এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জেনানা মহলের মহিলা

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৩ জুন ২০২৩ | ২৯২ বার পঠিত
  • রাজা আর রাজা হতে পারত এমন একজন, দুয়ের যুদ্ধ হয়। একজন রাজা ও একজন রাজা হতে পারত এমন একজন। রাজা জেতেন ও রাজা হন। রাজা কে হবে এটা আগে থেকেই ঠিক থাকত। রাজাদের সময় কোন টাই ব্রেকার হতো না। এ ক্ষেত্রেও তাই হল। রাজা হতে পারত এমন একজন বেধড়ক হেরে ধড়ে শুধু মাথা নিয়ে পালান। সেই মাথাটাও কিছু দিনের মধ্যে কাটা পড়ে। 
    সব কিছু ঠিকঠাক ছিল -জ্যোতিষী বললেন। কবি ও সাধকও বাহবা দিল। ছোটখাট রাজা আর সেপাইসালার, আমিররা ইনসাইডার। তাদের কাছে ঠিকই খবর থাকে আর সবার জ্যোতিষী এক হয়েই এই রাজাকে জিতিয়েছে এটা সবাই মানে। এক জায়গাতেই গণনা মেলেনি। রাজা হতে পারত এমনজনের জেনানায় একজন মহিলা ছিলেন। যদিও তখন কেউ মহিলা ছিল না আলাদা করে। সবাই পুরুষ আর তাদের জেনানা মহল। অত্যন্ত পবিত্র বলে সেই জেনানার মেয়েদের আড়ালে থাকা, বেশি বা কম আলগ থাকা মাসট। রাজা হতে পারত এমন একজনের জেনানার ওই মহিলাকে রাজার খুব পসন্দ। এই রাজা অত্যন্ত পণ্ডিত , বাতাসের বেগে তলোয়ার চালান আর তীর ও মাস্কেটে সমান দড় হয়েও খুবই ভদ্র আর জেনানা মহলের প্রোটেকশন দেবেন নৃশংসভাবে । এমন রাজার জেনানার পসন্দিদা হলে কি কোন নারীর পক্ষে না করা সম্ভব ? কিন্তু এই মহিলা খুবই ট্যাঁটা অনেকটা নূর জাহানের মতো। তফাৎ যা ইনি হয়ত ততোটা বিরাট কিছু অভিজাত নন। 
    —— কিন্তু এবার তো সুযোগ এসেচে। 
    —— কিসের ?
    —— নূর জাহান হবার। 
    —— না হতে চাইলে ?
    —— ধ্যাত! তা আবার হয় নাকি ?
    —— কেন ?
    —— ক্ষমতা । 
    কিন্তু এই মহিলা দেখা যাচ্ছে ক্ষমতার গোল্ডেন রুল মানছেন না। রাজাকে প্রশ্ন করে পাঠালেন,“ আমার কোনটা পসন্দিদা আপনার?” রাজা তৎক্ষণাত বলেন,“ চুল। ” মহিলা তাঁর সুন্দর চুল কেটে পাঠালেন যা রাজাকে সন্তুষ্ট করতে পারেনি। সেই শুনে মহিলা রাজাকে আবার জিজ্ঞেস করেন,“ আমার কোনটা পসন্দিদা আপনার?” রাজা মুখ আকাশে তুলে গ্রহ নক্ষত্রের আজিব গতিবিধি দেখেন আর পোষা পায়রার ডিগবাজি বা চাঁদের আলোর সঙ্গে স্বর্গ থেকে আসা কোন বার্তা অজান্তে গলে পড়ে কিনা সামনের বিশাল তলাওয়ের জলে। সেসব দেখছিলেন রাজা দিনে ও রাতে আর উত্তর দিলেন,“ মুখ। ” তৎক্ষণাত বার্তা চলে গেল মহিলার কাছে তিনি খাপ থেকে খুব ধারালো ছোরা বের করে মুখে গভীর আঘাত করেন। সেখান থেকে যা রক্ত ঝরে সব কি একটা রুমালে লেপ্টে থাকবে , না থাকা সম্ভব ? তাই একাধিক রুমালে সেই মুখের রক্ত লেপ্টে পাঠানো হল রাজার কাছে। সেই রক্তের ফলে রাজা মুখ দেখলেন পরিষ্কার সেই মুখ তাঁর পসন্দিদা ছিল না। তিনি রক্ত চিনতেন আর অনেক কাটা মুণ্ডু উপহার পেয়েছিলেন। সব মুণ্ডু তাঁর দিকে তাকিয়ে থাকবে এমন বুড়বাক কেন হবে বেগুনাহ সব মুণ্ডুরা। তারা তো দোষ ছেড়ে বা ধড় ছেড়ে খোলা চোখে বরাবর তাকিয়ে থাকার জন্যই আছে। তবু এই রাজা যে রাজা হতে পারত তাঁর মুণ্ডুটা কী রকম করে যেন দেখতে পান। এটা জিনের খেলা ? তাঁর পিতা যাঁকে তিনি শেষ জীবনে কয়েদ করলেন তিনি জিনদেরও রাজা সলোমন তূল্য ছিলেন। এখনও ছেলের কাছে রাজত্ব হারালেও জিনেরা তাঁর কাছে দরবার বসায়। কিন্তু বাবার কাছে যাবার মুখ রাজার ছিল না তাই তিনি বললেন,“ না পসন্দ। ” আর প্রচুর উপহার পাঠিয়ে দিলেন সেই মহিলার কাছে । পাঠালেন সেরা হাকিমকেও যাতে মুখের ক্ষত সেরে ওঠে। ক্ষতের ইলাজ হলে যে রাজা হতে পারত তাঁর জেনানার মহিলাটির মুখের দাগ উঠল না। ক্ষমতার দাগ যে উঠবে না এটা সবাই জানতেন, রাজাও, তবে সেই দাগ যে নিজেই করে সেই তো আসলি ক্ষমতাধর এটা রাজা বুঝতে পেরেছিলেন কারণ তিনি ছিলেন অত্যন্ত পণ্ডিত , বাতাসের বেগে তলোয়ার চালান আর তীর ও মাস্কেটে সমান দড় হয়েও খুবই ভদ্র আর জেনানা মহলের প্রোটেকশন দেবেন নৃশংসভাবে। ওই ক্ষমতাধর মহিলাকে শাহী তোষাখানা থেকে মোটারকম টাকা দেওয়ার ফরমান দেওয়া হয়। 
     
    মুখের দাগটা মাঝে মধ্যেই দেখতেন ওই জেনানা মহলের মহিলা, কখনও কখনও হাসিও ফুটে উঠত তাঁর মুখে।   
     
    কৃতজ্ঞতা হরবনস মুখিয়া
     রাজা হল ঔরঙ্গজেব আলমগীর। রাজা হতে পারত দারা শিকহো। বাবা শাজাহান রাজা সলোমন তূল্য। মহিলা অজানা। হরবসন মুখিয়ার মোঘলস অফ ইন্ডিয়া থেকে নেওয়া এ্যানেকডোট।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন