এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হোয়াট্স্যাপে বিজয়বর্গী? 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৮ জুন ২০২৩ | ১১৯২ বার পঠিত
  • পরশু আইএসএফ এর পীরজাদার সঙ্গে বিজেপির বিজয়বর্গীর একটি অন্তরঙ্গ হোয়াটস্যাপ কথোপকথনের ছবি 'ফাঁস' হয়েছিল। মোবাইল স্ক্রিনের হাতে তোলা ছবি। অদ্ভুত এক প্রোফাইল থেকে এসেছিল। কাল দেখে উড়ো খবরই মনে হয়েছিল। এই বাজারে সবাই সবাইকে বিজেপির বি-টিম বলছে। এটাও সেরকম। একটু পরেই অস্বীকার করা হবে, এবং বিষয়ের ইতি। 

    কিন্তু কাল নৌশাদের বেশ কয়েকটা উত্তর দেখলাম, দেখে বুঝলাম, কেস সেরকম না। উনি অস্বীকার করলেননা। বললেন, পাত্তা দিচ্ছেননা। আরও বললেন, যে, নির্বাচন থেকে চোখ ঘোরাতেই এইসব কারবার। সেটা সৎ উত্তর বলেই মনে হল। সত্যিই নির্বাচনে বিরোধীপক্ষ তো অভিযোগ তুলবেই, এবং পাত্তা না দেওয়াই উচিত কাজ। কিন্তু সত্যিই কি পুলিশ-অফিসারদের সরাতে বিজেপির সভাপতিকে মেসেজ করেছিলেন? অস্বীকার করলেন না।

    সিপিএমের সুজন চক্রবর্তী এবং বিজেপির সুকান্ত মজুমদারও বললেন শুনলাম। দুজনেই মোটামুটি এক সুরে বললেন, এবং তাঁরাও ব্যাপারটা অস্বীকার করলেননা। সেটা ঠিকই আছে। কারণ নৌশাদ তাঁদের জানিয়ে সব মেসেজ করেন তা তো নাই হতে পারে। কিন্তু তারপর তাঁরা বললেন, যে, হোয়াটস্যাপ তো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। তার চ্যাট ফাঁস হয়ে গেল কীকরে? চক্রান্ত, তদন্ত এইসবও বললেন। কিন্তু এইটা শুনে আমি একটু বোকা বনে গেলাম। এটা তো মোবাইলের ছবি। আপনি যদি মোবাইলে হোয়াটস্যাপ খুলে রাখেন, আর আমি আমার মোবাইল দিয়ে তার ছবি তুলে নিই, সেই ছবি তোলাটা কীকরে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে আটকানো যায়? টেক জিনিসপত্র নিয়ে অনেকদিন কাজ করছি, এইরকম কথা শুনিনি কখনও। 

    ওঁরা টেকস্যাভি না, সে অবশ্য হতেই পারে। টিভিতে বলার আগে, ওঁদের দলের টেকস্যাভি লোকজনের কাজ থেকে একটু পেপ-টক নিলে ভালো হত। কিন্তু না নেওয়ায় বিপুল কোনো ক্ষতি হয়েছে তা না। কারণ যেটা জানা দরকার, সেটা এইসব না। জানা দরকার, এই মেসেজগুলো সত্যি কিনা। এর উত্তর এক কথায় হতে পারে, 'সব গুলবাজি'। সেটা খুবই সম্ভব। কারণ, সত্যিই তৃণমূল আগের চেয়ে কিঞ্চিৎ নড়বড়ে অবস্থায়। ফলে নজর ঘোরাতে উড়ো খবর নিয়ে হইচই অসম্ভব কিছু না। কে কার বি-টিম এ নিয়ে আকচা-আকচি তো চলছেই।

    অথবা, অন্য যে সম্ভাবনাটা পড়ে থাকে, সেটা হল, বার্তাগুলি সত্য। এও খুব ভয়ঙ্কর কিছু অপরাধ নয়। যেকোনো লোককে মেসেজ পাঠানো, ভয়ঙ্কর কেন, কোনো অপরাধই না। এর যে সুদূরপ্রসারী প্রভাব, সেটা রাজনৈতিক, যা আমরা সবাই জানি। একবছর পরে লোকসভা নির্বাচন। বিরোধী শক্তিরা মোটামুটি এক সুরে, বিজেপির বিরুদ্ধে লড়ার বার্তা দিয়েছে। তাদের মধ্যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আপ, নীতীশ, লালু, সক্কলে আছেন। কোনো-কোনো রাজ্যে নিজেদের মধ্যে লড়াই হতেও পারে। কিন্তু তারপরেও দুটো পক্ষ মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। এই বিজেপি-বিরোধী-পক্ষে বিজেপির কোনো এজেন্ট ঢুকে পড়লে, সেটা ভয়ঙ্কর হবে।

    কাজেই, প্রত্যাশা একটাই। বার্তাগুলি অস্বীকার করুন। কিংবা, যদি সত্যি হয়, ব্যবস্থা নিন। মধ্যপন্থা কিছু নেই। না, তৃণমূল একেবারেই ধোওয়া তুলসীপাতা নয়। অনুব্রত মন্ডলের দরজায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার গপ্পো আমরা জানি (সেটা অবশ্যই গরু চুরির মামলা নয়) । পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ গুরুতর। যেটা আরও গুরুতর, সেটা হল শিক্ষাব্যবস্থার হালও খুবই খারাপ পশ্চিমবঙ্গে। সেসব নিয়ে বলা একেবারেই উচিত কাজ। কিন্তু একই সঙ্গে দুয়ারে যে রঘুডাকাতরা দাঁড়িয়ে আছে, তাদের দিকে চোখ বন্ধ করে রাখারও কোনো মানে নেই। এই কয়েকদিনের মধ্যেই খবর এসেছে সিবিআই হেফাজতের ১০০ কেজি সোনা হাপিস। আরবিআই এর অষ্টআশি হাজার কোটি টাকার হিসেব নেই। অষ্টআশি হাজার কোটি টাকা। মনিপুর জ্বলছে। ইডি-সিবিআই কে দিয়ে বস্তুত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গুষ্টির তুষ্টি করার আয়োজন হচ্ছে। না, লালু-টালুরাও ঠিক ধোওয়া তুলসীপাতা নন। কিন্তু রঘু আরও ডাকাতরা এলে, রাজ্য-টাজ্য বলেই কিছু অবশিষ্ট থাকবে বলে মনে হয়না।

    এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিজেপি-বিরোধী, বা অন্তত ঘোষিত ভাবে বিজেপি-বিরোধী সমস্ত দলই রাষ্ট্রীয় স্তরে একমত। এই ব্যাপারটা স্থানীয় স্তরেও বজায় রাখুন। আবেদন এইটুকুই।

    পুঃ প্রদীপ্ত ভট্টাচার্য আজই একটা পোস্ট করেছেন, তিনি একটা পুরষ্কার প্রত্যাখ্যান করেছেন, বিজেপি-পনার জন্য। খুবই অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত। কিন্তু কথা হল, বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতি, আইন থেকে রাজনীতি, সর্বত্র এরা নাক গলাচ্ছে, এ তো কোনো নতুন কথা না। এই বিপুল নেটওয়ার্ক বাকিরা এতদিন কেন টের পাননি, বা এখন টের পাচ্ছেন না, সেটা, সত্যিই মাথায় ঢোকেনা। এটা অবশ্য অন্য পোস্টের বিষয়। পরে কখনও লেখা যাবে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ১১:৪৭520519
  • সেটাই তো মুশকিল। এখানে কে যে জগৎশেঠ আর কেইবা যে সিরাজ বোঝা তো দায়। মমব্যান ই আগে আদর করে বাজপেয়িকে মায়ের মালপো খাওয়াতে ডেকে এনেছিলেন কিনা।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১১:৫১520520
  • আপনি তো পাঁচিলে বসে মোদির বাদামভাজা খাচ্ছেন। খাননা।  এত বোঝার দরকারটাই বা কী। আর আপনাকে বোঝাচ্ছেই বা কে।
  • সিএস  | 103.99.156.98 | ১৯ জুন ২০২৩ ১১:৫৮520521
  • বড় গুণ্ডা ইংরেজদের কাছে জগৎশেঠের সাহায্য চাওয়া নিয়ে ঈশানের এই লাইনটা, "পারলে বড় গুন্ডার কাছে জেতেননা", এটা মনে হয় পুরো ঠিক নয়। বাংলার নবাবী রাজনীতিতে বিদেশী শক্তির কাছে সাহায্য চাওয়া জগৎশেঠই প্রথম করেনই। আগেও হয়েছে, সে আরো পুরোন সময়ে দিল্লীর সাথে কোন লড়াইয়ের আগে বন্দী থাকা পর্তুগীজ সৈন্য না কাদের যেন মুক্তি দেওয়া হয়েছিল নবাবের পক্ষে যুদ্ধের জন্য। বিদেশী শক্তিকে ব্যবহার, ইংরেজদের আগে, যেমন পর্তুগীজদের ব্যবহার নবাবরাই করেছে। সুতরাং জগৎশেঠের স্ট্রাটেজী আকাশ থেকে পড়েনি।

    এখন হ্যাঁ, পর্তুগীজদের সাথে বাজপেয়ী পর্বের ভাজপার তুলনা করতে পারেন আর ক্লাইভের সাথে মো-শা পর্বের তুলনা করতে পারেন। ক্ষমতার দিক দিয়ে ইংরেজরা পর্তুগীজদের থেকে এগিয়ে ছিল, তার ফল তেমন হয়েছিল।

    তার মানে ঐ আর কি, বিদেশী শক্তি (ভাজপা) - তে আপত্তি কারোরই ছিল না (নেই)।
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ১২:০০520522
  • ও আচ্ছা - খোলা পাতায় তাহলে আজকাল স্পেসিফিক কাউকে টার্গেট করে করে বোঝানো হচ্ছে বুঝি ? সেগুলো স্পষ্ট লিখে ​​​​​​​দেওয়া ​​​​​​​দরকার ​​​​​​​তো ? যে ​​​​​​​ঠিক ​​​​​​​কারা ​​​​​​​কারা ​​​​​​​পড়বে ​​​​​​​আর ​​​​​​​কারা ​​​​​​​কমেন্ট ​​​​​​​করবে ? নাহলে ​​​​​​​বোঝা ​​​​​​​যাবে ​​​​​​​কি ​​​​​​​করে ?
     
    আমরা নাহয় মমব্যানের ওপর তিতিবিরক্ত হয়ে পব ছেড়েছি। কিন্তু যারা মমব্যানকে এতো শহীদ সিরাজ বানানোর চেষ্টায় রত - তারা কেউ ফিরতে পারছেন না কেন ? সবই কি নিজে নিরাপদ দূরত্বে বসে জ্ঞান দেওয়া ? 
  • * | 185.220.101.60 | ১৯ জুন ২০২৩ ১২:১৩520523
  • q | 2405:8100:8000:5ca1::68:b0b8 | ১৯ জুন ২০২৩ ১৩:৫৫520526
  • অমিত ন্যায্য প্রশ্ন করেছেন। মোদিজির আমলেও যদি ভারতে ফেরা না যায় তো কিসের আচ্ছে দিন?
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e285:f6a1:b93c:38a | ১৯ জুন ২০২৩ ১৮:১২520532
  • সিরাজ শুনে মনে পড়ে গেল, মাছের কালিয়া রেসিপিটা কি নবাবদের সাথে রিলেটেড? বাঙালির রান্নার মধ্যে ওটা বড্ড ভাল।
  • হেহেহে | 2405:8100:8000:5ca1::2be:8714 | ২০ জুন ২০২৩ ০৭:৪৪520545
  • অস্ট্রেলিয়ার রেসিডেন হাইদ্রাবাদে ফেলাটের মালিক অমিতচাড্ডি  নিরাপদ দূরত্ব চোদাচ্ছে? খ্যা খ্যা খ্যা খ্যা নির্লজ্জ ছ্যাঁচোড়
  • | 2406:7400:63:494e::100 | ২০ জুন ২০২৩ ১৮:৪৭520562
  • সবকটা শনিবার দিন নিরামিষ খাওয়া আর হাতে গ্রহশান্তি আংটি পরা লালু আর লালুবাচ্চা রা এখন রাম্বাম হয়েছে | 
    কোনো লাভ নেই আর আসবি না | দিদির ভাষায় ,' দেখবি আর জ্বলবি , লুচির মতো ফুলবি '| 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন