এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হখগ | 162.158.166.56 | ২৭ মার্চ ২০২০ ২১:৫৫439748
  • মন দিয়ে না পড়ার আবার কি হল?
  • Ishan | ২৭ মার্চ ২০২০ ২১:৪৯439747
  • এখনো অবধি ভারতে তিনমাসে করোনাতে মৃত ১০।

    করোনার কারনে ৪ দিনের লকডাউনে মৃত ৭ ( ১জন পুলিশের ক্যালে, দুজন বিএসএনএলের ঠিকাকর্মী আত্মহত্যা, দুজন ব্যাংক এজেন্টের আত্মহত্যা, একজন হাসপাতালে পৌছতে না পেরে মৃত্যু, একজন বৃদ্ধার খাবার না পেয়ে মৃত্যু)।

    বেসরকারি খবর, বলাবাহুল্য। আর পুলিশের ক্যালে মৃত্যুটা পবতে। মমতার রাজত্বে। যদিও পুলিশ এখন কার, বোঝা মুশকিল।

  • S | 162.158.107.230 | ২৭ মার্চ ২০২০ ২১:৩৭439746
  • আমার বক্তব্যটা গ্লোবাল। সব দেশের জন্যই অ্যাপ্লিকেবল। সারা দুনিয়ার সব দেশ মিলে প্রতি বছরে প্রায় ২ ট্রিলিয়ন ডলার খরচ করা হয় ডিফেন্সে। কারণ আমাদের ভয় হল অন্য দেশের লোকেদের নিয়ে, তারা এসে আমাদের সবকিছু নিয়ে নেবে ইত্যাদি। সেই নিয়েই দেশাত্মবোধক গান, সিনেমা, সিরিয়াল, নিউজ অ্যান্কার। এর মধ্যে সবথেকে উপরে ন্যাটো, আমেরিকা, চীন, সৌদি, রাশিয়া, ইন্ডিয়া, জাপান, দক্ষীন কোরিয়া ইত্যাদি দেশগুলো। সেই তুলনায় স্বাস্থ্যে খরচ হয় মাত্র ছয় ট্রিলিয়ন ডলার।
  • o | 173.245.52.188 | ২৭ মার্চ ২০২০ ২১:১২439745
  • b-এর লিস্ট দেখে মনে পড়ল। সেদিন বেশ গোদা গোদা ঢ্যাঁড়স কিনে আনলুম। একটিও তন্বী পেলুম না। খুশিই হলুম লেডিজ ফিঙ্গার প্যাট্রিয়ার্কির ধারণা ভেঙে বেরিয়ে আসছে দেখে।

  • lcm | 172.68.189.180 | ২৭ মার্চ ২০২০ ২০:৫৩439744
  • ইউএসএ আনএমপ্লয়মেন্ট ক্লেইম
  • dc | 162.158.167.139 | ২৭ মার্চ ২০২০ ২০:৪৫439743
  • আমাদের ফ্ল্যাটেও মোটামুটি এই নিয়ম চালু হয়েছে। আমরা সবাই একটা করে লিস্ট বানিয়ে সিকিউরিটিকে দিচ্ছি, তাঁকে একটা মাস্কও দেওয়া হচ্ছে। উনি গিয়ে পাড়ার রিটেল স্টোরে লিস্ট দিচ্ছেন, ওনাকে প্যাকেট সবজি দিয়ে দিচ্ছে, উনি ফ্ল্যাটে ফিরে এসে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলছেন আর আমরা যে যার সবজি নিয়ে নিচ্ছি।
  • dc | 172.69.135.219 | ২৭ মার্চ ২০২০ ২০:৩৮439742
  • "আমি তো পাই বা অরিনের কথা খুব মন দিয়েই পড়ছি। অন্য জায়গা থেকেও পড়ছি। টেকনিক্যাল লোকের লেখা পড়তে সবসময়ই ভাল লাগে"

    একদম একমত। এই দুজনেই নানারকম ইস্যু নিয়ে লিখছেন, সেসব খুবই ইন্টারেস্টিং লাগছে পড়তে। অনেক কিছু জানতেও পারছি।
  • b | 172.69.135.219 | ২৭ মার্চ ২০২০ ২০:৩৫439741
  • আমাদের ভেতরের দোকানে রেশনিং।
    ১। ফ্ল্যাট নং লিখে রাখা হবে।
    ২। একটা ফ্ল্যাট থেকে একদিন একজনই কিনতে পারবে।
    ৩। সব সব্জি প্যাকেট করে রাখা থাকবে, কেউ বাছাবাছি করতে পারবে না।
    ৪। এই লিস্ট, এই দাম আজকের জন্যে।

    ১৯৮৪ এসেই গেলো তাহলে।
  • aka | 108.162.219.149 | ২৭ মার্চ ২০২০ ২০:৩৫439740
  • "দেখুন ডিসকোর্স মানে এই নয়, আপনারাই সব জানেন আর কোন সরকার বাহাদুর কিছুই জানেন না। অনেক খামতি সত্বেও এটা সত্যি ভারত সরকার চেষ্টা চালাচ্ছে। আপনারা সব বিদেশে বসে আপনাদের পুরানো অভিঞ্জতা দিয়ে নিজেদের জাহির করে চলেছেন। কিন্তু এটা আপনার ভুলে যাচ্ছেন বা ইচ্ছা করেই ভারতকে ছোট করার জন্য করছেন, যে এদেশের সরকারেরাও চেষ্টা করছে । সবাই আপনারা প্রমাণ করার চেষ্টা করছেন নিজেদের জাহির করতে। কিন্তু পাই ছাড়া আর কেঊই এই জগতে নেই, অথচ তার কথাও পুরো বিশ্বাস করা হচ্ছে না।"

    আপনি একদম ঠিক বলেছেন।
  • o | 108.162.219.45 | ২৭ মার্চ ২০২০ ২০:২৬439739
  • আমি তো পাই বা অরিনের কথা খুব মন দিয়েই পড়ছি। অন্য জায়গা থেকেও পড়ছি। টেকনিক্যাল লোকের লেখা পড়তে সবসময়ই ভাল লাগে। ন্যাশনালিজম বা কোন ইজমের কিছু নয়। সবচেয়ে যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে লকডাউনটা কতটা জাস্টিফায়েড। কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে যায়নি এইটে যদি ট্রু হবার প্রোবাবলিটি বেশি হয়, তাহলেও সেখান থেকে সরকার একধাপে লকডাউন করে দিতে পারে না। ধাপগুলো বোঝারই চেষ্টা করছি। এর মাঝখানে এই আমেরিকার লোক, ইউরোপের লোক বলে আওয়াজ দিয়ে বিশেষ সুবিধে হবে না। জানি মোদিজির ভারতে সব ডিসিশনই বড় পবিত্র বলে মানা হয়, কিন্তু আমার মত পোচ্চুর গেঁড়েমদনা আনফর্চুনেটলি এখনও আছে যারা সেটা মানতে চায় না। টেকনিক্যাল লোকেরা আর্গুমেন্ট চালান। পড়ছি।
  • dc | 172.69.134.50 | ২৭ মার্চ ২০২০ ২০:২২439738
  • ? এটা যে খুব কঠিন আর আনপ্রেসিডেন্টেড পরিস্থিতি সেটা মানতে তো কোনই অসুবিধে নেই। তবে এ নিয়ে আমার নিজের কয়েকটা অবসার্ভেশান আছে।

    লকডাউন করেছে, সে নিয়ে আমার বক্তব্য নেই। সরকারের হয়তো মনে হয়েছে এছাড়া ম্যাসিভ ইনফেকশান ছড়ানো আটকানো যেতনা, আর সরকারের কাছে অনেক সময়েই ইনটেলিজেন্স থাকে যা আমাদের সাধারন মানুষের থাকেনা, কাজেই এটা হয়তো ঠিকই করেছে। তবে এটা মেনে নিলেও, লকডাউনের ফলে সবথেকে দরিদ্র শ্রেণীর যে অসুবিধে হচ্ছে, সে নিয়ে মনে হয়না সরকার খুব একটা ভেবেছে। ভাবলে পাঁচটার সময়ে থালা বাজাতে না বলে প্রথমেই বলতো প্রতিটা বাসস্ট্যান্ডে খাবারের প্যাকেট দেওয়া হবে, প্রত্যেকে খাবার পাবে। প্রত্যেকের হাতে পাঁচশো করে টাকা দেওয়া হবে। এটা যদি প্রথম দিনেই ঘোষনা করা হতো তাহলে এরকম প্যানিকও হতো না, বহু মানুষ যেখানে আছেন সেখানেই অপেক্ষা করতেন। পেটে খাবার থাকলে মানুষকে বোঝাতেও সুবিধে হয়। মুশকিল হলো, আমাদের সবার প্রিয় প্রধানসেবক ওসব কিছুই বলেন নি। এখনো অবধি কেন্দ্রীয় সরকারের থেকে এমন কোন ব্যবস্থা চোখে পড়েনি যাতে রাস্তায় যে লাখ লাখ লোক এই মুহূর্তে আটকে পড়ে আছে তাঁদের কোন সুরাহা হয়। এই হলো ব্যপার।
  • ? | 162.158.166.18 | ২৭ মার্চ ২০২০ ২০:১২439737
  • দেখুন ডিসকোর্স মানে এই নয়, আপনারাই সব জানেন আর কোন সরকার বাহাদুর কিছুই জানেন না। অনেক খামতি সত্বেও এটা সত্যি ভারত সরকার চেষ্টা চালাচ্ছে। আপনারা সব বিদেশে বসে আপনাদের পুরানো অভিঞ্জতা দিয়ে নিজেদের জাহির করে চলেছেন। কিন্তু এটা আপনার ভুলে যাচ্ছেন বা ইচ্ছা করেই ভারতকে ছোট করার জন্য করছেন, যে এদেশের সরকারেরাও চেষ্টা করছে । সবাই আপনারা প্রমাণ করার চেষ্টা করছেন নিজেদের জাহির করতে। কিন্তু পাই ছাড়া আর কেঊই এই জগতে নেই, অথচ তার কথাও পুরো বিশ্বাস করা হচ্ছে না।
  • একলহমা | ২৭ মার্চ ২০২০ ১৯:৪৯439736
  • dc | 172.68.141.111 | ২৭ মার্চ ২০২০ ১৩:২০
    ধন্যবাদ ডিসি! আশা রাখি।
  • sm | 162.158.166.36 | ২৭ মার্চ ২০২০ ১৯:০৪439734
  • ট্রাম্প নিয়ে কোন কথা হবে না, বস।এই বাজারেও এই সব বলে যাচ্ছে।!
  • aka | 162.158.63.251 | ২৭ মার্চ ২০২০ ১৮:৫৮439733
  • ওদিকে ট্রাম্প বলেছে নিউইয়র্কে বেশি ভেন্টিলেটর দেবে না। পিটির কাছে কি কাঁঠাল পাতা বেশি আছে? তাহলে কয়েকটা পাঠিয়ে দেওয়া হোক।
  • aka | 108.162.238.16 | ২৭ মার্চ ২০২০ ১৮:৫৩439732
  • হানু সেই নিয়ে কোন ক্থাই নেই, সরকারের গাফীলতির আর একটা দিক তো এটা ডাক্তার আর নার্সদের ঠিকমতন প্রোটেকশন দেবার বন্দোবস্ত করছে না। বলার কিছু নেই সেই নিয়ে, বেসিকালি ভারত সরকার রামজীর নামে ছেড়ে দিয়ে পরের ভাষণের জন্য রেডি হচ্ছেন।
  • hkg | 141.101.107.239 | ২৭ মার্চ ২০২০ ১৮:৪৮439731
  • "“ 439780
    আকা, সিরিয়াসলি , হেলথ কেয়ার প্রফেশনাল দের মাইনে, ইন্সিওরেন্স, ও রিসার্চ গ্রান্ট ও পার্সোনাল ইকুইপমেন্ট এর বাজেট বৃদ্ধির উপরে একটা প্রবন্ধ হয়ে যাক। সঙ্গে ভাড়াটে কেস ফর মেডিকেয়ার ফর অল ইন ইন্ডিয়া। উইথ এমফাসিস ও দ্য এল্ডারলি।”

    খানু, আপাতত নিজের চাকরী বাচাতে ব্যস্ত। যারা এখন রোগী বাচাতে লড়ে চড়েছেন তাদের লাল সেলাম ছাড়া কিছুই দেবার নেই।
    "
    সকলের ই তো তাই অবস্থা!!!

    "aka | 162.158.187.206 | ২৭ মার্চ ২০২০ ১৭:২০439782
    ব্যপারটা খাড়াইল - আমার পোলা আমি কান মুলব, তুমি বলার কেডা? সে যতই ব্জ্জাত পোলা হোক আমি মাইর দেব নে।

    যাক, এরপরে ডিসকোর্সের জায়গা নেই, তবে যেকোন গণতন্ত্রের একটা বেসিক দিক হল যে সরকারকে অ্যাকাউন্টেবল করা। সেইজন্যই সিরিয়ার রিফিউজি থেকে আম্রিগার ফরেন পলিসি সবকিছু নিয়েই লোকে বক্তব্য রাখে, সেটাই স্বাভাবিক।"

    --আগের / পরের (নিজের) কমেন্ট দেখুন।

    আমার বক্তব্য ছিল-
    --বাড়ীর লোকের জন্য দুশ্চিনা - টিক
    --যেখানেই থাকিস না কেন -- টিক
    -- সরকার যদি বয়স্ক দের কেয়ার ডিরেক্টলি না নিতে পারুক, সুস্থ ভদ্র ব্যবস্থা করে বা ইনসিওরেন্স কোং কে বাধ্য করএ --নিয়ারলি টিক
    -- প্রাইভেট ইনসিওরেন্স দিয়েও যদি হয় সুইজার ল্যাণ্ড এর মতো - অসুবিধে নেই টিক
    --সার্ভিস তা ইউনিভার্সালআইজ হোক বা তার পক্ষে সওয়াল hok- বোলাতে পারছি না, কারণ চাকরি টালমাটাল, তোমাদের অনেক সময় , আমরা অল্প কথার মানুষঃ ইত্যাদি,
    --হেলথ কেয়ারের লোক দের সুযোগ সুবিধে বাড়ুক তার পক্ষে সওয়াল বাড়ুক -- ওই

    :-)))) :-)))))))))))))))))
  • hkg | 141.101.99.76 | ২৭ মার্চ ২০২০ ১৮:৪০439730
  • সুইডেনের গরমে যদি যায়, ভারত এর গরমে চিরদিনের মতো যাওয়ার কথা। গেলে তো বাঁচা যায়, সরকারী অপদার্থতার কথা বলে বন্ধু দের কাছে গাল খেতে হয় না। :-))))))
  • অর্জুন | 172.69.135.129 | ২৭ মার্চ ২০২০ ১৭:৫৩439729
  • বরিস জনসন নিজের বাড়িতে quarantine হয়ে 'work from home' করছে। 

  • অর্জুন | 162.158.166.20 | ২৭ মার্চ ২০২০ ১৭:৪৩439727
  • 'অর্জুন, আমার খালি টাকার প্রতি অনুরাগ আছে' 

    প্রাণের চেয়েও? 

  • b | 162.158.166.56 | ২৭ মার্চ ২০২০ ১৭:৩৯439726
  • তখুনি বলেছিলাম, ওরে ব্রেক শিট করিস না। এখন অবস্থা দ্যাখো।
  • Pinaki | 162.158.238.5 | ২৭ মার্চ ২০২০ ১৭:৩৫439725
  • মানে ভাইরাসের কাছে মানুষের লজিকাল এক্সপেক্টেশন - এরকম বলা ভাল। :-D
  • Pinaki | 162.158.238.209 | ২৭ মার্চ ২০২০ ১৭:৩২439724
  • আরে সিরিয়াসলি। :-) এখানে স্টেট এপিডেমিওলজিস্ট একদম অফিশিয়ালি বলছে যে অন্য সমস্ত করোনা ভাইরাসের ক্ষেত্রে সামারে প্রকোপ কমে যায়। এটাও একটা করোনা ভাইরাসই, তাহলে একদম অন্যরকম হবে আশা করব কেন? এইটা হল যুক্তি। ঘটবে কিনা জানিনা। তবে সুইডেন অন্তত এভাবেই ভাবছে, সামারে কমবে, ফলে আপাতত সামার অব্দি সারভাইভ করো, আবার ফলের শেষ দিকে একটা আউটব্রেক ঘটবে ধরে নিয়ে এগোও। তবে পরেরটা ইন্টেনসিটিতে কম হবে। মানুষও বেটার প্রিপেয়ার্ড থাকবে। এই হল লজিকাল এক্সপেক্টেশন।
  • dc | 162.158.167.149 | ২৭ মার্চ ২০২০ ১৭:৩১439723
  • অর্জুন, আমার খালি টাকার প্রতি অনুরাগ আছে, তাও আবার নিজের টাকা। বাকি আর কিছু নিয়েই ভাবি না।
  • dc | 162.158.167.149 | ২৭ মার্চ ২০২০ ১৭:২৯439721
  • বোঝ অবস্থা! খোদ বরিস সায়েব কোভিড পজিটিভ!
  • অর্জুন | 162.158.167.9 | ২৭ মার্চ ২০২০ ১৭:২৯439720
  • বরিস জনসনের পজিটিভ ধরা পড়ল। 

  • অর্জুন | 172.69.134.188 | ২৭ মার্চ ২০২০ ১৭:২৭439719
  • @dc

    একটা দেশ মানেই তো সেই দেশের গাছ, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি, সমতল, মালভূমি আর তার সঙ্গে তার মানুষ। অন্তত স্থানীয় মানুষ সেই জায়গার একটি বড় অঙ্গ। 

    যেমন ধরুন কাশ্মীরকে সকল ভারতবাসী ভালবাসে কিন্তু কাশ্মীরিদের নয়। সমস্যার উৎপত্তি সেখানেই। 

    আবেগহীন হওয়ার মধ্যে খুব গৌরবের কি আছে জানিনা। 

    'দেশপ্রেম', 'দেশভক্তি' বোকা বোকা সন্দেহ নেই কিন্তু দেশের প্রতি অনুরাগ মানেই ধর ধর গলায়, ছল, ছল চোখে  'দেশ কি মিট্টি' গান গাওয়া নয়! 

  • aka | 162.158.187.206 | ২৭ মার্চ ২০২০ ১৭:২৬439718
  • “ 439780
    আকা, সিরিয়াসলি , হেলথ কেয়ার প্রফেশনাল দের মাইনে, ইন্সিওরেন্স, ও রিসার্চ গ্রান্ট ও পার্সোনাল ইকুইপমেন্ট এর বাজেট বৃদ্ধির উপরে একটা প্রবন্ধ হয়ে যাক। সঙ্গে ভাড়াটে কেস ফর মেডিকেয়ার ফর অল ইন ইন্ডিয়া। উইথ এমফাসিস ও দ্য এল্ডারলি।”

    খানু, আপাতত নিজের চাকরী বাচাতে ব্যস্ত। যারা এখন রোগী বাচাতে লড়ে চড়েছেন তাদের লাল সেলাম ছাড়া কিছুই দেবার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত