এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • খোলা চিঠি কবিগুরুকে

    স্বনন্দিনী Swanandini লেখকের গ্রাহক হোন
    ১১ মে ২০২৩ | ৭৭০ বার পঠিত
  • শ্রীচরণেষু গুরুদেব,

    আমি একুশ শতক থেকে বলছি। তোমার স্বপ্নের বঙ্গভূমি থেকে। তোমার আবির্ভাবের ১২৫ বছর পর পৃথিবীর আলো দেখেছি আমি। বাঙালি হয়ে জন্মানোর সুবাদে প্রকৃতির সহজাত দানের মতোই শৈশবেই তোমাকে পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে। ‘সহজপাঠ’ থেকে ‘সভ্যতার’ সংকট সবই চিনেছি তোমার হাত ধরে। আমার মস্তিষ্কের চোরাকুঠুরিতে প্রদীপ প্রজ্বলনের প্রথম কারিগর তো তুমিই !

    জানো কবিগুরু, ভেবেছিলাম তোমার আলোর ভুবন থেকে যেটুকু উত্তাপ আমি নিজের ভিতর সংগ্রহ করেছি তা ছড়িয়ে দেব অসংখ্য কচি মুখে। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করব। সেই কিশোরী বেলা থেকেই, স্কুল শিক্ষক জ্যাঠামশাই ছিলেন আমার রোল মডেল। মিশরের পিরামিড হোক কিংবা বারমুডা ট্রায়াঙ্গেল,  তাঁর দরজায় কড়া নাড়লেই খুলে যেত বিশ্বের জ্ঞান ভান্ডারের খাজানা। তাঁর কাছেই তো প্রথম শুনেছিলাম, তোমার অমল ও দইওয়ালার কথা, নন্দিনী ও বিশুপাগলের গল্প।
     
    ঋষিবর, তুমি তো মহাশূন্যের বাসিন্দা দীর্ঘকাল। তা সেখানে বসে কি তুমি এই মাটির পৃথিবীর দিকে ফিরে তাকাও কখনো সখনো? তাকালে জানতে পারতে, শিক্ষকতার স্বপ্ন দেখা আমাদের মত কতশত যুবক-যুবতীর স্বপ্ন চুরি হয়ে গেছে, তোমার এই সোনার বাংলায়। একদা বণিকের হাতের দণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল বলে তুমি ভর্ৎসনা করেছিলে। অথচ আজ শিক্ষাঙ্গন জ্ঞান অর্জনের মাধ্যম কম, সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার দপ্তরখানাই বেশি। বণিকেরা আজও সক্রিয়। আজ তারা শুধু রাজশক্তির নিয়ন্ত্রক নয় শিক্ষা ব্যবসায়ী। তুমি পরামর্শ দিয়েছিলে শিক্ষাকে বহন না করে বাহন করার। কিন্তু এতগুলো বছরেও আমরা তা পারলাম কৈ? আমাদের বস্তাভর্তি ডিগ্রি আছে, মগজ বোঝায় বোধ নেই। সততা নামের শক্তি নেই । তাইতো ন্যায্য কর্মপ্রার্থীরা রাস্তায় বসে ধর্না দেয়া। আর চোরা শিকারীরা, দেরাজ ভর্তি করে।
     
    দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। জীবন থেকে বছরগুলো ফুরিয়ে গেছে। ঘর বাঁধার মানুষগুলো অপেক্ষা করতে করতে কখন যেন মুখ ফিরিয়ে নিয়েছে। ঘরে বাইরে যে মানুষগুলো বছরের পর বছর নিজেদের উজাড় করে দিয়েছে, তারাও আজ আস্থা হারিয়ে ফেলেছে আমাদের উপর থেকে।

    তুমি তো সভ্যতার বিবেকস্বরূপ কবিগুরু ! তোমার যুক্তির শাণিত ফলায় থমকে গেছে কত শত অঘটন। ফিরে এসো তুমি, দাঁড়াও এই মেরুদণ্ডহীন, আত্মঘাতী জাতির শি‌য়রে। তোমার প্রজ্ঞার আলোয় উন্মীলিত হোক আমাদের জ্ঞানচক্ষু। রোধ হোক আত্মক্ষয়। 

    প্রণমান্তে,
    একুশ শতকের জনৈক বাঙালি কন্যা।

    ১১-০৫-২০২৩
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন