এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ১৮৭১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ২৩ মার্চ ২০১০ ২৩:০৫443897
  • যতই চেষ্টা চলুক না কেন, প: বঙ্গে সিপিএম ছাড়া বাম সরকার হবেনা। যদিনা একদা ব্যক্তিহত্যায় বিশ্বাসী, অধুনা হত্যায় অবিশ্বাসী মানুষ-জন সিদ্ধার্থ রায়কে ক্ষমা ঘেন্না করে দিয়ে কং- কিংবা সিদ্ধার্থের মানসপুত্রী মমতার তৃ-কে বাম আখ্যাতে ভুষিত করে গোয়বেলী প্রচারযন্ত্র চালু করেন -- আবাপ আর বর্তমানের একটু সহযোগিতা দরকার হতে পারে।

    এই নব (কং) বাম-জমানা দেখার আশাতে বসে আছি পথ চেয়ে........
  • Du | 65.124.26.7 | ২৩ মার্চ ২০১০ ২৩:১৩443898
  • আর্জো, অবাধ পুঁজির দুনিয়ায় কর্মসংস্থানের খবরও তো খুব ভালো নয়। তাও উদারীকরণ নিয়ে শুধু যদি হাততালি দেবে ভাবো - দাও। কতটুকু খুলবেন তাদের সিদ্ধান্ত বলতে গিয়ে যদি এতদিনের - খোলাবাজার, সংস্কার এইগুলো ঠিক করে করা যাচ্ছিল না ( করছি না নয়) - যারা উদারীকরণ করেছেন তাদের এইসব আপসোসগুলো ভুলে গিয়ে থাকো কি আর করা।

    অবশ্য এইসময়টা (১৯৯০ - ২০০৬) বোধ হয় ঘটেইনি - তাই মমতাকে নিয়ে লোকের আশা হয় আবার নতুন করে নিরাশও হন তারা।

    কনফিউজডের কি দেখলে - উদ্দেশ্য ঠিক রেখে পরিস্থিতি অনুযায়ী গতিপথ ঠিক করা, খানিকটা হাতড়ানোও নদী থেকে শুরু করে যে কোন জীবন্ত কিছুর লক্ষণ।
    সাম্যবাদ নিয়ন্ত্রিত পুঁজির ভালোমন্দ নিয়ে ২০১০ এ বসে কিছু বলার দরকার আছে কি? পরে হয়তো দরকার হতে পারে - ভবিষ্যত কে জানে - আজ বোধ হয় নেই ।

  • bb | 117.195.163.217 | ২৩ মার্চ ২০১০ ২৩:২৫443899
  • উন্মুক্ত কাছাখোলা পুজিবাদের সমর্থকরা এততাড়াতাড়ি বিশ্বমন্দার কথা ভুলে গেলেন? সমগ্র বিশ্বের তথাকথিত মুক্ত বাজারীরা কিভাবে সরকার বাহাদুরের কাছে সাহায্যের আবেদন করছিলেন তার স্মৃতি এখনও টাট্‌কা। বামপন্থার বিরোধিতা করবেন করুন, কিন্তু বাস্তবকে অস্বীকার করে নয়।
  • nyara | 122.172.37.129 | ২৩ মার্চ ২০১০ ২৩:২৭443900
  • সোনার কেল্লার মুকুলের একদিকে ফেলুদা অন্যদিকে তোপসেদার মতন একদিকে সিপিয়েম অন্যদিকে টাটার হাত ধরে বিপ্লব আসছে। হাঁটি হাঁটি পা পা। তদ্দিন তখ্‌তে সিপিয়েমকে চাইই চাই।
  • aka | 24.42.203.194 | ২৪ মার্চ ২০১০ ০৭:১৯443901
  • দুদি, কর্মসংস্থান বাড়ে নি? কেমন একটু জানতে চাই।

    ১৯৮৩ সনে আমার এক দাদা জয়েন্টে ১৬০০ মতন র‌্যাংক করে পড়তে যায় নি। চাকরি পাওয়া যাবে না বলে। এখন আর কিছু না পেয়ে সরকারী চাকরি করে জেলা থেকে জেলায় ঘুরে বেড়ায়, আশা রাখে মেয়ে বড় হবার আগে শহরে চলে আসবে আর মেয়েকে অন্তত শেষের দিকটা একটু বেটার স্কুলে পড়াতে পারবে।

    এখন,আমার চেনা একজন ৩২০০ র‌্যাংক করে কোন একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে দুই বছর হল চাকরি করছে। সদ্য একটি গাড়িও কিনেছে।

    শুনি জিডিপি বাড়ছে, চাকরি বাকরি বাড়ছে আমার দেখাশোনা তার থেকে আলাদা নয়।

    আমি চাই আরও অনেকে এই সুযোগ পাক, গাড়ি বাড়ি করুক। কোকা কোলায় চাকরি পেল নাকি ক্যাম্পা কোলা কিস্যু যায় আসে না। ৬০,৭০, ৮০ র দশকের যুবকদের মতন হতাশ বেকারির স্বপ্ন দেখি না, দেখতে ভালবাসি না।

    ক¾ট্রাডিকশন দেখতে পেলে না? যে বামপন্থী রাজনীতির মূল কথাই হল পুঁজির বিরুদ্ধে লড়াই তারা টাটাকে ট্যাক্সো ছাড় দিলেও ক¾ট্রাডিকশন নেই? তুমি যা বললে তা কমন সেন্সের কথা বামপন্থী রাজনীতির মূল কথা কি? বামপন্থাও যদি কমন সেন্সের কথা বলে তাহলে বামপন্থা বামপন্থা কেন?

    বিবি, বিশ্বমন্দার সাথে উন্মুক্ত অর্থনীতির সম্পর্ক কি? আর যদি বাজারপন্থীদের কথা ধরেন তারা কিন্তু মনে করেন বেইল আউট রাবিশ, যেসব কোম্পানি ফেল মেরেছে তাদের ধ্বসে পড়াই উচিত। সে যাই হোক।
  • a x | 143.111.108.124 | ২৪ মার্চ ২০১০ ০৭:২৭443902
  • অবাধ পুঁজির দুনিয়া মানে এপ্রান্তের কথা বলেছে বোধহয় দু।

    আর তুমি যাদের চাকরি হচ্ছে, তাদের দেখছ, কেননা তোমার মোবিলিটি সোসাইটির সেই স্তরে। যাদের চাকরি যাচ্ছে তাদের দেখতে পাচ্ছনা। জিডিপির সাথে সাথে যে ডিস্পারিটি বাড়ছে সেটা জেনেও জানছনা কেননা সেটা তোমার ইমিডিয়েট স্ফিয়ারে না।
  • aka | 24.42.203.194 | ২৪ মার্চ ২০১০ ০৭:৫১443903
  • আসতে কমরেড ধীরে :)। স্টেপ জাম্প করলে হবে কেন? :)

    অসংগঠিত সেক্টরের গল্প তো? সেই সেক্টরে সরকার কাজ করুক না। মূলত এই কাঁচাখোলা উন্মুক্ত অর্থনীতির সুযোগ সুবিধা ভোগ করছে এই আমি,কমরেড অপ্পন, এসবি, বিবির মতন ৩০-৪০ মিলিয়ন লোক। এরা বেশি টাকা কামাচ্ছে, বেশি খরচ করছে, অনেকটা যাচ্ছে অসংগঠিত সেক্টরেও। এই গাড়ি চালানোর চাকরি ইত্যাদি। আমার দেখাশোনা বলে তাদের ইনকামও বেড়েছে অনেকটা। বিশেষত শহরের কাছাকাছি থাকলে। যাইহোক তবু এদের কোন বেনিফিট নেই, মিনিমাম স্যালারির অ্যাসিওরেন্স নেই, এগুলো স্বীকার করে নেওয়া ভাল। তা সরকার সে বিষয়ে কাজ করুক না। তারজন্য সরকারকে গালি দিন না, যতখুশী দিন, আমিও গলা মেলাব।

    বাকি রইল গরীবদের কথা, সেখানে আগেই বললাম তো একশ দিনের কাজ, মিড ডে মিল হোক না। সেটা না হলে সরকারকে গালি দিন যতখুশী।

    আদিবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার আগে কিঞ্চিত পড়াশোনা করার দরকার আছে। :)))
  • aka | 24.42.203.194 | ২৪ মার্চ ২০১০ ০৮:০৫443904
  • কমরেড, সাম্য চাই না, উন্নততর জীবন চাই।

    সাম্যের আশায় আশায় অনেক প্রজন্ম পার করে ফেললাম, রেশন ব্যবস্থার পুষ্টিতে যা মাস্কেল তৈরি হয়েছে তাতে ১০ পাউন্ড বার ও তুলতে গেলে হাত ফাত কাঁপে। আমার ছেলে না হয় খানিক পুষ্টিকর জিনিষই খেল। অন্তত মাস্কেল ঠিক ঠাক তৈরি হোক।
  • Arpan | 204.138.240.254 | ২৪ মার্চ ২০১০ ০৮:৫১443907
  • কাঁচাখোলা, না কাছাখোলা?

    মানছি, এপারের কমরেডরা সবকিছুতে চন্দ্রবিন্দু লাগাতে ভালোবাসেন। :)
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ০৮:৫১443905
  • সাম্য আপাতত: শিকেয় তোলা থাক। শুধু একটা সামান্য বিষয় চেষ্টা করে দেখা যেতে পারে। বাবা-মা-র আর্থিক অবস্থা যাই হোক না কেন একটি প্রতিটি শিশু সমমানের খাদ্য, চিকিৎসা আর শিক্ষার সুযোগ পাবে। কারো বাবার অনেক পয়সা থাকলে তিনি নাহয় সন্তানকে গ্রীষ্মাবকাশে ইউরোপে বেড়াতে নিয়ে গেলেন -- তাতে কিছু আসে যায় না।
  • aka | 24.42.203.194 | ২৪ মার্চ ২০১০ ০৮:৫৫443908
  • পিটি, একমত হলাম। নো চাইল্ড লেফট বিহাইন্ড। এইজন্যই তো সরকারের দরকার। যে সরকার এসব করবে তাদেরকেই ভোট দেব।

    কমরেড অপ্পন, দুধ ও জলের মধ্যে দুধ বাছিয়া গিলুন না কেনে? :))
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ০৯:০৩443909
  • কিন্তু এই কাজটিই কি সহজে হবে? লক্ষ-লক্ষ শিশুশ্রমিককে ব্যবহার করে যারা বিস্তর অবসিন লাভ করছে তারা ছেড়ে দেবে? কিংবা শিক্ষাখাতে যে পড়িমাণ ব্যয় সরকারকে করতে হবে সে টাকা খরচ করার ইচ্ছে বা প্রয়োজনীয় রাজনৈতিক দর্শনে সরকারের বিশ্বাস আছে?
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ০৯:১১443910
  • *পরিমাণ
  • aka | 24.42.203.194 | ২৪ মার্চ ২০১০ ০৯:১৫443911
  • সহজ তো হবে না। এর জন্য অনেক কিছু করতে হবে। হ্যাঁ সেই ইচ্ছে সরকারের আছে কিনা, না থাকলে কিভাবে সেই দাবী দাওয়া করা যায় সেসব নিয়ে আলোচনা হলে, সরকারকে গালিগালাজ দিলে কোন আপত্তি নেই। কিন্তু তাত্বিকভাবে কোন এক বিশেষ টার্মিনলজির প্রতি বিষোদগার - কারণ ব্যাদে তাই ল্যাখা আছে - করলে তো সমস্যার সমাধান হয় না। সাম্যের দাবী খুব অ্যাপিলিং, সে দিনের শেষে তার থেকে কিছু পাওয়ার থাক বা না থাক।

    শিশু শ্রমের ব্যপারটা বোধহয় আর একটু কমপ্লিকেটেড। ও ফুটকি(ওজ্জিনাল) কইতে পারবে। তবে যত শিশু কারখানায় কাজ করে তার থেকে বেশি শিশু নিজের ক্ষেতে কাজ করে বলেই ধারণা, যদিও ডেটা নাই। এর জন্য সরকারের ভূমিকা আছে। পরিবারের আয় বাড়লে শিশু শ্রম অটোমেটিকালি কমবে।
  • Arpan | 204.138.240.254 | ২৪ মার্চ ২০১০ ০৯:৪০443912
  • না। কাঁচাখোলা বলে তুমি উন্মুক্ত অর্থনীতিকে ড্রেনের সাথে তুলনা করলে কিনা ভাবছিলাম। ;-)
  • a x | 99.165.170.39 | ২৪ মার্চ ২০১০ ০৯:৫১443913
  • আমি আদিবাসী দের নিয়ে কি বললাম এখানে? এতো সব কিছু মনে মনে ধরে নিলে ভারী মুশকিল। যাকগে। চিল্লাও, খিল্লি কর, চিমটি কাট, উইথ অর উইদাউট স্মাইলি।
  • aka | 24.42.203.194 | ২৪ মার্চ ২০১০ ১০:০৪443914
  • আরে অক্ষদা রাগে কেন। আমি সত্যি মনে করি ওটা শুধু আমার ভাসা ভাসা জ্ঞান দিয়ে সামলানো যাবে না। অরুন্ধতী রায় কেন গালি দিলেন সেটা না জানলে হবে কেন? সেটা আপাতত পড়া নেই। কিন্তু বাকিটা নিয়ে আমার নিজের কোন দ্বিধা নেই। এই আর কি। গুন্নাইট।
  • a x | 99.165.170.39 | ২৪ মার্চ ২০১০ ১০:১৩443915
  • আমি রাগিনি। কিন্তু তোমার কথা কিছু বুঝিওনি। এই এখনও বুঝলাম না - অরুন্ধতী রায়ই বা হঠাৎ কোত্থেকে এল!
  • Arijit | 121.242.15.238 | ২৪ মার্চ ২০১০ ১০:১৫443916
  • আরেকবার দিলুম - http://timesofindia.indiatimes.com/opinions/5715411.cms

    যত পড়ি তত কি রকম একটা গা জ্বলে। এরাই ধোপদুরস্ত পোশাক পরে মানুষ সেজে ঘুরে বেড়ায়...
  • a x | 99.165.170.39 | ২৪ মার্চ ২০১০ ১০:২২443918
  • আর এই দাবীটা ভারি অদ্ভূত। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য এইসবের ব্যপারে তোমার উত্তর সরকার দেখুক কিন্তু অন্য দিকে সরকার পাব্লিক ট্রান্সপোর্ট কেন আরো উন্নত করছেনা এই দাবী না করে "আমরা সবাই" একটা করে গাড়ি চড়ব এই দাবী করছ।
  • Arijit | 121.242.15.238 | ২৪ মার্চ ২০১০ ১০:২৩443919
  • সেইটাই ট্রিক্‌ল ডাউনের মূল কথা নয় কি (অলমোস্ট)?
  • Sibu | 70.7.156.109 | ২৪ মার্চ ২০১০ ১০:২৬443920
  • ওহ অজ্জিত, সব কনজারভেটিভই শ্যামল। দে হ্যাভ এ ভেরী আনক্যানি এবিলিটি টু কীপ অন রিপিটিং দেয়ার টকিং পয়েন্টস (লাইস)।
  • Arijit | 121.242.15.238 | ২৪ মার্চ ২০১০ ১০:৩১443921
  • :-)

    আজ্জো কি খুব কনজারভেটিভ? মনে হয় না। তবে আজ্জোর কথাগুলো খুব কমন। ম্যাঙ্গো পাবলিকের মধ্যে। মানে বাসে-ট্রামে-ট্রেনে-অটোতে-রাস্তায় একটু কান খোলা রাখলে এগুলোই কানে ঢোকে।
  • santanu | 82.112.6.2 | ২৪ মার্চ ২০১০ ১০:৩২443922
  • AX এর 'যাদের চাকরি যাচ্ছে' - তারা সত্যি কোথায়? কোন কাজ করাতে গেলেই তো শুনি,

    - দাদা হাতে প্রচুর কাজ, একদম লোক নেই, আপনার কাজটা করতে মাস খানেক লাগবে।
  • Sibu | 70.7.156.109 | ২৪ মার্চ ২০১০ ১০:৩৭443923
  • হি হি। ম্যাঙ্গো পাবলিক কি লিবারেল নাকি?

    আজ্জোকে তো কনজারভেটিভ বলি নাই। এমনকি শ্যামলও বলি নাই। শুধু ট্রিকল ডাউন প্যারটিং করে বলেছি। সেই বাবদে শ্যামলের কিছু গুনাবলী আজ্জোতে বর্তেছে :)।
  • SB | 114.31.249.105 | ২৪ মার্চ ২০১০ ১৬:২৬443924
  • হ্যাঁ কল্লোলদা, যেটা পার্থক্য তা হল মমতার ক্ষমতার গর্বে এলাকায় এলাকায় ভুস্বামীরা অরেকবার তাদের বর্গা হয়ে যাওয়া জোত জমি ফেরত পাওয়ার সম্ভাবনা দেখতে পারছে। তার সাথে যারে কয় লুম্পেনপ্রলেতারিয়েত অংশটাও জুটে গেছে। তার সাথে দিদির রাষ্ট্রক্ষমতার শিখরে বসে পিকনিক। এবারে এর পক্ষে আপনি থাকবেন কোন শ্রেণীগত অবস্থান থেকে সেটা একান্তই আপনার ব্যাপার।

    আর বৃহত্তর বাম ঐক্য নিয়ে এত সমস্যায় পড়ছেন কেন বুঝছি না, গোলমেলে লোকজন আছে। কিন্তু যেহেতু ওয়ার্কিং ক্লাসের পুরোটাই একটা দলের নেতৃত্বে নেই, তাই বৃহত্তর বাম ঐক্যের কথা বলছি। এখন আপনি সিপিএম এর কিছু কাজ বা ঔদ্ধত্যের বিরুদ্ধে ক্ষেপে টেপে গিয়ে সিপিএম হটাও বলতেই পারেন, কিন্তু এটা ঘটনা সিপিএম মানে প্রকাশ বা বুদ্ধ বা অনূজ পান্ডে নয়। দেশের একটা বড় অংশের ওয়ার্কিং ক্লাস এই সিপিএমের সাথে রয়েছে। এখনোও।

    দুটো উপায়, এক সিপিএমের বিরুদ্ধে লাগাতাড় ক্যামপেইন করে এই মানুষজন কে নিজেদের সাথে নিয়ে আসা। সম্ভব। কিন্তু এই 'নিজেদের সাথে' বলতে যদি মমতা ব্যানার্জী হয় তাহলে লাভ নেই, এই পোস্টের প্রথম প্যারা দ্রষ্টব্য।

    দুই - একটা বিকল্প বাম শক্তির সাথে নিয়ে আসা, আপত্তি নেই, কিন্তু সেই বিকল্প কে আইডেনটিফাই করে প্রোজেক্ট করতে হবে, নাহলে শুধুই ওয়ার্কিং ক্লাস ঘেঁটেই যাবে, এবং বেশীরভাগটাই সিপিএমের সাথেই থেকে যাবে।

    এছাড়া যেটা সম্ভব তা হোল বৃহত্তর বাম ঐক্য। কিছু কমন অ্যাজেন্ডার ভিত্তিতে এটা সম্ভব। বামফ্রন্ট সরকারের কথা বলিনি, সে আপনি আমার লেখাতেও পড়েছেন হয়ত। কারণটাও লিখেছিলাম।

    এতটাতে সহমত হলে খসরা নিয়ে আলুচনা হতে পারে :)

  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ১৬:৪৬443925
  • সিপিএম ছাড়া কোন বৃহত্তর বাম আন্দোলন গড়ে ওঠার কোন সম্ভাবনাই এই সময়ে ভারতবর্ষে নেই। এস-ইউ-সি ইত্যাদি এখন ক্ষয়িষ্ণুমান বাম দল -- তাদের ওপরে ভরষা করার কোন কারণই নেই। দিদির আঁচল ছাড়লে ঐ একটিমাত্র এমপি অদৃশ্য হয়ে যাবেন। এবং এটাও ধরে নেওয়ার কোন কারণ নেই যে সিপিএমের মধ্যে এই সময়ে কোন মন্থন হচ্ছেনা। তবে সেটা ""গায়ক কেন এমপি"" জাতীয় রাস্তার যাত্রার ঢংএ হচ্ছেনা। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত অল্পবয়সী কর্মীরা বয়স্কদের কর্মপদ্ধতির দিকে আঙুল তুলছেন ছোট ছোট মিটিং-এ। অবস্য যাঁরা অবসন্ন কিংবা বিপথগামী অথবা শ্রেণী বিশ্লেষণে ব্যর্থ তাঁরা মমতার নেতৃত্বে সিপিএমকে সিধে করার রাস্তা খুঁজতেই পারেন।
  • PT | 203.110.246.230 | ২৪ মার্চ ২০১০ ১৬:৪৮443926
  • *ভরসা
    *অবশ্য
  • rabaahuta | 203.99.212.53 | ২৪ মার্চ ২০১০ ১৬:৫২443927
  • ওটা বোধয় মাঠের যাত্রা কি গাঁয়ের যাত্রা হবে।
    রাস্তায় তো পথনাটক হয়, এলিট জিনিস।
  • rabaahuta | 203.99.212.53 | ২৪ মার্চ ২০১০ ১৬:৫৩443929
  • উহ, কেন যে আমি কথা বলি।
    সরি সরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন