এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হিন্দুস্তানের শহীদ কবি মির জাফর জাটেল্লি

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ৩০ জুলাই ২০২৩ | ২৫০ বার পঠিত
  • ঔরঙ্গজেবের আমল থেকে ফারুখ শিয়র পর্যন্ত ওনার আয়ুষ্কাল। উর্দু ব্যঙ্গ কবিতার জনক বলা হয় মির জাফর জাটেল্লিকে (শাটেল্লি ?)। আসল নাম মির মুহম্মদ জাফর। ললিত ফার্সি জবানে কাঁচা মুখের ভাষার সব শব্দ বসিয়ে - নতুন মিশ্র-রাখতা ভাষা তৈরিতে, যৌন ইঙ্গিতে সব শালীন ছক উল্টে দিয়ে সময়ের অনেক আগের এক আলোর বর্তিকা হলেন জাটেল্লি। ওই শৈলীকে বলত হুজ্জু বা সমাজদেহের নানা হিপোক্রেসি আর ক্ষমতার চামড়া ছাড়িয়ে নেওয়া নেওয়া শুধু নয় সেই খালবোশ শরীরে রীতিমত ঝাল নুন ছিটোন ল্যাম্পুনিং করার শৈলী।
     
    ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। সপ্তদশ থেকে অষ্টদশ শতকের গোড়া পর্যন্ত কবিতা ও গদ্য লিখেছেন। ঔরঙ্গজেবের রাজত্বের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ক্ষমতার গায়ে জ্বালা ধরানো সব কবিতা বোমা। এসব বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর শুনতেন আর হেসে উড়িয়ে দিতেন হয়ত অস্ফুটে গালাগাল দিয়ে টাকাপয়সা দিয়ে ফিট করতেন। এ হেন জাটেল্লি বাদশাহকে প্রশংসা করে কিছু কবিতাও লিখেছিলেন। হয়ত ভাবখানা এমন - তুমি তো চালিয়ে দিলে ঠাকুর্দা তারপর যে কী হবে ! ঔরঙ্গজেবের আমলের বজ্র আঁটুনি ফস্কা গেরো দুনম্বরি কাজি আর মুহতাসিব বা সেন্সর অফিসারদের অনেকবার ছালছামড়া ছাড়িয়েছেন। ওইজন্য হয়ত অভিজ্ঞ বাদশাহ আসল খবর জানতে ওনার ব্যঙ্গের সাহায্য নিতেন। ঔরঙ্গজেবের ছেলেরা ওনার হাত থেকে বাঁচেনি। শাহজাদা কাম বক্সকে বললেন

    জাহ শাহ ওলা গহের কাম বক্স
    কা ঘাচি বুরকর্দ বা বক্স

    ওয়েল ডান, ও প্রিন্স কাম বক্স
    দ্য লিটিল ওপেনিং অফ দ্য গোট ইস রাপচার্ড  ইনটু এ গ্যাপিং হোল। 
     
    শাবাশ শাহজাদা কাম বক্স
    ছাগলের পেছন মেরে খাল করেছ। 
     
    ঔরঙ্গজেব মারা গেলে বাহাদুর শাহ-এক তখতে বসলেন। জাটেল্লি লেগে গেলেন তাঁর পেছনে। লিখে ফেললেন পায়ুমর্দনের রূপকে অমর কাব্য - গান্ডুনামা!! ওই করতে করতে ঔরঙ্গজেব পরবর্তী দিল্লীর তখতকে ঘিরে রক্তের লহর আর অনিশ্চয়তার পরিমণ্ডলে তাঁর নাতি ফারুক শিয়র হলেন সম্রাট। সিক্কা বেরল বাদশাহের নামে তাতে লেখাঃ
     
    সিককে জাদ আজ-ফজল-ই হক, বার সিম ও জার 
    পাদশাহী বাহার-ও-বার, ফারুখ-শিয়ার 
     
    খুদার অসীম করুণায়, সোনা রুপোর সিক্কা 
    আসমুদ্র হিমাচলের বাদশা ফারুখ শিয়র।
     
    জাটেল্লি ছাড়ার পাত্র নন তিনি খসখস করে সিক্কার প্যারডি লিখলেনঃ
     
    সিককে জাদ বারগানদম বা মথ বা মটর 
    বাদশা হায় তাসমা কাশ ফারুখ শিয়ার 
     
    সিক্কা এটা তৈরি দিয়ে ডাল আর মটর 
    করছে খুন জুতোর  ফিতেয় বাদশা ফারুখ শিয়র। 
     
    বাদশাহ ফারুখ শিয়র দাদু ঔরঙ্গজেবের মতো হেসে উঠিয়ে দেবার পাত্র নন, নন ঐ প্রবল ক্ষমতার আধিকারীও। তাঁর এমনিতেই প্যান্টুলুন খোলা অবস্থা। তিনি ফারমান জারী করে সত্যি সত্যি জাটেল্লির প্যারডির মতো করেই গলায় জুতোর ফিতে লাগিয়ে - তশমাকশ, দমবন্ধ করে মেরে জাটেল্লির কবিতা লেখা আর বলা চিরতরে বন্ধ করেন। 

    জাটেল্লির কবিতা অশ্লীল বলে অনেক দিন চাপা ছিল। এখন কিছু কিছু বেরচ্ছে। 

    দুটো প্রশ্ন আছেঃ
    ১) এখনও আমরা জাটেল্লিকে হিন্দুস্থানের শহীদ কবি বলব না কেন ?
    ২) বিদেশী ভ্রমণকারীদের তৈরি করা গ্যাঁজাখুরি ন্যারেটিভে আর এসিয়াটিক সোসাইটির পরিকল্পিত ঔরঙ্গজেব অবমূল্যায়নে কত দিন বিশ্বাস করব?  

    জাটেল্লি আর ঔরঙ্গজেবের বিচিত্র সম্পর্ক অনেক অজানা তথ্যই সামনে আনছে সে সময়ের সমাজ ও রাষ্ট্র সম্পর্কেও। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন