![]() বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড । |
এই সুতোর পাতাগুলি
[1]
[2]
[3]
[4]
[5]
[6]
[7]
[8]
[9]
[10]
[11]
[12]
[13]
[14]
[15]
[16]
[17]
[18]
[19]
[20]
[21]
[22]
[23]
[24]
[25]
[26]
[27]
[28]
[29]
[30]
[31]
[32]
[33]
[34]
[35]
[36]
[37]
[38]
[39]
[40]
[41]
[42]
[43]
[44]
[45]
[46]
[47]
[48]
[49]
[50]
[51]
[52]
[53]
[54]
[55]
[56]
[57]
[58]
[59]
[60]
[61]
[62]
[63]
[64]
[65]
[66]
[67]
[68]
[69]
এই পাতায় আছে751--780
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: ব
IP Address : 132.167.35.15 (*) Date:05 Feb 2013 -- 08:41 PM
আরে আমরা নয় গুরু।ঃ))
"গান ভালোবেসে গান
গান গুরুর জয়গান"
Name: শ্রাবণী
IP Address : 69.94.104.139 (*) Date:05 Feb 2013 -- 09:21 PM
হ্যাঁ, "একমাত্র দিল্লীতে" নয় "দিল্লীতেও"!
আর শমীক আমার নাম নেয় নি.......এটা এইমাত্র দেখলাম!:(((
Name: ন্যাড়া
IP Address : 213.83.248.37 (*) Date:05 Feb 2013 -- 09:34 PM
সেদিন ব্রতীনের বাড়িতে ছোট ভাট হল। একক, পোটকে সপরিবারে, সুহাসিনী সপরিবারে, কল্লোলদা ও কল্লোলদার অনেকদিনের সঙ্গী গীটার আর ন্যাড়া সপরিবারে। অ্যাকডেমিক্সের নোংরামি নিয়ে অনেক আড্ডা হল। কিছু তৃণ-মাকুও ছিল। আর হল উৎকৃষ্ট বিরিয়ানি ও রামপাখি খাওয়া। বেঁচে থাক ব্রতীন আর কেয়া।
Name: i
IP Address : 147.157.8.253 (*) Date:06 Feb 2013 -- 02:32 AM
আচ্ছা, সপরিবারে শব্দটা কি ঠিক? স্পরিবার নয়?
Name: i
IP Address : 147.157.8.253 (*) Date:06 Feb 2013 -- 05:07 AM
সপরিবার লিখতে চেয়েছিলাম। স্পরিবার হয়ে গেছে আগের পোস্টে। দুঃখিত।
Name: h
IP Address : 127.194.225.129 (*) Date:06 Feb 2013 -- 06:24 AM
তাও যে আশু কর্তব্য সমূহ বলে কিছু মাংস ভাত প্যাঁদানোর প্ল্যানের লিস্ট করিশ নি এই অনেক;-)
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 07:46 AM
সিকির Date:05 Feb 2013 -- 12:46 PM পোস্টের সুরটা খুব চোখে লাগল। বিশেষ করে "প্রত্যেকেই বড় বড় চাগ্রি করে" এই লাইনটা কতটা জরুরি ছিল জানি না, তবে যারা বড় বড় চাগ্রি করে না, তাদের একজন হয়ে, আমার অন্তত বেশ খারাপ লাগল। যেসব শহরে বড় বড় চাগ্রি না করা গুচর লোকজনরাও আছে, তাদের একটা দুয়ো দেওয়া টাইপের পোস্ট। তোদের শহরে তো এলেবেলে চুনোপুঁটিও আছে, কিন্তু আমাদের সব্বাই "বড় বড় চাগ্রি করে"! তার উপর পোস্টটা পড়লে মনে হচ্ছে, শুধু "বড় বড় চাগ্রি" করলেই "সময় হবে না" , "ব্যস্ত আছি" , "আপিস থেকে বেরোতে পারব না" এসব বলাটা মানায়, বাকিদের মানায় না।
হয়তো সিকি এতকিছু ভেবে লেখে নি, তবু খারাপ লাগাটা জানিয়ে গেলাম।
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 08:45 AM
ব্যাং, ফিরে পড়লাম আমার লেখা। হ্যাঁ, খারাপ লাগাটা জাস্টিফায়েড।
আমি হয় তো ঠিক বোঝাতে পারি নি, বড় বড় চাগ্রি বলতে আমি ঠিক ডেজিগনেশন বা বেশি মাইনের চাকরি এবং তার বিপরীতে এলেবেলে চাকরি বা চুনোপুঁটি চাকরি রাখতে চাই নি। তবে আমার লেখায় সে রকম ভাব প্রকাশ পেলে, আনকণ্ডিশনালি সরি।
স্রেফ মজা করে লিখতে চেয়েছিলাম যে অনেকে অফিসে প্রচণ্ড কাজের চাপের দোহাই দিয়ে বইমেলায় আসতে পারেন না। দোহাইগুলো অযৌক্তিক আমি তা বলতে চাইছি না, তবে ঐ রকম প্রচণ্ড কাজের চাপ আমাদের অফিসেও কম থাকে না, অনেক ক্ষেত্রে অনেক বেশিবেশিই থাকে। অফিসে দায়িত্ব, ঝক্কি অনেক সময়েই শো স্টপার হয়ে যায়। কিন্তু তবু, দিল্লিতে থাকা একজন গুরু বা চন্ডালও, গত বছর এবং এ বছর, অফিসের চাপের দোহাই দিয়ে 'দিল্লি বইমেলায় আসতে পারব না, বসতে পারব না', এমন কথা বলেন নি। প্রত্যেকে একদিন বা একাধিকদিন আসবেন, সারাদিন বসবেন। উইকডে তে। উইকেন্ডে তো সবাই আসবেনই। এখানকার গুরুদের কেউ কেউ তাঁর নিজস্ব কাজের জগতে যে কীরকম বিজি, তা আমরা জানি।
চাকরি প্রত্যেকের কাছে ইমপর্ট্যান্ট, প্রত্যেকের কাছে চাকরি আর বইমেলার আলাদা আলাদা প্রায়োরিটি আছে, এ নিয়ে জাস্ট কোনও তক্কোই চলে না। আমি জাস্ট এটা নিয়ে খিল্লি করেছিলাম। এতে কেউ আঘাত পেয়ে থাগ্লে, সরি :-)
◇◆♧♣★☆□■
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 08:47 AM
লাস্টের আইকনগুলো মোবাইলের কীবোর্ড থেকে পরপর টাইপ করে টেস কর্চ্ছিলাম। তাস খেলি নাই :-)
Name: lcm
IP Address : 34.4.162.218 (*) Date:06 Feb 2013 -- 09:00 AM
তা বললে হবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো বড়ো ক্লাব, দুটো ছোট ডায়মন্ড, কিন্তু বাকীগুলো কোন দেশের কার্ড বোঝা যাচ্ছে না। উদ্ভট কোনো তাসের গেম হবে।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 09:41 AM
৮ঃ৪৫এর পোস্টের কিছু কথা নিয়েও লেখার ছিল। আপাতত মুলতুবি রাখলাম। ততক্ষণ মশলার কৌটোর সদ্ব্যবহার ইত্যাদি।
Name: দ
IP Address : 69.161.30.14 (*) Date:06 Feb 2013 -- 09:44 AM
দিল্লীতে আপিসের কাজের চাপ 'বরং বেশীবেশীই থাকে'!!
ইন্টারেস্টিং!
Name: Abhyu
IP Address : 107.89.18.209 (*) Date:06 Feb 2013 -- 09:46 AM
না না মশলা পরে হবে। ঝগড়া হোক হোক। :)
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 09:54 AM
গতকালই ব্যাঙাচির বাংলা খাতায় দিদিমণির দেওয়া নানা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেখছিলাম - ঝগড়া , মারপিট লাগার ব্যাপারে কোন দেবতার উৎসাহ সবচেয়ে বেশি? (চ্যাপ্টারটার নাম বকবধপালা তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না)
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 09:55 AM
হ্যাঁ, হোক হোক।
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 09:55 AM
উফ, মাইরি, এইভাবে মুখে কথা বসালে খেলব না। আমার লেখা পড়ে যদি মনে হয় যে আমি বলেছি "দিল্লিতে আপিসের কাজের চাপ বেশিবেশি থাকে", তাইলে আমি বরং লেখা ছেড়ে দিই।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:00 AM
তোর লেখা পড়ে কী মনে হচ্ছে সত্যি সত্যি বলব?
বলি?
মনে হচ্ছে, তুই বেজায় অহঙ্কারী, "অনেক ক্ষেত্রে অনেক বেশিবেশিই থাকে"টা আমারও ঠিক তেমন হজম হয় নি। এ নিয়ে কি কোনো সার্ভে ইত্যাদি হয়েছে, যে সব শহরের গুরুর লোকজনদের মধ্যে শুধু দিল্লির লোকজনদের ক্ষেত্রেই বেশিবেশিই থাকে?
আর আপিসের কাজ ফাঁকি দিয়ে গুরুর স্টলে বসার মধ্যে গৌরবটা এত বেশি কীসের, তাও বুঝি নি। এবং যারা অফিসের কাজের দোহাই দিয়ে করসেবা দিতে নারাজ, তারাই বা এত হীন হল কবে থেকে?
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:02 AM
বাঃ প্রাইম সীট পেয়েছি।
Name: dd
IP Address : 125.187.33.34 (*) Date:06 Feb 2013 -- 10:05 AM
দুনিয়ায় সব থেকে বেশী কাজ সেন্নাইতে। শনিবারে ফেকটরী যেতে হোতো। কয়েকটা রোব্বারেও।
আড়াই বচ্ছোর করে এলাম। কিসসু অহংকার ছিলো না তখোন। তবে ক্ষিদে পেতো।
Name: lcm
IP Address : 34.4.162.218 (*) Date:06 Feb 2013 -- 10:06 AM
সব কিছুই বড্ড বেশী। মাইনে ছাড়া আর কোনো কিছু বেশী আমার না পসন্দ।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:08 AM
এই য্যামোন আমি। কাজকম্মো কিছুই নাই। বেশিরভাগ সময়টাই মোজার থেকে সুতো ছিঁড়ে ছিঁড়ে কাটাই। তো এই আমি যে বইমেলায় আড্ডা দিতে যেতে পারলাম না আশপাশের লোকগুলোকে মিথ্যে বা সত্যি কোনোরকম কারণ বলেও ম্যানেজ করতে পারলাম না, তো সেই আমার যে তোর পোস্ট পড়ে নিজেকে বেশ অধম-অকৃতজ্ঞ টাইপের মনে হচ্ছে, সেটাই বা কেন হবে?
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:13 AM
জবাব চাই, জবাব দাও।
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 10:16 AM
কী আর করা যাবে, দিল্লির মোজা থেকেই না হয় কয়েকটা সুতো ছিঁড়ে কাটাও, নয় তো পাপস্খালন করতে মার্চের পাঁচ তারিখে দিল্লি চলে এসো। :)
মুখে কথা বসাবেন্না কমরেড। লুরুর কথা হয় নাই, কেবল কলকাতার গুরুদের কথা হয়েছে, এবং কলকাতার যারা অফিসের কাজের "দোহাই দিয়ে" গুরুর স্টলে বসেন নি তাঁদের হীন বলা হয়েছে বা গুরুর স্টলে বসার কাজটাকে খুব গৌরবান্বিত করা হয়েছে, এমন কথা আমি বলে থাকলে দেখান। চোখে আঙুল দিয়ে। আমার লেখা পড়ে আপনার নিজের সম্বন্ধে কিছু "মনে হলে" সে দায় আমার নয়, আপনার।
খিল্লি করে রেলা নেওয়াকে খিল্লি হিসেবেই দেখতে শিখুন। একান্তই না পারলে হয় মার্চে দিল্লি আসুন, নইলে লুরুতে বসে ব্লাডপ্রেশারের ওষুধ খান। :)
(অজ্জিত, অভ্যু, ঠিকঠাক এগোচ্ছে তো? ;-))
Name: Suhasini
IP Address : 132.167.45.190 (*) Date:06 Feb 2013 -- 10:16 AM
ডিডি কোন ট্রেনে এত জলদি কলকাতায় গেলেন? লুরু থেকে নতুন কিছু শুরু হোলো নাকি?
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:24 AM
লুরুর কথা বলা হয়েছে তো বলি নাই। কোলকাতার কথা বলেছেন, একথা আপনি বলেছেন, আমি না। আমি শুধু বলেছি দিল্লির উপর নেকনজর আছে আপনার, সে বেশ কথা, তাই বলে দিল্লি বাদে বাকি সব লোক পাজি-স্বর্থপর হয়ে যায় না। আপানার পোস্টে খিল্লির থেকেও বেশি এই কথাটাই প্রকাশ পাচ্ছে।
ইসের কোন জায়্গা থেকে গন্ধ বেরোচ্ছে, সেটা বোঝানোর জন্য ইসের অংশবিশেষ তুলে এনে গন্ধ খুঁজে বার করার ক্ষ্যামতা আমার নাই। যেখানে সেখানে ইসে না ফেল্লেই হল। অমাকেও তাহলে বলতে হয় না যে ইসের থেকে গন্ধ বেরোয়। অথবা অন্যের ইসের গন্ধ হজম করতে রক্তচাপের ওষুধও খেতে হয় না।
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:26 AM
ইয়ে - স্টিংটা একটু বাড়ানো যায় না? নইলে WWF-এর মত হয়ে যাবে;-)
Name: lcm
IP Address : 34.4.162.218 (*) Date:06 Feb 2013 -- 10:27 AM
ফোরণ টা দিয়েই দি, তেল গরম থাকতে থাকতে।
বলি, দিল্লীর লোক আবার কবে বেশী কাজ করল। তাইলে তো কবে দেশটাই পাল্টে যেত। যত্তোসব ফাঁকিবাজের দল।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:28 AM
এখন আর কেউ ডাব্লুডাব্লুএফ দেখে না। এখন দেখে ডাব্লুডাব্লুই। এটুকুও জানেন না?
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 10:31 AM
"তো এই আমি যে বইমেলায় আড্ডা দিতে যেতে পারলাম না আশপাশের লোকগুলোকে মিথ্যে বা সত্যি কোনোরকম কারণ বলেও ম্যানেজ করতে পারলাম না, ..."
আপনার পোস্ট থেকে।
"লুরুর কথা বলা হয়েছে তো বলি নাই।"
-- আপনার পরের পোস্ট থেকে।
"দিল্লি আনডাউটেডলি লাজবাব। এই রেলা কলকাতায় পাবে না। "
-- আমার পোস্ট থেকে। আমি স্পেসিফিকালি কলকাতার কথা বলেছিলাম।
"কোলকাতার কথা বলেছেন, একথা আপনি বলেছেন, আমি না।"
-- আপনার লাস্ পোস্ থেকে।
"আমি শুধু বলেছি দিল্লির উপর নেকনজর আছে আপনার, সে বেশ কথা, তাই বলে দিল্লি বাদে বাকি সব লোক পাজি-স্বর্থপর হয়ে যায় না।"
-- প্রথম অংশে একমত। নেকনজর আছে। দিল্লির গুরু টিম নিয়ে আমার কেন, দিল্লির বাকিদেরও গব্বের শেষ নেই। দিল্লি শহরটাকেও আমি খুব ভালোবাসি। কলকাতার থেকে অনেক অনেক বেশি।
দ্বিতীয় অংশ নিয়ে কুনও বক্তব্য নাই। :)
এইবার একটু আপিসের কাজ নিয়ে বসি?
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:31 AM
ওই হল, সব সমান। বরং বক্সিং-এর আদলে শুরু হোক।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে751--780
বিষয় : ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)
বিভাগ : অন্যান্য
বিষয়টি শুরু করেছেন : Samik
IP Address : 123.242.248.130 Date:15 Dec 2011 -- 12:49 PM
Name: ব
IP Address : 132.167.35.15 (*) Date:05 Feb 2013 -- 08:41 PM
আরে আমরা নয় গুরু।ঃ))
"গান ভালোবেসে গান
গান গুরুর জয়গান"
Name: শ্রাবণী
IP Address : 69.94.104.139 (*) Date:05 Feb 2013 -- 09:21 PM
হ্যাঁ, "একমাত্র দিল্লীতে" নয় "দিল্লীতেও"!
আর শমীক আমার নাম নেয় নি.......এটা এইমাত্র দেখলাম!:(((
Name: ন্যাড়া
IP Address : 213.83.248.37 (*) Date:05 Feb 2013 -- 09:34 PM
সেদিন ব্রতীনের বাড়িতে ছোট ভাট হল। একক, পোটকে সপরিবারে, সুহাসিনী সপরিবারে, কল্লোলদা ও কল্লোলদার অনেকদিনের সঙ্গী গীটার আর ন্যাড়া সপরিবারে। অ্যাকডেমিক্সের নোংরামি নিয়ে অনেক আড্ডা হল। কিছু তৃণ-মাকুও ছিল। আর হল উৎকৃষ্ট বিরিয়ানি ও রামপাখি খাওয়া। বেঁচে থাক ব্রতীন আর কেয়া।
Name: i
IP Address : 147.157.8.253 (*) Date:06 Feb 2013 -- 02:32 AM
আচ্ছা, সপরিবারে শব্দটা কি ঠিক? স্পরিবার নয়?
Name: i
IP Address : 147.157.8.253 (*) Date:06 Feb 2013 -- 05:07 AM
সপরিবার লিখতে চেয়েছিলাম। স্পরিবার হয়ে গেছে আগের পোস্টে। দুঃখিত।
Name: h
IP Address : 127.194.225.129 (*) Date:06 Feb 2013 -- 06:24 AM
তাও যে আশু কর্তব্য সমূহ বলে কিছু মাংস ভাত প্যাঁদানোর প্ল্যানের লিস্ট করিশ নি এই অনেক;-)
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 07:46 AM
সিকির Date:05 Feb 2013 -- 12:46 PM পোস্টের সুরটা খুব চোখে লাগল। বিশেষ করে "প্রত্যেকেই বড় বড় চাগ্রি করে" এই লাইনটা কতটা জরুরি ছিল জানি না, তবে যারা বড় বড় চাগ্রি করে না, তাদের একজন হয়ে, আমার অন্তত বেশ খারাপ লাগল। যেসব শহরে বড় বড় চাগ্রি না করা গুচর লোকজনরাও আছে, তাদের একটা দুয়ো দেওয়া টাইপের পোস্ট। তোদের শহরে তো এলেবেলে চুনোপুঁটিও আছে, কিন্তু আমাদের সব্বাই "বড় বড় চাগ্রি করে"! তার উপর পোস্টটা পড়লে মনে হচ্ছে, শুধু "বড় বড় চাগ্রি" করলেই "সময় হবে না" , "ব্যস্ত আছি" , "আপিস থেকে বেরোতে পারব না" এসব বলাটা মানায়, বাকিদের মানায় না।
হয়তো সিকি এতকিছু ভেবে লেখে নি, তবু খারাপ লাগাটা জানিয়ে গেলাম।
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 08:45 AM
ব্যাং, ফিরে পড়লাম আমার লেখা। হ্যাঁ, খারাপ লাগাটা জাস্টিফায়েড।
আমি হয় তো ঠিক বোঝাতে পারি নি, বড় বড় চাগ্রি বলতে আমি ঠিক ডেজিগনেশন বা বেশি মাইনের চাকরি এবং তার বিপরীতে এলেবেলে চাকরি বা চুনোপুঁটি চাকরি রাখতে চাই নি। তবে আমার লেখায় সে রকম ভাব প্রকাশ পেলে, আনকণ্ডিশনালি সরি।
স্রেফ মজা করে লিখতে চেয়েছিলাম যে অনেকে অফিসে প্রচণ্ড কাজের চাপের দোহাই দিয়ে বইমেলায় আসতে পারেন না। দোহাইগুলো অযৌক্তিক আমি তা বলতে চাইছি না, তবে ঐ রকম প্রচণ্ড কাজের চাপ আমাদের অফিসেও কম থাকে না, অনেক ক্ষেত্রে অনেক বেশিবেশিই থাকে। অফিসে দায়িত্ব, ঝক্কি অনেক সময়েই শো স্টপার হয়ে যায়। কিন্তু তবু, দিল্লিতে থাকা একজন গুরু বা চন্ডালও, গত বছর এবং এ বছর, অফিসের চাপের দোহাই দিয়ে 'দিল্লি বইমেলায় আসতে পারব না, বসতে পারব না', এমন কথা বলেন নি। প্রত্যেকে একদিন বা একাধিকদিন আসবেন, সারাদিন বসবেন। উইকডে তে। উইকেন্ডে তো সবাই আসবেনই। এখানকার গুরুদের কেউ কেউ তাঁর নিজস্ব কাজের জগতে যে কীরকম বিজি, তা আমরা জানি।
চাকরি প্রত্যেকের কাছে ইমপর্ট্যান্ট, প্রত্যেকের কাছে চাকরি আর বইমেলার আলাদা আলাদা প্রায়োরিটি আছে, এ নিয়ে জাস্ট কোনও তক্কোই চলে না। আমি জাস্ট এটা নিয়ে খিল্লি করেছিলাম। এতে কেউ আঘাত পেয়ে থাগ্লে, সরি :-)
◇◆♧♣★☆□■
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 08:47 AM
লাস্টের আইকনগুলো মোবাইলের কীবোর্ড থেকে পরপর টাইপ করে টেস কর্চ্ছিলাম। তাস খেলি নাই :-)
Name: lcm
IP Address : 34.4.162.218 (*) Date:06 Feb 2013 -- 09:00 AM
তা বললে হবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো বড়ো ক্লাব, দুটো ছোট ডায়মন্ড, কিন্তু বাকীগুলো কোন দেশের কার্ড বোঝা যাচ্ছে না। উদ্ভট কোনো তাসের গেম হবে।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 09:41 AM
৮ঃ৪৫এর পোস্টের কিছু কথা নিয়েও লেখার ছিল। আপাতত মুলতুবি রাখলাম। ততক্ষণ মশলার কৌটোর সদ্ব্যবহার ইত্যাদি।
Name: দ
IP Address : 69.161.30.14 (*) Date:06 Feb 2013 -- 09:44 AM
দিল্লীতে আপিসের কাজের চাপ 'বরং বেশীবেশীই থাকে'!!
ইন্টারেস্টিং!
Name: Abhyu
IP Address : 107.89.18.209 (*) Date:06 Feb 2013 -- 09:46 AM
না না মশলা পরে হবে। ঝগড়া হোক হোক। :)
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 09:54 AM
গতকালই ব্যাঙাচির বাংলা খাতায় দিদিমণির দেওয়া নানা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেখছিলাম - ঝগড়া , মারপিট লাগার ব্যাপারে কোন দেবতার উৎসাহ সবচেয়ে বেশি? (চ্যাপ্টারটার নাম বকবধপালা তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না)
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 09:55 AM
হ্যাঁ, হোক হোক।
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 09:55 AM
উফ, মাইরি, এইভাবে মুখে কথা বসালে খেলব না। আমার লেখা পড়ে যদি মনে হয় যে আমি বলেছি "দিল্লিতে আপিসের কাজের চাপ বেশিবেশি থাকে", তাইলে আমি বরং লেখা ছেড়ে দিই।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:00 AM
তোর লেখা পড়ে কী মনে হচ্ছে সত্যি সত্যি বলব?
বলি?
মনে হচ্ছে, তুই বেজায় অহঙ্কারী, "অনেক ক্ষেত্রে অনেক বেশিবেশিই থাকে"টা আমারও ঠিক তেমন হজম হয় নি। এ নিয়ে কি কোনো সার্ভে ইত্যাদি হয়েছে, যে সব শহরের গুরুর লোকজনদের মধ্যে শুধু দিল্লির লোকজনদের ক্ষেত্রেই বেশিবেশিই থাকে?
আর আপিসের কাজ ফাঁকি দিয়ে গুরুর স্টলে বসার মধ্যে গৌরবটা এত বেশি কীসের, তাও বুঝি নি। এবং যারা অফিসের কাজের দোহাই দিয়ে করসেবা দিতে নারাজ, তারাই বা এত হীন হল কবে থেকে?
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:02 AM
বাঃ প্রাইম সীট পেয়েছি।
Name: dd
IP Address : 125.187.33.34 (*) Date:06 Feb 2013 -- 10:05 AM
দুনিয়ায় সব থেকে বেশী কাজ সেন্নাইতে। শনিবারে ফেকটরী যেতে হোতো। কয়েকটা রোব্বারেও।
আড়াই বচ্ছোর করে এলাম। কিসসু অহংকার ছিলো না তখোন। তবে ক্ষিদে পেতো।
Name: lcm
IP Address : 34.4.162.218 (*) Date:06 Feb 2013 -- 10:06 AM
সব কিছুই বড্ড বেশী। মাইনে ছাড়া আর কোনো কিছু বেশী আমার না পসন্দ।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:08 AM
এই য্যামোন আমি। কাজকম্মো কিছুই নাই। বেশিরভাগ সময়টাই মোজার থেকে সুতো ছিঁড়ে ছিঁড়ে কাটাই। তো এই আমি যে বইমেলায় আড্ডা দিতে যেতে পারলাম না আশপাশের লোকগুলোকে মিথ্যে বা সত্যি কোনোরকম কারণ বলেও ম্যানেজ করতে পারলাম না, তো সেই আমার যে তোর পোস্ট পড়ে নিজেকে বেশ অধম-অকৃতজ্ঞ টাইপের মনে হচ্ছে, সেটাই বা কেন হবে?
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:13 AM
জবাব চাই, জবাব দাও।
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 10:16 AM
কী আর করা যাবে, দিল্লির মোজা থেকেই না হয় কয়েকটা সুতো ছিঁড়ে কাটাও, নয় তো পাপস্খালন করতে মার্চের পাঁচ তারিখে দিল্লি চলে এসো। :)
মুখে কথা বসাবেন্না কমরেড। লুরুর কথা হয় নাই, কেবল কলকাতার গুরুদের কথা হয়েছে, এবং কলকাতার যারা অফিসের কাজের "দোহাই দিয়ে" গুরুর স্টলে বসেন নি তাঁদের হীন বলা হয়েছে বা গুরুর স্টলে বসার কাজটাকে খুব গৌরবান্বিত করা হয়েছে, এমন কথা আমি বলে থাকলে দেখান। চোখে আঙুল দিয়ে। আমার লেখা পড়ে আপনার নিজের সম্বন্ধে কিছু "মনে হলে" সে দায় আমার নয়, আপনার।
খিল্লি করে রেলা নেওয়াকে খিল্লি হিসেবেই দেখতে শিখুন। একান্তই না পারলে হয় মার্চে দিল্লি আসুন, নইলে লুরুতে বসে ব্লাডপ্রেশারের ওষুধ খান। :)
(অজ্জিত, অভ্যু, ঠিকঠাক এগোচ্ছে তো? ;-))
Name: Suhasini
IP Address : 132.167.45.190 (*) Date:06 Feb 2013 -- 10:16 AM
ডিডি কোন ট্রেনে এত জলদি কলকাতায় গেলেন? লুরু থেকে নতুন কিছু শুরু হোলো নাকি?
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:24 AM
লুরুর কথা বলা হয়েছে তো বলি নাই। কোলকাতার কথা বলেছেন, একথা আপনি বলেছেন, আমি না। আমি শুধু বলেছি দিল্লির উপর নেকনজর আছে আপনার, সে বেশ কথা, তাই বলে দিল্লি বাদে বাকি সব লোক পাজি-স্বর্থপর হয়ে যায় না। আপানার পোস্টে খিল্লির থেকেও বেশি এই কথাটাই প্রকাশ পাচ্ছে।
ইসের কোন জায়্গা থেকে গন্ধ বেরোচ্ছে, সেটা বোঝানোর জন্য ইসের অংশবিশেষ তুলে এনে গন্ধ খুঁজে বার করার ক্ষ্যামতা আমার নাই। যেখানে সেখানে ইসে না ফেল্লেই হল। অমাকেও তাহলে বলতে হয় না যে ইসের থেকে গন্ধ বেরোয়। অথবা অন্যের ইসের গন্ধ হজম করতে রক্তচাপের ওষুধও খেতে হয় না।
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:26 AM
ইয়ে - স্টিংটা একটু বাড়ানো যায় না? নইলে WWF-এর মত হয়ে যাবে;-)
Name: lcm
IP Address : 34.4.162.218 (*) Date:06 Feb 2013 -- 10:27 AM
ফোরণ টা দিয়েই দি, তেল গরম থাকতে থাকতে।
বলি, দিল্লীর লোক আবার কবে বেশী কাজ করল। তাইলে তো কবে দেশটাই পাল্টে যেত। যত্তোসব ফাঁকিবাজের দল।
Name: ব্যাং
IP Address : 132.167.213.29 (*) Date:06 Feb 2013 -- 10:28 AM
এখন আর কেউ ডাব্লুডাব্লুএফ দেখে না। এখন দেখে ডাব্লুডাব্লুই। এটুকুও জানেন না?
Name: siki
IP Address : 132.177.145.90 (*) Date:06 Feb 2013 -- 10:31 AM
"তো এই আমি যে বইমেলায় আড্ডা দিতে যেতে পারলাম না আশপাশের লোকগুলোকে মিথ্যে বা সত্যি কোনোরকম কারণ বলেও ম্যানেজ করতে পারলাম না, ..."
আপনার পোস্ট থেকে।
"লুরুর কথা বলা হয়েছে তো বলি নাই।"
-- আপনার পরের পোস্ট থেকে।
"দিল্লি আনডাউটেডলি লাজবাব। এই রেলা কলকাতায় পাবে না। "
-- আমার পোস্ট থেকে। আমি স্পেসিফিকালি কলকাতার কথা বলেছিলাম।
"কোলকাতার কথা বলেছেন, একথা আপনি বলেছেন, আমি না।"
-- আপনার লাস্ পোস্ থেকে।
"আমি শুধু বলেছি দিল্লির উপর নেকনজর আছে আপনার, সে বেশ কথা, তাই বলে দিল্লি বাদে বাকি সব লোক পাজি-স্বর্থপর হয়ে যায় না।"
-- প্রথম অংশে একমত। নেকনজর আছে। দিল্লির গুরু টিম নিয়ে আমার কেন, দিল্লির বাকিদেরও গব্বের শেষ নেই। দিল্লি শহরটাকেও আমি খুব ভালোবাসি। কলকাতার থেকে অনেক অনেক বেশি।
দ্বিতীয় অংশ নিয়ে কুনও বক্তব্য নাই। :)
এইবার একটু আপিসের কাজ নিয়ে বসি?
Name: Super Mo
IP Address : 24.99.247.71 (*) Date:06 Feb 2013 -- 10:31 AM
ওই হল, সব সমান। বরং বক্সিং-এর আদলে শুরু হোক।
এই সুতোর পাতাগুলি [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56] [57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] এই পাতায় আছে751--780