এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হারিয়ে যাওয়া বন্ধু

    Swati Chakraborty লেখকের গ্রাহক হোন
    ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১০২৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • আকাশের দিকে তাকালে মিটমিটে তারারা কি বলে? কথা বলে? গল্প করে? কি নাম তাদের? মা বলে ওই যে তোমার দাদামণি, তোমার পিসেমশাই, দাদু। সেই ছোটোবেলার মত। আমি কিন্তু জানি ওই ওই তারাদের ভিড়ে আছে আমার মেয়েবেলার আর কিশোরীবেলার দুই বন্ধু। বড় আদরের। হঠাৎ করে না বলে কয়ে হারিয়ে ওই অত্তদূরে চলে গেল।

    কোন ক্লাসে পড়ি মনে নেই, প্রাইমারী স্কুলের গণিতের মুকুল স্যার এক ছোট্ট ফ্রক পড়া মেয়ের হাত ধরে এনে বললেন এই দেখ এর নাম টুসি তোর সাথে খেলবে। আমি তখন আ্যপেনডিসাইটিসের চিকিৎসাধীন, ডাক্তারবাবু দৌড়াদৌড়ি বারণ করেছেন। হাঁ করে তাকিয়ে জীবনে প্রথম নীল চোখের মেয়ে দেখলাম। ঠিক জন্মদিনে পাওয়া পুতুল। মুকুল স্যার আর দিদিমণির আদরের মেয়ে টুসি। চিবিয়ে চিবিয়ে হাতের নখ ফুরিয়ে ফেলত। কত্ত স্মৃতি। টুসির মঞ্জুপিসির বিয়েতে প্রথম সামনে থেকে উইগ পড়া বর‌ও দেখলাম। পরে মা রা মঞ্জু পিসির থেকে ডিটেলে ব্যাপারটা জেনে নিয়েছিল অবশ্য। কোথাও একা ছাড়ত না তাদের আদরের  টুসিকে তার মা-বাবা। বিয়ের দিন টুসিকে যে কি অপূর্ব দেখাচ্ছিল। একদিন ছেলেকে কোলে নিয়ে আনন্দে উপচে পরে টুসি এল আমাদের বাড়ি। বলল খুব দুষ্টু, আমায় ছাড়া একটুও থাকতে পারে না। কি থেকে কি হয়ে গেল, বোকার মত টুসি যে কি অবৈধ ব্যাপার দেখে ফেলল। স্যার কাকিমাকে ওই অতদূরে টুসিকে একা ছেড়ে দিতে হল। আমার কটা চোখের ডায়ানা হারিয়ে গেল।

    ইলেভেনে পড়তে ফিজিক্স এর স্যারের কাছে পরিচয় হল অত্যন্ত মোটা চশমা পরা এক ছেলের সাথে। আমার বরাবরই কথা বলার আগ্ৰহ খুব বেশী, তাই ঝপ করে জিজ্ঞেস করে ফেললাম তোর চোখের পাওয়ার কত রে? বলল ৯, চশমা খুললে দেখতে পাই না। খুব হেসেছিলাম। দেখলাম ওও হাসল। বন্ধুত্ব হয়ে গেল আমাদের তিনজনের। পূজোয় প্রায় ওর বাড়ি থেকে তুলে নিয়ে যেতাম ঠাকুর দেখতে। নিতান্তই শান্ত, ভদ্র আমাদের বন্ধু ব্যাঙ্গালোর চলে গেল পড়তে। ব্যাঙ্গালোর থেকে চিঠি আসে বন্ধুর। ছুটে ছুটে সবাই কে দেখাই বাংলা মিডিয়ামে পড়া মেয়ের উদ্যান শহরে থাকা বন্ধুর লেখা। না কখনো কোনো ফ্রেন্ডসিপ ডে মিস করেনি পার্থ আমাদের চিঠি লিখতে। বাড়ি এলে আমাদের সাথে দেখা করতে আসাটা ওর‌ই দায়িত্বের মধ্যে ছিল। আবার না এলে শাস্তি স্বরূপ কথা বন্ধ। অপূর্ব সুন্দর এক মানুষ। বন্ধুত্বের প্রাণবায়ু ভরে দিত সকলের মধ্যে। অথচ নিষ্ঠুর লাদাখ ওর প্রাণবায়ু কেড়ে নিল মাত্র আঠাশে। সযত্নে রাখা ওর চিঠি আর ফেসবুক আ্যকাউন্টে ধরে রেখেছি এমন সোনার বন্ধুকে।

    বন্ধুর হাত ছাড়া জীবন অসম্পূর্ন। এমন কত বন্ধুকেই পাশে পেয়েছি যারা এক‌ইভাবে পাশে আছে। ওরা লিভিং ফসিল। আজ‌ও ওদের কোনোদিন শুভ জন্মদিন জানাই নি। অনেক চেষ্টা করেছিল। হাল ছেড়েছে। আমি জানি ওরা আমায় ভালবাসে, কিন্তু কেন জানি না।

    কিন্তু আজকের দিনে এ লেখা কেন? কারন আমার কাছে বন্ধু এমন শিক্ষক যে শত্রুতা করলেও জীবনের পাঠ দিয়ে যায়।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্যাণী সাধুখাঁ লাহা | 2409:4060:389:b6af::1441:60ad | ০৫ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৬497692
  • স্বাতী, খুব ভালো লাগলো।
  • বিপ্লব রহমান | ০৭ সেপ্টেম্বর ২০২১ ০৬:০২497778
  • সাত সকালেই এই লেখায় চোখ ভিজে গেল। বুকের ভেতর বৃষ্টি ঝরে ...
     
    আরো লিখুন। শুভ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন