এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anandaB | 50.125.252.150 | ০৭ জানুয়ারি ২০২২ ০২:৩১493694
  • সেটা বলতে পারব না তবে হওয়াটা আশ্চর্যের কিছু নয় 
     
    যেটা আন্দাজ করতে পারি হেমন্ত সম্ভবত রাগ কৌশিক ধ্বনি র একটা অফস্যুট।.. তবে ওই আর কি অশিক্ষিত পটুত্ব সুতরাং ইগনোর করাই শ্রেয় :) 
  • syandi | 45.250.246.100 | ০৭ জানুয়ারি ২০২২ ০২:০০493693
  • রাগ হেমন্ত তো বোধ হয় ওস্তাদ আলাউদ্দিন খানের সৃষ্টি। ওনার ঘরানার শিল্পীরা এটা খুব ভাল বাজান। অন্য ঘরানার কোন যন্ত্রীদের এটা বাজাতে শুনিনি কখনো। নিখিলবাবুর বাজানো হেমন্ত তো একেবারে অসাধারণ। জীবিত যন্ত্রীদের মধ্যে পণ্ডিত তরুণ ভট্টাচার্য্য় বেশ ভাল বাজান হেমন্ত।
  • syandi | 45.250.246.100 | ০৭ জানুয়ারি ২০২২ ০১:৪৩493692
  • ধন্যবাদ আনন্দ! Beqarari Si Beqarari বহুবার শোনা এবং এটার সঙ্গে Apne Hathon ki Lakeron Main সুরের মিল আমার মত সুরকালা লোকের কানেও ধরা দিয়েছিল প্রথমেই। 
     
    মেহদি হাসানের কেরিয়ারের বেশীরভাগ সময়েই বোধ হয় সঙ্গত করেছেন পীর বক্স। শেষদিকটায়   
    Tari khan বাজিয়েছেন।
  • Abhyu | 47.39.151.164 | ০৭ জানুয়ারি ২০২২ ০১:২৩493691
  • ন্যাড়াদা, একদম ঠিক। https://www.tagoreweb.in/ দেখলাম

    এরা পরকে আপন করে
    রাগ: পিলু-বারোয়াঁ-টপ্পা
    তাল: খেমটা বা মুক্তছন্দ

    বুঝি ঐ সুদূরে
    রাগ: পিলু-বারোয়াঁ
    তাল: মুক্তছন্দ
  • anandaB | 50.125.252.150 | ০৭ জানুয়ারি ২০২২ ০১:১২493690
  • তবলায় কে আছেন তার জন্য আন্দাজের দরকার নেই :)
  • anandaB | 50.125.252.150 | ০৭ জানুয়ারি ২০২২ ০১:০৮493689
  • দিয়ে দি :)
     
  • anandaB | 50.125.252.150 | ০৭ জানুয়ারি ২০২২ ০১:০০493688
  • @স্যান্ডি , না এটা আগে শুনি নি , শেয়ার করার জন্য ধন্যবাদ ......কালেকশন এ আরো একটি যোগ হলো :)
     
    তবে খুব কাছাকাছি কম্পোসিশন হলো Beqarari Si Beqarari... আদতে হেমন্ত এর বিভিন্ন ভেরিয়েশন 
    আর kc র সাথে একমত , signature পীর বক্স :)
  • এলেবেলে | ০৭ জানুয়ারি ২০২২ ০০:৩৬493687
  • বাই দ্য ওয়ে নবদ্বীপ ও চৈতন্য সমোচ্চারিত সমার্থক শব্দ নয়। এই শহর নৈয়ায়িক বাসুদেব সার্বভৌম ও রঘুনাথ শিরোমণি, বৈষ্ণব চৈতন্য, শাক্ত আগমবাগীশ, স্মার্ত রঘুনন্দন এবং মেরুদণ্ড বিকিয়ে না দেওয়া বুনো রামনাথের স্মৃতিবিজড়িত। কাজেই...
  • এলেবেলে | ০৭ জানুয়ারি ২০২২ ০০:২৬493686
  • এমনিতে আজকাল সবসময় লগিন করতে ভুলে যাই। কিন্তু এই মন্তব্যটা যাতে আমার মতো আনাড়ি চট করে খুঁজে পায়, সে কারণে লগিন করলাম।
     
    যদিও হয়তো এটা নিয়েও বিস্তর ত্যানা প্যাঁচানো হতে পারে, তবুও যেটা বাস্তব সেটা বলা প্রয়োজন বলে মনে করি। না, পাই কোনও কালেই ঠিক গুরুর অ্যাডমিন ছিলেন না। হ্যাঁ, হয়তো অ্যাডমিন প্যানেলে তাঁর নাম ছিল, কিন্তু তাঁকে অ্যাডমিনগিরি করতে দেখিনি। আমার সময় দুঁদে অ্যাডমিন ছিলেন তাপস। উনি ক্রিটিক্যাল সিচ্যুয়েশন খুব ভালো হ্যান্ডল করতেন। এবং গুরুতে কোনও দিন আমার বিরুদ্ধে কোনও অ্যাডমিন অ্যাডভার্স স্টেপ নেননি, বা নেওয়ার সুযোগ পাননি।
     
    রঞ্জনবাবুর সঙ্গে কথাপ্রসঙ্গে আমি পাইকে একজন ডেডিকেটেড ও ঈষৎ পোসেসিভ কর্মী হিসেবে দেখতে অভ্যস্ত ছিলাম বলেই বলেছি। উনি যখন ত্রিপুরা থেকে কলেজ স্কোয়ারের বইবাজারে প্রায় একা গুরুর স্টল সামলাচ্ছিলেন ভরদুপুরে, তখন আমি মুখোমুখি তাঁর এই ডেডিকেশনের প্রশংসা করি। উনি সাধারণত সাইটের নানা লেখার লিঙ্ক ফেবুতে শেয়ার করতেন এবং সেখানে বিভিন্ন জনকে সাইটে মন্তব্য লেখার জন্য আমন্ত্রণ জানাতেন। গোটাটাই গুরুকে ভালবেসে এবং নিঃস্বার্থভাবে।
     
    বেশ কিছুদিন সাইটে কিছু না লেখায় উনি আমাকেও তাঁর কারণ জিজ্ঞাসা করেছিলেন, সেটা মনে আছে। এবং এই সাইটে যখন কেউই আমাকে চিনতেন না, তখন উনিই প্রথম এলেবেলের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যায় কি না জিজ্ঞাসা করেছিলেন।
     
    গুরু থেকে তাড়িয়ে দেওয়া আমার কাছে প্রকৃতপক্ষে শাপে বর হয়েছে। ওখানে অকারণ সময় নষ্ট না করে আমি যে ক্রমশ ফোকাসড হয়েছি, তার পেছনে পাইয়ের একটা পরোক্ষ ভূমিকা আছে। এবং এটা আমি আজীবন বলে যাব। সো সি ডিসার্ভস মাই ফার্স্ট বুক।
     
    একদা আমাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, আমি সেটুকুই মনে রাখতে চাই। আপনাদের অনুরোধ, এর মধ্যে অযথা তিক্ততার সৃষ্টি করবেন না।
     
    সো ফার অ্যাস চৈতন্য ইস কনসার্নড, ওই প্রেম বিলানোটা একটি একমাত্রিক ঘিসিপিটি ধারণার অনুবর্তন। হুসেন শাহের জমানায় তিনি যে সন্ন্যাস গ্রহণের পরে মাত্র এক বছরও নবদ্বীপে থাকতে পারেননি, সেটি যথেষ্ট দ্যোতনাবাহী। আর জগাই-মাধাইয়ের কেসটাও ঠিক অতটা সরল-গোলগাপ্পা জাতীয় কিছু নয়। তিনি যথেষ্ট ক্রোধ প্রকাশ করেছেন প্রয়োজনে - সেটা সন্ন্যাস গ্রহণের আগেও, পরেও।
  • সম্বিৎ | ০৬ জানুয়ারি ২০২২ ২৩:১১493685
  • এই গানের সঙ্গে আমি 'এরা পরকে আপন করে'র খুব মিল পাই। দুটোই বোধহয় পিলু।
  • Abhyu | 47.39.151.164 | ০৬ জানুয়ারি ২০২২ ২২:৩৫493684
  • যাক একটা গান শুনুন - মীড়ের কাজ
  • dc | 49.207.201.17 | ০৬ জানুয়ারি ২০২২ ২২:৩৩493683
  • kc, ইন্টারেস্টিং বই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। 
  • kc | 188.236.163.154 | ০৬ জানুয়ারি ২০২২ ২২:২৮493682
  • স্যান্ডি, তবলায় একদম পীর বক্স, আর কেউ না।
  • Ranjan Roy | ০৬ জানুয়ারি ২০২২ ২২:২৬493681
  • অভ্যু 
         একদম ঠিক। ভাটিয়ালি দুটো ভাট দুটো গল্পসল্প করার জায়গা। খেপানো পেছনে লাগা ততক্ষণ ঠিক যতক্ষণ অন্যজন সেটা খেলার স্পিরিটে নিচ্ছে। নইলে নয়। কিন্তু ব্যক্তি আক্রমণ আর গালমন্দ এবং  নিয়ে হোয়াট অ্যাবাউট্রি অনাবশ্যক।
     
    পলিটিশিয়ান,
      তখন আমার নবীন জেবন। মাথায় সত্তর দশকের ঝাঁঝ, স্বপ্ন ছত্তিশগড়ের গাঁয়ে থাকব, ম্যানেজারি না ফলিয়ে গরীবগুর্বোদের শস্তা লোন দিয়ে মহাজনদের হাত থেকে বাঁচাব, কারিগরদের পুঁজির যোগান দেব।
    সেখানে কিনা অমুকচন্দ্র তমুকের মাতার সম্বন্ধে অশ্লীল কটুক্তি ( এবং গালিটা শব্দশঃ না লিখলে অভিযোগ দাঁড়ায় না) করিয়াছে অথবা করে নাই --এনিয়ে ফাইল বানাব?
    আর কোন কাজকম্ম নেই? সময় ও জনগণের ট্যাক্সোর মহা অপব্যয়!
  • Abhyu | 47.39.151.164 | ০৬ জানুয়ারি ২০২২ ২২:০৫493680
  • তাড়ানো নিয়ে এতো সবাই মাথা ঘামান কেন? কারো ইচ্ছে হলে আসবে, না ইচ্ছে হলে আসবে নি। অক্ষদা আসে না, রাবন্দা আসে না। এদের পিছনে কেউ লাগে নি। আবার পিছনে লাগা সত্ত্বেও অনেকে আসে। বোতিন্দা এমনিই কিছুদিন আসে, আবার কিছুদিন পরে ভ্যানিশ করে যায়। আমিও মাঝে মাঝে লং টার্ম বিরতি নিয়েছি। গুরুকে অ্যাতো সিরিয়াসলি নেবার কিছু নেই - এটা চাকরি নয় যে অমুক তুশুকের চাকরি খেয়েছিল ইত্যাদি। এটা পাতি টাইম পাসের জায়গা। পাস করার মতো টাইম থাকলে, পোষালে লোকে আসবে, নইলে না। যেমন সিকি বলত - ও-ও তো গুরুর সাথে ঝামেলা হবার অনেকদিন আগেই গুরুতে আসা বন্ধ করেছিল (যতদূর আমি জানি)।
  • kc | 188.236.163.154 | ০৬ জানুয়ারি ২০২২ ২১:৫৮493679
  • dc'র জন্য,
  • একক | ০৬ জানুয়ারি ২০২২ ২১:৪৭493678
  • @angel ধন্যবাদ :) দেকচি।
  • syandi | 45.250.246.100 | ০৬ জানুয়ারি ২০২২ ২১:২৪493677
  • এটি একটি আশ্চর্য সুন্দর গান! আগে যে কেন শুনিনি এটা কে জানে? রন্জনদা বা আনন্দ আপনারা শুনেছে এটা?
     
  • দীপ | 2402:3a80:a69:7e00:311a:7da6:4b6d:18fb | ০৬ জানুয়ারি ২০২২ ২১:২৩493676
  • @রঞ্জনদা, আপনার লেখার উত্তর আমি আলাদা করে অন্য একটি ফাইলে লিখছি, যেখানে এর আগে এই নিয়ে আলোচনা হয়েছিল।
  • dc | 49.207.201.17 | ০৬ জানুয়ারি ২০২২ ২০:৫৩493675
  • একজন য়ুটুব ইনফ্লুয়েন্সার পাদ বেচে উপার্জন করতেন। পাদগুলো বোতলে ভরে বিক্রি করতেন, অর্থাত ভুসুকু পাদ। মুশকিল হলো, বেশী ইনকাম করতে হলে বেশী পাদতে হবে, তাই উনি এতো বেশী বিন খেয়ে ফেলেছিলেন যে ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তাই এখন উনি লুই পাদে ফিরে গেছেন, অর্থাত কিনা পাদের এনএফটি। 
  • | 2601:247:4280:d10:c93d:7672:6514:5c15 | ০৬ জানুয়ারি ২০২২ ২০:৪৮493674
  • ভাটের পাতায় কে কী  নিয়ে লিখবে তা নিয়ে আমার কোনও বক্তব্য নেই।কোনোওকালে ছিল না।যা ভালো লাগে না,পড়ি না।নাম লুকিয়ে যারা ইতরামো করে, সেটা তাদের স্বভাব,তবে অসভ্যতা, গালাগাল যতবার চোখে পড়বে( স্বনামে বা বেনামে) একশোবার বিরক্তি প্রকাশ করি এবং করব।
     
    নিজের বক্তব্যকে নিজে ডিফেন্ড করুন।নানা পাতায় ঘুরে ঘুরে বা ভাটিয়ালির বক্তব্য এবং লোকজনের সম্পর্কে নিজের মতামত দিয়ে দল পাকানোর চেষ্টা করে মানসিক দৈন্যের পরিচয় দেওয়া স্বাস্হ্যকর নয়ঃ-) 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:2c60:20f6:cb1c:28c5 | ০৬ জানুয়ারি ২০২২ ২০:০৪493673
  • এগুলো নথিবদ্ধ করলে অর্গানাইজেশনের ইমেজের কি হয়? devil
  • Ranjan Roy | ০৬ জানুয়ারি ২০২২ ১৯:২৩493672
  • একটা ফালতু গল্প বলিঃ
    গ্রামীণ ব্যাংকের চাকরিতে নতুন ঢুকেছি। উর্ধতন কর্তৃপক্ষ আমাকে ডেকে বললেন-- অন্য জেলার একটা ব্রাঞ্চ থেকে কমপ্লেইন এসেছে।  ফ্যাক্ট-ফাইন্ডিং এনকোয়ারি করে এসে রিপোর্ট দাও।
    অকুস্থলে গিয়ে আমার চক্ষুস্থির। ্ম্যানেজারের বিরুদ্ধে  কোওপারেটিভ স্যোসাইটির ইঞ্চার্জের নালিশ-- ও আমায় 'মাদার-' বলে গাল দিয়েছে। ম্যানেজার বলল --আগে ও আমাকে একই গালি দিয়েছে।
    কোন পক্ষে কোন আই উইটনেস আছে? নেই। আমার কথাই প্রমাণ।
    তোমরা দুজনেই স্বীকার করছ যে মা তুলে নোংরা গালি দিয়েছ? মৌনং এবং নতমস্তকং সম্মতি লক্ষণং। 
    আমি বললাম--উজবুকের দল! সরি বল, মাফিনামা লিখে দাও।এখনও  কলেজে পড়ছ নাকি? এই কাগজগুলো হেড অফিসে তোমাদের পার্সোনাল ফাইলে লাগানো হবে। রিপিট হলে!!!!
     বাইরে এসে ওই দুটো কাগজ কুটি কুটি করে উড়িয়ে দিলাম। 
      রিপোর্ট দিলাম-- অভিযোগ ও পালটা অভিযোগ! কোনটারই কোন ইন্ডিপেন্ডেন্ট প্রুফ নেই, ম্যাচ  ড্র।
    কর্তৃপক্ষকে বললাম-- ভবিষ্যতে এসব এনকোয়ারি আমাকে দেবেন না। আর এগুলো নথিবদ্ধ করলে অরগানাইজেশনের ইমেজের ইয়ে হয়।
    উনি দাঁত বের করে বললেন-- প্রোবেশনে আছ, তোমায় পরীক্ষা করছিলাম। এর চেয়ে আরও উটপ্টাং সিচুয়েশন ভবিষ্যতে গাঁয়ে হ্যান্ডেল করতে হবে।
     ডিঃ ১ এর সংগে ভাটিয়ালির কোন আলোচনার কোন সম্পর্ক নেই।
            ২ বলতে চাইছি ভাটিয়ালি ভাট বকার জায়গা, টই হোল টপিক নিয়ে কথার জায়গা। কাউকে ব্যক্তিগত আক্রমণ, খিস্তাখিস্তি নাকরে যার যা ইচ্ছে গল্প করুন না, যার আগ্রহ নেই তিনি স্কিপ করে নিজের পছন্দের টপিকে মিনিময় করলেই হয়। অমুক বিষয় নিয়ে (এন আড় আই বা মাছের দাম বা ভ্যাকসিন) কথা বলা যাবেনা --এটা কী করে ভাটের নিয়ম হতে পারে? কিন্তু কাউকে গাল  দেওয়া চলবে না --এটা আমরা নিজেরাই সেলফ ডিসিপ্লিন মেনে চলতে পারি তো! 
          ৩ পালটা গাল না দিয়ে ইগ্নোর করা ভাল। গুয়ের তালে পাথর ছুঁড়লে কী হয় সবাই জানি।
  • Ranjan Roy | ০৬ জানুয়ারি ২০২২ ১৮:৪১493671
  • @দীপ, 
    "ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বিভাগ জন্মগত নয়, গুণগত। ভারতীয় দর্শন এটা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। গীতাতেই বলা হয়েছে, "গুণ ও কর্মের বিভাজন অনুসারে চতুর্বর্ণ সৃষ্টি হয়েছে"। 
    --আমার আপত্তিগুলো রাখছি। 
    ১) শংকরাচার্য ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়েই শূদ্রদের  জ্ঞানচর্চা থেকে বঞ্চিত রাখার বিধান দিয়ে গেছেন। কারণ যাদের উপনয়ন-সংস্কার হয় না (শূদ্র ও সমস্ত বর্ণের নারীরা)তারা বেদপাঠের অধিকারী নয়।

    শুধু তাই নয়, মনুস্মৃতি মেনে অনুমোদন করছেন যে শূদ্র যদি কান দিয়ে বেদ শোনে তবে শাস্তিস্বরূপ তার কানে গরম সীসে ঢেলে দিতে হবে, বলা বাহুল্য অন্য শাস্তিও অনুমোদিত- “শ্রবণাধ্যয়নার্থপ্রতিষেধাৎ শৃতেশ্চ”[1]

    ২) গীতার চতুর্থ অধ্যায়ের একটি শ্লোককে - 'চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণকর্মবিভাগশঃ - চেরিপিকিং করে ওটা বলা হয়। কিন্তু এই দুটো দেখুনঃ 

    ক) 'স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরোধর্মো ভয়াবহ , (৩/৩৫)।  

    তখন হিন্দু-মুসলমান ছিল না।  এখানে ধর্ম বলতে নিজের জাতি বা বর্ণের ধর্ম।  মনুস্মৃতি ও অন্যান্য সমস্ত স্মৃতি হোল ধর্মশাস্ত্র। মনুস্মৃতিতেও একই কথা  বলা হয়েছে। (জগদীশ চন্দ্র ঘোষের টীকা দেখুন)।

    সমস্ত জাতি তার স্বভাবজ গুণ নিয়েই জন্মায়। (১৮/৪১-৪৬)।

    পরে আরো ব্যখ্যা করেছেন যে অন্যের ধর্ম ভাল ভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম খারাপ ভাবে পালন করাও শ্রেয়স্কর, ।                      'শ্রেয়ান  স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ  স্বনুষ্ঠিতাৎ।

                     স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম্‌।। (১৮/৪৭)

    আরও দেখুন,ঃ হে কৌন্তেয়! সহজাত কর্ম  দোষযুক্ত হলেও  ত্যাগ করা উচিৎ নয়।  

    'সহজং কর্ম কৌন্তেয় , সদোষম্‌ অপি ন ত্যজেৎ। (১৮/৪৮)।

    অর্থাৎ, ভারতীয় দর্শন  জাতিকে জন্মগত  মানে ,গুণগত নয়। 

    আর মনুসংহিতা  তো বেদপাঠের অপরাধে শূদ্রদের  জিভ, কান ইত্যাদি --। সমাজের অর্ধেক হোল নারী। তাদের পৈতে হয়না। কাজেই তারাও বেদপাঠের অধিকারী নয়। ব্রাহ্মণ পরিবারের হলেও নয়। তারা শূদ্রদের মত নমঃ বলবে, ওঁ নয়, কারণ ওটি বৈদিক মন্ত্র।


    [1] ব্রহ্মসূত্র, শাংকরভাষ্য, শ্লোক ৩.৯.৩৮

  • নীপা | 102.223.45.90 | ০৬ জানুয়ারি ২০২২ ১৭:৫৫493670
  • পাইদিকে মশারা হিটলার ভাবে এ ত জান্তুম। এলেবেলেবাবুও ভাবেন ইহা নোতুন খপর। চতুরানন কি বলেন?
  • t | 2605:6400:30:f381:5c93:cd98:5149:7267 | ০৬ জানুয়ারি ২০২২ ১৭:৩৭493669
  • আপনারা বোঝেন না। প্রকৃত উদার, বিনয়ী না হলে এলেবেলেদা এইসব স্বৈরতান্ত্রিক অ্যাডমিনের ঠিকানা যোগাড় করে বই পাঠাতেন না। নবদ্বীপের ধারা উনি বজায় রেখেছেন। ফেসবুকের কলসির কানা গায়ে মাখেননি।
  • angel | 43.251.171.62 | ০৬ জানুয়ারি ২০২২ ১৬:৪৭493668
  • একক  একদা অর্জুনের থেকে শুনে রোহিনী ধর্মপাল লিখিত উনিশ শতকের বাংলার ক্রাইমের ধরণ ও ক্রিমিনালদের মনস্তত্ত্ব নিয়ে প্রবন্ধ সম্পর্কে আগ্রহ দেখিয়েছিল। শোধগঙ্গায় ওঁর নাম দিয়ে সার্চালেই গবেষনাপত্রটি পেয়ে যাবে, যদিও বিষয়টি আলাদা।
    angel
  • broken heart | 43.251.171.62 | ০৬ জানুয়ারি ২০২২ ১৫:৫৩493667
  • ডিডি-র লাস্ট ভাটিয়ালি পোস্ট কি ১৩৮০৯ পাতায় ৩১ জুলাই ২০১৯ ০৮:৩৩ - এইটে?
    আমি অন্তত গুরুতে কোনো পোস্টে দেখিনি বোধিসত্ত্ব দাশগুপ্তের কারণে ডিডি ভাটিয়ালিতে আসেন না। এটা কেউ কেউ নিজেদের সুবিধেমত ভেবে নিয়েছেন বা বহুদিন ধরে প্রমাণ করার চেষ্টা করে চলেছেন বটে।
    broken heart
  • জ্জিও | 154.16.171.167 | ০৬ জানুয়ারি ২০২২ ১৫:৪২493666
  • প্রেম বিলোন গো এলেবেলেবাউ। দুদিনের জন্য সংসারে এসে প্রেম বিলিয়ে যান। আপনাদের নদের নিমাই কয়েচেন মেরেচ কলসির কানা, তা বলে কি প্রেম দেবনা?
     
    এই লিন-
    heartheartheartheartdevilcheekyheartheart
  • এলেবেলে | ০৬ জানুয়ারি ২০২২ ১৫:৪১493665
  • কেন কেন কেন? | 62.102.148.68
    অদ্ভূততর | 62.102.148.68 
     
    কসবি কিসকি জরু ভেড়ুয়া কিসকা শালা। সরি হুতো। একস্ট্রিমলি সরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত