এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • পার্থসারথি গিরি | 7845.15.455623.76 | ২১ আগস্ট ২০১৮ ১৫:২৬376959
  • সিরিয়াল কিলার বিষয়ে যৎকিঞ্চিত

    #
    বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির কাজ বন্ধ। শুটিং ফ্লোর সাইলেন্ট।
    অনেক মানুষ দেখলাম যারপরনাই আনন্দিত এবং মন্তব্যে উচ্চকিত।
    তাহলে একটু ভাবা যাক।

    আপনার মেয়ে বা জামাই সিরিয়ালের টেকনিসিয়ান। তার পেট বন্ধে আপনি লাফাবেন তো? জানি, তখন গালে মাথায় হাত দিয়ে বসে পড়বেন। ওরে কে কোথায় আছিস বাঁচা।

    বাংলা সিরিয়াল আমি আমার জীবনে চাক্ষুষ করিনি। তার মানে এই নয় যে, কনটেন্ট কী আমি জানি না। আমি জানি, অনেকেই জানেন রদ্দি কনটেন্ট। কোনো ক্ষেত্রে মধ্যযুগীয় নিন্দনীয় বিষয়েও সিরিয়াল হয়। আর বেশির ভাগ ক্ষেত্রে কেচ্ছা ঘোঁট ন্যাকা প্রেম।

    এবার ভাবা যাক, কারা এর দর্শক। কেন টিআরপি হাই। কেন বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন গুঁজে দিচ্ছেন চ্যানেলের ব্রেকে।

    আসলে আমরা কি আজও কেচ্ছাপ্রিয়? পাশের বাড়ির কেউ জ্বরে কাতরালে চোখ তুলে দেখি না, কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া হলে ব্যালকনিতে দাঁড়িয়ে কান পেতে রাখি।

    রাস্তায় কেউ সানস্ট্রোকে অচেতন হয়ে পড়লে ফিরে দেখি না, কিন্তু কোথাও কথা কাটাকাটি একটু ভিড় দেখলে উঁকি মারি।

    আপনি আমি যতদিন কেচ্ছাপ্রিয় ঘোঁটবিলাসী থাকব ততদিন এই সিরিয়াল চলছে চলবে। এত এত মানুষ পরিবার পালন করে, পাপ করে না তারা, কেপমারি ডাকাতি রাহাজানি করে না। পরোক্ষে এবং প্রত্যক্ষে আপনার আমার মনোরঞ্জন করে।

    আপনি আমি রবি ঠাকুর বললে ভিরমি খেয়ে গদগদ হয়ে মুচ্ছে যাই। সত্যি করে বলুন তো রবি ঠাকুরের ঠিক কতটুকু আমি আপনি জানি? জানি 'তুমি রবে নীরবে' বলে একটা নাকি গান আছে। আর একটা 'বই' করেছে ঋতুপর্ণ ঘোষ। নাম মনে নেই তবে ঐশ্বর্য রাই ব্রা-হীন খোলা পিঠ দেখিয়েছে। আর কবিতা? কেন ওই যে 'আমাদের ছোট নদী...'।

    আমরা চালবাজ। স্রেফ ধান্দাখোর। পল্লবগ্রাহী। কিছু না জেনে অনেক জানার ভান করি মাত্র। ওরা জানে না, না জানার ভান করে না। গান্ডুর মতো একই ডাঁটা বারবার চিবোবার আয়োজন চালায় মাত্র।

    ছোটলোকের একটা সংস্কৃতি রয়েছে, হ্যাঁ ছোটলোক বলছি সজ্ঞানে। তাকে আমি আপনি কেউ চিনবার চেষ্টাই করিনি। লোকায়তকে ফিরেও দেখিনি। তাই জারজ সংস্কৃতির আমদানি করছি তাদের জন্য। ঠেলাওয়ালা মাছউলি এরা সৃজিত মুখার্জি জানে না। জানলেও কী হাতি ঘোড়া হত তাও বিবেচ্য। সিনেমা হল সব বন্ধ। গুটিকয় যা আছে টিকিটের দাম তথাকথিত ছোটলোকদের আয়ত্তের বাইরে। তারা কি বিনোদনের জন্য আপনার আমার বেডরুমের দরজায় কান পাতবে তবে? তারাও তো আমার আপনার মতো এক গোয়ালের গরু। এলিট নয় এই যা।

    দোষী আমরা নিজেরা। হ্যাঁ আমি দোষী। আপনি দোষী। অথচ টেকনিসিয়ানের কাজ গেলে লম্ফঝম্প করি। কিরকম চালবাজ না আমরা?

    আমরাই ঝোলাতে বলছি খুড়োর কল, নিজেদের ভারী ট্যাঁক খসিয়ে গাজরের হালুয়া খাচ্ছি, সুযোগ পেলেই নখরা করছি খুড়োর কলের মুলো নিয়ে।

    যতদিন নিজেদের নখরা পাপ বজ্জাতি ঢ্যামনামি না বদলাতে পারছি ততদিন এই ঢপের সিরিয়াল চলতে দিন। আপনার আমার সন্তান সন্ততি আত্মীয়রা খেয়ে পরে আত্মহত্যা না করে অন্তত বেঁচেবর্তে থাকুক।
  • dc | 670112.208.7878.84 | ২১ আগস্ট ২০১৮ ১৬:০৪376970
  • উফ বাবাগো সিরিয়ালের দুঃখে চোখে জল এসে গেল।
  • সিকি | 894512.168.0145.123 | ২১ আগস্ট ২০১৮ ১৭:৪৭376981
  • মেয়ে জামাইয়ের পেট বন্ধে লাফাবো না। কিন্তু সোশাল মিডিয়াতে তাদের পেট চালানোর উদ্দেশ্যে বাংলা সিরিয়ালের জাস্তিফিকেশন চাইতেও বেরোব না। নিজের পরিধির মধ্যে যতটা যা পারি অল্টারনেট জীবিকার চেষ্টা করব।
  • সিকি | 894512.168.0145.123 | ২১ আগস্ট ২০১৮ ১৭:৪৮376985
  • তেড়ে কুসংস্কারের বন্যাকে ছোটলোকের লোকায়ত সংস্কৃতি নাম দিলেই কি আর সেটা লোকায়ত হয়? সেটা কুসংস্কারের আখড়াই থাকে।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৮:০৫376986
  • এমনিতে, ঢপ সিরিয়াল বা অখাদ্য সিনেমা বানানো বন্ধ তো হবে না, বড় বড় প্রোডাকশন হাউস, এদের কি আর বিসিপি ডিআরপি ইত্যাদি নেই; তবে মালিক পক্ষের সঙ্গে কলাকুশলীদের ঝামেলায় বাইরের জগত যত নির্বিকার থাকবে মালিক পক্ষ তত মাইলেজ পাবে। এবং মালিকদের মালিকপনা, এক্সপ্লয়্টেশনও ততই বাড়বে।

    যদিও অভিনেতারা যা একেকেটি পদার্থ। ওরাই তো ইন্ডাস্ট্রির মুখ। এইসব বদখত রিগ্রেসিভ চিত্রনাট্য যে লেখেন তিনি আবার মহিলা কমিশনের কর্তা হয়েছিলেন।
  • মনের মানুষ | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ১৮:২৩376987
  • সিরিয়ালের শুটিং বন্ধ, তাই জন্য এত পুলকিত ।এরা কারা ? সাময়িক সমস্যা দেখা দিয়েছে, ওটা মিটে গেলেই শত্রুর মুখে ছাই দিয়ে সন্ধ্যাবেলার বিনোদন চালু হবে ।
    এলিট শ্রেণীতে সিরিয়াল কোন দিনই খুব একটি উচ্চস্থানে নেই।
    কন্টেন্ট নিয়ে যা প্রচার করা হয় সব ফালতু কথা । যারা রটায় তারা বাপের জন্মে সিরিয়ালের ধারে কাছে যায় না । যেহেতু বাকস্বাধীনতা আছে তাই যা খুশি বলা যায় । সিরিয়ালের কন্টেন্ট আগের চেয়ে অনেকটা পাল্টেছে । সেটা না দেখে এখানে বসে খিস্তি দিলে জানতে পারবে না ।
    কালো মেয়েরা আজও ব্রাত্য ? দেখুন "কৃষ্ণকলি "। অন্যায় অবিচারের প্রতিশোধ নিচ্ছে এক গৃহবধূ , দেখুন " জয়কালী কলকাত্তাবালী " সাহিত্যের পাতা থেকে " দেবী চৌধুরীরানী " , " প্রথম প্রতিশ্রুতি " , মুসলিম মেয়েদের তিন তালাকের বিরুদ্ধে লড়াই, দেখুন " জাহানারা "। অ্যাসিড আক্রান্ত কে নিয়ে দেখুন " আলোয় ভুবন ভরা ", মহিলা প্রতিমা শিল্পীর গল্প " বাজলো যখন আলোর বেনু " ,
    এর পর এলিট মানুষের কি প্রতিক্রিয়া ।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৮:৩৬376988
  • সিরিয়ালের কন্টেন্ট জঘন্য।

    জঙ্গলে গাছতলায় দেবী চৌধুরানীর মেকাপ দেখলে মনে হলো বিয়েবাড়ি যাচ্ছে।
    দুমিনিট পর পর ঝ্যাং করে বাজনা।

    কন্টেন্ট কি শুধুই একটা গল্পের সঙ্গে আলগা সম্পর্ক নাকি? এলিট নন এলিতের ব্যাপার না। চাহিদা আছে বলেই পিটুলি গোলা খাওয়াবো আর নিন্দে করলে এলিটপনার দোহাই দেবো, এ অতি ঢপ।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৮:৪৫376989
  • তবে সিরিয়ালের কন্টেন্ট আগের থেকে অনেক পাল্টেছে তা ঠিক। অনেক আগে কিছু অরিজিনালিটি, ইনোভেশন এসবের দাবী থাকতো, অভিনয়, মেকাপ, কস্ট্যুম এসব একটু সুস্থ স্বাভাবিক হতো, দক্ষিন বা পশ্চিমের উৎকট নকল কম ছিল। ভালো কি মন্দ ছিল তা জানিনা, তবে এসব তফাত ছিল।
  • মনের মানুষ | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ১৯:১৬376990
  • এক মহাপুরুষের কথা মনে পড়ে গেল । যিনি একমাত্র " ইষ্টিকুটুম " এর কটা পর্ব দেখেই পুরো সিরিয়ালের ষষ্ঠীপূজা করেছিল । আপনিও তাই। আমার মনে হয়
    " দেবী চৌধুরীরানী " বাদে অন্য সিরিয়ালের ধারে কাছে যান না । এলিট শ্রেণী, তাই তেড়ে খিস্তি করলেন। বাক স্বাধীনতা বলে কথা ।
    আগের দূরদর্শনের ঐ সিরিয়ালের সঙ্গে তুলনা করলেন । বেসরকারি চ্যানেল আসার পর কে দূরদর্শনের সিরিয়াল দেখে? বাংলা দূরদর্শনে সিরিয়াল তো কবে বন্ধ হয়ে গেছে। কেন অত বাস্তবতা, ইনোভেটিভ পাবলিক নিতে পারল না কেন ?
    এলিট শ্রেণী, কিছু দেখার দরকার নেই । খিস্তি দিতেই হবে।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৯:২৩376960
  • আমার আর খেয়ে দেয়ে কাজ নেই সবকটা সিরিয়াল আগাপাশতলা দেখতে হবে বসে।

    বাণিজ্যিক মিডিয়া, কিছু করার দরকার নেই। সমালোচনা শুনলে এলিটত্বের দোহাই দিতেই হবে।
  • মনের মানুষ | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ১৯:৩২376961
  • বাক স্বাধীনতা আছে বলেই যা খুশি বলতে হবে ?
    যেটা বাপের জন্মে দেখেননি তাদের নিয়ে উদোম খিস্তি করে গেলেন?
    এলিট শ্রেণী, সিরিয়াল মানেই তো যা ভদ্রলোকেরা দেখেনা ।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৯:৩৬376962
  • অনেক ভদ্রলোকেই দেখে। নাহলে চলে কি করে?
    দেখেছি তো, নিজের জন্মেই; অখাদ্য ইদানীং, দেখা যায় না। খিস্তি কোথায় করলাম? ভালো করেই বললাম যে!
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ১৯:৩৮376963
  • আর বাকস্বাধীনতা বড় ব্যাপার। বাংলা সিরিয়াল অখাদ্য এ বলা আর এমন কি হাতিঘোড়া।
  • একক | 3445.224.9002312.49 | ২১ আগস্ট ২০১৮ ১৯:৪১376964
  • ধ্যার বাল , কোয়ালিটি র প্রসঙ্গ এখানে দুপক্ষ আনছেন ই বা কেন ? কোয়ালিটি খারাপ বলে বিজ্ঞাপন না পেয়ে সিরিয়াল বন্ধ হতে চলেছে এরকম কিচু ঘটেছে কি ? তাহলে তার আলোচনা করে লাভ কী ?? এইসব এলিট ফেলিট বাল বীচি এসব মিনিংলেস কথা । কারো কাছে এমনকি সৃজিতের সিনেমাও এলিট যা বসে পুরো দেখা যায়না । এলিট ওয়ার্ডের কোনো ডেফিনিশন নেই । ওসব ছালের কথা বাদদিয়ে কী ভাবে ইন্ডাস্ট্রির সমস্যা মিটিয়ে লোকজন আবার করে খায় সেটা ভাবুন ।
  • PT | 340123.110.234523.10 | ২১ আগস্ট ২০১৮ ১৯:৪৩376965
  • আমি কিছুদিন আগে দুটো টিভি সিরিয়াল, Vikings আর Game of Thrones দেখলাম। এক্দমই এলিট জাতীয় কোন ব্যাপার-স্যাপার নেই। সম্পূর্ণ বাণিজ্যিক প্রয়াস। কিন্তু গল্পের কাঠামো, চিত্রনাট্য, রূপসজ্জা, সম্পাদনা ইত্যাদি অত্যন্ত উচ্চ মানের। সব মিলিয়ে দারুণ ব্যাপার-শেষ না করে ছাড়া যায় না।
    আমার তো মনে হয় যে এখানে যারা সিরিয়াল বানায় তারাই আসলে "চালবাজ, ধান্দাখোর, পল্লবগ্রাহী" আর "কিছু না জেনে অনেক জানার ভান" করে সিরিয়াল বানাতে এসেছে।
    তবু যাহোক সুবর্ণলতাটা বসে দেখা গিয়েছিল। কিন্তু কতটা অপদার্থ পরিচালক হলে দেবী চৌধুরাণী উপন্যাসের ঐ ভাবে চোদ্দোটা বাজায়?
  • dc | 232312.164.4545.206 | ২১ আগস্ট ২০১৮ ১৯:৫০376966
  • গেম অফ থ্রোনস আমার কখনোই সেভাবে ভালো লাগেনি। অবশ্য তার একটাই কারন, জর্জ মার্টিন ঠিক হাই ফ্যান্টাসি লেখেননি (ইচ্ছে করেই), এদিকে আমার টলকিয়েন বা সি এস লুইস ঘরানার হাই ফ্যান্টাসি ছাড়া ভাল্লাগে না। তাও বেশ কয়েকটা এপিসোডই দেখেছি।
  • কোনের ফানুষ | 670112.193.233412.254 | ২১ আগস্ট ২০১৮ ১৯:৫৫376967
  • যাত্রাও শুনেচি প্রায় উঠে গেছে। আমাদের ইদিকেও হয় না খুবেক্টা। যাত্রাশিলিপিরা এখান কী করছেন কাজ বাজ কমে যাওয়ায় বাকি মেকাপ স্ক্রিপ্ট এরা কী করছে?
  • | ২১ আগস্ট ২০১৮ ২০:০১376968
  • সুবর্ণলতা মানে যেটায় সুমিত্রা মুখার্জী সুবর্ণ হয়েছিলেন আর গীতা দে এলোকেশী - নব্বইয়ের দশকে সেটা ভালই ছিল তো। শুধু সুবর্ণর চেহারা আশাপুর্ণা যেমন বর্ননা করে গেছিলেন তার সাথে মেলে নি এট্টুও। কিন্তু খুব অখাদ্য লাগে নি ত।

    জিওটি আমি পড়িও নি দেখিও নি। কিন্তু সেক্রেড গেমস আমি আগে পড়ে তাপ্পর দেখব। ডিডিদা রেকো দিয়েছেন।
  • মনের মানুষ | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ২০:০১376969
  • সাহিত্য নিয়ে সিরিয়াল না করাই ভালো । " চোখের বালি " সিরিয়াল হয়েছিল । খুব বাজে হয়েছিল ।
    আর যারা সিরিয়াল করে তারা কবে বক্তৃতা দিল যে তারা সব জানায় । এরা তো ভালো করেই জানে যা বানাচ্ছে কোন কিছু ভবিষ্যতে থাকবে না । রোজকার সংবাদপত্রের মত হারিয়ে যাবে। তাদের জন্য নেই কোন জাতীয় পুরস্কার, নেই কোন অস্কার । ওদের যা জোটে অতি বিজ্ঞ মানুষদের ব্যঙ্গ বিদ্রুপ আর খিস্তি ।
  • r2h | 340112.215.2356.33 | ২১ আগস্ট ২০১৮ ২০:০৩376971
  • বুঝি না। অনেকে টুকলি করে বানায় তো ঠিকই, কিন্তু যারা ট্রেন্ডটা সেট করে, ওরা কি সত্যিই কিছু জানে না?

    হিন্দিতে সারাভাই ভার্সাস সারাভাই বেশ লাগে। টিভিতে হয় কিনা জানিনা, হটস্টার অ্যাপে আছে। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর সিজন টু এসেছে।

    তবে ঐ, বাংলা সিরিয়াল বন্ধ হবে (আসলে হবে না) ভেবে আনন্দিত হওয়ার কোন কারন নেই; এত লাভজনক ইন্ডাস্ট্রি কি ওমনি বন্ধ হয়? দেখা যাবে হয়তো শুটিং গুলো বম্বে টম্বে তে হচ্ছে, স্টুডিও পত্র উঠে গেল। অথবা হিন্দীর সোজা ডাবড ভার্শন (ভেবে দেখুন, আজকালকার বিজ্ঞাপনে যেমন বিকট বাংলা থাকে ওরকম)। কিছু তো একটা হবে। এর থেকে ইন্ডাস্ট্রি এখানে থাক, ঘরের জিনিসকে গাল দেওয়া যাবে। মালিকপক্ষও চাপে থাকুক, এক্সপ্লয়টেশনের রাশ টানা থাকুক।
  • dc | 232312.164.4545.206 | ২১ আগস্ট ২০১৮ ২০:০৫376972
  • স্যাক্রেড গেমস কেমন লাগলো জানাবেন। অনেকেই দেখছি এটার রেকো দিচ্ছে, এদিকে হিন্দি সিরিয়াল আর তার ওপর আবার সাইফালিখান আছে দেখে ভয়ে এখনো দেখিনি।
  • সিকি | ২১ আগস্ট ২০১৮ ২০:০৬376973
  • এই অ্যাক। এলিটকে গাল পাড়ার মত সুখ আর কিছুতে নেই, তাই না? কয়েক বছর আগেও এলিটকুল মন দিয়ে গানের ওপারে দেখত, এখনও হটস্টারে ফিরে দ্যাখে। তারও ক বছর আগে বাহান্ন এপিসোড। আর গত শতকের সিরিয়ালগুলো তো ছেড়েই দিলাম। এলিটজন সিরিয়াল দ্যাখে নি বা দ্যাখে না - কে কয়েছে?
  • PT | 340123.110.234523.18 | ২১ আগস্ট ২০১৮ ২০:২২376974
  • @দ
    সাবিত্রী চ্যাটার্জী, অনন্যা চ্যাটার্জী, বিশ্বনাথ বসু
  • aka | 2390012.69.2389.249 | ২১ আগস্ট ২০১৮ ২০:২৬376975
  • যাত্তারি, এবারে বাড়ি গিয়ে তাহলে কি দেখব? সেই যে একটা লোক বেঁজি হয়ে যেত, কেউ কেউ সাপ, আহা কি ভালো কি ভালো।
  • | ২১ আগস্ট ২০১৮ ২০:২৮376976
  • ও আচ্ছা আলাদা তা'লে।

    সরি এলোকেশি না মুক্তকেশী।
    (সুবর্ণর ঠাকুমার নাম এলোকেশী আর শাশুড়ির নাম মুক্তকেশী। এইটা পড়ার সময় একটু মজা লাগত)
  • | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ২০:৩৪376977
  • কিন্তু সিকি,
    " গানের ওপারে " আমারও ভালো লাগত । কিন্তু পাবলিক নিতে পারলো না কেন ? অথচ " বউ কথা কও " এর মত সিরিয়াল টেক্কা দিয়ে বেরিয়ে গেল । কেন ? পরের দিকে অনেক লোককে বলতে শুনেছি , যারা ভদ্রলোক " ঋতুপর্ণ, মালটা রবীন্দ্রনাথ নিয়ে অনেক জানে , সেটা প্রচার করছে ।
    বাড়িতে যে মহিলা রোজ বাসন মাজতে আসে সে তো ঐ সিরিয়ালটার নাম শোনেনি । এও বলা হল যে চ্যানেলে " বউ কথা কও " হয় সেই চ্যানেলে । কি জানি তারপর দেখেছে কিনা ?
  • | ২১ আগস্ট ২০১৮ ২০:৩৫376978
  • ডিসি আমি সেক্রেড গেমস আগে বইটা পড়ব। ৯০০+ পাতার বই। ঈসান আর ডিডি খুব রেকো দিলে কি হবে শ্রীসদা খুবই নিন্দে করেছে। কাজেই বই আগে।
  • Tim | 013412.126.562323.237 | ২১ আগস্ট ২০১৮ ২০:৩৭376979
  • এলিটিজম ফাইট করতে গিয়ে এই এক নতুন ট্রেন্ড এসেছে। পড়ালেখাকেই গাল দিয়ে দাও। সিরিয়ালে তো বেশ ভালোই পয়সা, এসব কান্নাকাটি করে লাভ নেই। ওসব উঠবেও না।খবরের কাগজে কুসংস্কারের বিজ্ঞাপণ কি উঠেছে?
  • Tim | 013412.126.562323.237 | ২১ আগস্ট ২০১৮ ২০:৩৮376980
  • সেক্রেড গেমস খুব একটা ইসে না। শেষের দিকে খানিকটা টানটান। এটা ওয়েব সিরিজ প্রসঙ্গে। বই পড়তে পারলেই ভালো।
  • | 011212.225.3423.131 | ২১ আগস্ট ২০১৮ ২০:৪৭376982
  • এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে ।
    শিল্পী ও প্রযোজকদের মধ্যে মিটিং হয়েছে । শিল্পীদের পারিশ্রমিক সংক্রান্ত কিছু ডিসপুট আছে । এর সাথে সিরিয়ালের কন্টেন্ট এর কোন সম্পর্ক নেই । সকাল থেকে শুনতে পাচ্ছি সিরিয়াল বন্ধ হয়ে যাবে । এটি সম্পূর্ণ ভুল খবর । ধর্মঘট মিটে গেলে আবার যথারীতি শুটিং চালু হবে ।
    অযথা ভুল খবর প্রচার করে বিভ্রান্তি ছড়াবেন না ।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন