এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৪২ এ কে কত ? : পব ভোটের প্রেডিকশন টই

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৯ | ৯৬০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৯:৩৬383840
  • যাচ্চলে। লিং দিয়েছিলাম পড়েননি?
    জঙ্গলমহলে নিজেদের বিপদ বুঝে ভোটের আগেই তিনোরা সিপিএমকে পার্টি আপিস খুলে মিছিল করার জন্য অনুপ্রেরণা দিচ্ছিল।
    লিং পড়তে হয়, নাহলে পিছিয়ে পরতে হয়।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:৩৮383842
  • যে গণশক্তির লিন্ক নিয়ে একসময় মস্করা করা হতো (বেশ হতো), গত এতোগুলো বছরে যে গনশক্তির একটাও লিন্ক কেউ দেয়নি যখন বামেদের উপরে দিদির অত্যাচার চলেছে, এখন হারতেই সেই গণশক্তিই ভরসা হলো শেষে।

    দেখে শুনে মনে হচ্ছে দিদি ও দিদিভক্তরা ভোট জেতার জন্য বামেদের উপরেই ভরসা করে ছিলো। তাহলে তো পেঁচার থিয়োরিটা নতুন করে লিখতে হয়।

    মুনমুন সেন কিন্তু নিজের দলের নীচের দিকে কর্মচারীরা কাজ করেনি বলে গেলেন। সেইটা আসল কারণ নয়তো?
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৪১383843
  • তাহলে তো মনে হচ্ছের সেই স্বপ্নের দিন আগত ---- তিনোমুল + সিপিএম --- এক সাথে --- আহা !
    আদিগন্ত শ্বশুরবাড়ির টানেলের শেষে একটা ডট দেখতে পাচ্ছি !
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৪২383846
  • এখন, পশ্চিমবঙ্গে --- তিনোমুল+সিপিএম+কংগ্রেস --- এটা তো ন্যাচারাল অ্যালাইনমেন্ট -- তাই না?
  • PT | 340123.110.234523.24 | ২৫ মে ২০১৯ ০৯:৪২383845
  • এটা পড়ে মনে হচ্ছে যে সিপিএমের ভোটে তিনো প্রার্থী হেরেছেন?
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ০৯:৪২383844
  • ইয়ে গণশক্তি নিয়ে কিন্তু আমি প্রচুর খোরাক করেছি। হয়তো গুরুতে না, তবে বন্ধুদের সাথে আড্ডায় গণশক্তি আমাদের একটা বিরাট খোরাকের জায়গা ছিল। আর আজকালের আজিজুল হক।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৪৩383847
  • না মানে, ভোট দিয়ে কাউকে হারানো তো মুশকিল ! ভোট না-দিয়ে হতে পারে।
  • Amit | 012312.22.5623.88 | ২৫ মে ২০১৯ ০৯:৪৪383848
  • না না , সিপিএম শেষ, একেবারে মৃত । এবার যা করার দিদি একাই করুন না। উনি তো আবার একাই তিনশো ।
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ০৯:৫০383849
  • বেসিকালি আমার মতে পবর লোকজন দুটো বিরাট ভুল করেছে। প্রথম ভুল সিপিএমকে টানা ছবার না সাতবার ক্ষমতায় ফিরিয়ে আনা। দু বার বা ম্যাক্সিমাম তিনবারের পর সরকার পাল্টানো উচিত ছিল। যেখানে প্রায় সব রাজ্যে এক, দুই বা তিনবারের পর সরকার পাল্টায়, সেখানে ৩৪ বছর একই পার্টিকে ক্ষমতাউ রেখে দেওয়া বিরাট ভুল।

    আরেকটা বড়ো ভুল ২০১১ তে বুদ্ধবাবুকে হারানো। ২০১১ তে সিপিএম জিতলে আর সিঙ্গুরে কারখানা খুলে ফেলতে পারলে পরবর্তীতে অনেক কিছু খারাপ হওয়ার থেকে আটকাতে পারতো। অবশ্য এটাও ঠিক যে তদ্দিনে সিপিএমের অত্যাচার আর তোলাবাজিও খুব বেশী পরিমাণে বেড়ে গেছিল। তবে সিঙ্গুরের কারখানা জোর করে বন্ধ করানো পবর ইতিহাসে একটা ডিফাইনিং মোমেন্ট।

    এটা লিখতে গিয়ে মনে পড়লো, সেই যে মেধা পাটকার, অনুরাধা তলোয়ার ইত্যাদিরা এসে সিঙ্গুর আন্দোলনে গরম গরম সব উক্তি দিলেন, তারপর কিন্তু সিঙ্গুরে আর ওঁদের পাত্তা পাওয়া গেল না।
  • PM | 7834.111.90090012.31 | ২৫ মে ২০১৯ ০৯:৫৩383851
  • এইবারে ডিসি বাবুর সাথে ৮০% একমত
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ০৯:৫৪383852
  • ৮০% কেন? পিএমদা কবার চান্স দিতেন? :d
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৫৫383855
  • দিদি কি একা পারেন, ওনার হেল্প চাই - সিপিএম আর কংরেসের হেল্প।
    (মোদি-শা) বনাম (তিনো+সিপিএম+কংরেস)
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৯:৫৫383854
  • নবীন পাটনায়েক ২০০০ থেকে মুখ্যমন্ত্রী। এবারেও জিতেছেন।
  • PM | 7834.111.90090012.31 | ২৫ মে ২০১৯ ০৯:৫৫383853
  • আনুরোধ করবো সিঙ্গুরের সময় এর টইগুলোতে চোখ বুলিতে নিতে
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৫৭383857
  • এই তো এবারে - মোদিশা সিঙ্গুরে কারখানা খুলে দেবেন, ব্যস্‌ তারপরেই পশ্চিমবঙ্গ লন্ডন হয়ে যাবে।
  • T | 342323.176.4545.147 | ২৫ মে ২০১৯ ০৯:৫৭383856
  • পার্টি আপিশ না প্যান্ডোরার বাক্স! খুলতেই কী কান্ড! হ্যা হ্যা হ্যা :)

    আচ্ছা, বলচি আমি কী আজকের 'খবর ৩৬৫' আর 'বর্তমানে'র লিংকগুলো পোস্টাবো? যেখানে তৃণমূলের প্রাথমিক ময়নাতদন্ত বলছে ভোটের রেজাল্ট কাউন্টিং চলাকালীনই বিজেপি জেতার খবর পেয়ে তৃণমূলের হত্তাকত্তারা লাফালাফি করেছেন! কলকাতার প্রচুর ওয়ার্ড কে ওয়ার্ড বিজেপির হাতের তামাক খেয়ে ওদিকে ছাপ দিয়েচে। সবই প্রাথমিক ময়নাতদন্ত!

    নেক্সট উইক অবদি তৃণমূল পুরো দল ধরে রাখতে পারে কী না দেখুন। মুকুলপুত্র তো অলরেডি সরে গ্যাচে। ওদিককার আরো কিছু বিধায়ক যাবে। এইরকম সব শিহরণ জাগানো রাজ্য রাজনীতি পরিস্থিতি আর কিনা আপনারা ৭% নিয়ে মাথা ঘামাচ্ছেন। ধ্যেত।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ০৯:৫৯383858
  • যাহ তেরি! বড়-টি বলছে পরের সপ্তাহে তিনোমুল ভেঙ্গে যাবে। সব ভেঙ্গে মোদিশা-য় চেলে যাবে, তাতে করে সিঙ্গুরের কারখানা আরও শক্তপোক্ত হবে।
  • PM | 7834.111.90090012.31 | ২৫ মে ২০১৯ ১০:০০383859
  • তিনবারের বেশী নয়।।ওটাতে ১০০% ঃ)
  • T | 342323.176.4545.147 | ২৫ মে ২০১৯ ১০:০৩383860
  • আচ্ছা, হারের পর মাননীয়ার দল 'ছাগল' থিয়োরী আঁকড়ে ধরেচে। জঙ্গলমহলের জন্য অ্যাত কিছু করলাম, হাসি ফোটালাম অথচ অশিক্ষিত আদিবাসীগুলো টাকার বিনিময়ে লোটাসে ফোটাশ করে দিল!! গোর্খাগুলোকে অ্যাত টাকাপয়সা দেওয়া হ'ল তাও বেইমানি! মতুয়াদের জন্য ইউনিভার্সিটি অবদি করে দিয়েছি তার বিনিময়ে এই!!!

    লসাগুদা, পেঁচারা যে 'ছাগল' ভাইরাস বহন করচে। দিকে দিকে ছড়িয়ে গ্যালো। দুঃখু করুন।
  • T | 342323.176.4545.147 | ২৫ মে ২০১৯ ১০:০৬383862
  • এবং পেঁচা ইকোয়েশন ইনক্রিসইংলি জটিল করে শোনা (লিং ছাড়া তো বিশ্বাস হবে না, তাই 'শোনা') যাচ্ছে যে খোদ মাননীয়ার ওয়ার্ডে টিএমসি বিচিপির থেকে ৪৯৬ ভোটে হেরেছে!!!!

    হে প্রভো, শিপিয়েমকে বুদ্দি দাও।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ১০:০৭383863
  • ৯০এর প্রথমদিক অবধিও বামেরা ঠিকঠাক ছিল। ভুমি সংস্কার, কঙ্গের কুশাসনের পরে রাজ্যের ল অ্যান্ড অর্ডার ঠিক করা, শিক্ষকদের মাইনে বাড়ানো, পুলিশের গুন্ডামো বন্ধ করা, রাজ্যে শান্তি ফিরিয়ে আনা, ইস্কুল কলেজে আবার পড়াশুনা-পরীক্ষা শুরু করা, ১৯৮৪ ও ১৯৯২ এর দাঙ্গায় রাজ্যকে শান্ত রাখা - এগুলো সত্যিই ভালো কাজ। এর একটা বড় কারণ তখন সব স্টলওয়ার্টরা রাজ্য পার্টির প্রেসিডেন্ট, সেক্রেটারি। তখন যাঁরা জেলাস্তরের নেতা (এমেলে, এমপি নয়), তাঁরাও সব দিকপাল নেতা। জ্যোতিবাবুর কাজ ছিল পার্টির ম্যানিফেস্টোকে ইমপ্লিমেন্ট করা। এমনকি এই সময় পার্টিতে কিছু লোক ছিলেন, যাঁরা ক্ষমতা ছাড়ার পক্ষেও ছিলেন। তা সেসব সাধারণতঃ হয়্না, হয়ওনি।

    কিন্তু এরপরেই সব সমস্যা শুরু হয়। স্টলওয়ার্টদের বয়স বাড়ে, অনেকে মারা যান। বেনোজল ঢোকা শুরু হয়। লোককে তুষ্ট করে ভোট পাওয়া। জোড় করে ইলেকশান জেতা। দাদাগিরির বাড়াবাড়ি। শিল্প ও যেকোনও রকমের উন্নতির বিপক্ষে স্ট্যান্ড নেওয়া। কোনোরকমের সংস্কারের বিরুদ্ধাচরণ করা। এইসব শুরু হয়।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ১০:১০383864
  • বড়ো-টি,
    আমি ছাগল থিয়োরিতে সাবস্ক্রাইব করি না। কোথাও না।
    আশির দশকে যখন লোকে(/মিডিয়া) বলত, গ্রামের লোককে ছাগল বানিয়ে দিনের পর দিন সিপিএম ভোটে জেতে তখ্নও করি নি।
    এখন যখন লোকে তিনো বা বিজেপিকে ভোট দেয় তখনও যারা ভূট দেয় তাদের ছাগল/ভেড়া কি্স্যু মনে করি না।
    আম্রিগার লোকে যখন ট্রাম্পকে ভোট দেয় তখনও ঐ ৬০ মিলিয়ন পাঁঠা - ওটায় বিশ্বাস করি না।

    পিটি যে আগে লিখেছেন যে সারা পৃথিবী জুড়ে ট্রাম্প-মোদি গিরি চলছে, তার একটা কারণ হল এই - লিবারাল এলিটিজিম। এই স্নবারি।

    পেঁচা থিওরি অবশ্য অন্য ব্যাপার - ভোট ভাঙ্গাভাঙ্গির খেলা ।
  • T | 342323.176.4545.147 | ২৫ মে ২০১৯ ১০:১৩383866
  • শিপিয়েম মারা গেছে। বাদ্দিন। আমরা ভোট পার্সেন্টেজ ধরে রাখতে পারিনি। নতুন জেনারেশনের ভোটার সরে গেছে, পুরোনো ভোটারও সরেছে। নীচুতলায় নিয়ন্ত্রণ আর কিছু নেই। যে যা পাচ্ছে করছে। খোলনলচে না বদলালে আর কিছু করা সম্ভব নয়। দশ বিশ বছর লাগবে হয় তো। এর মধ্যে কিছু পার্টি অফিস খোলা হবে, কিছু নতুন করে বন্ধ হবে, কিছু ক্ষমতার তামাক খেতে অন্যদিকে সরে যাবে, ইত্যাদি হাবিজাবি চলতেই থাকবে।

    কিন্তু রাণীমা কী করে সামাল দ্যান, সেইটেই দেখার। নবীনবাউয়ের রাজ্যে মুসলিম পার্সেন্টেজ তেমন নেই যে চাড্ডির দল 'ঐ আসছে সব খেয়ে নেবে' বলে জিগির তুলবে। এখানে আছে কিন্তু। 'যে আসে আসুক' নকু ব্রাদারহুডই বা কী করে সেও দেখার।
  • Amit | 9003412.130.1278.63 | ২৫ মে ২০১৯ ১০:১৯383867
  • তবু উত্তর পাওয়া গেলোনা যে 2011 থেকে বেশ কিছু বাম (বা সিপিএম ) এর ভোট যে তিনোদের দিকে শিফট করেছিল ( যে কারণেই হোক ) , সেটা নিয়ে সুধী জন দের কি বক্তব্য ? আর তখন যদি কোনো বক্তব্য না থাকে , তাহলে এখন কেন এতো হায় হায়?
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ১০:২১383868
  • S এর সাথে একমত। নব্বুইএর দশক থেকে পাট্টি অফিসের দাদাগিরি নিজে দেখেছি, প্রোমোটার রাজের মাথা তোলা নিজে দেখেছি। আশির দশক জানিনা, তখন অনেক ছোট ছিলাম। তবে নব্বুই এর দশক থেকে আমার বাবা আর ঘনিষ্ঠ বেশ কিছু আত্মীয়কে দেখেছি আস্তে আস্তে সরে যেতে। পাড়ার কিছু লোক মিলে নিজেরা আড্ডা দিতো আর নিয়ম করে বামফ্রন্টকে ভোট ঠিকই দিতো, তবে পাট্টি অফিসে যাওয়া কমিয়ে দিয়েছিল বা বন্ধ করে দিয়েছিল।

    ছাগোল থিওরিতে আমিও সাবস্ক্রাইব করিনা। মানুষ নিজের নিজের মতো ভোট দেয়, কিছু ভেবেই দেয়। যারা কানাইকে হারিয়ে গিরিরাজকে জেতায় বা যারা প্রগ্যা ঠাকুরকে জেতায় তাদেরকেও ছাগোল মনে করিনা, তারা নিজেদের মতো করে ভোট দিয়েছে। কথা হলো, অন্য পার্টি তাদের ভোট পাওয়ার জায়গায় যেতে পারেনি কেন?
  • dc | 342323.228.893412.72 | ২৫ মে ২০১৯ ১০:২৪383870
  • অমিতবাবু যদি আমাকে প্রশ্নটা করে থাকেন তো বলতে পারবোনা। আমি ২০১১ তে সিপিএমকে ভোট দিয়েছিলাম, ভীষনভাবে চেয়েছিলাম বুদ্ধবাবু জিতে ফিরে এসে রাজ্যটায় বড়ো শিল্প খুলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডেকে এনে ইনভেস্ট করান। পবতে সেটাই আমার লাস্ট ভোট দেওয়া, তবে পবতে থাকলে তার পরের বারও সিপিএমকেই ভোট দিতাম কারন তদ্দিনে তো মা সারদার কৃপা পরিষ্কার হয়ে গেছে। অন্যরা কেন তিনোকে ভোট দিয়েছে বলতে পারবো না।
  • lcm | 900900.0.0189.158 | ২৫ মে ২০১৯ ১০:২৪383869
  • কারা হায় হায় করছে। আমি তো দেখছি লোকজন বেশ খুশি খুশি, পরের ইলেক্শনে বিজেপি আসবে পশ্চিমবঙ্গে পাওয়ারে, রাজ্যের হাল ফিরে যাবে। আজ একজন তো বলেই ফেলল -- জো ভি বোলো ইয়ার, বঙ্গাল কা অব তো কুছ ডেভলপ্মেন্ট হোনেওয়ালা হ্যায়, ইন্ডিপেন্ডেন্স সে আজ তক উস মুলুক মে কুছ নাহি হুয়া, কেয়া থা বঙ্গাল... ব্লা... ব্লা...
  • Ela | 342323.191.7812.217 | ২৫ মে ২০১৯ ১০:৪৬383871
  • পিটি, অমিত, এস আর টির সাথে একমত হয়ে যাচ্ছি। আবার ডিসির কথাগুলো মনে ধরছে। কার যে চামচে আমি বুঝতেই পারছি না। যাক, যে খাওয়াবেন, খবর দেবেন।

    ও সরি, চামচে না চামচু।
  • Amit | 9003412.130.1278.63 | ২৫ মে ২০১৯ ১০:৪৯383873
  • ওটা আপনার নিজের ভোট নিয়ে ঠিক কোশ্নো ছিল না। জাস্ট জানতে মন চায় যে এখন যে হায় হায় রব শোনা যাচ্ছে, গত আট বছরে সেটা ছিল কিনা ? আন্ডার সিমিলার সার্কাম্সিটান্সেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন