এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আ মরি বাংলাভাষা 

    jhuma samadder লেখকের গ্রাহক হোন
    ২১ ফেব্রুয়ারি ২০২১ | ৯২৯ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • ২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফেসবুকে বড়সড় হ্যাজ নামাব...


    এঃ! দেখেছ? ফের 'হ্যাজ নামাব'!! আজকের দিনেও? ছিঃ! শেম অন মি...


    হ্যাঁ, যতই চেষ্টা করি, আমাদের আবেগ-টাবেগ সব এখন হিন্দি কিম্বা ইংরেজিতেই প্রথমে আসে। দরকারে- অদরকারে বাঙালী এখন হিন্দি কিম্বা ইংরেজীতেই গ্ল্যামার খোঁজে। 


    কিন্তু, তাতে দোষের কী? ছেলেপুলেরা হিন্দিতে কথা বলুক, ইংরেজিতে ভাবনাচিন্তা করুক, ফরাসী কায়দায় হাঁচুক-কাশুক, অসুবিধে কী? ভাষাই তো। একটার জায়গায় পাঁচটা শিখলেই-বা ক্ষতি কী? 


    ক্ষতি নেই। কিন্তু, বাংলাটা পড়তে পারাটা যে বড্ড  জরুরী। বাংলা সাহিত্যের মত ধনী সাহিত্য খুব কম ভাষায় আছে। 


    আমি নিজে চেষ্টা করে চলি, বাচ্চাদের বাংলা গল্প-উপন্যাস-নাটক পড়ে শোনাতে। সপ্তাহে একটা ক্লাস অফ করেও ওদের দিয়ে কবিতা পড়াতে, নাটক করাতে। বাবা-মায়েরা খুব পছন্দ করেন না। 'সময় নষ্ট' হয় এতে। অথচ, 'বাংলাটা ঠিক আসেনা' আবৃত্তি করিয়ে বাচ্চাদের দিয়ে হাততালি কুড়োতে ভালবাসেন।


    তাঁরাই-বা কী করবেন? চাকরি পেতে গেলে হিন্দি-ইংরেজীতে সড়গড় হতেই হবে। তাই বাংলার পেছনে সময় নষ্ট করে কী লাভ?


     এই খাস কোলকাতাতেই শপিংমল কিম্বা বড় রেস্তোরাঁয় বাঙালী বিক্রেতা বাঙালী ক্রেতার সঙ্গে হিন্দিতে কথা বলেন(কেন কে জানে!)। ওঁদের নিশ্চয়ই চাকরির প্রথম শর্ত থাকে, হিন্দি-ইংরেজীতে অনর্গল কথা বলতে পারা।


    এবার বলবেন, বাঙালীর টাকাপয়সা নেই, তারা ব্যবসাজীবি নয়, চাকুরীজীবি। তাই বাংলার কথা কেউ শোনে না। 


    কিন্তু, সে তো ভাই, কোনোকালেই ছিল না। কিন্তু, পৃষ্ঠপোষক তো ছিলেন। বাবা-মায়েরা বাংলা গল্পের বই পড়াটাকে অন্ততঃ 'সময় নষ্ট' মনে করতেন না। নিয়মিত সাময়িক পত্রিকা আসত ঘরে। নিজেরাও পড়তেন। এখনকার বচ্চারা সাময়িক পত্রিকার নামই শোনে নি। 


    ওদের কাছে 'টুম্পা সোনা'ই আদর্শ হয়ে উঠবে, এতে আর আশ্চর্য কী?


    'টুম্পা সোনা'র প্যারডি দিয়ে ব্রিগেড ভরানোর চেষ্টা দেখে অনেকে নাক সিঁটকোচ্ছেন। সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, রুমা গুহঠাকুতার জায়গায় 'টুম্পা সোনা'!! 


    সেখানেও কিন্তু গোড়াতেই গোলমাল। সে সময়ে শিক্ষিত আর অশিক্ষিতের বিভাজন ছিল মারাত্মক। কমিউনিস্ট ভাবনাচিন্তা করা লোকজনের সঙ্গে কথা বলতে গেলেই ট্রটস্কি, গোর্কি আওড়াতেন, যা আমজনতার কাছে 'শিশি-বোতলের' মতই শক্ত মনে হত। এরপর হু হু করে চলে এল ইংলিশ মিডিয়ম স্কুল। কষ্টেসৃষ্টে ভর্তি করে দিলে চাকরি পাবে ভবিষ্যতে। ফলে, পরবর্তী সময় হয়ে উঠেছে সেই 'অর্ধশিক্ষিতের প্রতিশোধের' সময়।


    বর্তমান পরিস্থিতিতে, অন্য রাজ্য থেকে অন্য কোনো সংস্কৃতি হয়তো উড়ে এসে জুড়ে বসতেই পারে। কিন্তু, আমাদের সংস্কৃতি দিয়ে তাদের প্রভাবিত না করে, তাদের সংস্কৃতির দ্বারাই নিজেরা প্রভাবিত হয়ে যাচ্ছি, এটাই ভাবনার।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বাইরে দূরে | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৬103017
  • বিদেশে থাকি । ইংরেজি অনেক শুনি। কলকাতার শপার স্টপে গিয়েও শুনলাম। বাংলায় প্রশ্ন করলে  ইংরেজি হিন্দি মিশিয়ে একটা বিচিত্র ভাষায় জবাব পেলাম। আবার বাংলায় বলেছি আমি তো বাংলায় কথা বলছি ইংরেজিতে উত্তর দিচ্ছেন কেন? আমতা আমতা জবাব হল, সার এখানে বাংলা তেমন চলে না । ধরণি দ্বিধা হও । 

  • | ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৭103019
  • "বাংলা সাহিত্যের মত ধনী সাহিত্য খুব কম ভাষায় আছে।"  - এই আপ্তবাক্যটা  নিয়ে একটু ​​​​​​​সমস্যা ​​​​​​​হচ্ছে। ​​​​​​​প্রথমত ​​​​​​​একটা প্রশ্ন ঃ খুব ​​​​​​​কম ​​​​​​​ভাষা ​​​​​​​মানে ​​​​​​​আর ​​​​​​​কী ​​​​​​​কী ​​​​​​​ভাষা যেগুলো ​​​​​​​বাংলার ​​​​​​​মত ​​​​​​​ধনী? 


    স্বিতীয় অংশটা বেশী সমস্যাজনক।  খুব কম সাহিত্যে আছে এই কথাটার ভিত্তি কী? ভারতের অন্যান্য ভাষার সাহিত্যকীর্তি বাংলায় অনুবাদ হিসেবে বেশ কম পাওয়া যায়। কাগজে পত্রে ফেসবুকের বইয়ের গ্রুপগুলোতে আলোচনা আরো কম প্রায় নেই বললেই চলে। স্প্যানিশ আর ইংরিজি থেকে প্রচুর  অনুবাদ হয়, হয়েও চলেছে। একসময় রাশিয়ান থেকেও হত। কিন্তু মারাঠী , কন্নড়, ওড়িয়া, মালয়ালম ইত্যাদি থেকে খুবই সামান্য। তো সেখানে সাহিত্যের বিচারে ধনী গরীব কী ভাবে বলছেন সেটা জানতে ইচ্ছুক। 


    এছাড়াও ২১শে ফেব মাতৃভাষা দিবস, এতে সকলের মাতৃভাষাকেই সম্মান করার কথা বলা হয়েছে। সব ভাষাকে সম্মান না করতে পারলে তো 'মাতৃভাষা দিবস' এর কোনও তাৎপর্য্যই থাকে না। আমার ধর্ম ভাল ওর ধর্ম খারাপ এ  যেমন গোঁড়ামি সেই একইরকম গোঁড়ামি আমার ভাষা ভাল ওর ভাষা খারাপ। এই গোঁড়ামি থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে উর্দু চাপাতে চেয়েছিল, তারই প্রতিবাদে রক্ত ঝরানো। 


    কোনও ভাষার আগ্রাসনের বিরুদ্ধে বলতে গিয়ে ভাষাটার বিরুদ্ধেই বলার বোধহয় খুব একটা দরকার হয় না। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন