এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 162.158.118.61 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৩430770
  • আমি তিন নং। একেবারে কেউ ঢোকেনি বলি না, ত্রিপুরায় কত লোক সকালে এসে কাজ কর্ম করে বিকেলে ফিরে যায়, এসে বাড়ি টাড়ি করে থাকে।

    তবে, এইটা বলি যে বেশ করছে, আরো আসা যাওয়া বাড়ুক।
  • aka | 162.158.62.196 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৭430769
  • এই বাঙলাদেশ থেকে ভারতে মাইগ্রেশনের ব্যাপরটা কেমন জানি ব্যক্তিগত হয়ে গেছে লোকের কাছে।

    ভারত সরকার বিশেষত বিজেপি বলে কাতারে কাতারে লোক ঢুকছে, বাঙলাদেশ সরকার বলে ১৯৭১ এর পরে একটাও লোক ঢোকে নি।

    আবার সাধারণ জনগণের মধ্যে আমার দেখা চারটি ভাগ - ১) যারা পঃবঙ্গের আদি বাসিন্দা বা ঘটি, ২) বিজেপির সমর্থক বা জাতীয়তাবাদী, ৩) যাদের কোনরকমে বাঙলাদেশের সাথে কোনরকম টাই আছে বা ছিল, ৪) লিবারাল সম্প্রদায়। এদের মধ্যে এক ও দুই বলে ঐ লাখে লাখে লোক ঢুকেছে। আর তিন ও চার বলে না না কিছুই তেমন কিছু না ওসব বিজেপি চাড্ডিদের প্রোপাগাণ্ডা।

    তো, এটা হল বর্তমানের সোশ্যাল মিডিয়ার যেকোন তক্কাতক্কির সমস্যা, সবকিছুই বাইনারি, হয় শূন্য বা এক।

    বাঙলাদেশ থেকে ভারতের মাইগ্রেশনের সমস্যা বেশ ডকুমেন্টেড কিন্তু। কিছু অ্যানেকডোট তো আছেই, আমি নিজেই দেখেছি অনেকে - অবশ্যই লাখে লাখে নয় - এদেশে এসে র‌্যাশন কার্ড নিয়ে ভারতীয় নাগরিক হয়ে গেছে। এদের বেশির ভাগই হিন্দু - আমার দেখা - ওদেশে মুসলমানদের অত্যাচারে বা ভয়ে এদেশে চলে এসেছে। এরা অনেকেই আবার উগ্র বিজেপি সমর্থক হয়ে ওঠেন।

    এই নিয়ে বেশ কিছু রিপোর্ট আছে। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট বের হয় প্রতি বছর। ২০১০ সালের রিপোর্ট অনুসারে।

    Four of the top ten migration corridors
    worldwide include Asian countries, led by
    Bangladesh–India (3.5 million migrants in
    2005), and followed by India–United Arab
    Emirates (2.2 million), the Philippines–
    USA and Afghanistan–Iran (both 1.6 million) (World Bank, 2008)

    Undocumented migration is increasingly
    an issue within the region. It is estimated
    that some of Asia’s largest undocumented
    migration flows may be among the largest
    overall contemporary flows, with the
    Bangladesh–India corridor alone involving
    up to 17 million people (Hugo, 2010).

    https://publications.iom.int/system/files/pdf/wmr_2010_english.pdf

    কিন্তু কথা হল ভারতের মতন বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা মানে ঐ কয়েক লাখ লোক কত বড়? বড় কারণ এই লোকজনরা অধিকাংশই হয় বড় শহরে যায় নয়ত সীমান্তবর্তী রাজ্যে থাকে, সেইজন্যই আসামে সমস্যা, সেইজন্যই বড় শহরে যেমন এবারই গুর্গাঁওতে দেখে এলাম বেশ অনেক বাঙলাদেশী। আবারও বলি সংখ্যাটা লাখে লাখে নয়।

    এবারে সমস্যার সমাধান কি? সেটা নির্ণয় করতে হলে আগে অ্যাক্সেপ্ট করতে হবে সমস্যা আছে। আসামের লোকজন যে সমস্যার কথা বলছেন সেটা রেকনাইজ করতে হবে। নইলে সমস্যা সেই সমস্যাই থাকবে। মানবিকতার কথা বললে যদি মাইগ্রেন্টদের কথা মাথায় রেখে সলিউশনের কথা ভাবি তাহলে মাথায় রাখতে হবে যে আসামের আদি বাসিন্দারাও মানবিকতার সমান দাবী করে।

    সমস্যার সমাধান এই সামান্য লেখার উদ্যেশ্য নয়। সে বড় ব্যপার। তবে সমস্যার আলোকপাত করাই উদ্দেশ্য।

    (তক্কো করা একেবারেই নয়)
  • Du | 172.69.71.91 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৮430768
  • সিপিএম হলেও লাগার কিছু নেই। সেই সময় ৭১ এর পরেও বাংলাদেশ পলকে স্বাভাবিক হয়ে যায় নি, মানুষকে আসতে হয়েছে কাজেই অকাতরে বিলি করে থাকলে সেটা ভালোই করেছে।
  • o | 172.68.141.81 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৯430767
  • নাঃ, এই দুদিন আগে সব ব্যাপারেই বাঙালির বড় সাটেলটির অভাব বলে দুঃখ করছিলাম। তা এইটে পড়ে ভারী ভাল লাগল। খোঁচাটি বাঙালদের উদ্দেশ্যে এটা ধরতে পারিনি। ঃ-)))

  • lcm | 172.68.141.81 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৯430766
  • ১৯৭০ থেকে নয়, ১৯৭১ থেকে --- মানে তুমি যুদ্ধের শরণার্থীদের ধরছ না - বেশ। যুদ্ধের পরবর্তী কয়েক বছর তার রেশ থাকে, তো ধরা যাক ১৯৭৫ থেকে । তো, ১৯৭৫ থেকে ধরো ২০১৫ -- এই চল্লিশ বছরে কতজন বেআইনি অনুপ্রবেশকারী এসেছেন - তার সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই । কিন্তু তুমি যদি বলো "লাখে লাখে" মানুষ ঢুকেছে, তার মানে কি? প্রতি বছর ১০ লাখ? ৬ লাখ? ২ লাখ? তার মানে তুমি তো চল্লিশ বছরে একটা বিশাল সংখ্যার কথা বলছ, সেটা সংখ্যাতত্ত্বের হিসেবে একেবারে মিলছে না।
  • r2h | 162.158.119.22 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৯430765
  • ওহ বাঙাল বলে, কি মুশকিল।

    সেদিক দিয়েও অবশ্য হিসেব মেলে না, ত্রিপুরা স্বাধীন রাজ্য ছিল, ১৯৪৯ পর্যন্ত রিজেন্সি কাউন্সিল।
  • pi | 172.69.134.248 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৩430764
  • কোথায় ব্যথা লেগেছে ব্রতীনদা? তুমি স্পষ্ট কথা বলতে পছন্দ কর বল, তাহলে বলই না বাংাল বলে লেগেছে বলতে চাইছ। তা, আমি তো পাক্কা ঘটি। কিন্তু তোমার কথাগুলো তো আমিও বুঝছিনা। কারণ খুব সিম্পলি হিসেব মিলছেনা। এই কাতারে কাতারে লোক, অকাতরে সব বিলির পরে সংখ্যাগুলো কীকরে এরকম দাঁড়ায়, সেটা সিম্পলি অনক করে বুঝিয়ে দাও একটু। নইলে আমার কোথায় ব্যথা লাগতে পারে, সেটা বোঝাতে হবে ঃঃ)

    তাড়া নেই, বিয়েবাড়ি এঞ্জয় কর, ফিরে সময়করে কাল পরশু লিখলেও হবে।
  • r2h | 162.158.119.54 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৫430763
  • এই তো। শেষ করতে না চাইলে আমি আর কী করবো।

    দেখো, চাপ টাপের ব্যাপার নয়। বোঝাতে তুমি পারবে না, কারন তোমার কাছে কোন প্রামান্য তথ্য পরিসংখ্যান কিচ্ছু নেই। লোকজন বলে তাই সেসব বিশ্বাস করে বলে দিয়েছো।

    কোন জায়গায় ব্যথা বলে যদি বোঝাতে চাও সিপিএমকে খারাপ বলায় আমি ব্যথা পেয়েছি, তাহলে বোঝোনি। তুমি যবে 'ছাত্র রাজনীতি কী সত্যি ই' জানতে না, আমি তবে থেকে সিপিএমকে গাল দিই, এবং তার দুয়েক বছরের মাথায় সিপিএমের রাজ্যস্তরের নেতাকে জনসমক্ষে অস্বস্তিকর প্রশ্ন করে ফেলেছি। হ্যাঁ, তখনো ভালো করে গোঁফ গজায়নি। তো আমার ব্যাথা খুঁজে লাভ নেই। সলিড কিছু থাকলে বলো, নাহলে বিয়েবাড়ি এনজয় করো।
  • সিএস | 162.158.198.163 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:০২430762
  • ভারতীয় খিস্তি পার্টি যখন প্রতিদিনই খিস্তি করছিল তখন ভেবেছিল এতেই কাজ হবে, তদুপরি গুলি করার শ্লোগানটি আরো আগে থেকেই দলের মিছিলে দেওয়া হয়েছে। সারা দেশ থেকে নাকি ২০০ এমপি গেছিল মায় এরাজ্য থেকেও ন্যাতারা, বাঙালী প্রধাণ জায়গায় খিস্তি করার জন্য নিশ্চয়; এখন ভোটে হেরে ভাল মানুষ সাজা কিন্তু আবার এটাও বলা যে খিস্তি পার্টির নাকি ভোটই শুধু লক্ষ্য নয়, তাদের নাকি আদর্শই প্রধাণ। মাইরি শুধু ভোটের জন্য কিছু বলতেই আটকায় না; দু'দিন যাবে সব ভুলে গিয়ে এরাজ্যের আর বিহারের ভোটের আগে একই জিনিস শুরু করবে।
  • Sarbani | 162.158.198.175 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৩430761
  • দিল্লির রেজাল্ট ভালোই মরমে বিঁধেছে দেখা যাচ্ছে, তবে আমার মনে হয় শুধু দিল্লি নয়, পরপর চারটে রাজ্যের রেজাল্ট, ইকনমির ভরাডুবি সব মিলিয়ে এতদিনে অন্য সুরে গাওয়া শুরু? অমিত শা বলছে "গোলি মারো" ইত্যাদি বলে ক্যাম্পেন করা ঠিক হয়নি। ওদিকে আজ একটি কনফারেন্স উদ্বোধন করতে গিয়ে পাওয়ার মিনিস্টার বলল, দেশকে এগিয়ে নিয়ে যেতে পাবলিক সেক্টরকে দরকার, তাই এমুহূর্তে লাভজনক কম্পানি তো নয়ই, এমনকি এয়ার ইন্ডিয়াও আর না বেচার সিদ্ধান্ত নেওয়ার কথা চলছে। পাওয়ার মিনিস্টারের বক্তব্য ঘোড়ার মুখে শোনা, যদিও প্রেস সেখানে পুরো মাত্রায় ছিল, জানিনা এ কথার উল্লেখ তারা করবে কিনা রিপোর্টে।
  • অপু | 162.158.167.193 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪১430760
  • এখন বিয়েবাড়ি তে খেতে বসছি। টাইম ফর এ ব্রেক
  • অপু | 162.158.167.193 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৯430759
  • শোনো এত বছর বয়েস হল আজ অবধি কোন ব্যাপারে চাপ নিই নি। কাজে ই  শেষ অবধি তোমাকে  "কিছু" বোঝানোর জন্যে চাপ নেবো এটা ভাবার কোন কারণ আছে কি? :)))

    তোমাদের সবার কোন  "ঠিক" কোন জায়গায় "ব্যথা" টা লেগেছে সেটা বুঝতে পারছি। কিন্তু  আমি অপারগ :))))

  • r2h | 162.158.118.73 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:২৭430758
  • কোন রকম তথ্যসূত্র, ভিত্তি ছাড়া শুধু গুজবের ওপরে নির্মল হাসি তো চেশায়ার ক্যাটের হাসির মত হয়ে গেলঃ)

    যাগ্গে বাপু তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, উইকেন্ডে বইমেলার গল্প লিখবে বলেছো, ঐটা পড়তে চাই।
  • অপু | 162.158.165.249 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:২৬430757
  • আপনি যখন এ বিষয়ে
    খেটেখুটে একটা বই লিখেছেন। থখন ভাবলাম তথ্য টা জানা থাকলেও থাকতে পারে। তাই জিগালাম।

    এর মধ্যে ঠিক কোন জায়গায় ব্যক্তি
    আক্রমণ হয়েছে দেখিয়ে দিলে বাধিত
    হই
  • অপু | 162.158.165.249 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:২১430756
  • বাম আমলে অকাতরে রেশন কার্ড বিলি টা যদি মিথ হয় তাহলে নির্মল হাসি ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই।
    :)))

    চিয়ার্স !!!
  • অপু | 162.158.165.249 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৭430755
  • এলসিএম দা কে স্পষ্ট লিখেছি।1971 সাল থেকে বলেছি। আরেক বার পড়ে দেখো।
  • সে | 162.158.150.99 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫০430754
  • ফ্রে ট্রেড তো আছেই সার্ক কান্ট্রিদের মধ্যে। তা সত্ত্বেও দক্ষিণপূর্ব এশিয়া থেকে বিপুল পরিমান পাম অয়েল আমদানি করতে মধ্যিখানে বাংলাদেশকে বাফার হিসেবে কেন ব্যবহার করছে ভারত? এটা তো জাস্ট একটা উদাহরণ। আদানিদের এই ঘাপলা দীর্ঘসময় ধরে চলছে।
  • সে | 162.158.150.99 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৬430753
  • একমত। বর্ডার খুলে দিলে সমস্যা কমে যায়। বাংলাদেশ এবং ভারত আলোচনা বসে গঠনমূলক সমাধানে আসতে পারে। বৈরিতা কমে, ব্যবসা বানিজ্যেরও সুবিধা হয়।
    কিন্তু তা হবে কি? পাম অয়েলের ব্যবসা লাটে উঠবে।

    এদিকে ব্রিটেনে পাকিস্তানিদের মিনিস্ট্রি থেকে তাড়িয়ে সে জায়গায় ইন্ডিয়ান দিয়ে রিপ্লেস করছে বোজো।
  • দোবরু পান্না | 162.158.118.191 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৬430752
  • তা বটে। মনে থাকে না। তেনারা প্রভু

  • S | 162.158.107.190 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১২430751
  • ধুর মশাই। যারা একসময় ফ্রি ট্রেড ফ্রি ট্রেড বলে নিত্যদিন নাপাতো, তারাই এখন ট্যারিফ বসিয়ে বসিয়ে কুল পাচ্ছেনা। এইসব ফ্রি ট্রেড, ক্যাপিটালিজম, ফ্রি মার্কেট, নো গভ ইন্টারভেনশান এইসব ততক্ষনই ভালো যতক্ষন বড়লোকরা আরো বড়লোক হচ্ছে। নইলে এইসবের কোনও দরকারই নেই। আজ যদি আম্বানীর প্রয়োজন হয় দেখবেন বাংলাদেশ কেন পাকিস্তানের সীমান্তও খুলে দিয়েছে।
  • o | 162.158.255.147 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১০430750
  • শ্যামা কে? শ্যামাপ্রসাদ? ;-)

  • দোবরু পান্না | 162.158.119.58 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৪430749
  • নেপাল বা ভূটানের সাথে আছে, বাংলাদেশের সাথে নেই কেন, এটা আমি প্রায়ই ভাবি। কেন বাঙালির বাংলাদেশে যেতে বা বাংলাদেশ থেকে আসতে ভিসা লাগবে? দেশভাগ বৃটিশরা করে দিয়ে গেছিল, ভাল কথা।। এখন সে বৃটিশও নেই, সে শ্যামাও নেই - এখনো কেন এই অকারণ কাঁটাতার?

    এমনিতে ভারত এবং বাংলাদেশের ইকোনমির যা অভিমূখ, আর বছর পাঁচেকের মধ্যে এদিক থেকে ওদিকে "অনুপ্রবেশ" ঘটা শুরু হলে খুব একটা অবাক হব না। খোলা সীমান্ত থাকলে দুই দেশেরই বাণিজ্যিক লাভ, এটা বুঝতে কি ইকোনমিস্ট হতে হবে?

  • S | 162.158.107.114 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৩430748
  • জোকার জিডিতে টপিক ছিল "দেয়ার আর নো ফ্যাক্টস, ওনলি ইন্টারপ্রিটেশানস"।
  • রৌহিন | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০০430747
  • @ ব্রতীন - কথাটা হচ্ছে আর কেউ কোন ফিগার দেয়নি - সলিড বা টেন্টেটিভ - তাই একমাত্র যে ফিগারটা তুমি দিয়েছ (লাখ লাখ) সেটার উৎস সম্বন্ধে প্রশ্ন উঠছে। উৎস সম্ভবত আমরা জানি - জনশ্রুতি, হুতো সেটা বলেও দিয়েছে - তবে তুমি তাতে কোন কিছু বলোনি এখনো।

    অন্যদিকে সেন্সাসের যে সংখ্যা আমাদের হাতে আছে তাতে বোঝা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আদতে কমেছে - তার মানে আদতে এই "অনুপ্রবেশ" ব্যপারটাই দাঁড়াচ্ছে না। বাম আমলে এদের "মুড়ি-মুড়কির মত রেশন কার্ড বিলি" টাও সেই মিথেরই বাইপ্রোডাক্ট। ৩৪ বছর নিয়ে এরম বহু মিথ মার্কেটে প্রচলিত। যেমন ওই কম্পুটারের বিরোধিতা, কিম্বা ধরো সাঁইবাড়ি - ঠিক কী ঘটেছিল, কেউ জানে না, কিন্তু সবাই জানে কিছু একটা ঘটেছিল। "ভগবান আছে"র মত কেস।

    আর সত্য-মিথ্যা নিয়ে কী আর বলব। সকলই সত্য। আমি যাহা বলি তাহাই সত্য। মার্কসবাদও সত্য, লোকনাথও সত্য।

  • সে | 162.158.150.99 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৫430746
  • নেপালের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক চুক্তি আছে। বর্ডারও খোলা। ভারতীয়দের নেপাল যেতে ভিসা লাগে না।
    Article 7 of the Treaty states
    "The Governments of India and Nepal agree to grant, on a reciprocal basis, to the nationals of one country in the territories of the other the same privileges in the matter of residence, ownership of property, participation in trade and commerce, movement that privileges of a similar nature."
  • quark | 162.158.159.89 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৯430745
  • CAA সমর্থনে মিছিল করলে তার অনুমতি পাওয়া যাচ্ছে কিন্তু বিরোধে মিছিল করতে গেলে ফুলছাপ ছাড়া অনুমতি মিলছে না। বেশ।
  • সে | 162.158.150.29 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৯430744
  • "খিল্লি করতেই পার!
    অথচ কোন ছাগল SFI নেতার ব্যবহারের ভিত্তিতে বাম সরকারের নীতির শ্রাদ্ধ করতে দ্বিধা হয় না কিন্তু বাম-বিরোধী "জানা" ঘটনাগুলোর মধ্যে সত্যিটা কোথায় সেটা খুঁড়ে বের করার ব্যাপারে এত নিরুৎসাহ কেন?"

    কপি পেস্ট হচ্ছে, কিন্তু angular bracket এর মধ্যে রাখতে হবে পেস্ট করবার অংশটুকু।
  • quark | 162.158.158.252 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪১430742
  • যাঃ! হাতে রইল পেন্সিল।
  • | 162.158.166.58 | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৭430741
  • আর নেপাল থেকেও প্রচুর লোক আসে এবং থেকে যায়। তাদের নিয়ে দিল্লু বাবুল লকেট বর্গী কারোই কুনো চিন্তা নাই।
    উদ্দিকে আসামে ১ লাখ গোর্খা এন আর সি লুস্টের বাইরে। আর সেই থেকে দিল্লু দার্জিলিঙের ধারেকাছে গেলেই পালিশ হয়ে যাচ্ছে।

    ও আর এনারসি লিস্টি সার্ভার থেকে হারিয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত