এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭৮৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 192.66.26.56 | ০৪ ডিসেম্বর ২০১৫ ০৯:২৮398310
  • FCRA থাকা একটি অর্গানাইজেশনের নামে।
    ---

    কাল গুরুর গ্রুপে একজন পোস্ট করেছিলেন, এখানেও রাখলাম।

    Saief Rouhan

    বন্ধুরা শীত প্রায় এসে গেছে। আপনারা যদি কোলকাতার যে কোন রাস্তায় বা আপনার পাড়ায় ( পুরো কোলকাতা, ব্যারাকপুর নইহাটি, সাউথ এর কিছু অংশ সহ ) কাউকে বিনা কাপড়ে বা বিনা কম্বলে দেখেন তাহলে এই নাম্বার এ Whatsapp এ তার ছবি এবং লোকেশন ( পারলে GPS, অথবা জায়গা/রাস্তার/মোড় এর নাম) পাঠিয়ে দেবেন। ২৪ ঘন্টার মধ্যে আমরা তার কাছে পোউছে যাওয়ার চেস্টা করব। এবং আপনাদের মোবাইল এ কাপড়/কম্বল সহ তাদের ছবি Feedback হিসেবে পাবেন।
    এই পোস্ট কে যত বেশি পারেন শেয়ার করুন যেন Maximum মানুষ উপকৃত হন।
    9830557766
  • kanti | 55.117.200.62 | ০৪ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৫398311
  • পাই, সাহায্য তহবিলের ব্যাপারটিতে আমি আগ্রহী। যদি এ বিষয়ে সব তথ্য আমাকে মেইল কর ভাল হয়।
    ফেসবুকে এবিষয়ে তোমার একটি ঘোষণা দেখেছিলাম , মনে হচ্ছে। আমার মেইল ঠিকানাঃ
    [email protected]
  • pi | 192.66.22.127 | ০৫ ডিসেম্বর ২০১৫ ০৮:৫২398312
  • অনেক ধন্যবাদ কান্তিদা। মেইলগ্রুপে জুড়ে দিচ্ছি। ওখানেই সব তথ্য পেয়ে যাবেন।
  • pi | 192.66.103.139 | ০৬ ডিসেম্বর ২০১৫ ১০:১৩398313
  • কেউ চাইলে সাহায্য করতে পারেন। কেসটা জেনুইন ই নমে হয়েছে। কেউ চাইলে নিচের নং এ কথা বলে নিতে পারেন, এস এস কে মে দেখেও আসতে পারেন। ছেলেটির বাবার যা শুনলাম ছোটো তেলেভাজার দোকান। ঐ পাড়ারই কয়েকটি ছেলে মিলে চিকিৎসার খরচ চালাচ্ছেন, কিন্তু আরো টাকা দরকার।

    http://s14.postimg.org/j5447cknl/12308409_769855363118295_758734312049
    2779099_n.jpg

    ব্যাংক অ্যাকাউণ্ট আছে, সেখানে বা সাক্ষাৎ করে দেওয়া যাবে।
  • Abhyu | 109.172.116.187 | ০৬ ডিসেম্বর ২০১৫ ১১:০৩398314
  • যদি কেউ চান তো সাহায্য করুন, পাতার বাঁদিকে ডোনেট নাও বাটনে ক্লিক করে http://www.ashanet.org/projects/project-view.php?p=1244
  • pi | 192.66.35.71 | ০৬ জানুয়ারি ২০১৬ ০৮:৪৫398315
  • অরণ্যদা এবং আর যাঁরা আগ্রহী, তাঁদের জন্য রইলো।

    'আগামী ১৫ ও ১৬ জানুয়ারি কোহিনূর চা বাগান (বন্ধ হয়েছে পুজোর এক সপ্তাহ আগে) এবং বাগরাকোট চা বাগানে (বন্ধ হয়েছে ৬ মাস আগে)) ত্রাণ ও মেডিকেল রিলিফের ক্যাম্প করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শীতকাল এদের কাছে আরও কষ্টের যন্ত্রণার। এই সময় পাতা তোলার কাজ প্রায় হয় না।ফলে অধিকাংশ বাগান মালিক কারখানা বন্ধ করে চলে যায়। সুতরাং সমস্যা ঘোরতর হয়ে ওঠে। সংগ্রাম ও সংহতির নানা কর্মসূচীর পাশাপাশি আমরা এই সময়টায় সাধ্যমত চা শ্রমিকদের জীবনসংগ্রামকে সহায়তা দিতে কিছু মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বন্টনের কাজকে সংগঠিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংগ্রাম ও সংহতির কর্মসূচীগুলোতে আপনার অংশগ্রহণের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের জন্য আপনিও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশা রাখি।
    প্রসঙ্গত জানিয়ে রাখিঃ চা বাগানের শ্রমিকদের এই দুর্বিষহ অবস্থার অবসানের দাবিকে জোরালো করতে, মূলতঃ বৃহত্তর সমাজের সংহতিকে চা-শ্রমিকদের ন্যায্য দাবির পাশে সমাবেশিত করার দাবিতে গড়ে উঠেছে ‘চা-বাগান সংগ্রাম সমিতি’। তাদের ডাকে আগামী ২৫ জানুয়ারী, কলকাতায় চা বাগানের শ্রমিকদের জীবন ও জীবিকার দাবিকে জোরালো করতে, একটি কনভেনশন অনুষ্ঠিত হবে। বৌবাজারের ভারতসভা হল, বিকেল ৩ টে।
    যোগাযোগ করুন-৯৪৩২৮৪৪৯২৩, ৯৮০৪৫৬১৮৭৫
    সাধ্যমত আর্থিক সাহায্য পাঠাও— মেডিকেল ক্যাম্প আর ত্রাণের সামগ্রী কেনার জন্য।
    অর্থ সাহায্য পাঠানোর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস—
    Samik Chakraborty
    Account no. 30187814978
    State Bank of India
    Branch : 01888 - BELGHORIA
    IFSC- SBIN0001888'
  • pi | 174.100.1.222 | ০৬ জানুয়ারি ২০১৬ ১৩:০৮398316
  • বছর ১৫ আগে দীপক মজুমদারের একটা সংকলন বের করেছিল মনচাষা। সেটা কারুর কাছে থাকলে, বা অনলাইন থাকলে একটু জানাবেন। আগাম ধন্যবাদ।
  • ? | 69.160.210.3 | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:০৮398317
  • দাহপত্র র দীপক মজুমদার সংগ্রহে থাকবে না?
  • ? | 69.160.210.3 | ০৬ জানুয়ারি ২০১৬ ১৪:২৬398318
  • http://laljiperdiary.com/2014/05/24/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D/

    সন্দীপন ভট্টাচার্য (মনফকিরা, পূর্ববর্তী মনচাষা) কে ফোন করে (৯৪৩৩৪১২৬৮২) জানা গেল ওনার কাছে এক কপি বইটি অছে। মুকুন্দপুরে (রুবির পর এ) কেউ যদি ওঁকে ফোন করে যেতে পারে, উনি দেখাতে পারবেন। যে কেউ ফোনে/ ক্যামেরায় ছবি তুলে বা স্ক্যান করে নিয়ে আসতে পারে। তবে উনি কনফার্ম করলেন, মহীনের ঘোড়াগুলি নিয়ে ওখানে একটাই ছোট্টো লেখা ছিল, যেটা পরে মহীনের অ্যালবামের ইনলে তে যায়।
  • pi | 24.139.209.3 | ০৭ জানুয়ারি ২০১৬ ০৯:০৫398320
  • অনেক ধন্যবাদ।
  • ? | 69.160.210.3 | ০৭ জানুয়ারি ২০১৬ ১১:০২398321
  • ওঁর কথাই শেষ কথা না ধরে নিয়ে কেউ গিয়ে ফিজিকালি বইটা দেখে আসলে, সূচীপত্রের আর লেখাটার ছবি তুলে আনলে মনে হয় চক্ষুকর্নের বিবাদভঞ্জন ইত্যাদি ...
  • pi | 192.66.101.81 | ০৭ জানুয়ারি ২০১৬ ১২:৫৪398322
  • যা জানতে পারলাম, ঐ লেখাটা দীপক মজুমদারের নয় আর ঐ পাব্লিকেশনে যা যা ওঁর নামে গেছিল, সেগুলো অনেক কিছুই ওঁর লেখা নয়। অনেক গণ্ডগোল আছে। ওটার উপর নির্ভর করতেই বারণ করলেন লোকজন।

    'দাহপত্র' এ ( এবং/অথবা গোলকধাঁধায়) মহীন নিয়ে ওঁর একটি লেখা বেরিয়েছিল, সেটি কারুর সন্ধানে থাকলে জানালে ভাল হয়।
    আবারো ধন্যবাদ।
  • de | 24.139.119.174 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৩:৩৮398323
  • চা-বাগান প্রসঙ্গে -
    পাই, পাঠানোর পর এই সঙ্গে দেওয়া নম্বরে ফোন করে কনফার্ম করবো - যদি অন্য কোন নম্বর থাকে একটু মেল করে দিও -
  • pi | 24.139.209.3 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৩:৪০398324
  • হ্যাঁ, দে দি, তোমাদেরই ( এবং সাইটের আর যাঁরা মেইল করে সাহায্য করতে চেয়েছেন) মেইল করছিলাম। একটু বাদেই পাঠাচ্ছি।
  • pi | 24.139.209.3 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৫:৩৭398325
  • আর লাগবে না, পেয়ে গেছি।
  • pi | 192.66.40.205 | ১০ জানুয়ারি ২০১৬ ১৯:৫৩398326
  • শমীকদার আপডেট।
    'We are planning to arrange some medical and relief camps to stand beside the workers of some tea gardens of Dooars region.
    Many people and organisations are already in the drive for collection. Some of the doctors have made their mind to join the effort. Many friends and sympathisers have already contributed money for the effort and some are in the process of transferring the same.
    This is just a reminder to all : Our medical and relief team will leave Kolkata on 14 th Jan. And as they have to gather things with the collected amount, it would be easier to manage things if contributions reach us as soon as possible.
    Those who want to send contributions by net banking can opt to send to my bank account (Samik Chakraborty, Account no. 30187814978, State Bank of India, Branch : 01888 - BELGHORIA, IFSC- SBIN0001888)
    People in and around Kolkata can contact Biswajit Hazra Arijit Chakraborty Ratul Swapno Niye Munmun Biswas or others they know connected with the initiative. Those in Siliguri and hills can contact Depen Tamang Sangita Khewa Subba Thendup Lama or others. The ones in western dooars can contact Amir Sundas Ajay Kharka for the same, and those in eastern dooars can catch up with Suman Goswami Tanmoy Nag.
    The medical and relief camps would be arranged by Chaaybagan Sangram Samity and organised and contributed by various organisations and people, with their respective identities too.
    Initially the plan was to organise two camps at Kohinoor Tea Estate and Bagrakote Tea Garden.
    In the meantime, a few days back, there came up a decision that Kohinoor Garden would reopen on 16th Jan. It is indeed a great news!
    But in this context, we altered our plan a little bit. It is like this now:
    Jan 15 - Medical Camp at Kohinoor Tea Garden, Medical and Relief Camp at Madhu Tea Estate.
    Jan 16- Medical and relief camp at Bagrakote Tea Garden, and Nageswari Tea Gardens.
    And apart from all these, we are arranging campaign and awareness programmes, film screenings and consolidating peoples' solidarity for the righteous demands of the tea workers. These sort of programmes are being arranged and planned in several places in South Bengal. And in the tea region, consecutive programmes would be arranged in Alipurduar, Dhumsipara Tea Garden, Kalchini Tea Garden, Madhu Tea Garden, Kohinoor Tea Garden, Birpara, Bagrakote Tea Garden, Nageswari Tea Garden, Siliguri, Panighatta Tea Garden, Kurseong, Sonada, Margaret's hope Tea Garden, Dhotrey Balasun and many other places.
    A convention to strengthen solidarity with the righteous demands of life and livelihood of the tea workers would be held on Jan 25, Bharat Sabha Hall, 3 pm in Kolkata, organised by Chaay Bagan Sangram Samity.'

    আর এখান থেকে কেউ কেউ ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছে।
  • অনুরোধ | 126.50.59.180 | ১৩ জানুয়ারি ২০১৬ ২০:৫৫398327
  • একটু অন্যরকম সাহায্যের প্রস্তাব পাড়ছি এখানে। দিল্লিবাসী এক ভদ্রলোক এখানকার এক মিডিয়া কোম্পানিতে কাজ করেন। কিন্তু কোম্পানিটি বন্ধ হবার মুখে - দু'নম্বরী, তহবিল তছরুপ ইত্যাদি বিভিন্ন চার্জে ফেঁসে মালিকটি এখন জেল খাটছেন।

    তো, স্ত্রী-সন্তান নিয়ে লোকটির এখন প্রায় পথে বসবার জোগাড়। ভিজুয়াল মিডিয়া নিয়ে কাজ করেন, অ্যানিমেশনের কাজ জানেন, ফোটোগ্রাফির কাজ জানেন, এবং একটা এমবিএ ডিপ্লোমাও আছে। মোটামুটি পনেরো বছরের এক্সপেরিয়েন্স।

    কোনওভাবে দিল্লি বা কলকাতা বা অন্য কোথাও যদি একটা রিলেটেড চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়। যে কোনও ডেজিগনেশনে, যে কোনও পজিশনে ...
  • T | 24.100.134.82 | ১৩ জানুয়ারি ২০১৬ ২২:১৭398328
  • অন্য টই ডোবাচ্ছি তাই...
  • pi | 120.227.73.41 | ০৮ মার্চ ২০১৬ ১৩:৫১398329
  • এটা জানতে পারলাম। এঁদের কাজকর্ম সম্বন্ধে যা জানি, তাতে ভরসা করা যায় বলে শেয়ার করলাম।
    'বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। চা বাগান সংগ্রাম সমিতি এবং এনএপিএম-র সহযোগিতায় আগামী ২৫, ২৬ ও ২৭শে মার্চ একটি ত্রাণদল আলিপুরদুয়ারের বন্ধ তিনটি চা বাগানে ত্রাণবিতরণ করবে ও স্বাস্থ্য শিবির চালাবে।
    অর্থসংগ্রহ চলছে। আরও অর্থের প্রয়োজন। হাত বাড়িয়ে দিন।
    যোগাযোগ করুনঃ
    অরুণ সেন, সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল--৯৭৩২৬৮০৫৫৪
    ডা পুণ্যব্রত গুণ, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ--৯৮৩০৯২২১৯৪
    ডা সিদ্ধার্থ গুপ্ত, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ--৯৮৩১১০০৪৬৪'
  • aranya | 154.160.98.95 | ০৮ মার্চ ২০১৬ ২১:৫৫398331
  • পুণ্য-দা রা উদ্যোগ নিচ্ছেন, ভাল লাগল
  • pi | 24.139.209.3 | ০৯ মার্চ ২০১৬ ০৭:২২398332
  • কেউ দিতে চাইলে,
    'Savings Account of Shramajibi Swasthya Udyog: Punjab National Bank Savings Account No. 0100000128050492. IFSC Code: PUNB0010000.
  • pi | 24.139.209.3 | ০১ জুন ২০১৬ ০৮:১৮398333
  • পুণ্যদার একটা পোস্ট রইলো।

    'শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ কতগুলো বড় কাজ হাতে নিয়েছে।
    ১। চেঙ্গাইলের শ্রমিক-কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রের এক্স-রে ডিজিটাল করা হচ্ছে।
    ২। ছত্তিশগড়ের ওপর ডকুমেন্টারী প্রায় শেষ পর্যায়ে।
    ৩। কমিউনিটি ডেভেলপমেন্ট মেডিসিনাল ইউনিটের সঙ্গে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার এক ড্রাগ ফর্মুলারী তৈরীর কাজ প্রায় শেষের দিকে।
    ৪। বন্ধু হেমাটোলজিস্ট ডা রাজীব দে চেঙ্গাইলে রোগী দেখা শুরু করতে চলেছেন, রক্ত পরীক্ষার জন্য একটা থ্রী পর্ত েল্ল ৌন্তের কেনার কথা ভাবা হচ্ছে।
    মোট খরচ পড়বে ৭ লাখ + ৫০ হাজার + ১ লাখ + ৩ লাখ ৮৫ হাজার টাকা= ১২ লাখ ৩৫ হাজার টাকা
    ব্যাংকে আছে আমাদের প্রায় ২ লাখ টাকা। দুই বন্ধু ৪ লাখ টাকা দীর্ঘমেয়াদী বিনা সুদে ঋণ দিয়েছেন।
    দৈনন্দিন কাজ চালাতে সংগঠন স্বনির্ভর ১৯৯৮ থেকেই। কিন্তু এতো বড় প্রয়োজন ক্লিনিক থেকে মেটানো যায় না।
    বন্ধু ও সমর্থকদের আহ্বান জানাচ্ছি অর্থসংগ্রহের জন্য। আশা করি সাড়া পাবো।'
  • Copy-paste | 138.192.7.51 | ২৩ জুন ২০১৬ ০১:৫৪398334
  • name: HM mail: country:

    IP Address : 209.38.154.10 (*) Date:23 Jun 2016 -- 01:04 AM

    গুরুর সবার কাছে একটু সাহায্য চাইছি, এখানে কেঊ আমাকে কোন ভালো চাইল্ড সাইকিয়াট্রিস্টের সন্ধান দিতে পারেন ? সল্টলেকের কাছাকাছি হলে ভালো হয় কিন্তু বাধ্যতামূলক নয়। সত্যি ভালো ডাক্তার হলে কলকাতার অন্যত্র হলেও চলবে।

    নেটে হয়তো অনেক কেই পাচ্ছি কিন্তু , কোন ফার্স্ট হ্যান্ড রিভিউ পেলে একটু ভরসা পাই আর কি ।

    আমার এক ব্ন্ধুর ছেলে পাঁচ বছর বয়েস, হ্ঠাৎ হ্ঠাৎ প্রচন্ড ভায়োলেন্ট হয়ে উঠছে, বাবা বিদেশে এ কর্মরত , মাঝে মাঝে ছেলের কাছে আসে বা ওরা যায় ৬ মাস অন্তর। কিন্তু ইদানীং সে ছেলেটি মাকে মারধর শুরু করেছে , এরকম ও বলছে মাকে মেরে ফেলব , বা কেটে ফেলব, হাত মুচকে দিয়ে বলছে লাগছে? বা আরো কষ্ট দেব, এই জাতীয়, কিছু পরে একদম স্বাভাবিক , আগের কোন চিহ্ন নেই।
    প্রসঙ্গতঃ ছেলেটি অ্যাডপ্টেড কাজেই বাবা বা মা এর জেনেটিকাল ক্যারেকটরিস্ট্কস দিয়ে বিচার করা যাচ্ছে না।

    স্বাভাবিক ভাবেই আমার বন্ধু খুব ওরিড, কেউ কোনো হেল্প করলে উপকৃত হব।
  • Help | 59.44.51.95 | ২৩ জুন ২০১৬ ০৭:৩৮398335
  • চাইল্ড স্পেশালিস্ট নন। তবে বিখ্যাত ।dr Harish Shetty। মুম্বাই তে।
  • Sudipta | 11.39.56.121 | ২৩ জুন ২০১৬ ০৮:৫৫398336
  • ডক্টর জে আর রাম।
    এপোলো কলকাতায় আছেন।
    কলকাতায় বেস্ট। বাচ্চা-বুড়ো সব বয়সের জন্যে। সল্লেকের কাছেই হবে।
  • d | 24.97.163.220 | ২৩ জুন ২০১৬ ০৯:৫৪398337
  • শান্তনু, শান্তনু, দেখো তো কে সাহায্য করতে পারো নাকি?
  • d | 24.97.163.220 | ২৩ জুন ২০১৬ ০৯:৫৫398338
  • HM কে
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ১০:৪০398339
  • অভি সাহায্য করতে পারেন।

    চাইলে মন ফাউন্ডেশনের মোহিত রণদীপের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে যোগাযোগ করিয়ে দেব।
  • Santanu | 119.177.168.100 | ২৩ জুন ২০১৬ ২০:৩৬398340
  • দ, সাহায্য করতে হলে তো বৌ এর কন্টাক্ট দিতে হয়, সেটা কি ভালো দেখায়? তাছাড়া তিনি তো সল্টলেক এর দিকে জান না, তার দৌড় ভবানীপুর থেকে পিয়ারলেস।

    তবে HM কে দুটো সাহায্য করতে পারি, 1) আপনি প্রথমে কোনো Psychologist এর কাছে যেতে পারেন ২) J R Ram আজকাল শুনেছি পেসেন্ট দের খুব কম সময় দিতে পারেন, বেস্ট হবার এই এক জ্বালা।
  • sinfaut | 11.39.84.92 | ২৩ জুন ২০১৬ ২৩:২৭398343
  • HM,
    ডঃ বর্ণালী ঘোষ।

    কলম্বিয়া এশিয়া আর সাউথ সিটির উল্টোদিকে অ্যাপোলো তে বসেন।

    অত্যন্ত নির্ভরযোগ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন