এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   খেলা

  • ক্রিকেটের নৈতিকতা: যারে দেখতে নারি তার চরণ বাঁকা

    Rouhin Banerjee লেখকের গ্রাহক হোন
    আলোচনা | খেলা | ০৭ নভেম্বর ২০২৩ | ১৩৬২ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • যারা অ্যাঞ্জেলো ম্যাথিউজের আউট (টাইমড আউট) নিয়ে ছিছিক্কার করছেন, তারা মূলতঃ বাংলাদেশ দল বা সাকিব আল হাসানের প্রতি বিদ্বেষের কারণেই এটা করছেন বলে মনে করি। বাংলাদেশ এই বিশ্বকাপে খুব খারাপ পারফর্ম করেছে, হাস্যকর কাজকর্ম করেছে, তাদের উগ্র সমর্থকেরাও সোশ্যাল মিডিয়ায় অকারণ অযৌক্তিক হ্যাজ নামিয়েছে - সব মেনে নিয়েও বলব, আজকের এই অ্যাপিল করা এবং তা ফিরিয়ে না নেওয়া একদম ১০০% সঠিক সিদ্ধান্ত। অ্যাঞ্জেলো ম্যাথিউজ একজন সিনিয়র ক্রিকেটার, সে যদি রুল না জানে, তার দায় বাংলাদেশ টিমের নয় - শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের। আর যদি রুল জেনেও নেগলিজেন্সির কারণে কেস খেয়ে থাকে, তবে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের উচিৎ ম্যাথিউজকে বড় অঙ্কের ফাইন করা। বিশ্বকাপ কোনো পাড়ার ক্রিকেট না যে এখানে রুল না জানাটাকে "কনসিডার" করা হবে। কিসের স্পিরিট? ম্যাথিউজ যে সময়টা নষ্ট করেছে, সেটা পেসিফাই না হলে ওভার রেট কমে ফাইন হত বাংলাদেশের - সেটা কোন দেশী স্পিরিট? যারে দেখতে নারি তার চরণ বাঁকা?

    এই প্রসঙ্গে মানকাডিং নিয়েও একটু কথা হওয়া দরকার মনে হয়। প্রথমতঃ "মানকাডিং" শব্দটাতেই আমার আপত্তি আছে। নন-স্ট্রাইকার ব্যাটার যদি ডেলিভারির সময়ে ক্রিজের বাইরে থাকে তবে সে অলরেডি এক বা দু পা এগিয়ে থাকছে। যেখানে সেকেন্ডের ভগ্নাংশে রান আউট নির্ধারিত হয়, সেখানে এই অন্যায় সুবিধে তাকে কেন দেওয়া হবে? এই ব্যাটারকে কেউ আউট করলে সেটা প্লেন অ্যান্ড সিম্পল রান আউট। বিরাট কোহলি হলেও তাই, সাকিব হলেও তাই, শচীন হলেও তাই। মানকাডিং ফাডিং আবার কি? সম্পূর্ণ নৈতিক এবং ক্রিকেটের স্পিরিট সঙ্গত।

    ন্যাকামি বড্ড বেড়ে গেছে চারিদিকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 2402:e280:2141:1e8:c0ee:db55:836b:94d4 | ০৭ নভেম্বর ২০২৩ ১১:৫৪741183
  • "মানকডিং" নাম নিয়ে আমারও আপত্তি আছে। তবে আমার মতে বোলার এর উচিত এক্দুবার সতর্ক করা। কোর্টনি ওয়ালশ (আমার খুব প্রিয় ক্রিকেটার ছিলেন), যদ্দুর মনে পড়ছে কোন একটা ওয়ার্ল্ড কাপে বোধায় পাকিস্তানের একজন ব্যাটসম্যানকে বার দুয়েক ওভাবে সতর্ক করেছিলেন, কিন্তু আউট করে দেননি। শেষে ওয়েস্ট ইন্ডিজ বোধায় ম্যাচটা হেরেছিল, তাও ওয়ালশকে সে নিয়ে কেউ দোষ দেয়নি। আসলে বোলার আর ব্যাটসম্যানের লড়াই নন-স্ট্রাইকিং ব্যাটসম্যানের মধ্যে হওয়া উচিত না বলে মনে হয়। (একেবারেই পার্সোনাল মত)। 
  • Prabhas Sen | ০৭ নভেম্বর ২০২৩ ১৩:৩৫741186
  • ওয়ালশ এর সতর্ক করে দেওয়া তাঁর মহত্ত্ব । রান নিতে ক্রিজের বাইরে বেরোলে আউট করা যেতেই পারে।ওয়ার্নিং আবার কী?
  • একদম | 2a03:4000:46:197:b434:d3ff:fe68:d9e1 | ০৭ নভেম্বর ২০২৩ ১৬:৪১741191
  • ওয়ালশ বা কপিলের স্পোর্টিং স্পিরিট সাকিবের কাছে আশা করাটাই অনৈতিক।
  • dc | 2401:4900:1cd0:4b61:c521:6653:db32:2902 | ০৭ নভেম্বর ২০২৩ ১৬:৪৬741192
  • নানা কপিলও একবার কাউকে নন স্ট্রাইকিং এন্ডে রান আউট করেছিল বলে মনে পড়ছে। যাই হোক, আমি কারুর সাথে কম্পেয়ার করার জন্য বলিনি। 
  • Rouhin Banerjee | ০৭ নভেম্বর ২০২৩ ১৮:১২741193
  • ওয়ালশ, শেহবাগ, কপিল, গ্রেম স্মিথ, অনেক নামই আসছে। চালু ধারণা হল এরা গ্রেট তাই মহত্ত্ব দেখিয়েছেন। আমি বলতে চাইছি, এটা আদৌ কোনো মহত্ত্ব নয়  গ্লোরিফাই করে মহৎ হিসাবে দেখানো হচ্ছে। ক্রিকেটে ব্যাটার এমনিতেই প্রিভিলেজড প্রজাতি। তাকে "মহত্ত্ব" দেখিয়ে অন্যায় সুবিধে দেওয়া একটা তৈরি করা মিথ। এই ট্যাবুর কাছে ওই ক্রিকেটারেরা হেরেছেন। আমরা সেগুলোকে গ্লোরিফাই করে গেছি।
  • Myth Busting | 2405:8100:8000:5ca1::c8:a5d9 | ০৭ নভেম্বর ২০২৩ ১৮:১৮741194
  • অনুজ পান্ডে থেকে অনুব্রত সকলেই সততা, নৈতিকতা ইত্যাদি ট্যাবু থেকে মুক্তির পথ দেখিয়েছে। বুদ্ধবাবু যার কাছে হেরেছিলেন। এখনো অনেকে সেগুলকে গ্লোরিফাই করে।
  • dc | 2401:4900:1cd0:4b61:c521:6653:db32:2902 | ০৭ নভেম্বর ২০২৩ ১৮:৪১741195
  • রৌহিন এর পয়েন্ট বুঝতে পারছি, তাও, লেটস এগ্রি টু ডিসএগ্রি অন দিস ওয়ান :-)
  • hu | 72.241.81.21 | ০৭ নভেম্বর ২০২৩ ২০:১৯741197
  • স্পোর্টিং স্পিরিট বলে একটা ব্যাপার ছিল। খেলা জিনিসটা যে আসলে খেলাই, কোনো যুদ্ধ নয় সেটা স্পোর্টিং স্পিরিট দিয়ে বোঝা যেত। খেলার মাঠে উদারতা, সহমর্মিতা তৈরি হয় - এ কোনো গল্প কথা নয়, নিজের চোখেই দেখা। খেলার শেষে দুটো দল হাত মেলায় সেই অনুভূতি থেকেই। হয়ত কর্পোরেট স্পোর্টসে এসবের আর প্রাসঙ্গিকতা নেই, তবে একটা সময় ছিল যখন স্পোর্টস টিমের ক্যাপ্টেন আর যুদ্ধবাজ নেতার মধ্যে তফাৎ ছিল। 
  • s | 2605:6400:30:f174::42 | ০৭ নভেম্বর ২০২৩ ২০:৩৩741198
  • Sporting spirit একটি ট্যাবু। তা থেকে ছেলেমেয়েদের মুক্ত করতে আমরা পাড়ায় পাড়ায় খেলাধুলা তুলে দিয়েছি।
  • Rouhin Banerjee | ০৮ নভেম্বর ২০২৩ ০০:২০741199
  • স্পোর্টিং স্পিরিট ট্যাবু নয়। ব্যাটারকে অন্যায় সুবিধে দেওয়া এবং তারপর সেটা স্পিরিট বলে জাস্টিফাই করা একটা নির্মাণ। আর সেটাকে মহান ভেবে চলা একটা ট্যাবু।
  • Arindam Basu | ০৮ নভেম্বর ২০২৩ ০১:৫৮741201
  • স্পোর্টিং স্পিরিট মানে এই নয় যে খেলার নিয়ম কানুন উপেক্ষা করে পরোপকার দেখানো, বিশেষ করে আন্তর্জাতিক হাড্ডাহাড্ডি কম্পিটিটিভ খেলায়। এ দুটোকে অনেকে এক করে দেখেন। আবার অনেকে জর্জ অরওয়েলের মতন, ভদ্রলোক ১৯৪৫ সালে আর্সেনাল আর রাশিয়ার ডাইনামো টিমের ফুটবল নিয়ে লিখতে গিয়ে লিখেছিলেন যে স্পোর্টিং স্পিরিট বলে প্র্যাকটিকালি কিছু হয় না (মানে ঐরকম)। 
  • Amit | 163.116.192.117 | ০৮ নভেম্বর ২০২৩ ০৬:০৬741202
  • কেসটা যদি উল্টো হতো - ম্যাথিউস র বদলে সাকিব ব্যাট করতো আর শ্রীলংকা টাইমড আউট চাইতো- তাহলে এতটা হ্যাজ নামানো হতো কি ? 
  • বোঝলাম | 2a05:dfc7:40b8::1 | ০৮ নভেম্বর ২০২৩ ০৭:০৪741203
  • নিয়ম মেনেই স্ট্যান স্বামীকে একসময় স্ট্র দেওয়া হয়নি। বন্দীকে অন্যায় সুবিধা দেওয়াটাকে মহত্ব বলে ধরা হয়, সেই ট্যাবুটি ভাঙা হয়েছে। হেলমেটের সমস্যায় বদলে নিতে না দেওয়াতেও সেই নিয়ম মেনে ট্যাবু ভাঙার মনোভাব ফুটে উঠেছে।
  • dc | 2401:4900:1cd0:4b61:ccef:d05c:f587:c69c | ০৮ নভেম্বর ২০২৩ ০৮:২১741204
  • না, এটা ফলস ইকুইভ্যালেন্স হয়ে গেল। স্ট্যান স্বামীকে তো অ্যারেস্টই করা হয়েছিল নিয়ম ভেঙে, প্রায় পাঁচ বছর ধরে ওনার কম্পিউটার হ্যাক করে এভিডেন্স প্ল্যান্ট করা হয়েছিলঃ 
     
  • Amit | 163.116.192.117 | ০৮ নভেম্বর ২০২৩ ০৮:৫৫741206
  • বাংলাদেশ এর পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে ১১-নভ  বোম্বেতে। তা সেখানে তারা এরকম স্পিরিট এর নমুনা দেখানোর পরে সেখানে দর্শকরা বাংলাদেশকে গোটা ম্যাচে হায় হায় করলে তখন আশা করি আবার কেউ নৈতিকতা মারাতে আসবে না। কোনো নিয়ম তো ভাঙছে না দর্শকরা। 
     
    কোনো আইনে ​​​​​​​বলা ​​​​​​​আছে ​​​​​​​কি দর্শকরা ​​​​​​​কোনো ​​​​​​​টিমকে হায় হায় করতে ​​​​​​​পারবে ​​​​​​​না? তাহলে ​​​​​​​তো ​​​​​​​সমস্যা ​​​​​​​হওয়ার ​​​​​​​কথা ​​​​​​​নয়। ​​​​​​​আইন ​​​​​​​আইনের ​​​​​​​পথে ​​​​​​​চলবে। 
     
    কারোর তখন আবার বাংলাদেশ প্রেম উথলে উঠলে কয়েক হাজার লোক নিয়ে বোম্বেতে গিয়ে তাদের হয়ে গলা ফাটাবে আশা করি? 
  • dc | 2401:4900:1cd0:4b61:ccef:d05c:f587:c69c | ০৮ নভেম্বর ২০২৩ ০৮:৫৭741207
  • আচ্ছা এই প্রথম ব্যপারটা পুরোটা পড়লাম। টাইমড আউট বলে কোন নিয়ম আছে জানতাম না। আর এই ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে হচ্ছে!? খেয়াল করিনি!  
  • hmmm | 2405:8100:8000:5ca1::99:6813 | ০৮ নভেম্বর ২০২৩ ০৯:১৮741208
  • অ্যাহ অমিতচাড্ডির ভুরভুরে মুসলিম ঘেন্না বাংলাদেশঘেন্না গলগলিয়ে বেরিয়ে আসছে। এরপরে রোহিত বিরাট পাকিস্তানের খেলায় টাইম আউট নিলে এইসব গাঁ মারানো কথাবার্তা কোতায় যায়। হায় হায় করা বেয়াইনী নয় তাও তোর মোদিকুত্তা হায় হায় শুনলে পুলিশ লেলায় কেন রে?
  • Timed Out | 23.105.88.138 | ০৮ নভেম্বর ২০২৩ ০৯:১৮741209
  • এই ত বোঝা গেছে অমিতচাড্ডির আসল খার বাংলাদেশের ওপর। কিন্তু ২০০১ সালে সৌরভ গাঙ্গুলি যখন স্টিভ ওয়কে অপেক্ষা করিয়েছিল তখন নৈতিকতা কোথায় ছিল? কোথায় ছিল স্পোর্টিং স্পিরিট? 

    Sourav Ganguly Finally Reveals Why He Made Steve Waugh Wait For Toss In 2001 Test Series

    https://cricketaddictor.com/cricket/sourav-ganguly-finally-reveals-why-he-made-steve-waugh-wait-for-toss-in-2001-test-series/

    Waugh has stated several times that he was annoyed by Sourav Ganguly in the 2001 series as he used to come late for the toss. The former Aussie batsman has maintained that it was against etiquette for the India star to do so. And Sourav Ganguly recently opened up on the episode.

    “It was an accident actually. In the first Test match, I left my blazer in the dressing room. They were such a good side and I was really nervous in that series because it was my first big series as captain. Last 25-30 years I haven’t seen a team as good as Australia I that generation.
    “Initially, I forgot my blazer in the first test but then I realized that he reacted to it. It was working on them, working on the team, and how they went about their jobs. They were a bit grumpy with all that and it worked for us as we won the series 2-1,” Sourav Ganguly told Mayank.

    সৌরভের ছিঁচকেপনা জায়েজ। তখন চাড্ডিদের লজিক বেশ করেছে সায়েবকে দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু সাকিবের বেলায় মুস্লিম ব্যাটাকে নৈতিকতার পাঠ দিতে হবে না? গেরামের বামুনরাই ত যুগে যুগে মুসলমান আর ছোট জাতের লোকেদের ওপর নৈতিকতা মারিয়ে এসেছে। নতুন কি?
  • হক্কথা | 2405:8100:8000:5ca1::98:1df | ০৮ নভেম্বর ২০২৩ ০৯:৩১741210
  • সৌরভ যদি ব্লেজার ভুলে এসে টাইম আউট না হয় তাহলে ম্যাথুজ হেলমেটের গণ্ডগোলে টাইম আউট হবে না কেন?
  • iye | 2405:8100:8000:5ca1::f2:e6cc | ০৮ নভেম্বর ২০২৩ ০৯:৩৮741211
  • ওটা চরণ বাঁকা নয়, চলন বাঁকা।
  • U | 115.114.60.164 | ০৮ নভেম্বর ২০২৩ ১১:৫০741213
  • যে দেশে ক্রিকেটাররা গুটকার বিজ্ঞাপন দেই, তাঁদের নৈতিকতার কথা কি বাকি থাকে?
  • অরিন | 2404:4404:173a:a700:dc29:f01:6916:25e8 | ০৮ নভেম্বর ২০২৩ ১৩:০১741214
  • অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে দেখছি দারুণ আলোচনা চলছে। 
    @Timed out: "কিন্তু ২০০১ সালে সৌরভ গাঙ্গুলি যখন স্টিভ ওয়কে অপেক্ষা করিয়েছিল তখন নৈতিকতা কোথায় ছিল? কোথায় ছিল স্পোর্টিং স্পিরিট?"
    "
    @হক্কথা: "সৌরভ যদি ব্লেজার ভুলে এসে টাইম আউট না হয় তাহলে ম্যাথুজ হেলমেটের গণ্ডগোলে টাইম আউট হবে না কেন?"
     
    এখানে দুটো ব্যাপার আসছে | 
     
    এক, MCC Laws of Cricket তার L40 ধারা অনুযায়ী
     
    40.1.1 After the fall of a wicket or the retirement of a batter, the incoming batter must, unless Time has been called, be ready to receive the ball, or for the other batter to be ready to receive the next ball within 3 minutes of the dismissal or retirement. If this requirement is not met, the incoming batter will be out, Timed out.

    40.1.2 In the event of an extended delay in which no batter comes to the wicket, the umpires shall adopt the procedure of Law 16.3 (Umpires awarding a match).  For the purposes of that Law the start of the action shall be taken as the expiry of the 3 minutes referred to above.
     
    এ ব্যাপারটা কেবল খেলা চলাকালীনই হতে পারে, খেলা শুরুর আগে বা পরে টাইমড আউটের ব্যাপারটা হয় না। ফলে সৌরভ যদি স্টীভ ওয়কে অপেক্ষা করিয়েও থাকেন, স্টীভ বড়জোর অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু আপিল করতে পারেন না কারো কাছে। 
     
    এখানে দ্বিতীয় ব্যাপারটা আসছে। ক্রিকেটের নিয়ম ৩১ অনুযায়ী, ফিল্ডিং টিম আপিল না করলে আম্পায়ার কাউকে আউট দিতে পারেন না (এমনকি বোলড হলেও আপিল করতে হবে) এবং সেখানেও ৩১.৬ ধারা অনুযায়ী
     
    31.6 Consultation by umpires
    Each umpire shall answer appeals on matters within his/her own jurisdiction.  If an umpire is doubtful about any point that the other umpire may have been in a better position to see, he/she shall consult the latter on this point of fact and shall then give the decision.  If, after consultation, there is still doubt remaining, the decision shall be Not out.
     
    এক্ষেত্রে সাকিব আপিল করেছেন, আম্পায়ার শুনেছেন এবং তাঁর "jurisdiction" অনুযায়ী (jurisdiction কথাটা খেয়াল করবেন) সে আপিল ধার্য করেছেন, এর সবটাই ক্রিকেটিয় নিয়ম অনুযায়ী হয়েছে। 
     
    সাকিব আপিল করে কি অনৈতিক কাজ করেছেন? অ্যাঞ্জেলো ম্যথিউস এবং আরো কেউ ভাবতে পারেন, কিন্তু যেখানে বিশ্বকাপ ক্রিকেটের মতন একটা "২২ গজের যুদ্ধ" চলছে, সেখানে ক্রিকেটিয় বিধিনিষেধের ঘেরাটোপের মধ্যে থেকে কেউ যদি আউটের আপিল জানান, সেটাকে খেলার কৌশল বলে ধরে নেওয়াটাই সঙ্গত। 
  • Timed Out | 192.34.82.122 | ০৮ নভেম্বর ২০২৩ ১৩:১৮741215
  • আরে মশাই সৌরভ টাইম আউট হত লিখিনি। স্পোর্টিং স্পিরিটের কথা হচ্ছিল কিনা। তা সৌরভের ক্ষেত্রে স্পোর্টিং স্পিরিট কোথায় গেল? সৌরভ বা কোহলির ক্ষেত্রে বলা হয় দারুন এগ্রেশন দেখিয়েছে।
  • অরিন | 2404:4404:173a:a700:dc29:f01:6916:25e8 | ০৮ নভেম্বর ২০২৩ ১৩:২০741216
  • @বোঝলাম: "নিয়ম মেনেই স্ট্যান স্বামীকে একসময় স্ট্র দেওয়া হয়নি।"
     
    না, সেক্ষেত্রে নিয়ম মানা হয়নি, নিয়ম বরং ভাঙা হয়েছে।
     
    ভারতের ল' কমিশনের রিপোর্ট অনুযায়ী (এবং এর পরিপ্রেক্ষিতে UN Declaration দেখুন) বলা হয়েছে,
     
    > Victims should be given proper health care for their physical injuries, mental health care for the trauma, stress etc caused, community assistance to help them overcome difficulties faced due to the crime and finally compensation for the damages caused by the crime.
  • অরিন | 2404:4404:173a:a700:dc29:f01:6916:25e8 | ০৮ নভেম্বর ২০২৩ ১৩:৪৭741217
  • @Timed out: " তা সৌরভের ক্ষেত্রে স্পোর্টিং স্পিরিট কোথায় গেল?"
     
    সৌরভ এবং স্পোর্টিং স্পিরিট, :-),
     
    "He has never courted popularity, and was downright unpopular during his stint with Lancashire, where he was nicknamed “Lord Snooty” and so alienated teammates they had vacated the balcony by the time he went to salute it following his belated first half-century. The rift was exacerbated, admittedly, by the fact that Ganguly travelled around the country with his wife and seldom bought into the dressing-room-as-home bonding ethic, but while detachment in that environment rarely works"
     
    Michael Kasprowicz এর জবানী:
     
    ""He did have the knack of irritating you, grating you," Kasprowicz, who locked horns with "the Raj" on countless occasions, told The Sun-Herald between matches for the Mumbai Champs in the Indian Cricket League.
    "There was the third Test at Nagpur in 2004. He requested a spinning wicket. The groundsman went against Sourav and made a good cricket wicket, hard with a bit of bounce, which suited our bowling attack more than theirs.
    ...
    Ganguly was captain but Rahul Dravid walks out to do the toss. Adam Gilchrist was our captain. Ricky Ponting was injured. Gilly asked, 'What's happened here? Where's Ganguly?' Dravid says: 'Oh, who knows'?"
    Ganguly not only skipped the toss. He threw the toys out of the cot, withdrawing from the game altogether. "
    (এই ব্যাপারটা গিলক্রিস্ট তাঁর True Colours এও লিখেছিলেন) 
     
     
  • PRABIRJIT SARKAR | ০৮ নভেম্বর ২০২৩ ১৯:৫৭741220
  • ক্রিকেট খেলা ভদ্রলোকের খেলা তবে আজকাল ছোটোলোকরা খেলছে তাই এরকম ঘটনা ঘটছে। আইন করা হয়েছে যাতে কোনো ব্যাটসম্যান অনাবশ্যক দেরি  না করে। মেথিউস ক্রিজে পৌঁছে হেলমেট সমস্যায় ফেসেছে -মানবিক দিক থেকে দেখা উচিত ছিল। মানকর আউট একজন বেশি এগিয়ে থেকে অন্যায় সুযোগ নিচ্ছে। সতর্ক না করেও আউট করা ঠিক আছে। রান নিতে গিয়ে ফিল্ডারের সঙ্গে সংঘর্ষে কেউ পড়ে গেলে তাকে আউট আইনত করা যায় তবে ভদ্রলোকেরা করবে না মানবিক ভাবে দেখবে। এর জন্যই বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা।
  • kk | 2607:fb90:ea0c:cd31:7a6a:9d53:7567:cde4 | ০৮ নভেম্বর ২০২৩ ২০:৫৯741221
  • 'ভদ্রলোক' আর 'ছোটলোক' এর ডেফিনিশন ঠিক কী?
  • | ০৮ নভেম্বর ২০২৩ ২১:১২741222
  • ম্যাথিউজ ডাগ আউটে বসে কী করছিল? ওর ত তখনই হেলমেটের সমস্যা দেখার কথা।  আম্পায়ারকে বলে সময় নিতে পারত। নেয় নি কেন? একটা বল খেলেও নিতে পারত। নেয় নি কেন? 
     
    আর ভদ্দরলোক ভারতীয় ক্রিকেটাররা আবার বেটিঙ অ্যাপের অ্যাড দেয়। গুটখার বিজ্ঞাপন করে। তাদের আবার নৈতিকতা!? ওয়াক এবং থুহ। 
     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন