এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৮458974
  • একক, :---)))))
  • একক | 103.124.165.56 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৬458973
  • @ ন্যাড়াদা,  থ্যাঙ্কিউ ; এক্ষুনি সব বুঝে ফেল্লুম এমন না,  শোনার সময় খেয়াল রাখবো।      

  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৪458972
  • অখিলবন্ধু ঘোষ বলেছিলেন, "বুঝলে, হেমন্তর গাঁয়ের বধূ খুব নাম করল। তারপরে তো একের পর এক হিট। আমার হিংসে হল। মনে হল আমিই বা পারব না কেন। তো করলাম। 'পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা ওই'। 'গাঁয়ের বধূ'র মতন না হলেও, খুব হিট হয়েছিল। আমি তারপর আমার নিজের স্টাইল ছেড়ে ওরকম গান গাইতে শুরু করলাম। গাইতে গাইতে একদিন দেখলাম কখন আমার জায়গা থেকে আমি হড়কে গেছি।"

    দারাশুকো-ফুকো সবই একই কেস বোধহয়। পাব্লিশারের চাপ, প্লাস সুনীল ঐতিহাসিক লিখল, আমিও লিখব।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:২১458971
  • আর তো কিসু বলার নাই, উনি তো রিয়েল লায়ন, গ তে বেশ ভালো দ,
    আমি ই তো টোটাল ব্যর্থ। আর শোনো ফের যদি সরু ব ই , সংক্ষিপ্ত রিভিউ এসব ফাঁকিবাজি কে তোল্লা দিয়েছে, দেখা হলে দোবো ধরে:--)))
  • একক | 103.124.165.56 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৯458970
  • শ্যামল মায়াবী লেখা লিখে বাংগালির কাছে প্রাপ্তি হল এই যে, দারাশুকো নামক খাজা কৃতকর্ম দিয়ে মনে রাখা হয়।  এরপর, বাংগালী কোন দিন হিরসিমামাইলাভ নিয়ে ওয়েব সিরিজ বানাবে,  টাইটেলে ধুপধুনো সহ সন্দীপন, সেদিন আমি সুতার দরজিকে একটা কল করে, এক কাপড়ে লায়া- লিংশির পথে চলে যাবো      । 

  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৬458969
  • "ধরুন একজন গায়ক শান্ত নিরিবিলি ধীরে নেবে আসা একটা সন্ধ্যা ধরতে চাইলেন পূরবী তে,  আরেকজন চাইলেন আরবান,  ঝলমলে আলো ও কাকলি তে ভরা একটা সন্ধ্যে কে প্রকাশ করচেন একি রাগে ।  দুটি আলাদারকম সন্ধ্যের সিনেমা স্কোর বানানোর ভার পরেচে,  দুটোই পূরবীতে। 

     এরকম খেত্রে রবিবাবুর থিওরি কী পথ দেখায় বা আদউ পথ দেখায় কি না?"

    রবিবাবু পথ দেখান কিনা জানিনা, কিন্তু সেরকম লোকের হাতে পড়লে একই রাগ বিভিন্ন মুডে আসে। ভৈরবী তো দারুণ মেলিয়েবল রাগ। কত লোক যে কত মুডে করেছেন! বেহাগও। স্যার আরেন্টিও এই দুটো রাগে যে কত রকমের গান বেঁধেছেন। কিন্তু আবার কেদারের মতন রাগে বিষণ্ণ বর্ষার গান "শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায়" অনেকটা আরবান, ঝলমলে সন্ধ্যেয় পূর্বীর ঠিক উল্টো। কাজেই, করা হয়েছে।

  • S | 2405:8100:8000:5ca1::2c1:b61e | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৬458968
  • ১ থেকে ১০০ র মধ্যে কোন কোন নাম্বারের অড সংখ্যক ফ্যাক্টর আছে?

    যেমন ১ এর ফ্যক্টর শুধুমাত্র ১। অড।
    কিন্তু ২ এর ফ্যাক্টর ১ আর ২, ৩ এর ফ্যাক্টর ১ আর ৩, ৫ এর ফ্যাক্টর ১ আর ৫, ৬ এর ফ্যাক্টর ১, ২, ৩, আর ৬, ৭ এর ফ্যাক্টর ১ আর ৭, ৮ এর ফ্যাক্টর ১, ২, ৪, আর ৮। সব ইভেন।
    কিন্তু ৯ এর ফ্যক্টর ১, ৩, আর ৯। অড।
  • Tapas Das | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৪458967
  • এ বোধি, প্রতীকের লেখার নিচে  আর কিছু লিখবে না? কীরকম ব্যর্থ ব্যর্থ লাগবে তো!

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:১০458966
  • সোমনাথ কেন কিভাবে লিখতে হবে গোছের একটা আডভাইস এলেকে দিচ্ছিল সেটা বুঝতে পারিনি। তার আর্গুমেন্ট সে কিভাবে ফর্ম করবে তার ব্যাপার।

    পরের বার হাওয়া হ ওয়া অব্দি ইন্দ্রাণীদি তাইলে একটু থাগলে ভাল হয়।
  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:১০458965
  • শ্যামল গঙ্গো বড় মায়াবী লেখা লিখতেন।

  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৮458964
  • স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি ছোটাইদি।

  • একক | 103.124.165.56 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৭458963
  • সে পার্ট টা বুঝেচি ঃঃ) তবে আমি যুদ্ধের ফটো ডকু আর রিসার্চ পেপার থেকে বেরন কিছু বই পেয়েচি এভাবে।  রিসার্চ মানে হাইফাই কিচু না,  মন্দিরের আরকীটেকচার ইত্যাদি, তবে আমার আগ্রহের জিনিস তাই বল্লুম।    

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:০২458962
  • আমার পাড়াতেই বাই পাসের ধারে দোকান আছে, টপিক ধরে জোগাড় সম্ভব না। ভালো কোয়ালিটির বৈ এর ক্লিয়ারেন্স সেল তও ওজোন দরে রেয়ার। আমার সে অভিগ্যতা আছে খুব রেয়ারলি ভলো ব ই পেয়েছি আর কথা হছিলো একটা বৈ সরু বোলেই তার প্রসঙ্গ্সা কোরা জায় কিনা। যায় না। একটা বই বা তার রিভিউ সন্ক্ষিপ্ত হোলেই তার প্রসঙ্গ্সা কোরা উচিত কিনা, এটা কোনো ক্রইটেরিয়া ই না। যার পোসাবে পরবে, না পোসালে হাটা দেবে আবার কি, বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • i | 110.174.255.18 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:০২458961
  • সম্বিৎ যখন রয়েছেন আর আজ পাঁচই সেপ্টেম্বর, তখন তাঁকে বলবেন- ছোটাই ভোলে নি।
  • i | 110.174.255.18 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:০০458960
  • বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্পটা মনে পড়ছে না ..
    বরং শ্যামল গঙ্গোপাধ্যায় মনে পড়ল-যদিও রাগ সময় ইত্যাদির ব্যাপার সে ছিল না- সে এক মারাত্মক গল্প।

    পুরকায়েতের আনন্দ ও বিষাদ গল্পের হিমানীশ সেতারি কমল পুরকায়স্থকে বাড়ি নিয়ে গিয়ে গল্প করছেন; বলছেন খেয়াল শুনলে, টের পাই এ গলা কোন সালের, তখন রাস্তায় কেমন ভীড় ছিল, সর্ষের তেল কী দামে বিকোত-
    বলছেন, জীবনমরণে সাইগলের পাখি আজ কোন কথা কয় শুনুন। শুনেই বুঝবেন তখন দ্বিতীয় মহাযুদ্ধ বাধে নি, যুদ্ধের আঁচ বাঙালীর গালে লাগে নি- সন তারিখ না জেনেও বলে দিতে পারি-
    কমল বলছেন, ধরুন ফৈয়াজ খাঁ ছায়ানট রেকর্ড করছেন ১৯৩৭ এ অথচ ছায়ানটের বয়স তো হাজার বছর-্ফৈয়াজের ছায়ানট শুনে সময় কি করে স্থির করবেন?
    হিমানীশ বলেন, ফৈয়াজ শুনেই বলে দেব।ঐ গানের সময়কার বাঁধানো প্রবাসী দেখেছি। তাতে দুলালের তালমিছরির বিজ্ঞাপন থাকত। ১৯৩৭ এর ছায়ানটে তালমিছরির গন্ধ পাবই। ঐ সময়ের যূথিকা রায়ের বনের পাখি বাজাচ্ছি, শুনুন। পিন যেন তালমিছরি ড্রিল করে রেকর্ডের ওপরেই সেই গন্ধটা গুঁড়ো সমেত ছড়াবে-
  • S | 2001:41d0:1000:d2b:2c0:: | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৮458959
  • ইস্কুলে থাকতে গল্প শোনা। ডঃ রাধাকৃষ্ণনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর জন্মদিনটা কিভাবে পালন করতে চান বা লোকে মনে রাখুক এরকম একটা প্রশ্ন। তিনি উত্তর দিয়েছিলেন যে শিক্ষকদের সন্মান জানিয়ে। জানিনা এই গল্পের সত্যাসত্য। শিক্ষক সবাই - পাঁড়াগায়ের প্রাইমারি ইস্কুলের মাস্টার থেকে আইভি লীগের প্রফেসার। সবাই। মাঝে ক্লাস বিভাজন করে সে সত্যি মেটানো যায়্না।
  • একক | 103.124.165.56 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:৫২458958
  • "হাজার হাজার বছর ধরে যে সকাল-সন্ধ্যে দেখে এসেছি, ইভোলিউশন তাকে এখনও ওভাররাইট করে উঠতে পারেনি।" 

    হ্যাঁ,  এটা অবশ্য একটা ব্যাপার।  আমার আদতে আরেকটু এগিয়ে প্রশ্ন ছিল,  ধরুন একজন গায়ক শান্ত নিরিবিলি ধীরে নেবে আসা একটা সন্ধ্যা ধরতে চাইলেন পূরবী তে,  আরেকজন চাইলেন আরবান,  ঝলমলে আলো ও কাকলি তে ভরা একটা সন্ধ্যে কে প্রকাশ করচেন একি রাগে ।  দুটি আলাদারকম সন্ধ্যের সিনেমা স্কোর বানানোর ভার পরেচে,  দুটোই পূরবীতে। 

     এরকম খেত্রে রবিবাবুর থিওরি কী পথ দেখায় বা আদউ পথ দেখায় কি না?    

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.201 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৫458957
  • কেসি তো মধ্য প্রাচ্য
  • একক | 103.124.165.56 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৩458956
  • আপ্নারা বোধ হয় কিলোদরে বই কেনেন না।  তাই অজানা যে,  প্রডাক্ট প্রাইসিং এ কিলোদরে বই এর অফার খুবি ইন্টারেস্টিং ব্যাপার। বই এর পাতার, কভারের জিএসেম হয়,  কাজেই দামের সংগে ওজনের সম্পর্ক নেই তা কিন্তু নয়। 

    যদি বই এর মেটেরিয়াল আর প্রাইসিং এমনভাবে সেট করতে পারেন, যে কিলোদরে বেচলে ছাপাই এর খরচ উঠে আসবে, তাহলে সেই বই দিব্য কিলোদরে বিক্রি হয়। তারা কেও হেলাফেলা বই ও না। আমার পুরো ডন ম্যাক্কালিন ফটো সিরিজ নতুন বই কিলোদরে কেনা।  কফি টেবিল বুকেও এভাবে প্রাইসিং এর একটা গল্প আচে।  সরবদা সম্ভব নয়,  কিন্তু বই বিশেষেে দিব্য সম্ভব।             

  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:৩৮458955
  • এককের প্রশ্নটা ঠিকমতন বুঝতে পেরেছি কিনা জানিনা, তবে মনে হল এই ধাঁচের - যদি রবিবাবুর প্রতিপাদ্য সত্যি বলে মেনেও নিই, তাহলেও আধুনিক যুগে সন্ধ্যের রূপ এমন বদলে গেছে, সন্ধ্যের রাগের এই ইম্প্যাক্ট হওয়া সম্ভব কিনা।

    প্রথমতঃ আরেন্টি " প্রভাতের রাগে কোমল স্বর গুলো ধীরে ধীরে প্রকাশ  এবং সন্ধ্যার রাগে সেগুলো ধীরে ধীরে নীমিলিত হয়ে আসবে ;  " এই বলে যে ঠিক কী বলতে চেয়েছেন, মানে সাঙ্গীতিক টার্মে, সেটা বোঝা শক্ত। প্রথমে ভেবেছিলাম, উনি বলছেন যে রাগের আরোহে কোমল কিন্তু অবরোহে শুদ্ধ নিয়ে নাবে সেগুলো সকালের রাগ অ্যান্ড ভাইসি-ভার্সা। কিন্তু একটু ভেবে দেখলেই বোঝা যাবে সেটা ঠিক নয়। পূর্বী একেবারে আইডিয়াল সন্ধ্যের রাগ। নাবার সময় গ-ম-গ-ঋ-স দিয়ে পূর্বী প্রায় ডিফাইন্ড। এই সিগনেচার লাগিয়ে কবীর সুমন "বিভূতিভূষণ" গানের শেষ লাইনে নীরবে মারদাঙ্গা লাগিয়ে দেন। কিন্তু পূর্বী তো ওঠার সময়েও সেই কোমল রে (ঋ) নিয়ে ওঠে। কাজেই আরেন্টি কাব্যময় ভাষায় যে ঠিক কী বলেছেন তা আমি গেল তিরিশ বছর ধরে বুঝে উঠতে পারিনি। যদিও প্রথম যখন পড়েছিলাম, তখন খুবই সুপ্রযুক্ত মনে হয়েছিল।

    এটা যদি ছেড়েও দিই, যদি ধরে নিই রাগের মধ্যে আনডিফাইন্ড কোন ইনট্রিনসিক এলিমেন্ট আছে, যা দিয়ে সকালের রাগ সকালের হয় আর সন্ধ্যে রাগ সন্ধ্যের হয় (মানে কোন সময়ের রাগ এটা শুধু আমাদের অ্যাসোসিয়েশন আর কন্ডিশনিং নয়), তাহলে সকাল আর সন্ধ্যের রূপ যতই পাল্টাক, আমাদের সাইকিতে সেগুলো সকাল আর সন্ধ্যের রাগই থেকে যাবে বলে মনে হয় কেন না, হাজার হাজার বছর ধরে যে সকাল-সন্ধ্যে দেখে এসেছি, ইভোলিউশন তাকে এখনও ওভাররাইট করে উঠতে পারেনি।

  • অর্জুন | 113.21.69.26 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:২৩458954
  • কিলো দরে বই বিক্রির একটা গল্প বলি। অবশ্য শ্রুতি।  আমাদের পুরনো পাড়ায় একটি ক্রিশ্চান- হিন্দু পরিবার ছিল। গৃহকর্তা ছিলেন হিন্দু, কর্ত্রী ক্রিশ্চান। দুজনের ধর্মান্তকরণ না করেই বিয়ে হয়েছিল। বিশের দশকের ঘটনা। খুব ইউনিক ব্যাপার। তাদের পুত্র কন্যারা মায়ের মতানুসারে খৃষ্ট ধর্মের দিকে ঝুঁকলেও, একজন বাদে সকলেই হিন্দু বিয়ে করেছিল। 

     গৃহকর্ত্রী ছিলেন বেজায় রবীন্দ্রবিরোধী। কারণ ? রবীন্দ্র সাহিত্যে, সংগীতে নাকি খৃষ্ট বিরোধী মনোভাব সুস্পষ্ট। রেডিওতে রবীন্দ্র সংগীত হলে বন্ধ করে দিতেন। বাড়িতে কেউ রবীন্দ্র সংগীতের সুর ধরলেই বলতেন 'বাইরে গিয়ে গাও।'     তা যাইহোক। তার এক বৌমা বাপের বাড়ি থেকে অনেক রবীন্দ্র সাহিত্য নিয়ে আসেন যার মধ্যে বেশ কিছু ছিল প্রথম সংস্করণ। বৌমার পিতৃদেবের কালেকশন। বৌমা সাধ করে সেসব বসার ঘরে রেখেছেন। কর্ত্রী একদিন পুরনো খবরের কাগজের সঙ্গে সেসব প্রথম সংস্করণের বই গুলো কিলো দরে বেচে দেন। বৌমা তখন আপিসে। 

  • b | 14.139.196.11 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:২২458953
  • আমার এক বন্দুক (সে নয়, কিন্তু তার বাবা কটিন সিপি এম ও পাবলিক ফেস) গড়গড়িয়ে ফার্সি পড়ে। কেসি-র মন্তব্যে দম হ্যাজ।
  • সম্বিৎ | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:১৯458952
  • ধুর, কোথায় ফার্সি শেখা! অন্নচিন্তা চমৎকারা। তবে আমি ফার্সি শিখব ভাবছিলাম আইন-ই-আকবরি, তুজুক-জাহাঙ্গিরি এইসব পড়ব বলে। কিন্তু আধুনিক ফার্সি শিখে ওইসব বই পড়ার মতন বিদ্যে যদিবা হয়, তদ্দিনে উৎসাহ থাকবে কিনা কে জানে!

  • b | 14.139.196.11 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১২:০৪458951
  • কিলোদরে বই বিক্রি হয় তো। আমার মামা সিগারেট, ইঙরিজি ছবি দেখার পয়সা ইত্যাদি জোগাড় করতে বাড়ির রবীন্দ্ররচনাবলী কিলোদরে বিক্রি করে দিয়েছিলো। ১০ কেজি মাল, বিক্রি করে বোধ হয় ২০০ মতন পেয়েছিলো। ১৯৭৩ সালে সেটাও অনেক।
  • | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৭458950
  • দীপাঞ্জনের ধাঁধাটা হেব্বি। দেখবেন কারো আবার মহাভারতানুভুতি আহত না হয়।

    আর বোধি, ওজন করেও বই বিক্রি হয় তো। একবার কলকাতায় হচ্ছিল কারা যেন তিন সাইজের বাক্স রেখেছিল হাজার আঠেরোশো এরকম দাম এক একটা বাক্সের। বাক্স কিনে নিয়ে এবার সেই বাক্সে যত বই ধরবে তা পছন্দমত ভরে ঘাড়ে করে বাড়ি যাও। আমাদের ব্ল্যাংকি গেছিল বাক্সভরে বই নিয়ে এসে বলছিল আরেকদিন যাবে।
  • দীপাঞ্জন | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১১:২৫458949
  • কৃষ্ণ অবশ্যই ঠিক, তবে যুক্তিটা এক্ষুনি দেবেন না, যদি অন্যরা কেউ ভাবতে চায় |
  • aka | 2600:1005:b16e:3b54:6d07:a261:3a20:9998 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১১:২৩458948
  • দীপাঞ্জন কে বললাম ১০, আমিই মনে হয় কেষ্টা, দেখলেন তো, সংগে থাকুন গ্রন্থ আসিতেছে শীঘ্র।
  • aka | 2600:1005:b16e:3b54:6d07:a261:3a20:9998 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১১:১৯458947
  • ১০
  • anandaB | 50.125.255.146 | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১১:১৭458946
  • অদ্ভুত সমাপতন, একটু আগেই ভাবছিলাম ওই রাগসঙ্গীতের সকাল সন্ধে নিয়ে হাবিজাবি কিছু লিখবো আর তার মধ্যেই এসে AG র খবর টা পেলাম

    এখন এই প্রায় মধ্যরাতে এর ওষুধ হলো ভীমপলশ্রী (বা ভিমপলাশী), আমার কাছে ... অথচ দুপুরের রাগ খাতায় কলমে

    সবটাই মানসিক বুনন আর নিৰ্মাণ
  • দীপাঞ্জন | ০৫ সেপ্টেম্বর ২০২০ ১১:১২458945
  • অজ্ঞাতবাস শেষ, যুদ্ধ এলো বলে | গান্ধারী একদিন দ্রৌপদীকে ডেকে বললেন, - "যুদ্ধ তো হাই ভেরিয়েন্স, কে মরে কে বাঁচে ঠিক নেই, তোমার অর্জুনও তো শুনলাম ভয় পাচ্ছে, কৃষ্ণ ভুলভাল বোঝাচ্ছে, তাও ভয় কাটছে না | তার থেকে মিলে মিশে থাকলেই হয় | তুমি পাঁচজনকে তো বিয়ে করেইছো, আমার কয়েক ছেলেকেও বেছে নাও |" দ্রৌপদী বললেন, - "আইডিয়া খারাপ না, কিন্তু আমি তো বাই, তাই এখন মেয়ে খুঁজছি | আপনার তো আবার রেশিও খুব খারাপ, প্লাস দু:শলা দু:সহ স্ট্রেট |" গান্ধারী একটু ভেবে বললেন, - "উপায় হ্যাস", বলেই হাঁক পাড়লেন, "বোলাও ভঙ্গস্বন" |

    ইন্দ্রের অভিশাপে (মতান্তরে আশীর্বাদে) ভঙ্গস্বন স্বেচ্ছারূপান্তরের সুপার পাওয়ার পেয়েছেন | শুধু তাই না, সূর্যোদয়ের আগে যাঁকে চুমু খাবেন, তাঁরও রূপান্তর, তাৎক্ষণিক, অনিবার্য, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে | ওরিয়েন্টেশন যদিও একই থাকবে | দ্রৌপদী গান্ধারীকে শুধোলেন, - "কৌরবরা কেউ এন্ড্রোফাইল নয় তো?" গান্ধারী বললেন,- "নট দ্যাট আই নো অফ, সবাই নারীপ্রেমী বলেই তো জানি " |

    ভঙ্গস্বন এসে বললেন, - "নো প্রব্লেম, কাল ভোরে আমি শত কৌরবকেই চুমু খাবো, সবাই মেয়ে হয়ে যাবে |" দ্রৌপদী আঁতকে উঠলেন, "না না, একশোজন চাই না !" ভঙ্গস্বন দাঁড়ি চুলকে বললেন, - "ওকে, ওকে, পরশু তাহলে দুই, চার, ছয়, আট, ... একশো নম্বর কৌরবকে আবার চুমু খাবো, তাহলে ওরা আবার ছেলে হয়ে যাবে | তৃতীয় দিন তিন, ছয়, নয়, বারো, ... নিরানব্বই নম্বর | চতুর্থ দিন চার, আট, বারো, ষোলো, ... একশো নম্বর | পঞ্চম দিন, পাঁচ, দশ, পনেরো, কুড়ি, ... একশো নম্বর | ষষ্ঠ দিন ..."

    দ্রৌপদী থামিয়ে দিলেন, - "বুঝেছি, বুঝেছি, ছয়, বারো, আঠারো, চব্বিশ, ... ছিয়ানব্বই" | কিন্তু কদিন চলবে এই ভোরের ম্যাজিক?" ভঙ্গস্বনের দ্রুত উত্তর - "কেন, একশো জন, একশো দিন !" দ্রৌপদী একটু থমকে গিয়ে বললেন, "এক নম্বর মানে দুর্যোধন, থুড়ি দুধযোনিকে তো পাচ্ছি, কিন্তু একশো দিনের শেষে ঠিক কতজন মেয়ে থাকছে?" ভঙ্গস্বনও একটু অনিশ্চিত - "হুম, একটু গোলমেলে, তোমার বিএফএফ কৃষ্ণকে ডাকলে হয় না ? উনি ধাঁধা ভালোবাসেন |"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত