এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম - ১১ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৪ জুলাই ২০২৩ | ৩৯৭ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  •  
    অশেষ পালিতের ডেবোনেয়ারে অনেকদিনের যাতায়াত । অশেষ একজন দক্ষ এ সি মেকানিক । ডেবোনেয়ারের সেন্ট্রাল এ সি সিস্টেম বেশ কিছুদিন ধরে বিকল হয়ে পড়ে আছে । অশেষ এসেছে যন্ত্র মেরামত করতে । শীতাতপ যন্ত্র চালু হলে সুগত সেনের ঘরের জানলাগুলো বন্ধ হয়ে যাবে । পিছনের জানলা দিয়ে আর চিউয়িং গামের প্যাকেট ফেলা যাবে না ।
    অশেষ সুগত সেনের চেম্বারের পর্দা সরিয়ে , কাঁচের দরজা একটু ফাঁক করে তার মুখটা দেখাল।  মিস্টার সেন মুখ তুলতে অশেষ একগাল হেসে বলল, ' ভাল আছেন স্যার ? '
    ------ ' আরে অশেষ যে .... ভেতরে এস , ভিতরে এস .... '
    অশেষ ভিতরে ঢুকল ।
    ------ ' বস বস ... কথা আছে । '
    কাঁচের দরজা বন্ধ হয়ে গেল ।
       ওদিকে ডেবোনেয়ারে তিতিরের আজ দ্বিতীয়  দিন । বাংলা এবং ইংরেজী সবকটা দৈনিকে একটা কর্পোরেট হাউসের হাফ পেজ কভারেজ অ্যাসাইনমেন্ট  নিয়ে পি এনআর স্যারের সঙ্গে কাজে ডুবে আছে ।  একটা মোটরবাইকের বিজ্ঞাপন । পি এন আর স্যারের টেকনিক এবং স্টাইলে সে বারবার চমৎকৃত হতে লাগল । 
    এই সময়ে হঠাৎ প্রিয়নাথবাবুর ফোন বাজতে লাগল । পিএন আর -এর বুক ধক করে উঠল ।
    ফোন কানে দিয়ে কাঁপা গলায় বললেন, ' হ্যা ..লো ... ' ।
    কড়কড়ে গলায় আওয়াজ এল , ' কথা এখনও
    বুঝতে পারলে না । দুনিয়া ছেড়ে যাবার ইচ্ছে হয়েছে নাকি ? '
    প্রচন্ড ভয়ে প্রিয়নাথবাবুর গলা প্রায় বুজে গেল । কোনরকমে বলল ----
    ---- ' কি ... কি ...মানে ... '
    ---- ' মানেটা এখনও বুঝলে না তুমি ... বুড়ো ভাম ... রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মরার ইচ্ছে হয়েছে নাকি ? '
    ----- ' না ... মানে ... আমি কিভাবে ... '
    ----- ' কিভাবে আবার কি ... ঢ্যামনা কোথাকার... '
    ----- ' না মানে .... কিভাবে .... '
    ----- '  একটা জায়গা বলে দেব ...সেখানে একটা স্করপিও গাড়ি দাঁড়িয়ে থাকবে । জানলার কাঁচ নামানো থাকবে । টাকার বান্ডিলটা ভেতরে ফেলে দেবে । '
    তিতির কাছে বসে শুনতে পেল পিএন আর স্যার কাঁপা গলায় বলছেন ---- ' ক্যাশ ? '
    ----- ' হ্যাঁ হ্যাঁ ক্যাশ ... ফার্স্ট কিস্তিতে পঁচিশ লাখ। এর কমে হবে না । ডেট, টাইম এবং জায়গা বলে দেব কাল । আর হ্যাঁ ...বুড়ো ... কোন চালাকি করার চেষ্টা কোর না .... আমরা সব খবর রাখি । সব জায়গায় আমাদের লোক আছে । কোন গোয়েন্দা টোয়েন্দা আমাদের কিছু করতে পারবে না  ... যে ডকুমেন্টে সই  করেছ.... কোর্টে গেলে সারাজীবন জেল খাটতে হবে এটা মনে রেখ ... তাই ও চেষ্টা কোর না । আর পুলিশকে জানালে কি হাল করব তোমার চিন্তাও করতে পারবে না ... '

    পিএন আর কোন কিছু বলার আগে টং করে ফোন কেটে গেল । তিতির দেখল স্যারের মুখ সাদা হয়ে গেছে । ঠোঁট শুকিয়ে গেছে । তিনি উদভ্রান্ত দৃষ্টিতে একদিকে তাকিয়ে বসে আছেন । তিতির একটা বিপদের গন্ধ পেল । সে তাড়াতাড়ি ছুটে গেল স্টুডিওর দিকে চিরশ্রীকে ডেকে আনার জন্য  ।

       চিরশ্রী তড়িঘড়ি এসে প্রিয়নাথকে দেখেই ব্যাপারটা আঁচ করতে পারল । সে পিএন আরকে এক গ্লাস জল দিয়ে বলল, ' কুল ডাউন স্যার .... ডোন্ট বি আপসেট.... আমি কলতান স্যারকে ফোন করছি ... ' । ওখানে এই মুহুর্তে তিতির ছাড়া অন্য আর কেউ নেই । তিতির হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে । স্ক্রিপ্টের কাগজ টেবিল থেকে উড়ে গিয়ে নীচে পড়ল । প্রিয়নাথবাবু কিছু খেয়াল করলেন না । চিরশ্রী কাগজটা তুলে টেবিলে পেপারওয়েট চাপা দিয়ে রাখল । 
    চিরশ্রী কলতানকে ফোন লাগাল । চিরশ্রীর অবস্থাও তথৈবচ । হাঁচোড় পাঁচোড় করে হাঁফিয়ে হাঁফিয়ে অসংলগ্নভাবে  কোনরকমে ব্যাপারটা উগরে দিল ।

       কলতান চিরশ্রীকে বলল, ' চট করে বাইরে গিয়ে এদিকে ওদিকে দেখ .... কোন গাড়ি দাঁড়িয়ে আছে কিনা ... '
    শ্রীতমা এবং তার সহকর্মী পারিজাত মিত্র দেখল চিরু ছুটে বাইরের দিকে চলে গেল । পুরনো  রিসেপসনিস্ট স্টেফি সাইমন্ডস অবাক হয়ে তাকিয়ে রইল চিরশ্রীর দিকে।
    গেট থেকে বাইরে বেরিয়ে চিরশ্রী ডানদিকে বাঁদিকে ভাল করে দেখল । কিন্তু কোন গাড়ি টাড়ি দেখতে পেল না ।
    ----- ' না ... স্যার কোন গাড়ি তো দেখতে পাচ্ছি না ..... '
    ------ আর একটু ভাল করে দেখ । রাস্তার ডানদিকে বালীগঞ্জ ফার্স্ট লেনের দিকে যাও একটু  .... যাও  যাও ... কোন ভয় নেই ... '
    চিরশ্রী ভাবল কলতানদা ঠিক বুঝতে পেরেছে যে তার আবার সেদিনের মতো বুক ধুকপুক করছে ।
    তবে সে ফিরে গেল না । ওইদিকেই এগোতে লাগল । ভর দুপুরবেলা।  রাস্তায় লোকজনও আছে মোটামুটি । কিন্তু চিরুর দু পা যেন অবশ হয়ে আসছে । কানে মোবাইল চেপে ধরা আছে ।
        ওদিক থেকে কলতানের তাগাদা এল ---- ' হারি আপ ... হারি আপ .... কোন গাড়ি দেখা যাচ্ছে ? '
    ----- ' দেখছি স্যার .... খুব ভয় করছে ....
    ----- ' ওহ , কাম অন চিরশ্রী ... ডোন্ট টক সিলি ... তাড়াতাড়ি দেখ ... লেট করলে ভ্যানিশ হয়ে যাবে .... দেখতে পাচ্ছ কিছু ? '
    আশ্চর্যের ব্যাপার আরও তিরিশ মিটারের মতো এগোনোর পর চিরশ্রীর চোখে পড়ল সত্যিই একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে গলির বাঁ পাশে।  মারুতি সুজুকি।  এর তাৎপর্য কি মাথায় এল না চিরশ্রীর । সাধারণ একটা গাড়ি দুপুরবেলায় রাস্তার ধারে তো দাঁড়িয়ে থাকতেই পারে ।
    সে যাই হোক, চিরশ্রী সঙ্গে সঙ্গে বলল, ' হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি স্যার .... '
    ----- ' পেয়েছ ? ফাইন । ওখানে লোকজন নেই
    তো ?  '
    ------ ' না স্যার...এই মোমেন্টে একদম ডেসোলেট। '
    ------ ' গাড়িতে ড্রাইভার আছে ? '
    ----- ' না '
    ------'  ঠিক আছে ... গাড়িটার নাম্বার প্লেটের একটা ছবি তুলে নাও ... '
    চিরশ্রীর নিজেকে এখন অনেকটা জড়তামুক্ত লাগছে । কোন কাজে পুরোপুরি নেমে গেলে বোধহয় এরকমই হয় ।
    সে কলতানকে খবর দিল , ' ছবি নিয়ে নিয়েছি স্যার.... '
    ------ ' ঠিক আছে ... এবার তুমি অফিসে ফিরে যাও । তার আগে নাম্বারপ্লেটের ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও । অফিসে ফেরার পর আর একটা ছোট কাজ আছে .... '
    ------ ' হ্যাঁ , এটুকু করতে হবে । অফিসে ফিরে গিয়ে ওয়াচ করবে সুগত সেনের চেম্বারে এখন কে আছে বা চেম্বার থেকে এইমাত্র কে বেরোল । '
    চিরশ্রীর আত্মবিশ্বাস বেশ পুরুষ্টু হয়েছে এতক্ষণে । অফিসের দিকে হাঁটতে হাঁটতে সে বলল,  ' ঠিক আছে স্যার ... চিন্তা করবেন না ... দেখে নিচ্ছি । কিন্তু একটা কথা একটু বুঝিয়ে দেবেন স্যার , ওই রাস্তায় গাড়ি থাকার কথাটা আপনি জানলেন কি করে ! '
    ----- ' নিশ্চয়ই বোঝাব । কিন্তু এক্ষুনি নয় ...পরে '

        রোদ্দুরে মুখ লাল করে , উত্তেজনায় ঘেমে নেয়ে
    চিরশ্রী অফিসে ঢুকে সোজা পিএনআর স্যারের  কাছে গেল ।
    চিরশ্রীকে দেখে শ্রীতমা, তিতির আর পারিজাত উৎকন্ঠাপীড়িত হয়ে এগিয়ে এল ।
    শ্রীতমা বলল, ' কি রে ...কোথায় চলে গিয়েছিলি ? '
    চিরশ্রী হাল্কা স্বরে উত্তর দিল , ' একটা এক্সপিডিশানে । '
    পারিজাত হাসতে হাসতে বলল, 'অভিযান সফল ?'
    চিরশ্রী গম্ভীর মুখে বলে , ' না অর্ধ সফল । এখনও বাকি আছে .... '
    চিরশ্রীর মাথায় ঘুরছে , জি এম -এর চেম্বারে কে আছে খোঁজ নিয়ে কলতান স্যারকে জানাতে হবে । তার হঠাৎ মনে পড়ে গেল, সে অফিস থেকে বেরোবার আগেই দেখে গেছে  জি এম-এর  চেম্বারে এ সি মেকানিক অশেষ পালিত ঢুকেছে । বোধহয় পেমেন্টের ব্যাপারে কথাবার্তা হচ্ছে ।  চিরশ্রী স্বস্তির নিশ্বাস ফেলে ভাবল , এটা কোন জানাবার মতো খবর নয় । অশেষ কোন গুরুত্বপূর্ণ
    লোক নয় । বিভিন্ন সারভিসিং এবং মেনটেন্যান্সের জন্য তাকে প্রায়ই ডেবোনেয়ারে আসতে দেখে ।
    কাজের সময়টা বাদ দিয়ে একমাত্র সুগত সেনের
    সঙ্গেই তার কথাবার্তা হয় । কলতানকে খবরটা দিতে তার তেমন গরজ দেখা গেল না । সে পিএনআর কে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ।
    ----- ' স্যার আপনি এখন ঠিক আছেন তো ? '
    ----- ' হুঁ ... আছি ... কিন্তু আমি কি করব ....মেঘার যদি কিছু হয়ে যায় ...  ' 
    চিরশ্রী মাথা ঝুঁকিয়ে প্রিয়নাথবাবুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ' কিচ্ছু চিন্তা করবেন স্যার .... কলতানবাবুকে সব রিপোর্ট করে দিয়েছি ... '
    পিএনআর মুখ তুলে বিভ্রান্ত দৃষ্টিতে চিরশ্রীর মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ' ও ... '
    তারপর তিতিরের দিকে তাকিয়ে বললেন , ' চল কাজটা ফিনিশ করি ... কালকের মধ্যে লে আউট কমপ্লিট  করতে হবে ... বিদ্যাসাগর সেতুর একটা
    ফটোগ্রাফিক ফেডেড ভিসুয়াল শেড যাবে টেক্সটের ব্যাকড্রপে ... নিলয়কে বলে দিয়েছি ... '
    নিজের দায়িত্ব এবং কাজের কথা বলতে লাগলেন নিজের বিপদের কথা ভুলে গিয়ে । এইসব কাজ তার মস্তিষ্ক ও স্বভাবের অন্তর্গত হয়ে গেছে বহু বছর ধরে । তিতির আবার গুছিয়ে বসল ।
    চিরশ্রী সরে গেল ওখান থেকে । তার মোবাইল আচমকা বাজতে লাগল।  চিরশ্রী স্ক্রিনে দেখল ---- 'কলতান গুপ্ত কলিং' ।
    ----- ' বলুন স্যার.... '
    ----- ' আরে ...আমি কি বলব ? তোমারই তো বলার কথা ... '
    ------ ' কি স্যার ? '
    ------ ' তুমি যে এত ইরেসপনসিবল তা তো জানতাম
    না .... আমি বললাম না মিস্টার সেনের চেম্বারে কেউ থাকলে ... ' কলতানের গলায় বিরক্তির সুর ।
    ------ ' ও ..... বুঝতে পেরেছি স্যার ..... না না কেউ যায়নি চেম্বারে ... আমি ওয়াচ রাখছি স্যার ... '
    ------ ' একদম কেউই যায়নি ? '
    ------ ' না না । ওই একজন এ সি সার্ভিসিং-এর লোক এসেছে । সে-ই  অনেকক্ষণ ধরে স্যারের চেম্বারে কি সব কথা বলছে ... অশেষ পালিত না কি যেন নাম ..... '
    ----- ' তাই নাকি ! তা এটা কি কোন খবর না ? '
    ----- ' না স্যার .... ওতো একজন মেকানিক ... মাঝে মাঝে নানারকম রিপেয়ারিং জবের জন্য আসে আমাদের অফিসে । ওকে আমি ঠিক কাউন্ট করিনি ... '
    ------ ' ইউ হ্যাভ টু কাউন্ট এভরি বিটস অ্যান্ড পার্টস অফ এ ম্যাটার টু গেট টু দা এন্ড । '
    ----- ' সরি স্যার ..... এখন কি করব তা'লে ? '
    ----- ' ও যখন অফিস থেকে বেরোবে আমাকে একটা কল দেবে আর ওকে কিছুটা ফলো করে দেখবে ও কোনদিকে যায় .... '
    ----- ' ঠিক আছে স্যার .... '
    একটু একটু ভয় লাগলেও চিরশ্রী বেশ রোমাঞ্চিত বোধ করতে লাগল ।
        অশেষ কাজকর্ম সেরে অফিস থেকে বেরোল বিকেল পাঁচটা নাগাদ । চিরশ্রী কলতানকে খবরটা জানিয়ে দিল ।
    একটু তফাৎ বজায় রেখে চিরশ্রী অশেষের পিছন পিছন যেতে লাগল ।
    অশেষ ডানদিকের রাস্তা ধরে কিছুটা গিয়ে বালীগঞ্জ ফার্স্ট লেনে ঢুকল । আশ্চর্যের ব্যাপার সেই মারুতি সুজুকিটা এখনও দাঁড়িয়ে রয়েছে ।
        চিরু বেশ খানিকটা দূর থেকে দেখতে লাগল , অশেষ পালিত মারুতি সুজুকির দরজা খুলে ড্রাইভারের সিটে বসল । আর বসামাত্রই হঠাৎ কোথা থেকে দুই ভদ্রলোক হাজির হলেন ।
    গাড়ির পাশে দাঁড়িয়ে একজন অশেষকে বললেন , ' লাইসেন্সটা দেখান ... '

    (চলবে )
    ********************************************


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ২৪ জুলাই ২০২৩ ১০:৫৬521645
  • পর্বে পর্বে সাসপেন্স
  • Anjan Banerjee | ২৪ জুলাই ২০২৩ ১৩:৪৮521648
  • যোষিতা ,
       হমম্ .... 
  • . | 2401:4900:1f2a:5250:441b:56f:1427:d0ac | ২৪ জুলাই ২০২৩ ১৫:০০521650
  • পরের পর্ব কৈ? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন