এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জয় হো

    aftab hossain লেখকের গ্রাহক হোন
    ১৪ আগস্ট ২০২১ | ৯২৬ বার পঠিত
  • ১৬ই ডিসেম্বর বা ২৬শে জুলাই জানেন কি?

    কেনই বা জানবেন। আসলে প্রসঙ্গ গুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর আপামর ভারতবাসী সেটা গিলছেও। আসলে অশিক্ষা নয় রীতিমত কুশিক্ষায় দেশটা ভরে গেছে। তাই আত্মদানের এই মহান স্বাধীনতা দিবস আজ আমাজন আর ফিল্পকার্টের সেলেই সীমাবদ্ধ। আর বাঙালি? বাঙালি নিজ স্বত্তা ভুলে হুবহু এই কুশিক্ষা কে নিজ অন্তরে মজ্জাগত করে চলছে।

    পথের পাঁচালি খ্যাত বাঙালি আজকাল বাংলা সিনেমাকে ন্যাস্টি কালচার বলে। কথায় কথায় ফাক ইউ আর WTF বলা বাঙালি আজ সারাদিন সেট ম্যাক্স নয় তো জি সিনেমা বা স্টার মুভিস নিয়ে বসবে। আর একটু উন্নত দেখনদাররা নেটফ্লিক্স বা hotstar কিম্বা আমাজন প্রাইম। শেরশাহ রিলিজ করেছে বলে। সারাদিন ধরে চলবে ব্লক ব্লাস্টার সিনেমা। এটাই এখন ট্রেন্ড। এটাই এখন দেশপ্রেম।

    এবার সিনেমা গুলোর নাম শুনুন, হয় বর্ডার, নয় রাজি, এখন তো আবার লেটেস্ট এ মেরে বতন এর সুপারহিট উরি। কোথাও কোথাও আবার এখনো মে নিকলা গাড্ডি লেকে, মেরা হিন্দুস্থান জিন্দাবাদ হে জিন্দাবাদ রহেগে মার্কা সানি লিয়ন থুড়ি সানি দেওল।

    এবার প্রশ্নটা হল স্বাধীনতা আমরা কাদের থেকে পেয়েছিলাম?

    উত্তরটা হল ইংরেজদের থেকে।

    তাহলে প্রথম শ্রেণীর এন্টারটেন্টমেন্ট মিডিয়া আপনাকে ইংরেজ বিরোধী সিনেমা না দেখিয়ে পাকিস্তান বিরোধী সিনেমা দেখাচ্ছে কেন?
    বর্ডার, রাজি, উরি, গদর বা হালফিলের শেরশাহ এই হট কেক সিনেমার কোনটি ইংরেজ বিরোধী?

    বাদ দিন, ২০০ বছর যাদের গোলামী করলাম তাদের বিরুদ্ধে আপনার জানা একটাও ইংরেজ বিরোধী সিনেমার নাম বলুন তো। পারবেন না। একটাই মনে করতে পারবেন। লগন। কিন্তু তাতেও দেশপ্রেম ক্রিকেটের হাত ধরে আছে। দেশপ্রেম আর এন্টারটেন্টমেন্ট এক নয় দাদা বুঝতে শিখুন। না বুঝলেও চাপ নেবেন না, আমাজনের ইন্ডিপেন্ডেন্স সেলে আজ ৪০% ছাড় আছে। শপিং করার পরে একবার "রাজকাহিনী" দেখতে পারেন।

    সেলুলার জেলে ৫৮৫ জন বন্দির মধ্যে ৩৯৮ জন বাঙালি ছিলেন। বিভিন্ন ঐতিহাসিকবিদ বিভিন্ন সময় বলেছেন যে অত্যাচার ওনাদের ওপর করা হত সুস্থ মানুষ তা দেখলেও অসুস্থ হয়ে পড়তেন। পশ্চিমবঙ্গে ৩৪১ টা ব্লক আছে, ১২১ টার মত মিউনিসিপ্যালিটি। কয়েক হাজার পাড়া, কয়েক লক্ষ ক্লাব আর হাজার খানেক নেতা। কখনো কারো মুখে এতদিন পর্যন্ত্য ওই বীর ৩৯৮ জনের নাম শুনেছেন। কখনো শুনেছেন ওই বংশের কাউকে সামান্যতম সন্মান জানিয়ে কোন অনুষ্ঠান করতে। বাংলার কোন অজানা শহরের অজানা গ্রামে গিয়ে গডসের নাম যদি জনপ্রিয়তা পায় তাহলে সেলুলার জেলের বন্দি স্বাধীনতার কারিগর অবনীরঞ্জন ঘোষের নাম কেন অখ্যাত থাকবে। এ কেমন ইতিহাস। কেনই বা সেলুলার জেলের লাইট শোতে বাঙালির নাম বেশি দেখানো হচ্ছে এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রক আপত্তি করবে। প্রশ্ন করুন তেজোমহলের ইতিহাস জানা যে লোকগুলো লালকেল্লায় বা বঙ্গের মহানগরে প্রতিবছর মিথ্যে স্বপ্ন বিক্রি করেন তাদের কাছে যে স্বাধীনতার স্বপ্ন সাকার করতে করতে সেলুলার জেলে যে ৩৯৮ জন বাঙালি অমানবিক যন্ত্রনা সহ্য করতে করতে মারা গেলেন তাদের অবদান কি একটা সামান্য বন্দরের নামকরণেরও যোগ্য নয়। একবার চোখ তুলে তাকান আপনাদেরই গ্রামের অনেকগুলো ছেলে আজও দেশ রক্ষায় কাশ্মীর থেকে কোচবিহার পর্যন্ত্ বুক চিরে দাঁড়িয়ে আছে। কখনো ওদেরকে ট্যাগ করে বলেছেন ভাই ভাল থাকিস। কখনো দেশ পাহারা দেওয়া ছেলের বাবাকে ডেকে কখনো পতাকা উত্তোলন করিয়েছেন?

    যদি উত্তর না হয় তাহলে তাহলে paytm থেকে জিও রিচার্জ করুন। এতে সুশান্তর আত্মা শান্তি পাবে।

    বুঝতে শিখুন..

    স্বাধীনতা মানে ৩০০ ফুট পতাকা হাতে ২৮টা লোক আর ভিকি কৌশল বা সিদ্ধার্থ মালহোত্রা নয়।
    স্বাধীনতা মানে হিন্দি গান আর একদিনের ছুটি নয়।
    স্বাধীনতা মানে ইন্ডিপেন্ডেন্ট সেল নয়।

    স্বাধীনতা মানে ৮/৯ ফুট পতাকায় মোড়া একটা পুরো দেশ হয়।

    জয় হিন্দ।

    পুনশ্চঃ প্রথমে লেখা প্রথম তারিখটা মুক্তিযুদ্ধে পাকিস্থানের হারের তারিখ। আর দ্বিতীয়টা কার্গিল বিজয় দিবস।

    এবার নিজেই ভাবুন

    কার্গিল দিবসের দিন 'শের শাহ' বা LOC এর মত সিনেমা রিলিজ না হয়ে অগাস্ট মাসে হয় কেন?

    এন্টারটেন্টমেন্ট, ব্যবসা আর দেশপ্রেমের ককটেলটা বুঝবেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kausik Ghosh | ২২ সেপ্টেম্বর ২০২১ ১৮:২২498572
  • সবে ঘরে ফিরে একটু জিরিয়ে নিয়ে কফির কাপে বিস্কুট ডুবিয়ে গুরুচন্ডালী খুললাম। আজই দুপুরে কাজের ফাঁকে আফতাব হোসেনের চাষা পড়েছি। বড়ো আশা নিয়ে জয় হো-তে চোখ বোলাতে শুরু করলাম... ছেলেটার লেখা আমার বেশ লাগে।
    ধুর মশাই, দিলেন তো 'এই বেশ ভালো আছি'-র বেলুনটায় পিন ফুটিয়ে। এলওসি কিংবা শেরশাহ যবে খুশি রিলিজ করুক, আপনার কি তাাতে ?
    অস্বস্তিকর প্রশ্নগুলো দিনের অন‍্য সময় তোলা যেতো না ? আচ্ছা মানুষ বটে আপনি।
  • dc | 122.164.204.93 | ২২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭498576
  • নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম দুটোই অতি ধুর মার্কা সার্ভিস। একটাও ভালো সিনেমা পাওয়া যায় না, সব টরেন্ট থেকে ডাউনলোড করে দেখতে হয়। কদিন আগে মনে হলো নাইট অফ দ্য জেনারালস অন্তত বছর দশেক দেখিনি, আরেকবার দেখি। কোথাও পেলাম না, শেষে টরেন্ট থেকে নামালাম। আরেকবার আর্সেনিক অ্যান্ড ওল্ড লেস দেখবো ভাবলাম, সেও পেলাম না। কারা যে নেটফ্লিক্স দেখে বুঝিনা। 
  • dc | 122.164.204.93 | ২২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭498575
  • নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম দুটোই অতি ধুর মার্কা সার্ভিস। একটাও ভালো সিনেমা পাওয়া যায় না, সব টরেন্ট থেকে ডাউনলোড করে দেখতে হয়। কদিন আগে মনে হলো নাইট অফ দ্য জেনারালস অন্তত বছর দশেক দেখিনি, আরেকবার দেখি। কোথাও পেলাম না, শেষে টরেন্ট থেকে নামালাম। আরেকবার আর্সেনিক অ্যান্ড ওল্ড লেস দেখবো ভাবলাম, সেও পেলাম না। কারা যে নেটফ্লিক্স দেখে বুঝিনা। 
  • আফতাব হোসেন | ২২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩498577
  • কৌশিক বাবু 
    লেখাটা তখন ভেবেছিলাম  যখন জি কোম্পানি শহীদ ক্ষুদিরামকে মোস্ট ওয়ান্টেড লিস্টে রাখার পরও তথাকথিত বাংলা মিডিয়া এ অপমানকে ' ব্রেকিং ' করে দেখাতে পারেনি ।
    তখনই মনে হয়েছিল কেউ ঘাড় ধরে থাকলে একমাত্র ঝুলে পড়লেই মনে হয় মেরুদন্ড সোজা রাখা যায়  ।
    বাঙালি মিডিয়ার মেইনস্ট্রিম ঘাড় অন্য কেউ ধরে ।
  • আফতাব হোসেন | ২২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৫498578
  •  " dc "
    আপনার সঙ্গে আমি একশ ভাগ একমত ।
    তবে টরেন্ট বাদ দিয়েও টেলিগ্রাম অনেক ভালো মুভি দেখতে পাওয়া যাচ্ছে শুনছি 
  • dc | 122.164.204.93 | ২২ সেপ্টেম্বর ২০২১ ২০:২১498583
  • আচ্ছা টেলিগ্রাফের কথা জানতাম না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন