এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শিবাজি শিবাজি

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৫ জানুয়ারি ২০২৪ | ১৭৯ বার পঠিত
  • বাবা শাহজি তাঁর বিশ্বস্ত অনুচর দাদাজি কোনদেবকে নিয়োগ করেন পুনের জাগির দেখভাল করতে। শিবাজির সতেরো বছরেই মারা যাচ্ছেন দাদাজি। তিনি বেঁচে থাকতেই শিবাজি পুনের জাগিরের আশপাশের এলাকায় ছাপামারি করতে শুরু করেন আর সেভাবেই কোন্দানা কেল্লা দখল করে নাম দেওয়া হল সিংহগড়। দাদাজি কোনদেব মারা যান ষোলোশো সাতচল্লিশে আর শিবাজি বিজাপুরের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে পড়লেন। কৌশলে দখল করা হচ্ছে তোর্না কেল্লা। সেখানের তোষাখানা থেকে বাজেয়াপ্ত হচ্ছে বিপুল ধনরাশি। দু বছরের মধ্যে শিবাজির দখলে এলো পুনের উত্তর দিকের রাস্তায় গুরুত্বপূর্ণ কেল্লা চাকান। এর মধ্যে তোর্নার বাজেয়াপ্ত টাকায় সেখান থেকে পাঁচ মাইল পুবে দুর্গম পাহাড় চূড়ায় রায়গড় কেল্লা বানিয়ে ফেলেছেন তিনি। পরের একদশকের জন্য সেখানেই স্থাপিত হচ্ছে তাঁর রাজধানী। বিজাপুর সুলতান মুহম্মদ আদিল শাহের অসুস্থতার ফলে দরবারের কাজে ঢিল পড়ে, গোষ্ঠী ক্যাঁচাল বাড়ে, ফলে ওইসব ঘাটের দুর্গম সীমান্তে সরকারি পাকোড় গিয়েছিল দুর্বল হয়ে তার সুযোগ নিয়ে নিজের প্রভাব বাড়িয়ে ফেলছেন তরুণ শিবাজি। জীবনের প্রথম ওই বছরগুলোতে নিজের প্রভাব বাড়াতে আশপাশের মারাঠা দেশমুখদের সঙ্গেও পাঙ্গা নিতে হচ্ছে শিবাজিকে। সৎমা তুকাবাইয়ের ভাই, সম্পর্কে কাকা, সম্ভাজি মোহিতে ছিলেন সুপে মহলের অধিকর্তা। শিমগা উৎসবের একদিনে শিবাজি তাঁর কাছে গেলেন কাজের খোঁজ করার ছলে। কাকাকে বন্দি করলেন তিনি। তিনশো ঘোড়া আর ধনসম্পদ বাজেয়াপ্ত করলেন। সব স্থাবর আর অস্থাবর সম্পত্তির দখল নিয়ে সুপে মহল দখল করলেন। কিছুদিনের মধ্যে শিবাজির দ্রুতগামী ঘোড়সওয়ার বাহিনী ঢুকে পড়ছে জুন্নার শহরে সেখানেও তিন শো ঘোড়া আর ধনসম্পদ বাজেয়াপ্ত করছে তারা।
    -------- কী ব্যাপারটা কী ?
    -------- কোনটার কথা বলছ ?
    -------- শিবাজির কথাই বলছি।
    -------- আমিও তো শিবাজির কথাই জিজ্ঞেস করছিলাম।
    -------- তাহলে শোন।
    -------- শুনবো তো বটেই কিন্তু তিনশো ঘোড়ার ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার।
    -------- আর ধনসম্পদ বাজেয়াপ্ত করার কথা পরিষ্কার হবে না।
    -------- নিশ্চয়ই। তিনশো এক রূপক, মানে প্রচুর। একশো নয় দুশো নয়।
    -------- তিনশো?
    -------- প্রতিবারই তিনশোই হবে, প্রচুর ঘোড়া চাই। চাই যুদ্ধ চালানোর জন্য, দুর্গম সব এলাকায় কেল্লা গড়ার, রক্ষার জন্য।
    -------- রক্ষার?
    -------- মোঘল ফৌজ ঘেরাবন্দির জন্য বিখ্যাত ছিল। মাস চলে যেত। বছর চলে যেত কেল্লা ঘিরে বসে থাকত।
    -------- ঘিরে?
    -------- কেল্লা ঘিরে থাকলে রসদে, টান। গোলাবারুদে টান।
    -------- পড়বেই?
    -------- কেল্লার পতন হবে।
    -------- হবেই?
    -------- আজ না হলে কাল। নাহলে পরশু। জিঞ্জির কেল্লা ঘরবন্দি ছিল কত দিন?
    -------- কত দিন?
    -------- আট বছর ! ষোলোশো নব্বই থেকে আটানব্বই। সে অবশ্য অনেক পরের কথা। শিবাজি ওইসব লুট মার করতে
    -------- বাধ্য ছিলেন?
    -------- কারণ প্রথম দিন থেকেই জানতেন।
    -------- কে?
    -------- ছত্রপতি শিবাজি মহারাজ, তিনি রাজা হবেন পরে তার আগে রাজা হবার, স্বাধীন রাজা হবার, আইকন হবার সব লক্ষণই ফুটে ওঠে। তিনি জানতেন
    -------- কী জানতেন?
    -------- একদিন না একদিন তাঁকে মোঘল ওয়ার মেশিনের মুখে পড়তে হবে। নির্মম ঘেরাবন্দির।
    -------- তাই লুটপাট, প্রতিবারই তিনশো ঘোড়া - প্রচুর ঘোড়া সংগ্রহ?
    -------- প্রতিবারই সম্পদ সংগ্রহ, ঘোড়া সংগ্রহ। সমৃদ্ধ শহর আক্রমণ, হঠাৎ আক্রমণ।
    প্রাক আধুনিক মহারাষ্ট্র তিন ভাগে বিভক্ত ছিল। সমুদ্র সংলগ্ন, কৃষিপ্রধান কোঙ্কন, পশ্চিম ঘাটের দুর্ভেদ্য জঙ্গলে ভরা ঘাট যেখানে সব দুর্গম কেল্লারা পর্বতমালার সঙ্গে এঁকেবেঁকে রয়েছে, থাকছে আর হল রুখা শুখা দেশ অঞ্চল - মারাঠা রায়তদের ভূমি, দুধর্ষ ঘোড়সওয়ারদের শৈশবের লীলাক্ষেত্র, ছত্রপতি শিবাজি মহারাজের লীলাক্ষেত্র। এই মারাঠা দেশমুখদের স্ট্রাটেজি নিয়ে আলোচনা করছেন গর্ডন।

    প্রতিকূলতার মাঝে এইসব কথা মাথায় রাখতে হতো মারাঠা দেশমুখদের ঃ
    ১) মুদ্রা সঞ্চালনের আর ব্যবসা বাণিজ্যের মন্দা।
    ২) অর্থনীতির নিম্নগামিতা যা দুর্ভিক্ষের (১ ৬৩০-৩২) জন্য চরমে। বহু এলাকায় লোক বসতি কমে গেছে বা একদম জনশূন্য হয়ে গেছে গোটা অঞ্চল।
    ৩) আহমদনগরের পতন হয়ে মোঘল ফৌজের দাপাদাপি বেড়েছে।
    ৪) বিজাপুরের বাড়বাড়ন্ত।
    ৫) বিজাপুরের ফৌজে বহিরাগত মুসলিম কমে মারাঠাদের সংখ্যা বাড়ছে দ্রুত।
    (The Marathas by Stewart Gordon page 53)

    এলাকার ভাঁড়ারে ঠন ঠন গোপাল, তাই প্রভাব বাড়াতে গেলে এলাকার বাইরে গিয়ে ছাপামারি, লুটপাট করতেই হয় তাদের, দেশমুখদের, শিবাজিকেও।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন