এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • চন্দ্রবিন্দূ U/A কেমন লাগলো?

    ontheotherhand
    গান | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ | ৭১৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • omnath | 59.93.244.7 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:০২393772
  • অ্যাজ ইউজুয়াল। ব্যাপক।
  • RATssss | 63.192.82.30 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:০৬393783
  • আগে শোনাও তবে তো লিখবো...
    নয়ত বলব কাঁচকলা লেগেছে :-))
  • nyara | 64.105.168.210 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:১০393794
  • ক'বার শোনার পরে ব্যাপক লাগছে? আমি বার পাঁচেক শুনেও এবারের অ্যালবামটা ঠিক হজম করতে পারিনি। চন্দ্রিলের গণসঙ্গীতের ইয়ুথ কয়্যার-মার্কা স্পুফটা চলেগা। তাতিন-ও হোঁচট খেতে খেতে চলেগা। কিন্তু বাকিগুলো ঠিক অল্প আয়াসে হজম হলনি।
  • Shuchismita | 141.218.214.156 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:১৮393805
  • তব মুকুট, তাতিন, আর কিচ্ছু চাইনি ভালো লাগলো। আমি দিবসের লিরিক ভালো লেগেছে। গানটা নয়। বাকিগুলো তো এখনো ভালো লাগাতে পারলাম না। ধ্যাত্তেরিকা আর পার করে দে মা - এই দুটো তো অতি অসহ্য লাগলো।
  • RATssss | 63.192.82.30 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:৪১393816
  • আমারে কেউ কষ্টকরে গানগুলো শোনাও পিলিজ :-)
    একটা ছোট লিঙ্ক - আর esnips-এ গান

    আমিও চন্দ্রবিন্দু শুনতে চাই
  • nyara | 64.105.168.210 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:৪৬393827
  • এই কমিউনিটিতে একটা লিংক ছিল। এখন এটা 'মেম্বার্স ওনলি' হয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না লিংকটা আছে কিনা।

    http://www.orkut.com/Community.aspx?cmm=15673106
  • omnath | 59.93.244.7 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:৫০393838
  • আমার এমনিই ভালো লাগে। মিডিয়া প্লেয়ার এ রিপিটেডলি চালানো আছে। কম্পু চললেই এখন এই দুটো অ্যালবাম বাজে। পল্লব কীর্তনীয়া আর চন্দ্রনিন্দু। এই গানগুলোর কোনো ক্রিটিকাল অ্যানালিসিস নাই। জাস্ট ভালো লাগে।
    ডি মাইনর তো অসাধারণ লাগল। খাচ্ছে খাক, ধ্যাত্তেরিকা, ভ্যাবাচ্যাকা মার্কা গানগুলো আমার চিরদিনই ব্যাপক লাগে। উঠে যাওয়া সিঁড়ি খারাপ কি? "ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেস্টপেপারে রাখা"। উ:। পার করে দে মা বাজলে ইনভ্যারিয়েবলি একটু নেচে নিই। :-) বাকিগুলো তো বললেই।

    ধুর আমার ভালো লেগেছে ব্যাস।
  • omnath | 59.93.244.7 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৮:০০393849
  • ধ্যাত্তেরিকা টা টিভি সিরিয়ালের গান। আমি অবিশ্যি সেটা পুরোটা কোনোদিন শুনিনি বলে বলতে পারছি না এই গানটায় কিছু বাড়ানো হয়েছে কি না। আসলে আমি মসদুয়েকের আগে কোনো নিরপেক্ষ মতামত দিতে পারব না।

    কিংবা, ধুর, কোনো দিনই দিতে পারব না।

    আমি-দিবসে কতগুলো নতুন শব্দ পেলে? তারাবাজার এর মতো?

    গ্যালাক্সী জুড়ে ক্যানাইন টীথের স্ট্রাকচার - এর ফাণ্ডাট? :-))
  • tania | 76.247.107.162 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৮:৪৭393773
  • ডি মাইনর বেশ ভাল লেগেছে, তবে এইটা তোমার গান-এর হ্যাংওভার বিদ্যমান, তাই শুধু ভাল, খুব ভাল বলব না।
    তাতিন ভাল লাগেনি। বড্ডবেশী আমায় দ্যাখ টাইপ লেগেছে।
    তব মুকুট মন্দ না।
    বাকিগুলো যাস্ট বাজে লেগেছে।
  • Ishan | 12.240.14.60 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:৪৩393774
  • এ বাবা। আমার আবার ডি মাইনর টাই তেমন জমলনা মনে হয়েছিল। :)
  • Shuchismita | 141.218.214.156 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১০:০৩393775
  • উঠে যাওয়া সিঁড়ি ভালই। তবে অনিন্দ্যর গান যেমন হয় আর কি। ভালো লাগে, কিন্তু ধাক্কা মারে না।

    আমি দিবস আরেকবার শুনলাম। লিরিক তো খুবই ভালো। কিন্তু গানটা শুনতে বড্ড কানে লাগছে।
  • sifo | 117.195.192.188 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১০:১৪393776
  • এই অ্যালবামটা কবে বেরিয়েছে? তাতিন ভালো লাগলো।
  • Tim | 204.111.134.55 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১০:২৬393777
  • তব মুকুট ভালই লাগলো । ডি মাইনর ও মন্দ না। বাকিগুলো ভুলভাল।
    চন্দ্রিলের গলা ""তব মুকুট"" ধরণের ক্যাওগানে বেশ মানিয়ে যায়। আর কিছু না করে বরম আরো বেশি করে গান গাইলেই পারে। :-)))
    প্রথম কয়েকটা অ্যালবাম শুনে মনে হতো চন্দ্রবিন্দু ক্যাওড়ামোটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে। শেষ তিনটে অ্যালবাম শুনে দেখছি বুঝতে ভুল হয়েছিলো। গানটাকেই ক্যাওড়ামোর পর্যায়ে নিয়ে এসেছে বললে ভালো হয়।;-)
  • nyara | 64.105.168.210 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১১:১৫393778
  • চন্দ্রবিন্দু দল হিসেবে গান শুরু করেছে মুলত: কলেজে ফেস্টে প্যারডি/স্পুফ গাইতে গাইতে - মানে অন্যের সুরে চটকদার কথা বসিয়ে। চন্দ্রিল আর অনিন্দ্যর কলম শক্তিশালী হবার কারণে ওদের ইউ এস পি হল অন্যের সুর, আমাদের কথা। বহু বহু ব্যান্ডের মাঝখানে দল প্রতিষ্ঠা করতে এই স্ট্র্যাটেজি কাজে লেগে গেছে। যদিও মনে হয়না খুব ভেবেচিন্তে এরকম স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে। ওদের প্রথম অ্যালবাম করাটাও তো খানিকটা অবস্থাবিপাকে পড়ে। অন্য সফল দল 'ভূমি' কাজে লাগাল বাংলা সিউডো-ফোকের niche-কে। পরশপাথর ধরণের আরও কিছু অল্প-সফল দলের সেরকম কোন ইউ এস পি ছিলনা, তাই তার সেরকমভাবে এগোতে পারলনা।

    ব্যান্ডের জীবনের দ্বিতীয় পর্যায়ে সাঙ্গীতিকভাবে দলের যেভাবে পাল্টে নেওয়া দরকার সেটা চন্দ্রবিন্দু ঠিক করে উঠতে পারছে বলে আমার মনে হয়না। ব্যান্ডের গানের - অন্য অনেককিছুর মতই - দুটো দিক। একটা তাদের গানের সৃষ্টিশীলতার দিক। আর অন্যটা বাণিজ্যিক দিক। সৃষ্টিশীলতার দিক থেকে মনে হয় অনিন্দ্য বা চন্দ্রিল কেউই মনে করেনা চন্দ্রবিন্দু বা গান লেখা/গাওয়া/করা তাদের সৃষ্টিশীলতার মোক্ষ - দি ফাইনাল ডেস্টিনেশন। উপল করে কিনা জানিনা, তবে তার একটা অন্য কাজ আছে। কাজেই এই পর্যায়ে যতটা সময় দিয়ে, যতটা ভাবনাচিন্তা, পরীক্ষানিরীক্ষা করলে দলটা এগোতে পারবে ততটা উদ্‌যোগ দেবার মতন ইচ্ছে বা সামর্থ্য দলের মাথাদের আছে কিনা সেটা ভাববার বিষয়।

    এ ব্যাপারটা আরেকভাবে বোঝা যায় যদি চন্দ্রবিন্দুর অ্যালবামের গানের ধরণের একটা খতিয়ান নেওয়া যায়। একটা গাঢ় গলায় গাওয়া হাল্কা প্রেমের গান, একটা চন্দ্রিলের স্মার্ট ফাজলামি, একটা ফোকঘেঁষা ক্যাওড়ামির গান - যেটা সাধারণত: অ্যালবামের শেষ গান ইত্যাদি একটা প্যাটার্ন দেখা যাবে। প্যাটার্নের আশ্রয় তখনই নিতে হয় যখন হয় বিশেষ চিন্তাভবনা করার সময় থাকেনা, আর নয়তো যখন দল এতটাই সফল হয়ে গেছে যে পরীক্ষানিরীক্ষা করে হ্যাটা হতে চায়না। চন্দ্রবিন্দুর কেসে প্রথম কারণটাই প্রধান মনে হলেও দ্বিতীয়টাকে উড়িয়ে দেওয়া যায়না।

    আরও অনেককিছু লেখার ছিল, কিন্তু টাইপ করতে করতে বোর হয়ে গেলাম। পরে এন্থু এলে দেখা যাবে।
  • m | 12.240.14.60 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১১:৩৩393779
  • এইবারের অ্যালবাম টা শুনলে মনে হয় স্মার্টনেসের জগঝম্প- প্রচুর স্মার্ট শব্দের কারিকুরি-অথচ কোনো গান সেই অর্থে মনে এসে ধাক্কা দেয় না। মনে হয় ট্রেন ধরার খুব তাড়া ছিলো:)
  • § | 122.162.81.23 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:১৮393780
  • পুরো অ্যালবাম তো শুনিনি, তব মুকুট পড়িল শুনলাম স্টারানন্দে। লম্বা হিস্ট্রি শুনিয়ে গানটা শোনাল চোন্দিল অ্যান্ড টিম। বেশ লাগল।

    গানটা বহু আগে লেখা, রিজেক্টেড গান ছিল।
  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২২:২২393781
  • ন্যাড়াদা যা কইলেন এইরকমই কথা আমি সমকালকথার একটি প্রবন্ধে লিখেছিলুম। পড়ে ভরসা পেলুম যে ভুল লিখি নাই।

    বাই দ্য ওয়ে, এই ক্যাসেটটার নাম U/A? মানে মুখে কি বলতে হয়? ইউ স্ল্যাশ এ?
  • Somnath | 59.93.196.1 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২২:২৮393782
  • ব্যাণ্ডের জীবনের দ্বিতীয় পর্যায়ে সঙ্গীতিকভাবে দলের যেভাবে পাল্টে যাওয়া "দরকার" ব্যপারটা ন্যাড়াদা একটু বিশদে বললে ভালো হত। মানে আমি তো কোনো বাংলা ব্যাণ্ডের দলকেই সেরকম করতে দেখেছি বলে মনে করতে পারছি না। সৃষ্টিশীলতার কথা বললে শিলাজিৎ মজুমদার ছাড়া আর কারো নামই বলা যায় না, যে অ্যালবাম নিয়ে সেভাবে ভাবনা চিন্তা দেখিয়েছে। সুমন, নচি, অঞ্জন, লোপা কিংবা রূপঙ্কর, শমিক, শ্রীকান্ত কেউ না। কোনো ব্যাণ্ড তো না ই।

    কি চাইছি সেটা খুব বড় ব্যপার। আর কি ক্যাপার কাছে চাইছি। এই মুহুর্তে বাংলা ভাষায় হেভি অরিজিনাল সুর দেবার মতো জয় সরকার আর খানিক বাণীকণ্ঠ ছাড়া আর কার নাম করবে? অনিন্দ্য উপল কি সুর দেয়? শুদ্দু অরিজিনাল দারুণ সুরের জন্যে মনে থাকবে এমন গান চন্দ্রবিন্দুর গুনলে ১০ টা ও পাওয়া যাবে? যাবে না। ওক্কে। তো,কার পাওয়া যাবে বাংলা ব্যাণ্ডে? আধুনিকে নচি ছাড়া?

    আমি পল্লব কীর্তনীয়া আর কাজী কামাল নাসের কে আলোচনা থেকে সরিয়ে রাখছি। ওদের বেশি কেউ শোনে না। সৌগত(?) র অ্যালবামে, যেটা সৈকত কুণ্ডুর লেখা গানের প্রথম অ্যালবাম, কিছু চমকে দেওয়া সুর ছিল। তো, এই বাজারে, যখন অরিজিনাল সুর দিয়ে কেউই খুব বেশি দাগ কাটছে না, তখন, এমনকি স্ট্যাটিস্টিকালি ও চন্দ্রবিন্দুর মেলোডিয়াস স্ট্রাইক রেট, মানে সেই দশটাও, বেশ ভালোই। আমার মনে হয়।

    অসন্তুষ্টি টা ঠিক কোথায়? ভরসা আছে এরা আরো বেটার কোয়ালিটি দেবার ক্যাপা রাখে, অথচ দিচ্ছে না - এখেনেই তো?
  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪৮393784
  • চন্দ্রবিন্দুর ছেলেপিলেদের কথাবার্তা শুনে আমার মনে হয় নি ওরা "মিউজিক" নিয়ে খুব সিরিয়াসলি চিন্তাভাবনা করে। "ভূমি" ওরিজিনাল না হলেও অ্যারেঞ্জমেন্ট নিয়ে বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে কিছু চিন্তাভাবনা দেখা যায়। চন্দ্রবিন্দু পুরোটাই লিরিকনির্ভর- বাকিটা কিছু পুরোনো ইংরিজি সুর, কিছু রেগে, কিছু চেনা গান- এইসব নিয়েই মূলত: কাজকারবার। অ্যারেঞ্জমেন্টে গীটার, সিন্থ আর ড্রাম ছাড়া কোনো সাউন্ডও মনে হয় না কাজে লাগায়। কিন্তু শুনতে ভালো লাগে- এবং সেটা খুব বড়ো কথা। বিশেষত: একটা বিশেষ বয়সের তরুণতরুণীদের পাল্‌স্‌টা ভালো ধরতে পেরেছে।
  • omnath | 59.93.192.125 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৫৮393785
  • রাঙাদা হুলাবিলা বা U/A র ইনলে দেখে নাই বোঝা গেল। মানে সাউণ্ড নিয়ে যা বললা ...

  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০১393786
  • না, তা দেখি নাই, শুনি নাই। :-P

    তবে উদুম ক্যাওড়া মুডে থাগলে চন্দোবিন্দুর পুরোনো গান নিয়েই আমার বেশ চলে যায়। আর বাকি যেটুকু সময়, শোনার জিনিষের কি অভাব?
  • dd | 202.122.18.194 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৩393787
  • তো সমকালকথার পোবোন্ধোটার একটা লিঙ্ক দেখি। পড়বো।
  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৪393788
  • কাগজে ছাপা। ;-)
  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩১393789
  • তবে ওমনাথের ঐ কথাটার সাথে একমত-নব্বইয়ের পরে বাংলা গানের যে বাড়বৃদ্ধি দেখা গেছে তাতে "মিউজিক" নিয়ে খুব ওরিজিনাল কাজ খুবই কম- ওরিজিনাল মানে যেভাবে সলিল চৌধুরী নজরুল ও রবি ঠাকুর আশ্রিত বাংলা গানের ঘাড় ধরে ঝাঁকিয়ে দিয়েছিলেন।
  • nyara | 64.105.168.210 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩৯393790
  • ব্যান্ডের দ্বিতীয় পর্যায় নিয়ে একটু সময় করে লিখব। তার আগে সফল ট্রেন্ডের আর একটা প্যারামিটার গুঁজে দিই। (যদিও আলোচনা কিঞ্চিৎ বেশি টেকনিকাল হয়ে যাবার সম্ভাবনা আছে)। সেই প্যারামিটার হল নিজস্ব 'সাউন্ড' তৈরি। এই 'সাউন্ড'-এর সংজ্ঞা দেয়া মুশকিল। ব্যাপারটা অনেকটা এইরকম - আপনি ধরুন একটা সিডি চালালেন, বাজনা শুরু হল, আপনি অমনি বুঝে গেলে আরে এ তো আর ডি-র গান বা আরে এ তো রহমানের গান - এরকম আর কি! মানে কি বাদ্য ব্যবহার হচ্ছে, কিভাবে তারা সুরে আসছে, কিরম গ্রুভ বা রিফ ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে সুরের প্যাটার্ণ সব মিলিয়ে মিশিয়ে এই সাউন্ড তৈরি হয়। কোন সফল সুরকার বা ব্যান্ড কিন্তু এই নিজস্ব সাউন্ড তৈরি করে ফেলে। উল্টোদিক থেকে এও বলা যায় যে যতদিন না সুরকার বা ব্যান্ড নিজের 'সাউন্ড' তৈরি করছে, ততদিন তার স্বকীয়তা প্রতিষ্ঠিত হয়নি।

    হিন্দিতে ধরুন - শচীনদেব, শংকর-জয়কিষন, সলিল চৌধুরী, আর ডি, রহমান - সবাইকার নিজস্ব সাউন্ড আছে। বাংলা গানে মান্নার আছে আধুনিক গানে, হেমন্তর মাঝে মাঝে আছে, মাঝে মাঝে অমি খুঁজে পাইনা, সত্যজিতের আছে, সুমনের আছে। সেই দিক থেকে আমি চন্দ্রবিন্দুর একটা নিজস্ব 'সাউন্ড' তৈরি হচ্ছে এটা বুঝতে পারি - হয়তো এখনও পুরোপুরি পেকে ওঠেনি - কিন্তু নির্ঘাৎ তৈরি হচ্ছে।

    আর একটা ব্যাপার চন্দ্রবিন্দু বাংলা গানে আনতে পেরেছে - সেটা হল ক্যালিপসো/ক্যারিবিয়ান এলিমেন্ট। এর আগে ছুটকো ছাটকা এসেছে - কিন্তু চন্দ্রবিন্দুর গানে (অনেক ক্ষেত্রে যদিও হনুকরণ) এসেছে অনেক স্পষ্ট আর নিয়মিত ভাবে।
  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪৫393791
  • হু:বি: আর U/A শুনলে হয় তো বুঝব চন্দ্রবিন্দুর সাউন্ড আছে কিনা বা তৈরি হচ্ছে কিনা। এখনও অবধি শুধু "ওয়ার্ড" বুঝেছি, সাউন্ড বুঝি নাই।
  • Blank | 59.93.193.162 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৬393792
  • এত্ত দিন পরে এই জিনিস বার করলো !!! ধুস্‌স্‌স
    প্রথম বার শোনার পর, কোনো লাইনই মাথায় আটকে রইলো না। হয় আমার রিটায়ারের সময় এসেছে, নয়তো চন্দ্রবিন্দুর
  • nyara | 64.105.168.210 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০৪393793
  • চন্দ্রবিন্দুর সাউন্ড তৈরি তুলনামূলকভাবে হালফিলের ঘটনা, যখন থেকে ওরা নিজেরা (সুরজিৎ - অন্তত: ওর নামই যায়) নিজেদের গান অ্যারেঞ্জ করতে আরম্ভ করেছে।
  • nyara | 64.105.168.210 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৩৪393795
  • একদিক থেকে নব্বই দশক বাংলা গানের সুরের দিকে একটা আমূল পরিবর্তন এনেছে - প্রধানত: সুমনের গিটার ধরে। বাংলা গান আজকাল অসম্ভব কর্ড-ভিত্তিক। আগে কর্ড-প্রগ্রেশন ঠিক করে তার ওপর মেলডি বসান হচ্ছে। খুব পশ্চিমি সং-রাইটিং টেকনিক। বাংলা গানের প্রেক্ষিতে এটাকে অরিজিনাল কাজ বলেই মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন