এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম - ১৩ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৫ জুলাই ২০২৩ | ৪০১ বার পঠিত
  • আশ্চর্যের ব্যাপার অশেষও দিব্যি আয়েস করে ঠান্ডা পানীয় পান করল । তার বিশেষ কোন তাপ উত্তাপ দেখা গেল না ।  
    দু ধরণের অপরাধীর এরকম হতে পারে । এক, সম্পূর্ণ অনুভূতিহীন ,মানে ভয় পাবার অনুভূতিটাই নেই । আর দুই, সে নিশ্চিন্ত থাকে যে তার গডফাদার তাকে ঠিক বাঁচিয়ে নেবে । এর মধ্যে বোধহয় দ্বিতীয়টাই  তার ক্ষেত্রে সত্যি । অবশ্য অশেষ যে অপরাধী এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ।
    অশেষ ঠান্ডা পানীয়ের বোতল শেষ করে একটা ঢেকুর তুলল । বোতলটা নামিয়ে রাখল চেয়ারের পাশে । ওসি গৌতম রক্ষিত চেয়ারে বসে বসে একটা হাই তুললেন । তারপর উঠে বাইরের দিকে গেলেন । বোধহয় টয়লেটে গেলেন ।
    কলতান চেয়ারটা থেকে উঠে গিয়ে ওসির  টেবিলের এপাশের চেয়ারটায় বসল । চেয়ারটা অশেষের দিকে ঘুরিয়ে নিয়ে টেবিলের ওপর ডান হাতটা রেখে বসল ।
    অশেষ কোলের ওপর দুহাত রেখে কলতানের দিকে তাকিয়ে বেশ নরমভাবে বলল, ' এবার  আমায় ছাড়ুন স্যার... অনেকক্ষণ তো হল ... অনেক কাজ পড়ে আছে ...'
    ------ ' হ্যাঁ ... কাজ তো অনেক পড়ে আছে । কাজের জন্যই তো আমরা এখানে পড়ে আছি । অশেষবাবু ... জানুয়ারি মাসে রাঁচিতে আপনার সঙ্গে আপনার পরিচিত কারও দেখা হয়েছিল ? '
    ------ ' পরিচিত বলতে ... পরিচিত বলতে ... হ্যাঁ , গোবিন্দবাবুর সঙ্গে দেখা হয়ে গেল ... গোবিন্দলাল ঘোষ । শ্রীমানি মার্কেটের কাছে বড় মিষ্টির দোকান । কাঁকুড়গাছি আর কালীঘাটেও দোকান আছে । প্রচুর পয়সা ... '
    ------ ' আচ্ছা ... আচ্ছা ... বুঝতে পেরেছি । তাকে অফারটা দিলেন ? গোবিন্দবাবু তো শাঁসালো মক্কেল... '
    ------ ' অফার !  কিসের অফার ? '
    ------ ' ওই যে ডিল টা আপনারা করেন । লোন অফার ... । '
    ------ ' কোন ডিল টিল আমি জানি না .... '
    ----- ' আহা ..... আপনার না থাকতে পারে , জীবনকৃষ্ণ সরকার আর সুগত সেনের তো আছে।
    ধুরন্ধর অশেষ পালিত এইসময়ে মনের সাময়িক শিথিলতাবশতঃ মুখ ফসকে একটা কথা বলে ফেলল .....
    ----- ' তারা বিজনেস করে তো আমার কি ? আমি কি হিস্যা পাই ? '
    বলেই  সামলে নিল নিজেকে ।
    ------ ' ডেবোনেয়ার কোম্পানিতে আমি যাই মেশিন মেনটেন্যান্সের কাজে ... কে কি সাইড বিজনেস করছে আমি জানব কি করে ? '
    ------ ' আপনি তাহলে সুগত সেনের গাড়ি ইউজ করছিলেন কি করে ? '
    ----- ' অনেকদিন ডেবোনেয়ারে কাজ করার ফলে ওনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে । উনি এই মারুতি গাড়িটা যাতায়াতের সুবিধার জন্য  আমাকে ইউজ করতে বলেছেন । আর কিছু না ... '
    ------ ' তার মানে ওনার আরও গাড়ি আছে ? '
    ক্রমাগত চাপের মুখে আবার একবার স্লিপ অফ টাং হয়ে গেল অশেষের  .....
    ------ ' আছে তো ... আরও দুটো আছে । তার মধ্যে একটা মার্সেডিজ।  '
    ------ ' আর বাড়ি ? ' 

    অশেষ এবার রাশ টানল । বলল, ' সেটা বলতে পারব না । বাড়ি কখনো যাইনি । তবে শুনেছি .... '
    ------ ' কি শুনেছেন ? '
    ----- ' হেব্বি ব্যাপার .... কোটি কোটি টাকার ব্যাপার । '
    অশেষ নিশ্চয়ই জানে তার সব  কথা রেকর্ড হচ্ছে । সে অত বোকা না । কলতান বুঝতে পারছে, খুব হিসেব কষেই  অশেষ একটু একটু  সুতো ছাড়ছে।
    সে কোন একটা অসুখদায়ক পরিণতির গন্ধ পেয়ে গেছে সম্ভবত। হাল্কা হাল্কা স্বীকারোক্তির চাতুরিতে সে হয়ত নিজেকে নির্দোষতার নিরাপদ অঞ্চলে নিয়ে যেতে চাইছে ।  দেখাতে চাইছে , আমি মানুষ খারাপ নয় ।
    ----- ' আর জীবনকৃষ্ণ সরকার ? সে কেমন ? '
    অশেষ সরাসরি কোন জবাব দিল না । বলল, ' সুগতবাবুর মুখে ওনার নাম শুনেছি দু একবার ... '
    ----- ' আপনার সঙ্গে দেখা হয়নি কখনও ? '
    ----- ' না না ... '
    ----- ' রাঁচিতেও দেখা হয়নি ? '
    ----- ' রাঁচিতে .... ওই তো বললাম ... গোবিন্দ  ঘোষের সঙ্গে দেখা হয়েছিল ... '
    ক্রমাগত প্রশ্নবাণের মোকাবিলা করতে করতে অশেষ বেশ বেসামাল হয়ে পড়ছিল । এবার সে নিজেকে খানিকটা গুছিয়ে নিল । বলল ....
    ----- ' আচ্ছা , আমি যে জানুয়ারি মাসে রাঁচি গিয়েছিলাম আপনারা জানলেন কি করে ? '
    কলতান জানে , পুরোটাই আন্দাজে ঢিল ছোঁড়া ।
    ঝোপঝাড়ের আশেপাশে ক্যানেস্তারা পেটালে লুকিয়ে থাকা প্রাণীরা যেমন বেরিয়ে আসে , সেইরকম আর কি । সে অশেষ পালিতের দেখাই তো পেল সবে আজকে । লেগে গেলে ভাল, না লাগলে অন্য রাস্তায় যেতে হবে । কিন্তু সেটা ভাঙা যাবে না ।
    কলতান মুচকি হেসে বলল, ' আমাদের অনেক কিছু জানতে হয় । চেষ্টা করলে সব কিছু জানা যায় ... জানার অনেক উপায় আছে । '
    অশেষ মাথা নীচু করে কি ভাবতে লাগল ।  গৌতমবাবু টয়লেট সেরে ঘরে ঢুকে আবার নিজের চেয়ারে থিতু হলেন ।
    কলতান আবার একটা তীর ছুঁড়ল কোন একটা লক্ষ্যের উদ্দেশ্যে । যেটার উত্তর অশেষকে দিতেই হবে ।
    ----- ' আচ্ছা রাঁচিতে কি তুমি মেঘমালা হোটেলে ছিলে ? '
    অশেষের মুখ দিয়ে স্বাভাবিক প্রতিবর্তী ক্রিয়ায়  দ্রুতবেগে বেরিয়ে গেল , সেটা অশেষকে কলতানের 'তুমি ' বলার প্রভাবেও হতে পারে । বেরিয়ে গেল -----
    ------ ' না না .... হোটেল সানফ্লাওয়ার-এ '
    বলে ফেলেই চুপ করে গেল । তার মনে হল, এটা ঝট করে ' লিক ' করা ঠিক হয়নি ।
    ----- ' আচ্ছা আচ্ছা ... '  কলতানের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া । কলতান এবার বলল, ' তুমি তো ভাই আমাকে মুশ্কিলে ফেললে । '
    ----- ' কেন ? '
    ----- ' না , ভাবছি জীবনকৃষ্ণকে তাহলে কে মারল ?'
    ------ ' কে বলল জীবনকৃষ্ণকে মারল ! '
    মনঃসংযোগ না থাকায় আবার একবার আলগা কথা বেরিয়ে গেল অশেষের মুখ থেকে  । 
    পরক্ষণেই রাশ টানল , ' আমি তো সেরকম কিছু শুনিনি .... '
    কলতান বলল, ' হুঁ ...তাই তো ... '
    সে এবার হঠাৎ বলল, ' কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট তোমার ? '
    সত্যি মিথ্যে জানা নেই । অশেষ বলল, ' পি এন বি , টালিগঞ্জ ব্র্যাঞ্চ  । '
    ------ ' তোমার মোবাইল নাম্বারটা দাও ... '
    অশেষ কোন আপত্তি করল না । নম্বর দিল । ওই নম্বরে কলতান একটা কল দিল । অশেষের ফোন একটা হিন্দী গানের রিংটোন বাজাতে লাগল । কলতান ফোন কেটে দিল ।
    তারপর বলল, ' ঠিক আছে , তুমি এখন আসতে পার । তবে পরে আবার দরকার হতে পারে তোমায় । তখন যেন পাওয়া যায় । '
    অস্ফূট স্বরে ' হমম্ ' বলে অশেষ আস্তে আস্তে বেরিয়ে গেল থানা থেকে।
    ওসি রক্ষিতবাবু বললেন, ' কিরকম বুঝছেন ? '
    কলতান বলল, ' কিছুই না । একটা বিশাল গাছের গুঁড়ির কাছে ঘুরপাক খাচ্ছি । মগডালে উঠতে এখনও অনেক দেরি ..... । আপাতত আপনি এক্ষুনি লোক পাঠান । '
    ----- ' কেন কেন ... কোথায়  ? '
    ------ ' ফলো অশেষ ইমিডিয়েটলি  ... '

         ( চলবে )

    ********************************************

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চলুক | 173.49.254.96 | ২৫ জুলাই ২০২৩ ১০:০০521707
  • বেশ  
  • Mousumi Banerjee | ২৫ জুলাই ২০২৩ ১৩:২৫521713
  • পরে ঠিক কি হয় তার অপেক্ষা করি
  • Anjan Banerjee | ২৫ জুলাই ২০২৩ ১৫:১৭521719
  • চলুক , মৌসুমী ব্যানার্জী ----- 
     
     
    ধন্যবাদ।  সঙ্গে থাকুন । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন