এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ‘মুসলিম সাম্রাজ্যবাদ’ নিয়ে কথা বলা নিষিদ্ধ!

    PRABIRJIT SARKAR লেখকের গ্রাহক হোন
    ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২১৯ বার পঠিত | রেটিং ৩.৩ (৩ জন)
  • From সুষুপ্ত পাঠক
    পৃথিবীতে যত সাম্রাজ্যবাদ আছে, ব্রিটিশ, পূর্তগিজ, ফরাসী...সেই উপনিবেশিক শাসনের হত্যা শোষণ নিপীড়ন নিয়ে কথা বলা ইতিহাস চর্চা, খোদ ইউরোপীয়ানরা তাদের উপনিবেশ শাসনের সময়কার অনাচার নিয়ে কথা বলে। একমাত্র ‘ইসলামী সাম্রাজ্যবাদ’ নিয়ে কথা বলাই হারাম! যে এটা নিয়ে কথা বলবে, সে ইহুদী, ইজরাইয়েল, মোসাদ, বিজেপি, র’, হিন্দু জাতীয়তাবাদী...।
    এই জন্য ভারতে তিনশো বছরের মুসলিম শাসন যে একটা সাম্রাজ্যবাদ সেটার কোন স্বীকৃতি নেই! ভারতের সেই সময়ের ইতিহাস লিখেছে মুসলমানরা। সেই ইতিহাসই বামপন্থীদের ইতিহাসের রেফারেন্স। তারা কখনোই ভারতে ইউরোপীয়ান সাম্রাজ্যবাদের সঙ্গে সঙ্গে ‘ইসলামী সাম্রাজ্যবাদ’ নিয়ে একটি কথাও বলেনি। উল্টো ভারতে মুসলিম শাসনকে বাদ দিলে ভারতের ইতিহাস বলতে কিছু থাকে না বলে দাবী করে। এখানে কেউ পাল্টা যুক্তি দিলে আর রক্ষে নেই! সে সোজা চাড্ডি!
    তাদের যুক্তি হচ্ছে, মুসলমানরা বহিরাগত হলেও এখানে সাম্রাজ্য স্থাপন করে এখানেই থেকে গিয়েছিল। এটাকে নিজেদের দেশ বানিয়ে ফেলেছিল। এর বিরুদ্ধে পাল্টা যুক্তি যখন দেই- আমেরিকায় সাদারা তো সেখানে উপনিবেশ স্থাপন করে সেখানেই থেকে গিয়েছিল। সেটাকেই নিজেদের দেশ বানিয়ে ফেলেছিল। তবু আজো সাদাদের উপনিবেশ ইতিহাস, তাদের অত্যাচার আদিবাসীদের উপর, সেসব কি আমরা বলি না? আফ্রিকাকেও তো সাদারা নিজেদের দেশ বানিয়ে থেকে গেছে। খোদ সাদা চামড়ার মার্কিন লেখকরা বিস্তর বই লিখে গেছেন এ বিষয়ে। এবি গুথরি নামের একজন লেখক ব্রিটিশ সাদারা কেমন করে আমেরিকা গিয়ে উপনিবেশ স্থাপন করে আদিবাসীদের মেরেহেজে দখল করেছিল তা নিয়ে ‘দ্য বিগ স্কাই’ নামের এক ঢাউস উপন্যাস লিখে বুকার পুরস্কার পেয়েছিলেন। কেবল আমিই তৈমুর লং নিয়ে কথা বলে তিরস্কার পেলাম! কেন ভারতীয় বাচ্চাদের নাম তৈমুর রাখা হয় সে প্রশ্ন করে চাড্ডি হলাম!
    লড ক্লাইভের লুটপাটের ইতিহাস ভারতে একটি জনপ্রিয় ইতিহাস। এই ইতিহাস সকলেই জানে। এসব নিয়ে কথা বলা হচ্ছে ‘ইতিহাস চর্চা’। এখন যারা লন্ডনে বসবাস করে তেমন ভারতীয় উপমহাদেশীয়রা মনে করে আমাদের টাকা লুটপাট করেই ব্রিটিশদের এত ধনসম্পদ। লড ক্লাইভ একটা খলনায়ক আমাদের ইতিহাস। কিন্তু সুলতান মাহমদু ভারতীয়দের এত বেশি দাস বানিয়ে ধরে নিয়ে প্যারস্যের দাস বাজারে উঠিয়েছিলেন যে দাসদের দর সর্বনিন্ম পর্যায়ে পড়ে গিয়েছিল। এত লুট মাহমুদ আর ইরানের নাদির শাহ করেছিল যে সেসব দেশ সম্পদশালী হয়ে গিয়েছিল। আজ কেউ ইরান বা মধ্যপাচ্য গিয়ে বলে না, আমাদের ধনসম্পদ লুটপাট করে ওরা সম্পদশালী হয়েছে। উল্টো সুলতান মাহমদু, নাদির শাহদের ইতিহাস বলা হলে সেটার নাম হয় “মুসলমানদের ভিলেন বানানো হয়েছে”!
    মুঘল আমলের দুর্ভিক্ষ নিয়ে কথা বলাই তো ডাইরেক্ট ‘মুসলিম বিদ্বেষী’! ইংরেজদের সময় দুর্ভিক্ষ নিয়ে কথা বলুন- সেটা ইতিহাস চর্চা, কিন্তু তাজমহল বানিয়ে কোটি কোটি মানুষ ভাত-রুটির জন্য মরে পড়ে থেকেছে সেটা নিয়ে কথা বলা মানে আপনি কারোর এজেন্ট হয়ে লিখছেন! এই যে ভারতে ‘মুসলিম শাসন’ নিয়ে কথা বললেই বিতর্কিত হতে হয়, এর মানে হচ্ছে ভারতীয় উপমহাদেশে ‘ইসলামী সাম্রাজ্যবাদের’ উত্তরাধিকাররা সরব। বামপন্থীরা তাদেরকে জনসমর্থন মনে করে দলে পাবার আশা করে। এসব স্বপ্ন স্বপ্নদোষে পরিণত হবে।
    এসব নিয়ে লেখার কারণে আমি সেফ জোন থেকে বেরিয়ে গেছি। তথাকথিত নিরপেক্ষ আমি হইনি। আমার পক্ষ সত্যের পক্ষে। ভারতবর্ষে ব্রিটিশ, পূর্তগিজ, ফরাসী উপনিবেশ হয়েছিল, ইউরোপীয়ান সাম্রাজ্যবাদ ঘটেছিল, তেমনি এখানে মুসলিম শাসনে ‘ইসলামী সাম্রাজ্যবাদ’ দখল করেছিল। ইউরোপীয়ান সাম্রাজ্যবাদ মধ্যযুগীয় একটি আগ্রাসনবাদ। এর এখন কোন বাস্তবতা নেই। কিন্তু মুসলিম সাম্রাজ্যবাদ একটি ধর্মীয় মতবাদ। যার ভারতীয় উপমহাদেশীয় নাম “মুসলিম লীগ”। এই মুসলিম লীগ দর্শনের কথা বলেই আমি সেফ জোন থেকে বেরিয়ে গেছি। নইলে আমি মিষ্টি মিষ্টি মুক্তমনা থেকে যেতে পারতাম। ফলে এখন আমার লেখা যাদের যৌক্তিক বলে মনে হয় তারাও নিজেদের সেফ জোনে রাখতে সেটি প্রকাশ করেন না। আমার প্রথম বইতেও আমি ভারতবর্ষের মুসলিম লীগ দর্শনের ইতিহাস বর্ণনা করেছি। এই বইটি প্রকাশ হওয়ার পর একশ্রেণীর মুসলিম লীগ ও বামপন্থীদের গা জ্বলে যাচ্ছে। শুনেছি বইটি ভালো চলছে, সেটিও একটি কারণ প্রতিদিন আমার বিরুদ্ধে পোস্ট দেয়ার।
    আমার বই নিয়ে আমি কিছু বলবো না। পাঠকদের মিশ্র প্রতিক্রিয়া আছে। সেটা থাকুক। আমার কথা হচ্ছে আমি জনপ্রিয় হতে আসিনি। আমাকে চাড্ডি, মোসাদ, আরএসএস, সিআইএ এজেন্ট যা খুশী বলা হোক, আমার কিছু যায় আসে না। আমি যা লিখি সে বিশ্লেষণ যে কতখানি বাস্তব, সত্য, সেটি আজ না হলেও কাল বুঝতে পারবেন। তাদের হতাশাটা আমি বুঝতে পারি। বইটি ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। প্রথম বই নিয়ে সেরকম কৌশলই ছিল। আমার প্রথম বই বের হওয়াই একটা আড় হয়ে ছিল প্রকাশকদের জন্য। সেটি কেটে গেছে। এরপর একের পর এক বই বের হতে পারবে। আমার সেসব বই আমাকে জনপ্রিয় নয়, আরো বেশি বন্ধুহীন করে দিবে। কিন্তু আমাকে উপেক্ষা করতে পারবেন না...।
    এক দশক আগে ব্লগে লিখেছিলাম, আমি নতুন প্রজন্মের জন্য লিখি। আজো সে কথাই বলি। আমি নতুন প্রজন্মের জন্য লিখি। আমি তাদের নাড়িয়ে দিতে চাই, প্রচলিত ইতিহাস ঐতিহ্য বলতে যা জানো, তা সত্য নয়...।
     

    সুষুপ্ত পাঠক লিখেছেন -আমি মোটামুটি একমত 
    February 24

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 171.79.58.174 | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৩528757
  • আরে আজকের বাজারে মোগল সাম্রাজ্যবাদ নিয়ে লিখলে আবার কেউ বন্ধুহীন হয় নাকি! আইটি সেল আছে কি করতে? শাহ স্যারকে একটা চিঠি পাঠিয়ে দিন, নিমেষে লাখ লাখ কপি বিক্রি হয়ে যাবে। 
  • Nupur Sharma | 2a0b:f4c2::9 | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৬528758
  • কল্লা যাইবেক ভাইজান।
  • Prolay Adhikary | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৫528760
  • সুষুপ্ত পাঠকের সাথে সম্পূর্ণ একমত । বামপন্থা যে কোন রকম সাম্রাজ্যবাদের বিরোধীতা করে । সেখানে দাঁড়িয়ে যারা 'ইউরোপীয়ান' আর 'ইসলামিক' সাম্রাজ্যবাদ কে আলাদা আলাদা নজরে দেখতে চান, তারা আসলে "সিলেকটিভ বামপন্থী" ।
  • dc | 2401:4900:7b97:a0ab:5533:f169:e1c1:d13a | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০১528761
  • দীনদয়াল নামে এক দর্জি ছিলেন, তিনি নাগপুরে দোকান দিয়েছিলেন। তাঁর বানানো খাকি হাপ্প্যান্ট এর বিক্রি ছিল ভালোই, খুব কমও না আবার খুব বেশীও না। তো তিনি যাওয়ার পর যারা দর্জিদোকান চালাতো তারা ভাবলো শুধু একরকম স্টাইলের চাড্ডি বানালে সেল বাড়বে না। তারা তখন নানারকমের আর নানা শেডের চাড্ডি বানাতে শুরু করলো। কোনটা বারমুডা, কোনটা ফিকে লাল। ফলে যা হয় আর কি, বারমুডাকে কেউ চাড্ডি বললে সে ভারি রেগে যায় আর বলে সব ওদের ষড়যন্ত্র। এমন নেড়ে দেবো না, তখন বুঝবি।   
  • সায়েব চাড্ডি (নাস্তিক) | 2405:8100:8000:5ca1::d:245c | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৮528763
  • "And while every religion has its fanatics, there is only one religion on Earth where even its mainstream members of the faith seek to impose their religious taboos on everyone else. There is only one religion that has made it unsafe for people to criticize it—or indeed, for its own members to leave it. Only Muslims routinely fear for their lives when they decide to leave their religion—and this is true, even in the West."
  • m | 2605:6400:30:f440:757e:adf1:55f7:5a31 | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:১৫528770
  • প্রগতিশিবিরের এই ভণ্ডামোর পেছনে তেলের পয়সা একটা বড় কারণ। ইসরায়েলকে নির্মূল করতে চাওয়া হামাসের পক্ষে যে কারণে গলা ফাটাতে হয়। তবে দেশে দেশে মানুষ এই ফ্যাসিজমের বিরুদ্ধে ক্রমেই রুখে দাঁড়াচ্ছেন। গণতন্ত্রই বিকল্প স্বরের পরিসর তৈরি করছে।
  • Ranjan Roy | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০528774
  • সাম্রাজ্যবাদে লুঠ  ও খুন সবই আছে কিন্তু সব লুঠ  ও খুন সাম্রাজ্যবাদ নয়।
      সাম্রাজ্যবাদ একটা সংগঠিত ব্যবস্থা, যার মাধ্যমে একটি দেশ অন্য দেশকে প্রত্যক্ষ শাসন বা  পরোক্ষ নিয়ন্ত্রণ করে নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য।
        ১ হয়  অধীন দেশের বা উপনিবেশের কাঁচামাল এনে নিজের দেশে পণ্য উৎপাদন করে চড়া মুনাফায় ওই উপনিবেশেই বা অন্য দেশে বিক্রি করে। (পুরনো মডেল)
      ২ আরও চতুর ভাবে যেখানে কাঁচামালের বাজার সেই দেশেই পুঁজি লাগিয়ে আরও শস্তায় পণ্য উৎপাদন করে সেখানেই বেশি লাভে বিক্রি করে (নতুন মডেল)। 
     
    ভারতে ইংরেজরা , তাদের ভাইসরয় সেনাপতি বিচারক সমেত, দেশ শাসন করত নিজেদের নামে নয়-- লণ্ডনের কিং বা কুইনের নামে। ক্লাইভরা তো তুচ্ছ আমলা। তাই ক্লাইভ এদেশে লুঠ করে যা কামিয়ে ছিল সব খোয়াল লন্ডনে গিয়ে , আদালতে জরিমানা দিয়ে। 
    আসল সাম্রাজ্যবাদ হচ্ছে বৃটিশ এম্পায়ার যার প্রতীক  সম্রাট এবং মহারাণী ( কিং জর্জ, ভিক্টোরিয়া বা এলিজাবেথ)।
    মহম্মদ ঘোরীরা লুঠেরা নিঃসন্দেহে। এবং আজকের আইসিস, বোকো হারাম নৃশংস এবং বর্বর। এমনকি লশকর  -এ- তৈবা ইত্যাদি জেহাদি সংগঠন, যারা ধর্মের নামে সাধারণ নাগরিকের প্রাণ নিতে দুবার ভাবে না তারা নিন্দনীয়। আপনাকে কে বারণ করছে এদের নিন্দা করতে? কেন মিথ্যে কথা বলছেন?
      আর সাম্রাজ্য এবং সাম্রাজ্যবাদ এক নয়।
    উদাহরণ, সম্রাট অশোকেরও সাম্রাজ্য ছিল, প্রসেনজিত এবং বিম্বিসারেরও সাম্রাজ্য ছিল। কিন্তু তাঁরা উপরোক্ত কারণে আধুনিক অর্থে সাম্রাজ্যবাদী নন। 
    সেই জন্যেই দিল্লির মোগল  এবং পাঠান সাম্রাজ্য সাম্রাজ্যবাদ  নয়। কারণ তারা এদেশের সম্পদ নিয়ে ইরাণ, তুরস্ক বা মধ্যপ্রাচ্যের কোন নির্দিষ্ট দেশে পুঁজির অথবা বৈভব সৃষ্টির জন্য পাঠাত না। এদেশেই ব্যয় করত।
     
    যদি বলেন বাইরে থেকে এসে আক্রমণ করে ক্ষমতা দখল করলেই সাম্রাজ্যবাদী, তাহলে বৈদিক আর্যদের কী বলবেন? তারাও তো মধ্য এশিয়া থেকে সিন্ধু দিয়ে ঢুকে হরপ্পা -মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংস করে ক্ষমতা দখল করেছিল। এদেশের আদি অধিবাসীদের (যেমন বেদে বর্ণিত পণি, দ্রাবিড়) দাস বানিয়েছিল। 
      অবশ্য সাভারকর এর মধ্যে দোষের কিছু দেখেন নি। উনি বরং গর্বিত যে হিন্দুরা বাইরের দেশে শ্যাম, কম্বোজ, বলিদ্বীপে ক্ষমতা বিস্তার করেছিল।
  • র২হ | 2601:c6:d200:2600:d47e:1e0e:44e0:59a0 | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৪৭528801
  • সুষুপ্ত পাঠক বাংলাদেশের লেখক। তাঁর লেখার প্রেক্ষিত ও পটভূমিকা ভারতের থেকে আলাদা।
    ওই জিনিসটা মাথায় না রাখলে দীর্ঘ সুচিন্তিত রিফিউটাল অনেকাংশে লক্ষ্যভ্রষ্ট হয় - এখানে সাভারকর দীনদয়াল আদি ভারতীয় চাড্ডি ব্রিগেড প্রত্যক্ষভাবে প্রাসঙ্গিক বলা যায় না।
     
    পোস্টদাতা অবশ্য কিছু উল্লেখ না করে বেমালুম কপি পেস্ট করেছেন।
  • hehe | 154.16.116.61 | ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৩528803
  • মৌচাকে ঢিল।
  • Arindam Basu | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৭528868
  • রঞ্জনবাবু ভারি ভালভাবে বুঝিয়ে লিখেছেন। আরেকটু বললে বলা যায় যে এই যে islamic imperialism বলে কথাটা ব্যবহার করা হয়েছে, কথাটা Efraim Karsh নামে এক ভদ্রলোক islanic imperialism: a history নামে একটি বইতে ২০১৩-১৪ সাল নাগাদ ব্যবহার করেছিলেন, তো তাঁর প্রতিপাদ্য অনুযায়ী ব্যাপারটি অষ্টম শতকে আরব সাম্রাজ্যবাদের প্রেক্ষিতে করা হয়েছিল। এবং ভারতে Sind আক্রান্ত হলেও ভারতে তার প্রভাব বিশেষ পড়েনি। সেদিক থেকে পাঠান বা মোগলদের কখনোই সে অর্থে সাম্রাজ্যবাদী বলা চলে না। রবীন্দ্রনাথ স্মরণীয়, ভারততীর্থ কবিতায় যে আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল একদেহে "হল লীন"। 
    একথাটা ইউরোপীয় দের সম্বন্ধে লেখেন নি। 
  • হীরেন সিংহরায় | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৬528872
  • পুনরায় সহমত! পাঠান মোগলদের সুইস ব্যাংক এ্যাকাউনট ছিল বলে জানা যায় নি। ইংরেজের ছিলো ! 
  • t | 2405:8100:8000:5ca1::bd:3fd4 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৩528873
  • "যদি বলেন বাইরে থেকে এসে আক্রমণ করে ক্ষমতা দখল করলেই সাম্রাজ্যবাদী, তাহলে বৈদিক আর্যদের কী বলবেন? তারাও তো মধ্য এশিয়া থেকে সিন্ধু দিয়ে ঢুকে হরপ্পা -মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংস করে ক্ষমতা দখল করেছিল। এদেশের আদি অধিবাসীদের (যেমন বেদে বর্ণিত পণি, দ্রাবিড়) দাস বানিয়েছিল। "
    - এই গুল্পটি কোথাকার আমদানি?
  • :( | 2405:8100:8000:5ca1::60:bc24 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৮528874
  • Many Muslim historians of medieval India have left for posterity some very detailed, many a time day-to-day, accounts of what happened during the endless encounters between Hindus and Muslims. The dominant theme in these accounts is of mu'mins (Muslims) martyred; of kãfirs (Hindus infidels) despatched to hell; of cities and citadels sacked; of citizens massacred; of Brahmins killed or forced to eat beef; of temples razed to the ground and mosques raised on their sites; of idols broken and their pieces taken to imperial headquarters for being trodden underfoot by the faithful on the steps of the main mosque; of booty captured and carried away on elephants, camels, horses, bullock carts, on the backs of sheep and goats, and even on the heads of Hindu prisoners of war; of beautiful Hindu maidens presented to the sultans and distributed among Muslim generals and nobles; of Hindu men, women and children sold into slavery in markets all over the Islamic world; and of kãfirs converted to the true faith at the point of the sword. The Muslim historians treat every war waged against the Hindus as a jihãd as enjoined by the Prophet and the Pious Caliphs.
  • dc | 2401:4900:7b83:3341:d4c2:17ce:3caf:12f9 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৭528875
  • শেষে গৌমাতাদের বানানো গোবরভর্তি সাইট থেকে টুকতে হচ্ছে নাকি? laugh
     
  • dc | 2401:4900:7b83:3341:d4c2:17ce:3caf:12f9 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৮528876
  • এই না হলে চাড্ডি নাম? ভয়েস অফ ধার্মা laugh
  • Tarikh-i-Yamini | 2405:8100:8000:5ca1::88:5d50 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৬528877
  • The Muslims paid no regard to the booty till they had satiated themselves with the slaughter of the infidels and worshippers of sun and fire. The friends of Allah searched the bodies of the slain for three days in order to obtain booty' The booty amounted in gold and silver, rubies and pearls nearly to three hundred thousand dirhams, and the number of prisoners may be conceived from the fact that each was sold for two to ten dirhams. These were afterwards taken to Ghazni and merchants came from distant cities to purchase them, so that the countries of Mawaraun-Nahr, Iraq and Khurasan were filled with them, and the fair and the dark, the rich and the poor, were commingled in one common slavery.
  • অবজার্ভেশন | 2405:8100:8000:5ca1::e6:c88f | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫১528878
  • পরাধীনতার সবচেয়ে বড় অভিশাপ cultural conquest. ইসলামি সাম্রাজ্যবাদ সেটা অনেকটা সফলভাবে করতে পেরেছে। বখতিয়ারপুরের নাম বদলানোর কথা হলে, রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠার কথা হলে ভারতীয়দের একাংশ রে রে করে ওঠে। ইসলামের প্রভুত্বের স্মৃতি আজো তাদের রক্তে বহমান, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের চিহ্নগুলি সুমহান বলে শিরোধার্য। ঔরঙজেব, টিপু সুলতান, তিতুমিরের মত কাফিরবিদ্বেষীরা এদের নায়ক।
    এই টই কোন ব্যতিক্রম নয়।
  • dc | 171.79.56.77 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৮528879
  • পাঁচশো বছর আগে কি হয়েছে না হয়নি সে নিয়ে চাড্ডিরা লেজ তুলে লাফাচ্ছে। এদিকে গতকাল রামরাজ্যে পেপার লিক হয়ে আইসিএসই বোর্ডের ১২ ক্লাসের কেমিস্ট্রি পরীক্ষা পিছিয়ে গেছে। সে নিয়ে আদানি আম্বামির চ্যানেলেও কোন খবর নেই, প্রধানসেবকও টুঁ শব্দ্টি করে নি। 
     
  • ? | 2a0b:f4c2::12 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭528881
  • পেপার লিকের মতো অনাচার রুখতে ইসলামী সাম্রাজ্য ফেরানো দরকার, নাকি ব্রিটিশ শাসন আনলেই হবে?
  • মাইরি | 171.60.253.61 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৮528882
  • দীনদয়ালের দর্জির দোকান এখন ফ্যাক্টরি মোডে চাড্ডি ছাপাচ্ছে আর পরাচ্ছে, ছাপাচ্ছে আর পরাচ্ছে, ছাপাচ্ছে আর পরাচ্ছে।
  • hmm | 2001:67c:6ec:203:192:42:116:179 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৬528883
  • তবু ভাল, একদল অন্তত চাড্ডিটুকু পরে।
  • dc | 171.79.56.77 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৯528884
  • "Entire Country Is Being Taken For A Ride": Supreme Court On Patanjali
    A contempt notice has been issued to the company and its Managing Director, Acharya Balkrishna, over misleading advertisements. 
     
    You (Union government) wait for two years when the Act says this is prohibited. The government is sitting with its eyes closed.
     
     
    প্রধাসেবক লাক্ষাদ্বীপে গিয়ে স্নর্কেলিং করছে আর দ্বারকায় গিয়ে ডুব সাঁতার কাটছে laugh
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:b5c1:dded:9bd2:3271 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫০528887
  • এক পরিচিত পাঠালো।
     
  • dc | 2401:4900:7b7f:ffe4:34b2:204d:3644:a812 | ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৭528888
  • গৌমাতা না রামছাগল বোঝা দায় laughlaugh
  • hijibijbij | 113.21.79.229 | ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৩৬528896
  • ভারি সহজে মত দেয়া যাচ্ছে ।..নেহাত কেঠো সত্যি ....সমস্যা হলো শুরুতেই দাগিয়ে দেওয়া হয়ে বলে আলোচনার পরিসরটাই তৈরী হয়ে না ...
  • PRABIRJIT SARKAR | ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:২৯528898
  • মুঘল পাঠান আমলে কি সুইস ব্যাংকে টাকা রাখা যেত হীরেন বাবু?
     
  • PRABIRJIT SARKAR | ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৪২528899
  • বেশ কিছু লোক ভাট বকছে। কোথায় কোয়েশ্চেন লিক হল কে জলে ডুব দিল কৃষ্ণ নামে সেসব নিয়ে এখানে মন্তব্য অবান্তর। আর মূর্খরাই কেউ কিছু পোস্ট করলে তাদের মনের মত না হলে ব্যক্তি আক্রমণ করে। তাদের কিছুই বলার মত নেই।
    আর্যরা আক্রমণ করেছে কিছু মানুষকে 'ছোট জাত' বানিয়ে শোষণ করেছে এসব গল্প এখন আর চলে না। আর্য একটা সম্ভাষণ -মসিয়ে বলার মত। ওরা সিন্ধু সভ্যতা ধ্বংস করেনি। ওরা বাইরে থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে আর সেই করতে গিয়ে অন্য জন গোষ্ঠীর সঙ্গে কিছু সংঘর্ষ হয়েছে। বিভিন্ন ইতিহাস গ্রূপে এ নিয়ে আলোচনা হয় তার থেকে আমার এই ধারণা হয়েছে।
  • ar | 71.174.70.185 | ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৪৩528900
  • "জী"-কে পুরো মুলকির মতন লাগছে!! এতো মুলকি!!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন