এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬১৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.166.15 | ১৮ মে ২০১০ ১৩:৩৮447743
  • PT, তোমার ১২:৩৭ এর পোস্ট পড়লাম। আনন্দবাজার, নন্দীগ্রাম, সিঙ্গুর.... দেখলাম। কিন্তু, তোমার অবস্থান ?
  • lcm | 69.236.166.15 | ১৮ মে ২০১০ ১৩:৪৯447744
  • PT-র রাজনৈতিক অবস্থান সিপিএম। বেশ, খুব ভালো।
    এবার, সিপিএম-এর নেগেটিভ দিকগুলো নিয়ে কিছু লেখো। কারণ, একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে তুমি যেমন পজিটিভ পয়েন্ট গুলো তুলে ধরছ। সেরকমভাবে, সিপিএম-এর কোথায় কোথায় গলতা/দুর্বলতা/খামতি আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো। কারণ, যাদের সিপিএম পছন্দ নয় তাদের সমালোচনা তো শোনা যাচ্ছেই, তোমার কাছ থেকে শুনলে একটা অন্য দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনাটা অন্য মাত্রা নিতে পারে।
  • Ishan | 122.163.3.103 | ১৮ মে ২০১০ ১৩:৫২447745
  • উফ পিটির উত্তর খুঁজে পেলাম:

    -------------------------------
    বেশ দেখলাম। কেরালা ১ নম্বরে আর প: বঙ্গ ১৬ নম্বরে -- অত:পর? প: বঙ্গ ১ নম্বরে থাকবে এই কথা কেউ বলেছিল বলে আমার জানা নেই। সে যাই হোক, জনসংখ্যার সারণীতে গিয়ে দেখছি যে প: বঙ্গ সেখানে ৪ নম্বরে (৮০,১৭৬,১৯৭) আর কেরালা ১২ নম্বরে (৩১,৮৪১,৩৭৪)। অ্যাবসলিউট সংখ্যাতে প: বঙ্গে শিক্ষিত মানুষের সংখ্যা, ৭১ .%, অর্থাত ৫৭,৪০৬,১৫৭। অর্থাত একই টাইম ফ্রেমে প: বঙ্গে কেরালার প্রায় দ্বিগুণের কাছাকাছি মানুষ শিক্ষিত হয়েছেন। এই সংখ্যাটি শিক্ষাতে ১১ নম্বরে থাকা তামিলনাডুর মোট শিক্ষিত মানুষের (৬২,৪০৫,৬৭৯-এর ৭২ .%= ৪৬৩০৫০১৪) থেকে প্রায় ১ কোটি বেশী। এই হিসেব অনুসারে ১-১৫ নম্বরে থাকা বেশীর ভাগ রাজ্যগুলোর থেকেই প: বঙ্গে অনেক বেশী মানুষকে শিক্ষিত করা হয়েছে। অর্থাত মাথাগুণতি শিক্ষিত মানুষের সংখ্যাতে প: বঙ্গ বোধহয় খুব একটা খারাপ জায়গাতে নেই-- notbad, eh?

    সারণীতে উ::-র অবস্থান টা কেমন গোলমেলে লাগল।

    ** অঙ্কে ভুল হলে মাপ করে দেবেন। এই পোস্টিংটা তাহলে রেকর্ডে থাকবে না।

    --------------------------------

    এটা কি লিখেছেন? এই হিসেবে পশ্চিমবঙ্গের অশিক্ষিত মানুষের সংখ্যাও যে কত্তো বেশি হবে, মাথায় রেখেছেন তো? :)

    পার্সেন্টেজ দেওয়া হয় অ্যাবসলিউট নাম্বারের "তুলনা'র অসুবিধার জন্য। আম আর আপেল আপনি তুলনা করতে পারেন না। তুলনা করতে হলে একটা কমন গ্রাউন্ড লাগে? এই বেসিক জিনিসটা জানেন কি?

    বাই দা ওয়ে, বাকি চারটে উত্তরও কি এরকম হবে? দিন দিন :)
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১৩:৫৫447746
  • শিক্ষাক্ষেত্র, হাসপাতাল, আদিবাসী অধ্যুষিত এলাকায় খনিজের কারখানা, পেট্রোল ইত্যাদি জাতীয় কারখানা সরকারী অধীনে রাখার পক্ষে।

    সিঙ্গুর-নন্দীগ্রাম ও আরও অনেক জায়গাতে জমি অধিগ্রহণ করে কারখানা স্থাপনের পক্ষে।

    প্রাইমারিতে বাংলায় শিক্ষার পক্ষে।

    শিশু (১৮ পর্যন্ত) এবং বৃদ্ধদের সম্পুর্ণ দায়িত্ব নেওয়া রাষ্ট্রের পক্ষে।

    সাহিত্য-কলা ইত্যাদি কে যতদূর সম্ভব সরকারী নিয়ন্ত্রণ-মুক্ত রাখার পক্ষে।

    ইত্যাদি...
    ইত্যাদি....

    আমার নিজস্ব কোন রাজনৈতিক মতামত নেই। বাস্তব অবস্থার উপর নির্ভর করে যে রাজনৈতিক দল উপরের কর্মকান্ড ঘটাবে বা ঘটানোর পক্ষে সওয়াল করবে আমি সেই দলের সঙ্গে থাকার চেষ্টা করব।
  • lcm | 69.236.166.15 | ১৮ মে ২০১০ ১৩:৫৭447747
  • অন্য ফরম্যাট তক্কো হোক এবার।

    PT, শিবুদা, রাজদীপ, ব্ল্যাংক.... - তোমরা এবার থেকে সিপিএম-এর নেগেটিভ পয়েন্ট নিয়ে লেখো।

    ঈশান, পাই, কল্লোলদা.... - তোমরা সিপিএম-এর পজিটিভ দিকগুলো নিয়ে লেখো।

    সিপিএম-এর শেষ হলে, তারপর তৃণমূল, কংগ্রেস, বিজেপি.... একে একে।

    অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। কোনো ডেডলাইন নাই।
  • Ishan | 122.163.3.103 | ১৮ মে ২০১০ ১৪:০১447748
  • পিটির মতো করে অঙ্ক করার লোভ সামলাতে পারলাম না।

    পশ্চিমবঙ্গে, মোটামুটি আন্দাজে হিসেব করে দেখলাম, "অশিক্ষিত' লোক ২.৭ কোটি মতো হবে। কেরালায় যেহেতু প্রায় ১০০% "শিক্ষিত' তাই, ধরলাম ০.৫ কোটি।

    অতএব পশ্চিমবঙ্গে "অশিক্ষিত' লোক কেরালার চেয়ে দু কোটিরও বেশি।

    পিটির এই হিসেবটা পছন্দ তো? :)

    হ্যাঁ, বাকি কোচ্চেনগুলো এখনও বাকি।
  • Ishan | 122.163.3.103 | ১৮ মে ২০১০ ১৪:০৪447749
  • না কাজে যাই। পিটি নির্ঘাত এগুলো নিয়ে আর কিছু বলবেন না। কদিন বাদে এসে বলবেন, স অ অ ব উত্তর দিয়ে দিয়েছি। :)
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১৪:১৪447750
  • @ Ishan

    আপনার হিসেবে আমার কোন আপত্তি নেই। ইতিহাস ভূগোল বাদ দিয়ে মিজোরাম আর প: বঙ্গ শুধু % হিসেবে দেখালেই normaalised হয়ে যায় এই তত্ব মানা গেলনা।
  • Sibu | 72.62.162.90 | ১৮ মে ২০১০ ১৮:৩৫447753
  • ইন্ডিয়ানগো তাড়ানো অন্যায় মনে করি? কই, না তো!! যারা করে তাগো কও।
  • Ishan | 122.161.63.177 | ১৮ মে ২০১০ ১৮:৪২447754
  • তাইলে যা বলছিলাম।

    প:ব: সার্বিক সাক্ষরতায় ২ কোটিতে পিছিয়ে আছে, মেনে নিলেন। কেন আছে, সেটা অবশ্য জানা গেলনা। মানে প্রশ্নের উত্তর পেলাম না।

    এর পরে এখনও অনেকগুলো কোচ্চেন বাকি। আরেকবার পেস্ট করতে হবে কি? :)
  • Sanjoy | 122.162.238.48 | ১৮ মে ২০১০ ১৯:১০447755
  • জয় মমতার জয়
  • Sanjoy | 122.162.238.48 | ১৮ মে ২০১০ ১৯:১১447756
  • এই তিনোমুল জিদাব্বাদ
  • sanjoy | 122.162.238.48 | ১৮ মে ২০১০ ১৯:১৩447757
  • মমতা, মমতা, তোমায় জানাই গেরুয়া সাদা সবুজ সেলাম
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ২১:৩২447758
  • পিটি বাবু, জনসংখ্যার ব্যাপারটা তো লেখা হলো একাধিকবার। :)
    আর , বাকি গুলো ? এগুলো শেষ হলে আমি পরের সেট আনবো যে :)

    আর দীপাঞ্জন রায়চৌধুরী কে , কি তাঁর রাজনৈতিক অবস্থান কি , আমি বলতেই পারি, একটু চেষ্টা করলেই আপনিও জেনে নিতে পারেন। কিন্তু আমার জানা দরকার, কোন রাজনৈতিক অবস্থানের হলে তাঁর লেখা আপনি পড়বেন ? সিপিএম হতে হবে ? বা, সিপিএম বিরোধী অবস্থান হলে চলবে না ? যদি তাই হয়, সিপিএম বিরোধী অবস্থান বলে এই লেখা নাকি এই লেখায় বর্ণিত কারণগুলির জন্য সিপিএম বিরোধী অবস্থান নিয়েছেন, তা জানলেন কিকরে ?
    আর বেকারত্ব নিয়ে কি ভাবেন, সেটা ই বা লেখাটা না পড়ে কিকরে জানবেন বলুন ?:)

    যাইহোক, লেখাটি কিছু তথ্যের ভিত্তিতে । না মানলে, যুক্তি ও তথ্য দিতে বরং কাউণ্টর করুন। শুনবো।

    ও, ভালো কথা। আপনার পোস্ট পড়লাম। কি বলতে চেয়েছেন ? ভূমি সংস্কার হওয়ার ফলে জমি শিল্পের জন্য দিয়ে দেওয়া উচিত ?
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১০ ২২:১২447759
  • ল্যাদোষ-দা বলেছে উল্টো উল্টো দিকে কথা বলতে। তা আমি জানতে চাই সিঙ্গুরে জমি নিয়ে কি হচ্ছে? যেসব শ্রমিক জমি হারিয়ে বসে আছে তাদের তো দুইকুল গেল। এই নিয়ে সরকার ও বিরোধী পক্ষ কি করছে জানতে চাই।
  • Ishan | 122.162.42.102 | ১৮ মে ২০১০ ২২:২৮447760
  • এইটা নিয়ে কাল লিখব। আজ ঘুনু কত্তে যাই। :)
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ২৩:২৯447761
  • হ্যাঁ, আমিও জানতে চাই, এই হিয়ারিং এর কি রায় হল ?
    http://www.indianexpress.com/news/singur-land-case-sc-hearing-today/608712/

    এখনো অব্দি তো শুনেছি ৩৮ জন রেলে চাকরি পেয়েছেন, ৭০০ জনের লিস্ট থেকে । কিন্তু ২১০০ জন চেক না নেওয়া লোকের মধ্যে থেকে এই ৭০০ জন কিকরে বাছা হল কেই জানেন ?
    http://www.allbusiness.com/government/government-bodies-offices-regional/14163354-1.html

    ঐ জমিতেই বা কি করা হবে ঠিক হলো ? বাকিদের কি সেখানে কাজ দেওয়া হবে?

    তবে রেলের চাকরি দেওয়া প্রসঙ্গে মমতার আজকের রেল সংক্রান্ত স্টেটমেন্ট মনে পড়ে গেল। ঐ স্ট্যাম্পেড এ নাকি রেলের দায় নেই আর কেন্দ্রীয় মন্ত্রীর দিল্লি থাকার দায় নেই। দুটো যুক্তি ই বেশ ফালতু লাগলো।
  • Arpan | 122.252.231.10 | ১৮ মে ২০১০ ২৩:৩৭447764
  • * শিল্প
  • Arpan | 122.252.231.10 | ১৮ মে ২০১০ ২৩:৩৭447762
  • বিরোধীদের বিকল্প শিলপনীতি বলে কিছু আছে কি? নাকি কৃষি শিল্প দুই বোন বাকি সব হাওয়ায় হাওয়ায়?
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১০ ২৩:৪১447765
  • আছে তো, বুদ্ধি দিয়ে হবে সব, বুদ্ধিটা কোথায় আছে সেটা জানা নেই অবিশ্যি।
  • Suvajit | 59.177.195.56 | ১৯ মে ২০১০ ০০:২০447766
  • উফ্‌। অসাধারণ। পড়ুন। পড়ান।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
    মমতা তিনমাত্রা। তার নিকট মিত্র কবিতা। কবিতা মানেই রবিতা (আমি প্রথমে পড়েছিলাম ববিতা :-ও) সত্যও তিনমাত্রা। মমতা মানে সত্য। সত্য মানে মমতা। যে অন্ধ মমতার ছবি দেখে রবীন্দ্রনাথ ভেবে ফেলে, সে-অন্ধের কিবা দিন কিবা রাত।
    মমতা ও মিথ্যা এই দুই কোটির কতগুলো লাল নীল টুনি বাল্ব জ্বলাজ্বলি করছে।
    :-)

    একি প্রবল ধুমকির ফল?
  • lcm | 128.48.7.209 | ১৯ মে ২০১০ ০২:৫২447767
  • আকা,
    না, ব্যাপারটা একঘেয়েমি থেকে মুক্তির চেষ্টা আর কি। প্রত্যেক মানুষের নিজের রাজনৈতিক অবস্থান থাকতে পারে। সেটা একটা স্টেব্‌ল স্ট্যান্ড হতে পারে, বা, চেঞ্জ করতেই পারে, বা, অনেকদিন স্টেবল থেকে চেঞ্জ করত এপারে, ঘন ঘন বদল হতে পারে। কিন্তু, যে স্ট্যান্ডই থাকুক, তার প্রো-স এন্ড কন্‌-স আছে, এবং সেটা সকলেই কমবেশী জানেন। সবাই নিজের অবস্থানের প্রো-স নিয়ে যত শব্দ খরচ করেন, বা, র‌্যাদার অন্য স্ট্যান্ড-এর কন্‌-স নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েন, এবং দিনের পর দিন একটানা এটা করতে থাকেন যে এটা একটা প্রেডিক্টেব্‌ল বোরিং ব্যাপার হয়ে যায়। যেমন, হয় ফেসবুক, ওর্কুট, খবরের কাগজ, টিভির কাজিয়া। ব্যতিক্রম আছে, এই মুহুর্তে অরিজিৎ, r, (সময়বিশেষে) কল্লোলদা - এদের কিছু পোস্টিং মনে পড়ছে। আরো এদিক ওদিক আছে। কিন্তু আমি চাই অন্য রকম পোস্ট --- PT-র পোস্টে বামফ্রন্টের নেগেটিভ দিক, ব্ল্যাংক-এর থেকে তৃণমূলের পজিটিভ দিক, ঈশান-এর থেকে বামফ্রন্টের প্রো-স, a_x-এর থেকে বিজেপি-র রাজনীতির পজিটিভ সাইড...., রঞ্জনদার থেকে কংগ্রেসের প্রশংসামূলক সাইড, শিবু-দার থেকে মাওবাদী মুভমেন্টের গুরুত্ব, SB/পিনাকির থেকে ফিদেল/চে/স্টালিন-এর নেগেটিভ এফেক্ট.....
    - এই সব পোস্টিং হলে শুধু ইন্টারেস্টিং নয়, একটু অন্য রকম অ-গতানুগতিক জিনিসপত্র পাওয়া যেতে পারে।
  • IB | 59.93.246.2 | ১৯ মে ২০১০ ১১:৪৫447768
  • PT
    দেখুন এতে আপনার উপসংহার টানতে কিছু সুবিধা হয় কিনা। আপনার জন্য দীপাঞ্জন রায়চৌধুরীর যৎসামান্য পরিচয় দেওয়া হোলো:

    দীপাঞ্জন রায়চৌধুরীর প্রথম পরিচয় তিনি পদার্থ বিজ্ঞানের একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি। বিড়লা কলেজ অফ সায়েন্স্‌ অ্যাণ্ড এডুকেশন(পরে নাম বদলে আচার্য জগদীশচন্দ্র বসু ...)-এর ফিজিক্সের হেড ডিপ ও পরে অধ্যক্ষ হন। সেখান থেকে তিনি প্রেসিডেন্সী কলেজে ফিজিক্সের অধ্যাপক হয় যোগ দেন। অবসরের পর তিনি সাউথ পয়েণ্টের সাথে ফিজিক্স পড়ানো নিয়ে উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন।

    তবে PT-র বিশেষজ্ঞ বিশ্লেষণের জন্য এটা জানানো উচিত যে ডিআরসি(এই নামেই পড়ুয়া মহলে তিনি পরিচিত ছিলেন)
    সত্তর দশকে সিপিআই(এম এল)এর সক্রিয় সমর্থক-কর্মী ছিলেন। গ্রেপ্তারও হন সম্ভবত:। বাড়ির কল্যাণে গা ঢাকা দিতে বিদেশে চলে যান। ফিরে এসেও স্বাভাবিক ভাবেই সমর্থন ও যোগাযোগ যায় নি। তবে প্রদীপ ব্যানার্জীদের মত মমতার সান্নিধ্যে আসাকে মানেন না। বর্তমানে তিনি লেখালেখি করেন। ওঁর লেখা অনীক, দেশকাল বা সংহতিতে দেখা যায়।

    তাঁর আরও একটি পরিচয়, তিনি একদা চিফ জাস্টিস সুরজিত লাহিড়ীর জামাই। ডিআরসি-র রাজনৈতিক সঙ্গিনী ও পরে স্ত্রী আরতি লাহিড়ী বিদ্যাসাগর কলেজে ফিজিক্স পড়াতেন। স্বাভাবিক কারণেই মেয়ে-জামাই লাহিড়ী বাড়িতে ব্রাত্য এবং পরিচয়হীন।
  • Ishan | 125.18.17.16 | ১৯ মে ২০১০ ১৩:৫৫447769
  • হ্যাঁ। পেত্থমে টাটা সিঙ্গুর।

    ঐ এলাকায় আমি যাইনি। তবে লোকের মুখে শুনে যা আইডিয়া, তা হল, যে ছোটো কৃষক/খেতমজুরদের নিয়ে এত কথা, তারা বেজায় খারাপ অবস্থায় আছে। এবং প্রবল ক্ষেপেও আছে। তৃণমূল কংগ্রেসের উপর। পঞ্চায়েত স্তরে তৃণমূলের দুর্নীতিও প্রবল (ঐ সুমন যেমন বলেছেন আর কি, খাই খাই খাই)। ওদিকে জনতার অবশ্য একটা ক্ষীণ আশাও আছে, ২০১১ তে মমতা ক্ষমতায় এলে কিছু একটা হবে। কি হবে, সেটা কারো কাছেই ক্লিয়ার নয়।

    তবে এই জনতা প্রচুর ক্ষার সত্বেও ভোট দিলে টিএমসিকেই দেবে। সিপিএমকে একেবারেই ন। কারণ, তৃণমূল শুধু পয়সা ঝাড়ে আর ঢপ মারে। কিন্তু সিপিএম ঢপ দিয়ে ভিটে-মাটি কাড়তে এসেছিল। সেই ক্রোধ প্রবল। এবং আমার ধারণা, ঝট করে যাবারও নয়।

    এরপর গঞ্জ সিঙ্গুর। এদিকে শিক্ষিত লোকেদের মধ্যে একটা অংশে টাটার প্রতি সমর্থন আছে/ছিল। যদিও তৃণমূলের চেয়ে কম। টাটার ঠিকেদারি করে একদল লোক লালে লাল হয়েছেন (অল্প কিছুর টাকা মারও গেছে)। সেই টাকা এখন গড়াচ্ছে। সিঙ্গুর বাজার থিকথিক করছে। নতুন বাড়ি হচ্ছে, দোকান হচ্ছে, তারকেশ্বর যাত্রীরা ভনভন করছে। রেল ইস্টিশন ইয়াব্বড়ো হয়েছে। শুধু আন্দোলন লোকাল স্লাইট ফাঁকা, কারণ ওটা সিঙ্গুর থেকেই চাড়ছে।
  • PT | 203.110.247.221 | ১৯ মে ২০১০ ১৪:০৬447770
  • @IB
    আপনাকে ধন্যবাদ।

    ডিআরসির নিবন্ধের প্রথম কয়েক লাইন পড়েই আমার মনে হয়েছিল যে তিনি একজন প্রাক্তন নকশাল। সেইজন্য তাঁর রাজনৈতিক অবস্থান জানতে চেয়েছিলাম। এবার নিবন্ধটির উপসংহার কি হবে আন্দাজ করে নিতে পারছি। এই মর্মে বেশ কয়েকমাস ধরে এই ফোরামে তক্কও চলেছে। প্রাক্তন নকশালদের বেশীর ভাগই চারু মজুমদার প্রবর্তিত একটি লাইন ধরে এখনও (শোধনবাদী?) সিপিএম-বিরোধী অবস্থান নিয়ে লেখা বা আলোচনা শুরু করেন। এবং সিপিএমের সমালোচনা করতে করতে কখন যে তাঁরা বাম-বিরোধী শিবিরের হাত মজবুত করতে থাকেন তা বোধহয় তাঁরা নিজেরাও টের পাননা। একটা বিরাট সংখ্যক তথাকথিত মানবাধিকার কর্মী-যাঁরা অনেকেই প্রাক্তন নকশাল-- এই একই রকম অবস্থান নেন। সেক্ষেত্রে অনায়াসে তাঁরা গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটটি বাদ দিয়ে শুধু প: বঙ্গের সমস্যা নিয়ে আলোচনা চালাতে থাকেন বা বিশেষ কোন মৃতুর প্রতি সহানুভূতি জানান। সব চাইতে বড় কথা যে তাঁরা প্রায় কেউই বেকার সমস্যা ইত্যাদি সমাধানের রাস্তা বাতলাতে পারেন না কিংবা অবাস্তব সব তাত্বিক আলোচনাতে লিপ্ত হন।

    এবার লেখাটা ভাল করে পড়ব। দেখি ডিআরসি এসবের ব্যতিক্রম কিনা.....
  • bb | 115.113.115.131 | ১৯ মে ২০১০ ১৫:৫০447771
  • @IBএকটা ছোট কৌতূহল, এই DRCকি সন্তোষপুরে লেকের কাছে থাকেন আর তার ছেলের নাম দেবাঞ্জন ?
  • Abhyu | 173.200.128.42 | ২১ মে ২০১০ ০৫:৪৫447772
  • টপ টেন !
  • lcm | 69.236.166.15 | ২১ মে ২০১০ ০৮:২৯447773
  • অভ্যু, এটা কিন্তু ঠিক করছিস না।
    এক প্রস্তাব দিয়ে বাউন্ডারির (দশের) বাইরে করেছিলাম....
  • Abhyu | 173.200.128.42 | ২১ মে ২০১০ ০৮:৩৪447775
  • তুমি এখন কোলকাতায় না এদেশে? কলকাতায় হলে কুন কথা নাই, এ দেশে হলে দুটি কথা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন