এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম - ১২ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৪ জুলাই ২০২৩ | ২৯৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • অশেষ তেরচা চোখে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইল এতটুকু টাল না খেয়ে ।
    ভদ্রলোকের সঙ্গী বছর চল্লিশের পেটানো চেহারার আর একজন বললেন , ' কি হল ? বার করুন ... বার করুন .... '
    অশেষ পালিত চোখ না সরিয়েই অগ্রাহ্যের সুরে বলল, ' কেন বলুন তো ? কোথা থেকে আসছেন ? '
    ----- ' বালীগঞ্জ থানা ... ' প্রথমজন পকেট থেকে আই কার্ড বার করে অশেষের চোখের সামনে ধরল ।
         অশেষ তাতেও টসকাল না । বলল, ' লাইসেন্স কাছে নেই।  দাঁড়ান ফোন করছি.....'
    ----- ' কাকে ফোন করবেন ? '
    ----- ' গাড়ির মালিককে .... '
    ----- ' গাড়ির মালিক পরে হচ্ছে ..... আগে বলুন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন কোন সাহসে ? '
    ----- ' লাইসেন্স আছে । সঙ্গে নেই এখন ... '
    ----- ' দূ..র আমাদের ধুর পেয়েছেন ? লাইসেন্স সবার গাড়িতেই থাকে ... '
    ----- ' লাইসেন্স সবার গাড়িতেই থাকে ? এটা কোন কথা হল ? ' অশেষের ঝোঁকবার কোন লক্ষণ দেখা গেল না ।
    ----- ' আমাদের কানুন শেখাচ্ছেন ? পুলিশের সঙ্গে আর্গুমেন্ট করছেন ? আপনার সাহস তো কম না ... ' 
    অশেষ এসব কথা কানে নিল না । সে গাড়ি থেকেও নামল না । সিটে বসেই মোবাইলে আঙুল চালাতে লাগল । 
    ------ ' অ্যাই ...হ্যাট .... ফোন রাখুন .... ফোন টোন করতে হবে না .... নাবুন গাড়ি থেকে নাবুন .... চলুন ...থানায় গিয়ে যা বলবার বলবেন .... '
    ভদ্রলোক দুজন আচমকা পুলিশসুলভ আচরণ শুরু করে দিল । একজন হাত বাড়িয়ে  অশেষের কাঁধ ধরে টান মারল। 
    ------ '  নাবুন নাবুন ... ফালতু টাইম ওয়েস্ট করাবেন না ... '  
    অশেষ তাতেও মচকাল না বা ঘাবড়াল না । বরং বলল , '  দেখুন .... আপনারা কিন্তু বহুত হ্যারাস করছেন । এর নতিজা কিন্তু ভাল হবে না  .... বাবারও বাবা আছে ... '
    ----- ' ওরে আমার নতিজার বাচ্চা রে .... আগে থানায় চল । তারপর ফোন টোন যা করার করবি ... ' , পুলিশকর্মীটি এক লহমায় 'আপনি' থেকে 'তুই' মোডে সুইচ করল । এদের ওপর পরোক্ষ নির্দেশ আছে লোকটাকে থানা পর্যন্ত টেনে নিয়ে যাবার । সেটা যেভাবেই হোক, তাদের করতেই হবে । তারপর তাদের ডিউটি খালাস । এরপর কি হবে না হবে বড়বাবুরা বুঝে নেবে ।
    ----- ' ছাড়ুন ... ছাড়ুন ... গায়ে হাত দেবেন না .... গায়ে হাত দেবেন না । চলুন যাচ্ছি ... '
    বলে , অশেষ গাড়ি থেকে নেমে এল ।

    বালীগঞ্জ থানার ও সি গৌতম রক্ষিত দুজন সাব ইন্সপেক্টরের সঙ্গে বসেছিলেন । পঞ্চাশের ওপর বয়স গৌতমবাবুর । সাব ইন্সপেক্টর দুজনেরই বয়স পঁয়ত্রিশের কাছাকাছি । 
    গৌতমবাবু বললেন , ' তোমরা বোধহয় কলতান
    গুপ্তকে দেখনি কখনও ... '
    দেবল আর কুন্তল দুজনই মাথা নেড়ে বলল, ' না ...'
    ----- ' নাম শুনেছ তো ? '
    ------ ' হ্যাঁ ... নাম শুনব না ! কি যে বলেন ... '
    কুন্তল বলল । দেবল হাসিমুখে ঘাড় নাড়ল ।
    ---- ' আজ যদি এখানে আসে, দেখতে পাবে ।  আমি তো পার্সোনালি ভীষণ রেসপেক্ট করি কলতানকে । অদ্ভূত সেন্স অফ জাজমেন্ট .... ওর টিপস পেয়েই তো রতন আর সমরকে পাঠালাম । কি করছে কে জানে .... বলেছিলাম তো এখানে তুলে আনতে ... '
    তারপর বললেন , ' আমি অবশ্য কিছু করতে চাই না ... এটা কলতানের কেস ... ও-ই হ্যান্ডল করুক ।  কোন সাইবার এক্সপার্টের কাছে বসে নাকি ক্যাবের জি পি এস-এর মতো এই এরিয়ার সব দেখতে পাচ্ছে ।  কলতানই তো আমাকে বালীগঞ্জ লেনে দাঁড়িয়ে থাকা মারুতি সুজুকিটার হিন্ট দিল ।
    ...... এনিওয়ে ... সমররা তো এখনও ফিরল না ... সত্যিই গাড়ি এবং লোকটাকে ট্রেস করতে পেরেছে তো ! ওরা দুজন অবশ্য খালি হাতে ফিরে আসার লোক নয় ।
    বলতে না বলতেই একটা মাঝারি উচ্চতার দোহারা চেহারার তিরিশ বত্রিশ বছরের লোককে নিয়ে রতন আর সমর ঢুকল ।

    গৌতমবাবু এবং এস আই দুজন অশেষের আপাদমস্তক চোখ বুলিয়ে নিলেন । গৌতমবাবু একটা চেয়ার দেখিয়ে অশেষকে বললেন , ' বসুন '।
    অশেষ বসে পড়ল । রতন বলল, ' লাইসেন্স নেই স্যার ... বহুত বাওয়াল করছিল ... ' 
    অশেষ জোরালো ভাবে বলল, ' বাজে কথা ... কিচ্ছু করিনি ... ফলস কেস খাওয়াচ্ছেন কিন্তু ... '।
    গৌতম রক্ষিত তার এতদিনের পুলিশি অভিজ্ঞতা থেকে জানেন , থানায় এসে যাদের ঝাঁঝ দেখাবার বুকের পাটা থাকে তাদের অবশ্যই খুঁটির জোর আছে । তাই একটু সাবধানে হ্যান্ডল করতে হবে ।
        ওসি কলতানের নম্বরে একটা মিসকল দিয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন । রতন আর সমর বেরিয়ে গেল । এস আই দুজন ওখানেই বসে মন দিয়ে মোবাইল ঘাঁটতে লাগল ।
    তিরিশ সেকেন্ডের মধ্যে কলতানের ফোন এল ।
    ----- ' হ্যাঁ ... গৌতমদা...কাছাকাছি এসে গেছি । পাঁচ মিনিটের মধ্যে ঢুকছি ... '
    ফোন কেটে গেল । ওসি ঘরের বাইরে অপেক্ষা করতে লাগলেন । তিনি চান বকলমে কলতানই কেসটা সামলাক।  তিনি শুধু 'অফিসিয়াল সাপোর্ট'
    দেবেন । এসব ঝঞ্ঝাট তার আর সহ্য হয় না। 
    কলতান বোধহয় কাছাকাছি কোথাও ছিল । হয়ত হাজরার কাছে সন্দীপ ঘোষের ল্যাবে । সে বালীগঞ্জ থানায় ঢুকল প্রায় দশ মিনিট পরে । তার আগে গৌতমবাবু একবার ঘরে ঢুকে অশেষকে জিজ্ঞাসা করে এলেন , ' আপনি কি জল টল খাবেন ? '
    অশেষ বিরক্তির স্বরে বলল, ' আরে না না .... '

       গৌতমবাবু কলতানকে নিয়ে ঘরে ঢুকলেন । কলতানের মুখে বড় ফাঁদালো মাস্ক। বোধহয় নিজেকে আড়াল করে রাখতে । যুবক এস আই দুজন তার দিকে তাকিয়ে রইল কৌতূহলি চোখে ।
    ওসি গৌতম রক্ষিত তার চেয়ারে গিয়ে বসলেন । অশেষের দিকে হাত দেখিয়ে বললেন --- ' এই যে ... '
    মানে, তোমার হ্যাপা তুমি সামলাও ... আমি এর মধ্যে থেকেও নেই । কোথায় কার অ্যান্টেনা বাঁধা আছে কে জানে ।
    কলতান এস আই দুজনের দিকে তাকিয়ে বলল, ' আপনারা প্লিজ ...যদি কিছু মনে না করেন .... '
    ইঙ্গিতটা ধরতে পেরে দেবল আর কুন্তল ' না না ঠিক আছে ... কোন ব্যাপার না ... ' বলে ঘর থেকে বেরিয়ে গেল ।
    কলতান অশেষের পাশে একটা চেয়ার নিয়ে বসল।
    অশেষের দিকে মুখ ঘুরিয়ে  জিজ্ঞেস করল ,    ----- 'আপনার নাম কি ? ' 
    ----- ' অশেষ পালিত '
    ----- ' কোথায় থাকেন ? '
    ------ ' টালিগঞ্জে '
    ----- ' কি করেন ? ' 
    ----- ' এ সি মেকানিক '
    ----- ' আপনার শিক্ষাগত যোগ্যতা কি ?
    ----- ' কিছু না । ক্লাস এইট পাস । '
    ---- ' আচ্ছা .... ওই গাড়িটার মালিক কে ? '

    অশেষ কোন নাম বলল না । চুপ করে রইল ।
    ----- ' কি হল ...বলুন ... '
    ----- ' সে আপনারা চিনবেন না । সল্ট লেকে থাকে।'
    ----- ' তার আরও গাড়ি আছে ? '
    ----- ' আছে বোধহয় , আমি ঠিক জানি না ।'
    ----- ' আপনি তো টালিগঞ্জে থাকেন বললেন । সল্ট লেকের গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ হল কি করে ? '
    ----- ' সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই । '
    ----- ' আচ্ছা তা নয় হল । ওই সল্টলেকের ভদ্রলোকের নামটা জানতে পারি কি ? '
    ----- ' আসল নামটা ঠিক জানি না । সকলে তাকে জিমিবাবু বলে । আমিও ওনাকে ওই নামেই জানি।'
    ----- ' সল্টলেকের কোথায় থাকেন উনি ? '
    ----- ' ওই বৈশাখীর কাছে । '
    ------ ' ও আচ্ছা। জিমিবাবুকে  একটা ফোন করা যাবে ?'
    ------ ' না না .... ফোন নাম্বার টাম্বার কিচ্ছু নেই আমার কাছে । তাছাড়া যখন তখন ফোন কল উনি রিসিভ করেন না । আমি অসময়ে ফোন করি না ... '
    ----- ' সেকি ! এই যে বললেন ফোন নাম্বারই নেই আপনার কাছে ! '
    ----- ' আরে ... আমি কি বলছি .... আমি অসময়ে ফোন করি না । আমি কি বলেছি যে আমি জিমিবাবুকে ফোন করিনা ? করি ... অন্য কারো ফোন থেকে করি ... তারা লাইন ধরিয়ে দেয় ....  কি যে বলেন .... '
    কলতান বুঝতে পারল সে ঠিক জায়গাতেই জাল ফেলেছে । গভীর জলের মাছ ... '
    ----- ' আচ্ছা অশেষবাবু ... টালিগঞ্জ থেকে সল্টলেক তো কম দূর নয় । আপনি ওখানে, মানে জিমিবাবুর সঙ্গে যোগাযোগের আগে সল্টলেকে  কি করতে যেতেন ? একটু ভাল করে মনে করে বলুন তো .... '
    ------ ' সেই সময়ে আর্থিক অবস্থা খুব খারাপ ছিল , তাই টিউশানি করতে যেতাম ... '
    ----- ' কোন ক্লাসের টিউশানি বলা যাবে ? '
    ----- ' এই .... ক্লাস নাইন টেনের ... '
    ----- ' সে কি ! এই যে বললেন ... আপনি নিজে  ক্লাস এইট পাস ..... '
    ----- ' ও হ্যাঁ ... তাই তো  ... আসলে ঠিক খেয়াল নেই .... অনেকদিন হয়ে গেল তো । তা'লে বোধহয় ক্লাস ফাইভ সিক্স হবে । '
    কলতান ভাবল, এ এক অসাধারণ প্লেয়ার।  ঠান্ডা মাথায় খেলা ঘুরিয়ে নিল । কিন্তু এভাবে আর কতক্ষণ খেলবে বাছাধন।
    কলতান আবার কাজে নামে ।
    ------ ' যাকগে ওসব কথা .... ওরা বলছিল গাড়ি থেকে আপনি কাকে যেন ফোন করতে চাইছিলেন। ওরা করতে দেয়নি। আয়্যাম সো সরি । এখন আপনি সে ভদ্রলোককে ফোন করতে পারেন ... '
    ------ ' না না এখন কোন ফোন টোন করার দরকার নেই । আমাকে যেতে দিন । লেট হয়ে যাচ্ছে ... '
    ----- ' হ্যাঁ নিশ্চয়ই...লেট তো আমাদেরও হচ্ছে । আমাদের সঙ্গে একটু থাকুন .... দেখছেন তো মিছিমিছি কত বকবক করতে হচ্ছে .... আপনি চাইলে সব কথা এক মিনিটে শেষ হয়ে যায় । '
    ----- ' আপনারা আমার কাছে ঠিক কি চাইছেন বলুন তো .... '
    ------ ' আচ্ছা ...অশেষবাবু ,আপনার কি চিউয়িং গাম চিবোবার অভ্যেস আছে ? '
    ------ ' চিউয়িং গাম ! কই না তো ....' 
    ------ ' না , এটা নিছকই কৌতূহল।  আসবার সময়ে দেখলাম আপনার মারুতি সুজুকিটা গলির একপাশে দাঁড়িয়ে আছে । আমাদের তো শকুনের মতো ভাগাড় ঘাঁটা চোখ । কি বলব , চোখে পড়ে গেল ছোট একদলা কমলা রঙের চিউয়িং গাম গাড়ির পিছন দিকে চিপকে আছে । চিবোনো শেষ হবার পর কেউ বোধহয় থুঃ ... করে মুখের গামটা ছিটকে ফেলে দিয়েছিল । ঠিক খেয়াল করেনি সেটা গিয়ে আটকে রইল গাড়ির পিছন দিকে ... '
    অশেষের কোন ভাবান্তর হল না । সে বলল -----
    ----- ' ওঃ .... তাই নাকি !  চোখে পড়েনি তো .... জানোয়ার কোথাকার .... '
    ------- ' হ্যাঁ, জানোয়ার তো বটেই .... আর আপনার চোখে পড়লে কি ওটা ওখানে থাকত ! কখন ধুয়ে মুছে সাফ হয়ে যেত .... '
    অশেষ রক্ষিত চোখ সরু করে কলতানের মুখের দিকে তাকিয়ে থাকল ।

      ----- ' আচ্ছা অশেষবাবু ... আপনি ক'বার রাঁচি গেছেন ? '
    আশ্চর্যের ব্যাপার অশেষ খুব সহজভাবে উত্তর দিল , ' দুবার '
    --- 'কেন গিয়েছিলেন ? কোন কাজে, না বেড়াতে ?'
    এবারও সহজ উত্তর এল ----- ' একবার কাজে , আর একবার বেড়াতে .... ' 
    ------ ' ঠিক বলছি কিনা দেখুন তো .... আপনি এগারোই জানুয়ারী রাঁচি এক্সপ্রেসে এসি থ্রি টিয়ারে রাঁচি গিয়েছিলেন .... '
    অশেষ এবার বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল । চোখ গোলগোল  করে কলতানের দিকে তাকিয়ে বলল, ' হুঁ ... '
    ----- ' তা সেবার কি কাজে গিয়েছিলেন,  না বেড়াতে ? '
    ----- ' বেড়াতে । নেতারহাট যাওয়ার জন্য ...প্রথমবার যাওয়া হয়নি ।  দারুণ সিনারি .... '
    ----- ' সত্যিই দারুণ সিনারি । শীতকালে আরো সুন্দর .... বেড়াতে গেলেও , আপনার কাজটাও তো ছিল ওই নেতারহাটেই । তাই না ? '
    অশেষ পালিত এবার জড়তা কাটিয়ে নিজের মধ্যে ফিরে এল ---- ' ধুসস্  .... এতক্ষণ ঠিকঠাক ছিল ..... এবার ভাঁট বকতে আরম্ভ করেছেন .... হাঃ হাঃ হাঃ ..... কাজ আবার কি ? '
    কলতান ভাবল স্ট্যামিনা আছে কিছু .... একেবারে হার্ডকোর স্টাফ ....

    ওসি সাহেব ভয়েস রেকর্ডার চালু করে চুপচাপ বসে এদের কথোপকথন উপভোগ  করছিলেন ।
    তিনি এতক্ষণ বাদে কথা বললেন । বললেন ----
    ------ ' এখনও তো সময় লাগবে মনে হচ্ছে ... কোল্ড ড্রিঙ্কস বলি ? '
    কলতান বলল, ' হ্যাঁ... তা বলতে পারেন । বড্ড গরম পড়েছে ... গলাটা শুকিয়ে গেছে ... '

       ( চলবে )

    ********************************************


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mousumi Banerjee | ২৫ জুলাই ২০২৩ ০১:০৮521694
  • পরের পর্বের অপেক্ষায় থাকছি! 
  • Anjan Banerjee | ২৫ জুলাই ২০২৩ ০৭:৫২521700
  • ধন্যবাদ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন