![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
[12]
[13]
[14]
[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]
[22]
[23]
[24]
[25]
[26]
[27]
[28]
[29]
[30]
[31]
[32]
[33]
[34]
[35]
[36]
[37]
[38]
[39]
[40]
[41]
[42]
[43]
[44]
[45]
[46]
[47]
[48]
[49]
[50]
[51]
[52]
[53]
[54]
[55]
[56]
[57]
[58]
[59]
[60]
[61]
[62]
[63]
[64]
[65]
[66]
[67]
[68]
[69]
এই পাতায় আছে211--240
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: dukhe
IP Address : 212.54.74.119 (*) Date:03 Dec 2012 -- 12:38 PM
এ কি সত্যি একক? প্রাতিষ্ঠানিক বানামবিধির কাছে এই আত্মসমর্পণ? এককের? সত্যি?
Name: ahaa
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 12:41 PM
সবাইকে ডাকছি । একটা জেনারালায়স্দ মীনস অব কমুনিকেশন চাই তো । নিজের মত লিখলে তোয়াক্কা করিনে :P
Name: কুমু
IP Address : 132.160.159.184 (*) Date:03 Dec 2012 -- 12:43 PM
দুখে ঠিক্কয়েচে,ভাবলুম গুরুতে পাট্টাইম দোভাষীর কাজ করে দুটি পহা পাব,সেই জ্যাগারিতেও -
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 12:45 PM
আমি আছি, একক্দা। কালকে আমি একটু জলপুলুশের সাথে ছিলাম কিনা তোমার ফোন শুনতে পাই নি
Name: দ
IP Address : 24.96.33.241 (*) Date:03 Dec 2012 -- 12:48 PM
হা হা হা হা দুখে না যে কোনওদিন যে কারুরু হাতে বিছুটি খাবেন এই বলে দিলাম।
Name: ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 12:51 PM
ঐশিক
আমি কাল ওই সময়ে বানার্ঘাত্তা ছিলুম। তাই ফোন । আবার তোমার কল যখন এলো তখন বাড়ি ফিরে রান্না চাপিয়েছি ।
Name: ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 12:53 PM
একটা শুকনো ভাট হলে কেমন হয় ? তবে গুরু তে লোকজন হেব্বি বুজ্জয়া ! :(
কেও রাজি হবে বলে মনে হয়না । রাজি হলে আমি সব ব্যবস্থা করতে পারি । শ্রুম অবধি !
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 01:00 PM
আমি আছি
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 03:25 PM
বোতিন da লুরু এসে আমাদের ভুলে গেল
Name: সায়ন
IP Address : 170.83.96.84 (*) Date:03 Dec 2012 -- 03:45 PM
৭ ডিসেঃ থেকে ১ জানুঃ'র মধ্যে লুরু ভাট কল্লে ভালো হবে না :-X
Name: কল্লোল
IP Address : 125.184.39.41 (*) Date:03 Dec 2012 -- 04:54 PM
১৫/১৬ ডিসেঃ আছি। ওদিকে সায়ন তো ভেটো দিয়ে দিয়েছে। আমার আবার ২০ জানু অবধি চাপ। অবশ্য ২৬ জানু কল্লে হয়। লুরুগুরুসব বলুন একটু।
তবে হ্যাঁ, ঐ খাবাদ্দোকানে আমি নেই। দুদ্দুর, আড্ডা দেবো না খাবো?
আমার তো এককের বাসা চমৎকার লেগেছে। একক কি বলে? এট্টু দূর, তো কি? খাবাদ্দাবার বাইরে থেকে আনিয়ে নেওয়া যাবেখন।
Name: ব্যাং
IP Address : 132.167.230.81 (*) Date:03 Dec 2012 -- 05:03 PM
ছাব্বিশে জানুআরি কোলকাতা যেতে হবে না সব্বাইকে? বইমেলা না?
Name: ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 05:06 PM
খাবাদ্দোকানে আম্মো নেই । আড্ডা জমে না । আমাদের বাসা তে কোনো চাপ নেই । মেইন সিটি থেকে এট্টু দূর এই যা ।
সায়ন এতদিন ধরে ছুটি নিয়ে কি করবে ? ! এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক না পুত্র-কন্যার বিয়ে ?
Name: শ্রাবণী
IP Address : 134.124.244.107 (*) Date:03 Dec 2012 -- 05:23 PM
পনেরর সকালে বেরনো দিল্লী/ফরিদাবাদ/নয়ডা থেকে................দুপুর নাগাদ সারিস্কায় পৌঁছনো।
মাঝে ধাবায় লাঞ্চ, সবাই এক হয়ে। টাইগার ডেন জঙ্গলের ভেতরে রিজার্ভ ফরেস্টে ঢোকার গেটের মুখেই। চেক ইন করে আলওয়ারের সিলিসের লেক দেখতে যাওয়া। পাহাড়ঘেরা লেক, নীচে নেমে জলে বোটিং চাইলে করা যাবে। তবে ওপরে আর টি ডিসির দোকানের টেরাসে বসে চা কফি সহযোগে আড্ডা কনফার্মড।
সন্ধ্যেয় ফিরে এসে এবার আরাম করে টাইগার ডেনের লনে বসা, দারুন পকোড়া বানায় ওরা। আড্ডা চলবে।
রাতে খেয়েদেয়ে আবার আড্ডা।
ষোল তারিখে সকালে উঠে জঙ্গল সাফারি। নটা নাগাদ ফিরে ব্রেকফাস্ট করে ফিরতি পথ ধরা।
কিছু বুকিং করা হয়েছে (যেগুলো কনফার্মড যাওয়া), এখনো খালি আছে, আরো কেউ যোগ দিতে চাইলে।
কুমুদি একটু চেষ্টা করোনা, প্লীজ!
ওঃ, ভানগড়ের জন্যে সময় হবেনা এযাত্রায় তবে রাস্তাঘাটে যদি দু একটা ভুত ছিটকে আসে, খোঁজ করে রাখব যাতে পরে ইচ্ছুক জনেদের সুবিধে হয়!!
Name: ব্যাং
IP Address : 132.167.118.21 (*) Date:03 Dec 2012 -- 05:30 PM
শ্রাবণী, এইভাবে লোভ দেখালে ভালো হবে না, বলে দিচ্ছি!! লুরু থেকে দিল্লি যাওয়া কত ঝক্কির, তা কি তোমার জানা আছে?
Name: শ্রাবণী
IP Address : 127.239.15.104 (*) Date:03 Dec 2012 -- 05:38 PM
ব্যাং, :))
ও হ্যাঁ, এটা শুধু দিল্লী ও এন সি আরের জন্যে নয়, অন্যান্য জায়গা থেকেও আসা যায়। তবে তাদের প্রথমে দিল্লী আসতে হবে।
আর কে না জানে দিল্লী আসার ঝক্কি সবচেয়ে কম, এত ট্রেন, এত ফ্লাইট!
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 05:50 PM
ইল্লি আর কি, লুরু থেকে দিল্লি যে যায় সে জানে, প্লেনে গেলে এখন ভার চলছে ৮-৯ হাজার ২ হপ্তা আগে কাটলে আর ট্রেনে গেলে ৩০ ঘন্টা
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 05:52 PM
আর ট্রেনে গেলে টিকিট কাটা আরেকটা কেলোর কাজ, আজকেই আমি গিন্নির জন্য টিকিট কাটতে গিয়ে ৩ বার টাকা কাটল তারপরে ১ বার টিকিট দিল। ভগমানের সাইট শালা ইসসা করে যে বা যারা বানিয়েছে তাদের কেটে খেয়ে ফেলি
Name: sosen
IP Address : 24.139.199.1 (*) Date:03 Dec 2012 -- 05:59 PM
পনের কি?
Name: sosen
IP Address : 24.139.199.1 (*) Date:03 Dec 2012 -- 06:01 PM
ও: হবেনা । সায়েন্স কংগ্রেসের জন্য ১৫-৫ ছুটি নেওয়া মানা।
Name: 4z
IP Address : 209.7.156.131 (*) Date:03 Dec 2012 -- 06:10 PM
শ্রাবণীদি, এভাবে লোভ দেখান কি ঠিক হচ্ছে? এখান থেকে যাওয়ার ঝক্কি কম? আমি তো ট্রেনেও যেতে পারব না!
Name: সায়ন
IP Address : 170.83.96.84 (*) Date:03 Dec 2012 -- 06:35 PM
@ একক,
পুত্র-কন্যা! হ্যাহ্যাহ্যাহ্যা। নেঃ অ্যান্ড সাঃ কন্ডিশনের থেকে আউট অফ স্কোপ যদিও :-P
আসলে অ্যাদ্দিনের ছুটিতে অনেক কিছু কভার করতে হবে। আর তোমরা তো সারা বছরই ছুটিতে থাকো আমার সেই ইয়ার এন্ড ইঃ। যাউগ্গিয়া, ভাটাও, দম দাও, দুগ্গাটুনটুনি হও - শুকনো ভাটে এমনিতেই নেই। জানুঃ তে দেখা যাবে।
শ্রাবণীদি', আর ছ'দিন ঃ-)
Name: Ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 06:39 PM
বেশ , জানু তে দেখা হচ্ছে তাইলে । তবে আমি সারা বছর ছুটি তে থাকি শুনে নির্মল আনন্দ পেলুম :) :(
Name: কল্লোল
IP Address : 111.63.154.73 (*) Date:03 Dec 2012 -- 07:22 PM
শ্রাবণী ও অন্য যারাই সারিস্কা ভাটে যাবে।
সাফারী শেষ হয় একটা মন্দিরে এসে। সম্ভবতঃ একটা রাম মন্দির। পারলে মন্দিরটা পেছনে ফেলে দু কিমি মত হেঁটে গেলে পথে একটা হনুমান মন্দির পড়বে। হনুমান শুয়ে আছেন। এই একটা জয়গাতেই হনুমান শুয়ে। গপ্পোটা এরকম ঃ
বনবাসের কালে কুন্তীর জল তেষ্টা পাওয়ায় ভীমকে জল আনতে পাঠানো হয়। রাস্তায় ভীম দেখেন একটি বাঁদর শুয়ে আছে। তার লেজটি রাস্তার ওপর দিয়ে পড়ে আছে। ভীম ভদ্রভাবে বাঁদরটিকে লেজ সরিয়ে নিতে বলেন। বাঁদর বলে সে এতো বুড়ো হয়ে গেছে, যে লেজটি সরানোর তাকতও তার নেই। ভীম যদি দয়া করে লেজটি এট্টু সরিয়ে দেয় তো ভালো হয়। ভীম খচেছেন। ভাবলেন লেজ ধরে একটা পটকান দেই। ওম্মা। লেজ ধরে বিস্তর টানাটানি করেও তা এক ইঞ্চি সরানো গেলো না। তাতে ভীমের মগজে বালব জ্বলে উঠলো। তিনি ভাবলেন মালটা তো সামান্য বাঁদর নয়। জিজ্ঞাসা করতে জানা গেলো উটি পবনপুত্র হনুমান। ভীমতো অভিভূত, এ যে বদ্দা!! তাপ্পর কোলাকুলি ও নানান কথা, মহাভারতে আছে।
সেই হনুমান মন্দির ছাড়িয়ে আরও এক কিমি হাঁটলে একটা ছোট্ট ডোবা। নাম কুন্তীতাল। সেখানে থেকে একটু পাথর কেটে সিঁড়ির মত আছে। তাতে উঠে গেলে দেখা যাবে, একটা পাহাড়ের গায়ে মস্তো ফুটো। আকাশ দেখা যাচ্ছে। অনেকটা পোলো লজেঞ্চুসের মতো।
গপ্পোটা হলো ঃ কুন্তীর গরম লাগছিলো বলে ভীম গদা দিয়ে মেরে পাহাড়ে ঐ ফুটোটা করে দিয়েছিলো বাতাস বইবার জন্য।
শেষ এক কিমি রাস্তা বলে কিছু নেই (অন্ততঃ ২০০৩ সালে ছিলো না)। মস্তো মস্তো পাথরের উপর দিয়ে যেতে হবে। দল বেঁধে যেও।
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:03 Dec 2012 -- 07:36 PM
এককের ডেরা কোথায়?মানে,কল্লোলদার পছন্দ কিনা তাই কেমন সন্দ হল।
Name: কল্লোল
IP Address : 111.63.226.17 (*) Date:03 Dec 2012 -- 09:21 PM
কি মাইরী!!!!!
যাগ্গে। ক্ষমা-ঘেন্না, না না, শুধুই ক্ষমা করে দিলুম।
এককের বাসা ভিভেক নগর ব্যাঙ্গালুরু।
চমৎকার বিশাল হল। পচ্চুর হাওয়া। নীচে রেল লাইন। লাইনের ওপারে মসজিদ।
মানে, ব্যাঙ্গালুরুর গুরু ও চন্ডাল জনতা বিন্দাস কাচ্চা বাচ্চা সমেত ভাট কত্তে পারে। একক একাই থাকে। মাঝে মাঝে মুম্বাইয়া সহধর্মিণী আসে। সেটিও বিন্দাস। বিশেষ আসবাবপত্তর নাই (অন্ততঃ আমি যা দেখেছিলুম)। এক্কথায় ভাটের দি যায়গা।
আমার বাসা কিঞ্চিত ছোট। নইলে ভাট করার জন্যে সেটিও অতি চমৎকার।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 04:10 PM
নয়ডা ভাটের হালকা বিবরণ
ছোট্ট মতন ঘর। আয়োজন করার ঠিক সাহস পাচ্ছিলাম না। শ্রাবণীদি ভরসা যোগালো। ভোজনের ব্যবস্থা আউটসোর্স করা হল নিশিকান্তকে। তারপরেও টেনশন টেনশন। রাজদীপ আর স্যান আগেই জানিয়েছিলো আসতে পারবেনা বলে। আর ভাটের দিন সকালে কুমুদির ফোন এলো
-বুঝলে নিতাই, আসতে পারবোনা হে এবার।
-আচ্ছা।
-গাড়ীটি যত গড়বড় করছে।
-আচ্ছা।
-বিয়ের দিনকাল চারদিকে। কোনভাবেই কিচু করা যাচ্ছে না।
-আচ্ছা।
খানিক বাদে আবার ফোন এলো কুমুদির,
-বুঝলে নিতাই, যাবার চেষ্টা করছি
-আচ্ছা।
-পৌঁছুলে অবশ্য দেরী করে পৌঁছোবো। তিনটে নাগাদ।
-আচ্ছা
-তোমরা কিন্তু খেয়ে নিও অ্যাঁ? আমার জন্য ওয়েট কোরো না। কেমন?
-আচ্ছা।
খানিক আবার কুমুদি। এবার ফোন নয়। এসেমেস এলো-
-সরি, ইট্স নট পসিবল
আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম।
Name: Kaju
IP Address : 131.242.160.180 (*) Date:05 Dec 2012 -- 04:13 PM
বাঃ পুরো অন্য ফর্মে লেখা কবতে !
Name: pi
IP Address : 127.194.8.209 (*) Date:05 Dec 2012 -- 04:16 PM
আচ্ছা কবতে।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 04:24 PM
এই ফাঁকে ঘরে পা রাখলো স্বর্নালীদি। সঙ্গে ছোট্ট সাঁঝ। সাঁঝকে শুধোলাম
-সাঁঝ, কেমন আছো?
মিষ্টি হেসে সাঁঝ বললে
-ভালো।
ওদিকে রুবিও রেডি। স্বর্নালীদি ঢুকতে না ঢুকতেই কলকল করে গল্প শুরু হয়ে গেলো। আমি একটু এগিয়ে স্বপনদা আর বৌদিকে ঘরে নিয়ে এলাম। তারপর বিখ্যাত কবি সুমনদাও পদার্পন করলো। সঙ্গে কবিপত্নি রেশমীদি আর পট্ট। পট্টকে শুধোলাম
-পট্ট, কেমন আছো?
পট্টও হেসে জবাব দিলো
-অ্যাজ ইউজুয়াল।
আর এর মাঝেই শ্রাবণীদি, সতীশদাও পৌছে গেছে ঘরে।
শুরু হয়ে গেলো নয়ডা ভাট।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে211--240
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: dukhe
IP Address : 212.54.74.119 (*) Date:03 Dec 2012 -- 12:38 PM
এ কি সত্যি একক? প্রাতিষ্ঠানিক বানামবিধির কাছে এই আত্মসমর্পণ? এককের? সত্যি?
Name: ahaa
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 12:41 PM
সবাইকে ডাকছি । একটা জেনারালায়স্দ মীনস অব কমুনিকেশন চাই তো । নিজের মত লিখলে তোয়াক্কা করিনে :P
Name: কুমু
IP Address : 132.160.159.184 (*) Date:03 Dec 2012 -- 12:43 PM
দুখে ঠিক্কয়েচে,ভাবলুম গুরুতে পাট্টাইম দোভাষীর কাজ করে দুটি পহা পাব,সেই জ্যাগারিতেও -
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 12:45 PM
আমি আছি, একক্দা। কালকে আমি একটু জলপুলুশের সাথে ছিলাম কিনা তোমার ফোন শুনতে পাই নি
Name: দ
IP Address : 24.96.33.241 (*) Date:03 Dec 2012 -- 12:48 PM
হা হা হা হা দুখে না যে কোনওদিন যে কারুরু হাতে বিছুটি খাবেন এই বলে দিলাম।
Name: ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 12:51 PM
ঐশিক
আমি কাল ওই সময়ে বানার্ঘাত্তা ছিলুম। তাই ফোন । আবার তোমার কল যখন এলো তখন বাড়ি ফিরে রান্না চাপিয়েছি ।
Name: ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 12:53 PM
একটা শুকনো ভাট হলে কেমন হয় ? তবে গুরু তে লোকজন হেব্বি বুজ্জয়া ! :(
কেও রাজি হবে বলে মনে হয়না । রাজি হলে আমি সব ব্যবস্থা করতে পারি । শ্রুম অবধি !
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 01:00 PM
আমি আছি
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 03:25 PM
বোতিন da লুরু এসে আমাদের ভুলে গেল
Name: সায়ন
IP Address : 170.83.96.84 (*) Date:03 Dec 2012 -- 03:45 PM
৭ ডিসেঃ থেকে ১ জানুঃ'র মধ্যে লুরু ভাট কল্লে ভালো হবে না :-X
Name: কল্লোল
IP Address : 125.184.39.41 (*) Date:03 Dec 2012 -- 04:54 PM
১৫/১৬ ডিসেঃ আছি। ওদিকে সায়ন তো ভেটো দিয়ে দিয়েছে। আমার আবার ২০ জানু অবধি চাপ। অবশ্য ২৬ জানু কল্লে হয়। লুরুগুরুসব বলুন একটু।
তবে হ্যাঁ, ঐ খাবাদ্দোকানে আমি নেই। দুদ্দুর, আড্ডা দেবো না খাবো?
আমার তো এককের বাসা চমৎকার লেগেছে। একক কি বলে? এট্টু দূর, তো কি? খাবাদ্দাবার বাইরে থেকে আনিয়ে নেওয়া যাবেখন।
Name: ব্যাং
IP Address : 132.167.230.81 (*) Date:03 Dec 2012 -- 05:03 PM
ছাব্বিশে জানুআরি কোলকাতা যেতে হবে না সব্বাইকে? বইমেলা না?
Name: ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 05:06 PM
খাবাদ্দোকানে আম্মো নেই । আড্ডা জমে না । আমাদের বাসা তে কোনো চাপ নেই । মেইন সিটি থেকে এট্টু দূর এই যা ।
সায়ন এতদিন ধরে ছুটি নিয়ে কি করবে ? ! এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক না পুত্র-কন্যার বিয়ে ?
Name: শ্রাবণী
IP Address : 134.124.244.107 (*) Date:03 Dec 2012 -- 05:23 PM
পনেরর সকালে বেরনো দিল্লী/ফরিদাবাদ/নয়ডা থেকে................দুপুর নাগাদ সারিস্কায় পৌঁছনো।
মাঝে ধাবায় লাঞ্চ, সবাই এক হয়ে। টাইগার ডেন জঙ্গলের ভেতরে রিজার্ভ ফরেস্টে ঢোকার গেটের মুখেই। চেক ইন করে আলওয়ারের সিলিসের লেক দেখতে যাওয়া। পাহাড়ঘেরা লেক, নীচে নেমে জলে বোটিং চাইলে করা যাবে। তবে ওপরে আর টি ডিসির দোকানের টেরাসে বসে চা কফি সহযোগে আড্ডা কনফার্মড।
সন্ধ্যেয় ফিরে এসে এবার আরাম করে টাইগার ডেনের লনে বসা, দারুন পকোড়া বানায় ওরা। আড্ডা চলবে।
রাতে খেয়েদেয়ে আবার আড্ডা।
ষোল তারিখে সকালে উঠে জঙ্গল সাফারি। নটা নাগাদ ফিরে ব্রেকফাস্ট করে ফিরতি পথ ধরা।
কিছু বুকিং করা হয়েছে (যেগুলো কনফার্মড যাওয়া), এখনো খালি আছে, আরো কেউ যোগ দিতে চাইলে।
কুমুদি একটু চেষ্টা করোনা, প্লীজ!
ওঃ, ভানগড়ের জন্যে সময় হবেনা এযাত্রায় তবে রাস্তাঘাটে যদি দু একটা ভুত ছিটকে আসে, খোঁজ করে রাখব যাতে পরে ইচ্ছুক জনেদের সুবিধে হয়!!
Name: ব্যাং
IP Address : 132.167.118.21 (*) Date:03 Dec 2012 -- 05:30 PM
শ্রাবণী, এইভাবে লোভ দেখালে ভালো হবে না, বলে দিচ্ছি!! লুরু থেকে দিল্লি যাওয়া কত ঝক্কির, তা কি তোমার জানা আছে?
Name: শ্রাবণী
IP Address : 127.239.15.104 (*) Date:03 Dec 2012 -- 05:38 PM
ব্যাং, :))
ও হ্যাঁ, এটা শুধু দিল্লী ও এন সি আরের জন্যে নয়, অন্যান্য জায়গা থেকেও আসা যায়। তবে তাদের প্রথমে দিল্লী আসতে হবে।
আর কে না জানে দিল্লী আসার ঝক্কি সবচেয়ে কম, এত ট্রেন, এত ফ্লাইট!
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 05:50 PM
ইল্লি আর কি, লুরু থেকে দিল্লি যে যায় সে জানে, প্লেনে গেলে এখন ভার চলছে ৮-৯ হাজার ২ হপ্তা আগে কাটলে আর ট্রেনে গেলে ৩০ ঘন্টা
Name: ঐশিক
IP Address : 132.181.132.130 (*) Date:03 Dec 2012 -- 05:52 PM
আর ট্রেনে গেলে টিকিট কাটা আরেকটা কেলোর কাজ, আজকেই আমি গিন্নির জন্য টিকিট কাটতে গিয়ে ৩ বার টাকা কাটল তারপরে ১ বার টিকিট দিল। ভগমানের সাইট শালা ইসসা করে যে বা যারা বানিয়েছে তাদের কেটে খেয়ে ফেলি
Name: sosen
IP Address : 24.139.199.1 (*) Date:03 Dec 2012 -- 05:59 PM
পনের কি?
Name: sosen
IP Address : 24.139.199.1 (*) Date:03 Dec 2012 -- 06:01 PM
ও: হবেনা । সায়েন্স কংগ্রেসের জন্য ১৫-৫ ছুটি নেওয়া মানা।
Name: 4z
IP Address : 209.7.156.131 (*) Date:03 Dec 2012 -- 06:10 PM
শ্রাবণীদি, এভাবে লোভ দেখান কি ঠিক হচ্ছে? এখান থেকে যাওয়ার ঝক্কি কম? আমি তো ট্রেনেও যেতে পারব না!
Name: সায়ন
IP Address : 170.83.96.84 (*) Date:03 Dec 2012 -- 06:35 PM
@ একক,
পুত্র-কন্যা! হ্যাহ্যাহ্যাহ্যা। নেঃ অ্যান্ড সাঃ কন্ডিশনের থেকে আউট অফ স্কোপ যদিও :-P
আসলে অ্যাদ্দিনের ছুটিতে অনেক কিছু কভার করতে হবে। আর তোমরা তো সারা বছরই ছুটিতে থাকো আমার সেই ইয়ার এন্ড ইঃ। যাউগ্গিয়া, ভাটাও, দম দাও, দুগ্গাটুনটুনি হও - শুকনো ভাটে এমনিতেই নেই। জানুঃ তে দেখা যাবে।
শ্রাবণীদি', আর ছ'দিন ঃ-)
Name: Ekak
IP Address : 69.99.230.125 (*) Date:03 Dec 2012 -- 06:39 PM
বেশ , জানু তে দেখা হচ্ছে তাইলে । তবে আমি সারা বছর ছুটি তে থাকি শুনে নির্মল আনন্দ পেলুম :) :(
Name: কল্লোল
IP Address : 111.63.154.73 (*) Date:03 Dec 2012 -- 07:22 PM
শ্রাবণী ও অন্য যারাই সারিস্কা ভাটে যাবে।
সাফারী শেষ হয় একটা মন্দিরে এসে। সম্ভবতঃ একটা রাম মন্দির। পারলে মন্দিরটা পেছনে ফেলে দু কিমি মত হেঁটে গেলে পথে একটা হনুমান মন্দির পড়বে। হনুমান শুয়ে আছেন। এই একটা জয়গাতেই হনুমান শুয়ে। গপ্পোটা এরকম ঃ
বনবাসের কালে কুন্তীর জল তেষ্টা পাওয়ায় ভীমকে জল আনতে পাঠানো হয়। রাস্তায় ভীম দেখেন একটি বাঁদর শুয়ে আছে। তার লেজটি রাস্তার ওপর দিয়ে পড়ে আছে। ভীম ভদ্রভাবে বাঁদরটিকে লেজ সরিয়ে নিতে বলেন। বাঁদর বলে সে এতো বুড়ো হয়ে গেছে, যে লেজটি সরানোর তাকতও তার নেই। ভীম যদি দয়া করে লেজটি এট্টু সরিয়ে দেয় তো ভালো হয়। ভীম খচেছেন। ভাবলেন লেজ ধরে একটা পটকান দেই। ওম্মা। লেজ ধরে বিস্তর টানাটানি করেও তা এক ইঞ্চি সরানো গেলো না। তাতে ভীমের মগজে বালব জ্বলে উঠলো। তিনি ভাবলেন মালটা তো সামান্য বাঁদর নয়। জিজ্ঞাসা করতে জানা গেলো উটি পবনপুত্র হনুমান। ভীমতো অভিভূত, এ যে বদ্দা!! তাপ্পর কোলাকুলি ও নানান কথা, মহাভারতে আছে।
সেই হনুমান মন্দির ছাড়িয়ে আরও এক কিমি হাঁটলে একটা ছোট্ট ডোবা। নাম কুন্তীতাল। সেখানে থেকে একটু পাথর কেটে সিঁড়ির মত আছে। তাতে উঠে গেলে দেখা যাবে, একটা পাহাড়ের গায়ে মস্তো ফুটো। আকাশ দেখা যাচ্ছে। অনেকটা পোলো লজেঞ্চুসের মতো।
গপ্পোটা হলো ঃ কুন্তীর গরম লাগছিলো বলে ভীম গদা দিয়ে মেরে পাহাড়ে ঐ ফুটোটা করে দিয়েছিলো বাতাস বইবার জন্য।
শেষ এক কিমি রাস্তা বলে কিছু নেই (অন্ততঃ ২০০৩ সালে ছিলো না)। মস্তো মস্তো পাথরের উপর দিয়ে যেতে হবে। দল বেঁধে যেও।
Name: kumu
IP Address : 132.160.159.184 (*) Date:03 Dec 2012 -- 07:36 PM
এককের ডেরা কোথায়?মানে,কল্লোলদার পছন্দ কিনা তাই কেমন সন্দ হল।
Name: কল্লোল
IP Address : 111.63.226.17 (*) Date:03 Dec 2012 -- 09:21 PM
কি মাইরী!!!!!
যাগ্গে। ক্ষমা-ঘেন্না, না না, শুধুই ক্ষমা করে দিলুম।
এককের বাসা ভিভেক নগর ব্যাঙ্গালুরু।
চমৎকার বিশাল হল। পচ্চুর হাওয়া। নীচে রেল লাইন। লাইনের ওপারে মসজিদ।
মানে, ব্যাঙ্গালুরুর গুরু ও চন্ডাল জনতা বিন্দাস কাচ্চা বাচ্চা সমেত ভাট কত্তে পারে। একক একাই থাকে। মাঝে মাঝে মুম্বাইয়া সহধর্মিণী আসে। সেটিও বিন্দাস। বিশেষ আসবাবপত্তর নাই (অন্ততঃ আমি যা দেখেছিলুম)। এক্কথায় ভাটের দি যায়গা।
আমার বাসা কিঞ্চিত ছোট। নইলে ভাট করার জন্যে সেটিও অতি চমৎকার।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 04:10 PM
নয়ডা ভাটের হালকা বিবরণ
ছোট্ট মতন ঘর। আয়োজন করার ঠিক সাহস পাচ্ছিলাম না। শ্রাবণীদি ভরসা যোগালো। ভোজনের ব্যবস্থা আউটসোর্স করা হল নিশিকান্তকে। তারপরেও টেনশন টেনশন। রাজদীপ আর স্যান আগেই জানিয়েছিলো আসতে পারবেনা বলে। আর ভাটের দিন সকালে কুমুদির ফোন এলো
-বুঝলে নিতাই, আসতে পারবোনা হে এবার।
-আচ্ছা।
-গাড়ীটি যত গড়বড় করছে।
-আচ্ছা।
-বিয়ের দিনকাল চারদিকে। কোনভাবেই কিচু করা যাচ্ছে না।
-আচ্ছা।
খানিক বাদে আবার ফোন এলো কুমুদির,
-বুঝলে নিতাই, যাবার চেষ্টা করছি
-আচ্ছা।
-পৌঁছুলে অবশ্য দেরী করে পৌঁছোবো। তিনটে নাগাদ।
-আচ্ছা
-তোমরা কিন্তু খেয়ে নিও অ্যাঁ? আমার জন্য ওয়েট কোরো না। কেমন?
-আচ্ছা।
খানিক আবার কুমুদি। এবার ফোন নয়। এসেমেস এলো-
-সরি, ইট্স নট পসিবল
আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম।
Name: Kaju
IP Address : 131.242.160.180 (*) Date:05 Dec 2012 -- 04:13 PM
বাঃ পুরো অন্য ফর্মে লেখা কবতে !
Name: pi
IP Address : 127.194.8.209 (*) Date:05 Dec 2012 -- 04:16 PM
আচ্ছা কবতে।
Name: নেতাই
IP Address : 131.241.98.225 (*) Date:05 Dec 2012 -- 04:24 PM
এই ফাঁকে ঘরে পা রাখলো স্বর্নালীদি। সঙ্গে ছোট্ট সাঁঝ। সাঁঝকে শুধোলাম
-সাঁঝ, কেমন আছো?
মিষ্টি হেসে সাঁঝ বললে
-ভালো।
ওদিকে রুবিও রেডি। স্বর্নালীদি ঢুকতে না ঢুকতেই কলকল করে গল্প শুরু হয়ে গেলো। আমি একটু এগিয়ে স্বপনদা আর বৌদিকে ঘরে নিয়ে এলাম। তারপর বিখ্যাত কবি সুমনদাও পদার্পন করলো। সঙ্গে কবিপত্নি রেশমীদি আর পট্ট। পট্টকে শুধোলাম
-পট্ট, কেমন আছো?
পট্টও হেসে জবাব দিলো
-অ্যাজ ইউজুয়াল।
আর এর মাঝেই শ্রাবণীদি, সতীশদাও পৌছে গেছে ঘরে।
শুরু হয়ে গেলো নয়ডা ভাট।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে211--240