এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মহামারীকে ছেড়ে দাও 'খোলা বাজারে'

    Nirmalya Dasgupta লেখকের গ্রাহক হোন
    ২৪ এপ্রিল ২০২১ | ১২৩২ বার পঠিত
  • গত বছর যখন করোনার প্রথম ঢেউ এসেছিল, সারা ইউরোপ সামগ্রিক বন্ধের বা lock-down র দিকে এগোচ্ছিল, ব্রিটেন কিন্তু তখনো গয়ংগচ্ছ ভাব দেখাচ্ছিল। আর নেদারল্যান্ড, সুইডেন তো এই lock-down এর বিরোধিতাই করছিল, WHO এর প্রচুর গালাগাল সত্বেও।

    এদের মত ছিল, এসব সামগ্রিক lock-down বিশেষ কাজের কথা নয়। বুড়ো বুড়িদের ঘরে রাখ, কারণ তাদের খতরা বেশি। ছেলে ছোকরাদের খতরা কম, তাদের চড়তে দাও। তাদের করোনা হলেও দেহে করোনার বিরুদ্ধে সম্মিলিত-প্রতিরোধ ক্ষমতা বা Herd-immunity তৈরী হবে। এর ফলে আবার যদি করোণা ফিরে আসে, তখন আর কোন বিপদ হবে না। এদিকে ব্যবসা পত্তর, বাজার হাট যেমন চলছে তাও দিব্যি গড়গড়িয়ে চলবে। এই সব মহামারির ভয়ে অর্থনীতির গতি থামানো ভাল কথা নয়! প্রচুর বিজ্ঞানী, ভাইরাস বিশেষজ্ঞ, মহামারী বিশেষজ্ঞ এই নিয়ে এদের তুলোধোনা করলেও এই তিন দেশ গা করেনি। শেষে যখন অঙ্ক কষে দেখা গেল এই মনোভাবে ব্রিটেনে আড়াই লাখ লোক মরতে চলেছে। তখন ব্রিটেন তার নীতি বদলালো।

    কিন্তু তলিয়ে দেখলেই দেখা যাবে, এই তিনটি দেশের নিজের নাগরিকদের প্রতি এই মনোভাব আকাশ থেকে পড়েনি। ১৯৮০ র দশক থেকে প্রচলিত নব্যউদারনীতির একটি অনুশীলন মাত্র এই নীতি। যে নীতি বলে, আগে টাকা, তারপর জনসাধারণ। এবং লোককে বিশ্বাস করানো হয়, তার দারিদ্র, তার বেকারত্ব, তার বঞ্চনা সব তার নিজের কারণে। বাজার তো খোলা ছিল, সবাই লড়ে নিল, তুমি পারলে না বাপু, এ তোমার দোষ! এজন্য কাঁদুনি গাইবার কোন মানে নেই। রাষ্ট্রের এত কোন ভূমিকা নেই। তার ফল কি দাঁড়ায়? আরো আরো বেশি করে বৈষম্য বৃদ্ধি। জনতাকে এই বিশ্বাস করানো খালি ভুল নয়, নৃশংসতা। ফলস্বরূপ, ধনী আরো ধনী হতে থাকে, গরীব আরো গরীব। সম্মিলিত-প্রতিরোধ ক্ষমতা বা herd-immunity এই নব্যউদারবাদেরই আরেকটি রূপ। এবং তার চরিত্র অনুযায়ী হিংস্র ও নৃশংস। সংক্রমণ ছড়াতে দাও, মারা যাবে কে? কেনা জানে, দারিদ্র আর অসুস্থতার মাণিকজোড় সম্পর্ক। তাই মারা যাবে সবদিক থেকে দুর্বল শ্রেণী। গরীব, অপুষ্ট, অশক্ত বৃদ্ধ-বৃদ্ধা, গৃহহীন, অন্যান্য রোগাক্রান্ত, শরণার্থী, এরা। কারণ অর্থের অভাবজনিত অপুষ্টি আর বিনা চিকিৎসা।

    ইউরোপের দুই দেশ ব্রিটেন আর নেদারল্যান্ড ঘোষিত ভাবেই কয়েক দশক ধরে এই নীতির ধারক-বাহক। অত্যন্ত সুচারু ভাবে এই দুই রাষ্ট্রে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা আর আবাসন সমস্যা থেকে নিজেদের দায় ঝেড়ে ফেলেছে। তাই অর্থনৈতিক ক্ষতি করে সংক্রমণ বন্ধের চেষ্টা এদের কাছে বাতুলতা। সামাজিক গণতান্ত্রিক সুইডেনও আজ নব্যউদারবাদের পথিক হয়েছে বেশ কয়েক দশক হল। ইউরোপের অন্যান্য দেশ যখন, সংক্রমণের গতিরোধ করতে lock-down করছে, যাতে স্বাস্থ্য পরিষেবা রোগীর চাপে ভেঙ্গে না পড়ে এই ভেবে, তখনও এরা কিন্তু নির্বিকার ছিল।

    অথচ, ইটালির তুলনায় ব্রিটেন আর নেদারল্যান্ডের জনপ্রতি হাসপাতালে শয্যার সংখ্যা অর্দ্ধেক, সুইডেনের আরো কম।

    এই সংখ্যাক শয্যা সংখ্যা দিয়ে তারা যে এই মহামারি সামলাতে পারবেনা, এতো তাদের জানাই ছিল, তাও তারা এরকম করল কেন?

    কারণ, এই herd-immunity তাদের নব্যউদারবাদের সাথে একদম খাপে খাপে মিলে যায়। রাষ্ট্র পুরো দোষটা চাপাতে পারে তার নাগরিকদের ওপর। তোমরা যা বলা হয়েছিল মান নি, যথেষ্ট চেষ্টা করনি, তোমরা ঘুরে বেড়িয়েছ, আক্রান্তদের দায়ী করা যায়, তোমরা আক্রান্ত হয়েও কোয়ারেন্টাইনে যাওনি ইত্যাদি ইত্যাদি। প্রকৃতি, কপাল, তোমার বেপরোয়া ভাব, যাকে খুশি দায়ী করো, সরকারকে দায়ী না করলেই হল। Herd-immunity তাই খালি বিজ্ঞান হিসেবে ভ্রান্ত বা নীতি হিসেবে ভ্রান্ত নয়, এটা একটা জৈবযুদ্ধে নাগরিককে ঠেলে দেবার নৃশংস প্রক্রিয়া। যারা সামাজিক ক্ষেত্রে ডারউইনের “survival of the fittest” বা যোগ্যতমের উদ্বর্তন নীতিটি আপ্তবাক্য করে নিয়েছে, কয়েক দশক আগে, তারই চূড়ান্ত রূপ হল এই পদক্ষেপ। কারণ যারা এই মতবাদের ধারক-বাহক, তারা খোলা বাজার আর খোলা মহামারি দুটোতেই একই ভাবে বিশ্বাস করে- তার জন্য কিছু মানুষ মারা গেলেও তাদের কিছু এসে যায় না।

    সারানুবাদ - নির্মাল্য দাশগুপ্ত
    মূল প্রবন্ধ- "Herd-immunity" is Epidemiological Neoliberalism
    Isabel Frey; March 19, 2020, The Quarantimes

    ( এটি একবছর আগের প্রকাশিত নিবন্ধ। নিবন্ধটি খুবই জনপ্রিয় হয় এবং বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়। আমার মনে হয় বাংলতেও অনুবাদ হওয়া উচিত, তাই আমি তৎক্ষণাৎ অনুবাদ করে ফেলি। তবে নিবন্ধটি বেশ বড়, বেশ কিছু তথ্য, গ্রাফ ইত্যাদিও আছে। আমি সেসব ছেঁটে কেটে মোটামুটি সারানুবাদই করেছি। একবছর বাদে লেখাটির এখনো কতটা উপযোগিতা আছে, তা পাঠকের বিবেচনাধীন )

    ছবিঃ বিবিসি থেকে প্রাপ্ত।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন