এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৪

    Blank
    অন্যান্য | ০৫ জানুয়ারি ২০১০ | ২৯২৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.109.1 | ৩০ জানুয়ারি ২০১০ ০৩:৫৮439238
  • শুধু যুদ্ধু যুদ্ধু খেলার সময় নাগরিকদের ট্যাক্সে টান পড়লে ডেফিসিট তৈরি হয়না :-)
  • Vidya | 173.62.229.248 | ৩০ জানুয়ারি ২০১০ ০৬:৫৯439239
  • এ:, কেডিদা, আমার বক্তব্য না বুঝেই এরকম একটা সারকাস্টিক মন্তব্য করে দিলেন? আমি বলেছি দেশে আমার কোনোদিন দেশের গরীব মানুষের anxiety-টা কাছ থেকে দেখার সুযোগ হয়নি, এখানে এসে নিজে poverty level-এর নীচে নেমে সেটা কিছুটা হয়েছে। আমি এও বলেছি যে এখানে আমার মতো বেশি লোক নেই। আমি হয়তো কিছুদিন পরে poverty level-এর উপরে চলে যাব, কিন্তু দেশের 60% লোক সেটা পারবেননা।
    আর একটা দেশের কোনো সিস্টেমের সমালোচনা যদি কেউ করে তাহলে তাকে প্রশ্ন করা হবে সে কেন দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেনা? একেই কি তবে ফ্রি স্পীচ বলা হয়?
    আর আপনার কথা জানিনা, তবে অনেক দেশের অনেক মানুষ-ই দেখা যাচ্ছে তাদের রোজগারের টাকা অন্যের চিকিৎসায় খরচ করতে প্রস্তুত। যেমন, কানাডা, যেমন চীন, যেমন ইউরোপের অনেক দেশ। ট্যাক্সের টাকায় যুদ্ধে যাওয়া বা ফাটকা খেলা ব্যাংকদের বেল-আউট দেওয়া যেতে পারে কিন্তু লো কস্ট হেল্‌থকেয়ার দিতে বললেই ডেফিসিট পড়ে যায়।
  • Vidya | 69.249.223.76 | ৩০ জানুয়ারি ২০১০ ০৭:০১439240
  • এ:, কেডিদা, আমার বক্তব্য না বুঝেই এরকম একটা সারকাস্টিক মন্তব্য করে দিলেন? আমি বলেছি দেশে আমার কোনোদিন দেশের গরীব মানুষের anxiety-টা কাছ থেকে দেখার সুযোগ হয়নি, এখানে এসে নিজে poverty level-এর নীচে নেমে সেটা কিছুটা হয়েছে। আমি এও বলেছি যে এখানে আমার মতো বেশি লোক নেই। আমি হয়তো কিছুদিন পরে poverty level-এর উপরে চলে যাব, কিন্তু দেশের 60% লোক সেটা পারবেননা।
    আর একটা দেশের কোনো সিস্টেমের সমালোচনা যদি কেউ করে তাহলে তাকে প্রশ্ন করা হবে সে কেন দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেনা? একেই কি তবে ফ্রি স্পীচ বলা হয়?
    আর আপনার কথা জানিনা, তবে অনেক দেশের অনেক মানুষ-ই দেখা যাচ্ছে তাদের রোজগারের টাকা অন্যের চিকিৎসায় খরচ করতে প্রস্তুত। যেমন, কানাডা, যেমন চীন, যেমন ইউরোপের অনেক দেশ। ট্যাক্সের টাকায় যুদ্ধে যাওয়া বা ফাটকা খেলা ব্যাংকদের বেল-আউট দেওয়া যেতে পারে কিন্তু লো কস্ট হেল্‌থকেয়ার দিতে বললেই ডেফিসিট পড়ে যায় :)।
  • Arijit | 61.95.144.122 | ৩০ জানুয়ারি ২০১০ ০৯:৩৯439241
  • লিবারেশন থিওলজির কথা রঙ্গন আগেও বলেছিলো। খুব একটা কিছু খুঁজে পাইনি। জানার ইচ্ছে আছে - রেফারেন্স থাকলে দাও না।
  • PT | 203.110.243.21 | ৩১ জানুয়ারি ২০১০ ১৬:৪১439242
  • এযেন বহুকথিত এবং নিন্দিত ""কেন্দ্রের বঞ্চনার"" গল্প তৃণমূলী ঢং-এ ফিরে এল:

    Observing that no official from West Bengal had been nominated, Banerjee, sources said, scrapped the entire list and directed the Railways to draft a fresh list. http://www.indianexpress.com/news/Didi-s-Bengal-tantrum-nearly-threw-FBI-training-programme-off-track/573268

  • ranjan roy | 115.184.126.29 | ৩১ জানুয়ারি ২০১০ ১৯:০২439243
  • এ:! স্বর্গীয় সব আলোচনার মাঝে ধপাস্‌ করে কাদায় পড়লাম। সেই দিদি আর দাদা! দাদা আর দিদি! ভুবন এতো ছোট্ট ক্যানে?

    প্রো বৈ চ কে ধন্যবাদ! অল্পকথায় টৈয়ে আলোচনার উপযুক্ত করে বুঝিয়েচেন। রূপরেখাটি এঁকেছেন। এই নইলে প্রোফেসর!:)))))
  • ranjan roy | 115.184.126.29 | ৩১ জানুয়ারি ২০১০ ১৯:১৪439244
  • বিদ্যাকে,
    চীননিয়ে আলোচনার অনেক হ্যাপা!
    মনবাধিকার-টিকার দূর কি বাত, অনেক ক্ষেত্রে বন্ডেড লেবারের মত ব্যবহার করা হচ্ছে, পেমেন্ট সময়মত পুরোটা করা হচ্ছে না। বড় বড় নদী-ড্যাম-হাইওয়ে করার ক্ষেত্রে। বকেয়া পেমেন্ট ডেফারড্‌ করা হচ্ছে, নানান অজুহাতে কেটে নেয়া হচ্ছে।
    পুরো ইকনমিটাকে রপ্তানিনির্ভর করে জনতার সর্বনাশ হয়েছে। কারণ সবচেয়ে বেশি কস্টমার হল আমেরিকা, যে এখন নিজেই ডুবন্ত।
    এবার ভারতের সঙ্গে বিজনেস বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওয়ার্ক কালচার ভালো নয়।
    ছত্তিসগড়ের বালকোতে চিমনি ভেঙে পড়ার এবং তার পরবর্তী ব্যাপারটা দেখুন।
    আমি এক্ষুণি লিংক দিতে পারবো না। কারণ কম্প্যুতে কাঁচা আর বইয়ে পড়ার চেষ্টা করছি। তাও ঠিকমত হচ্ছে না। হলে লিখবো।
    তাজমহলের বিশাল আকার বা আর্লি ক্যাপিটালিজমের বাড়বাড়ন্ত তার পেছনে ছিল দাস শ্রম। আবার যেন বৃত্ত সম্পূর্ণ হচ্ছে।

    প্রো বৈ চ ঠিক বলেছেন যে ( এংগেলস্‌ ও তাই বলেছেন) সেই কল্পনার সমাজের ডিটেইল্‌স নিয়ে ফোরকাস্ট চেষ্টা অলস পন্ডশ্রম। কারণ তার পূর্বশর্ত গুলো পূর্ণ না হওয়া অবদি----।
  • PT | 203.110.243.21 | ৩১ জানুয়ারি ২০১০ ১৯:৩৪439245
  • তত্ব যতই আলোচনা হোক না কেন, এই দাদা-দিদিরাই তো শেষ পর্যন্ত তার ব্যবহারিক প্রয়োগ করে দেখাবেন যে সেটা প্রয়োগযোগ্য না ফেলে দেওয়ার মত। কে যেন এই প্রসঙ্গে বলেছিলেন -যে যত শেখে সে তত মূর্খ হয়....... আর একদল উন্মাদ তার মানে বুঝতে না পেরে স্কুল-কলেজে আগুন লাগাতে শুরু করেছিল!!
  • ranjan roy | 115.184.64.36 | ৩১ জানুয়ারি ২০১০ ১৯:৩৯439246
  • এরপর আর কথা হয়! কান ধরে নীলডাউন হলাম।
  • PT | 203.110.243.21 | ৩১ জানুয়ারি ২০১০ ১৯:৫৪439248
  • ক্ষমা করুন কিন্তু কথা বলা বন্ধ করবেন না। আমি আপনাদের লেখা পড়তে পড়তে একটু আসলে অধৈর্য হয়ে পড়েছি। ভাবছি যে, যে ২০০ মিলিয়ন ভারতীয়র কোনো food security নেই তারা আজ রাতে খাবে কি বা কিভাবে কালকে তাদের কাছে খাদ্য পাঠানো যাবে!!
  • PT | 203.110.243.21 | ৩১ জানুয়ারি ২০১০ ২০:২৫439249
  • আর একটি প্রশ্ন:

    ক্ষুধার্ত এবং সমস্তরকম সুযোগ-সুবিধার বাইরে থেকে ভোট দিয়ে সরকার বদল করার ক্ষমতা রাখা মানুষ আর খেতে পাওয়া, ছেলেপুলের পড়াশুনোর/স্বাস্থ্যর সুবিধা পাওয়া কিন্তু সরকারের নিয়ন্ত্রনাধীন এই দুই extreme সামাজিক ব্যবস্থার কোনটি বেশী মানবিক?
  • kallol | 124.124.93.202 | ৩১ জানুয়ারি ২০১০ ২০:৫১439250
  • এভাবে হয় নয় করে বোঝা মুস্কিল। কাঁদার অধিকার আছে, খাওয়া জোটে না। খাওয়া জোটে কিন্তু কাঁদতে পারে না। এর কোনটা ভালো? কোনটাই না।
  • PT | 203.110.243.21 | ৩১ জানুয়ারি ২০১০ ২১:২৪439251
  • চীন এবং ভারতের অর্থনীতি/সমাজনীতি সংক্রান্ত আলোচনাটা (এই টইএর পোস্টিংগুলো সহ) প্রায় এরকমই একটা জায়গাতে এসে পৌঁছেছে কিন্তু।
  • PT | 203.110.243.21 | ৩১ জানুয়ারি ২০১০ ২১:৩৩439252
  • স্কুলে ইংরিজি শেখান নিয়ে কোন একটি তৃ-প-বু-ভূ-তে বিস্তর লেখা-লেখি হয়েছিল মাস কয়েক আগে। এই প্রসঙ্গে এই লিংক-টি পড়ে দেখতে পারেন:

    .....only 48.3% of Indian children in Class 1 could read the English alphabet, even in big capital letters...........Faced with half-empty classrooms in government schools, some state governments plan to introduce English from class 1 to win back students. That would be a serious error.
    http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/don-t-teach-english-to
  • Mmu | 78.236.153.102 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৪৯439253
  • PT দা, Ranjan দা খুবই চিন্তার ব্যাপার এটা-----
    http://www.anandabazar.com/2raj2.htm
  • SB | 114.31.249.105 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৫439254
  • quoteঈশ্বর রাও ওরফে কিষেনজির কাছে আজিজুল হক-এর এর ওপেন চ্যালেঞ্জ: http://aajkaal.net/report.php?hidd_report_id=122759 কল্লোলদা, রঞ্জনদা রা কি বলেন? কে ঠিক? পিনাকী?
  • kallol | 124.124.93.202 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৮439255
  • এরকম খারাপ চাটুকারিতার জবাব দিতেও ঘেন্না করে। কিন্তু তুমি বললে তাই আমার লেখাটা নিয়ে দু একটা কথা যা মনে হয়েছে লিখি -
    ১) প্রথম লাইনটাই একটা মজার - সিপিএম/বাম সরকারের দালালী করতে করতে নিজের গুরুত্ব কমে গেছে বুঝতে পেরে গুরুত্ব নেবার কি করুন প্রচেষ্টা।
    ২)শ্রেনী, সাম্রাজ্যবাদ, জাতিসত্তা - এই কথাগুলো নাকি কোন মাওবাদীর লেখায় থাকতেই হবে - এই কথার কোন জবাব হয়!!!
    ৩)শত্রুর শত্রু আমার মিত্র, যেটাকে চেয়ারম্যান মাও থেকে চারুদা প্রত্যেকেই বলেছেন ""ফ্যাসিস্ট কায়দা"" - কোথায়? কবে? চিয়াং কাই শেকের সাথে যুক্তফ্রন্ট কে করেছিলেন? দিমিত্রভের যুক্তফ্রন্টের থিওরীও তো এটাই বলে - ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যাপকতম যুক্তফ্রন্ট।
    ৪) ""চারুদা"" তো দেখলাম প্রায় সব কিছুরই সমাধান করে গেছেন ৬৭তেই - তাহলে আজ এই দশা কেন?

    আজিজুলদাকে ব্যক্তিগতভাবে চিনি বহুদিন থেকে। তাই এতোগুলো কথা লিখে নিজের ওপরেই রাগ হচ্ছে। এসবি - তুমি বলেছো বলে লিখলাম।

  • SB | 114.31.249.105 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৪439256
  • কল্লোলদা, বল্লাম একটাই কারনে, এই মুষল পর্ব দেখতে দেখতে খুব বিরক্তি লাগছে, খুব খারাপ লাগছে, হতাশ লাগছে ....
  • Arijit | 61.95.144.122 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৬439259
  • তুইথুলি মুইথুলি করছে
    তিনটে ঘাটের মড়া
    দুজন এ ওকে টিপছে
    তিন নম্বরকে সরা...
  • kallol | 124.124.93.202 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৬439257
  • এসবি - মাওবাদীরা যা করছে তাতে কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এদের সমর্থন করবে না। কিন্তু, উল্টোদিকে যা হচ্ছে - মাওবাদী দমনের নামে, সেটা আরও বা অন্তত, সমান খারাপ।
    প:ব:, ঝাড়খন্ড, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধ্র, মধ্যপ্রদেশ - এগুলো এমনিই গরীব রাজ্য। তার ওপর আদিবাসীদের অবস্থা আরও খারাপ। এতো দিন ক্রমাগত কুশাসনের চাকায় ছিন্নভিন্ন হওয়া আদিবাসীরা মাওবাদীদের সঙ্গে যাবে তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু মাওবাদীরা এদের ব্যবহার করছে মাত্র - না, বন্দুকের ডগায় নয়, সহানুভুতি দেখিয়ে। এই সহানুভুতি কোথাও কোথাও যে দমনে বদলে যাচ্ছে না তা নয়, কিন্তু মোটের উপর, আদিবাসীদের চোখে, নিজেদের ত্রাতা বলে প্রতিষ্ঠা করে ফেলেছে মওবাদীরা। এটাও ক্ষমতার দাদাগিরি প্রকল্পের অংশ।
    কিন্তু সবচেয়ে ঘেন্না লাগে যখন আজিজুলদের মত লোকের কথা শুনি/পড়ি। নিজেরা ঠিক এই কাজই করে গেছে ৮০র দশকে নদীয়ায় (অনেক ছোট আকারে)। তাকে নিন্দা না করে (বরং কোথাও কোথাও তাকে মহিমান্বিত করে - আমরা হ্যান করতাম, ত্যান করতাম) মাওবাদীদের কোন কিছু বলাই এদের সাজে না।
    ভদ্রতায় বাধে এদের মুখোশ ছিঁড়ে ফেলতে। লোকে পেটের দায়ে তো কতো কিছুই করে। এতো সামান্য দালালী মাত্র।
  • PT | 203.110.243.22 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৬439260
  • আজিজুল বাবু ""দালালী"" করে কি পান বিনিময়ে কেউ যদি একটু খোলসা করে জানান.....
  • kallol | 124.124.93.202 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৫৮439261
  • বলবো না। ভদ্রতায় বাধে।
  • SB | 114.31.249.105 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২০:২২439262
  • এসব তো বোzলাম কল্লোলদা, সে তো আজিজুল হককে অনেক অতি বামই সহ্য করতে পারেনা, খোচড় বলে খচায়।

    কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গা থেকে, এই যে নিজেদের মধ্য মারামারি কাটাকাটি করেই গেলাম, এর কি শেষ আছে? কিভাবে? নাকি ভারতের কমিউনিষ্ট আন্দোলনে মুষল পর্ব্বটাই শেষ পর্যন্ত ভবিতব্য?!!! কি ভাবছেন?
  • kc | 89.203.49.18 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫১439263
  • মুষল পর্ব এত তাড়াতাড়ি আসবে আমি ভাবিনা, ভাবতে চাইওনা।
    আজিজুল হকের এইরকম অতিকথনগুলোর পিছনে অ্যাটেনশনের মোহ থাকতে পারে, ১৫মিনিটের খ্যাতির ইচ্ছা থাকতে পারে (জুজুবাদে ডিডির লেখা দ্রষ্টব্য), কিন্তু এই অবস্থায় এরকম কাউন্টার প্রোপাগান্ডার দরকার আছে।
  • SB | 114.31.249.105 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৪439264
  • kcকে একটা ই-মেল করেছিলাম, উত্তর এক্সপেক্ট করছি :)
  • kc | 89.203.49.18 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৬439265
  • SB কে, হ্যাঁ।
  • pinaki | 67.43.241.179 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫২439266
  • 'অমিশন' নয়,সচেতন 'কমিশন' - এটা পড়েই রক্তস্নানের রক্তকরবী মনে পড়ে গেল। :D

    শৈবালদাকে ধন্যবাদ। কাজের চাপে অনেকদিন আজকালের উ:স: পড়া হয় না। আ:হ:-র এন্টারটেইনমেন্ট ভ্যালু কমে নি দেখে নিশ্চিন্ত হলাম।
  • SB | 114.31.249.105 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৩439267
  • পিনাকী, এন্টারটেইনমেন্ট আমার কোনদিনই কম পরেনি, দরকার হলেই তিনোমূলের তাঙ্কিÄক মুখপত্রে চোখ বোলাই, তোমরা খুব ভাল কাজ করছ :)
  • pinaki | 67.43.241.179 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫১439268
  • আ:, রেগে যাও কেন? :-)
  • Blank | 59.93.214.93 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৪439270
  • তিনোমুলের 'তাঙ্কিÄক' মুখপত্র !!!
    শৈবাল দা বলে কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন