এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৬২৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | 68.36.34.162 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০৮:২২417186
  • একটু slow speed এ এগোচ্ছে------প্রেম!!
  • d | 117.195.35.165 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৩৬417187
  • অনি'র লেখাটা চমৎকার।

    (আমার অবশ্য দুর্গাপুর মনে হল। তবে তাতে কী-ই বা এসে যায়!)
  • KANTI | 125.20.11.34 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৭417188
  • আমার ও তাই মনে হচ্ছে।
  • M | 59.93.203.158 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪০417189
  • আমি কখন ও দুগ্গাপুরে যাইনি, তবুও ঐ নাম শুনলেই কেমন যেন হয়ে যাই।
  • Samik | 122.162.236.109 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪০417190
  • এ জোন বি জোন মানে অবশ্যই দুগ্‌গাপুর। আর কোত্থাও নয়।
  • bb | 117.195.161.110 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৩417191
  • A Zone আর B zone এর পর যে এটা দুর্গাপুরের গল্প তা বুঝতে পারা জন্য no points for guessing it right :)
  • ani | 122.169.146.237 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১৪:৩০417192
  • দুত্তোর নিকুচি করেছে বন্ধুত্বর ... এরকম ভাবে আর কদিন থাকা যায় ... যা হবে হবে ... বলেই ফেলবো স্থির করলাম |

    করলুম ফোন সেই বারোয়ারী নাম্বারে, বেশ খানিক হাঁকাহাঁকির পরে তিনি এলেন |
    "শোন তোর সাথে কিছু কথা আছে, কখন দেখা করতে পারবি বল?"
    "কি কথা?"
    "দেখা না হলে বলা যাবেনা"
    "আমার শরীর ভালো নেই"
    "আজকেই করতে হবে তো বলিনি | কবে টাইম হবে সেটা বল"
    "আমার ভালো লাগছেনা"
    "মানে?"
    "মানে ভালো লাগছেনা"
    "কি ন্যাকামো করছিস বল দিকি?"
    "বললাম তো ওসব দেখা টেখা করতে পারবনা" খটাস!

    এরম ভাবে এভয়েড করলো! অপমান করলো! এই ঢপের চপ বন্ধুত্ব?! মেজাজ খিচড়ে টংঅএ | ছাদে গিয়ে সিগারেট খেলাম | ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম | বোদহয় ঘুমিয়ে পড়েছিলাম | কাকিমা ডেকে তুলে বলে তোর ফোন |

    "তুই আয় এক ঘন্টা পর কলেজ স্কোয়ারে" কি আনপ্রেডিকটেবেল রে বাবা!
    "আচ্ছা"

    স্নান করে যেতে যেতে একটু দেরী হয়ে গেল | গিয়ে দেখি মা জননী দাঁড়িয়ে আছেন গেট-এর সামনে | হাসলাম | নো রেসপন্স | গিয়ে বসলাম একটা বেঞ্চিতে |

    "কি বলবি বল"
    "আমার একটা মেয়েকে ভালো লাগে"
    "কাকে?"
    ব্যস এইবার আর বলতে পারিনা |
    "আমি চিনি তাকে?" "হ্যা"
    "কে?"
    এতদিন এত কথা বলেছি আর এখন এসে এরম ভাবে ছড়াচ্ছি .... কিন্তু হঠাত এতদিন পরে মুখের উপর বলিই বা কি করে যে তোকে আমার এখন খুব ভালো লাগে | মানে আগেও হয়তো লাগতো কিন্তু তখন তো আর এই বলবার মতন পাগলামি করিনি |
    "কে তোর্ষা?" "আঁ! তোর্ষা হতে যাবে কেন?"
    "তবে কি ইন্দ্রানী?" "না"
    "মনবীণা?" "আরে ধুর"
    "বলাকা? শিউলি? কস্তুরী? সুতপা? শকুন্তলা?" "না না না না না"
    ব্যস পরিচিত সব নাম শেষ | এবার? চুপ করে বসে থাকি দুজনে |
    এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট কাটলো চুপ করে | অলমোস্ট ভুলেই যেতে বসেছি কেন এসেছিলাম এখানে | সামনে দিয়ে ঘটি গরম যাচ্ছে, চাওলাও |
    "বলি কে?"
    "বল"
    "আমি"

    ধরণী দ্বিধা হও! আমি দীঘিতে ঝাঁপ দেবো |

    -------------------------

    খানিকক্ষণ এদিক অধিক তাকিয়ে ঘাড় ঘুরিয়ে কেন জানিনা এক গাল হেসে ফেললাম | দেখি তিনিও হাসছেন |
    গার্গী: "আমি জানতাম তুই এরকম কিছু একটা বলার জন্যই ডাকছিলিস, তাই বলেছিলাম আসবো না"
    "ফোন রেখে রুমে গিয়ে কেঁদে ফেলেছিলাম"
    "কিন্তু তারপর অনেক ভেবে দেখলাম না দেখা করাটা কোন সলিউশান না"
    "তা ছাড়া খুব খারাপও লাগছিলো তোকে ওরম ভাবে বলে"
    আমি: "কি করে বুঝলি? আমি তো কিছু হিন্টস দিইনি"
    "তা জানিনা, কিন্তু বেশ কিছুদিন ধরেই শুধু মনে হচ্ছিলো এরকম কিছু একটা ঘটতে চলেছে"
    "তাই তোকে ফোনও করছিলাম না"
    "কিন্তু বুঝলি কি করে তুই?"
    "জানিনা, হয়তো মেয়ে বলে, হয়তো তোকে এত ভালো করে চিনি বলে, জানিনা ঠিক"
    "হুমম"

    "কিন্তু এবার কি করণীয়?"
    "দেখ আমার মনে হয় এটা তোর ইন্‌ফাচুয়েশান"
    "বলছিস?"
    "হ্যা, দেখিস | আমরা টু গুড ফ্রেন্ডস, এটা ইন্‌ফাচুয়েশানই হবে" "কদিন পর কেটে যাবে"
    "যদি না যায়?"
    "ঠিক যাবে"
    "কিন্তু যদি না যায়?"
    "সে তখন দেখা যাবে, এখন একটু ঘটি গরম খাওয়া তো দিকি"

    সেদিন আরও অনেকক্ষণ ওখানে বসে গপ্পো করলাম | এটা ওটা নানান কথা | তবে বলে যে ভালই করেছি দুজনেই তাতে একমত |
  • ranjan roy | 122.168.201.200 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১৫:২৯417193
  • এইবার, আমাদের প্রজন্মের ভাষায়, ক্যাপসুল অ্যাকশান শুরু হবে। মানে, প্রেমের ক্যাপসুল শরীরের উত্তাপে গলতে থাকবে।
    দারুণ লেখা হচ্ছে। নীনার(ফিলডেলফিয়ার কি?) স্লো-স্পীড বক্তব্যের সাথে সহমত হইতে পারি নাই।
  • tkn | 122.162.42.23 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:২৪417194
  • ভালো লাগছে পড়তে। কিন্তু অনি, ধরণীর দ্বিধা হলে দিঘীতে ঝাঁপ??
  • ani | 122.169.146.237 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৩০417197
  • না ওটা আসলে ধরণী দ্বিধা বা দীঘিতে ঝাঁপ :)
  • ani | 122.169.146.237 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৮417198
  • 'বলে ভালো করেছি' তে একমত হলাম ঠিকই কিন্তু কি ভাবে জানিনা আসতে আসতে দুজনেই দুরে সরে যেতে থাকলাম | অদ্ভূত ভাবে আমারও একটু একটু করে গার্গীকে-হেবি-ভালো-লাগে ভূত কেটে যেতে লাগলো | কিছু মাস অন্তর অন্তর মাঝে সাঝে ফোনে কথা হত | একদিন বললো ও নাকি প্রেম করছে সুব্রত বলে কলেজেরই একটা ছোঁড়ার সাথে | আমাকে বললো তুই আয় একদিন আলাপ করিয়ে দেবো .. কিন্তু আমার আর যাওয়া হয়ে উঠলো না | বেশ অনেকদিন বাদে ফোনে বললো সে প্রেম নাকি কেটে গেছে |

    ওর বি.কম শেষ হয়ে গেলো .... আমার তখনও এক বছর বাকি কলেজের | বেনারসএ মাস্টার্স পড়তে চলে গেলো | যাবার পরে ওখানকার হোস্টেল-এর নাম্বারও দিলো একদিন | এদিকে আমরা দুর্গাপুর ছেড়ে পাকাপাকি ভাবে কলকাতা চলে এলাম | আমার গ্‌র্‌যজুয়েশানো হয়ে গেলো | একটা চাকরির জন্যে কলকাতার আপিসে আপিসে লিফলেটের মতন সি ভি বিলি করে বেড়াতে থাকলাম | কয়েক মাস এহেন পরিস্থিতির পরে বেড়ালের ভাগ্যে একদিন শিকে ছিড়ল - একটা চাকরি পেলাম | শহর: ব্যাঙ্গালোর |

    সম্পূর্ণ নতুন জীবন ভালো মন্দ মিশিয়ে কাটতে লাগলো | প্রচুর অদ্ভূত লোকের সাথে আলাপ হতে লাগলো - দেশের নানা প্রান্তের লোক | অনেকে কপালে সাদা হরিজন্টাল তিলক কেটে রাস্তায় ঘুড়ে বেড়ায় | কেউ বা ইতরের মতন রাস্তায় হাঁটুর উপরে গুটিয়ে ধুতি পরে, আবার কেউ মাথায় ফুল লাগিয়ে আপিস করতে আসে - সেই ফুলই সন্ধ্যেবেলায় শুকিয়ে চুলের সাথে চিপকে যা তা অবস্থা হয় | এমন লোকও চিনলাম যে কিনা রাহুল দেব বর্মণের নাম শোনেনি! অথচ এ দেশেই জন্মেছে |

    গার্গীর সাথে অল্পবিস্তর যোগাযোগ রইলো | মাঝে মাঝে মেল-এ | কালেভদ্রে ফোনে | মেল গুলো ইনবক্স থেকে সরিয়ে লোকাল ফোল্ডারে সেভ করে রাখতাম |

    এহেন মাস ছয়েক কাটবার পর একটা কেস হলো - পড়লুম প্রেমে | একই কিউবিকেলে বসা, ভিন-প্রদেশীয় একজনার সাথে | নাম: প্রিয়া | একেবারে হুড়মুড়িয়ে প্রেম শুরু হলো | অফিসে, ক্যান্টিনে, অটোতে, ফোরামের সিঁড়িতে, পি ভি আর-এর গদিওলা চেয়ারে, বি টি এম-এর তোষক পাতা ঘর-এ | ব্যস লাইফ সেটেল আরকি |

    দেখতে দেখতে বছর ঘুড়ে গেলো | গার্গীর সাথে আর তেমন যোগাযোগ নাই | একদিন ফোন করেছিলো - বললাম প্রিয়ার কথা |
    "কেমন মেয়ে রে?"
    "আমার তো ভালই লাগে"
    "এতো তাড়াতাড়ি না এগোলেও পারতিস"
    "এসব কি আর অতো হিসেব করে করা যায়!"
    "যাই করিস ভেবে চিনতে করিস বাপু, তুই আবার মেয়েদের বড্ড কম চিনিস"

    আরও এক বছর কেটে গেলো | প্রিয়া এবং আমি দুজনেই ঐ কোম্পানি ছেড়ে নতুন জায়গায় ঢুকে পড়লুম | শহরও পাল্টালো | আমার হায়দ্রাবাদ, তেনার চেন্নাই | প্রেম দিব্যি চলতে থাকলো পাশাপাশি | ঠিক করলাম একেই বিয়ে করবো | বললুম বাড়িতে | পিতা মাতা নিমরাজি - অনেক মোবাইলের বিল তুলে ধীরে ধীরে বাগে আনলাম | এসে দেখেও গেলেন তেনারা হবু পুত্রবধুকে | ওদিকে হবু শ্বশুরবাড়িতেও একই কেস | নানান অবাস্তব আপত্তি | এতো ছেলে থাকতে শেষে একটা বাঙালি ছেলে কেনো? বোঝানো হলো তাদের দেশের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে জাতীয় গান সবই বাঙালিরই সৃষ্টি | অতি কষ্টে এনারাও গররাজি হয়ে গেলেন | দেখা হলো দুই ফ্যামিলিতে | ঠিক হলো বছর খানেক পর বিয়ে হবে | অতি উত্তম |

    প্রায় দেড় বছর পরে একদিন রাত ১২ টার সময় ফোন - "কি রে কেমন আছিস?"
  • a | 122.163.113.79 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৭417199
  • অনি, চালিয়ে যান, বেড়ে নামছে।

  • arjo | 24.42.203.194 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:০৮417200
  • ভালোলাগে স্বপ্নের মায়াজাল বুনতে
    ভালোলাগে ঐ আকাশের তারা গুনতে ....

    বা: দিব্য হচ্ছে অনি।

  • Santanu | 217.196.19.45 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৯417201
  • মেয়ে রিসেন্ট একটা সিনেমা দেখেছে, লাভ আজকাল, দীপিকা পাড়ুকন আছে, সেদিন গল্প শোনাল

    - অনির গল্পের লাস্ট মোচড় দেখি সেদিকেই যাচ্ছে। যাক,
  • d | 117.195.39.155 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৬417202
  • আমি এখন কিনা "পাঠপ্রতিক্রিয়া' মোডে আছি, তাই তেকেনা'কে দু কথা বলে জাই। :)

    আমি মানুষটা এমনিতে খুবই কাঠখোট্টা টাইপ। টিনেজ (টুনটুনিমূলক?) প্রেম প্রেম গল্পগুলো আমার ঠিক পোষায় না। "শেষের কবিতা' ভাল্লাগে নি, যদিও প্রেমপত্র লেখার সময় কোটেশান ঝাড়ার জন্য বইটা আদর্শ। "শবনম' তো অতি অখাদ্য লেগেছিল। কাজেই খুব রোম্যান্টিক লোকজনের পক্ষে আমার বক্তব্য উপেক্ষা করাই ভাল। তুমি তেমন হলে উপেক্ষা কোরো, সমস্যা নেই। :)

    এই গল্পটা যখন প্রথম শুরু হয়, আমি ঐ ওপর ওপর চোখ বুলিয়েছি, ধরেই রেখেছিলাম যে এটা আমাকে তেমন টানবে না। কিন্তু লেখাটা টানল, কারণ চরিত্রগুলোর টানাপোড়েন আর শুধুই মোটাদাগে সাদাকালো নয়, ধূসর, মেতে ইত্যাদি শেডসগুলোও আসছিল বলে। কিন্তু তারপরে হঠাৎ গল্পটা কেমন ঝিমিয়ে গেল। দীপ্তেনদা যেমন বলেছেন, আমিও ডিট্টো যে একেবারে ঠিক জায়গায় শেষ হয়েছে। আরো আরো প্রেমের ওভারডোজ হলে পাঠক-আমি সম্ভবত: বোর হয়ে স্কিপ করতাম। আর আরেকটা কথা মনে হয়েছে এখানে "মৌ' চরিত্রটা একটু উপেক্ষিত। কিন্তু আমার মতে লেখকের আরেকটু মনোযোগ মৌ'য়ের প্রাপ্য। এটা সাদাকালো ফ্ল্যাট প্রেমের গল্প হলে এই কথাটা বলতাম না (ইন ফ্যাক্ট কিছুই বলতাম না। :) )। এই গল্পটা যদি আরো বড় হয়, মানে উপন্যাসের দিকে এগোয় তাহলে হয়ত বড় হয়ে যাওয়া লেখক আরেকটু ভাল করে মৌ'য়ের দিকে তাকিয়ে দেখবে, যেটা হয়ত ঐ বয়সী লেখকের পক্ষে সম্ভব ছিল না।

    এবারে বলি, ঐ যখন থেকে আমি মন দিয়ে পড়তে শুরু করি, তখন থেকেই অনেকদিন আগে পড়া একটা গল্পের কথা মনে পড়তে থাকে। অন্তর্জালেই পড়া গল্প। এক মধ্যবয়্‌সী ভদ্রমহিলার হঠাৎ স্বামী মরা যাবার পরের গল্প। ভদ্রমহিলা ঠিক প্রচলিত "বিধবা' শব্দটার কৌটোয় নিজেকে ভরতে পারছেন না ..... তাঁর একটি যুবতী মেয়ে আছে .... সেই মেয়ের "হহপা' প্রেমিক মেয়েটির সঙ্গ পাওয়ার আশায় তাঁদের বাড়ী আসছে ..... মা'ই বেশী সঙ্গ দিচ্ছেন ... দুজনেরই ভাল লাগছে .... মেয়েটি অবাক হচ্ছে, হয়তবা ক্ষুব্ধও। মা নিজের সাথে যুদ্ধ করছেন ..... তো, সেই গল্পেও ধুসর, ছাইছাই, মেটেমেটে শেডসগুলো চমৎকার আসছিল। তারপর কেন জেন গল্পটি হঠাৎ দ্রুত শেষ হয়ে যায়। সম্ভবত: শব্দসংখ্যা নির্দিষ্ট ছিল, তাই। কে জানে। যাই হোক, সেই জন্যই তোমাকে জিগ্যেস করেছিলাম অন্তর্জালে লেখোটেখো কিনা। এইবারে গল্পটার নাম ঠিকঠাক মনে নেই, কবে পড়েছিলাম তাও ঠিক করে মনে নেই। সম্ভবত: ২০০৭ এ, কিন্তু নিশ্চিত নই। তাই দেশের কবিতার কথা জিগ্যেস করেছিলাম। :)
  • ani | 122.169.146.237 | ১৩ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৫417203
  • "কি রে কেমন আছিস? গলা চিনতে পারছিস নাকি সেটাও ভুলে মেরেছিস?"
    "আরে তুই .... এতদিন পরে! কি খবর বল?"
    "খবর আর কি ... তেমন কিছু নয়"
    "তবুও?" ... খানিক নীরবতা ....
    "জানিস আমার না বিয়ে ভেঙ্গে গেছে"
    "আঁ?!"
    সম্মন্ধ করে পাত্র ঠিক হয়েছিল নাকি, দুর্গাপুরেরই ছেলে, কলকাতায় টি সি এস-এ কাজ করে | সব ঠিক, বিয়ের গয়না হচ্ছে, প্রণামীর লিস্ট আদান প্রদানও নাকি হয়ে গেসলো - এমন সময় একদিন নাকি ছেলের বাড়ি থেকে ফোন করে বলে যে এ বিয়ে সম্ভব নয় |
    "কবে হয়েছে এসব?"
    "মাসখানেক হলো"
    "এতদিন পরে আমাকে বলছিস?"
    "কাউকে বলিনি .... শুধু তোকেই বলছি"
    ....
    "এইটা কি তোর এখনকার নাম্বার?"
    "হ্যা"
    "ঠিক আছে অনেক রাত হয়েছে, তুই শুয়ে পড় এখন | পরে করবো আমি তোকে"

    পরেরদিন ঐ কথা গুলৈ মাথার মধ্যে ঘুরছে খালি | প্রিয়াকে কিসুই বললাম না | এর আগে প্রথম প্রথম ওকে কিছুটা বলেছিলাম গার্গীর গল্প, খুব একটা এই টপিক পছন্দ করছেনা মনে হয়েছিল | আমার যে কি করা উচিত এখন ঠিক বুঝতে পারছিলাম না | রাতে ফোন করবো ঠিক করলাম |

    "প্রিয়া কেমন আছে?"
    "ঐ আছে এক প্রকার"
    "কবে বিয়ে তোদের?"
    "এখনো কোনো ডেট ফিক্স হয়নি"
    ....
    "জানিস মা জিজ্ঞেস করছিলো তোর কথা"
    "কি বললি?"
    "বললাম তুই এখন চুটিয়ে প্রেম করছিস"
    "অতসব বলার আবার কি দরকার ছিল!"
    "মার এখন তোর সম্মন্ধে হেব্বি ধারণা, বলে ছেলেটা আসলে ভালই ছিল"
    "বাবা!"
    ....
    "বাড়িতে জিজ্ঞেস করছিলো তোর কি কাউকে পছন্দ হয়? দেখেশুনে দিতে গিয়ে যা হল তার থেকে তোর যদি কাউকে ভালো লাগে ..."
    "হুমম"
    ....
    "মাঝে মাঝে মনে হয় জানিস এতসব ঝামেলার থেকে তোকে তখন হ্যা বললেই ভালো হত"
    ... খানিকক্ষণ চুপ ...
    "তুই আজকে এতদিন পরে আমাকে এই কথাগুলো বলছিস?"
    "কিছুই বলছিনা তোকে ... মাঝে মাঝে মনে হয় তাই ..."
    "এখন আমি এটা জেনে কি করবো বল ... কথার খেলাপ করবো?"
    "না তা কেন ...."

    সেদিন রাত্রে আমার প্রায় চোখ ফেটে জল এসে গেসলো | আর করিনি ওকে ফোন তারপরে | মাস ছয়েক পরে ঐ করলো একদিন | বিয়ে ঠিক হয়ে গেছে - কলকাতারই ছেলে - কার্ড পাঠাবে আড্রেস চাই | গলা শুনে খুব খুশি মনে হল | এক দিকে আনন্দ হল ওর খবরে কিন্তু কোথায় যেন খুব কষ্টও হল |

    এদিকে আমার প্রেম দিব্যি চলছে - মেল-এ, জিটক-এ, ফোন-এ, এসএমএস-এ | মাঝে মাঝে তিনি আসেন, আবার আমিও যাই | প্রচুর তর্ক কোথায় সেটেল ডাউন করবো সেই নিয়ে | কিছুদিন পর পরই পাত্র পাত্রীর নিজ নিজ হবু শ্বশুরবাড়িতে ফোন করে কথা বলে ইজি হবার চেষ্ঠা |

    একদিন আমিই করলাম গার্গীকে ফোন - খুব খুশিতে আছে | সিমলায় হনিমুনে ভদকা খেয়েছে সে গল্প শোনালো, বরের সাথে নাকি ইয়র্কশায়ার যাচ্ছে আগামিকাল | অনসাইট |
  • teman keu na | 122.162.42.23 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ০০:০১417204
  • দ,

    উপেক্ষা? ধ্যাত। আমি প্রতিটি মতামত খুব মন দিয়ে পড়ি এবং সেটা মনে রাখি।

    হুঁ, সেই গল্পটির নাম পরীকথা :-) ২০০৭-এই। ঐ জন্যেই বলেছিলাম খুব অল্প লিখি অন্তর্জালে, প্রায় নাই বলা যায়। হ্যাঁ, শব্দসংখ্যা দেওয়া ছিল ওখানে। ওটাকেও আরো অনেক বড় করার ইচ্ছা আছে। বাচ্চুর টানাপোড়েন অনেক বেশি আঁকার ইচ্ছা আছে ওটাতে

    হ্যাঁ, এই গল্পটাও আসলে তো গল্প হিসেবে শুরু করব ভাবিনি। লিখতে ভালোলাগছে দেখে লিখছিলাম, এখন মনে হচ্ছে এটা সত্যিই উপন্যাসে নিয়ে যেতে চাই। যেখানে মৌয়ের যন্ত্রনা, সৌরভের ভাবনা এবং আরো কিছু থাকবে এবং টিকেনের সঙ্গে সৌরভের এপিসোড বা অন্য কিছুও। অনেক দিন আগে অন্য সাইটে টিনেজ সেক্স এডুকেশনের ওপর লিখতে গিয়ে একটা ছোট্টো ছবি লিখেছিলাম। সেটা পড়ে অনেকেই চুপ ছিলেন কেউ কেউ কিছু মন্তব্য করেছিলেন, শুধু সোমু(সোমনাথ) লিখেছিল "সেন্সরড হবে কি না হবে সেটা না ভেবে তুমি এটা বড় করে লেখ কারণ এই লেখাটায় একটা উপন্যাসের ক্যাপা আছে' । সেই ছবি, সে শেডও আনতে চাই আমি। ছেলেমানুষীর হাত ধরেই কিভাবে বড়মানুষীতে পা দিই আমরা সে কথা লেখার ইচ্ছা আছে। তোমার বা ডিডিডার মত আমারও মনে হয়েছে যে এখানেই বিভাসের থামার কথা। মৌ-এর বিভাসের প্রতি মনোভাব বা তার ভাবনাগুলো লিখলে গল্পটা হয়ত আরো আকর্ষণীয় হত, যদিও আরো অনেকটা বড়োও হয়ে যেত। সেক্ষেত্রে এটা মোটামুটি একটা বড় ধারাবাহিক হয়ে যাওয়ার সম্ভবনা ছিল। তা হলেও হয়ত পাঠক (ইনক্লুডিং তুমি :-)) ) বোর হতেন না। কিন্তু অত বড় একটা গল্প দিনের পর দিন টইতে লেখা যাবে কিনা সেটা বুঝিনি আমিও।

    উপন্যাস কিনা জানিনা, তবে আমি আমার মত গল্পটাকে লিখে চলেছি। এও জানিনা কেউ আদৌ ছাপবে কিনা সে লেখা। তবে যদি কখোনো সেটা আলোর মুখ দেখে, জানবে ঠিক আর দেখবে, এখানে পাওয়া একটা মতামতও আমি উপেক্ষা করিনি।
    :-))
  • ani | 122.169.146.237 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪১417205
  • একদিন সকাল বেলা অফিসে গিয়েই দেখি একটা মেল:

    From:Priya
    Subject:TheEnd
    "Ihavefalleninlovewithsomeone.Sorry"

    कश्तियाँसाहिलपेअक्सरडूबतीहैप्यारकि
  • Shuchismita | 98.228.118.141 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ০২:৫৩417206
  • হ্যাঁ 'পরীকথা' গল্পটা দিব্যি মনে আছে। ওটা তেকোনার লেখা ছিল নাকি? তাহলে তো সেদিন থেকেই আমি আপনার ফ্যান। ওখানে লিখেওছিলাম বোধহয়। বিভাসের গল্প শেষ হয়েছে একদম ঠিক জায়গায়। তবে শেষ দুই কিস্তিতে একটু তাড়াহুড়োর ছাপ চোখে পড়েছে। উপন্যাসটা লেখার সময় ভুলে যান টাইমটেবিলের কথা। পথের শেষটা অত জরুরী নয়, দু-পাশের শোভা তারিয়ে তারিয়ে উপভোগ করতে করতে ছুটে চলুক রেল-গাড়ী - যেমন ভাবে শুরু হয়েছিল এই লেখাটা।

    অনি, খুব ভালো লাগছে আপনার গল্প।
  • tkn | 122.162.42.23 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:১৮417208
  • :-)
    যদি সেই শুচিস্মিতাই আপনি হন তবে আনন্দবাজারের গল্পের পরেও আপনার শুভেচ্ছা পেয়েছিলাম আমি এবং পরীকথা আর নারীজমিনেও বোধহয়।
    :-)
  • Shuchismita | 98.228.118.141 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ০৩:৩৩417209
  • ঠিক ঠিক। তবে তখন বোধহয় আমরা 'তুমি' বলতাম :)

  • tkn | 122.173.182.54 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৪417210
  • তবে নিজে "আপনার ফ্যান" লিখেছ কেন শুনি!!
    :-)
  • papiya | 71.169.197.254 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১২:৪০417211
  • তা সেই পরীকথা কোথায় পাওয়া যায় ????
  • dipu | 207.179.11.216 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১২:৫৬417213
  • যা:, নাম ফাঁস হয়ে গেল :-)
  • tkn | 122.173.182.54 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৩:০৩417214
  • কব্বেই তো "দ"-এ পড়ে ফাঁস করেছি :-)))
  • d | 144.160.5.25 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৫417215
  • ওহোহো পরীকথা। ঠিক ঠিক। হ্যাঁ আমি ঐ একটাই লেখা পড়েছিলাম। তারপরে রবিবাসরীয়তে চ্যাটরুমের গপ্পোটা, যেটা আমার ভাল লাগে নি। :) (যদিও ২-১ টা ক্যারাকটারকে আইডেন্টিফাই করতে পেরে হেভি মস্তি পেয়েছিলাম। :)) )

    হুঁ টইএর স্ট্রাকচারটা ঠিক ব্লগ টাইপ নয়। তুমি ইচ্ছে হলে একটা অন্য টই খুলে তাতে লিখতে শুরু করতে পার। তবে সেক্ষেত্রে প্রথমেই পরিস্কার করে বলে দেওয়া ভাল যে এটা গল্প/উপন্যাস এবং লোকে তাগাদা দিলে চলবে না। মানে দিতেই পারে, কিন্তু তুমি তাতে কান দেবে না।
  • M | 59.93.218.141 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৪৯417216
  • আচ্ছা, রবিবাসরীয়-র লিঙ্কটা দিতে পারবে? তালে দাওনা।
  • Samik | 219.64.11.35 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:০২417217
  • অনি, মনোবীণা কি পরে জলপাইগুড়ি ইঞ্জিনীয়ারিং কলেজে পড়তে এসেছিল? ভৌমিক?
  • papiya | 71.169.197.254 | ১৪ সেপ্টেম্বর ২০০৯ ১৪:১৪417219
  • ধন্যবাদ তেকোনা-দি :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন