এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ৩০ মার্চ ২০২০ ১০:৫৯440108
  • "অবশ্যই আসল পেহাড় হবে ভালনারেবল পপুলেশনের। "

    এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতে সামাজিক সুরক্ষার অবস্থা বিশেষ ভালো নয় । এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর একটা মেট্রিক আছে যার দ্বারা এশিয়ার বিভিন্ন দেশে সামাজিক সুরক্ষার মাপকাঠি ঠিক করা হয় (সোশ্যাল প্রটেকশান ইনডেক্স) তো তার টেবিল দেখলে দেখবেন ভারত মোটামুটি মাঝখানে রয়েছে (চীন ভারতের থেকে একটু বেশি আর জাপান কোরিয়া অনেকটাই বেশি ) । এই সংঘখ্যাগুলোর মানে মাথাপিছু দারিদ্রসীমাতে যে মানুষরা রয়েছেন তাঁরা যে টাকা খরচ করতে পারেন তার কত শতাংশ তাঁর দেশ তাঁদের সামাজিক সুরক্ষার জন্য খরচ করে । এশিয়ায় সেরা জাপান , তারা 54% এর বেশি অর্থ খরচ করে সামাজিক সুরক্ষার খাতে তার পর কোরিয়া 29% এর কিছু কম , ভারত 11% এর মত দিচ্ছে । বাংলাদেশ পাকিস্তান 5% এর মতো । এর মধ্যে পাকিস্তানের ব্যাপারটা সবচেয়ে সঙ্গিন , কারণ সে দেশে যত গরিব তার খুব কম সংখ্যক লোক অর্থ সাহায্য পেয়ে থাকে , যদিও যাদের দেয়া হয় তাদের অনেকটা করে দেয়া হয় ।

    Screenshot-2020-03-30-17-49-20

    করওনা পরবর্তী দিনগুলোতে এই ব্যাপারটা গুরুত্ব পাবে । এখানেও হযত দেখা যাবে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় জাপান কোরিয়া অপেক্ষাকৃত ভালো করবে কারণ প্রথম থেকেই এদের অনেকটা ইনভেস্টমেন্ট করা আছে বিশেষ করে সামাজিক সুরক্ষার খাতে । ভারতের অবস্থা কি হয় দেখার ।
  • b | 162.158.50.247 | ৩০ মার্চ ২০২০ ১০:৫৮440107
  • আমাদের এক ক্লিনারকে ফোনে করেছিলাম। উনি বললেন যে টাকায় টান পড়ছে। তার কারণ আর কিছু না, পুলিশ/মিলিটারি সবাই মিলে এ টি এম অবধি যেতেই দিচ্ছে না।
  • আচ্ছা | 162.158.119.142 | ৩০ মার্চ ২০২০ ১০:৫৮440106
  • খদার খাসি হোম মিনিস্টার কথায় লুকিয়েচে কেউ জান? এমপি কেনা ত হয়ে গেচে অনেকদিন। ৬৫র অপর বয়স মাল্টার মা কোরোনাকালি কি মুখ তুলে চাইবে?
  • hkg | 162.158.50.254 | ৩০ মার্চ ২০২০ ১০:৫৬440105
  • aka | 162.158.186.143 | ৩০ মার্চ ২০২০ ০৯:৩০440147
    খানু, করোনা মোকাবিলায় কি করবে জানা গেছে? নাকি ট্রাম্পকে ফলো করবে? ১৪ থেকে ৩০ অবধি করবে।

    জানি না রে, আমি পলিসি মেকার ও নই , ইম্পলিমেন্টার ও নই, এখনো অব্দি টেস্টিং ডেটা আবিসমাল । মানে পোলাইটলি বললে , স্টেট্ কমপারিজন টা সরকারকে চাপ তৈরীর জন্য করা যেতে পারে, মানে মিডিয়া কেউ কেউ করেছে, নট শিওর ওভারওল তাতে উপকার কিসু হবে। বাকি টা পয়েন্ট স্কোর, কোনো মানে হয় না।
  • S | 108.162.245.249 | ৩০ মার্চ ২০২০ ১০:৫৪440104
  • চীন ডেটা ফাজ করে। অনেকটা দিদির স্টাইলে। ম্যালেরিয়ার কেস এলেও ডকুমেন্টেড হয়্না। তবে এইবারে কিছু পস্চিমী মিডিয়া চীন নিয়ে একটু বেশিই কথা বলবে। কারণটা আমরা সবাই জানি।

    লক্ডাউনের ফলে ইণ্ডিয়ার শহরগুলোর উপর চাপ অনেক কম। বহু দিনমজুর যারা শহরে থাকে বা সাধারণ লোক শহরতলি থেকে রোজ শহরে কাজের জন্য আসে, তারা আউট। ফলে শহরের বাবু-বিবিদের মধ্যে সোশাল ডিস্টেন্সিং মেইনটেইন করতে সুবিধে হবে। তাতেই আপার ক্লাস, মিডিয়া সবাই খুশি।
  • dc | 162.158.50.247 | ৩০ মার্চ ২০২০ ১০:৪৯440103
  • হ্যাঁ, লোকালাইজড সাপ্লাই চেন পাঁচ ছয় মাস বোধায় টিকে থাকবে, মধ্যবিত্তরা বেশী টাকা দিয়ে জিনিষও কিনবে। নিম্নবিত্তরা কি করবেন জানিনা।
  • শালিখ | 172.68.211.75 | ৩০ মার্চ ২০২০ ১০:৪৪440102
  • সম্বিৎ, আপনার মুখে কাবাব পরোটা পড়ুক।

    যদি লক ডাউন বেশীদিন (এই মাস ছয়েক) চলে তো একটা সাপ্লাই শক হবে। ধরুন পাঁচ কি দশ পার্সেন্ট প্রোডাকশন কম হল। ডিস্ট্রিবিউশন তো ঘেঁটে আছে ও থাকবে। তার ওপর আতঙ্ক।

    ফুড গ্রেনের কালোবাজারি না হওয়াই আশ্চর্য। তেতাল্লিশের মন্বন্তরেও হয়েছিল। অনেকেই ওই ব্যবসায় বড়লোক হয়েছিলেন। কুলোকে বলে সরকার পরিবারও তার মধ্যে পড়ে।

    সে যাই হোক, আতংক আর কালোবাজারি মিলে কি হতে পারে বলা কঠিন।
  • শালিখ | 162.158.59.131 | ৩০ মার্চ ২০২০ ১০:৪৪440101
  • সম্বিৎ, আপনার মুখে কাবাব পরোটা পড়ুক।

    যদি লক ডাউন বেশীদিন (এই মাস ছয়েক) চলে তো একটা সাপ্লাই শক হবে। ধরুন পাঁচ কি দশ পার্সেন্ট প্রোডাকশন কম হল। ডিস্ট্রিবিউশন তো ঘেঁটে আছে ও থাকবে। তার ওপর আতঙ্ক।

    ফুড গ্রেনের কালোবাজারি না হওয়াই আশ্চর্য। তেতাল্লিশের মন্বন্তরেও হয়েছিল। অনেকেই ওই ব্যবসায় বড়লোক হয়েছিলেন। কুলোকে বলে সরকার পরিবারও তার মধ্যে পড়ে।

    সে যাই হোক, আতংক আর কালোবাজারি মিলে কি হতে পারে বলা কঠিন।
  • অরিন | ৩০ মার্চ ২০২০ ১০:৩২440100
  • "ওহো, চীন তাহলে সেটাই করছে আমরা ফিজিক্স প্র্যাক্টিক্যালে যা করতুম। কে ওসব ওহম-ফোহম মাপে, আগে স্ট্রেট লাইন টেনে নিয়ে ঝপাঝপ পয়েন্ট বসিয়ে দাও। অবশ্য একদম যারা গরু ছিলুম তারা সবক'টা পয়েন্ট লাইনের ওপর বসাতুম। বুদ্ধিমানরা কখনই একটু র‍্যান্ডম এরর রাখতে ভুলত না। কারুর বাপের সাধ্য নেই ধরে! ঃ-)))"

    কি জানি মশাই ! আজকে এক জায়গায় পড়লাম চীন নাকি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর দ্বারা ডাটা ফাজ করে দুনিয়া কে ঠকাচ্ছে । এসব করে চীনের এখন আর কি লাভ বুঝতে পারি না কারণ খেলাটা চীনের হাতের বাইরে চলে গেছে । এমন যদি হয় যে আসলে কন্ট্রোল করতে পারে নি কিন্তু চালিয়াতি করে বলছে আমরা কন্ট্রোল করে ফেলেছি তাহলেও এমনিতেই কেউ বিশ্বাস করবে না (চীন বলে নয় কোনো দেশকেই বিশ্বাস করবে না) যতক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন হবে । কারণ না হলে আবার আবার সেই কামান গর্জন এবং তারপর কি হবে কেউ জানে না, শ্যামলাল ও জানে না , স্যাম চাচা তো জানেই না ।
    ;-)
  • sm | 162.158.119.78 | ৩০ মার্চ ২০২০ ১০:৩১440099
  • যারা ভারতে আছি,তারা মোটা মুটি খাবার দাবার ব্যাপারে সংযত আচরণ ই করছেন।এম্প্যাথি ও বিনষ্ট হয়ে যায় নি।বাজারে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত লোকজন মুদিখানার জিনিস স্টোর করেছে বটে,কিন্তু মাস খানেক এর জন্য।বহু জায়গায় কাউন্সিলর দের মাধ্যমে গরীব মানুষদের চাল, ডাল আলুর প্যাকেট দেওয়াও হচ্ছে।
    মুশকিল যেটা হয়েছে,সেটা হলো সাপ্লাই চেন টা কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে।
    ভিন রাজ্য থেকে প্রচুর ট্রাক হাইরোড গুলোতে আটকা পড়েছে।মেইন কারণ হলো,খাবার দাবার হোটেল বা ধাবা পাচ্ছে না।
    ট্রেন গুলো করেও বেশি মাল আসতে পারছে না।
    গোডাউন থেকে মাল পত্র তোলার লোক নেই।
    ওষুধ বিশুধ সাপ্লাই এ টান পড়ছে।
    প্রত্যেক টা জিনিস কিন্তু সাধারণ মানুষ কে খুব এফেক্ট করছে।
    মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ছে।এর সঙ্গে পাল্টা দিয়ে চলছে মিডিয়ার ডেথ কাউন্ট ও সতর্ক বাণী।কেউ অযথা আতঙ্কিত হবেন না।
    শুনলেই ভয় লেগে যাচ্ছে।
    মানুষ কিন্তু যথেষ্ট সংযত আছে।
    রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের উচিত সমস্ত ইগো ঝেড়ে ফেলে ,এইসব জিনিস গুলোর দিকে নজর রাখা।
  • hkg | 162.158.118.37 | ৩০ মার্চ ২০২০ ১০:২৮440098
  • সিএস | 162.158.22.249 | ৩০ মার্চ ২০২০ ০৯:৫৬৪৪০১৫৪
    :---))))))))))))
  • সম্বিৎ | ৩০ মার্চ ২০২০ ১০:২৪440097
  • এবার অতটা খারাপ হবে না। সেবার যুদ্ধের কারণে গভর্নমেন্ট ফুড ডাইভার্ট আর হোর্ড করেছিল। এবার আশা করা যায় সেরকম কিছু করবে না। এবারের অসুবিধেটা ডিস্ত্রিবিউশনে। দেশের ডিস্ট্রিবিউশন এমনিতেই খারাপ। প্রচুর খাবার গরমেন্টের গুদোমে পচে যায়। তার ওপর ট্রেন বন্ধ হলে ডিস্ট্রিবিউশন মায়ের ভোগে। লোকালাইজড খাবার প্রাচুর্য হবে, পচবে কারণ সাপ্লাই আছে, বেরোবার পথ নেই। আবার অনেক জায়গায় খাবার পৌঁছবে না। মোস্টলি চেরাপুঞ্জি-সাহারা মরুভূমি কেস।

    অবশ্যই আসল পেহাড় হবে ভালনারেবল পপুলেশনের। মুজতবা আলীকে কোট করে বলতে হয়, কোরোনায় না পড়লে অনাহারে মরার রাজকীয় পথ তো খোলাই আছে।
  • o | 173.245.52.194 | ৩০ মার্চ ২০২০ ১০:১৯440096
  • ওহো, চীন তাহলে সেটাই করছে আমরা ফিজিক্স প্র্যাক্টিক্যালে যা করতুম। কে ওসব ওহম-ফোহম মাপে, আগে স্ট্রেট লাইন টেনে নিয়ে ঝপাঝপ পয়েন্ট বসিয়ে দাও। অবশ্য একদম যারা গরু ছিলুম তারা সবক'টা পয়েন্ট লাইনের ওপর বসাতুম। বুদ্ধিমানরা কখনই একটু র‍্যান্ডম এরর রাখতে ভুলত না। কারুর বাপের সাধ্য নেই ধরে! ঃ-)))
  • Rajkumar Raychaudhuri | ৩০ মার্চ ২০২০ ১০:১৫440095
  • সব চেয়ে বাজে অবস্থা হবে, যখন সবাই নর্মাল অবস্থাতে আসবে তখন। অর্থনৈতিক ভাবে সব দেশ পঙ্গু। কাজ শেষে পয়সা দিতে ভাঁড়ে মা ভবানি অবস্থা হবে।

  • শালিখ | 162.158.59.131 | ৩০ মার্চ ২০২০ ১০:১৫440094
  • আমার মনে হয় কিছু কিছু দেশে সোশিও ইকনমিক কারনে এমপ্যাথি একটু কম হয়। ভারতে কাস্ট সিস্টেমের জন্য বহু লোককে ওরা বলে দেখার একটা লেজিটিমেসি তো আছেই। আমেরিকাতে যারা সাদা নয় তারা হল সেই ওরা। দুটো দেশেই এমপ্যাথি বেশ কম।
  • r2h | 162.158.23.4 | ৩০ মার্চ ২০২০ ১০:১১440093
  • 'ভদ্রলোকেরা কালোবাজারের দামেই চাল কিনে খেয়েছেন। তাদের খুব একটা গায়ে লাগেনি।' - হুঁ, এখনো তাই, "জিনিসপত্রের দাম একটু বেশি নেবে, কিন্তু পাওয়া তো যাবে, এর্টুকু অসুবিধে তো হবেই", ইত্যাদিই শুনতে পাচ্ছি। সবার যে এটুকু অসুবিধে বহন করার ক্ষমতা নেই, সেটা কিছু ব্যাপার না। এমপ্যাথি চিরকালই মিথ বোধয়। ইন্দোদার ভুখা বাংলা আবার পড়ছিলাম।
  • শালিখ | 162.158.59.131 | ৩০ মার্চ ২০২০ ১০:০৮440092
  • সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে বাংলায় এত লোক না খেয়ে মরেছে, তবু সেভাবে ফুড রায়ট হয় নি। খাবার দাবার নিয়ে কালবাজারী হয়েছে। ভদ্রলোকেরা কালোবাজারের দামেই চাল কিনে খেয়েছেন। তাদের খুব একটা গায়ে লাগেনি।

    এবারেও হয়তো তাই হবে। পালে পালে গরীব মরবে। শাইনিং জনতা ড্রইং রুমে স্কচ খেতে খেতে চালের দাম নিয়ে একটু আধটু অনুযোগ করবে, আর নিজেদের চাল ওষুধ জোগাড় করার ইনসাইড কানেকশন নিয়ে ব্র্যাগ করবে।

    ইফ এনিথিং, এবারে অবস্থা আরও খারাপ হতে পারে। দ্বিতীয় যুদ্ধের জমানায় ভাত কাপড়ের যোগান দেওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ত। এখন (কালো)বাজারে সরকারের হাত দেওয়া অকর্তব্য বলে ধরা হয়।
  • অরিন | ৩০ মার্চ ২০২০ ১০:০৫440091
  • "চীন এ র দেওয়া ডাটা- টোটাল ডেথ কাউন্ট হোক বা টোটাল ইনফেক্টেড রেট - দুটোই আমার কাছে doubtful ।"

    ডাউটফুল মানে কি ? কম দেখাচ্ছে?
    এপিডেমিক গ্রোথ কার্ভ ওভাবে ম্যানিপুলেট করা অসম্ভব ।
  • সিএস | 162.158.22.249 | ৩০ মার্চ ২০২০ ০৯:৫৬440088
  • আপনাদের কোন ডেটাই দেব না, এই হল 'আমাদের' নীতি।

    ওগুলো পেলেই আপনারা গ্রাফ আঁকতে বসে যাবেন আর সরকারের নামে যা খুশী বলবেন। এই করে একুশ দিন কাটিয়ে দিলেই হল। ঃ-)
  • dc | 162.158.50.247 | ৩০ মার্চ ২০২০ ০৯:৫৪440087
  • শালিখ, হ্যাঁ।

    অমিত, সেই চিন্তাতেই আছি। আমার যা মনে হচ্ছে, শেষের দিকে ফুড রায়ট শুরু হতে পারে। বোধায় সেজন্যই, সরকার সব এসেনশিয়াল আর নন-এসেনশিয়াল কমোডিটির যাতায়াত অয়ালাউ করে দিয়েছে। মোটামুটি মেনে নিয়েছে যে এরকম টোটাল লকডাউন সম্ভব না।
  • Amit | 162.158.2.115 | ৩০ মার্চ ২০২০ ০৯:৫২440086
  • হেহে । রিসেশন টা ভালো করে আসতে দ্যান, বা ফুড সাপ্লাই চেন টা একবার ভাঙতে দ্যান, তারপর শহরের শাইনিং জনতা কেমন সোশ্যাল ডিসট্যান্সিং করে টিকে থাকতে পারবে সেটা দ্যাখা যাবে। এক দু হপ্তায় কিছু হবে না, এর লং টার্ম এফেক্ট অনেক দিন চলবে আরো, এতো সবে শুরু।
  • শালিখ | 172.68.47.59 | ৩০ মার্চ ২০২০ ০৯:৪৯440085
  • শহরে বেশী ছড়াতে না দেওয়াটা মনে হয় বিদেশী মিডিয়ার জন্য। বিদেশী মিডিয়া বেশী হৈচৈ করলে ক্রেডিট রেটিং নিয়ে অসুবিধা হবে।
  • aka | 162.158.186.17 | ৩০ মার্চ ২০২০ ০৯:৪৫440084
  • “ যদ্দুর মনে হচ্ছে, প্রথম থেকেই স্ট্র‌্যাটেজি ছিল শহরে বেশী ছড়াতে না দেওয়া। কারন মিডিয়া শহর নিয়ে বেশী হইচই করে, গ্রামে কি হচ্ছে সেসব নিয়ে কোনদিনই কোন খবর বার হয় না। আর গ্রামে তো এমনিতেই প্রচুর লোক টপকায়, কাজেই করোনা নাকি টিবি কেউ দেখতে যাবেনা। লকডাইনের ফলে মাইগ্রান্টদের একটা বড়ো অংশ শহর ছেড়ে চলে গেল, ফলে এখন শুধু শহরের পার্মানেন্ট বাসিন্দারা যারা নিজের নিজের বাড়িতে সোশ্যাল ডিসট্যান্সিং করতে পারবে। শহরের হাসপাতালগুলোয় লোড সামলে নিতে পারলে আর সেরকম চিন্তা নেই।”

    সেই মনে হচ্ছে।
  • dc | 162.158.50.241 | ৩০ মার্চ ২০২০ ০৯:৪১440083
  • যদ্দুর মনে হচ্ছে, প্রথম থেকেই স্ট্র‌্যাটেজি ছিল শহরে বেশী ছড়াতে না দেওয়া। কারন মিডিয়া শহর নিয়ে বেশী হইচই করে, গ্রামে কি হচ্ছে সেসব নিয়ে কোনদিনই কোন খবর বার হয় না। আর গ্রামে তো এমনিতেই প্রচুর লোক টপকায়, কাজেই করোনা নাকি টিবি কেউ দেখতে যাবেনা। লকডাইনের ফলে মাইগ্রান্টদের একটা বড়ো অংশ শহর ছেড়ে চলে গেল, ফলে এখন শুধু শহরের পার্মানেন্ট বাসিন্দারা যারা নিজের নিজের বাড়িতে সোশ্যাল ডিসট্যান্সিং করতে পারবে। শহরের হাসপাতালগুলোয় লোড সামলে নিতে পারলে আর সেরকম চিন্তা নেই।
  • শালিখ | 172.68.46.196 | ৩০ মার্চ ২০২০ ০৯:৩০440082
  • আকা বাবু, মিছেমিছি ইন্ডিয়া টেস্ট করবে কেন বলুন তো? টেস্ট না করলে কি ভোট পেতে কিছু অসুবিধা হবে? বরং টেস্টের টাকাটা ফেভারিট কনস্টিটিউয়েনসিদের দিলে ভোটে সুবিধা হবে। সে আম্বানী আদানী হোক, বা পাড়ার ক্লাব হোক।

    তবে?
  • aka | 162.158.186.143 | ৩০ মার্চ ২০২০ ০৯:৩০440081
  • খানু, করোনা মোকাবিলায় কি করবে জানা গেছে? নাকি ট্রাম্পকে ফলো করবে? ১৪ থেকে ৩০ অবধি করবে।
  • Amit | 162.158.2.229 | ৩০ মার্চ ২০২০ ০৯:৩০440080
  • কেন শুধু লক ডাউন কেন ? দয়ালু ভারত সরকার টিভি তে রামায়ণ ও দেখাচ্ছে তো। ওসব দেখেই লোকের পেট ভরে গেলো।

    আচ্ছা দিলুদা যে বলে বেড়াচ্ছিল ৩৩ কোটি দেব দেবী রক্ষা করবেন আমাদের, তিনি কদিন ধরে কোন ইঁদুরের গর্তে সেধিয়ে গেল , কেও খবর পেলেন ? এদিকে আর দু একটা বিজেপির শুয়োর এই বাজারেও যথারীতি হিন্দু মুসলিম নিয়ে লড়ে যাচ্ছে। এক্কেরে কুকুরের ল্যাজ সোজা করার কেস:

    https://zeenews.india.com/bengali/state/cornavirus-bjp-demand-army-deployment-for-proper-lockdown_307951.html
  • hkg | 162.158.50.241 | ৩০ মার্চ ২০২০ ০৯:২৫440079
  • aka | 108.162.237.45 | ৩০ মার্চ ২০২০ ০৮:৪৬440138
    ইণ্ডিয়া তাহলে টেস্ট না করেই কাটিয়ে দেবে ঠিক করেছে।

    সরকার লকডাউন ছাড়া আর কি কি করবে, করছে সেসব কিছু জানা যাচ্ছে কি?

    ----
    টেস্টের যা সংখ্যা তাতে সেটা মনে হাওয়া আশ্চর্য্য না।

    দিল্লী তে আপারেন্ট লি মাইনে না দেওয়া , উতখৎ করা নিষিদ্ধ হয়েছে, মাইনে দেওয়া বাধ্যতামূলক করা হয়েচ্ছে, এখন আবার স্টেট্ বর্ডার লক ডাউন হয়েছে। অসাধারণ রিপোর্টিং করেছে এই আউটলেট গুলি, মোজো (বরখা ডট্) , ওয়ার, , কুইন্ট , ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দু।

    https://www.ndtv.com/india-news/coronavirus-covid-19-lockdown-landlords-cant-take-rent-from-workers-for-1-month-says-centre-2202591?pfrom=home-topstories

    https://indianexpress.com/article/governance/coronavirus-chinmay-tumbe-before-announcing-lockdown-assuring-migrant-workers-would-have-helped-6337697/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত