বইমেলা হোক বা নাহোক চটপট নামিয়ে নিন রঙচঙে হাতে গরম গুরুর গাইড ।

[42160]  [42159]  [42158]  [42157]  [42156]  [42155]  [42154]  [42153]  [42152]  [42151]  [42150]  [42149]  [42148]  [42147]  [42146]  [42145]  [42144]  [42143]  [42142]  [42141]  [42140]  [42139]  [42138]  [42137]  [42136]  [42135]  [42134]  [42133]  [42132]  [42131]  [42130] 

name:  Atoz               mail:                 country:                

IP Address : 890112.162.893423.166 (*)          Date:07 Oct 2019 -- 02:03 AM

আমাদের পাড়ায় ছিল ভীষণ বৈষ্ণব প্রভাব(আবার সঙ্গে সঙ্গে কিছু শাক্ত প্রভাবও ছিল)। প্রায়ই এখানে সেখানে অষ্টপ্রহর সংকীর্তনের ব্যবস্থা হত। ওরে বাব্বা। সে জিনিস শুনলে কানে তুলো গুঁজে শাক্ত হয়ে যাবেন মশাই। ঃ-)
সেই তুলনায় ফলহারিণী কালিকাপূজা ইত্যাদি তে অনেক কম ঝামেলা ছিল। বটগাছতলায় পুজো পাঠিয়ে দিলেই হত, পরে প্রণাম করে প্রসাদ নিয়ে আসা।


name:  অর্জুন               mail:                 country:                

IP Address : 236712.158.1234.135 (*)          Date:07 Oct 2019 -- 01:58 AM


আমার পিতৃ পরিবারে বেশ শাক্ত বিরোধিতা ছিল, আবার মাতৃ পরিবারে বৈষ্ণবদের বেশ নীচু করে দেখা হত। খুব মজার ব্যাপার।

পিতৃ পরিবারে দুর্গা পুজো বাদ দিলে শাক্ত কোনো উৎসব রীতিমত এড়িয়ে চলা হত। বাবা'র এক পিসির বাড়িতে কালী পুজো হত। বাবার সেই পিসি সে যুগে ব্রাহ্মণ বিয়ে করেছিলেন। আমাদের পরিবারে ইন্টারকাস্ট ম্যারাজের প্রচলন খুব। কিন্তু দাদুর ওই কালী পুজোতে বাড়ির কারো যাওয়ায় একদম পছন্দ ছিল না। নিমন্ত্রণ রক্ষার জন্যে ঠাকুমা কবার গিয়ে চলে এসেছেন। কারো বাড়িতে বৈষ্ণবদের নিয়ে ঠাট্টা, হাসি তামশা হলে তাদের সংস্রব ত্যাগ করা হত।

বাড়িতে প্রতি শনিবার কীর্তন হত। আমার জন্মের আগে মহানামব্রত ব্রহ্মচারী প্রতি বছর পাঠ ও কীর্তন করতে আসতেন। বাড়িতে বৈষ্ণব সাহিত্যে ও দর্শনের ঠাসাঠাসা বই । দাদুর খুব প্রিয় ছিল রাধাগোবিন্দ নাথের লেখা বই।

কীর্তন শুনে, শুনে আমার নিজেরও কীর্তন খুব প্রিয়।


name:  Atoz               mail:                 country:                

IP Address : 236712.158.678912.251 (*)          Date:07 Oct 2019 -- 01:34 AM

শাক্ত আর বৈষ্ণবের মূল তফাৎটা কী? শক্তি আর ভক্তি? মানে শাক্তেরা বলেন অনেক কঠোর সাধনা ইত্যাদি করতে হবে আর বৈষ্ণবেরা বলেন ভক্তি(নারদীয় ভক্তিবাদ) দিয়েই হয়ে যাবে? শাক্তেরা বৈষ্ণবদের বলেন, "ওরে তোরা তো রসকলি কেটে বৃন্দাবনলীলা করিস। তোদের আর কী বলবো?" বৈষ্ণবেরা বলেন, "আরে তোরা তো কাপালিক! তোরা যে কী করতে পারিস না পারিস সে আর না বলাই ভালো।" অর্থাৎ দুই দলই জানেন, কোনটা ভালো আর কোনটা মন্দ। আর দুই দলই নিজেদের সাধনাকে ভালো বলেন। ঃ-)


name:  অর্জুন               mail:                 country:                

IP Address : 236712.158.1234.151 (*)          Date:07 Oct 2019 -- 01:24 AM


দুর্গা পুজো অনন্য বা বলা ভাল অনন্যা। একজন দেবীর পুজো তাই স্ত্রীলিঙ্গ হওয়াই ভাল। এবার পরিবারে তিন জনের বিয়োগ ঘটেছে। পূজোর প্রারম্ভে বাবা-মা'র ফেরার সময় ওইরকম বিপর্যয় তাই কোনো প্ল্যান ছিল না। পাড়ায় দুটো পুজো হয়, একটা অ্যাসসিয়েশনের, একটা লেডিস ক্লাবের। দুটোতেই চাঁদা দেওয়া হয়। রান্নার লোক চারদিনের ছুটিতে তাই তিন দিন ভোগ খাওয়া লেডিস ক্লাবে। গতকাল তাও যাইনি। আজ গেলাম। এক ছাত্রের অনুরোধ , উপরোধে বেরোতেও হল। আমাদের পুরনো পাড়া এস আর দাস রোডের পুজো মানে মুদিয়ালির পুজো, শিব মন্দিরের পুজো, আরও দুটো পুজো দেখে বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লী দেখলাম। ভিড় এবার সুশৃঙ্খল বলেই মনে হল।

প্যাঁ প্যাঁ করে যে বাজে ওটা কি ভেঁপু ?

আমি কিন্তু ব্রাহ্ম নই। প্রপিতামহ ব্রাহ্মধর্ম কন্টিনিউ করেননি। বৈষ্ণবে এসে ভিড়েছিলেন। তবে মূর্তি পুজো চিরকালের মত বন্ধ করেছিলেন। কিন্তু তাঁর সন্তানদের মূর্তি পুজোর আধিক্য প্রবল।

আমি সে ভাবে দেখতে গেলে কোয়ার্টার ব্রাহ্ম, কোয়ার্টার বৈষ্ণব, হাফ শাক্ত (মাতৃকুল)। ঃ-)

বৈষ্ণবটা টানে বেশী।


name:  Atoz               mail:                 country:                

IP Address : 236712.158.678912.251 (*)          Date:06 Oct 2019 -- 10:55 PM

এটা একেবারে খাঁটি কথা। দুর্গাপূজা অনন্য। এর কোনো তুলনা কোথাও নেই।


name:  S               mail:                 country:                

IP Address : 890112.162.674523.130 (*)          Date:06 Oct 2019 -- 10:54 PM

দুর্গাপুজোর মতন উৎসব দুনিয়াতে আর একটিও নেই। এই উৎসব নিয়ে রাজনৈতীক কোন্দল না করলেই খুশি হব।


name:  avi               mail:                 country:                

IP Address : 236712.158.1234.155 (*)          Date:06 Oct 2019 -- 08:17 PM

আল্ট্রা ব্রাহ্ম ধর্মের উৎসাহে দুর্গাপুজো বন্ধ করে দিয়েছেন, তার গপ্পো শরৎ চাটুজ্জের দত্তায় আছে। শরৎবাবু বেজায় ব্রাহ্মবিরোধী ছিলেন।


name:  Kaju               mail:                 country:                

IP Address : 236712.158.565612.115 (*)          Date:06 Oct 2019 -- 07:06 PM

তার চেয়েও বড় কথা ব্রাহ্মদের সময়ে কি অঞ্জলি জুয়েলার্স ছিল।


name:  @অর্জুন               mail:                 country:                

IP Address : 236712.158.893423.105 (*)          Date:06 Oct 2019 -- 04:33 PM

ব্রাহ্মরা কী অঞ্জলী দেয়/দিত?


name:  ব               mail:                 country:                

IP Address : 236712.158.1234.135 (*)          Date:06 Oct 2019 -- 03:05 PM

পুজোতে কলকাতা মিস করে খুব খারাপ লাগছে।

বহু দিন পর .....
    পরের পাতা         আগের পাতা
**এই বিভাগের কোনো মন্তব্যের জন্যই এই সাইট দায়ী নয়৷ যে যা মন্তব্য করছেন, তা ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত৷ গুরুচন্ডালি সাইটের বক্তব্য নয়৷