেডিকশন অন্ততঃ বাংলায় সফল হোক। 
     
    ইউ পির রাস্তা দেখছিলাম। রাস্তা। ডেভেলপমেন্টের মসৃন রাস্তায় কতরকম ব্যাপার। অবাধ্য বনবাসীদের টাইট দিতে সরকার কত সহজে দেশের গভীরে পৌঁছে যেতে পারে, আদানির কত সময় বেঁচে গিয়ে চক্রবৃদ্ধিতে মুনাফায় পরিবর্তিত হয়ে যায়, আবার কেউ মাখনের মতো লংড্রাইভে পছন্দের প্লেলিস্ট শোনে। এতরকম ভারতে ভোট আসছে। কঠিন ব্যাপার। :-)
     
    (ভাগ্যিস বাংলার রাস্তার এ ব্যাপারে এখনো ব্যাপক দুর্নাম আছে। :-)   )
  • dc | 2402:e280:2141:1e8:7c18:3431:112b:4b5e | ২২ এপ্রিল ২০২৪ ০৬:৪২742852
  • আ খোঁ, আমি ডেভেলপমেন্টও চাই, আবার মোদি সরকারকেও চাই না। এটা সোনার পাথরবাটি কেন হবে? মোদি সরকারের বদল মানে ধরুন কংগ্রেস, তো কংগ্রেসও তো প্রো ডেভেলপমেন্ট আর প্রো ইকোনমিক গ্রোথ! ইকোনমিক পলিসির দিক থেকে আর ইনফ্রা বিল্ডিং এর দিক থেকে তো কংগ্রেস আর বিজেপির খুব একটা তফাত নেই! কংগ্রেস আমলেও ইন্ডিয়াতে প্রচুর এফডিআই এসেছে, প্রচুর প্রোজেক্ট তৈরি হয়েছে! 
     
    আসলে বিজেপি মানেই ডেভেলপমেন্ট, বিজেপি গেলেই ডেভেলপমেন্ট থেমে যাবে, এই ন্যারেটিভটা বিজেপি খুব ভালো ভাবে ছড়িয়ে দিতে পারছে, যার জন্য এমনকি আপনারও হয়তো মনে হচ্ছে, বিজেপি ছাড়া ডেভেলপমেন্ট সোনার পাথরবাটি। একেই বলে পাওয়ার অফ ন্যারেটিভ বিল্ডিং। অথচ দেখুন গুরুতেই এলসিএমদা আর আমি, আরও কয়েকজন, বহুবার পোস্ট করেছি যে সেনসেক্স এর গ্রোথ রেট সব জমানাতেই সমান, বিজেপির আমলেও বেশী না, কং আমলেও কম না। এমনকি গ্রাফ বানিয়েও দেখিয়েছি যে ফাইভ ইয়ার্স সিএজিআর এ কোন লং টার্ম ট্রেন্ড নেই, তাও আবার পাবলিকলি অ্যাভেলবল ডেটা থেকে।   
  • সত্যেন্দু সান্যাল | 2401:4900:1c7b:1a34:81e4:7546:4176:d00e | ২২ এপ্রিল ২০২৪ ১৩:৩২742854
  • আ খোঁ এব ডিসি মহাশয় কংগ্রেস এবং বিজেপি-র ম্যানিফেস্টোর একটি তুলনা দেখতে পারেন ~
     
     
    আমার মতে, স্বাধীনতার সাতাত্তর বছর পরে (যা আমার বয়েস) যে আমরা এখনো সব মানুষকে স্বচ্ছ পেয় জল সরবরাহ
    করতে পারিনা, এই সত্যটি দেখার পর কংগ্রেস-বিজেপি দ্বন্দ নয় সম্পূর্ন সিস্টেমটাই ঘুনগ্রস্ত মনে হয়।
    সবই হয়তো সোনার পাথরবাটি.................তবুও মেরা ভারত মহান অথবা নফরত্ কি বাজার ম্যেঁ মোহব্বত কি দুকান 
    এর খিস্তি-খেউড় এর আখড়া চালু থাকুক। 
  • dc | 2402:e280:2141:1e8:a828:d972:62fb:894 | ২২ এপ্রিল ২০২৪ ১৪:০৮742855
  • সত্যেন্দুবাবু, ভিডিওটা দেখলাম। আসলে আমি অ্যান্টি বিজেপি হলেও কংগ্রেস সাপোর্টার না, তাই কং এর ম্যানিফেস্টো আগে দেখিনি। আজ অবধি কোন পলিটিকাল পার্টির ম্যানিফেস্টো দেখিওনি, কারন সময় নষ্ট করে কি করবো। 
     
    আমি শুধুই ক্যাপিটালিজম সাপোর্ট করি, আর কং্গ্রেস যেহেতু মনমোহন সিং এর আমল থেকে ইকোনমিক রিফর্মস শুরু করেছে, এফডিআই এনেছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য দরকারি পলিসি এনভায়রনমেন্ট তৈরি করেছে, তাই মনে করি যে কং ক্ষমতায় এলেও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কোনভাবেই থেমে যাবেনা। সেটাই আ খোঁ কেও বললাম, এই যে বিজেপি সফলভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে পারছে যে লাদাখের পাহাড় উড়িয়ে ডেভেলপমেন্ট শুধুমাত্র বিজেপি কে দিয়েই সম্ভব, সেটা স্রেফ প্রোপাগান্ডা। ফ্যাক্ট হলো, কং ক্ষমতায় এলেও অবশ্যই লাদাখের পাহাড় উড়িয়ে ডেভেলপমেন্ট জারি থাকবে, আর সেজন্যই আমি কং কে চাই, বিজেপিকে না। 
     
    আর এই মেরা ভারত মহান টহান দিয়ে কি হয় একেবারেই বুঝিনা। আমি নিজেকে সেভাবে ভারতীয় বলে ভাবিওনা, কোন দেশকেই আমার কিছু মহান মনে হয়না। সিয়াচেনের সৈন্যদের নিয়েও আমার কিছু যায় আসে না। কাজেই এসব ন্যারেটিভ একদমই ফেল :-)
  • dc | 2402:e280:2141:1e8:a828:d972:62fb:894 | ২২ এপ্রিল ২০২৪ ১৪:২২742856
  • ইন ফ্যাক্ট এই ভিডিওতে যে বলেছে যে প্রাইভেটাইজেশান জারি রাখার জন্য বিজেপিকে দরকার, এর থেকে বাজে ঢপ কিছু হয়না। আমি বড়ো হয়েছি নব্বুই এর দশকে, যখন কং্গ্রেসকে বামেরা গালাগাল করতো প্রাইভেটাইজেশানের জন্য। সেই সময় থেকে আমি কং্গ্রেসের ইকোনমিক পলিসি পোর্টফোলিও সমর্থন করে এসেছি, কারন আমি মনে করি সরকারের কাজ সরকার চালানো, ব্যবসা করা না। সরকারের উচিত ব্যবসা ক্ষেত্রে প্রাইভেট ক্যাপিটালকে তাদের মতো করে ব্যবসা করতে দেওয়া। আর এই ফ্রি মার্কেট কিন্তু ইন্ডিয়াতে নব্বুই এর পরে কংগ্রেসই এনকারেজ করেছে। 
     
    মনে পড়লো, ২০১৪ সালে রিটেলে এফডিআই নিয়ে প্রচুর ডিবেট হয়েছিল। কংগ্রেস এর তখনকার কমার্স মিনিস্টার আনন্দ শর্মা অনেক চেষ্টা করেছিলেন ওয়ালমার্ট ইত্যাদিদের ইন্ডিয়াতে ইনভেস্ট করতে রাজি করাতে। এই গুরুতেও তখন বহু আলোচনা হয়েছিল। পাই ম্যাডাম ও আরও কয়েকজন এই পলিসির বিরুদ্ধে বলেছিলেন। আর আমি রিটেলে এফডিআই এর সাপোর্ট করেছিলাম, কারন আমি এমনিতেই ফ্রি ট্রেড এর পক্ষে। তখন কিন্তু বিজেপি রিটেলে এফডিআই এর বিরোধিতা করেছিল, আর আমি এও লিখেছিলাম যে পার্টি এরকম এফডিআই এর বিরোধিতা করে সে পার্টি ইন্ডিয়ার ইকোনমি কিভাবে ডেভেলপ করবে? অথচ আজ দেখুন, বিজেপি এমন প্রোপাগান্ডা করছে যেন বিজেপিই প্রো ডেভেলপমেন্ট, কং্গ্রেসকে দিয়ে ডেভেলপমেন্ট বা রিফর্মস হবে না। এই হলো গিয়ে পাওয়ার অফ প্রোপাগান্ডা। 
  • r2h | 134.238.14.27 | ২২ এপ্রিল ২০২৪ ১৪:৫৬742857
  • এইটা একটা খুব বড় জিনিস - সামগ্রিক উন্নয়নই হোক বা ব্যবসায়িক উন্নতি, শেয়ার বাজারের অগ্রগতি, পরিকাঠামোর উন্নয়ন, প্রযুক্তির উন্নতি - এর কোনটাই বিজেপির সঙ্গে সমার্থক না। এই জিনিসটা অনেক ক্ষেত্রেই মিসিং, বিজেপির অ্যাগ্রেসিভ প্রোপাগান্ডার তলায় এই সত্য গুলি চাপা পড়ে যায়।

    এই জন্যই উনিজির তুলনায় মুনমুন সেনও ভালো প্রার্থী - এই জিনিসটা প্রমান করার জন্য আমি ব্যগ্র!

    আমি এসবের জন্য শিক্ষিত বিজেপি বিরোধীদের (দল না, সাধারন ভোটার) অনেকটা দোষ দেবো। একটু তলিয়ে ভাবলে আর খোঁজ নিলেই এগুলি জানা যায়।
    একজন নিজেকে ক্যাপিটালিস্ট (বা দেশ ভক্ত বা ধার্মিক বা পুঁজিপতি) বলে ঘোষনা করলেই মনে করে ফেলা যে তার একমাত্র আশ্রয় বিজেপি - এতে পুরো গল্পটাতেই বিজেপির ভাষ্য চোখ বুঁজে মেনে নেওয়া হয়। এতে এমন একটা চেতনা তৈরি হয় যে এগুলি বিজেপির এজেন্ডা ও এইগুলি চাইলে বিজেপিই পথ।

    কিছুটা অন্য প্রসঙ্গে - পবতে এসএসসি মামলায় ২৫,০০০+ চাকরি গেল - এটা কি ন্যায় হলো সত্যি? এটা তো পুরোপুরি সিস্টেমের ব্যর্থতা। ২৫,০০০+ লোক ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সত্যি? চাকরি তো গেল, তার বদলে কারা পাবে? এবং এতে দুর্নীতি নিয়ে এমন হৈহৈ হবে (সত্যি ন্যক্কারজনক দুর্নীতি), যে ইলেক্টোরাল বন্ডের দুর্নীতি জনমন থেকে সরে যাওয়ার সম্ভাবনা।
    কত জনকে বেতন ফেরত দিতে বলেছে জানিনা। ২৫,০০০ চাকরিচ্যূত যদি বলেন বেতন ফেরত দেবো না, সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন - জানি না তার ফল কী হবে।

    অবশ্য মেয়াদ উত্তীর্নদের বলা হয়েছে পড়লাম, তার মানে কী জানি না।
  • | ২২ এপ্রিল ২০২৪ ১৫:৩৫742858
  • আরে পশ্চিমবঙ্গে রাস্তা উত্তরপ্রদেশের মত  তত ভাল না হলেও জলা জঙ্গল বেচে দিতে কোনোই অসুবিধে হচ্ছে না।  ২০১৩-১৪ নাগাদ ডুয়ার্সে বেশ কিছু সাফারি রুটে সাফার বন্ধ করে সরকার। এই রুটগুলোতে প্রচুর সাইটিং হত ফলে পর্যটকের সংখ্যাও ভালই ছিল।  চাপড়ামারির পানঝোরা, বক্সার বেশ কটা রুট ওই ১৩-১৪ সালে অ্যাবরাপ্টলি বন্ধ করে মমব্যানের সরকার। এই রুটগুলো আগের বামফ্রন্ট সরকার ডিফাইন করেছিল ধৃতিকান্ত লাহিড়ি চৌধুরি মশাইয়ের সাথে পরামর্শ করে, তাঁর গাইডেন্সে।  সাইটিং হত দুর্ধর্ষ। তো সরকার বন্ধ করল কেন? জঙ্গল রক্ষায়? হেঁ হেঁ সালটা খেয়াল করবেন ১৩ র শেষ ১৪ নাগাদ।  সারদাস্ক্যাম বাস্ট হওয়ার পরে টাকার যোগানে টান পড়ে এবং তারপরেই লাভজনক সাফারিরুট বন্ধ৷ দিনে দুইবারবকরে সাফারি চালু থাকলে গাছ কেটে পাচার করা মুশকিল তো। আগে যাঁরা চিলাপাতা চাপড়ামারি বক্সা গেছেন এখন গেলেই বুঝবেন জঙ্গল কী পরিমাণে হালকা হয়েছে। 
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ এপ্রিল ২০২৪ ১৬:২৫742859
  • কি অবস্থা। যা বোঝা যাচ্ছে কং, তৃণ, চাড্ডি সবাই পরিবেশকেই সবচে বেশি অপছন্দ করে। সিপিয়েমও কেরালায় বেআইনি বন্দর বানিয়েছে। ক্যাপিটালিস্টদের কোনো দুঃখ নেই ভারতে, লেসার, গ্রেটার যে ইভিল ই আসুক পোগতির চাকা গর্গড়িয়ে চলতে থাকবে পৃথিবীর ধ্বংস অব্দি।
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:cc0e:686d:e7f8 | ২২ এপ্রিল ২০২৪ ১৬:৪২742860
  • রমিতবাবু, একদম laugh
  • আ খোঁ | 106.212.9.125 | ২২ এপ্রিল ২০২৪ ১৭:২৩742861
  • অনেকটা লিখলাম। সব উড়ে গেল। যাই হোক। 
    ডিসি ক্যাপিটালিজমের সোচ্চার সাপোর্টার। তাই লাদাখের পাহাড় আদানির দখলে চলে গেলে ওঁর অসুবিধে নেই। ওঁর অবস্থান স্পষ্ট। সেদিক থেকে সাধুবাদযোগ্য। কিন্তু গোলটা অন্য জায়গায়। ওই যে বললেন গ্রান্ড ন্যারেটিভ। এই ন্যারেটিভ শুধু বিজেপি তৈরী করছে তা নয়; ক্যাপিটালিজমের দিক থেকেও হচ্ছে। ফলে তার একটা বাস্তব ভিত্তিও আছে। কি সেই বাস্তব ভিত্তি? 
    এমনিতে রমিত যেমন বললেন সব শেয়ালের এক রা। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবারই টিকি বাঁধা ডব্লিউ টি ও বা ওয়র্ল্ড ব্যাংকের কাছে। এমনিতে মনমোহনীয় ইকোনোমিক পলিসির সাথে মোদীর পলিসির কোনো তফাৎ নেই। অধিকাংশ মোদির পলিসি আসলে মনমোহনীয় পলিসির সম্প্রসারণ মাত্র। তবে কি কোনো তফাৎ নেই? আছে। কোয়ালিটেটিভ তফাৎ আছে। সেটাই ওই ন্যারেটিভের বাস্তব ভিত্তি। ৩৭০ ধারা তুলে দিয়ে লাদাখের পাহাড় আদানির হাতে তুলে দেওয়াটা এত মসৃন ভাবে কংগ্রেসকে দিয়ে কখনোই হতো না। সেটা কংগ্রেসের নিজস্ব প্লুরালিস্টিক চরিত্রের জন্যই। যেমন মনিপুরের খনিজ সমৃদ্ধ পাহাড় এরকম সিভিল ওয়র লাগিয়ে আদানি অম্বানিকে তুলে দেওয়া যেত কিনা সন্দেহ আছে। কংগ্রেস যেমন এই বাজারেও জঙ্গল আইনে গ্রামসভার ঐক্যমত্যকে সাংবাধিনিক স্বীকৃতি দিয়েছিল। সেই আইনের হাল এখন মোদী কী করেছে একটু কষ্ট করে সবাই চোখ বুলিয়ে নেবেন। তো ক্যাপিটালিজম একটি মোটামুটি ধনতান্ত্রিক-গণতান্ত্রিক নরমপন্থী সরকারের চাইতে শক্তিশালী কর্পোরেট-ফ্যাসিস্ট স্টেট্ প্রেফার করবে এই আজকের পুঁজির চরিত্র। কেউ যদি ভেবে থাকেন এখনো তাঁরা কেইন্সিয়ান যুগে বসবাস করছেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। একটা ব্যাপার মনেরাখতে হবে বিজেপির ইপ্সিত হিন্দুরাষ্ট্র শুধু ফ্যাসিস্ট স্টেট নয়;; কর্পোরেট-ফ্যাসিস্ট স্টেট। ফলে গ্রান্ড ন্যারেটিভের সত্যিকারের ভিত্তি আছে। তাকে মান্যতা দিতেই আম্বানির ছেলের বিয়ের নাট্যমঞ্চে তামাম অলিগার্কদের ভিড়। ইলেকটোরাল বন্ডে বিজেপির এত রমরমা। এখন আমরা যারা ক্যাপিটালিজমকে মাথায় তুলে নিয়েছি;; আমাদের এটা মানতে অসুবিধে হওয়া উচিত নয় যে ভারতের ক্যাপিটাল ওষুধ তৈরী করবে আর তার থেকে আফ্রিকায় শত শত মানুষ মরবে। এবং একটি শক্তিশালী সরকার সেই মুনাফা প্রক্রিয়াকে চোখের মনির মতো পাহারা দেবে আর উল্টো স্বরকে দেশদ্রোহী বলে গারদে দেবে। এটাই তো স্বাভাবিক। রিলিজিয়াস পোলারাইজেশনকে ব্যবহার করে একটা ফ্যাসিস্ট সরকার গড়ে উঠলে পুঁজির তাতে কিছু আসে যায় না যতক্ষণ অবধি সে পুঁজিবান্ধব। এবং নিশ্ছিদ্র সার্ভেল্যান্সের মাধ্যমে কার্যকর এক অতি মিলিটারাইজড রাষ্ট্র আজকের পুঁজির লুঠের সবচেয়ে সহায়ক। সেদিক থেকে বিজেপি  অতি পুঁজি বান্ধবতায় এক নম্বর। আজকের ইতিহাস বলছে মোদির মতোই ইজরায়েলও  একই সঙ্গে নিয়ন্ত্রক অলিগার্কদের একটি অবভিয়াস প্রেফারেন্স। কংগ্রেস এই নির্মম দক্ষতায় পৌঁছতেই পারবে না। নিজের অন্তর্নিহিত চরিত্রের জন্যই। মমতার ক্ষেত্রেও তাই। ডিসি পুরোনো বন্ধু। আসিমভ ওঁর ভীষণ প্রিয়। একটু গরিবের কথা শুনে একটু যদি মন দিয়ে হাক্সলি পড়তেন!!! 
    আর আমার ধারণা সাফারিতে বনসংরক্ষনের স'ও হয় না। টুরিজম ঘিরে অনেক পয়সা হতে পারে। তবে এই ব্যাপারে ঢুকছি না বাবা।  :-) 
  • | ২২ এপ্রিল ২০২৪ ১৮:০৬742863
  • সাফারি বন্ধ করে যে সংরক্ষণের হদ্দমুদ্দ হচ্ছে তা তো দেখতেই পাই। 
     
    আর ডিসি কংগ্রেসের হয়েই বলছেন বিজেপীর হয়ে নয়।  ডিসিকে টেনে হিঁচড়ে বিজেপীতে অ্যালাইন করার চেষ্টার কারণ বুঝি নি। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:3ddd:45f1:38f2:edcc | ২২ এপ্রিল ২০২৪ ১৮:১১742864
  • ডিসিবাবুকে প্রশ্ন
     
    ক্যাপিটালিজম কি?
    ফ্রি ট্রেড কি? 
    সরকার ব্যবসা করলে ক্ষতি কি?
  • আ খোঁ | 2402:3a80:1983:e3ce:278:5634:1232:5476 | ২২ এপ্রিল ২০২৪ ১৮:৪১742865
    •  | ২২ এপ্রিল ২০২৪ ১৮:০৬742863
    •  
      আর ডিসি কংগ্রেসের হয়েই বলছেন বিজেপীর হয়ে নয়।  ডিসিকে টেনে হিঁচড়ে বিজেপীতে অ্যালাইন করার চেষ্টার কারণ বুঝি নি।
    দ কি আমাকে বললেন? 
    প্রথমত ডিসি কংগ্রেসের হয়েও বলছেন না বিজেপির হয়েও না। উনি কেবল এবং কেবল পুঁজির হয়েই বলেন। তাই তো জানি। 
    ডিসিকে কোথাও টেনে হিচড়ে এলাইন করিনি। অত গায়ের জোর আমার নেই।। যদি তাই বোঝেন তাহলে হতে পারে ঠিক করে পড়েননি। যাকে বলে ডেভেলপমেন্টালিজম তা মোদি রাষ্ট্রের সাথে এলাইন হয়েই আছে। সেটাই বোঝানোর চেষ্টা করছি মাত্র। না হলে বুঝতে হবে আমারই বোঝানোর অক্ষমতা। 
  • dc | 2402:e280:2141:1e8:ad5f:51d0:fa65:39ec | ২২ এপ্রিল ২০২৪ ১৯:১১742866
  • "এমনিতে মনমোহনীয় ইকোনোমিক পলিসির সাথে মোদীর পলিসির কোনো তফাৎ নেই।" 
     
    "৩৭০ ধারা তুলে দিয়ে লাদাখের পাহাড় আদানির হাতে তুলে দেওয়াটা এত মসৃন ভাবে কংগ্রেসকে দিয়ে কখনোই হতো না। সেটা কংগ্রেসের নিজস্ব প্লুরালিস্টিক চরিত্রের জন্যই। যেমন মনিপুরের খনিজ সমৃদ্ধ পাহাড় এরকম সিভিল ওয়র লাগিয়ে আদানি অম্বানিকে তুলে দেওয়া যেত কিনা সন্দেহ আছে। "
     
    আ খোঁ র এই লাইনগুলোর সাথে একমত। এই সব নানা কারনে আমি কং্গ্রেসকে প্রেফার করি। আর আমার এটাও মনে হয় বিজেপি গিয়ে কং্গ্রেস ক্ষমতায় এলে আরেসেস / বিজেপির ন্যারেটিভ বিল্ডিংও ধাক্কা খাবে, আর কংগ্রেস ঘেঁষা ন্যারেটিভও আবার কিছুটা ফিরে আসবে। সাধারনত তাই হয় আর কি। 
     
    পলিটিশিয়ানের প্রশ্নগুলো কঠিন, কারন উত্তর জানি না। সহজ হলে উত্তর দিয়ে দিতাম :-)
  • dc | 2402:e280:2141:1e8:ad5f:51d0:fa65:39ec | ২২ এপ্রিল ২০২৪ ১৯:২৩742867
  • আর আ খোঁ যেহেতু অ্যাসিমভ এর নাম নিলেন, তাই একটা কথা বলি। এমনিতে বলতাম না, তবে কিনা অ্যাসিমভ সত্যিই আমার ছোটবেলার প্রিয় অথর ছিলেন। 
     
    আ লং টাইম এগো, এক গুরুচন্ডালিতে যা এই গুরুর থেকে অনেক অনেক দূরে ... খ নামে কেউ একজন দুঃখ করেছিলেন, গুরুতে সবাই বামপন্থী, ওনার সাথে ধনতন্ত্রের পক্ষ নিয়ে তর্ক করার কেউ নেই, ফলে উনি যে কঠিন কঠিন প্রবন্ধ লিখছেন, সে নিয়ে আলোচনাও এগোচ্ছে না। তখন আমি খ দা কে বলেছিলাম চিন্তা করো না, আমি আর একক (সে আবার বিটেলগিউসের জীব) তোমার সাথে ধনতন্ত্রের পক্ষ নিয়ে তর্ক করবো। 
     
    গুরুর পুরনোদের কারুর হয়তো মনে আছে। তবে কিনা, মনে রাখবেন, গুরুতে বহু প্রাচীন অরণ্য প্রবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে। সে সবই প্রায় গল্প, সত্যি কিছু নেই :-) 
  • &/ | 151.141.85.8 | ২২ এপ্রিল ২০২৪ ২৩:১৩742872
  • বেটেলজুস।
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ এপ্রিল ২০২৪ ২৩:২৩742873
  • খ এর সেই সমস্ত লেখা পাওয়া যায় ? কোনো বিশেষ টই আছে / ছিল কি ? 
  • &/ | 151.141.85.8 | ২২ এপ্রিল ২০২৪ ২৩:২৬742874
  • গুরুচন্ডালির অরণ্যে কোনোকিছুই হারায় না। সবই রয়ে যায়। এইজন্যই কবি বলেছিলেন 'তোমার মহাবিশ্বে প্রভু কিছুই হারায় না কভু', পুরোটা হয়তো হল না, তবে এইরকমই কিছু। ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:ad5f:51d0:fa65:39ec | ২২ এপ্রিল ২০২৪ ২৩:৩০742875
  • সেসব কথা ভাটিয়ালিতে হয়েছিল। 
  • :|: | 174.251.161.7 | ২২ এপ্রিল ২০২৪ ২৩:৩৪742876
  • তাছাড়া উনি যে বরাবর খ-ই ছিলেন এমনও তো না। হ-ও হয়েছিলেন। আরও নানা রকম নাম পরিচয়। লেখা কি অমন বল্লেই পাওয়া যায়! 
  • &/ | 151.141.85.8 | ২২ এপ্রিল ২০২৪ ২৩:৩৭742877
  • হননেন্দ্রবাবু আর খননেন্দ্রবাবুও বলা হত।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন