এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ০১ মে ২০২২ ২২:১৫501455
  • হ্যাঁ আর পড়াশুনোর ক্ষতি তো সাংঘাতিক। আমি একটা রিপোর্টের একটা ছবি দেখাই খালি। 
    এই ওয়েবসাইটের রিপোর্ট-টা পড়তে পারেন কেউ বিশদে চাইলেঃ http://img.asercentre.org/docs/aser2021westbengal5pager_banglafinal.pdf



     
  • S | 2a03:e600:100::90 | ০১ মে ২০২২ ২২:১২501454
  • শুনেছিলাম। তাই প্রমাণ নেই। একবার একটা ইনস্টিতে পরীক্ষা, জিডি, ইন্টারভিউর পরে বেশ কিছু ছাত্রছাত্রীদের ভর্তির জন্য চিঠি পাঠানো হয়েছে। সীট সংখ্যা ১৮০, কিন্তু চিঠি পাঠানো হয় অনেক বেশি ছাত্রছাত্রীদের। কারণ বেশ কিছু ক্যান্ডিডেট আরো ভালো ইনস্টিতে ভর্তি হয়ে যায়। কিন্তু সেবার কিসব গোলমাল হয়ে গেলো, ২৪০ জন ভর্তির জন্য উপস্থিত। কর্তৃপক্ষ মুশকিলে পড়েছে। যাইহোক ক্লাস শুরু হল। পরে একটা পরীক্ষায় খুব কঠিন প্রশ্ন করে ৬০ জনকে ফেল করানো হল। তারা আবারও ফার্স্ট ইয়ার রিপীট করবে। তাই পরেরবছর ১২০ জনকে ভর্তি করা হল। প্রত্যেক ব্যাচে ১৮০ জন করেই পাশ করে বেড়লো।
  • যদুবাবু | ০১ মে ২০২২ ২২:০৫501453
  • অভ্যুদাঃ ভুল বুঝো না। আমার মনে হতেই পারে যে এইটা ভালো, ঐটা খারাপ। এবং সেইটাকে ঠিক মনে করার কনভিকশন নিয়ে লড়ে যাওয়া ভালো লক্ষণ। যেখানে উল্টোটাই কমন ট্রেইট। আমার তো মনে হয় বেশ করেছেন প্রতিবাদ হোক বা আর যাই হোক সেটা করেছেন, কিন্তু সেটাতে অনড় অবস্থানের ফল যদি এরকম হয় যে ট্রান্সক্রিপ্ট রিলিজড হচ্ছে না বলে কারুর স্টাইপেণ্ড, কারুর ইন্সপায়ার ফেলোশিপ অ্যাপ্লিকেশন, কারুর ভিসা আটকে আছে, তাতেও একটু ফ্লেক্সিবল হবেন না? অবশ্য আমার আর ওঁর দৃষ্টিভঙ্গী আলাদা কাজেই বলা মুশকিল। 

    আমি নিজে আগে ম্যাথ ডিপার্ট্মেন্টেই ছিলাম। ক্যাল-১-২-৩ নিয়ে এই ঝামেলা ইউনিভার্সাল টু এভরি ম্যাথ ডিপ মনে হয়। ওখানেও প্রত্যেক ফ্যাকাল্টি মিটিং-এ এই নিয়ে অশান্তি, বাওয়াল। কিন্তু দুটো আলাদা ইস্যু। 

    যাই হোক, এটা নিয়ে ভাটে আলোচনা করে লাভ নেই।  
  • dc | 171.60.252.59 | ০১ মে ২০২২ ২২:০২501452
  • ওবাবা কোভিডে পড়াশোনার কি হাল করেছে, সে লিখতে গেলে কয়েক ভল্যুমের বই হয়ে যাবে। 
     
    এদিকে আরটিই অ্যাক্টের নতুন ফ্যাকড়া বার করেছে। স্কুলে বলছে আরটিই র আন্ডারে অ্যাডমিট করাতে গেলে এলকেজি থেকে ভর্তি করাতে হবে, উঁচু ক্লাসে ভর্তি করবে না। উঁচু ক্লাসে ভর্তি হতে গেলে আলাদা করে একজন স্পনসর দরকার, যিনি ছাত্র বা ছাত্রীর ফিন্যানসিয়াল গ্যারন্টর হবেন। 
  • এলেবেলে | 202.142.119.218 | ০১ মে ২০২২ ২১:৫৯501451
    • π | ০১ মে ২০২২ ২১:৪২501449
    • আর পব তে বিশেষ করে সরকারি স্কুলশিক্ষায় যে বিশাল ফাঁকিটা এল, এর জের কবে থেকে টের পাওয়া যাবে জানিনা, তবে চলবে যে বহুবছর, সে আশঙ্কা বিলক্ষণ আছে! 
     
    এই বছর থেকেই টের পাওয়া যাচ্ছে। বিশেষত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতায়। এ বছর যারা মাধ্যমিক দিয়েছে তারা আসলে এইটে মাসদুয়েক ক্লাস করেছিল। কাজেই যা হওয়ার তাই হয়েছে। এমনকি খাতায় শূন্যও পেয়েছে [কার কাছে সেটা উহ্য থাক]। উমাতেও একই অবস্থা। শুধু এমসিকিউ লিখে এসেছে এবং তারও অর্ধেকটাই ভুলভাল।
     
    এর জের আরও অন্তত তিন বছর চলবে মানে এ বছরের এইট-নাইন-টেনের পড়ুয়াদের একই হাল হবে। তবে সেটা আরও বেশি দিনের জন্য চলবে কি না, তার জন্য সামান্য অপেক্ষা করতে হবে।
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ২১:৪৯501450
  • একটা জেনারেশনের পড়াশুনা মোটামুটি সাফ হয়ে গেছে, পাই :(
  • π | ০১ মে ২০২২ ২১:৪২501449
  • তবে কোভিড পড়াশুনার যে কী পরিমাণ ক্ষতি করে দিয়ে গেল!  সেদিন ইন্টারভ্যু নিতে গিয়ে কিছু ফ্রেশার্স নিয়ে টের লেলাম ঃ(
     
    আর পব তে বিশেষ করে সরকারি স্কুলশিক্ষায় যে বিশাল ফাঁকিটা এল, এর জের কবে থেকে টের পাওয়া যাবে জানিনা, তবে চলবে যে বহুবছর, সে আশঙ্কা বিলক্ষণ আছে! 
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ২১:৩২501448
  • ছসাত বছর আগের কথা, আমি UIC ভিজিট করছি। ক্যালকুলাস কোর্স। হাজার তিনেক(?) ছাত্রছাত্রী। দিনের পর দিন ভুল দেখে দেখে দেখে বিরক্ত চারজন শিক্ষক ঠিক করলেন আর গ্রেড ইনফ্লেশন করবেন না। অর্ধেক ছাত্রছাত্রী ফেল করল। ক্যাম্পাস উত্তাল। ইঞ্জিনিয়ারিং কলেজ বলল আমরা আর ম্যাথস ডিপার্টমেন্টে স্টুডেন্ট পাঠাবো না। দায় নিয়ে অঙ্কের হেড অফ ডিপার্টমেন্ট পদত্যাগ করলেন, কিন্তু সেই শিক্ষকদের কিছু হল না। দেবাশিসদার মতো ওনারাও একবার সিদ্ধান্ত নিয়ে ফেলার পরে মত বদলালেন না।

    ISI তো দেবাশিসদাকে বরখাস্ত করবে মনে হয়, সে ঠিকই আছে। তাই বলে প্রতিবাদ করবেন না? অথরিটি যা বলবে মেনে নেবেন? আজ ডীন উপর মহলের কথা শুনবেন, কাল ডিরেকটর আরো উপর মহলের কথা শুনে বলবেন গরুর হিসির ডেটা অ্যানালিসিস করতে, সেটাই কি কাম্য? দেবাশিসদা পাবলিক ফোরামে গাল খাবেন, কে যে কোথায় বসে থাকে গোছের কমেন্ট আসবে। তো আমরা অমর্ত্য সেনকেই ধুইয়ে দি, দেবাশিসদা কোন ছার।
  • যদুবাবু | ০১ মে ২০২২ ২১:১৫501447
  • হ্যাঁ, দেবাশিস-দা আমার শিক্ষক-ও। সম্মানীয় ব্যক্তি + যোগ্য লোক। সে নিয়ে সন্দেহ নেই। আবার একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে মত পাল্টান না। আমার যা মনে হয় সে তো বললাম-ই। হতেই পারে মার্কস ইনফ্লেশন হচ্ছে বা হয়েছে। কিন্তু সে দায় ছাত্রদের নয়। একেবারেই নয়।

    আর এসবের জন্য তো ডিনের পরেও অ্যাকাডেমিক কাউন্সিল আছে। এ তো একজনের সিদ্ধান্ত নয়! তারা ওঁর এই ছাপ মারার রিকোয়েস্ট ডিক্লাইন করার পরে সেটা মেনে নিয়ে ওঁর কর্তব্য পালন করতেই পারতেন। সে  না করে আমার কথা না শুনলে আমি খেলবো না বলে ব্যাট-উইকেট বগলে বাড়ী চলে যাওয়া কি কাজের কথা? 
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ২০:৪১501446
  •  
    দেবাশিস বাবু অত্যন্ত সম্মানিত ও যোগ্য ব্যক্তি। অন্য কিছু প্রতিষ্ঠানের ভিসিদের মতো নন। 
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ২০:৩৭501445
  • দেবাশিস সেনগুপ্ত অত্যন্ত ঠিকঠাক এবং সাঙ্ঘাতিক ছাত্রদরদী শিক্ষক। উনিই সেই ব্যক্তি যিনি ধনঞ্জয়ের ফাঁসির বইটা লিখেছিলেন। হতে পারে এ অনলাইন পরীক্ষার মার্কশীটগুলো দেখে সবাইকেই সৌরভ চ্যাটার্জ্জী মনে হচ্ছে তাই উনি গোঁ ধরেছেন যে অনলাইন না লিখলে সই করবেন না। তবে ISI তো, আগে হলে বলত ডীনস অফিসের অপূর্বদা সই করে দেবে ডীনের হয়ে :)
  • | 2601:247:4280:d10:dde9:8cea:60ff:8511 | ০১ মে ২০২২ ২০:৩৬501444
  • রোজ ওয়ার্ডেল আর স্পেলিং বী করার মতই বেশ একটু  উত্তেজনা টের পাচ্ছি।কবিতিটা পড়ার পর থেকে মানে টা ধরি ধরি লাগছে কিন্তু পারছি না- ঠাকুরটা এসে গেলেই হয়তো জলবৎ হয়ে যাবে। 
    দেখি( গালে হাত ) 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০১ মে ২০২২ ২০:২০501443
  • ছাত্ররা মোটেও নিজেদের ইচ্ছেয় অনলাইন পরীক্ষা দেয় নি। যা ম্যান্ডেট এসেছে, তাই করেছে। তাহলে এর দায় ওরা বইবে কেন? - যদুবাবু
     
    এই প্রশ্নটা সেই পদাধিকারীমশাইকে করলে উনি সম্ভবতঃ নীরব থাকাই শ্রেয় মনে করেন। কারা যে কোথায় বসে থাকে!
  • যদুবাবু | ০১ মে ২০২২ ২০:১১501442
  • অভ্যুদাঃ ফোনে বিস্তারিত বলবো। সকালেই দেখলাম একজন ঐ নামের লোক কার লেখায় কমেন্টেছেন, ইনিই উনি কি না জানি না। 

    এমনিতে তো প্রতিবেদনে কিছুটা লেখা আছে ... কিন্তু আমার নিজের ধারণা পলিটিক্স/ইগো ট্রিপ ইত্যাদি মিশে আছে যেগুলো ঠিক প্রমাণ করার মতো নয়। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না, ওনাদের ইন্টারনাল ম্যাটার, কিন্তু এরা বারবার কেন সেই বন্দুকটা ছাত্রদের ঘাড়ে রাখেন সে আমি জানি না। আমি কিন্তু সত্যিই এরকম সদ্য পাশ-আউটদের চিনি যাদের ভালো মতন সমস্যায় পড়তে হয়েছে হাতে ওফিশিয়াল ট্র্যানস্ক্রিপ্ট না থাকায়। 

    আর টোকা বাদ দাও, আমাদের তো কোনো কোনো পরীক্ষা ওপেন বুক, ওপেন নোটস হতো। আর তার থেকেও বড়ো কথা, ছাত্ররা মোটেও নিজেদের ইচ্ছেয় অনলাইন পরীক্ষা দেয় নি। যা ম্যান্ডেট এসেছে, তাই করেছে। তাহলে এর দায় ওরা বইবে কেন? 
  • পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:d592:df6:1d2:77ad | ০১ মে ২০২২ ২০:০২501441
  • ঘটিরা যদি চিনির বদলে মধু দিয়ে পর্ক রান্না করে সেটাকে কি মধুপর্ক বলা হবে? 
     
    গালে হাত দিয়ে চিন্তার স্মাইলি নেই কেন? শুনলাম এসব ব্যাপারে লসাগু বলে একজনের কাছে নালিশ করতে হয়।
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ১৯:৫৫501440
  • যদুবাবু আরেকটু ডিটেলে বলবি গল্পটা কি? https://www.telegraphindia.com/my-kolkata/news/indian-statistical-institute-marksheet-delay-over-online-mention/cid/1862460

    এমনিতে তো বাপু আমরা সেরকম ইনভিজিলেটর (যথা পাইয়ের বৌদি!!!) থাকলে ইন-ক্লাস পরীক্ষাতেই টুকে ফাটিয়ে দিতাম, তো কোনো নজরদারি ছাড়া অনলাইন পরীক্ষা! অবশ্য যদি এখন পরমহংস ছাত্রের সংখ্যা বেড়ে থাকে তো বলতে পারি না। :) তেমনি এক ছাত্র ছিল কার্তিক, CSO তেও টুকবে না, আমাদের সে কি টেনশন যদি পাশ না করে! 
  • রৌহিন | ০১ মে ২০২২ ১৪:৫৬501439
  • অনেকে মনে করেন মধুচন্দ্রিমায় গিয়ে পর্ক খেলে সেটা মধুপর্ক হয়ে যায় - কিন্তু মনু বলে গেছেন, মধু মাখিয়ে শুকর খাবার যে বৈদিক রীতি,তাকেই মধুপর্ক বলা হয়।
  • যোষিতা | ০১ মে ২০২২ ১৪:৩৫501438
  • ব্রতীনের কবিতি মাঝেমাঝেই পড়ে নিচ্ছি এয়ারপোর্টের কঘেয়েমি কাটাতে
  • একক | 2409:4060:2e80:c18:7ca1:ef4a:736e:97fa | ০১ মে ২০২২ ১৪:১০501437
  • প্রথম কবিতা লিখুন - নামে একটা কাম আউট টই হোক না!  কার মধ্যে কী লুকিয়ে আচে,  একটু ঝাড়া দিয়ে বেরিয়ে আসলে আখেরে ভালোই হবে।
     
    সিরিয়াসলি বল্লুম। 
     
     
  • r2h | 134.238.14.27 | ০১ মে ২০২২ ১৩:৫২501436
  • আমি ব্রতীনদার কবিতাটা অনেকবার পড়লাম। শুরুতে মনে হলো প্রাত্যহিকতার গ্লানি, অথবা আরেকটু অন্ধকার, টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো ক্রিপস ইন দিস পেটি পেস। তারপর কুকুর বেড়ালে এসে মনে হলো বহুপ্রতীক্ষিত বৃষ্টি। কিন্তু তারপর স্প্রেশাল, ডাবল, বালি বেলুড়ে এসে পুরো ব্যাপারটা পাল্টে গেল। ঠাকুর এলে আরেকটু পরিস্কার হবে। এইটা একদম সার্থক পর্বে পর্বে কবিতা। খুবই এক্স্পেরিমেন্টাল - জায়মান কবিতার মধ্যে পাঠককে ঢুকিয়ে নেওয়া।
  • :|: | 174.251.163.141 | ০১ মে ২০২২ ১০:৪৬501435
  • কার হাই সুগার? আপনার না কলার? ০১ মে ২০২২ ০৮:৩৯-এর বাক্যটা কিলিয়ার হচ্ছে না। 
  • যদুবাবু | ০১ মে ২০২২ ০৮:৪০501434
  • বানানার বানান ভুল করে বানান লিখেছি। কি গেরো। (যাই ঘুমিয়ে পড়ি।)
  • যদুবাবু | ০১ মে ২০২২ ০৮:৩৯501433
  • যাক চৌষট্টি-টা কেনো নি। তবে তুমি যে সাচ্চা কলাকার এ নিয়ে আর কারুর কোনো সন্দেহ-ই থাকবে না এরপর। 

    তবে কলা ভালো ফল। একটু মজে গেলেও দিব্যি বানান ব্রেড বানিয়ে খাওয়া যায়। তবে হাই শুগার বলে বেশী খাই না আজকাল। :( 
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ০৭:৫৩501432
  • পায়েস পর্যন্ত ঠিক ছিল। পর্ক খেয়ে গিয়েই গণ্ডগোল হল।
    কালকে আমাদের ফিস্টি ছিল। আমিও পর্ক খাই নি।
    আজকে একচল্লিশটা কলা কিনে বাড়ি ফিরেছি। যদিও ছোটো ছোটো কলা তবুও বাড়ির লোক একটু অবাক হল।
  • পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:d592:df6:1d2:77ad | ০১ মে ২০২২ ০৭:০৩501431
  • পিজে হয়ে যাবে, তবু মনে এল বলে ফেলি।
     
    সুজাতার পায়েসে জাতার কোন ভূমিকা ছিল না? 
     
    আর পদ্যটি বড়ই চমৎকার। পুরো অনুপ্রেরিত কবিতা।
  • kk | 2601:448:c400:9fe0:3d8b:d9c6:971b:75e0 | ০১ মে ২০২২ ০৪:৩২501430
  • ব্রতীনের প্রথম কবিতি অতিশয় স্প্রেশাল হয়েছে। সুজাতার পায়েসের মত। আসলে পায়েসও ছিলোনা। দুধ-ভাত ছিলো। ওপরে তাজা আপেলের টুকরো আর বাড়িতে বানানো ক্যারামেল। আর টোস্টেড আমন্ডের কুচি।
  • Abhyu | 47.39.151.164 | ০১ মে ২০২২ ০৩:৩৩501429
  • কবিতিটি অতি মিত্তি হয়েছে। অমৃতির ন্যায়।

    ঊনপঞ্চাশ খুবই ভালো সংখ্যা। কাজ ফুরুলে ছুটি হয়, ঊনপঞ্চাশ ঘুমিয়ে রয়। ভুলে গেলেন? ধিঙ্গিপদ?
  • Amit | 61.69.184.156 | ০১ মে ২০২২ ০৩:২৬501428
  • বুদ্ধবাবু ৪৯ দিন সত্যি পুরো না খেয়ে ছিলেন ? না মমব্যান যেমন সিঙ্গুরে নির্জলা অনশন করে ওজন বাড়িয়েছিলেন সে রকম উপোস ? 
  • :|: | 174.251.163.141 | ০১ মে ২০২২ ০৩:২০501427
  • উঁহু, উপোস করে বোধিপ্রাপ্ত হন নাই। পায়েস খেয়ে হয়েছিলেন। স্লিভলেস সুজাতা সান্যালের বিষয়ে জানতে সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
  • যদুবাবু | ০১ মে ২০২২ ০৩:০২501426
  • না না ৪৯ খুব ভালো সংখ্যা। গৌতম বুদ্ধ ৪৯ দিন রাত গাছতলায় উপোস করে সাধনা করেই বোধিপ্রাপ্ত হন।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত