এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • চাঁদে জমি 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৫ জুলাই ২০২৩ | ২৩৪৩ বার পঠিত
  • চাঁদে কি আপনি কখনও জমি কিনবেন? না। সোনা-রুপো-তামা-প্লাটিনাম তুলে এনে আপনার ব্যাঙ্কের লকারে জমা করা হবে? না। চন্দ্রাভিযানে বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে যাবে? না। অন্যের মহাকাশযান আকাশে পাঠিয়ে কিছু রোজগার নিশ্চয়ই হয়, কিন্তু সে তো চন্দ্রযান না পাঠিয়েও হয়। এতে নতুন যা হবে, তা হল গুচ্ছের টাকা খরচা হবে, কে জানে ঠিকাদারিতে কার কপাল খুলবে। যারই খুলুক, আপনার না। কিন্তু তাতে কি, আপনার কাজ হাততালি দেওয়া, দেবেন, ব্যস।

    আপনি কি পাকিস্তানে গিয়ে, নিদেনপক্ষে কাশ্মীরে, কখনও জমি কিনবেন? না। ঘোড়াড্ডিমের একটা সীমান্তে দুই দেশের প্রচুর সৈন্য জড়ো করে, এদিক সেদিক সার্জিকাল-স্ট্রাইক করলে বাজার-দোকান-দেশ-বিদেশ কোথাও কি আপনাকে কেউ একটাও সেলাম ঠুকবে? না। গুচ্ছের তাজা প্রাণ অকাতরে যাবে, খরচাও প্রচুর, অস্ত্রের ব্যবসায় কে জানে কার কপাল খুলবে। যারই খুলুক, আপনার না। কিন্তু তাতে কী, আপনার কাজ 'বর্ডার'এর টিউবওয়েল ঘোরানো দেখে উঠে দাঁড়িয়ে রক্তগরম করা হাততালি দেওয়া, দেবেন, ব্যস।

    পাঠান বা আদিপুরুষ দেখে কি আপনার আদৌ সিনেমা মনে হয়েছে? না। এরা দশ দিনে দশ-হাজার-কোটি উপার্জন করলে তার থেকে পনেরো লাখ করে কি আপনি পাবেন? না। ভারত-পাকিস্তানের বা রাম-রাবনের যুদ্ধের বলিউডি উন্মাদনা ছড়িয়ে দেওয়া ঠিক জিনিস মনে করেন? না। এতে করে হিন্দি-হিন্দু-হিন্দিস্তানের প্রকল্প অবশ্য দিগ্বিদিকে ছড়িয়ে পড়বে, অন্য কারো কপাল খুলবে। কিন্তু যারই খুলুক, আপনার না, আপনি তো বাংলাদেশী বলে লাথিই খাবেন। কিন্তু তাতে কি, আপনার কাজ 'ক্কী দ্দিলে গ্গুরু' বলে হাততালি দেওয়া, দেবেন, ব্যস।

    যদি এই সবকটাই কারো ক্ষেত্রে সত্য হয়, তো নিশ্চিত করে জানবেন, তাঁর ঘোড়ারোগ হয়েছে। নিজের পিছনে বাঁশ এলে তিনি আনন্দ পাচ্ছেন। দ্রুত চিকিৎসার প্রয়োজন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 106.198.19.129 | ১৬ জুলাই ২০২৩ ০৯:৪৮521298
  • *লেয়ারের 
  • ইসরো রেভিনিউ | 2601:205:c280:2890:2c06:e860:9650:60ff | ১৬ জুলাই ২০২৩ ২১:১২521334
  • ইসরো টাকা রোজগারও করে কিন্তু - সেটা ভুলে গেলে তলবে নাঃ
     
    - বিভিন্ন দেশ ও প্রাইভেট কোম্পানির স্যাটেলাইট লন্চ করে
    - রিমোট সেনসিং স্যাটালাইটের ডেটা নেভিগেশন,মাইনিং কোম্পানিগুলোকে বিক্রি করে। গুগল এর অন্যতম খদ্দের।
    - ট্রান্সপন্ডার স্যটালাইট লন্চ করে প্রচুর টিভি ও কমিউনিকেশন কোম্পানির জন্য
  • dc | 2401:4900:3604:cc7c:c52:35f:1559:1268 | ১৬ জুলাই ২০২৩ ২২:০৮521335
  • হ্যাঁ ইসরো স্লট বিক্রি করে খুব সামান্য কিছু আয়ও করে বটে। একটা খবর দেখলাম, কতোটা রিলায়েবল জানিনাঃ 
     
    ISRO earns ₹1,100 crore in five years from foreign launches
    The organisation successfully launched 177 foreign satellites from 19 countries
     
    পাঁচ বছরে ১৭৭টা বিদেশী গরুর গাড়ি সফলভাবে লঞ্চ করেছে। আমার তো মনে হয় খারাপ রেকর্ড না। চাঁদে গরুর গাড়ি পাঠানোটাও একটা টেকনোলজি ডেমনস্ট্রেটর, এর পর হয়তো আরও কিছু ইনকাম হবে। 
     
    আর ইনকামের কথাই যখন এলো, তখন পজিটিভ এক্সটার্নালিটিও দেখা উচিত। যেমন কিনা দুয়েকজনের কাছে শুনলাম, আমার মেয়েও বললো, ইস্কুলের অল্প কয়েকজন ছাত্রছাত্রী এই চন্দ্রযান নিয়ে উৎসাহিত হয়েছে। তো মাত্র আঠেরশো কোটি টাকা খরচ করে যদি চাঁদে গোরুর গাড়ি পাঠানো যায়, আর তাতে যদি নেক্সট জেনারেশানের কয়েকজনও গৌমাতা ছেড়ে সেই গোরুর গাড়ি নিয়ে কাজ করতে চায়, তো সেও তো অনেক লাভ! 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৬ জুলাই ২০২৩ ২৩:০৭521338
  • হ্যাঁ, ইসরো তো প্রচুর ভালোভালো কাজ করে। আবহাওয়া,ম্যাপ, স্যাটেলাইট পাঠানো, এইসব। লোকের কাজে লাগে, পয়সাও আসে। 

    চাঁদের পয়েন্টটাও বুঝতে পেরেছি। চাঁদে স্পেস-স্টেশন হবে, সেখান থেকে গ্রহান্তরে যাওয়া হবে। অথবা খনিজ পাওয়া যাবে, তুলে পৃথিবীতে আনা হবে (ভারতবর্ষে অবশ্য লোকে খুব খারাপ  অবস্থায় খনিতে কাজ করে, মাঝেমাঝে মারাও যায়) । অথবা জল পাওয়া যাবে, মানুষের কলোনি হবে। এই তো মোটামুটি উইশলিস্ট। যেহেতু এগুলো কোনোটাই ঘোষিত লক্ষ্যে নেই, কাজেই কী আর বলব। খুবই ভালো উইশলিস্ট।
  • dc | 2401:4900:3604:cc7c:c52:35f:1559:1268 | ১৬ জুলাই ২০২৩ ২৩:১৭521339
  • উইশলিস্ট কি? পঞ্চাশ ষাট বছর পর এগুলোর দুয়েকটা তো রিয়েলিটি হতেও পারে! দেখা যাক :-)
     
     
  • dc | 2401:4900:3604:cc7c:c52:35f:1559:1268 | ১৬ জুলাই ২০২৩ ২৩:১৯521340
  • আপাতত চাঁদনি রাতের গান শোনা যাক 
     
  • একক | ১৭ জুলাই ২০২৩ ০১:২৬521346
  • যে যাই বলুন অন্তত স্পেস স্টেশনে যেতে বড় লোভ হয়!!  স্পেসের একটা অদ্ভুত আকর্ষণ আছে,  দ্যাট ভয়েড!  এ জিনিসের জন্যে মানুষ সারাজীবন টাকা জমাতেই পারে :)) 
  • aranya | 2601:84:4600:5410:d1d9:e0be:a98a:d159 | ১৭ জুলাই ২০২৩ ০১:৩৯521347
  • একক, খাঁটি কথা। স্পেস ব্যাপারটা মারাত্মক টানে 
  • &/ | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২৩ ০২:০৪521348
  • খুবই সুন্দর হত চাঁদের স্টেশনে অপেক্ষা করতে করতে কিছু এক্সপেরিমেন্ট সেরে ফেলেই মঙ্গলের গাড়িতে চেপে বসা। হু উ উ শ করে স্পেসশিপ নিয়ে যাবে মঙ্গলে, সেখানে আন্ডারগ্রাউন্ড কলোনি ততদিনে হয়ে গেছে। মঙ্গলের একটা রেকর্ড আছে, অলিম্পাস মন্স, খুব উঁচু একটা পর্বতশৃঙ্গ, এভারেস্টের চেয়ে অনেক বেশি উঁচু। বলা যায় না, কালে কালে কলোনিবাস এর অনেক বছর হয়ে গেলে কোনো দল তৈরী হবেন পর্বতারোহী হিসেবে। যে পর্বতারোহীর দল প্রথম ওখানে উঠবেন, তাঁরা এক দারুণ রেকর্ড করবেন।
  • lcm | ১৭ জুলাই ২০২৩ ০২:১৪521349
  • চাঁদে দক্ষিণ খোলা একটা স্পেস স্যুট পেলে যাবো। তার আগে অভিযোজন করে অক্সিজেনের ওপর নির্ভরতাটা দূর করতে হবে।
  • &/ | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২৩ ০২:৩৮521350
  • মঙ্গলের সারফেসে কলোনি হওয়া কঠিন, খুব পাতলা আটমোস্ফিয়ার। তার উপরে ঘোর বিকিরণ(আল্ট্রাভায়োলেট ইত্যাদি ) ভয়।   ক্যাভার্নের ভেতরে কলোনি হলে অনেক সুবিধে 
  • :|: | 174.251.160.35 | ১৭ জুলাই ২০২৩ ০৫:২৫521351
  • "আর তাতে যদি নেক্সট জেনারেশানের কয়েকজনও গৌমাতা ছেড়ে সেই গোরুর গাড়ি নিয়ে কাজ করতে চায়, তো সেও তো অনেক লাভ!"
    গোরুহীন গোরুর গাড়ি! -- এ তো মিশন, আই মিন, ভীষণ ইম্পসিবল। মনে রাখতে হবে কবি বলেছেন দুর্ভাগ্য আর গোরুরগাড়ি কখনও একলা আসেনা। 
  • dc | 2401:4900:1cd1:121e:e1bf:9f98:1955:5d61 | ২১ আগস্ট ২০২৩ ০৮:০৩522766
  • রাশিয়ান গোরুর গাড়ি লুনা ২৫ ক্র‌্যাশ করে গেল, আশা করি রসকসমস এই মিশনটা স্টাডি করে পরের মিশানে সফল হবে। 
     
    ইন্ডিয়ান গোরুর গাড়িটা কি সেফলি চাঁদের সাউথ পোলে ল্যান্ড করতে পারবে? পরশুদিন দেখা যাবে। 
  • &/ | 107.77.237.38 | ২১ আগস্ট ২০২৩ ০৮:১৮522767
  • ওইখানেই আলো না পড়া ক্রেটারের ভিতরে জলের বরফ আছে, না ?
  • &/ | 107.77.237.38 | ২১ আগস্ট ২০২৩ ০৮:২৭522769
  • আগের চন্দ্রযান আর নাসার একটা প্রোব ওই ওয়াটার আইসের ব্যাপারটা প্রথম আবিষ্কার করে ---এই বলছে দেখলাম খবরে। এবারে যদি স্যাম্পল তুলে আনতে পারে ---ওহ হৈ চৈ পড়ে যাবে 
  • dc | 2401:4900:1cd1:121e:e1bf:9f98:1955:5d61 | ২১ আগস্ট ২০২৩ ০৮:৩৬522771
  • এটা স্যাম্পল রিট্রিভাল মিশান না। এই হলো মিশান অবজেক্টিভসঃ 
     
    The mission objectives of Chandrayaan-3 are:
    1. To demonstrate Safe and Soft Landing on Lunar Surface
    2. To demonstrate Rover roving on the moon and
    3. To conduct in-situ scientific experiments.
     
    পরের বছর নাসা একটা রোবোটিক মাইনার প্রোব লঞ্চ করবে, তার নাম প্রাইম ১। সেটা আইস মাইনিং করবে। 
  • &/ | 107.77.237.38 | ২১ আগস্ট ২০২৩ ০৮:৪৭522773
  • ইশ ,চাঁদের বরফ আনবে মাইনার প্রোব !!!! কী চমৎকার 
  • dc | 2401:4900:1cd1:121e:e1bf:9f98:1955:5d61 | ২১ আগস্ট ২০২৩ ০৮:৫৫522775
  • সেটাও বোধায় কিছু ফিরিয়ে আনবে না। ইন সিটু মাইনিং করবে আর অ্যানালাইজ করবে। 
  • :|: | 174.251.162.89 | ২১ আগস্ট ২০২৩ ০৯:০৭522776
  • জলের ব্যবস্থা থাকা উচিৎ। পুরানটুরানে নাকি আছে চাঁদের সাউথ পোল পিতৃলোক। যেসব আত্মা ওখানে যায় তাদের আবার ফেরৎ আসতে হয়। মুক্তি হয়না। ঘোর আসক্তরা মৃত্যুর পর ওখানে গিয়ে পরের জন্মের অপেক্ষা করে। তা ওই স্টেশনে থাকা লোকেরা নিশ্চয় জল চাইবে? এখান থেকে দেওয়া তর্পণের জল যে সবাই পাবে তাতো না! তাই নিজেদের ব্যবস্থা থাকা ভালো।
    নর্থ পোল ​​​​​​​আলোর ​​​​​​​জায়গা। ​​​​​​​মৃত্যুর পর সেখান ​​​​​​​গিয়ে ​​​​​​​উচ্চ ​​​​​​​আত্মারা ​​​​​​​গিয়ে সামান্য অপেক্ষা করেন। ওখানে গেলে ফেরৎ আসার ব্যাপার নাই। আত্মারা ​​​​​​​কর্মফল অনুসারে ওখান থেকেই আরও আরও ​​​​​​উঁচু ​​​​​​​লোকে ​​​​​​​যান। ​​​​​​​
    এখন কোথায় এসব লেখা আছে আমায় জিগাবেন্না। নিজে পড়িনি। শোনা কথা শুনিয়ে দিলুম। ব্যাস। 
  • Aranya | 2601:84:4600:5410:6d8a:f723:1b4f:2a26 | ২১ আগস্ট ২০২৩ ০৯:১২522777
  • দেবযানে এই সব বিভিন্ন লোক-এর বর্ণনা  ছিল 
  • &/ | 107.77.237.38 | ২১ আগস্ট ২০২৩ ০৯:১৮522778
  • উনি ফিরতে চাইতেন। তাই রিটার্নটিকিটের ব্যবস্থা করেন। প্রৌঢ় বয়সে বিবাহ করেন ও পুত্র আনেন। শিব্রাম দেখা করতে গিয়ে দেখেন উনি পুত্রকে ঘাড়ের উপরে বসিয়ে দিব্যি বেড়াচ্ছেন ।শিব্রাম কইলেন এই বুঝি আপনার রিটার্ন টিকিট ? :)
  • dc | 2401:4900:1cd1:121e:45b0:ac04:9482:2051 | ২১ আগস্ট ২০২৩ ২০:২৩522804
  • ওদিকে আবার ইসরোর তিন নং গোরুর গাড়ির ল্যান্ডিং মডিউলটা দু নং গোরুর গাড়ির অর্বাইটারের সাথে যোগাযোগ করতে পেরেছে। কি কান্ড! গোরুর গাড়ি টু গোরুর গাড়ি কমিউনিকেশান, এসব কেউ ভাবতে পেরেছিল? 
  • &/ | 107.77.237.38 | ২১ আগস্ট ২০২৩ ২১:৩৩522812
  • পাশের অরবিট এ ?
  • &/ | 151.141.85.8 | ২২ আগস্ট ২০২৩ ০০:০৬522819
  • চন্দ্রযান-তিন কি ল্যান্ড করল?
  • &/ | 151.141.85.8 | ২২ আগস্ট ২০২৩ ০০:১৬522820
  • ল্যান্ড করে নি এখনও। ল্যান্ড করার সময় ফেসবুকে নাকি লাইভ করবে! ওহ, দারুণ!
    বিক্রম সারাভাই আর হোমি ভাবা দু'জনেই আজ খুব আনন্দ করছেন নির্ঘাৎ। ঃ-)
  • &/ | 107.77.237.38 | ২৩ আগস্ট ২০২৩ ০২:০৮522855
  • ডিসি, আপডেট দেবেন প্লীজ 
  • &/ | 107.77.237.38 | ২৩ আগস্ট ২০২৩ ০৭:১৯522857
  • ডিসি ,আর মাত্র কিছুক্ষণ 
  • dc | 2401:4900:232f:10e:8909:b8fa:8a55:acac | ২৩ আগস্ট ২০২৩ ০৮:২৩522858
  • তিন নং গোরুর গাড়ির অ্যাটেম্পটেড ল্যান্ডিং এখানে দেখা যাবে আইএসটি 5:20pm থেকেঃ  
     
  • চাঁদের বরফ | 14.139.196.16 | ২৩ আগস্ট ২০২৩ ১২:০৭522863
  •  পেলে এদিকে এক্টু পাট্যে দেবেন। বেলের পানা খাবো।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন