পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
বেঁচে থাকা
সুজিত বসু
সুখের ঢাকনা দিয়ে নিরাশার অন্ধকার চাপা দিয়ে রাখি
ডানায় গোধূলি মেখে এখনও তো উড়ে যায়
পরিশ্রান্ত পাখি
গোলাপ কুঁড়ির বুকে রোজ ভোরে ঝরে পড়ে পবিত্র শিশির
আলোর বন্যায় ভাসে এখনও অনেক নদীতীর
এখনও স্বপ্নের দেশে নারীদেহে আলোর জোনাকি
ছোট ছোট সুখ দিয়ে হতাশার বেদনাকে ঢাকি
কাশফুল কৃষ্ণচূড়া ঢাকে মুখ লজ্জাবতী পৃথিবী রাণীর
আশার মসৃণ ভিতে গড়া আমাদের সুখনীড়
ঝড় আসে বন্যা আসে, তবু জ্বলে মৃদু দীপশিখা
সুঘ্রাণে মাতায় আজও অজান্তেই ঘুমন্ত প্রেমিকা
যেন ট্রাপিজের তালে আশা নিরাশার খেলা চলে বারোমাস
শরীরী অপ্রেমে মগ্ন ভালোবাসাতেও আজও চাঁপার সুবাস
সার্থকতা কাকে বলে আজও আমি জানিনা সঠিক
টাকা বাড়ি গাড়ি খ্যাতি নাকি বহু ভালোবাসা শুধু শারীরিক
এসব পেলেও কেন ব্যর্থতা নামের এক মায়াবিনী আসে
দুহাতে ব্যথার ঘট, মুখ তার দ্যুতিময় যেন উপহাসে
ব্যর্থতা আমাকে বলে এ জীবন অর্থহীন, বেঁচে থাকা বৃথা
উঁকি দিয়ে যায় মনে তখনই অজাত কিছু মোহিনী কবিতা।
ভাল লাগল ।