এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম - ৫ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২২ জুলাই ২০২৩ | ৩৩৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  •  
    ----- ' ঠিক আছে স্যার .... আমি বিল্ডিং-এর বাইরে গিয়ে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করছি । এখান থেকে এসব কথা বলাটা ঠিক হবে না । অনেকে এসে গেছে অফিসে । আপনি রেস্টলেস হবেন না । নর্মাল থাকুন । আমি আসছি একটু পরে ... '
    কোন দায়িত্বশীল নার্সের মতো রোগীকে তার করণীয় ব্যাপারে উপদেশ দিয়ে চিরশ্রী সেখান থেকে বেরিয়ে গেল ।

    ঠিক তিনবার রিং হবার পর চিরশ্রীর মোবাইলে পুরুষ কন্ঠে উত্তর এল , ' হ্যাঁ ... '
    ----- ' মিস্টার কলতান গুপ্ত বলছেন ? '
    ----- ' হ্যাঁ বলছি ... খুব আর্জেন্ট নাকি ? রাস্তায় নেমে আসতে হল ... '
    ----- ' হ্যাঁ স্যার একটু আর্জেন্ট আছে । কিন্তু রাস্তার ব্যাপারটা .... '
    ----- ' ওটা তেমন কিছু না । অফিস পাড়ার রাস্তার  সিগনেচার সাউন্ড আসছে । আপনি বলুন .... '
    ------ ' আপনার সঙ্গে আমার একবার পরিচয় হয়েছিল গড়িয়াহাটে বছরখানেক আগে ...  অনুজা মিত্র ছিল আমার সঙ্গে । আমার নাম ....'
    ----- ' .... চিরশ্রী ... চিরশ্রী মিত্র '
    ----- ' রাইট স্যার ... ওয়ান্ডারফুল ... হোয়াট আ মেমরি ইউ হ্যাভ ... '
    ----- ' না না তেমন কিছু না .... কারো গলার  আওয়াজ আমি চট করে ভুলি না । ব্রেনে রেকর্ডেড হয়ে যায় । আপনার ভয়েসে একটা স্পেশালিটি আছে , একটা ন্যাজাল ইনটোনেশান মিক্সড আছে । প্রথম থেকেই ধরতে পেরেছি  । তারপর অনুজার নাম বলাতে শিওর হয়ে গেলাম ... এই আর কি ... যাক আসল টপিকে আসুন এবার .... সময় নষ্ট করে লাভ নেই ... সময়ের  চেয়ে মূল্যবান আর কিছু নেই জীবনে ... '
    ----- ' হ্যাঁ নিশ্চয়ই ... বলছি ... বলছি ... '
    ********* **********  ***********    *********
     
        পিএনআর -কে সঙ্গে নিয়ে চিরশ্রী রাত আটটা নাগাদ কলেজ স্ট্রিটে পৌঁছল প্রিয়নাথের গাড়িতেই।  স্বাভাবিক অফিস ছুটির পরেই বেরোল ওরা , কারো মনে কোন জিজ্ঞাসা যাতে না জাগে ।

         টেবিলের একদিকে কলতান বসেছে আর উল্টোদিকে তার মুখোমুখি প্রিয়নাথ রায় । চিরশ্রী বলল, ' আমি একটু ঘুরে আসছি..... আপনারা কথা বলুন ... '
    কলতান কোন মন্তব্য করল না । পিএনআর কি যেন একটু ভেবে বললেন , ' ঘু...রে আ..সবি ? আ..চ্ছা , ঠিক আছে ... তুই নয় ঘন্টাখানেক পরে আয় ... '
    তিনি বোধহয় একেবারে একান্তেই কথা বলতে চাইছেন কলতানের সঙ্গে । চিরশ্রী বেরিয়ে গেল ।

    ----- ' চা খাবেন তো ? ' কলতান জিজ্ঞেস করে ।  ----- '  না না ..... কোন দরকার নেই  ...'
    ----- ' বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি । খুলে বলুন । কিছু হাইড করবেন না .... '
    প্রিয়নাথবাবু বিনা ভূমিকায় অসংলগ্নভাবে হঠাৎ বললেন , ' ওরা টাকার জন্য ভীষণ চাপ দিচ্ছে ... অতগুলো টাকা আমি কোথায় পাব ? '
    ----- ' কত টাকা ? ' কলতান ছুঁড়ে দিল । সে বুঝতে পারল পিছন থেকে সামনের দিকে আসতে হবে ।
    ----‐ ' এক কোটির ওপর ' পিএনআর স্যার ধীর গলায় বলেন ।
    কলতান আবার ঢিল ছুঁড়ল,  ' ওদের আপনি চেনেন ? '
    ----- ' জীবনকৃষ্ণকে চিনতাম ... '
    ----- ' চিনতেন মানে ? সে কি এখন আর নেই ?  '
    ------ ' না: ... ও তো শুনেছি মার্ডার্ড হয়ে গেছে ...'
      ---- ' শুনেছেন মানে ? ক্লিয়ার কিছু জানেন না ? '
    ----- ' না , তা জানিনা । কারণ ও খুন হয়েছিল রাঁচিতে।  তবে খবরটা পাকা । জীবনের পাল্লায় পড়েই তো আমার এই হাল ... কি যে মতিভ্রম হল ... উ: ... '
    কলতান আবার একটা ঢিল ছুঁড়ল।
      ---- ' ওই গ্রুপের বা গ্যাংয়ের, মানে লেন্ডারদের কাউকেই আপনি চেনেন না বলছেন ... '
    ---' না '
    ---- ' তাহলে কাগজপত্রে সইসাবুদ হল কি করে ? '
    ---- ' কেউ আসেনি ওদের তরফ থেকে .... জীবনকৃষ্ণ এগ্রিমেন্টের পেপারস নিয়ে এসেছিল আমাকে দিয়ে সাইন করাবার জন্য .... মানে গ্যারান্টার হিসেবে ...'
    ----- ' জীবনকৃষ্ণবাবু কোথাও সাইন করেননি ? '
    ----- ' হ্যাঁ করেছিল এক জায়গায় ...'
    ------ ' পেপারটা কি স্ট্যাম্প পেপার ছিল , না সাদা কাগজ ? '
    ----- ' অ্যাঁ ... কি বললেন ...পেপারটা ... ও ... না ... সেটা তো ঠিক খেয়াল নেই ... কি লজ্জার ব্যাপার .... '
    ----- ' না না ঠিক আছে .... ঠিক আছে । আপনারা ক্রিয়েটিভ মানুষ ... এসব বৈষয়িক খুঁটিনাটি আপনাদের চোখ এড়িয়ে যেতেই পারে ... তবে এগুলো খেয়াল রাখা বাঞ্ছনীয় । '
    ----- ' হ্যাঁ ... তা তো বটেই,  তা তো বটেই ...'
    বলে লজ্জিত মুখে বসে রইলেন পিএনআর ।

    ----- ' এবার বলুন,  জীবনকৃষ্ণবাবু টাকাটা কি জন্য নিয়েছিলেন ? '
    ----- ' এক্সপোর্ট ইমপোর্ট টাইপের কি একটা বিজনেসের জন্য  .... '
    ------ ' জীবনবাবু  আপনাকে গ্যারান্টার হতে বললেন ব্যবসায় আপনাকে পার্টনার করে নিয়ে প্রচুর প্রফিটের সম্ভাবনার কথা বলে ... '
    ----- ' ঠিক তাই । আপনি কি করে জানলেন ? '
    ------ ' এ..ই গেস  করলাম আর কি ... '
    ----- '  হাউ স্টুপিড আই অ্যাম .... বিজনেসটার নিটি গ্রিটি না জেনেই ... ও: ... হোয়াট এ ব্লান্ডার ..'
    ----- ' জীবনকৃষ্ণবাবুর পুরো নাম কি ? '
    ----- ' জীবনকৃষ্ণ সরকার '
    ----  ' ওনার সঙ্গে আপনার পরিচয় কি করে হল ? '
    ----  ' আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার সুগত সেনের চেম্বারে পরিচয় হয়েছিল।  কি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিল জীবন .... সেটা  নিয়ে কথা হচ্ছিল দুজনে । মিস্টার সেন আমার সঙ্গে জীবনের পরিচয় করিয়ে দিলেন । জীবন অবশ্য দেখা গেল আমাকে আগে থেকেই চেনে । বহুদিন ধরে বিজ্ঞাপনের জগতে থাকার সুবাদে অনেকেই আমাকে চেনে । সে যাই হোক, কিছুক্ষণ পরে জীবন আমার ফোন নাম্বার নিল এবং আরও কিছুদিন পর থেকে আমার বাড়িতে যাতায়াত শুরু করল । প্রায় মাসখানেক বাদে আমাকে বিজনেস প্রপোজালটা দিল । আর আমিও নির্বোধ মতো .... '
    ------ ' যে টাকাটা আপনারা লোন নিলেন সেই টাকাটা কার অ্যাকাউন্টে ঢুকেছিল ? না কি ক্যাশে পেমেন্ট হয়েছিল ? '
    ----- ' আমার অ্যাকাউন্টে ঢোকেনি এটুকু বলতে পারি । জীবন বলেছিল টাকাটা পেয়ে গেছে । এবার কাজ স্টার্ট হবে । '
    ------ ' আমার ধারণা কোন কিছুই স্টার্ট হয়নি । '
    ----- ' একদম ঠিক ... কোন কিছুই স্টার্ট হয়নি । জীবন বলত ট্রেড লাইসেন্স , কর্পোরেশানের এন ও সি হ্যানো ত্যানো ... এইসবের জন্য কাজটা আটকে আছে । আমি বলতাম , আমিও
    ব্যাপারগুলো নিয়ে ডিল করতে পারি । ও বলত,  না না আপনার কষ্ট করার দরকার নেই । ওগুলো আমি দেখে নিচ্ছি ... তাই আমি আর ... '
    ----- ' আপনাদের জি এম -এর চেম্বারে জীবন সরকারের সঙ্গে আপনার ইন্ট্রোডাকশান হয়েছিল মোটামুটি কতদিন আগে ? '
    ------- ' মোটামুটি বছরখানেক আগে । '
    ------ ' জীবনকৃষ্ণবাবু আপনাকে বিজনেস প্রোপোজাল দেন কতদিন আগে ? '
    ----- ' এই মাস ছয়েক আগে '
    ------ ' জীবনের জীবনহানির খবর পেলেন কবে ? '
    ----- ' গত ডিসেম্বারে , মানে তিন মাস আগে ।'
    ----- ' আর টাকা ফেরত চেয়ে থ্রেট কল আসছে কবে থেকে ? '
    পিএনআর একটু ভেবে বলেন , ' তা ... মাস দেড়েক হবে ... '
    ------ ' টাকাটা কিভাবে পে করতে বলছে ? '
    ------ ' হাওয়ালায় । আমি বলেছিলাম , ওসব প্রসেস আমি জানি না । লোকটা ফোনে বলল , প্রসেস জানবার কোন দরকার নেই।  একটা লিংক পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে । সেটাকে ক্লিক করলে একটা পোর্টাল খুলবে । সেখানে ' ফাইন্ড অ্যাকাউন্ট ' অপশান পাবেন । সেটায় ক্লিক করে আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন । ওখানে স্রেফ অ্যামাউন্টটা টাইপ করে 'সেন্ড ' করে দেবেন।'
    ------ ' লিংক এসেছিল মোবাইলে ? '
    ------ ' না : ... ওরকম কিছুই তো এল না ... '
    ------ ' আসবে না , আসবে না ... ওরা এত বোকা নয় । নেক্সাসটা বেশ স্ট্রং মনে হচ্ছে ।'
    ----- ' মানে ? '
    -----' মানেটা বুঝতে গেলে মানে বই জোগাড় করতে হবে । সেটা করতে গেলে মার্কেটে যেতে হবে । সুতরাং সময় লাগবে । ' এই পর্যন্ত বলে একটু থেমে  কলতান আবার বলল -----
    ----- '  আচ্ছা .... টাকা লোন নেবার তো সাইনড এগ্রিমেন্ট কপি আছে ... তা কোর্ট পেপারে হোক বা না হোক । তাহলে ওরা স্ট্রেটঅ্যাওয়ে স্যুট ফাইল না করে আপনাকে টাকা রিপে করার জন্য
    চাপ দিচ্ছে কেন .... ইন্টিমিডেটই বা করছে কেন নানাভাবে  ? আপনার কি মনে হয় ? '
    ----- ' কি জানি .... আমি এ কি গাড্ডায় পড়লুম বলুন তো ... ফোন বাজলেই ভয়ে বুক দুরদুর করে। '
    ----- ' যাকগে , আপনি এবার আমাকে ফোন নাম্বারগুলো দিন । '
    ----- ' কার নাম্বার  ? '
    ----- ' যে নাম্বার থেকে থ্রেট কলগুলো আসছে সেটা , আপনাদের জি এম সুগত সেনের নাম্বার , জীবনকৃষ্ণের নাম্বার আর অবশ্যই  আপনার নাম্বার ।
    প্রিয়নাথবাবু ভুরু কুঁচকে বললেন, ' জীবনের নাম্বার  ! সে তো আর পৃথিবীতে নেই ...
    ----- ' এ পৃথিবীটা কিন্তু খুব ছোট জায়গা নয় ।  কিছুই কি নিশ্চিত করে বলা যায় !  খুঁজে দেখতে হয় । ওর বাড়ির ঠিকানাটা বলতে পারবেন ? ' কলতান অনুসন্ধান চালাতে থাকে ।
    ----- ' না । বলেছিল কসবার ওদিকে কোথায় থাকে । অ্যাড্রেস  চাইলে নানা অজুহাতে এড়িয়ে যেত ... '
    ------' গাড়ি ঠিক  লাইনে চলছে .... '
    ----- ' এক্সকিউজ মি .... '
    ------ ' সরি স্যার , নট রাইট নাউ .... প্লিজ ওয়েট ফর এ কাপল অফ ডেজ।  আই'ল গেট ইন টাচ উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল  ... '

    ঘড়িতে আটটা পঞ্চান্ন । কলিং বেল বেজে উঠল । লক্ষ্মীদি এসে দরজা খুলে দিল । পর্দা সরিয়ে মুখটা ঢুকিয়ে চিরশ্রী বলল, ' আসব স্যার ? '

       ( চলবে )
    ********************************************


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:907c:828:6e20:1ebd | ২২ জুলাই ২০২৩ ১০:২০521525
  • সব কটা পর্ব একসাথে পড়লাম। খুবই ভাল লাগছে। চলুক 
  • Anjan Banerjee | ২২ জুলাই ২০২৩ ১১:৩৪521528
  • অরণ্য, 
          ধন্যবাদ। সঙ্গে থাকুন । 
  • Mousumi Banerjee | ২৪ জুলাই ২০২৩ ২৩:৫৬521681
  • বেশ চলছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন