এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হোয়াট্স্যাপে বিজয়বর্গী? 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৮ জুন ২০২৩ | ১১৯৮ বার পঠিত
  • পরশু আইএসএফ এর পীরজাদার সঙ্গে বিজেপির বিজয়বর্গীর একটি অন্তরঙ্গ হোয়াটস্যাপ কথোপকথনের ছবি 'ফাঁস' হয়েছিল। মোবাইল স্ক্রিনের হাতে তোলা ছবি। অদ্ভুত এক প্রোফাইল থেকে এসেছিল। কাল দেখে উড়ো খবরই মনে হয়েছিল। এই বাজারে সবাই সবাইকে বিজেপির বি-টিম বলছে। এটাও সেরকম। একটু পরেই অস্বীকার করা হবে, এবং বিষয়ের ইতি। 

    কিন্তু কাল নৌশাদের বেশ কয়েকটা উত্তর দেখলাম, দেখে বুঝলাম, কেস সেরকম না। উনি অস্বীকার করলেননা। বললেন, পাত্তা দিচ্ছেননা। আরও বললেন, যে, নির্বাচন থেকে চোখ ঘোরাতেই এইসব কারবার। সেটা সৎ উত্তর বলেই মনে হল। সত্যিই নির্বাচনে বিরোধীপক্ষ তো অভিযোগ তুলবেই, এবং পাত্তা না দেওয়াই উচিত কাজ। কিন্তু সত্যিই কি পুলিশ-অফিসারদের সরাতে বিজেপির সভাপতিকে মেসেজ করেছিলেন? অস্বীকার করলেন না।

    সিপিএমের সুজন চক্রবর্তী এবং বিজেপির সুকান্ত মজুমদারও বললেন শুনলাম। দুজনেই মোটামুটি এক সুরে বললেন, এবং তাঁরাও ব্যাপারটা অস্বীকার করলেননা। সেটা ঠিকই আছে। কারণ নৌশাদ তাঁদের জানিয়ে সব মেসেজ করেন তা তো নাই হতে পারে। কিন্তু তারপর তাঁরা বললেন, যে, হোয়াটস্যাপ তো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। তার চ্যাট ফাঁস হয়ে গেল কীকরে? চক্রান্ত, তদন্ত এইসবও বললেন। কিন্তু এইটা শুনে আমি একটু বোকা বনে গেলাম। এটা তো মোবাইলের ছবি। আপনি যদি মোবাইলে হোয়াটস্যাপ খুলে রাখেন, আর আমি আমার মোবাইল দিয়ে তার ছবি তুলে নিই, সেই ছবি তোলাটা কীকরে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে আটকানো যায়? টেক জিনিসপত্র নিয়ে অনেকদিন কাজ করছি, এইরকম কথা শুনিনি কখনও। 

    ওঁরা টেকস্যাভি না, সে অবশ্য হতেই পারে। টিভিতে বলার আগে, ওঁদের দলের টেকস্যাভি লোকজনের কাজ থেকে একটু পেপ-টক নিলে ভালো হত। কিন্তু না নেওয়ায় বিপুল কোনো ক্ষতি হয়েছে তা না। কারণ যেটা জানা দরকার, সেটা এইসব না। জানা দরকার, এই মেসেজগুলো সত্যি কিনা। এর উত্তর এক কথায় হতে পারে, 'সব গুলবাজি'। সেটা খুবই সম্ভব। কারণ, সত্যিই তৃণমূল আগের চেয়ে কিঞ্চিৎ নড়বড়ে অবস্থায়। ফলে নজর ঘোরাতে উড়ো খবর নিয়ে হইচই অসম্ভব কিছু না। কে কার বি-টিম এ নিয়ে আকচা-আকচি তো চলছেই।

    অথবা, অন্য যে সম্ভাবনাটা পড়ে থাকে, সেটা হল, বার্তাগুলি সত্য। এও খুব ভয়ঙ্কর কিছু অপরাধ নয়। যেকোনো লোককে মেসেজ পাঠানো, ভয়ঙ্কর কেন, কোনো অপরাধই না। এর যে সুদূরপ্রসারী প্রভাব, সেটা রাজনৈতিক, যা আমরা সবাই জানি। একবছর পরে লোকসভা নির্বাচন। বিরোধী শক্তিরা মোটামুটি এক সুরে, বিজেপির বিরুদ্ধে লড়ার বার্তা দিয়েছে। তাদের মধ্যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আপ, নীতীশ, লালু, সক্কলে আছেন। কোনো-কোনো রাজ্যে নিজেদের মধ্যে লড়াই হতেও পারে। কিন্তু তারপরেও দুটো পক্ষ মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। এই বিজেপি-বিরোধী-পক্ষে বিজেপির কোনো এজেন্ট ঢুকে পড়লে, সেটা ভয়ঙ্কর হবে।

    কাজেই, প্রত্যাশা একটাই। বার্তাগুলি অস্বীকার করুন। কিংবা, যদি সত্যি হয়, ব্যবস্থা নিন। মধ্যপন্থা কিছু নেই। না, তৃণমূল একেবারেই ধোওয়া তুলসীপাতা নয়। অনুব্রত মন্ডলের দরজায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার গপ্পো আমরা জানি (সেটা অবশ্যই গরু চুরির মামলা নয়) । পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ গুরুতর। যেটা আরও গুরুতর, সেটা হল শিক্ষাব্যবস্থার হালও খুবই খারাপ পশ্চিমবঙ্গে। সেসব নিয়ে বলা একেবারেই উচিত কাজ। কিন্তু একই সঙ্গে দুয়ারে যে রঘুডাকাতরা দাঁড়িয়ে আছে, তাদের দিকে চোখ বন্ধ করে রাখারও কোনো মানে নেই। এই কয়েকদিনের মধ্যেই খবর এসেছে সিবিআই হেফাজতের ১০০ কেজি সোনা হাপিস। আরবিআই এর অষ্টআশি হাজার কোটি টাকার হিসেব নেই। অষ্টআশি হাজার কোটি টাকা। মনিপুর জ্বলছে। ইডি-সিবিআই কে দিয়ে বস্তুত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গুষ্টির তুষ্টি করার আয়োজন হচ্ছে। না, লালু-টালুরাও ঠিক ধোওয়া তুলসীপাতা নন। কিন্তু রঘু আরও ডাকাতরা এলে, রাজ্য-টাজ্য বলেই কিছু অবশিষ্ট থাকবে বলে মনে হয়না।

    এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিজেপি-বিরোধী, বা অন্তত ঘোষিত ভাবে বিজেপি-বিরোধী সমস্ত দলই রাষ্ট্রীয় স্তরে একমত। এই ব্যাপারটা স্থানীয় স্তরেও বজায় রাখুন। আবেদন এইটুকুই।

    পুঃ প্রদীপ্ত ভট্টাচার্য আজই একটা পোস্ট করেছেন, তিনি একটা পুরষ্কার প্রত্যাখ্যান করেছেন, বিজেপি-পনার জন্য। খুবই অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত। কিন্তু কথা হল, বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতি, আইন থেকে রাজনীতি, সর্বত্র এরা নাক গলাচ্ছে, এ তো কোনো নতুন কথা না। এই বিপুল নেটওয়ার্ক বাকিরা এতদিন কেন টের পাননি, বা এখন টের পাচ্ছেন না, সেটা, সত্যিই মাথায় ঢোকেনা। এটা অবশ্য অন্য পোস্টের বিষয়। পরে কখনও লেখা যাবে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • + | 147.135.130.224 | ১৮ জুন ২০২৩ ০৮:১৮520474
  • লেখাটায় যথারীতি মুলোদের বেশ টেনে খেলানো হয়েছে।
     
    প্রদীপ্ত ভটচাজ আবার কে? আর জাতীয় লেভেলে অনেকেই ভোকাল। বলিউডে কবেই 'এওয়ার্ড ওয়াপসি গ্যাং' তৈরি হয়ে গেছে!
  • পলিটিশিয়ান | 12.199.79.234 | ১৮ জুন ২০২৩ ০৮:৫০520475
  • বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্যা, আরএসএসের দুর্গা, গুজরাটের জল্লাদ মোদীকে ফুল, আম ইত্যাদি পাঠানো উনি হলেন আগমার্কা বিজেপি বিরোধী, আর দুটো হোয়া করা নওশাদ হল ইনিয়ে বিনিয়ে বিজেপি।
     
    আচ্ছা, নারদা কেসের পর বিজেপি কেন পার্লামেন্টের এথিক্স কমিটির মিটিং হতে দেয়নি?
  • Amit | 203.221.140.6 | ১৮ জুন ২০২৩ ১৪:০৫520477
  • সাবাস। এই রেট এ হাওয়াই চটি চাটলে কিছু একটা শ্রী জুটেই যাবে জলদি। 
  • | 2406:7400:63:e7ab::102 | ১৮ জুন ২০২৩ ১৪:১৯520478
  • সব কটা লালু আর লালু বাচ্চার মনের গোপন কথা হচ্ছে রামের কাঁধে চড়ে বাম আসবে , তাতে যদি একটু গোবর খেতে হয় ক্ষতি নেই | ওরে লালুর দল তোরা আর আসবি না , যতই গোবর খা , আর চান্স নেই | 
    হাওয়াই চটি লাথিয়ে তোদের কোমর ভেঙে দিয়েছে | এখন ফেস বুক এ বিপ্লব কর | 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ০৬:২১520487
  • টেনে খেলানোর কিছু নেই তো। তৃণমূল, নীতীশ, শিবসেনা, এরা সবাই একটা সময় বিজেপির সঙ্গে ছিল। এখন বিজেপির বিরুদ্ধে লড়ার তোড়জোড় হচ্ছে এদের নিয়ে। এ তো খোলামেলা কথা। বিশ্বাস না হলে রাহুল, সীতারাম, এদের জিজ্ঞাসা করুন। বিশেষ করে সিপিএমের পার্টি লাইন স্পষ্ট করেই এটাই।
    আরেসেসের দুর্গা, ব্রিগেডে জ্যোতিবাবুর বাজপেয়ির হাত ধরা, এইসব নিয়ে অনেক দিন ধরে ফালতু ক্যাচাকেচি চলছে। আমার ওসবে ঢোকার আগ্রহ নেই। ওগুলো পয়েন্ট স্কোরিং। বস্তুত আরেসেসের দেবী একাত্তর সালে ছিলেন ইন্দিরা। তাঁর পার্টিই এখন বিজেপির বিরুদ্ধের মুখ। 
     
    আইএসএফ, যে পার্টির আসল নাম রাষ্ট্রীয় মজলিশ পার্টি - তারা এই বিরোধী বোঝাপড়ায় ঢোকেনি। বিহারে ঢোকেনি। তাদের বদান্যতায়ই বিজেপি ক্ষমতায় এসেছিল। এই শেষবার। তাই তাদের নিয়ে সতর্কতা কাম্য। কারণ, যেমন লিখেছি, আগামী ভোটটা বিজেপি বনাম বিরোধীপক্ষ হতে চলেছে। সরাসরি। এখানে কেউই সাধু না। কিন্তু ফর্মেশনটা এটাই হতে চলেছে। কে কোন পক্ষে থাকবেন, আর কে মুছে যাবেন, সেটা এর উপরেই দাঁড়িয়ে আছে। এটা বাস্তব। বিজেপির বিরুদ্ধে বললে যাঁরা চটিচাটা বলেন, রাজনৈতিকভাবে তাঁরা উঠে যাবেন, এ নিয়ে সন্দেহ নেই। যেমন বিজেপির প্রতি বিন্দুমাত্র দুর্বলতা দেখালে তৃণমূল উঠে যাবে। 
     
    এই কান্ডজ্ঞানটা সকলের নেই। থাকবেওনা। ৩৩ সালেও হিটলারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থক প্রচুর ছিল। সেই নিয়েই চলতে হবে। কী করা যাবে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6b79:d866:e8b6:5a83 | ১৯ জুন ২০২৩ ০৬:৪৪520488
  • কুনাল ঘোষ দেখলাম ওই হোয়া মেসেজ নিয়ে কিছু পয়েন্ট স্কোরিং করেছেন। কিন্তু মেসেজে কি ছিল বলেননি।
     
    মমতা শওকতের মেসেজ বলে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। সেগুলো কি মমতা অস্বীকার করেছে? 
     
    আচ্ছা, নারদা ভিডিওর পর বিজেপি পার্লামেন্টের এথিক্স কমিটির মিটিং কেন হতে দেয়নি সেই প্রশ্ন করাটাও কি পয়েন্ট স্কোরিং? জরুরী অবস্থার বিরোধিতা করে একটা জোটে থাকা, আর বিজেপির মন্ত্রিসভায় ক্যাবিনেট মিনিস্টার থাকা কি একই জিনিস? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6b79:d866:e8b6:5a83 | ১৯ জুন ২০২৩ ০৬:৪৮520489
  • ওই হোয়া মেসেজগুলো দেখিনি। কেউ শেয়ার করলে বাধিত হব।
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ০৭:৩৭520492
  • সেতো ঠিকই। কান্ডজ্ঞান কি আর সবার থাকে ? সেই বৈপ্লবিক সিঙ্গুর আমলে যারা "যে আসে আসুক বামেরা যাক" স্লোগান তুলতেন , তারপর আবার হলদি নদীর হাজার হাজার লাশ কুমিরে খাওয়া নিয়ে স্কুপ দিতেন- কান্ডজ্ঞান তো শুধু তাদেরই একচেটিয়া। 
     
    আর কোন দল উঠে গেলো কোন দল বসে গেলো তাই নিয়ে যারা এতো প্রেডিকশন করেন তারা কিন্তু কেউই আজকাল পব তে বা দেশে থাকেন বা থাকতে পেরেছেন বলে মনে হয়না। দিদি যে এতো নাকি  বিজেপি র বিরুদ্ধে লড়ছেন - কাউকে কিন্তু পব তে থেকে তেনার সাথে লড়তেও দেখা যায়না। সবই দূরের মায়া। 
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ০৯:৫৪520495
  • স্ক্রিনশট দেখেই তো লিখলাম। খবরের কাগজ, ফেবু, সর্বত্র পাবেন। না দেখেই ডিফেন্ড করতে নেমে পড়েছেন, বুঝিনি। দেখে নিন, কথা হবে।
     
    আর অমিতবাবু, নন্দীগ্রামে বুদ্ধবাবু যা করেছিলেন, তার শাস্তি ওঁর প্রাপ্য ছিল। পেয়েছেন। ওটা একদম ঠিকই আছে। নইলে আর ভোটাভুটিটা আছে কী জন্য। তাতে আপনার খুবই গোঁসা বুঝতে পারছি। সে আর কী করা যাবে। কর্মফল। গীতায় লেখা আছে। জয়শ্রীরাম।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6b79:d866:e8b6:5a83 | ১৯ জুন ২০২৩ ১০:০২520496
  • স্ক্রিনশটে কি ছিল? কুনাল ঘোষও দেখলাম বলল না, আপনিও বলছেন না। যাকগে কি আর করা।
     
    মমতা শওকতের মেসেজ বলে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। সেগুলো কি মমতা অস্বীকার করেছে? 
     
    আচ্ছা, নারদা ভিডিওর পর বিজেপি পার্লামেন্টের এথিক্স কমিটির মিটিং কেন হতে দেয়নি সেই প্রশ্ন করাটাও কি পয়েন্ট স্কোরিং? জরুরী অবস্থার বিরোধিতা করে একটা জোটে থাকা, আর বিজেপির মন্ত্রিসভায় ক্যাবিনেট মিনিস্টার থাকা কি একই জিনিস? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6b79:d866:e8b6:5a83 | ১৯ জুন ২০২৩ ১০:০৮520497
  • আচ্ছা, সেই যে কুনাল ঘোষ পুলিশের ভ্যান থেকে চিৎকার করত সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারি মমতা, সেগুলো কি উনি অস্বীকার করেছেন?
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ১০:১৬520498
  • সেকি ? শেষ অবধি রাম আর গীতার শরণ ? কর্মফলের হিসেব ? ভালো-ভালো। 
     
    তো সেই হিসেবে নিশ্চয় সবার কর্মফল  এর হিসেব আসবে একদিন ? অলরেডি যেমন পিসির প্রিয় ভাই অনুব্রত বা পার্থ র হাল্কা করে এসেছে-এভাবে  ছোট করেই চলতে থাক। পিসি ভাইপোর ও নিশ্চয় হিসেব আসবে একদিন। ভোটের অঙ্কে বা অন্য কোনোভাবে। তদ্দিন নাহয় সার্কাস চলুক। পাঁচিলে বসে বাদামভাজা চেবানো যাক। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১০:২০520499
  • এই যেঃ https://www.facebook.com/100015290803888/posts/pfbid0vuCc8GzW1Uj4h5J2GZ8B16uSv4c1T6dwz3pKwYrCqdVpBngEUSyHCGotTSoD4uGcl/?mibextid=DcJ9fc
     
    জরুরি অবস্থা কোথা থেকে এল। ১৯৮৯ সালের কথা হচ্ছে। তাতেও একই কথা না। কিন্তু শিবসেনা বা নীতীশও ওই একই দোষে দুষ্ট। নীতীশ তো মোদির আমলেও ছিলেন।  ওঁদেরকেও বাদ দিয়ে দিতে চাইলে, সেই অবস্থানের প্রতি আমার সম্মান থাকবে। কিন্তু আপাতত যা বলছেন তাতে সেটা নেই। 
     
    বাকি রইল ১) এথিক্স কমিটি। সেটার উত্তর জানিনা। কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল হতে পারে। আদানিরপক্ষে কেরলে সিপিএম বিজেপির একসঙ্গে দাঁড়িয়ে যাবার কারণও যেমল জানিনা। ওই খুচখাচ বস্তুগুলো এড়িয়ে যাচ্ছি। আপাতত। ঘাড়ের উপর মোদি। 
    ২। মমতা নওশাদের চ্যাট। এ কোনো গোপন কথা না, যে নৌশাদ আর ভাইজান মমতার সঙ্গে জোট করতে চেয়েছিলেন প্রথমে। এসব দাবী এসেছে। কেউ অস্বীকারও করেনি। ফলে মমতা-নওশাদের চ্যাট দিয়ে নতুন কী বেরোবে আর। এইটাই বেরোতে পারে যে নৌশাদ নানা জায়গায় লাইন করছেন। বা করার চেষ্টা করছেন। সে করুন। বিজেপি না হলেই হল। তারপর পশ্চিমবঙ্গে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আরাবুলকে টাইট দিয়ে দিন। কোনো চাপ নেই।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১০:২৬520500
  • আপনি কই আর বাদামভাজা চিবোচ্ছেন। রেগে যাচ্ছেন তো। চিন্তা করবেননা, বুদ্ধবাবু কর্মফল পেয়েছেন, আপনার প্রিয় মোদিজিও পাবেন। আপনি রেগে কাঁই হয়ে যাবেন। তারপর পিসি-ভাইপোও পাবেন। 
     
    আর পলিটিশিয়ান, কুনাল ঘোষ এবং তৃণমূল মুখপাত্রদের এই প্রশ্নটার জবাব বহুবার দিতে হয়েছে। ওঁরা নাকি আবেগে চলেন। এরকম উত্তর শুনেছি। সেটা বেশ হাস্যকর। এরকম আরও এক কোটি প্রশ্ন আছে। আজই মনোরঞ্জন ব্যাপারি টাকা নিয়ে টিকিট বিলি প্রসঙ্গে বলেছেন। এছাড়াও আছে অনুব্রতর উন্নয়ন। এসব তো আছেই।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১০:৩০520501
  • ও। সবচেয়ে পার্টিনেন্ট প্রশ্নটাই করেননি। বাবুল সুপ্রিয়কে কোন আক্কেলে তৃণমূল দলে নেয়। অন্যের দল ভাঙা খুব আনন্দের জানি, কিন্তু তা বলে ওই দাঙ্গার মুখটাকে? এটা প্রায় নৌশাদের চ্যাটকে প্রশ্রয় দেবার সঙ্গেই তুলনীয়। তখন লিখেওছিলাম।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6b79:d866:e8b6:5a83 | ১৯ জুন ২০২৩ ১০:৩১520502
  • চ্যাটটায় তো অন্যায় কিছু দেখলাম না। তৃণমূল গুন্ডারা খুনের হুমকি দিচ্ছে বলেছে। সেটা অন্যায় হবে কেন? বরং কল করতে চেয়েছিল, কৈলাস না করে দিয়েছে।
     
    কিন্তু কুনাল ঘোষ পুলিশের ভ্যান থেকে চিৎকার করত সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারি মমতা, সেগুলো কি উনি অস্বীকার করেছেন?
     
    অথবা ওই যে কালীঘাটে মমতার ফ্যামিলির অতগুলো সম্পত্তি। সেটা কি মমতা অস্বীকার করেছে? 
     
    ইন্টারেস্টিং ভিডিও। নওশাদের হোয়া মেসেজ নিয়ে।
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১০:৩৫520503
  • বক্তব্যে অন্যায় কিছু নেই তো। কিন্তু প্রাপকে আছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁকে রাজ্যের পুলিশ সরাতে বলা হচ্ছে। ইত্যাদি।
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ১০:৪৩520506
  • আহা রেগে কে কোথায় গেলো আবার ? আমরা তো দিব্যি সার্কাস দেখছি পাঁচিলে বসে। পব তে ফেরার এখন ইচ্ছেও  নেই - উপায়ও নেই। কোনোদিন অবস্থা ​​​​​​​পাল্টালে ​​​​​​​ভেবে ​​​​​​​দেখা ​​​​​​​যাবে। ​​​​​​​কোনো ​​​​​​​তাড়া ​​​​​​​নেই। ​​​​​​​বরং ​​​​​​​পিসির ​​​​​​​রাজত্বে ​​​​​​​ভাই -ভাইপোদের ​​​​​​​বাড়বাড়ন্ত দেখে ​​​​​​​আর বাকি ​​​​​​​রাজ্যের ​​​​​​​জিজিতে ​​​​​​​যাওয়া ​​​​​​​দেখে হাঁফ ​​​​​​​ছেড়ে ​​​​​​​বাঁচি যে ​​​​​​​সময় ​​​​​​​থাকতে ​​​​​​​থাকতে পালানো ​​​​​​​গেসলো। ভাগ্যিস। 
     
    বরং যেটা উল্টে হাসি পায় যেনারা তখন "যে আসে আসুক" ইত্যাদি  হাঁক ডাক পেড়ে খাল কেটে পিসিকে ডেকে আনলেন তাদের নিজেদেরই পব তে ফেরার উপায় নেই দেখে। এতো যে  দরদ - সবই  কিন্তু  নিরাপদ দূরত্বে বসে বসে। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১০:৫০520507
  • এই যে ৮৮০০০ কোটি টাকা লুঠ হয়েছে জানেন তো? এইগুলো নাকি মোদীবিরোধীদের চটিচাটা বলার জন্য বিতরণ করা হবে শুনলাম। ফলে পাঁচিলে বসেও কর্মসংস্থান তো হচ্ছে আজকাল। জয়শ্রীরাম।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6b79:d866:e8b6:5a83 | ১৯ জুন ২০২৩ ১০:৫৩520508
  • দলদাস পুলিশকে সরাতে যে কোন লোককেই বলা যায়। আপনি একমত না হতে পারেন।
     
    গুজরাট দাঙ্গার পরেও মোদিকে ফুল পাঠানো, বা আসানসোলের জল্লাদ বাবুল সুপ্রিয়কে দলে নিয়ে মন্ত্রী করা এর চেয়ে অনেক বড় অপরাধ।
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ১১:০৪520509
  • ও আচ্ছা। ঠিক আছে - পাঁচিলে বসে কর্মসংস্থান এর জন্যে ঠিক কাকে ধরতে হবে এখানে জানিয়ে দ্যান না ? মনে তো হচ্ছে তাদের খবর আপনি ভালোই রাখেন। চেনা কেউ কি পিসির আমের ঝুড়ি পৌঁছে দিয়েছিলো মোদির কাছে  ? 
     
    সবাই যদিও পাঁচিলেই বসে। কেউ বাদামভাজা খেতে মজা দেখতে ব্যস্ত। উল্টোদিকে কেউ আবার  পিসির ধামা ধরতে। রিমোটলি কিন্তু। ফেরার ইচ্ছে কারোরই নেই। 
     
    :)  :) 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১১:০৯520510
  • একমত না তো। যাকে খুশি বলা যায়না। এই লোকটার পার্টি একার উদ্যোগে বিহারে বিজেপিকে জিতিয়েছিল। মমতাকে ভাঙড়ে  হেবি টাইট দিচ্ছে বলেই চে গুয়েভারা ভাবাটা এই বাজারে নাইভিটি। 
    ফুল পাঠানো বা ফিশফ্রাই খাওয়া নিয়ে অ্যাবসলিউটলি বক্তব্য নেই। ইয়েচুরি আর মোদির অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়েও না। বাবুল সুপ্রিয়কে নিয়ে অবশ্যই একমত। ওটা আগুন নিয়ে খেলা। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১১:১১520511
  • কীভাবে শ্রী পুরষ্কার পাওয়া যায় সেটা আপনি জানান। এত কনফিডেন্টলি বললেন, নিশ্চয়ই ঘাঁতঘোঁতের সন্ধান রাখেন। চেষ্টাও করেছেন হতে পারে। জানাবেন কিন্তু।
  • সিএস  | 103.99.156.98 | ১৯ জুন ২০২৩ ১১:১৫520512
  • আমিও একটূ অ্যানালিসিস করি !

    সাগরদিঘিতে কং জেতার পরে লেখা হয়েছিল যে সিএএ - এন আর সি বা ২০২১ র ভোটের সময়ের পরে মুসলমানদের মধ্যে ভাজপাকে নিয়ে যে ভীতি ছিল, সেই ভয় বা ক্রাইসিস ক্রমে কেটে যাচ্ছে। ঐ ভোটে তৃণমূলের থেকে মুসলমানদের ভোট সরে যাওয়ার সেটা একটা কারণ।

    তো এখনো সেই পরিস্থিতি নিশ্চয় আছে এবং নৌশাদও সেটা জানে। জানে যে খুন হয়ে যাব বলে দিল্লীর কাছে নিরাপত্তা চাইলে বা বিজয়্বরবর্গীয়্জীর কাছে পুলিশ নিয়ে সাহায্য চাইলে মুসলমানরা সেটাতে আপত্তি করবে না। পরন্তু এইসব করে ভাজপাকে 'কিউ' দেওয়া হচ্ছে যে তোমরা মুসলমানকেন্দ্রিক বক্তব্য, গালি ইত্যাদি একটি কম করে রাখলে ক্রমশঃ মুসলমান ভোট তৃণমূলের দিক থেকে আরো সরে আসবে। এতে অবশ্যই তৃণমূল ছাড়া সব পক্ষেরই লাভ, কার বেশী লাভ, ভাজপা না কং - সিপিএম - নৌশাদ সেটা ক্রমশঃ ২০২৪ এ গিয়ে বোঝা যাবে।

    এরকম ভাবার কোন কারণ নেই যে অধীর বা সেলিম, তারা দিল্লীতে ভাজপাকে হারানো নিয়ে বেশী চিন্তিত, তাদের প্রধাণ লক্ষ্য এখানে মমতাকে হারানো। তো একই লক্ষ্য মমতা বা অন্য দলগুলোরও ছিল যখন তারা ভাজপা মন্ত্রীসভায় যেত বা তাদের সাহায্য নিত, যে তারা যে রাজ্যে আছে, সেখানে ক্ষমতা দখল করা।

    সেরকমই এখন চলছে আর কি ! ভাজপাতে আপত্তি কারোরই নেই যতক্ষণ না ক্ষমতায় আসতে ভাজপা প্রধাণ প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। তার আগে পর্যন্ত সবাই ভাজপাকে ব্যবহার করতে চায়।
     
     
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ১১:২২520513
  • আহা সেটা তো আগাম শুভেচ্ছ জানানো। পিসির ব্যাজস্তুতি করে করে সুমন সুবোধ থেকে কাক-শিল্পী সবাই কত না কিছু পেয়ে গ্যালেন, মিমি নুসরত থেকে কত সিরিয়েল আর্টিস্ট এমপি এমএলএ সিট্ পেয়ে গ্যালেন আর অসাধারণ পলিটিক্যাল কান্ট্রিবিউশন রাখলেন এবং রাখবেন । তো একদিন না একদিন কি পিসির বা ভাইপোর চোখে এসব পাতা পড়বে না ? সবই কি ​​​​​​​বৃথা ​​​​​​​যাবে ? 
     
    কিন্তু মিসিং ৮৮ ​​​​​​​হাজার ​​​​​​​কোটি লুটের ​​​​​​​টাকার ​​​​​​​বখরা ​​​​​​​পেতে ​​​​​​​গেলে ​​​​​​​তো ​​​​​​​স্পেসিফিক ​​​​​​​ইনফো চাই। সেটা ​​​​​​​তো ​​​​​​​আপনি  নিজেই ​​​​​​​উল্লেখ ​​​​​​​করলেন কিনা - তাই ​​​​​​​ইনফো ​​​​​​​টাও ​​​​​​​হয়তো ​​​​​​​থাকতেই  ​​​​​​​পারে। আশা ​​​​​​​করতে ​​​​​​​দোষ ​​​​​​​কি ​​​​​​​?​​​​​​​
     
     
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6b79:d866:e8b6:5a83 | ১৯ জুন ২০২৩ ১১:২৪520514
  • আপনার সমর্থিত গুন্ডার বিরুদ্ধে বললে আপনার একমত হবার কথা নয়। আমি দেখছি একজন লোক মার খেয়ে বড় গুন্ডার কাছে নালিশ করল। বড় গুন্ডা কিছু না করেই কাটিয়ে দিল। আমি দেখলাম সেটিং।
     
    আপনি কি দেখলেন আপনার ব্যাপার।
     
    কিন্তু কুনাল কি অস্বীকার করল? অথবা মমতা?
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১১:৪২520515
  • এই যে বলছেন "বড় গুন্ডার কাছে বলল" এবং এটায় কোনো সমস্যা দেখছেননা, এটাই বড় সমস্যা। কেন বলুন তো? বড় গুন্ডাটা যে সে নয়, আস্ত ফ্যাসিবাদ। সেটা লেখা থাকলেও হৃদয়ঙগম করছেননা, বা করেও ঘুরিয়ে দিচ্ছেন, যে ও ছোটো গুন্ডা তোমার পছন্দের লোক। 
     
    এরকম একটা পরিস্থিতি হয়েছিল ১৭৫৭ তে। সিরাজ জগৎ শেঠকে চড় মেরেছিলেন। অন্যায়ই করেছিলেন। তাতে জগৎ শেঠ গেলেন বড় গুন্ডার কাছে। ছোটো গুন্ডা ফৌত হল বটে, কিন্তু জগৎবাবুও ফৌত হলেন। জগৎ শেঠের প্রভূত জাগতিক বুদ্ধি ছিল, কিন্তু তিনি খেলাটাই ধরতে পারেননি। পারলে বড় গুন্ডার কাছে জেতেননা। সেই সময় কেউ ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেও আপনার মতো একই রকম বলতেন নির্ঘাত। 
  • Amit | 163.116.203.80 | ১৯ জুন ২০২৩ ১১:৪৪520516
  • মমব্যান আজকাল অবশ্য কিছু স্বীকার অস্বীকারের উর্দ্ধে উঠে গেছেন। কেবল ওনার গুনধর ভাই দের কে কাউকে ধরলেই দুদিন চেল্লান "চোরের মায়ের বড়ো গলা" বলে- সবার চুরির খবর নাকি উনি জানেন - ইচ্ছে করলেই নাকি ধরে ফেলতে পারেন- কিন্তু ধরেন না কেন কে জানে। আর আমের ঝুড়ি পাঠান ঠিক সময় মত যাতে ভাইপোকে না ধরা হয়। 
     
    আসলে তৃণমূল হলো গিয়ে আসল কাঁঠালের আমসত্ত্ব। ওপর থেকে নিচে সবকটা লোক দুর্নীতিগ্রস্ত- কিন্তু দলটা নাকি সর্বদা দুর্ণীতিমুক্ত। আর পিসি বাকি সবার চুরির খবর রাখেন- কেবল নিজের ভাইরা কখন কোথায় চুরি করছে সেটা ছাড়া।  
     
    :) :) 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৩ ১১:৪৫520517
  • আপনাকেও আগাম শুভেচ্ছা জানালাম। ছিটেফোঁটা নিশ্চয়ই পাবেন। এত সাধনা কী আর বিফলে যাবে? 
  • বোঝো | 143.202.162.78 | ১৯ জুন ২০২৩ ১১:৪৬520518
  • "আর অমিতবাবু, নন্দীগ্রামে বুদ্ধবাবু যা করেছিলেন, তার শাস্তি ওঁর প্রাপ্য ছিল। পেয়েছেন। ওটা একদম ঠিকই আছে।"
     
    পিসির হাওয়াই চটিপরা পুলিশ সংক্রান্ত কনফেশন ভুলে যাব বলছেন? পকাবুরা কি একটুও লজ্জা পাবেনা?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন