এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ১১:২১515896
  • সেদিন এ ব্যাপারে ঠিক কী লিখেছিলাম? সেটা আগে থাকুক।
    • এলেবেলে | ১৭ জুলাই ২০২৩ ০০:২৬515694
    • কমিশনের সাইট আপডেট করা হচ্ছে না। কাউন্টিং-এর দিন ওটাকে ইচ্ছে করে ঝুলিয়ে রাখা হয় যাতে রাত বাড়লে ঘাপলাটা ভালোভাবে করা যায়। গণশক্তিতে এখনও ফাইনাল রেজাল্ট দেখিনি। তবে যেটুকু শুনতে পাচ্ছি তাতে বিজেপি দ্বিতীয় ও তিনো তৃতীয় স্থানে আছে।
    তার মানে তখনও কমিশনের সাইট আপডেটেড হয়নি অর্থাৎ সরকারিভাবে ফল প্রকাশিত হয়নি। এবং গণশক্তিতেও সে বিষয়ে কিছু চোখে পড়েনি। স্রেফ শোনা কথার ভিত্তিতে লিখেছি। সৈকতবাবু যখন দ্য ওয়ালের লিঙ্ক দিলেন, সেটাকে প্রায় সঙ্গে সঙ্গেই অ্যাকনলেজ করেছি।
     
    এতেই ট্রোলবাহিনী সদলবলে নেমে পড়েছে। কারণ বহু দিন পরে এলেবেলে ভাটে আসবে আর তারা পাঁচিলে বসে বাদাম্ভাজা খাবে - ইয়ে মুশকিলই হি নেহি, নামুমকিন হ্যায়। তাই আজকেও এক ভাইপো এটাকে 'প্রেডিকশন' মনে করেছে। বলেছি না ট্রোলদেরও কোয়ালিটি এক্কেবারে পড়ে গেছে।
     
    কিন্তু সৈকতবাবু যখন ওই শোনা কথার ভিত্তিতে লিখবেন 'চব্বিশ পঃ এর কিছু পকেটে, মুর্শিদাবাদ, মালদা, এবং নদীয়ার কিছু এলাকা' ছাড়া বাংলার সর্বত্র 'অবাধ ও শান্তিপূর্ণ' নির্বাচন হয়েছে, তখন সেটা ধ্রুবসত্য না হয়েই যায় না। মানে এখনও পর্যন্ত সেটা নিয়ে কেউ এক কলমও লেখেনি।
     
    আমি ঠিক 'অখুশি' নই, কিছুটা অবাক বলতে পারেন। এবং লিঙ্ক হিসেবে আমি নিউটাউন ছাড়াও আরেকটি খবরের লিঙ্ক দিয়েছিলাম। সৈকতবাবু এবারেও সেটা মিসিয়ে গেলেন।
     
    রইল বাকি সেলিমের প্রসঙ্গ। এ ব্যাপারে উনি স্বীকার করেছেন, আসলে সেলিম এমনটা বলেননি। উনি লুজলি লিখেছেন। সে ঠিক আছে। কিন্তু আমি পয়েন্ট আউট না করলে হয়তো সেলিমটাই টেকন ফর গ্র্যান্টেড হত।
     
    না, আনন্দবাজার কিংবা ওয়ালের মূল খবরটায় কোনও ভুল নেই। কিন্তু সেটাকে যেভাবে উপস্থিত করা হয়েছে তার পুরোটা যে কেউ ঘরে বসে দু মিনিটে লিখে ফেলতে পারে। এই হচ্ছে তার নমুনা ---
    ১. আলিমুদ্দিন স্ট্রিটের আইটি সেলও ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছে, বিষয়টি বুমেরাং হয়েছে।

    ২. সিপিএমের এক নেতার আক্ষেপ, ‘‘অনেক দায়িত্বশীল লোকজনও ওই ভুয়ো তথ্যে ভেসে গিয়েছেন!"

    ৩. দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘আগের চেয়ে আমাদের ভোট বেড়েছে। এই ইতিবাচক দিকটা প্রচার করলে কাজ দিত। কিন্তু ভুয়ো তথ্য ছড়িয়ে মুখ পুড়ল। ভোটবৃদ্ধির ইতিবাচক দিকটাও চাপা পড়ে গেল!"
     
     
    সব শেষে একটি অতি নিরীহ প্রশ্ন - এই সৌরভ পালোধিটা কে? খুব বড় মাপের কোনও কেউকেটা? আমার অজ্ঞতার জন্য আগাম দুঃখপ্রকাশ করছি।
     
  • মাইরি | 2405:8100:8000:5ca1::155:585e | ১৯ জুলাই ২০২৩ ০৬:৪৫515895
  • এলেবেলের এটা বিধানসভা প্রেডিকশনেরও উপর দিয়ে গেছে।
  • অসামশালাশালী | 2409:4065:199:e659:a45d:91ff:fe3a:434a | ১৯ জুলাই ২০২৩ ০৪:৪২515894
  • এলেবেলে মাস্টারমশাই, উনি কখনো চোতা করতে পারেন?  এসব হল স্বপ্নাদ্য নম্বর। একইসঙ্গে চতুরঙ্গে,  অনীক বিকাশ পালোধি এলেবেলেকে দেখা দিয়েছে! 
     
    আর রমিতভাই ফেসবুক সিপিএম নিয়ে খাঁটি কথা কয়েছেন যে, সিপিএম সমর্থকদের বুঝতে হবে,,ফেসবুকে গাল পাড়াটা বিপ্লব নয়। এ বুঝলে তো হয়েই যেত। তবে এও বুঝতে চাপ হয়, গালটা এরা কাদের মারে,  কেনই বা মারে আর কাদের গলা জড়ায়।৷  এদের গাল পাড়ার কোন পলিটিকাল এজেন্ডাও তো আছে বলে বোধ হয়না!  ব্যক্তিগত পিরিতি বা ক্ষারই সার! 
    এই যেমন, ফেসবুক পাড়ায় ঘুরলেই দেখা যায়, নোভোট্টু নিয়ে একদিকে তুমুল গালি আবার ধরেন নোভোট্টুর ফাউন্ডার কিছু সদস্য দেবতোষ দাস তাপস দাস ( আরো আছে, লিস্টি নেহাত ছোট নয়) এরকম বেশ কিছু লোকের সঙ্গে গলাগলি সখ্যতা,  মঞ্চে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে বইপ্রকাশ, পোর্টালে হাতে হাত মিলিয়ে লেখাপ্রকাশ। এমনকি এরা সিপিএম কে গাল পাড়লে, লেখা নামালে, বই বের করলে তখন, আহা এঁয়ারা তখন ঘুমুচ্ছিলেন,  কিচ্ছু দেখেননি।   চাড্ডি অভীক সরকারের প্রকাশনায় বইপ্রকাশ, ভেঞ্চারে জড়ানোমড়ানো, একঠেকে পাত্তরশেয়ার,  কিছুই আটকায়না,, চাড্ডিচ্যানেলের পুরস্কারমোচ্ছবে  বিজেপি ম্নন্ত্রীসান্ত্রীদের সঙ্গে অনুরাগের সীমা পরিসীমা নেই, নেতা নেত্রী অভিনেত্রীদের দিদি চাড্ডির দেওয়া পুরস্কার, মঞ্চ শেয়ার কিছুতেই কোন সমস্যা হয়না, তখন সবই নিজেদের লীলা কিনা।  অন্যের বিলায় ও বেলায় ট্রোল। 
     বুকে রাম মুখে বাম থেকে বুক ঠুকে হরেকৃষ্ণ হরেরাম রামেদের সঙ্গে দহরম মহরমও আকছার চলে, অমিতচাড্ডীর মতন।
    আবাপ কে বাবাপো বলে ভূত ভাগিয়ে দেন, এই সময়ের প্রকাশ্য মমতাপদলেহন চটিচাটা বলে গাল খায়না। আবাপ গুরুচন্ডালির সম্পাদক গালিগুলি খেয়ে মরেন, এইসময়ের  চক্রবর্তী অবিশ্যি বন্ধু মানুষ,  তাঁর কিবা দায়!  তো, ওই ফেসবুকে ক্ষার উগরানোই  সার, ওই সারেই বিপ্লবের চাষবাস হবে!   রমিত আবার আশা করেন রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করবে নাকি!   নামীদামী গাড়িবাড়িক্যামেরারেস্তোরাবিদেশবাস কোন শো অফে ক্ষান্তি নেই,  ক্লান্তি নেই, খালি ওই টিমটিম করে ঝড়ের আগে কান্তি আছে।  কন্তিরা সংখ্যালঘু,  যাদের বিষ উগরে  যাবতীয় রাজনীতি চোদাতে হয়না!  
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুলাই ২০২৩ ০৩:৪৪515893
  • আর এলেবেলে কীসে অখুশি তার কিছুই বুঝলামনা। উনি রাজারহাটের একটা ঘটনার কথা বললেন।  আমি মিস করেছি। তাতে বললাম, একেবারেই মিস করিনি। এবং ওঁর বক্তব্যকে সমর্থন করি। সেটা বলাতেও উনি খুশি নন। কিন্তু আমি কী করব। নিউটাউনের লোকে সত্যিই ভোট দিতে গিয়েছিল, এবং পারেনি, এ তো নেহাৎই অ্যানেকডোট থেকে জানি। ফলে তথ্যপ্রমাণ আর কী দিই। অবিশ্বাস করার ​​​​​​​সম্পূর্ণ ​​​​​​​অধিকার ​​​​​​​সকলের ​​​​​​​আছে। ​​​​​​​
     
    আর সেলিমের ছবি ক্লিকবেট কেন হবে। রাজনৈতিক খবর দেখে ক্লিক করেছি। তাতে ছবিটা ছিল। নামটা লেখার সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে। এই অবধিই। খবরে কোনো নামধাম নেই। যেরকম লেখে, "আলিমুদ্দিন সূত্র" বা "ইডি সূত্র"। এগুলোয় আমি একেবারেই আস্থাজ্ঞাপন করি তা না। খানিকটা মজা করেই দিয়েছিলাম লিংকটা। একমাত্র পয়েন্ট ছিল "ভুল তথ্য"।  ওয়াল এবং আবাপতে দেখলাম। আপনার যদি মনে হয়, খবরটাই ভুল, তো লিখুননা। সঠিক তথ্যটা দিয়ে দিন। বা, কেন খবরটা ভুল বলে দিন। আমার কাগজ তো না, যে আমাকে ডিফেন্ড করতে হবে। :-)  
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুলাই ২০২৩ ০২:৪৯515892
  • না না। কাগজে লিখেছে, "কমিশন জানিয়েছে"। মিডিয়া নিজে ঘোষণা করেনি তো ।  
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০২:২১515891
  • দীমু,
    তার মানে কি অনেকটা রেজাল্ট বেরিয়ে গেছে যার ভিত্তিতে মিডিয়া জয়ী ঘোষণা করেছে। সেটা কিন্তু হয়, সম্পূর্ণ রেজাল্ট বেরোতে সময় লাগে, কিন্তু জয়ী ঘোষণা হয়ে যায়।
    অর্থাৎ, টেকনিক্যালি এলেবেলে ঠিক বলেছেন, পুরো রেজাল্ট বেরোয় নি। আর দীমু যা বলেছেন "অসম্পুর্ণ তথ্য"।
  • দীমু | 182.69.179.140 | ১৯ জুলাই ২০২৩ ০২:১৭515890
  • yet to be declared -
    গ্রাম পঞ্চায়েত ৯০২৭ 
    পঞ্চায়েত সমিতি ১২১০ 
    জেলা পরিষদ ৫২ 
  • দীমু | 182.69.179.140 | ১৯ জুলাই ২০২৩ ০২:১২515889
  • না ওই ওয়েবসাইটের কথাটা ভুল বলেছি, এখানে মনে হয় দেখাচ্ছে। লিংকটা দিয়ে যাই। 
     
  • দীমু | 182.69.179.140 | ১৯ জুলাই ২০২৩ ০২:০২515888
  • রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অফিশিয়াল ফল এখনো পর্যন্ত বেরোয়নি। কমিশনার ফল জানিয়ে কোনো সাংবাদিক বৈঠকও করেননি। বামেদের কাল্পনিক দাবি ভাইরাল হবার পর কমিশন সেটা কাউন্টার করতে পুনর্নির্বাচনের রেজাল্ট জানিয়েছেন, তাও আনঅফিশিয়ালি। নিজেদের থেকে দেননি। 'ভ্রান্ত তথ্য' লব্জর বদলে 'অসম্পূর্ণ বা অসর্মথিত সূত্রে পাওয়া তথ্য' বুমেরাং হয়েছে, এরকম করা যেতে পারত। কিন্তু আবাপ ডিজিটালের তো ক্লিক সংখ্যা নিয়ে কথা, ডেইলি টার্গেট মিট হয়ে গেছে নিশ্চয় 
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০১:৩৭515887
  • আবার কারেক্ট করে দিই (আগে কয়েকবার করলাম, কিন্তু কাজ হল না)। পঞ্চায়েত ভোট নিয়ে নয় - কীভাবে এই ইনফরমেশন-এজ এর সময়ে "ভ্রান্ত তথ্য" এল এটা নিয়েই ছিল আমার প্রশ্নটি।

    এর কারণ, "ভ্রান্ত তথ্য" একটা বিশাল বিষয়, বিস্তৃত গবেষণার বিষয়, সারা পৃথিবী জুড়ে।

    দুর্ভাগ্যবশত, আমার মন্তব্যটি ভোটের গরম আলোচনার মধ্যে পড়ে যাওয়ায়, অন্য ট্যাগ পেয়ে গেল। তা কি করা যাবে, ভোটের পরে পরেই আলোচনার বাজার গরম থাকে।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:৩২515886
  • এখানে ক্লিকবেট = সেলিমের ছবি।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:৩১515885
  • আপনি বরং পঞ্চায়েতটা বাদ্দিন। সৈকতবাবুর লেখায় ছিল কলকাতার মানুষের পঞ্চায়েতের ব্যাপারে অংশ নেওয়ায় বড্ড উৎসাহ। বাকিটা আর লিখছি না। উনি বোধহয় লেখার সময় আপনাকে মনশ্চক্ষে দেখতে পেয়েছিলেন!
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০১:২৯515884
  • অ, তার মানে আনন্দবাজারের অন্য যে লিংক এলেবেলে শেয়ার করেছেন সেটা ক্লিকবেইট নয়।
    বুঝলাম।
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০১:২৫515883
  • সেকি!

    তার মানে এই যে পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতেছে - সারা দেশের কাগজে বেরিয়ে গেল।

    এদিকে এলেবেলে বলছেন রেজাল্ট বেরোয় নি এখনও।

    এটা কিন্তু - মাইরি বলছি - জানতাম না।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:২৪515882
  • আরে খবর কীভাবে চাটনি হিসেবে পরিবেশন করতে হয় সেটা আপনি আমার থেকে ঢের ভালো জানেন। কিন্তু তাই বলে শেষতক আপনিও ক্লিকবেটে হড়কাবেন? কী জানি। যাই, রাত অনেক হল।
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০১:২২515881
  • কোনো ক্রিটিসিজম নয়, ঐ "ভ্রান্ত তথ্য" - এই ব্যাপারটা নিয়ে বলতে চেয়েছি।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:২২515880
  • ফাইনাল রেজাল্টের সব ডেটা যখন পাবলিকলি অ্যাভেলেবেল।
     
    মাইরি বলছি যা তা লেভেলে ধ্যাড়াচ্ছেন। এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল ফাইনাল রেজাল্টের আগে কিংবা কমিশনে আপডেট করার আগে
  • হিজি-বিজ-বিজ  | 149.142.103.12 | ১৯ জুলাই ২০২৩ ০১:২১515879
  • সৌরভ পালোধি  চ্যাংড়া :)
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুলাই ২০২৩ ০১:২১515878
  • সেলিম টের পেলেন, আমি লিখেছি। লুজলি। সিপিএমের প্রতিশব্দ হিসেবে। আবাপর খবরের উপরেও সেলিমের ছবি ছিল, সেটা মাথায় থাকতে পারে। অন্য কোনো কারণ নেই। এক্ষেত্রে খিল্লি করিনি একেবারেই। ​​
     
    তবে বিকাশবাবুকে নিয়ে খিল্লি করা যেতেই পারে। সময় পেলে করতেও পারি। নাও পারি। কিন্তু সমস্যা কী।  
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০১:১৯515877
  • আরে বাবা, আমি জানি না, কি করে জানব।

    আমার কোশ্চেনটা তো না নিয়ে নয়। খবরের হেডলাইনে বলছে -
    ".. পঞ্চায়েতে পুনর্নির্বাচনে জয় নিয়ে ‘ভ্রান্ত’ তথ্য বুমেরাং হল, মেনে নিচ্ছে সিপিএম, উল্লাস বদলে গেল হতাশায়..."

    এই "ভ্রান্ত" ব্যাপারটা নিয়ে, (জালি/কারচুপির পরে) ফাইনাল রেজাল্টের সব ডেটা যখন পাবলিকলি অ্যাভেলেবেল, তখন ভুল তথ্যর সূত্র কোথায়, সেইটা নিয়ে।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:১৬515876
  • আবারও ভুল। আনন্দবাজারের অথেন্টিসিটি নিয়ে আমি কিস্যু বলিনি। বলেছি খবরটার কোথায় লেখা হয়েছে যে এছাড়াও মহম্মদ সেলিম টের পেয়েছেন, ভ্রান্ত তথ্য ব্যুমেরাং হয়েছে? এটা কারা বসাচ্ছেন? আনন্দবাজার? আমি? নাকি ...।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:১৪515875
  • বুঝুন! পঞ্চায়েতে সার্টিফিকেট দেওয়া হয় সেটাই আপনি জানেন না অথচ কী দুশ্চিন্তা কী দুশ্চিন্তা!! পঞ্চায়েতে কেন সিপিএম-কং-বিজেপি আসন পেয়েছে ার সমিতি-পরিষদে ফর্সা হয়েছে জানেন? গ্রাম পঞ্চায়েতে সার্টিফিকেট ইস্যু করেন কাউন্টিং অফিসার (আমার যে ডিউটি ছিল) আর বাকি দুটোতে বিডিও। নিন, এবারে হিসেব মেলাতে থাকুন।
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০১:১৩515874
  • এলেবেলে আনন্দবাজারের খবরের অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করেছেন। আমি এ নিয়ে সম্পূর্ণ একমত। কিন্তু এটি তাহলে সব খবরের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ, অন্য যে সব খবরের লিংক ঘুরে বেড়ায় তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:১১515873
  • আমার অভিযোগ সম্পর্কে আপনার বুঝতে ভুল হচ্ছে এলসিএম।
     
    আপনি/আপনারা ক্রিটিসিজম একশো কেন হাজারবার করুন, কিন্তু সিলেক্টিভ ক্রিটিসিজম ভয়ানক। 
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০১:০৯515872
  • থ্যাংকু দীমু। হ্যাঁ, এই নিয়ে পোস্ট আমি দেখেছি, ফেসবুকে। ভোটে জিতেছে পল্টু, কিন্তু সার্টিফিকেট পেল লল্টু - এরকম পোস্ট দেখেছি। আর, পঞ্চায়েত নির্বাচনে যে "সার্টিফিকেট" দেওয়া হয় এটাও তো জানতাম না। 

    কিন্তু প্রশ্ন হল, কিন্তু এই যে আনন্দবাজারে লিখেছে -- "... আলিমুদ্দিন স্ট্রিটের আইটি সেলও ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছে, বিষয়টি বুমেরাং হয়েছে..."

    এলেবেলের পয়েন্ট করেছেন - এটা সাংবাদিকের বক্তব্য, উনি "ঘরোয়া অলোচনায়" কি হয়েছে লিখেছেন, অফিসিয়াল বক্তব্য নয়। পরে অফিসিয়াল বক্তব্য বেরোবে। কিন্তু খবরের হেডলাইন ও বক্তব্য পড়ে মনে হয় যেন এটাই পার্টির বক্তব্য। এবং খবরের এই মিসরিপ্রেজেন্টেশন নিয়ে আমি একমত।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০১:০৮515871
  • সবচেয়ে বড় কথা আনন্দবাজারের খবরটার কোনও অংশে দেখাতে পারবেন এছাড়াও মহম্মদ সেলিম টের পেয়েছেন, ভ্রান্ত তথ্য ব্যুমেরাং হয়েছে।???
     
    ১. আলিমুদ্দিন স্ট্রিটের আইটি সেলও ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছে, বিষয়টি বুমেরাং হয়েছে।
    ২. সিপিএমের এক নেতার আক্ষেপ, ‘‘অনেক দায়িত্বশীল লোকজনও ওই ভুয়ো তথ্যে ভেসে গিয়েছেন!
    ৩. দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘আগের চেয়ে আমাদের ভোট বেড়েছে। এই ইতিবাচক দিকটা প্রচার করলে কাজ দিত। কিন্তু ভুয়ো তথ্য ছড়িয়ে মুখ পুড়ল। ভোটবৃদ্ধির ইতিবাচক দিকটাও চাপা পড়ে গেল!
     
    এখানে সেলিম কোদ্দিয়ে আসলেন? আপনাদের মনোজগতে নাকি আনন্দবাজারের গ্রাফিক্সই সব কিছুর ঊর্ধ্বে?
  • দীমু | 182.69.179.140 | ১৯ জুলাই ২০২৩ ০১:০৫515870
  • এরকম একটা ভিডিও ভাটিয়া৯তেই কয়েক পাতা আগে দেখলাম যেখানে বিচারপতি একজন কাউন্টিং অফিসারকে কোর্টে ডেকে এনে জিজ্ঞেস করছেন এরকম রেজাল্ট ডিক্লেয়ার করতে ভুল হল কি করে 
  • দীমু | 182.69.179.140 | ১৯ জুলাই ২০২৩ ০১:০১515869
  • lcm, কাউন্টিং সেন্টারের নিজেদের এজেন্টদের থেকে দলের লোকেরা আগেই খবর পায়। ভোটে জেতার পর সার্টিফিকেট দেওয়া হয়নি, কিছুক্ষণ বসিয়ে রেখে বলা হয়েছে আসলে হেরে গেছে। এরকম বহু কেস হয়েছে এবার। হাইকোর্টে গাদা মামলা চলছে। 
  • lcm | ১৯ জুলাই ২০২৩ ০০:৫৯515868
  • এই প্রসঙ্গে বলে রাখি, সৈকত কোথা থেকে পেয়েছে জানি না, আমি সেলিমের খবরটা পেয়েছি এই ভাটিয়ালিতেই সৈকতের লিংক থেকে। সেখান থেকে আনন্দবাজারে গিয়ে আরও কিছু খবর দেখলাম, ঐ অলকারাজ ইত্যাদি।

    সুতরাং, যে অভিযোগ এলেবেলে করছেন, যে সারাদিন ধরে বেছে বেছে আনন্দবাজার থেকে খবর কাট-্পেস্ট করার কাজ - মানছি, রিমোট ডেস্ক জব, নাহ থাক, আর পয়সাই বা কোথায়।

    দ্বিতীয় ক্থা, আমার কোশ্চেনটা এক্দম আলাদা, যে জয়ী ঘোষনা, সে যে কোনো পার্টিই হোক, তারা নিশ্চয়ই কোনো ডেটা পেয়েছিলেন, সেরকম একটা গন্ডগোল কি করে হল। নিশয়ই কোথাও গোলমাল হয়েছে।
  • এলেবেলে | ১৯ জুলাই ২০২৩ ০০:৫৮515867
  • সৈকতবাবু এ কথার দায় বিকাশ ভট্টাচার্যের ওপর চাপিয়েছেন। পরে সৌরভ পালোধি না কোনও এক চ্যাংড়ার। তার মানে বিকাশ/সৌরভ = সিপিএম দল? 
     
    একটাই লুপহোল পাওয়া গেল নাকি এমন অসংখ্য পাওয়া গেছে? সেগুলোও জানান, জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত