এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সংরক্ষণ ও পরিচিতি সত্তা রাজনীতি এবং টাকার খেলা

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ০৮ মার্চ ২০২৩ | ৫৯৩ বার পঠিত
  • ভাজপার উত্থান আশির দশকে সংরক্ষণ বিরোধিতা করে। মণ্ডল কমিশনের বিরুদ্ধে। পরে তপশিলি জাতি জনজাতিকে দলে টানতে এল কমণ্ডুল বা রামমন্দির রাজনীতি। তপশিলি জাতি জনজাতিকে যাতে সংরক্ষণ দিতে না হয়, সরকারি চাকরিতে নিয়োগ তুলেই দিয়েছে। কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব সহ গুরুত্বপূর্ণ পদ যা ইউ সি এস সির মতো কঠিন পরীক্ষা দিয়ে আইএএস রা ১৫ বছর চাকরি করার পর যেতে সেখানে সরাসরি সংঘ পরিবারের ক্যাডার নিয়োগ হচ্ছে।
    বিরোধিতা করলেই অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত বলে ছাঁটাই।
    আটকে দেওয়া হচ্ছে পেনশন।
    সিবিআই অধিকর্তাকে কীভাবে মাঝরাতে সরানো হয়েছে দেখেছেন মানুষ।
    আর কিছু ব্যক্তিকে রাতারাতি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন কমিশনের মতো বড় পদে বসানো হচ্ছে।
    অশোক লাভাসা, যাঁর এখন দেশের নির্বাচন কমিশনার থাকার কথা, তাঁর মেয়ে বউ সবার পিছনে এজেন্সি লাগিয়ে দিয়ে তাকে অন্য পদে চলে যেতে বাধ্য করা হলো।
    কোথাও কোনো কথা নেই।
     
    তপশিলি জাতি উপজাতির চরমতম শত্রু মনুবাদ।
    অথচ সহি হিন্দু হওয়াটাই যেন মোক্ষ -- এই বোধ ঢুকিয়ে দিয়ে বাজিমাত।
    আর যেখানে পারছে না, কংগ্রেস ভেঙ্গে অন্য দল বানিয়ে দিচ্ছে।
    ত্রিপুরায় তাই করেছে।
    ভোটের আগে কুস্তি ভোটের পর দোস্তি।
    ভোট ভাগ করে হারানো হয়েছে সিপিএম কংগ্রেস জোটকে।
    আর এই দুই দলে নৃপেন চক্রবর্তীর মতো কোনো নেতা নেই যিনি মাতৃভাষার মতো ককবরকটাও জানেন।
    জনজাতির কাছে বিশ্বাসযোগ্য বাঙালি নেতা নেই।
    তাই পরিচিতিসত্তা রাজনীতির খেলায় ভোট ভাগ। 
    মুসলমানদের জন্য এ-কাজ করে মিম, বিহারে মজলিস পার্টি, যাদের এম এল এ বাংলায় নওশাদ সিদ্দিকী।
    আই এস এফ কিন্তু নির্বাচনে নিজেদের নামে লড়েনি।
    লড়েছে তাদের হয়ে যারা বিহারে ১১২ টি কেন্দ্রে ১-৫% ভোট কেটে ভারতের একমাত্র ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মুখ লালুপ্রসাদ যাদবের দলকে হারিয়েছে।
     
    সাধু সাবধান।
    একদিকে এজেন্সির ভয় দেখিয়ে এক দলকে ছোটাছুটি করাচ্ছে ত্রিপুরা, মেঘালয়, গোয়ায়।
    অরেকদলকে গুজরাটে বা মহারাষ্ট্রে।
    ঝাড়খণ্ডেও এরা ছিল।
    কিন্তু ১% ভোট কেটেও বিজেপির জয় আনতে পারেনি।
     
    আগামীদিনে দেশে বিরোধী ঐক্য যাতে না হয়, তাতে বহুসংখ্যক দলকেই ওঁরা ভয় ও টাকার ভালোবাসা দেবে।
    আজ আমার মনে হয়, ১৯৯৬ এ বিজেপিকে যাতে ক্ষমতায় আসতে দেওয়া হয় তার জন্যই নৈতিকতার ধুয়ো তুলে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি।
    হলে এই দুর্দিন দেখতে হতো কি?
    ফ্যাসিবাদীদের এই উত্থান হতো না।
     
    কারা এই করাত পলিট্রিক্সের জন্য কত কী পেয়েছেন কে জানে!!!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:232d:d782:283c:56df:543f:4f8b | ০৯ মার্চ ২০২৩ ০৮:৩৩517165
  • এই করাত পলিটিক্সের কথা প্রকাশ করার সময় হয়েছে। আর কারা এই, ইয়ে, চুরি করেছিল সে কথাও জানানোর সময় এসেছে। 
  • | 134.159.168.72 | ০৯ মার্চ ২০২৩ ১৫:৫৫517177
  • নওশাদ সিদ্দিকি আইএসএফের প্রতীকে লড়েন  নি?  তাহলে কোন প্রতীকে লড়েছেন? ওঁকে তো আইএসএফের একমাত্র জেতা সদস্য বলেই উল্লেখ দেখি। 
     
    নওশাদ বিধানসভায় শপথ নেবার সময় ধর্মের বা ঈশ্বরের নামে নেন নি, সংবিধান ও মানুষের নামে নিয়েছিলেন বলে খবরে দেখেছিলাম। সেইটা বেশ সদর্থক একটা পদক্ষেপ আমার মতে। এখনও পর্যন্ত এঁর কথায় আমি ধর্ম সম্বন্ধীয় কিছু দেখি নি, ভবিষ্যতে কী হয় দেখি। 
     
    (লগ আউট করে লিখলাম) 
  • Kuntala | ১০ মার্চ ২০২৩ ১২:৫৬517213
  • জ্যোতিবাবু তো পশ্চিমবঙ্গটাই  ঠিক  ঠাক চালাতে অক্ষম ছিলেন। এই রাজ্যের অধঃপতন তাঁর সুদীর্ঘ আমলেই সবচেয়ে বেশি। 
    বিজেপি মন্দ যেগুলো করেছে, সেগুলো বলুন।
    আর পশ্চিমবঙ্গের ব্যাপার স্যাপারে দিল্লি থেকে দিকনির্দেশ দেওয়া নিয়ে পৃথকভাবে গভীর আলোচনা করুন। মন দিয়ে পড়বো। এতো লঘু করবেন না সবকিছু।
  • Eman Bhasha | ১০ মার্চ ২০২৩ ১৭:৫২517224
  • নওশাদ সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে ২০২১-এর নির্বাচনে ভোট ভাগ করার জন্য তৈরি একটি দল। নির্বাচনে এঁদের সরাসরি কোনো প্রার্থী ছিল না। জোট হয়েছিল বামফ্রন্টের সঙ্গে। আই এস এফের। এবং দেখার বিষয়, আই এস এফ নেতারা ভোটে লড়েন আই এস এফের হয়ে নয়। বিহারের একটি দলের নামে। রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি।
    এদের একজনই বিধায়ক। সেটা পশ্চিমবঙ্গে ভাঙ্গড়ে।
     
    আই এস এফকে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলে, দিল্লিতে নির্বাচন কমিশনে ছয় এপ্রিল ২০২১ দৌড়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
     
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন