এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মুক্তগদ্য | আমরা আপনাদের দেখছি 

    Rahul Ghosh লেখকের গ্রাহক হোন
    ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩০১ বার পঠিত
  • আলো ও অন্ধকারের মাঝামাঝি জায়গাটা খুঁজছি। জায়গাটা ছায়ামাখা ধূসর। সেখানে যাওয়ার পথ অনেকটা অচেনা। তাতে কোনো সমস্যা নেই। চেনা রাস্তায় গিয়ে বহুবার দেখেছি, সেও আচমকা রুদ্ধ হয়ে যেতে পারে। গ্রেস এনক্লেভ থেকে গোধূলি আবাসন পর্যন্ত একটা অচেনা সরলরেখা টানা যায়। সেই পথে নিশ্চিত বিকেল জুড়ে পড়ে থাকে কমলা রঙের রোদ। সেই চেনা রোদের আরাম মেখে নিতে-নিতে, কতবার চেয়েছি কোজাগরী চাঁদের উজান। অপেক্ষা করেছি, কখন নড়ে উঠবে সময়ের অনিবার্য আঙুল। আবার গায়ে জড়ানো যাবে জ্যোৎস্নাচাদর। তবুও কাঙ্ক্ষিত মুহূর্তটি ফিরে আসেনি। বরং চারপাশে বেড়েছে দাড়ি-হাঙর, গামছা-শিয়াল, উল্কি-ভালুক ও অনুসারী-বাঁদরের ভিড়। অযোগ্য রিংমাস্টার হয়ে ছড়ি ঘুরিয়েছে কাকেশ্বর কুচকুচে। তার প্ররোচনায় পিছন থেকে ছুরি মেরেছে কোনো এক অনামা আততায়ী। মুখোমুখি এলে, আমরা তাকে চিনে ফেলতাম; তাই না?

    অগত্যা হাওয়ায় পালক থেকে খসে পড়েছে আয়ু। এই মৃত্যু যদি চরাচরে মুক্তির বাতাস এনে দিত, তাহলে বোঝা যেত, পরাজয়ই চেয়েছিলাম। অথচ স্বপ্নের জয় চেয়ে আমরা কি রাখিনি নিবিড় যত্নের অজস্র দিন?
    আসলে, আলো এখানে বড্ড চড়া। প্রায়শই মেকি ও প্রতারক। বাচাল ও অগভীর। তার দিকে বেশিক্ষণ তাকালে চোখ ধাঁধিয়ে যায়। অন্ধত্বও আসতে পারে। এর চেয়ে মাঝেমাঝে অন্ধকারে যাওয়া ভালো। অন্ধকার মানেই কিন্তু সম্পূর্ণ অন্ধকার নয়। তারও নিজস্ব আলো আছে। কিছুক্ষণ থাকলে, চোখ সয়ে এলে, তুমিও নিশাচর প্রাণীদের মতো সবকিছু দেখতে পাবে; স্পষ্ট। অন্ধকার আত্ম-উন্মোচনের বিশ্বস্ত জায়গা। কিন্তু অন্ধকার এখানে শ্বাসরোধকারী। মিথ্যুক ও বানোয়াট। অগত্যা এই রিট্রিট। ধূসর জায়গাটা খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা।
    এই যে বিষাদ-কুয়াশা ভেঙে চলে যাওয়া, অথবা যেতে বাধ্য হওয়া; একে কি তুমি নেহাত-ই পশ্চাদপসরণ বলবে? এই যে সরে থাকা, অথবা থাকতে বাধ্য হওয়া; একে নিয়ে রচনা করবে আরও একটি কৌতুকনাটিকা? কিন্তু স্বপ্নেরা কি নিহত হলেই পরাজিত হয়! যে-মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে কালপুরুষ, তার মাথা এখনও উঁচু আছে কিনা, সেটাই আসল প্রশ্ন। যদি থাকে, আবার বোঝা যাবে, তার মধ্যে ভেজাল ছিল না কোথাও। তাছাড়া, নির্ভেজাল স্বপ্ন আসলে অবিনশ্বর। শরীরের মৃত্যু হামেশাই হতে পারে। কিন্তু তার আত্মা? সে তো ফিরে-ফিরে আসবে অন্য রূপে, অন্য চেহারায়! হয়তো-বা অন্য প্রেক্ষিতে। কিন্তু আসবেই। মাথা উঁচু করে যেতে পারলে, ফেরার পথটা চিনে রাখা যায়।
    ওইসব নীচতার চেয়ে তাই নির্মোহ থাকা ভালো। শ-খানেক অক্ষরে লিখে ফেলা ভালো আরও কিছু সান্ধ্যভাষ। স্বপ্নের লাশের সঙ্গে নৈশভোজ সারুক মৃত্যুদূত। আমি তো আলিঙ্গনে খুঁজি জীবনের যা-কিছু অত্যাবশ্যক। জরুরি এবং অমোঘ। আমি তো এখনও মনে করতে পারি, চুম্বনে ভাতের গন্ধ। আমি তো জানি, একদিন বন্ধ হয়ে যাবে এইসব ট্র‍্যাপিজের খেলা। অবসর নেবে যাবতীয় রিংমাস্টার। ততদিন সরে থাকা এই ক্যানভাসে আঁকা হোক প্রতারণা ও প্ররোচনার মুখচ্ছবি। ততদিন সময়ের তর্জনী আকাশে-বাতাসে বসিয়ে দিক অজস্র সিসিটিভি-ক্যামেরা। ততদিন হাওয়ার গায়ে অদৃশ্য অক্ষরে সমস্ত রিংমাস্টারকে লেখা হোক, আমরা আপনাকে দেখছি।
    আমরা আপনাদের দেখছি।
    (প্রথম প্রকাশ : অভিসন্ধি, জুলাই ২০২১)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীমু | 182.69.180.234 | ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৩528219
  • yes
  • Rahul Ghosh | ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩০528260
  • দীমু, 
  • Rahul Ghosh | ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩১528261
  • দীমু,
  • kk | 2607:fb90:eab2:c595:b588:2f45:5560:4881 | ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৪528262
  • ভালো লাগলো ।
  • Rahul Ghosh | ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২২528266
  • ধন্যবাদ kk 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন