এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | 2601:c6:c87f:c858:f44a:3be5:578e:7338 | ৩০ জুলাই ২০২২ ১৭:২৪507215
  • "...শুক্রবার মামলাকারীদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘বাড়িতে বসে আন্দোলন হয় না। অনেকে বঞ্চিত হয়েছেন, অথচ বাড়িতে বসে রয়েছেন। বলছেন, আমি ধর্নায় বা আন্দোলনে নেই। ওই সব ব্যক্তিদের আবেদনে কেন সাড়া দেবে আদালত?’’..."
     
     
    কোথাকার আপদ! অপরাধ হয়েছে, যোগ্য মানুষ অন্যায় ভাবে বঞ্চিত হয়েছেন, আদালত সেটা জানতে পেরেছে, এটাই তো যথেষ্ট হওয়া উচিত। আন্দোলন না করলে আদালত অপরাধ দেখেও ভুক্তভোগী আন্দোলন করছেন না বলে চুপ করে থাকবে?
     
    এদিকে এই A2Z তো কোনভাবেই এ পাতার পরিচিত a2z নন। পুরনো a2z যদিও নিক পাল্টে নিয়েছে কিন্তু কিছুকাল আগে পরিচিত নিক ব্যবহার করে সক পাপেটিংএর উপদ্রব হয়েছিল, সেদিকে যেতে পারে মনে হচ্ছে ব্যাপার।
  • A2Z | 172.83.43.138 | ৩০ জুলাই ২০২২ ১৫:২০507214
  • শ্রদ্ধেয়া ডঃ মোনালিসা দাস ম্যাডাম। 
  • ফুস | 2405:8100:8000:5ca1::2a5:1a33 | ৩০ জুলাই ২০২২ ১৫:১৭507213
  • কারও যৌন ঈর্ষা,কারও আর্থিক ঈর্ষা। ওরে টাকা লুটে নিল রে মেয়ে তুলে নিল রে। বাঙালি।
  • আহহা | 2405:8100:8000:5ca1::cd:31a6 | ৩০ জুলাই ২০২২ ১৪:৩৮507212
  • 172.83.43.138 -
    এইবার অয়নগুয়ের চোখ মন ভরে যাবে
  • দীর্ঘশীলিত কাণ্ডজ্ঞান!! | 185.195.71.3 | ৩০ জুলাই ২০২২ ১৪:২০507211
  • "..কোভিডপর্বে বেনে-পোষিত বিজ্ঞান আমাদের দীর্ঘশীলিত কাণ্ডজ্ঞানকে কীভাবে অপনোদন করে চলেছে, চশমা খুলে তার অনুপুঙ্খ সন্ধান দরকার। .."
     
    দীর্ঘশীলিত কাণ্ডজ্ঞান এটা ঠিক কী জিনিস? চশমা খুলে বলুন। 
  • হজবরল | 104.244.73.205 | ৩০ জুলাই ২০২২ ১৪:০৮507210
  • দীপবাবু একটা কোশ্নো ছিল - তিনুদের ত বাংলার মানুষ ভোট দেবেনা কারণ ওরা সব লুটেপুটে খাচ্চে । ভাজপাকে ভোট দেওয়া যাবেনা কারণ তাহ্লে গ্রেটার ইভিল ঢুকে পড়বে । 'মহাবিপ্লবী' দের দেওয়া যাবে না কারণ ওরা তসলিমাকে তাড়িয়েছিলেন । গ্রান্ড ওল্ড পার্টিকে দেওয়া যাবেনা কারণ পাপ্পু বছরে ছমাস বিদেশে থাকেন । NOTA কে ভোট দেওয়া আর ভোট দিতে না যাওয়া একই ব্যাপার । 
    কিন্তু ভোটটা কাকে দেওয়া যাবে ?
  • হজবরল | 104.244.73.205 | ৩০ জুলাই ২০২২ ১৪:০৮507209
  • দীপবাবু একটা কোশ্নো ছিল - তিনুদের ত বাংলার মানুষ ভোট দেবেনা কারণ ওরা সব লুটেপুটে খাচ্চে । ভাজপাকে ভোট দেওয়া যাবেনা কারণ তাহ্লে গ্রেটার ইভিল ঢুকে পড়বে । 'মহাবিপ্লবী' দের দেওয়া যাবে না কারণ ওরা তসলিমাকে তাড়িয়েছিলেন । গ্রান্ড ওল্ড পার্টিকে দেওয়া যাবেনা কারণ পাপ্পু বছরে ছমাস বিদেশে থাকেন । NOTA কে ভোট দেওয়া আর ভোট দিতে না যাওয়া একই ব্যাপার । 
    কিন্তু ভোটটা কাকে দেওয়া যাবে ?
  • A2Z | 172.83.43.138 | ৩০ জুলাই ২০২২ ১৪:০৩507208
  • ওটা সম্ভবত 'যৌন' আবেদনময়ী হবে।
     
    A2Z, হঠাৎ আমার নিক নিয়ে এই লেখাটা কেন দিতে হল বুঝলাম না। আর লেখার শেষে 'সংগৃহীত' লিখলে ভালো হয়, কেননা এই লেখা ফেসবুকে ঘুরছে ক'দিন হল।
     
    যাইহোক, সবার জন্য মোনালিসা ম্যাডামের সেই সব রঙিন দিনের একটি সাদাকালো ছবি। 
     
  • দীপ | 42.110.138.44 | ৩০ জুলাই ২০২২ ১৩:৫৯507207
  • তসলিমার তাঁর পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা লিখেছেন। ফেসবুকেই আছে। একটু খোঁজ করলেই পাওয়া যায়। 
    ধনতান্ত্রিক আমেরিকা জর্জ ফ্লয়েডের হত্যাকারীর শাস্তি দিয়েছে। কিন্তু মহাবিপ্লবী মুখ্যমন্ত্রী ও তাঁর পোষ্য সারমেয়দের কোনো শাস্তি হয়নি। 
    অবশ্য মহাবিপ্লবী এখন অর্ধমৃত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত করছেন।
  • দীপ | 42.110.138.44 | ৩০ জুলাই ২০২২ ১৩:৫৩507206
  • আর মরিচঝাঁপি, সিঙ্গুর, নন্দীগ্রামের ঘটনা নিয়ে একাধিক প্রামাণ্য লেখাপত্র আছে। খবরের কাগজে অজস্র রিপোর্ট আছে। একটু কষ্ট করে পড়লে জানা যায়। 
    এখানেই সাংবাদিকের রিপোর্ট প্রকাশিত হয়েছে।
  • A2Z | 2405:8100:8000:5ca1::2a2:21c7 | ৩০ জুলাই ২০২২ ১৩:৫২507205
  • শ্রদ্ধেয় প্রোফেসর(ডক্টর) মোনালিসা দাস। একসময় পৈলান গ্রুপে কেরানির চাকরি করতেন। পৈলান ওয়ার্ল্ড স্কুলের কর্তা অপূর্ব সাহা মোনালিসার মতো সুন্দরীদের নানা ভাবে ব্যবহার করতেন। পৈলান কর্তা অপূর্ব সাহা শিক্ষা ব্যবসার পাশাপাশি পরবর্তীতে চিট ফান্ড ব্যবসায় নেমেছিলেন। চিটফান্ড ব্যবসার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করতেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের নানান মন্ত্রীদের দিয়ে। সেসময় পৈলানকর্তা অপূর্ব সাহার সাথে রাজ্যের দাপুটে মন্ত্রী মদন মিত্র, অরূপ বিশ্বাস, অরূপ রায়,পার্থ চ্যাটার্জিদের গভীর সখ্যতা। পৈলানকর্তা মাঝে মাঝেই মন্ত্রীদের জোকাতে অবস্থিত পৈলানের সদর কার্যালয়ে ডাকতেন এবং এই মোনালিসাদের ব্যবহার করতেন মন্ত্রীদের বিনোদন দেওয়ার জন্য। কলকাতার এক্সাইড মোড়ে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে পৈলানকর্তা অপূর্ব সাহার নামে সারা বছর বেশকিছু রুম বুক থাকতো এবং সেখানে মদন মিত্র, পার্থ চ্যাটার্জিদের প্রায়ই আনাগোনা লেগে থাকতো। সেই হোটেলে মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য মোনালিসারা নিয়মিত যাতায়াত করতেন অপূর্ব সাহার নির্দেশে। সূত্রের খবর এই মোনালিসারাই মদন পার্থদের গভীর রাতে বিছানায় ঝড় তুলতেন। মোনালিসা দাস পৈলান গ্রুপের সামান্য এক কর্মচারী থেকে আজ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হয়েছেন পার্থ চ্যাটার্জির দৌলতেই। মোনালিসার ঘনঘন বাংলাদেশ যাতায়াত এবং বাংলাদেশে তার সম্পত্তির সন্ধান উদ্বেগ বাড়িয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের। নিত্যান্তই সাদামাটা পরিবারের এই মোনালিসা দশটি ফ্ল্যাটের মালিক কি করে হলেন, প্রশ্ন উঠছেই। তৎকালীন দাপুটে মন্ত্রী মদন মিত্রের সঙ্গে দারুন সখ্যতা ছিল। মোনালিসার প্রধান আকর্ষণ ছিল শরীরী আকর্ষণ। অসামান্য সুন্দরী এবং মৌন আবেদনময়ী ছিলেন সেই সময়।
  • দীপ | 42.110.138.44 | ৩০ জুলাই ২০২২ ১৩:৪৮507204
  • বিচারপতি  সঠিক কথাই বলেছেন। এই আদ্যন্ত দুর্নীতিবাজ সরকার  ও নেতাদের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন।
  • আবাপ | 185.220.101.33 | ৩০ জুলাই ২০২২ ১৩:৩৭507203
  • শুক্রবার এজলাসে উপস্থিত এক আন্দোলনকারীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন করেন, ‘‘গাঁধীমূর্তির নীচে কত জন আন্দোলনে বসেছেন?’’ আন্দোলনকারীর তরফে জানানো হয়, এখন ১৩০ জনের মতো রয়েছেন। তবে আরও ৫৩০ জন আছেন আন্দোলনে। এর পরেই ফের বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘বাকিরা কোথায়? বাড়ি থেকে আন্দোলন করছেন? এক জন বাড়ি থেকে নেটমাধ্যমে আন্দোলন করবেন, পরে এসে আবার পেনশনের দাবি করবেন, এটা হয় না।’’

    https://www.anandabazar.com/west-bengal/wbssc-scam-justice-abhijit-gangopadhyay-of-calcutta-high-court-starts-hearing-new-case-of-ninth-and-tenth-school-teachers-dgtl/cid/1359478
  • আহহা | 2405:8100:8000:5ca1::be:2842 | ৩০ জুলাই ২০২২ ১৩:২৬507202
  • পল্টির কতা কইলুম আর কি
  • আহহা | 2405:8100:8000:5ca1::38:b9f1 | ৩০ জুলাই ২০২২ ১৩:২৬507201
    • ৩০ জুলাই ২০২২ ১০:২৯507191
    সেক্ষপোষি বাঙালির পার্ভার্শান পুঁজের মত গদগদিয়ে ফুটে ফুটে বেরোচ্ছে। 
    -- এইটেই হল আসল কতা। অ্যাগদম মোছামুছি করবেন না।
     
    উদিগে এতবার লাথ খেয়েও খেউড়ে শিবু নাম পালটে পালটে আসতেই থাকে।
  • dc | 2401:4900:1f2b:e6cf:d9f1:bc3c:6904:3030 | ৩০ জুলাই ২০২২ ১৩:২২507200
  • পলিটিকালি কারেক্ট পানু! laugh
  • are baba | 2a0a:4cc0:0:dcf::7 | ৩০ জুলাই ২০২২ ১৩:১৫507199
  • dc সাত্ত্বিক মানুষ। পলিটিকালি কারেক্ট পানু দেখেন। সবাই সেখানে কদমবুশি করে সম্পর্ক করে।
  • যোষিতা | ৩০ জুলাই ২০২২ ১৩:০৯507198
  • a | 220.244.160.7 | ৩০ জুলাই ২০২২ ১২:২৭
     
    শেষ প্যারাগ্রাফে যুক্তি আছে। দ্বিচারিতা প্রমাণিত।
     
  • dc | 2401:4900:1f2b:e6cf:d9f1:bc3c:6904:3030 | ৩০ জুলাই ২০২২ ১২:৩৯507197
  • আমি তো লিখলামই, পোস্টটা সেক্সিস্ট। ছবি দেওয়ার জন্য না, ছবির সাথে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে তার জন্য। পানু আর সেক্সিজম এর মধ্যে তফাত আছে তো। 
  • a | 220.244.160.7 | ৩০ জুলাই ২০২২ ১২:২৭507196
  • ডিলিট করতে হবে কেন বুঝিনি? ছবিগুলো তো পাবলিক ছবি। যদি বলেন রক্ষিতা বলার জন্যে, সেক্ষ্ত্রে কেসিবাবু আগে (অন্য কারো পোস্ট থেকে niye) এই শব্দটি ব্যাবহার করেছেন, ওনার পোস্ট ডিলিট করার দাবি তো ওঠেনি। 
     
    ডিসিবাবু তো ঘোষিত ভাবে পানু সমর্থক, সেটা চলতে পারে আর কটা পাব্লিক ছবি পোস্ট হলে দোষ? 
     
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:3561:2a5:949e:8905 | ৩০ জুলাই ২০২২ ১২:১৭507195
  • মরিচঝাঁপি বানতলা বিজনসেতু এসবে কি হয়েছিল? কুমিরেরা লাশ খেয়েছিল?
  • যোষিতা | ৩০ জুলাই ২০২২ ১২:১২507194
  • ছি ছি । নোংরা পোস্ট ডিলিট করা হচ্ছে না কেন?
  • সংগৃহীত | 185.195.71.3 | ৩০ জুলাই ২০২২ ১১:৩৬507193
  • অনেকেই বলছেন, কত আর মীম দেখে হাসবেন? এটা হাসির ব্যাপার নয়। এবার একটু রেগে উঠুন।
    খুবই সত্যি কথা। রাজ্যের মন্ত্রী, শাসক দলের হেভিওয়েট নেতার (no pun intended) মাত্র একজন বান্ধবীর বাড়ি থেকেই যদি পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি শুধু ক্যাশই পাওয়া যায়, তাহলে রেগে ওঠাই স্বাভাবিক, উচিতও। কিন্তু রেগে ওঠার পর? সেই পথের হদিশ জানা না থাকলে শুধু শুধু রাগারাগি করে লাভ কী!
    রেগে ওঠার পরে ঠিক কী করা যায়, রাজ্যবাসীর তা সত্যিই জানা নেই। হাতে গোনা ব্যতিক্রম বাদ দিলে মিডিয়া, বিশেষত প্রিন্ট মিডিয়া, পুরোপুরি রাজ্যের শাসক দলের বশংবদ। বিদ্বজ্জন ও নাগরিক সমাজের প্রয়োজনীয় অংশকে রোববার সকালের রেওয়াজি খাসির মত কেজি দরে কিনে নেওয়া হয়েছে। খাসির সঙ্গে আমাদের বুদ্ধিজীবীদের একমাত্র তফাৎ হল তাঁরা হাসিমুখে বিক্রি হয়েছেন।
    চাকরিপ্রার্থীদের ধর্ণার পাঁচশো দিন হল, তাঁরা বিভিন্ন সময়ে নানা জায়গায় বসেন, অবস্থান করেন, ডেপুটেশন দেন: মাননীয়ার পুলিশ কুকুরবেড়ালের মত খেদিয়ে দেয়। মিডিয়া সচরাচর ব্যস্ত থাকে টলিউডের কোন পৌনেসেলেবের তেইশ নম্বর ব্রেকাপ হল, সেই খবর নিয়ে।
    সিপিএমের সংগঠন বলে কিছু আর অবশিষ্ট নেই: নেই বলেই একবার কংগ্রেস, একবার পীরজাদার দরজায় মাথা ঠুকতে হয়। আর সংগঠন ছাড়া পশ্চিমবঙ্গে ভোটে জেতা অসম্ভব। "মানুষ কতবড় শুয়োরের বাচ্চা এরপরেও আমাদের ভোট দেয় না" মর্মে সোশ্যাল মিডিয়ায় আত্মরতি অবশ্য খুবই সম্ভব। সবথেকে বড় কথা, পাঁচলা-ধূলাগড়-হিলির রাজ্যের অন্যতম প্রধান সমস্যাটিকে অ্যাড্রেস করা দূরে থাক, স্বীকার করতেও তাঁদের সমস্যা।
    বিজেপির যেটুকু সংগঠন ছিল, লোকসভায় ব্যাপক জনাদেশ পেয়েও বিগত ভোটের অকারণ চাণক্যবাজারির পরে মোটামুটি সেটার শ্রাদ্ধ সুসম্পন্ন। যে দলের কর্মী জানে না আগামীকাল তার নেতা দলে থাকবে কিনা, সে দলকে নিয়ে বেশিদূর এগোনো যায় না। চাণক্যবাজারির ইনার্শিয়া কাটতে সময় লাগবে।
    অবশেষে সিপিএম-বিজেপি দুর্নীতির ইস্যুতে টুকটাক মিছিল করছে বটে। কিন্তু এগুলোকে ধারাবাহিক আন্দোলনে নিয়ে যাওয়া যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর পেতে দেরি আছে। বগটুই গণহত্যা অতীত হয়ে গিয়েছে, আজ কারও মনে নেই। আনিস খান নিয়ে ব্যাপক চেষ্টা করেও লাভ হয়নি। সংখ্যালঘুরা নাহয় বগটুই হলেও বিজেপিকে ভোট দেবেন না, কিন্তু সিপিএমও সে ভোট পাবে এমন লক্ষণ নেই।
    যাঁদের স্মৃতিশক্তি ভাল তাঁদের মনে পড়বে, সিপিএমের আমলেও দীর্ঘ সময় এইরকম রেগে ওঠার মত একাধিক ঘটনা ঘটেছিল: মরিচঝাঁপি-বানতলা-বিজনসেতু-ছোট আঙারিয়া-সূচপুর-ওয়াকফ কেলেঙ্কারি... গুণতে গেলে আঙুলের কর ফুরিয়ে যাবে। কিন্তু যতদিন না সিঙ্গুর পরবর্তী অধ্যায়ে সেই রাগ কোনো একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর রাস্তা পেয়েছে ততদিন কিছুই হয়নি। অবশ্য, সিপিএম একদা ইতরামি করেছে বলেই যে তৃণমূলের আজকের ইতরামিগুলি জায়েজ হয়ে যায় না, এটি সর্বদা মনে রাখা জরুরি।
    আর যতদিন মাননীয়ার ৩০% ব্লক ভোট নিশ্চিত; ততদিন পঞ্চাশ কোটি কেন, বিভিন্ন ফ্ল্যাট থেকে পাঁচশো কোটি বেরোলেও তাঁর নির্বাচনী গণিতের হিসেবে খুব চিন্তা নেই। বাড়তি ১২-১৫% ভোট এদিক সেদিক থেকে জুটেই যাবে। এবং খুব সত্যি কথা, পঞ্চাশ কোটির পরেও নাগরিক-নান্দনিক বাঙালীর একাংশের কাছে এখনও "বিজেপি চলে আসবে"-র আবেদন বেশি: পোষা নোভোট্টু কুতুয়ারা সেই সুরেই সানাই বেঁধেছেন আবার।
    আগামী দিনে বাম কংগ্রেস কিছুটা বিরোধী ভোট কেটে নিতে পারলে সেই হিসেব আরও একটু মোলায়েম হয়ে ওঠে। পৌরনির্বাচন ও উপনির্বাচনের সময় মহানাগরিক ও মাননীয়ার হঠাৎ করে সিপিএমের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে ওঠার আসল রহস্য এইখানে।
    সুতরাং বাঙালী কেন রাগছে না ভেবে আপনি রেগে উঠবেন না। মীম দেখে বাঙালীর হাসি নির্বোধের হাসি নয়, অসহায়ের হাসি। আগ্নেয়গিরির মাথায় মাদুর বিছিয়ে আমরা পিকনিক করছি সত্যিই, কিন্তু আমাদের হাতে বিকল্পও বা কী ছিল?
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০২২ ১১:২২507192
  • এগুলো অবশ্যই ডিলিট করা উচিত,  অবিলম্বে। 
  • | ৩০ জুলাই ২০২২ ১০:২৯507191
  • সেক্ষপোষি বাঙালির পার্ভার্শান পুঁজের মত গদগদিয়ে ফুটে ফুটে বেরোচ্ছে। 
    গুপুকে এই ১০.০০র পোস্টটা ডিলিট করার অনুরোধ রইল। 
  • dc | 2401:4900:1f2b:e6cf:d9f1:bc3c:6904:3030 | ৩০ জুলাই ২০২২ ১০:০৮507189
  • নীচের পোস্টটা সেক্সিস্ট। ডিলিট করা যায় কি? 
  • A2Z | 185.165.241.37 | ৩০ জুলাই ২০২২ ১০:০০507188
  • পার্থর রাঁড়গুলো কিন্তু খাসা দেখতে!
     
    পার্থ'র পঞ্চরক্ষিতা (অহনা চক্রবর্তী'র প্রামাণ্য ছবি পাওয়া যায়নি)।
     

    বড়রানি অর্পিতা।
     



    মেজরানি মোনালিসা।
     
     
     
     

    সেজরানি দীপান্বিতা।
     



    ন'রানি মানসী।
     
     
     

    ছোটরানি সংযুক্তা।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:3561:2a5:949e:8905 | ৩০ জুলাই ২০২২ ০৮:৪০507187
  • একদম ঠিক কথা। কলকাতায় শ্রীলঙ্কা হওয়া দরকার।
     
    kc | 103.211.22.114 | ৩০ জুলাই ২০২২ ০৮:২১
  • kc | 103.211.22.114 | ৩০ জুলাই ২০২২ ০৮:২১507186
  • বজরা ঘোষের এই পোস্টটা চিপকে যাই,
     
    "শিক্কা ব্যবস্থা তলানিতে, কোটি কোটি টাকা লুট হয়েচে। চাগ্রি দেওয়ার নাম করে তোলা তুলেচে বচরের পর বচর, দুর্নীতিতে আপাদমস্তক ডুবে গ্যাচে সরকার, তার সবকটা নাটবল্টু। হাজার হাজার যোগ্য শিক্ষিত প্রার্থী ফ্যা ফ্যা করে ঘুচ্চে, বেকার আত্মহত্যা করচে, ঘুস দিয়ে মাস্টারি কেনা হচ্চে।

    আমরা কি কচ্চি?
    টোরোল কচ্চি। মিম বানাচ্চি, প্রোফাইল ঘেঁটে খিল্লি নিচ্চি, কোন ন্যাতা কটা রাঁড় পুষলো, সেই মাগের বাড়ি কোথায়, প্রোফাইল কোনটা, কি পোসাক পরে, গালে টোল পড়ে কিনা, কোন ফিলিমে চান্সো পাইচে, আর ফিগার কেমন। অ্যাবং হাত মাচ্চি। মোটাদার ডাঁড়ায় কিনা, না ডাঁড়ালে কেউ নাড়ায় কিনা তাই নিয়ে হাসাহাসি করে ভুলে থাকচি অই না খাড়ানো বাঁড়া দিয়েই তেনারা আমাদের গাঁড় মারিয়া খাল মানে মারিয়ানাখাত করে দিয়েচেন।

    একবারো কেউ বলচিনা পাচায় লাতি মেরে এসব আবজ্জনা ছুঁড়ে ফেলে দিই। বয়কট করি, থুতু দিই, মুতে দিই।

    বন্দুগণ আজকের আলোচ্য বিসয় দুর্নীতি নয়,
    ন্যাতাদের চরিত্র আর তাদের রাঁড়েদের থোবড়া।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত