এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্লাইমেট চেঞ্জ

    dri
    অন্যান্য | ২৪ ডিসেম্বর ২০০৯ | ৮৮৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.225.56 | ২৪ ডিসেম্বর ২০০৯ ২২:৪৯441027
  • হচ্ছে কি?
  • dri | 117.194.225.56 | ২৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৩441098
  • না, না প্রথমেই গ্রীনহাউস গ্যাসের ওপর ঝাঁপিয়ে পড়বেন না। ক্লাইমেট চেঞ্জের একশো আট রকম কারণ থাকতে পারে। সবগুলো নিয়েই আমরা ধীরে ধীরে বিদগ্‌ধ মতামত দেব। কিন্তু, মে বি একটু পরে।

    আপাতত আমরা জানতে চাই অ্যাট অল আবহাওয়ার কোন বড় রকম পরিবর্তন হচ্ছে কিনা।

    পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে না জানতে গেলে প্রথমে চাই রেকর্ড। রেকর্ডকিপিং যে কোন ট্রেন্ড অ্যানালিসিসের গোড়ার কথা।

    আপাতত এখানে আমরা রেকর্ড রাখব। ঝড়, বৃষ্টি, এক্সট্রীম টেম্পারেচার, যে সিজনে যা এক্সপেক্টেড সেরকম না হওয়া, বিভিন্ন জিওগ্রাফিকাল রিজিয়ানে সম্পুর্ণ ভিন্ন ওয়েদার প্যাটার্ন, আগ্নেয়গিরি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সি লেভেল রাইজ -- হোয়াটেভার। লিখে রাখুন এই লগবুকে।
  • Tina | 117.200.83.22 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১০:২৬441120
  • কোল্কাতায় ক্লাইমেট চেঞ্জ বেশ বোঝা যাচ্ছে।
    গুরুর সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
  • Manish | 117.241.228.124 | ২৫ ডিসেম্বর ২০০৯ ১৩:০৩441131
  • @ dri
    শুনেছি ১০২টি দ্বীপ নিয়ে আমাদের সুন্দরবন (Bangaladesh এর portion না নিয়ে), যা নাকি খাতায় কলমে রেকর্ডেড।
    বাস্তবে মাত্র ৯২ টির অস্তিত্ব আছে।এর কারণ কি সমূদ্রের জলস্ফিতী Global Warming এর জন্য।
  • Samik | 219.64.11.35 | ০৫ জানুয়ারি ২০১০ ২০:০৯441142
  • ক্লাইমেট চেঞ্জ পড়লেই সবার প্রথমে যে ফ্রেজতা মাথায় আসে, তা হল গ্লোবাল ওয়ার্মিং। তা, কোচ্চেন হল, কতটা ওয়ার্মিং? যদি গ্লোব গরমই হয়ে যায়, তা হলে এই রকম ঠান্ডা পড়ছে কী করে শীতকালে? এমন তো নয় যে আগের বছরের তুলনায় কম ঠান্ডা পড়ছে? গতকাল দিল্লি ছিল পাঁচ বছরের শীতলতম দিন।
  • vikram | 193.120.76.238 | ০৫ জানুয়ারি ২০১০ ২০:৩১441153
  • এটা অত্যন্ত বড়ো বিষয়। ক্লাইমেট চেনজ কেন হচ্ছে, তার চেয়েও বড়ো প্রশ্ন অ্যাপ্লিকেশানে, এই মুহূর্তে, যে আমরা কতদূর আটকাতে পারবো। কেন হচ্ছে পরে দেখছি। কিন্তু কতদূর অবধি ঠেকানো যাবে।

    মনে করি বন্যা। সাধারণত: একটা সহজ রিটার্ন পিরিওডের ওপর বেজ করে মডেল হয়। কিন্তু এ বছর একাধিক বেশ ভালৈ বন্যা হয়েছে, গেল বছরও। অনেকে বলছেন, সম তীব্রতার বন্যার রিটার্ন পিরিওড আরেকটু কম ধরা উচিত।

    মনে হয়, ক্লাইমেট নিয়ে মন দিয়ে না পড়লে, খামোখা স্ট্যাটিক্সটিক্স কষে লাভ নাই। আগে দেখতে হবে বাতাস বরাবর উপরে উঠলে কতটা ঠান্ডা হস্য, কেন হয়, বাতাস কোন দিক থেকে কোন দিকে বয়, কেমন করে, ঝড় কাকে বলে, তাতে কি ধরণের ঝাড় হয়। মাইনষের জীবন কেটে যাবে।

    আমরা ম্যাক্স যদ্দুর ভাবতে পারি - সেইটা হলো দূষণ খুব বাজে। যতদূর সম্ভব চেষ্টা করবো না করার। আর আইন হয়ে ফাইন দিতে গেলে আরও কম চেষ্টা করবো।

  • dri | 117.194.226.255 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩৮441164
  • মনীশ, জানা নেই। ঐ অঞ্চলে জলস্ফীতির অন্য কোন লক্ষণ আছে কি? এ সম্বন্ধে অন্য কোন ডিটেল জানা থাকলে এখানে লিখে রাখুন।
  • Blank | 59.93.203.70 | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৪৫441175
  • ভিকিদা
    আমার প্রথম প্যারাটা নিয়ে দ্বিমত আছে। আমি অন্তত দেখেছি একটা বড় মহল কেন হচ্ছে, সেটা নিয়ে বেশী চিন্তিত। কেন টা খুঁজে পেলে আটকানোর রাস্তা পাওয়া যাবে বলে।
  • Blank | 59.93.203.70 | ০৭ জানুয়ারি ২০১০ ০০:০৬441039
  • তবে কি সত্যি আইস এজ এলো !!!
  • lcm | 69.236.172.178 | ১০ জানুয়ারি ২০১০ ০২:০৫441072
  • আজ থেকে ৬০০,০০০ বছর আগে ওয়াইয়োমিং ছিল ৩০০০-৪০০০ ফুট বরফের নীচে। এখন শীতকালে ৩-৭ ফুট বরফের নীচে। ক্লাইমেট চেঞ্জ... ধীরে .... ধীরে।
  • vikram | 78.16.243.86 | ১০ জানুয়ারি ২০১০ ০২:৪৫441083
  • তা বটে
  • A | 128.103.93.232 | ১০ জানুয়ারি ২০১০ ০৩:০২441094
  • ভারতবর্ষে আবহাওয়ার পরিবর্তন এর যে ব্যাপার টা খুব চোখে পড়ছে তা হল এর খামখেয়ালীপনা। যে সময় থেকে এত দিন ঠান্ডা পড়ে যেত,বৃষ্টি হত বা গরম শুরু হয়ে যেত / শেষ হয়ে যেত, সেই সময় গুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠান্ডা বেশী পড়া বা গরম বেশী পড়ার থেকে এই ব্যাপারটা বেশী আশঙ্কাজনক বলে মনে হয়।
  • dri | 117.194.230.5 | ১০ জানুয়ারি ২০১০ ২২:২৫441095
  • ইয়েস, ইয়েস, খামখেয়ালীপনা। এটা মনে হয় অনেকেরই নজরে পড়ছে। শুধু ভারতে নয়। সারা পৃথিবী থেকেই রিপোর্ট হচ্ছে। এখন খুব ঠান্ডা পড়েছে। আবার আসছে গরমে উত্তাল গরমও পড়তে পারে। ওয়েদার প্যাটার্ন যেন বদলাচ্ছে। কিন্তু, সি ও টু, সে তো কোন দোষ করে নাই।
  • dri | 117.194.230.5 | ১০ জানুয়ারি ২০১০ ২২:৩০441096
  • বৃটেনে পেনশানরা ফায়ারপ্লেসে জ্বালানী হিসেবে বইকে বেছে নিয়েছে। সবচেয়ে সস্তা। ৫০০ গ্রাম বই ৫ পেন্স, ২০ কেজি কয়লার ব্যাগ ৫ পাউন্ড। http://www.metro.co.uk/news/807821-pensioners-burn-books-for-warmth
  • A | 24.34.250.7 | ১১ জানুয়ারি ২০১০ ০০:০০441097
  • দ্রি, ঠিক কথা, শুধু CO2 নয়, আর ও অনেক কিছু মাধ্যম আছে। শুধু গ্যাস হিসাবে মিথেন আর ও বেশী ক্ষতিকর, কিন্তু মিথেন পরিমাণে অনেক কম বলে CO2 নিয়ে বেশী কথা হয়। বাইরের দেশে কিছু কিছু ব্যবস্থা করা শুরু হয়েছে বটে, কিন্তু আমাদের দেশে সেসব শুরু হতে অনেক সময় লাগবে, অন্তত আগামী 10-20 বছরের মধ্যে হবে বলে আমার মনে হয় না। পরিকাঠামো গত অভাব, ইকোনমিক্যাল অসুবিধা, সদিচ্ছার অভাব এসব তো আছেই; তাছাড়াও এইসব ব্যাপার স্যাপার শুরু করার থেকে আরও অনেক কিছু immediate কাজ কাম আছে, যা আমরা এখনও করে উঠতে পারি নি (সকলের জন্য খাদ্য, বাসস্থান, শৌচালয়, শিক্ষা, পরিবহণ ইত্যাদি ইত্যাদি)। পরিবেশ দুষণ কমানোর খরচ টি ও যে বড় কম নয়।
  • dri | 117.194.229.156 | ১১ জানুয়ারি ২০১০ ০০:২৯441099
  • আমি বলতে চেয়েছিলাম অন্য কথা।

    এক, গ্লোবাল ওয়ার্মিং বিভিন্ন সময়ে হয়েছে। প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক, এবং বর্তমান যুগে। ওয়ার্মিং এর বিভিন্ন ওয়েভের ফাঁকে ফাঁকে হয়েছে গ্লোবাল কুলিং। এবং এই ক্লাইমেট চেঞ্জের নাটকে ফসিল ফুয়েলের রোল একেবারেই ক্লিয়ার নয়।

    দুই, সবচেয়ে ওয়ার্মিং গ্রীনহাউস গ্যাস হল ওয়াটার ভেপার, যার অ্যামাউন্ট এবং এফেক্ট সিওটুর চেয়ে অনেক বেশী, অনেক ডমিন্যান্ট। এবং তার ওপর মানুষের কোন ক®¾ট্রাল নেই।

    তিন, সিওটুর সাথে ওয়ার্মিংএর রিলেশান ঠিক লিনিয়ার নয়। কারণ, সমুদ্র সিওটু অ্যাবজর্ব করে। কতটা করবে সেটা সিওটুর কনসা®¾ট্রশানের ওপর নির্ভর করে।

    চার, কোপেনহেগেনে যখন দূষণ কথাটা ব্যবহৃত হয়, তখন সিওটুর কথা বলা হয়। এটা একটা স্ক্যাম। কিন্তু কলকাতায় অটো চললে দূষণ হয়। সেটা সিওটুর জন্য নয়। ক্লাস সেভেনের কেমিস্ট্রি স্মরণ করলে দেখা যাবে, 'কার্বন ডাই অক্সাইড ইজ আ কালারলেস, ওডারলেস, টেস্টলেস গ্যাস'। কলকাতার অটোর পেছন দিয়ে যেটা বেরোয় সেটা কোনমতেই কালারলেস, ওডারলেস নয়। ওখানে অন্য অনেক গ্যাস আছে, যাতে চোখ জ্বালা করে, নি:শ্বাসে কষ্ট হয়। আবার গ্রীন অটোতে কষ্ট অনেক কম হয়। কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু ওতেও বেরোয়, এক ফোঁটাও কম নয়। কোপেনহেগেনের পার্স্পেকটিভ থেকে কোলকাতার এমনি অটো আর গ্রীন অটোতে কোন তফাত নেই।

    পাঁচ, ক্লাইমেটের একটা ওয়ার্ম ফেজ আমরা পার হয়ে গেলাম। নাইন্টিজ ছিল ওয়ার্ম পিরিয়েড। ২০০০ এর প্রথম ডিকেডে টেম্পারেচার অল্প কমেছে। মোস্ট লাইকলি আমরা একটা বেশ ঠান্ডা পিরিয়েডে ঢুকতে চলেছি। পরের দুটো ডিকেড হয়ত খুব ঠান্ডা হবে।
  • A | 24.34.250.7 | ১১ জানুয়ারি ২০১০ ০৩:৪০441100
  • Water vapour (http://en.wikipedia.org/wiki/Greenhouse_gas,http://tonto.eia.doe.gov/energyexplained/index.cfm?page=environment_about_ghg) নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই গো, তাতে আরও water vapour বেরোবে। CO2 ভদ্র সভ্য গ্যাস, আমাদের ঠান্ডা পানীয় খেতে সাহায্য করে (হে হে হে!) গ্রীন হাউস এফেক্ট অনেক কিছুর উপর নির্ভর করে, সেসব নিয়ে আলোক দান তার পক্ষে সম্ভব যার একটু আধটু কেমিস্ট্রি পড়া আছে, আমার/আমাদের মত ক্লাস সেভেন দিয়ে হবে নি। আবহাওয়ার এই খামখেয়ালীপনার জন্য শুধু গ্রীন হাউস নয় তার থেকেও বেশী ভাবে দায়ী সাধারনের কাছে অনেক বেশী পরিচিত জিনিস, পরিবেশ দূষণ। এর কেমিক্যাল ইমপ্যাক্ট পরিবেশের উপর অনেকখানি। এর ও বিস্তর ভাগ আছে, শুধু auto বা লড়ঝরে bus নয়, এগুলো তো আমরা দেখতে পাই, chemical industry গুলোর ব্যাপার স্যাপার আমরা দেখতে পাই না, academic institution, mainly chemical labs গুলো ও কিছু কম যায় না, disposal policy বলে কিছু নেই আমাদের দেশে। হবে একদিন নিশ্চয় হবে, তবে ততদিনে দেরী হয়ে যাবে।
  • vikram | 193.120.76.238 | ১১ জানুয়ারি ২০১০ ১৫:০১441101
  • গরুর পাদে প্রচুর গ্রীনহাউস গ্যাস। তাতে ঝামেলা।
  • dipu | 61.12.12.83 | ১১ জানুয়ারি ২০১০ ১৫:০৭441102
  • হুঁ। এই নিয়ে একটা অ্যাড দেখাত কদিন আগে পর্যন্তও। একটা গরু সর্বসমক্ষে পেদে কতখানি এমব্যারাসড ইত্যাদি।
  • A | 128.103.93.210 | ১১ জানুয়ারি ২০১০ ২২:৩৭441103
  • না:, ভিকি ভায়ার ফর্ম এখনও একই রকম আছে দেখছি। আলোচনা কে সপাট একদম বেসিক জায়গাতে নিয়ে চলে এল। সাধে কি বলে "গবেষণা'!! এবার তবে নিজ নিজ গোয়ালে ফেরা যাক। হে হে হে!!
  • 0 | 194.3.18.6 | ১২ জানুয়ারি ২০১০ ১৭:৫৮441104
  • গত এক'শ বছরের মধ্যে রেকর্ড গরম পড়লো, মেলবোর্নে ৩৭ ডিগ্রী।
  • Manish | 117.241.228.178 | ১৪ জানুয়ারি ২০১০ ১৯:৪২441106
  • @ dri
    এল নিনো ব্যাপারটা কি।
  • dri | 117.194.226.89 | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৩০441107
  • এল নিনো কি তার কেতাবী ডেফিনিশান আমি জানিনা। আর ব্যাপারটা নিয়ে খুব ডিটেলে আমি ঘাঁটিনি। মিডিয়ায় এর উল্লেখ শুনেছি। যা বুঝেছি এই রকম। মানুষ ওয়েদার প্যাটার্নে একটা পিরিওডিসিটি এক্সপেক্ট করে। কোন ঋতুতে কি কি হবে তার একটা প্যাটার্ন সে চায়। তার বাইরে কিছু হলেই বলা হয় সেটা এল নিনো।

    ওয়েদারের বড় বড় সাইক্‌ল আছে। মাঝে বড় বড় স্টেব্‌ল পিরিয়েডও আছে ন্যাচারালি। কিন্তু আমরা যদি ক্লাইমেট চেঞ্জের সময় বাস করি তাহলে এল নিনো ঘন ঘন দেখতেই পারি।
  • vikram | 193.120.76.238 | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৫০441108
  • দ্রি কে ক। গোলদার যেমন একটু লোক নয়, একটি পদের নাম, তেমন এল নিনিও কোনও ঘটনার নাম নয়, ঘটানের বিঅন্ডে যা ঘটে তার নাম। অনেকটা ওম এর মতো।
  • dri | 117.194.226.76 | ১৮ জানুয়ারি ২০১০ ২৩:৪৫441110
  • এবারে আমরা এক্সট্রীম ওয়েদার দেখছি। মেলবোর্নে এক শতকে হাইয়েস্ট টেম্পারেচার। আবার নর্দার্ন হেমিস্ফিয়ারে হাড় কাঁপানো শীত। স্পেনের সেভিয়াতে যখন এই সময়ে সাধারনত ১৫ সেলসিয়াসের প্লেজেন্ট টেম্পারেচার থাকে, এবছর সেখানে বরফ পড়েছে।

    কিন্তু একটা ব্যাপার কমন। দুইই ফসলের খুব ক্ষতি করছে। ফ্লোরিডায় সাইট্রাস ফ্রুট, ভেজিটেব্‌ল এবার একদম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে আয়ারল্যান্ডের আলুও। একই কান্ড অস্ট্রেলিয়াতেও, http://www.abc.net.au/rural/news/content/201001/s2789453.htm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন